#তোমায়_ভালোবাসি_খুব💜
#Part:14🥀
#Writer: #TanjiL_Mim💜
.
.
🍁
“অফিসে বসে আছে অগ্নি এমন সময় অফিসে ঢুকলো রনি’!!অগ্নি রনিকে দেখে একটা রাগী লুক নিয়ে তাকালো রনির দিয়ে দিকে’!!তারপর বলে উঠলঃ
——-“তুই এখানে কি চাই…….
“অগ্নির কথা শুনে রনি বলে উঠলঃ
——-“যাক বাবা যার জন্য করলাম চুরি সেই বলে চোর’!!এই বলে দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেঁসে দিল’!!
“তারপর অগ্নি তার হাসি থামিয়ে বলে উঠলঃ
——“তারপর বল কি অবস্থা??
“রনি একটা মন খারাপ নিয়ে বললোঃ
——-“যা শালা তোর জন্য সব পাঠকেরা আমার নামে গালাগালি দিচ্ছে’!!সবাই বুঝছে আমি মনে হয় গল্পের ভিলেন’!
——–“তা তুই আমার বউরের সাথে খারাপ ব্যবহার করবি তাহলে তারা বলবে না’!!
——-“হুম তা তো বলবেই কিন্তু আমি এইসব কার জন্য করেছি,,তুই আমাকে করতে বলেছিস তাই তো করলাম’!!এখন বল আমার একটিন কেমন ছিল পারফেক্ট ভিলেন’!(শার্টের কর্লার উঠিয়ে)
“অগ্নি রনির কাজ দেখে হেঁসে বললোঃ
——–“হুম সেটা তো তুই ঠিকই বলেছিস’!!বউ তো আমার ভয় পেয়ে কথা বলতেই পারছিল না’!!
——–“যাক বাদ দে এখন বল তুই খুশি তো তোর বউ কিন্তু তোকে ভালোবাসে…..
“অগ্নি মুচকি হেঁসে বললোঃ
——–“হুম খুব খুশি’!!এতকিছু তো করলাম শুধু এতটুকু জানার জন্যই’!!এই বলে অগ্নি জড়িয়ে ধরল রনিকে’!!রনিও হাসলো’!!
[এবার তাহলে আপনাদের সব বলি আসল রনির নেহার সাথে ওমন ব্যবহার করার জন্য আসল কারন ছিল’!!আসলে ঘটনাটা হলো অগ্নি জানতে চেয়েছিল নেহা সত্যি সত্যি তাকে ভালোবাসে কিনা’!!আর এটা জানার জন্যই রনি নেহার সাথে খারাপ ব্যবহার করেছিল আর একপ্রকার জোর করেই জানতে চায় নেহাকে সে অগ্নিকে ভালোবাসে কিনা]
___________________
অগ্নি রনিকে ছেড়ে দিয়ে বসে পড়ে তার জায়গায় তারপর রনিও হেঁসে বসে পরল অগ্নির সামনে থাকা একটা চেয়ারে’!তারপর অগ্নি ফোন করে কফি ওডার দেয়’!!কিছুক্ষনের মধ্যেই একজন লোক এসে অগ্নির কেভিনে দু-কাপ কপি দিয়ে গেল’!!রনি কফির মগটা হাতে গিয়ে কফিতে চুমুক দিতে দিতে বলে উঠলঃ
——–“তা দোস্ত আর কতোদিন এই লুকোচুরি চলবে এখন তো ভাবিকে সব বলে দে’!!
“অগ্নিও কফিতে চুমুক দিয়ে বলে উঠলঃ
——-“বলবো খুব তাড়াতাড়ি’!!দেয়ালে টানানো একটা ছবির ফ্রেমের দিকে তাকিয়ে’!!কারন ছবিটি তার কারো নয় নেহার’!!
“তারপর ওরা একসাথে নানা বিষয় নিয়ে গল্প করতে শুরু করলো’!!
__________________________________________
___________________
সূর্যের ফুড়ফুড়ে আলোতে কারো ডাকের শব্দে ঘুম ভাঙল আমার’!!কেউ ঘুমের ঘোরে কপালে হাত দিলো আমার’!!আশ্চর্য বিষয় স্পর্শটা খুব ভালো লাগছে আমার’!!কেমন যেন মা মা গন্ধ আসছে’!!আচ্ছা মা এসেছে কিন্তু সেটা কি করে সম্ভব মা তো আমার উপর রাগ করেছে'”!!! মিটমিটে চোখ নিয়ে আমি তাকালাম তার দিকে’!!তাকিয়ে দেখলাম শাশুড়ী মা’!!উনি আমায় দেখে মুচকি হেঁসে বললেনঃ
——-“কি মা উঠবি না,,বেলা তো কম হলো না’!!
“ওনার কথা শুনে মনে ভিতর এক অদ্ভুত শীতল বাতাস বয়ে গেল আমার’!!আমি মুচকি হেঁসে জড়িয়ে ধরে বললামঃ
——-“তুমি খুব ভালো মা’!!
“আমার কথা শুনে শাশুড়ী মা আমার মাথায় হাত দিয়ে বললেনঃ
——–“পাগলী মেয়ে আমার’!!
“ওনাকে জড়িয়ে ধরতেই আমার মায়ের কথা মনে পড়ে গেল’!!মাকে আমি এইভাবে ঘুম থেকে ওঠার পর জড়িয়ে ধরতাম’!!চোখের কোনে এসে বাঁধলো পানি’!!কিছুক্ষন এইভাবে থেকে আস্তে করে মায়ের কোলে থেকে উঠে বসলাম আমি’!!তারপর বললামঃ
——–“আগে ডাকলে না কেন মা??কতোটা বেলা হয়ে গেছে'”!!
——–“হয়েছে একটু বেলা করে উঠলে কিছু হয় না’!!এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়’!!আমি নিচে যাচ্ছি একসাথে ব্রেকফাস্ট করবো’!!এই বলে শাশুড়ী মা রুম থেকে বেরিয়ে গেলেন’!!ওনার আচরণে আমি চরম অবাক আসলেই কি এমন শাশুড়ী মা পাওয়া যায়’!!এই ভেবে বিছানা থেকে নেমে পরলাম’!!হর্ঠাৎই মাথাটা চক্কর দিয়ে উঠল’!!কালরাতের কথা মনে করার চেষ্টা করলাম আমি’!!কিন্তু কিছুই মনে পরলো না’!!তারপর কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থেকে চলে গেলাম ওয়াশরুমে’!!কিছুক্ষন পর ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে……..
___________________
“নিচে যেতেই শাশুড়ী মাকে দেখলাম টেবিলে বসে আছেন’!!আমিও মুচকি হেঁসে ওনার পাশে গিয়ে বসলাম’!!তারপর দুই শাশুড়ী আর বউমা মিলে চা খেতে খেতে গল্প শুরু করে দিলাম’!!এমন সময় কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো নীলা আর তাদের বাবা-মা’!!ওনাদের এই ভাবে দেখে কিছুটা অবাক হলাম’!!তার সাথে বেশি অবাক হলাম নীলার মুখটি দেখে কারন ও পুরো মুখ কালো করে নিচে তাকিয়ে আছে’!!নীলা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো’!!তারপর মাথা নিচু করে বললোঃ
——-“সরি ভাবি কালকে রাতের জন্য আই এম সো সরি…..এই বলে নীলা কাঁদতে কাঁদতেই বেরিয়ে গেল বাড়ি থেকে’!!নীলার বাবা-মাও শাশুড়ী মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে বেরিয়ে গেলেন’!!ওনাদের এমন সব কাজে আমি বেশ অবাক হলাম’!!সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল’!!আমি মায়ের কাছে গিয়ে বললামঃ
——–“মা নীলা আমার কাছে সরি বললো কেন??আর কি বললো ও কাল রাতের জন্য সরি কি হয়েছিল কাল রাতে আমার সত্যি কিছু মনে পরছে না’!!
“শাশুড়ী মা হয়তো আমার কথা শুনে অবাক হয়ে গেলেন’!!তারপর উনি বলে উঠলেনঃ
——“তুমি সব ভুলে গেছো বউমা,,অবশ্য ভুলে যাওয়ারই কথা কাল রাতে তো তুমি তোমার মধ্যে ছিলে না’!!
——–“মানে……
——–“তাহলে শোনো কাল রাতে কি হয়েছিল’!!
🌹______________ফ্লাসবেক______________🌹
“কালরাতে…….
নেহার কান্ডে অনেকটাই অবাক হয় অগ্নি’!!সে কিছুতেই বুঝতে পারছিল না আসলে নেহার কি হয়েছিল’!!হর্ঠাৎই অগ্নি খেয়াল করলো নেহার মুখ থেকে কিছু অদ্ভুত রকমের গন্ধ আসছে’!!অগ্নির আর বুঝতে বাকি রইল না’!!নেহা মদ খেয়ে ফেলেছে’!!কিন্তু এতরাতে নেহা এসব খেলো কি করে’!!মুহূর্তেই অগ্নি নীলার আনা জুসের কথা মনে পরে যায়’!!মুহূর্তেই সে রেগে আগুন হয়ে যায়’!!অগ্নি এটাও বুঝতে পেরেছে আজকে নেহা তাকে অনেক বড় ভুল হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে’!!অগ্নি নেহাকে কোলে করে নিয়ে চলে যায় নিচে তারপর নেহাকে দাঁড় করিয়ে চেঁচিয়ে ডাকদিল নীলাকে’!!অগ্নির ক্ষীপ্ত কন্ঠস্বর শুনে সবাই বেরিয়ে আসলো’!!অগ্নির মাও রুম থেকে বেরিয়ে আসলো’!!কিছুক্ষণের মধ্যে নীলাও মাথা নিচু করে সামনে দাঁড়ালো অগ্নি রাগী দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে বললোঃ
——-“জুসে কি মিশিয়ে ছিলি তুই’!!
“নীলা কাঁপা কাঁপা গলায় বললোঃ
——“কই কিছু না তো’!!
“অগ্নি চেঁচিয়ে বলে উঠলঃ
——-“নীলা আমি মিথ্যে কথা বলা একদম পছন্দ করি না এটা তুই খুব ভালো করে জানিস,,তাই সত্যি কথা বল’!!
“অগ্নির চেঁচানো আওয়াজে নীলা পুরো কেঁপে উঠলঃ
——-“তারপর গরগর করে সব বলে দিলো’!!সব শুনে অগ্নি ঠাসস করে সবার সামনে নীলার গালে থাপ্পড় মেরে দেয়’!!
“নীলা গালে হাত দিয়ে ছল ছল চোখে তাকায় অগ্নির দিকে তারপর বললোঃ
——“অগ্নি…..
——-“তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না আর কালই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি’!!তোকে আমার আমার চোখের সামনে না দেখি’!!এই বলে অগ্নি নেহাকে কোলে তুলে নিয়েই চলে যায় রুমে……
“এদিকে সবাই নীলার কথা শুনে যেন অবাকের চরম সীমানায় পৌঁছে যায়’!!নীলা মা তো এসে নীলার গালে ঠাস করে আরেকটা থাপ্পড় দিয়ে দেয়’!!নীলা কাঁদতে কাঁদতে রুমে চলে যায়’!!
আর এদিকে অগ্নি নেহাকে রুমে এনে শুয়ে দেয়’!!তারপর অগ্নিও নেহার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলে থ্যাংক ইউ’!!তারপর ওকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে’!!আর সকালে নেহার ঘুম ভাঙার আগেই চলে যায়’!!
___________________
“বর্তমানে…….
“মায়ের কথা শুনে আমি যেন অবাকের উপর অবাক হলাম’!!কাল রাতে এতকিছু হয়ে গেল আর আমি কিছু জানতেই পারলাম না’!!
“শাশুড়ী মা আমার কথা শুনে বলে উঠলঃ
——-“থাক এখন ওসব বাদ দেয়’!!চল তোর সাথে অনেক কথা আছে’!!এই আমরা দু’জন আবারো গল্পের আসরে জমে গেলাম’!!
“রাত_৯:০০টা……..
“রুমের মধ্যে পায়চারি করছি আমি'”!!! আজকে খুব ভালো লাগছে আমার’!!উচিত শিক্ষা পেয়েছে নীলা’!!আমার জামাইরে পডাইতে আইছিল’!!এককালে ঠিক আছে’!!ইসস আমি যদি জেগে থাকতাম তাহলে আমিও আরেকটা থাপ্পড় দিয়ে দিতাম’!!এইভেবে রুমের মধ্যে হাঁটছি আমি’!!এমন সময় পিছন থেকে কেউ জড়িয়ে ধরল আমায়’!!আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভয়ে ঘাবড়ে গেলাম’!!পরক্ষণেই কার স্পর্শ বুঝতে পেরে কিছু বললাম না’!!কারন এটা অগ্নি ছাড়া আর কেউ নয়’!!হর্ঠাৎই অগ্নি বলে উঠলঃ
——-“আজকে আমি খুব খুশি “নেহাজানু”!!
——“কেন??
——-“তোমায় বলবো কেন??এই বলে অগ্নি আমায় ছেড়ে ওয়াশরুমে চলে গেল’!!আর আমি পুরো ভ্যাবাচেকা খেয়ে গেলাম’!!যাক বাবা এটা কি হলো………
!
!
!
!
!
#চলবে………..
[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ’!!]
#TanjiL_Mim❤️