Dangerous_Girl পর্ব-০৫

0
888

#Dangerous_গিরল

দুষ্ট পাগলীর মিষ্টি বর
পর্ব-5

বলেন কি? কি করছিলো সেই সব ছেলে?

: ৩ টা ছেলেরে বাজে কমেন্ট করার জন্য আর দুইটারে প্রপোজ করার জন্য।

: আপনিতো ভয়ানক মেয়ে। যদি ওই ছেলেরা আপনার কিছু করে ফেলতো।

: এত বড় সাহস আমার পাড়া এবং এর আসে পাশের কারো নাই। কারণ আমার বাবা মোটামুটি প্রভাবশালী ছিলেন আমাদের এলাকায়।

: ওহহ আচ্ছা।

: আপনাকে ক্লাশ সেভেনের একটা মজার ঘটনা বলি। ওই ছেলেরে তো আমি আমাদের বাসার সামনে সেই মাইর দিসিলাম। পরে ছেলের মা আব্বুর কাছে বিচার নিয়ে আসছিলো।

: কেনো কেনো, কি হইছিলো……..

: একদিন সকালে স্কুল বন্ধ ছিলো। আম্মু আমাকে পাশের দোকান থেকে মসুর ডাল আনতে দিছিলো।

: তারপর।

: আমার যেতে ইচ্ছা করছিলোনা। তাই বাসা থেকে বাহিরে বের হয়ে কাউকে খুজছিলাম। হঠাৎ কাওছারের দেখা পেলাম। আমাদের বাসা থেকে একটু দূরেই ওদের বাসা। আমাদের সাথে পড়তো। একটু বোকা টাইপের। তাই আমি ওকে বললাম দোকান থেকে ডাল নিয়ে আসতে। ও টাকা না নিয়েই গেলো ডাল আনতে।

: তারপর

: যখন ডাল আনলো, আমি টাকা দিচ্ছিলাম, কিন্তু ও নিচ্ছিলো না। আমি কারণ জিজ্ঞেস করলাম। আর ও অমনি বললো ও নাকি আমাকে ভালোবাসে,,,,, মেজাজ টা এমন খারাপ হয়ে গেছিলো,,,,, যে ধরে সেই মাইর দিছিলাম।

: হাহাহা,,,,, বখাটে মেয়ে। তারপর কি হইছিলো।

: কাউছার কাদতে কাদতে বাসায় গেছিলো। বিকালে ওর নাকি জ্বর আসছিলো। পরে ওর আম্মু, আব্বুর কাছে বিচার নিয়ে আসছিলো।

: আপনার আব্বু কি বললো।

: আমাকে অন্য ঘরে আটকিয়ে রেখে আব্বু কথা বলছে ওনাদের সাথে। না হলে আবার মাইর খাইতো আমার হাতে।

: পরে শুনি কাউছারের মা নাকি বলছে আপনার মেয়ে এমন গুন্ডা কেন। আমার ছেলেটাকে মেরে কি করছে দেখছেন।

: হাহাহা।

: আর একটা মজার ঘটনা ঘটতো ক্লাশ ৮ এর মাঝামাঝি সময়।

: কি রকম।

: মে কি জুন মাসের কথা। আমি আর আপু যখন বিকালে ছাদে বসতাম তখন একটা ছেলে ঢিল দিতো।

: কি সাংঘাতিক।

: মাঝে মাঝে ঢিলের সাথে চিঠিও থাকতো।

: চিঠিতে কি লেখা থাকতো।

: কি করছো। কিন্তু কোন নাম লিখা থাকতো না। তারপর একদিন দেখি ছেলেটা ঢিল দিয়ে ওয়ালের পাশে দাড়িয়ে আছে।

: তারপর।

: আমি ঢিলটা কুরিয়ে নিয়ে একদম ছেলেটার মাথায় সোজা ফেলে দিছি। কিন্তু ঢিলটা গিয়ে ছেলেটার কাধে লাগছে। আর ছেলে ওমাগো বলো, নেড়ি কুত্তা গুলো যেমন মাইর খাওযার পর দৌড়ায় আর পিছনে তাকায় সেই ভাবে পিছনে দেখছিলো আর দৌড়াচ্ছিলো।

: হাহাহা।

: এরপর আর কোন দিন ওই ছেলেরে আমাদের বাড়ির আশে পাশে দেখি নাই। …….next ?