মেঘবৃত্ত পর্ব-৪২+৪৩

0
609

#মেঘবৃত্ত
#পর্ব_৪২
#আভা_ইসলাম_রাত্রি
অনুগ্রহপূর্বক, নিচের নোট পড়বেন।

মেঘা বৃত্তের বুকের আরো গভীরে মাথা গুজলো। বৃত্তও সুন্দর করে আগলে নিল তাকে। মেঘা মিনমিনিয়ে বললো,
— বৃত্ত, আই থিঙ্ক আই অ্যাম প্রেগন্যান্ট।

বৃত্তের হাত থেমে গেলো। চুলে বিলি কাটা বন্ধ হয়ে গেলো। এ কি বললো মেঘা? তার কান ধপধপ করছে। সে কি ঠিক শুনলো? বৃত্তের শ্বাস ভারী হয়ে এলো। মেঘার লুকিয়ে রাখা মুখশ্রীটা নিজের দিকে উচুঁ করে চেয়ে রইল ক্ষণিক। মেঘা লজ্জায় দু চোখ বুজে ফেললো মুহূর্তেই। বৃত্ত নরম কণ্ঠে সুধালো,
— সত্যি বলছিস তুই? আমরা আবার মা বাবা হবো?

বৃত্তের এহেন নরম কণ্ঠ শুনে মেঘার খুব আদর আদর পেলো। লজ্জাবতী গাছের ন্যায় মিইয়ে গেলো ও। দু হাতে ঝাঁপটে ধরলো বৃত্তের বলিষ্ট দেহখানা। চোখ থেকে দু ফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে ধরা কণ্ঠে বলল,
— হুম। আমরা দুজন আবার বাবা মা হবো। আবারো আমাদের কোল আলো করে এক ছোট্ট বাচ্চা আসবে। আমরা এবার সত্যি সত্যিই পূর্ণ হবো রে বৃত্ত।

বৃত্তের চোখ টলমল করে উঠলো। আগের বাচ্চাটা নিয়ে বৃত্তের শুধু দায়িত্তনোধ ছিলো ঠিকই, কিন্তু বাচ্চাটা মারা যাওয়ায় বৃত্তের এক মুহূর্তের জন্যে মনে হচ্ছিল, তার বুকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। বুকের মধ্যে কেউ ছুরি ঢুকিয়ে বুকটাকে একদম এফোঁড় ওফোঁড় করে দিচ্ছে। এত ব্যথার মধ্যেও সে নির্বাক ছিলো। বৃত্ত ভেঙে পড়লে, মেঘাকে সামলাবে কে? বৃত্ত জানতে অপারগ, তার এই কষ্টের কারণ। শুধু এটুকু জানতো, বাচ্চাটার জন্য মেঘার মত কষ্ট না পেলেও তার কষ্টের ঝুঁলিটাও কম ছিল না বটে।

বৃত্ত চোখ মুছলো। মেঘাকে দুহাতে আগলে নিয়ে মেঘার চুলে ঠোঁট বসালো। মিহি সুরে বললো,
— আলহামদুলিল্লাহ!

মেঘা নিজেও ফিসফিসিয়ে বললো, ‘ আলহামদুলি্লাহ ‘.
অতঃপর, কেটে গেলো কতক মুহূর্ত। হঠাৎ মেঘা ডাক দিল,
— বৃত্ত?
বৃত্তের মাথায় তখন ঘুরছে নানা চিন্তা। তার সব চিন্তাটা যেনো এই আগত বাচ্চাকেই ঘিরে। মেঘার ডাকে তার হুশ এলো। জবাব দিলো সে,
— হু, বল।
— এই বাচ্চাটাও কি তোর জন্যে শুধু দায়িত্ত্ব হয়েই থেকে যাবে রে? প্লিজ, আমার বাচ্চাকে এবার অন্তত বাবার অধিকার থেকে বঞ্চিত করিস না। পায়ে পড়ি তোর। প্লিজ!

মেঘা কেঁদে উঠলো শব্দ করে। মেঘার কান্না দেখে অপরাধবোধ বৃত্তকে আস্টেপিস্টে ঘিরে ফেললো। বৃত্ত শশব্যস্ত হয়ে উঠলো। মেঘার মুখটা নিজের দিকে তুলে সারামুখে অজস্র চুমুতে চুমুতে ভরিয়ে তুললো। মেঘা চোখ বন্ধ করে শুধু উপলব্ধি করলো বৃত্তের এই ভালোবাসার স্পর্শ। বৃত্ত মেঘার কপালে নিজের কপাল ঠেকালো। ধরা কণ্ঠে বলল,
— আমি সরি রে মেঘ। আর আমাকে মনে করিয়ে দিস না, আমি কত বড় অপরাধ করেছি। বৃত্ত সরি বলছে তার মেঘকে। একবার, দুবার, হাজারবার। সে তার বাচ্চাকে আর কখনো অবহেলা করবে না। কখনো না। বৃত্ত তার বাচ্চা আর বাচ্চার মাকে মাথায় তুলে রাখতে জানে। কি, জানে না?

মেঘা মাথা নাড়লো, উপর নিচে। বৃত্ত হাসলো। মেঘার কপালে চুমু খেয়ে মেঘার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরলো। মেঘা একদম গুটিয়ে গেলো বৃত্তের বুকের মধ্যিখানে। বৃত্ত টিটকারী মেরে বললো,
— তুই অনেক ছিঁচকাদুনে রে মেঘ। এখন তো আমার নিজের কথা ভেবেই টেনশন হচ্ছে। বাচ্চাটা হয়ে গেলে আমি কাকে সামলাবো। বাচ্চাকে না তার বাচ্চা মাকে?

মেঘা হেসে ফেললো। বৃত্তের কাঁধে চাপর মেরে বললো,
— চুপ, আর একটা কথা বললে মাইর খাবি আমার থেকে।
— তুই তোর হাসবেন্ডকে মারবি? হাসবেন্ডকে মারলে গুনাহ হয় জানিস না?
— না, জানিনা। আর জানার দরকারও নেই আমার। এত জেনে কি হবে?
— আমাদের আরো ডজন খানেক বাচ্চা হবে, আরকি!
মেঘা এবার লজ্জায় গুটিয়ে গেল। বৃত্তের বুকে আদুরে দুয়েক কিল ঘুষি দিয়ে গাল ফুলিয়ে বললো,
— চুপ, একদম চুপ। খালি অসভ্য কথাবার্তা।
বৃত্ত হেসে হেসে মেঘাকে নিজের বুকের সাথে একদম মিশিয়ে ফেললো। ইশ, ভালোবাসা কি ভীষন সুন্দর!
________________________
আজ মেঘার প্রেগন্যান্সি রিপোর্ট দিবে। বৃত্ত মেঘার প্রেগন্যান্সি টেস্ট এর সাথে তার মাথার আরো একটা টেস্ট করিয়েছে। আজ এসব গুলোর রিপোর্ট দিবে। বৃত্ত অফিসের কাজ শেষ করে হাসপাতালে এসেছে রিপোর্ট নেওয়ার জন্যে।
একটু পর বৃত্তের সিরিয়াল এলে, বৃত্ত চেম্বারে প্রবেশ করলো। ডাক্তার একদম মধ্য বয়স্ক। বৃত্ত তাকে সালাম দিয়ে চেয়ারে বসলো। ডাক্তার চোখের চশমা নাকের ডগায় তুলে বেশ কিছুক্ষণ নজর বুলালেন রিপোর্ট দুটিতে। বৃত্ত একসময় জিজ্ঞেস করলো,
— অ্যানি প্রবলেম, ডক্টর?

ডাক্তার এবার মুখ তুলে তাকালেন বৃত্তের দিকে। রিপোর্ট দুটো টেবিলের একপাশে রেখে দুহাত ভাঁজ করে টেবিলে রাখলেন। বললেন,
— কংগ্রাচুলেশন, ইউ আর গোইং টু বি অ্যা ফাদার।
বৃত্ত হেসে ফেললো। মাথা চুলকে লজ্জামিশ্রিত কণ্ঠে বললো,
— থ্যাংকস!
— বাট, মিস্টার বৃত্ত। আই অ্যাম সরি টু সে দ্যাট, আপনার স্ত্রীর একটা ম্যাজর রোগ হয়েছে। সেই প্রবলেম তার লাইফকে অব্দি রিস্কে ফেলে দিতে পারে।

#চলবে

#মেঘবৃত্ত
#পর্ব_৪৩
#আভা_ইসলাম_রাত্রি

— কংগ্রাচুলেশন, ইউ আর গোইং টু বি অ্যা ফাদার।
বৃত্ত হেসে ফেললো। মাথা চুলকে লজ্জামিশ্রিত কণ্ঠে বললো,
— থ্যাংকস!
— বাট, মিস্টার বৃত্ত। আই অ্যাম সরি টু সে দ্যাট, আপনার স্ত্রীর একটা ম্যাজর রোগ হয়েছে। সেই প্রবলেম তার লাইফকে অব্দি রিস্কে ফেলে দিতে পারে।

ডাক্তারের এহেন কথা শুনে বৃত্তের মাথা মুহূর্তেই যেনো ঘুরে গেলো। হাত দিয়ে শক্ত করে চেয়ারটা খামচে ধরে সে বললো,
— ক-কি রোগ হয়েছে আমার মেঘের?

মধ্যবয়সি ডাক্তার বৃত্তের এমন ভেঙে পড়া দেখে নিজেও একটুখানি অবাক হলেন। স্বামীকে তার স্ত্রীর এই মরণঘাতী রোগ সম্পর্কে জানানো, বেশ জটিল ব্যাপার বটে। ডাক্তার একটু নড়েচড়ে বসলেন। অতঃপর বেশ শান্ত সুরে বললেন,
— শি হ্যাজ এ ম্যাজর ব্রেইন টিউমার!

‘ব্রেইন টিউমার’ মত বিশ্রী শব্দটা বৃত্তকে বুকে ছুরি চালালো অজস্রবার। হুট করেই বৃত্তের মনে হলো, ‘ ব্রেইন টিউমার’ শব্দটা কোনো হালকা শব্দ নয়, বরং আসমান সমতুল্য ভারী এক শব্দ। যার ভার বৃত্তের দ্বারা বহন করা সম্ভব না। সে মরে যাবে! মেঘবিহীন বৃত্ত ঝড়ে যাবে, নিঃশেষে হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। বৃত্ত ধরা গলায় জিজ্ঞেস করলো,
— এই রোগ কি নিরাময়যোগ্য না? মেঘ ভালো হয়ে যাবে, এই আশা আপনি কি আমাকে দিতে পারবেন না? বলেন?

ডাক্তার লোকটা বুঝতে পারলো বৃত্তের কষ্ট। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। মেঘার মাথার সিটিস্ক্যান বৃত্তের দিকে তুলে সেটাতে একটা অংশ ইঙ্গিত করে দেখালেন! বললেন,
— মিস.মেঘার মাথার ঠিক সেন্ট্রালে এই টিউমারটা রয়েছে। টিউমার অপারেশন করা যাবে, তবে তাতে মেঘার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। এই ধরেন, ৫%! তবে, এই অপারেশন বাচ্চা পেটে থাকাকালীন করা যাবে না। এতে বাচ্চাটা মারা যাবে নিশ্চিত! মেঘার অ্যাবোরেশন করিয়ে অপারেশন করতে হবে। তবে ওই যে বললাম, টিউমারটা একদম সেন্ট্রাল হওয়ায় মেঘার অপারেশন সাক্সেসফুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এটুকু বলে থামলেন ডাক্তার। বৃত্ত হতবম্ব। এসব কথা শুনে তার কথা হারিয়ে গেছে। চোখ দুটোতে মনে হচ্ছে, কেউ আগুন ঢুকিয়ে দিয়েছে। মরিচের ন্যায় জ্বলছে তার চোখ। যেকোনো মুর্হুতে বৃত্তের সব বাঁধা উপেক্ষা করে তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়বে। বৃত্ত খুব কষ্টে মুখ খুললো,
— বাঁচার কি কোনো চান্স নেই, ডক্তর?

কথাটা বললে বৃত্তের যে দমবন্ধ হয়ে আসছে, ডাক্তার সেটা হলপ করে বলতে পারেন। ডাক্তার লোকটা বললেন,
— আছে! বাচ্চাটা অ্যাবোরেশন করে তারপর একটা ম্যাজর অপারেশন করতে পারলে মেঘার বাঁচার সম্ভাবনা ৫%! আর যদি এই অপারেশনটা একমাসের মধ্যে না করান, তবে আপনার স্ত্রী বড়জোর ছ মাসের মত বেঁচে থাকবেন। যেহেতু আপনার স্ত্রীর গর্বের বাচ্চার বয়স মাত্র দুই মাস। এই আট মাসে বাচ্চাটা আদৌ জন্ম নিতে পারবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এবার আপনি ঠিক করুন কি করবেন? তবে আপনার বাচ্চার অ্যাবরেশনের সিদ্ধান্ত একা আপনার হলে হবে না, বরং আপনার স্ত্রীর এতে সম্মতি থাকতে হবে। বুঝতে পেরেছেন আমি কি বলেছি?

বৃত্ত আর সহ্য করতে পারলো না। টেবিলে হাত ভাঁজ করে মাথাটা নত করে ফেললো সে। বহু কষ্ট আটকে রাখা এক ফোঁটা জল বিসর্জন গেলো তার চোখ বেয়ে। ডাক্তার বৃত্তের এহেন অবস্থা দেখে নিজেও কষ্ট পেলেন। বললেন,
— মিস্টার বৃত্ত, নিজেকে সামলান। সামনের পরিস্থিতিটা আরো বিদঘুটে হয়ে অপেক্ষা করছে আপনার জন্যে। সামলান নিজেকে।

বৃত্ত মাথা উঁচু করে চেয়ে রইলো মেঘার মাথার সিটিস্ক্যানের দিকে। খুব কান্না পাচ্ছে তার। এ কি দুটানায় পড়লো সে? আল্লাহ তাকে এ কি পরিস্থিতির মধ্যে আটকে দিয়েছেন?

ডাক্তারের চেম্বার থেকে বিদায় নিয়ে বৃত্ত রাস্তার মোড় ঘেঁষে হাঁটতে লাগলো। বেশ রাত হয়ে গেছে। এই মুহূর্তে ঘড়িতে সময় দেখতে ইচ্ছে হলো না বৃত্তের। মনেমনে আন্দাজ করলো সে, ঘড়িতে বোধহয় এগারোটা বাজে। বৃত্ত বারবার শার্টের হাতা দিয়ে চোখ মুছছে। তার ভেতরের গুমরে গুমরে কান্নার অভিযোগ শোনাচ্ছে নিজ রবের কাছে। হঠাৎ বৃত্তের ফোন বেজে উঠলো। বৃত্ত গলা খাঁকারি দিয়ে চোখ পরিষ্কার করলো। ফোন হাতে নিয়ে মেঘার নাম্বার দেখে তার বুকটা আবার ভারী হয়ে উঠলো। সে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে মেঘার উচ্ছল কণ্ঠস্বর কানে এলো তার,
— রিপোর্ট পেয়েছিস, বৃত্ত? কি এসেছে রিপোর্টে? বল না? এই বৃত্ত? হ্যালো, হ্যালো, বৃত্ত?

বৃত্ত চোখ ভারী, ভেজা। সে যথাসম্ভব নিজেকে সামলে বললো,
— হুম, পেয়েছি রিপোর্ট।
— ওহ, কি এলো? বল না? আমি সত্যি সত্যি প্রেগন্যান্ট তো? আরে, বল না জলদি।
বৃত্ত একটু হাসার ভান করে বললো,
— জ্বি, মিসেস উডবি মাম্মাম! আমাদের বাচ্চা আসবে, কনফার্ম।
— সত্যিই?
মেঘা কথাটা শুনে সজোরে চিৎকার দিয়ে উঠলো। চিৎকারের শব্দে বৃত্তের কানের পোকা যেনো আজ বের হয়েই যাবে। বৃত্ত হাসার চেষ্টা করলো। বললো,
— হুম, সত্যি।
— আল্লাহ, আমার বিশ্বাস হচ্ছে না। সত্যিই আমি মা হবো?
— মেঘ?
— হুম, বল।
— আমার ফিরতে আজ লেইট হবে। তুই খেয়ে নিস। খবরদার না খেয়ে থাকবি তো আজ আমার বুক পেতে দিবো না তোকে। তুই একপাশে ঘুমাবি আর আমি একপাশে। কাছে আসলেই বেদম মাইর খাবি।

মেঘা মুখ ফুলালো। ঠোঁট উল্টে বললো,
— ঠিক আছে। খাবো আমি। তুই কিন্তু বেশি লেইট করবি না। আমি অপেক্ষা করবো তোর জন্যে।
— ঠিক আছে মেরি বউ। এখন যা, খেয়ে নে কিছু। রাখছি।
— হুম, বাই।

বৃত্ত ফোন কেটে দিলো। রাত বেড়ে গেছে। রাস্তার গলিতে মানুষের চলাচল থেমে গেছে। সম্পূর্ণ রাস্তা এখন স্থবির, শান্ত! বৃত্ত রাস্তার ফুটপাতে বসে গেল। মেঘার প্রেগন্যান্সি রিপোর্ট হাতে নিয়ে কতক্ষণ চেয়ে রইলো সেই রিপোর্টটার দিকে। একসময় বৃত্ত আর নিজেকে সামলাতে পারলো না। রিপোর্টটার মধ্যে মাথা রেখে পুরুষালি নিয়মের সম্পূর্ণ বাইরে গিয়ে শব্দ করে কেঁদে উঠলো সে। বৃত্তের কান্নার শব্দ নীরব রাস্তাটাকেও কাঁদিয়ে ফেললো। আজ চাঁদ কাঁদলো, আকাশ কাঁদলো, মেঘ কাঁদলো, মেঘের বৃত্ত কাঁদলো। কান্নায় কান্নায় ভারী হলো পৃথিবীর বায়ু। এত কষ্ট কেনো হচ্ছে বৃত্তের?

#চলবে।