আলো আধারের খেলা পর্ব-২৪

0
224

#আলো আধারের খেলা
#পর্ব_২৪
#মুমতাহিনা_জান্নাত_মৌ

আজ সারাদিন রুয়েল জান্নাতের সাথে ছিলো।দিনটা বেশ ভালোভাবেই উপভোগ করলো তারা।জান্নাত তো সেই খুশি।তাছাড়া এ কয় দিন যে অশান্তি শুরু হইছিলো জান্নাত ভাবতেই পারে নি এতো সহজে সবকিছু ঠিক হয়ে যাবে।এতোদিন বাদে মনে হলো আসলেই জীবন টা সুন্দর। রুয়েলের সাথে বিয়ে হয়ে সত্যি তার জীবন টা পালটে গেছে।আজ তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে,আপনার স্ত্রী হতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। আপনি আমার জীবনের দেখা সেরা একজন পুরুষ।এটাই একমাত্র সত্যি যে, আপনি আমার মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে পারেন।এতোদিন জান্নাতের মনে হয়েছে বিয়ে করে তার জীবন টা একদম শেষ হয়ে গেছে।তার বাবা মা কিভাবে এই ভুল কাজটা করতে পারলো?তবে রুয়েল যখন তার সাথে হাসিমুখে কথা বলে,আদরে ভালোবাসায় তার জীবন টা ভরিয়ে তোলে সে নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবান স্ত্রী মনে করে।রুয়েল সবসময় জান্নাত কে একটা কথাই বলে,

❝জান্নাত!আপনি আমার জীবনের সবচেয়ে দামী উপহার।আপনার রুপে আমি বরাবরি মুগ্ধ।আর আপনার গুনে আমি বিস্মিত হয়।আপনাকে কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না।তবে আমার অজান্তে বা আমার ফ্যামিলির কারো ব্যবহারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন।কারণ আপনার কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারি না।ইচ্ছে করে পৃথিবীর সমস্ত সুখ আপনার হাতের মুঠোয় এনে দেই।কিন্তু ভাগ্যের খেলায় আজ আমি আপনাকে মনের মতো করে কিছু দিতে পারছি না।তবুও আমার সামর্থ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো।আপনাকে খুশি রাখায় আমার জীবনের একমাত্র উদ্দেশ্য।আপনি শুধু আমার পাশে থেকে আমাকে সাহস যোগাবেন।যা কিছু হয়ে যাক না কেনো আপনি কখনোই আমাকে ছেড়ে যাবেন না প্লিজ।আমি আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না।কারণ আপনি আমার জীবনের একমাত্র শান্তি।আপনার মুখের হাসি দেখলে আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই❞

ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গেলো।এবার তাদের ফেরার সময় হয়ে গেছে।সেজন্য রুয়েল জান্নাতকে নিয়ে তাদের গ্রামের বাড়ির দিকে রওনা হলো।তারা কয়েকদিন জান্নাতদের বাড়িতে থাকবে।রুয়েল একদম জান্নাতের গ্রামের কাছাকাছি চলে এলো।কিন্তু হঠাৎ রুয়েলের গাড়িটা একদম খাদে পড়ে গেলো।তারপর কি হলো তাদের কিছু মনে করতে পারে না তারা।চারদিকে একদম হই পরে গেলো।যেহেতু সন্ধ্যার টাইম ছিলো সেজন্য মুহুর্তের মধ্যে লোকজন এসে জমা হলো।আর তাড়াতাড়ি করে তাদের হাসপাতালে নিয়ে গেলো।রুয়েল আর জান্নাতের এমন খারাপ অবস্থা দেখে সবাই ভেবেছে তারা মারাই গিয়েছে।কারণ অবস্থা ভীষণ খারাপ ছিলো তাদের।কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা প্রাণ ভিক্ষা পায়।তবে তাদের ক্ষত গুলো অনেক গভীর ছিলো।যা সারতে অনেক সময় লাগবে।রুয়েলের মাথায় আঘাত লেগেছে বেশি আর জান্নাতের একটা হাতের অবস্থা খুব খারাপ।

রুয়েল আর জান্নাত যখন চোখ মেলে তাকালো তারা তাদের কে হাসপাতালের বেডে দেখতে পেলো।জান্নাতের পাশে তার মা বাবা দাদী জাহান সবাই বসে আছে আর কাঁদছে।
অন্যদিকে রুয়েলের পাশে রুয়েলের মা, ভাই আর ভাবি বসে আছে।দুইজন দুই কক্ষে আছে।সেজন্য জান্নাতের জ্ঞান ফেরার সাথে সাথে সে রুয়েলের কথা জিজ্ঞেস করে, সে কেমন আছে জানতে চায়।অন্যদিকে রুয়েল ও চোখ মেলে তাকাতেই জান্নাত জান্নাত বলে চিৎকার করতে থাকে।সবাই বলছে জান্নাত ভালো আছে তবুও রুয়েলের বিশ্বাস হচ্ছে না।সে ওঠার চেষ্টা করলো। তখন রুবেল ভিডিও কলের মাধ্যমে জান্নাতকে দেখালো,তখন দিয়ে রুয়েলের বিশ্বাস হলো।রুয়েল জান্নাত কে সুস্থ অবস্থায় দেখে আল্লাহর কাছে মনে মনে শুকরিয়া আদায় করলো।আল্লাহ যে তাকে তার জান্নাতকে ফিরে দিয়েছে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে?সে তো ভেবেছিলো আর কখনোই তাদের আর দেখা হবে না।
ঊর্মি জান্নাতকে নিয়ে এতো চিন্তা করা দেখে বললো, ভাই এবার নিজের কথা একটু ভাবো।তোমার শরীর কিন্তু মোটেও সুস্থ নেই।যে হারে রক্ত পড়েছে বাঁচার কথাই ছিলো না।

–সব আল্লাহর ইচ্ছা।আল্লাহ না চাইলে কেউ মারা যেতে পারে না।

অন্যদিকে রুয়েলের মা শুধু কাঁদছে আর বলছে,সাবধানে একটু গাড়ি চালাতে পারিস না?কোন দিকে তাকিয়ে গাড়ি চালাস?
রুয়েল তখন তার মায়ের হাত ধরে বললো, মা ঠিক আছি তো আমি।আর আমি ঠিক ভাবেই গাড়ি চালাচ্ছিলাম।কিন্তু হঠাৎ পিছন দিক থেকে একটা গাড়ি আমাকে ধাক্কা দেয়।সত্যি আমি বুঝতে পারি নি কিভাবে এটা হলো?
রুবেল সেই কথা শুনে বললো, কিন্তু অন্য কোনো গাড়ী তো ছিলো না সেখানে।শুধু আমাদের গাড়িটাই একদম ভেংগে চুরমার হয়ে গেছে।
—বুঝতে পারলাম না ভাইয়া।তবে আমি সিওর যে অন্য আরেকটা গাড়ি ধাক্কা দিয়েছে আমাদের গাড়িটাকে।

জান্নাত অসুস্থ দেখে তার মা বাবা আর তাকে শশুড় বাড়ি পাঠাতে চাইলো না।তাকে নিয়ে তাদের বাড়ি চলে যেতে চাইলো।কারণ এই মুহুর্তে জান্নাতের রেস্টের প্র‍য়োজন।অন্যদিকে রুয়েল ও অসুস্থ।সে তো আর জান্নাতের সেবা করতে পারবে না।কিন্তু রুয়েল জান্নাতের পরিবারের এমন সিদ্ধান্তে রাজি হলো না।সে বললো,জান্নাত আমাদের বাসাতেই থাকবে।তবে দাদী আর জাহান জান্নাতের কাছে থাকতে পারে যতদিন না সে সুস্থ হয়।জান্নাতের মা বাবা সেজন্য জাহান আর দাদীকে পাঠালো জান্নাতের সাথে।

রুয়েলের মাথায় সেলাই দেওয়ার কারনে তার পুরো মাথা ন্যাড়া করতে হয়েছে।তবে শরীরের ক্ষতগুলো কিছুটা শুকিয়ে গেছে।কিন্তু জান্নাতের হাতের ব্যান্ডেজ এখনো খোলা হয় নি।কারণ তার হাতে মারাত্মক রকমের চোট লেগেছে।দাদী আর জাহান জান্নাতের ভালোভাবেই দেখাশোনা করতে লাগলো। জাহান ঊর্মিকে কাজে সাহায্য করতে চাইলে ঊর্মি তাকে নিষেধ করে দেয়।ঊর্মি বলে তোমরা আমাদের গেস্ট হও,রান্না বান্না এগুলো কিছু করতে হবে না।আমি একাই পারবো।তোমরা শুধু জান্নাতের দেখাশোনা করো।

জাহান আর দাদী ঊর্মির কথা শুনে খুব খুশি হলো।তারা মনে মনে ভাবলো জান্নাত আসলেই অনেক সুখী।কারণ তার পরিবারের প্রতিটা মানুষ ই তাকে আদর করে।বিশেষ করে ঊর্মির ব্যবহারে সত্যি তারা মুগ্ধ হয়েছে।এদিকে রুবেল জান্নাত আর রুয়েলের জন্য প্রয়োজনীয় সব জিনিস এনে দিতে লাগলো।যাতে জান্নাত আর রুয়েলের কোনো অসুবিধা না হয়।রুয়েলের পরিবারের সবার এমন ভালো ব্যবহার দেখে দাদী ফোন করে জহির কেও বললো সব।জান্নাতের মা এসব শুনে যেনো স্বস্তির নিঃশ্বাস ফেললেন।যাক জান্নাতকে নিয়ে তাদের সব টেনশন দূর হলো।তারা ভীষণ টেনশন করতেন জান্নাতকে নিয়ে।

প্রায় একমাসের মতো দাদী আর জাহান রুয়েলদের বাসায় থাকলো।এখন মোটামুটি দুইজনই সুস্থ হয়েছে।তবে জান্নাতের হাতের ব্যাথাটা এখনো পুরোপুরি ঠিক হয় নি।জান্নাত তার দাদীকে আরো কিছুদিন থাকতে বললো,কিন্তু দাদী রাজি হলো না।দাদী বললো অনেক দিনই তো থাকলাম,আর নয়।অন্য আরেকদিন আবার আসবো।
রুয়েল সেজন্য দাদী আর জাহানকে নিজে গিয়ে রেখে আসলো।রুয়েল তখন ভাবলো গ্রামে যখন এসেছিই একবার গ্রামের জমিজমা গুলো দেখে আসি।এজন্য রুয়েল তাদের গ্রামের জমিজমা পরিদর্ষনে বের হলো।

কিন্তু রুয়েল সেখানে গিয়ে শুনলো,তার ভাই রুবেল তাদের সমস্ত জমি বন্ধক রেখেছে।রুয়েল তখন বললো, কি বলছেন এসব?ভাই কেনো এসব জমিজমা বন্ধক রাখতে যাবে?
রুয়েল সাথে সাথে রুবেল কে ফোন দিলো আর জিজ্ঞেস করলো,ভাই এসব কি শুনছি?আপনি নাকি আমাদের সমস্ত জমি বন্ধক রেখেছেন।

–হ্যাঁ রেখেছি।কারণ আমার কাছে কোনো জমানো টাকা নেই।তোর আর জান্নাতের চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন ছিলো।এই কম সময়ে এতো টাকা কই পেতাম?সেজন্য জমিগুলোই বন্ধক রেখেছি।

–তাই বলে এতো টাকা?আমাদের চিকিৎসা করাতে এতো টাকা লাগছে?

–তো?কি মনে হচ্ছে তোর?আমি কি মিথ্যা কথা বলছি?

–না,না।মিথ্যা কথা বলবেন কেনো?

–হ্যাঁ সেটাই তো।আর সবচেয়ে বড় কথা হলো,টাকা গেলে টাকা পাওয়া যাবে,কিন্তু কেউ মারা গেলে তাকে আর ফেরত আনা সম্ভব না।তোরা যে সুস্থ অবস্থায় ফিরে এসেছিস এটাই অনেক।

রুয়েল ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেলো।কারণ এতোগুলো টাকা কবে তারা পরিশোধ করবে আর কবে এসব জমিজমা হাতে পাবে।রুয়েল মন খারাপ নিয়ে তাদের বাসায় প্রবেশ করলো।

জান্নাত বুঝতে পারলো আবার কিছু একটা হয়েছে।তা না হলে রুয়েল এতো গভীর চিন্তায় মগ্ন আছে কেনো?জান্নাত তখন রুয়েলের কাছে গিয়ে বললো, কি হয়েছে আপনার?আপনার মুখখানা এতো মলিন কেনো?
রুয়েল জান্নাতকে জমি বন্ধক রাখার কথা টা জানালো না।কারণ জান্নাত শুনলে ভীষণ মন খারাপ করবে।সে ভাববে তার জন্য রুয়েল দের জমিজমা বন্ধক রাখতে হয়েছে।রুয়েল তখন জান্নাতকে জড়িয়ে ধরে বললো,কিছুই হয় নি জান্নাত।আমি শুধু ভাবছি কবে আপনার হাত টা পুরোপুরি ঠিক হয়ে যাবে।আমি ভীষণ ভয়ের মধ্যে আছি।
জান্নাত তখন বললো,আপনি অযথায় চিন্তা করছেন আমাকে নিয়ে। আমি তো এখন একদম পুরোপুরি সুস্থ আছি।

এইভাবেই সবকিছু চলছিলো।জান্নাতের হাত টা ভালো হলো।রুয়েলের মাথার সেলাই খুলে ফেলা হলো।জান্নাতকে রুয়েল কলেজেও ভর্তি করে দিলো।রুয়েল প্রতিদিন দোকানে যাওয়ার সময় জান্নাতকে কলেজে রেখে আসে।জান্নাত যেহেতু পড়াশোনা করছে সেজন্য ঊর্মি আর রুবেল বাসায় নতুন আরেকজন কাজের মেয়ে এনেছে।খুবই ভালোভাবেই দিন যাচ্ছিলো তাদের।যাকে বলে সুখের সংসার।যে সংসারে কোনো দুঃখ ছিলো না।সুখের সাগরে ডুবে থেকে জান্নাত আর রুয়েল ভুলেই গেলো যে তাদের ভাই আর ভাবি একসময় তাদের সাথে কত অত্যাচার করেছে?এতো তাড়াতাড়ি কি করে তারা ভালো হলো একবারের জন্যও ভাবে নি রুয়েল।সে ভেবেছে হয় তো সত্যি তার ভাই ভাবি পুরোপুরি ভালো হয়ে গেছে।

হঠাৎ একদিন গভীর রাতে ঊর্মির কান্নার আওয়াজ শোনা গেলো।ঊর্মি গলা ছেড়ে দিয়ে জোরে জোরে করে চিৎকার করছে।রুয়েল আর জান্নাত তখন গভীর নিদ্রায় ছিলো।ঠিক তখনি রুয়েলের মা রুয়েলকে ডাকতে লাগলো।বাবা রুয়েল!তাড়াতাড়ি ওঠ।রুবেল মনে হয় আর বাঁচবে না।

রুয়েল সেই কথা শুনে এক লাফে বিছানা থেকে উঠলো।সে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে তার মা কাঁদছে আর বলছে, রুবেল কে বাঁচা বাবা।রুবেল কে বাঁচা।

রুয়েল এক দৌঁড়ে তার ভাই এর রুমে চলে গেলো।গিয়ে দেখে রুবেলের মাথা টা একদম ক্ষত বিক্ষত।রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর।রুবেলের শরীর টা একদম নেতিয়ে পড়েছে।তবুও রুবেল কিছু একটা বলতে চাচ্ছিলো রুয়েলকে।কিন্তু তার আগেই চোখ বন্ধ করে ফেলে সে।

ঊর্মি তখন চিৎকার করে বলে, রুবেল কথা বলো,কথা বলো।কি হলো তোমার?এই বলে ঊর্মি রুবেলের মাথা টা তার বুকের সাথে নিয়ে কাঁদতে থাকে।রুয়েল একদম স্তব্ধ হয়ে গেলো।এমন মৃত্যু সে জীবনেও দেখে নি।চোখের সামনে তার ভাই এর লাশ পড়ে আছে।এই কিছুদিন আগেই যে রক্তের গরমে তার উপর কত অত্যাচার করেছে আজ সে চুপচাপ শুয়ে শুয়ে আছে।ঊর্মি কাঁদছে আর বলছে ভাগ্যিস আজ বাচ্চারা কেউ ছিলো না,তা না হলে আমার বাচ্চারাও শেষ হয়ে যেতো।কি হতো তখন আমার?আমি কিভাবে বেঁচে থাকতাম তখন?আমিও তো শেষ হয়ে যেতাম যদি না আমি ওয়াশরুমে থাকতাম!

মাথার উপর ফ্যান ছিড়ে পড়েছিলো রুবেলের।সেজন্য রুয়েলের মাথা একদম ক্ষতবিক্ষত হয়ে যায়।যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়।হিয়া আর হৃদয় নানার বাড়ি গিয়েছে বেড়াতে।আর ঊর্মি ছিলো ওয়াশরুমে।তবে সবাই বেশ অবাক হলো,এটা কি করে সম্ভব!ফ্যান মাথায় পড়লেই কি করে কেউ মারা যেতে পারে।বেশি হলে মাথা ফেটে যেতো বা শরীরের বিভিন্ন জায়গায় ছিলে যেতে পারতো।

কিছুক্ষণের মধ্যেই মানুষের আনাগোনা শুরু হয়ে গেলো।সবাই শেষবারের মতো দেখতে আসলো রুবেলকে।রুয়েলের এখনো বিশ্বাস হচ্ছে না তার ভাই মারা গিয়েছে।রুয়েলের চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগলো।সে মনে মনে বললো,ভাই আমাকে ক্ষমা করে দাও।আপনাকে অনেক দুঃখ দিয়েছি আমি।ক্ষমা নেওয়ারও সুযোগ দিলেন না আপনি।রুয়েলের শুধু বার বার সেদিনের কথা মনে হলো।যেদিন সে রাগ করে তার ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলো।
জান্নাত নিজেও আফসোস করতে লাগলো।যতই তিনি তাদের উপর অত্যাচার করুক না কেনো মৃত্যুর আগে খুব ভালো ব্যবহার করেছিলো।তাদের ভালোভাবে দেখাশোনাও করেছিলো।

পরের দিন যোহর নামাযের পর রুবেলের মাটি হলো।পুরো এলাকার লোক ভেংগে এসেছিলো রুবেল কে দেখতে।কেউ রুবেলের মৃত্যু টাকে মেনে নিতে পারছিলো না।সবাই ছেলেটার জন্য আফসোস করতে লাগলো।সবাই শুধু বলতে লাগলো,আহা রে! ছেলেটা অনেক ভালো ছিলো।এতো কম বয়সে মারা গেলো!

রুবেলের এমন নির্মম মৃত্যু কেউ মেনে নিতে না পারলেও এটাই সত্যি যে সে তার পাপের শাস্তি পেয়েছে।সে ঊর্মির কথা শুনে এতোটাই নিচে নেমেছে যে মা ভাই এর সাথে খুবই বাজে ব্যবহার করেছে।সে আরো এমন একটা জঘন্য কাজ করেছে যে রুয়েলের পুরো ক্যারিয়ার টাই একদম শেষ। রুবেল ঊর্মির কথামতো রুয়েলের সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে।যার কারণে সে এতোদিন এতো ভালো ব্যবহার করেছে রুয়েলের সাথে।আর রুয়েলের গাড়ি কে ধাক্কা দিয়েছে রুবেলের ভাড়া করা লোকের গাড়ি।সে প্রথমে ঠিক করলো রুয়েলকে একেবারে শেষ করে ফেলবে।তারপর পুরো সম্পত্তি একাই ভোগ করবে।কিন্তু যখন দেখলো রুয়েলের কিছুই হলো না,সে বেঁচে ফিরলো, তখন সে জমি বন্ধক রাখার নাম করে সমস্ত পেপারে রুয়েলের সিগনেচার নিয়ে নেয়।এখন বর্তমানে রুয়েলের নামে শুধু তার বাবার রেখে যাওয়া গ্রামের বাড়ি, আর দুই একটা জমিজমা আছে।

এখন প্রশ্ন হচ্ছে রুবেলের মৃত্যু কি সত্যি আকস্মিকভাবে হয়েছে?না তাকেও পরিকল্পনা করে খুন করা হয়েছে?

ঊর্মির মতো মুখোশধারী স্বামী ভক্ত মেয়ের অভাব নেই দুনিয়ায়।তাদের মুখে এতো মধু যে, যে কেউ সহজেই পটে যেতে পারে।আর রুবেলের মতো কাপুরষ স্বামীরা ভাবে তাদের বউ তাদের কত ভালোবাসে?কিন্তু তাদের বউ যে তাদের কতদূর নিচে নামিয়ে দিচ্ছে তারা সেটা ভাবতেই পারে না। রুবেল ঊর্মির কারনেই এতো টা নিচে নেমেছে।কারণ ঊর্মি সবসময় তার ভাই আর মায়ের বিপক্ষে উসকে দিতো।রুবেল সেটা বিশ্বাস করে তাদের কে গালিগালাজ করতো।ঊর্মি সবসময় বলতো,এখনো সময় আছে হিয়ার আব্বু রুয়েলের সমস্ত কিছু নিজের করে নাও,তা না হলে কিন্তু একদিন রুয়েলের পা ধরে বসে থাকতে হবে তোমাকে।তুমি কি পারবে ছোট ভাইয়ের কাছে এভাবে মাথা নত করে বেঁচে থাকতে?তাছাড়া আমার বাচ্চাদের ও তো একটা ভবিষ্যৎ আছে।তুমি তোমার চোখের সামনে এটা সহ্য করতে পারবে?রুয়েলের ব্যবহার তো দেখছোই,কত বাজে আচরণ করছে তোমার সাথে,তোমাকে মারতেও সে পিছপা হচ্ছে না,একদিন হয় তো রাগে মেরেও ফেলবে।আমার মনে হয় তার আগেই ওকে শেষ করা উচিত।এখনো ওর বাচ্চাকাচ্চা হয় নি।বাচ্চাকাচ্চা হলে তখন আর কিছুই করতে পারবো না।রুবেল অমানুষের মতো ঊর্মির কথা শুনে রুয়েলকে হত্যা করার পরিকল্পনা ও নেয়।কিন্তু ভাগ্যক্রমে রুয়েল বেঁচে যায়।

রুবেল যখন বিদেশ থাকতো তখন ঊর্মি কিন্তু পরকিয়ায় আসক্ত হয়েছিলো।রুবেল সেজন্য ঊর্মির সেই প্রেমিক কে অনেক মেরেছিলো।আর ঊর্মিকেও মেরেছিলো।সে চাইছিলো না ঊর্মিকে নিয়ে সংসার করতে।কিন্তু ঊর্মি যেহেতু তার ফুফাতো বোন হয়,সেজন্য ফুফু আর ফুপার কান্নাকাটি দেখে, আর সবার রিকুয়েষ্ট এ আবার ঊর্মিকে নিয়ে সে সংসার করেছে।তখন ঊর্মি মাত্র ক্লাস নাইনে পড়তো।সে ছোট বলে সবাই তার দোষকে মাফ করে দিয়েছিলো।ঊর্মিও রুবেলের সাথে নিজেকে এমন ভাবে মানিয়ে নিয়েছে যে রুবেল ভুলেই গিয়েছিলো ঊর্মি একজন বাজে চরিত্রের মেয়ে।রুবেল ভেবেছিলো ঊর্মি সত্যি ভালো হয়েছে।রুবেল শুধুমাত্র ঊর্মির জন্যই আর বিদেশ যায় নি।সে ভেবেছে ঊর্মি তাকে ছেড়ে গেলে সে আর এমন সুন্দরী বউ পাবে না।কিন্তু এসব সুন্দরী আর পরপুরুষে আসক্ত মেয়েরা যে কখনোই ভালো হয় না,সেটা রুবেলের মতো ছেলেরা ভুলে যায়।যার কারণে একটা পুরো পরিবার ধবংস হয়ে যায়।সুখের সংসারে আগুন লেগে পুড়ে ছারখার হয়,আর এর জন্য ফল ভুগতে হয় অল্পতেই মানুষ কে বিশ্বাস করা রুয়েলের মতো ছেলেদের,আর জান্নাতের মতো সহজ সরল ভালো মনের মেয়েদের।
দিনশেষে ঊর্মির মতো খারাপ মেয়েরাই ভালো থাকে।আর কষ্টে দিন পার করতে হয় জান্নাতের মতো মেয়েদের।

#চলবে,