#তুমিই_আমার_প্রিয়_নেশা
#পর্ব:46
#Suraiya_Aayat
” আপনার এই মন ভোলানো কথা আপনি অন্যকে শোনাবেন আমাকে না, আমি আর আপনাকে বিশ্বাস করি না ৷”
কথাটা বলে বেশ জোরেই আয়াশকে ধাক্কা মারতেই আয়াশ খানিকটা দূরে ছিটকে গেল, তাল সামলে নিয়ে আয়াশ নূরের দিকে তাকিয়ে বলল
” মানুষকে বোকা বানানো অনেক সহজ জানো তো আফু সোনা ?”
কথাটা শোনামাত্রই নূর হুংকার ছাড়লো
” খবরদার আপনার ওই মুখে আর আপনার আফু সোনা ডাক আমি শুনতে চাই না ৷ ঘৃনা এসে গেছে নামটার ওপর আমার ৷ অন্যকে ভালোবেসে দেওয়া নাম আমি দয়া হিসাবে চাই না ৷”
কথাটা বলে নূর চলে যেতে নিলেই আয়াশ পিছন থেকে হাত ধরে নূরকে নিজের কাছে টেনে নিলো তারপর নূরের দুই হাত বন্দী করে নূরকে ধরে বলল
” কোথায় যাচ্ছো আফু সোনা? পুরোটা না শুনেই চলে যাবে?”
নূর দাঁড়িয়ে থেকে থমকে গেল, এক প্রকার রাগে ফোঁসফোঁস করতে লাগলো , শোনার মতো ইচ্ছা বা মন মানসিকতা কোনটাই কি আর আছে?
নূর হাত ছাড়ানোর চেষ্টা করলো তবুও সফল হলো না ৷
” আপনার সেই প্রেমকাহিনী শোনার কোন ইচ্ছা নেই আমার, ছাড়ুন আমি ঘুমাবো ৷”
আয়াশ নূরকে এবার কোলে তুলে নিয়ে সোফাতে বসলো,নূরকে জাপটে ধরে আছে ছাড়বে না কোনমতেই ৷
নূর ঝাপটাঝাপটি করতে করতে বলল
” ছাড়বেন নাকি আমি চিৎকার করে এবার লোক জড়ো করবো এই মাঝ রাতে , কোনটা করবো বলুন?”
আয়াশ নূরের কথার পরোয়া না করেই বলল
” আমি এতখন ধরে যা বলেছি সব মিথ্যা বলেছি ৷ আসলে আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে কতো সহজ ভাবে কিছু বললে একটা মানুষকে বোকা বানানো যায় ৷”
নূর পুনরায় ছাড়ানোর চেষ্টা করে বলল
” আর কোন বাড়াবাড়ি না, একটাও মিথ্যা কথা না ৷”
আয়াশ মুচকি হেসেই বলল
” এরিনা নামে কেউ কখনো আমার জীবনে ছিলো না আর না ছিলো আফু সোনা বলে কেউ ,কিন্তু তুমি আছো এখন আমার জীবনে আমার আফু সোনা হয়ে আর না আজ কারোর মৃত্যু বার্ষিকী ৷ আহান ভাইয়াও আমার থেকে ছোট নয় আর না আমি আহান ভাইয়ার থেকে বড়ো ,তবে এটা ঠিক যে আমি বরাবরই খুব শান্ত স্বভাবের কিন্তু তোমার এটা মানতে কষ্ট হবে কারন আতি তোমার সাথে কখনও শান্ত শিষ্ঠ স্বভাব সুলভ আচরন করিনি ,তোমার কাছে আমার পরিচিতি হলো ” ডেভিল ” হিসাবে ৷ কারনটা আমিই এতোদিন ধরে তোমার মনে গেঁথে দিয়েছি আর ভাবতে বাধ্য করেছি যে আমি প্রকৃতই ডেভিল ৷আর তুমিও খুব ভালো ভাবে তোমার বোঝার কর্তব্য টা পালন করেছো ৷ তোমাকে বোকা বানানোর কাজটা নিত্য৷ন্তই খুবই সহজ একটা কাজ কারন তোমাকে কিছু বললে তুমি কখনও তা যাচাই করতে চাও না যে তা আদতেও সত্য কি মিথ্যা ৷ আমি বললাম আর কতো সহজে তুমি বিশ্বাস করে নিলে,চাইলে তুমি কথার মার প্যাঁচে আমাকে ফেলে যাচাই করতে পারতে কিন্তু তুমি তা করোনি বরং উল্টে আমার দেওয়া একটা সুন্দর ভালোবেসে দেওয়া নাম ” আফু সোনা ” ডাকটাও ঘৃনার যোগ্য করে তুললে তাহলে ভাবো !”
আয়াশের কথাটা শেষ হতেই নূর খানিকটা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল
” চাইলেও কি আর আমি আতীতে ফিরে গিয়ে দেখে আসতে পারতাম যে আপনি ঠিক কি কি করেছেন! পারতাম না তো ! তাহলে স্বাভাবিক ভাবে আপনার মুখের কথা বিশ্বাস করা ছাড়া আর কোন উপায় নেই ৷ মানুষের মুখের কথা শুনে তা যদি বিশ্বাস না করতে পারি তাহলে এ জীবনের স্বার্থকতা কি আপনিই বলুন ৷”
আয়াশ মুচকি হেসে বলল
” একবার যাচাই করতে !”
নূর আয়াশের বুকে মাথা রেখে চোখটা বন্ধ করলো ,
” আমি জানি আপনি এখনও আমাকে ঠকিয়ে চলেছেন তবুও যে আমি পাগল , বিশ্বাস তো আমাকে করতেই হবে আর বারবার ঠকতেও হবে ৷ চিন্তা নেই একটা সময় ঠিক আমার মিথ্যা গুলোতে অভ্যস্ত হয়ে যাবো , মিথ্যা ভালোবাসা আর মিথ্যা অনুভূতি গুলোয় হয়তো একদিন সজীব আর তরতাজা হয়ে যাবে ৷”
আয়াশ নূরকে আরও খানিকটা জাপটে ধরিয়ে বলল
” প্রথমত, আমি কোন প্রেমিক পুরুষ নয় আফু সোনা যে কথায় কথায় তার প্রেয়শীকে মন ভোলানো কথা ,বল ভোলাবে বা হাতে লাল গোলাপ ধরে হাটু গেড়ে প্রপোজ করবে ৷ আমি পারি না ৷
দ্বিতীয়ত, আমি আমার অনুভূতি প্রকাশে সর্বদাই ব্যার্থ ৷ আমি ঠিক করে গুছিয়ে কথা বলতে পারিনা আর না থাকে আমার কথার মাঝে কোন ভালোবাসার প্রকাশ তাই তোমার কাছে আমার একটা অতি পরিচিত রুপ হলো ডেভিল ৷
তৃতীয়ত, ভালোবাসায় আমি কখনও বিশ্বাসী নয় এমনকি তোমাকে আমি ভালোবাসি কি আমি তা ও জানি না আর আমার জানাও নেই ৷ তবে তুমি আমার একটা নেশা, খুবই প্রিয় নেশা যে নেশা না আছে অ্যালকোহলে আর না আছে কোন নেশা জাতীয় দ্রব্যে ৷ আফু সোনা নামক মানুষটা একটা নেশার কুন্ডলীর মতো আমাকে আবিষ্ট করে ঘিরে থাকে সর্বদা ,বারবার নেশাতে জড়াতে ইচ্ছে করে তাই তো দূরে সরে যেতে পারিনা কখনও ৷”
নূর আয়াশের বুকে মাথা রেখে ফুঁপিয়ে উঠলো ,শার্টটা কে শক্তপোক্ত করে খামচি মেরে বলল
” আপনি আবারও আমাকে ঠকাচ্ছেন ৷”
আয়াশ মুচকি হেসে বলল
” যা তুমি ভাববে ৷”
” আমার চিন্থ তুমি বহন করছো তাই তোমার কাছে আমার কৃতঞ্জতার শেষ নেই , আমাদের সম্পর্কটা কোন কৃতঞ্জতার না যদিও তবে নেশাময় ৷ নেশাটাকে ভালোবাসি আর #তুমিই_আমার_প্রিয়_নেশা ৷” এর থেকে বেশি ব্যাক্ত করা হয়তো আমার পক্ষে আর সম্ভব না আফু সোনা, তুমি জোর করলেও বোধ হয় পারবো না ৷”
নূর কাঁদতে কাঁদতে বলল
” কখনো আর এ বিষয়ে আমি কোন প্রশ্ন তুলবো না শুধু একটা প্রশ্নের উত্তর চাই ,দেবেন?”
আয়াশ নির্বিকার কন্ঠে বলল
“হমম বলো ৷”
” নেশা আর ভালোবাসা দূটোই কি আপনার কাছে এক ?”
আয়াশ মুচকি হেসে বলল
” ভালোবাসা হলো নেশাময় ,নেশা কেটে গেলেই ভালোবাসা ফুরিয়ে যায় ,তোমার নেশা ফুরোবেনা সুতরাং ভালোবাসা নামক বস্তুটাও কখনও শেষ হবে না ৷”
.নূর আয়াশকে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল
” আপনি আবার আমাকে ঠাকাচ্ছেন তাইনা !”
আয়াশ এবার হো হো করে হেসে বলল
” হমম !”
…….
সকাল সকাল আয়াশ রেডি হয়ে নীচে নামল, আহানকে আনতে যাবে আয়াশ এয়ারপোর্টে ৷ নূর ওপরের ঘরেই রয়েছে , আয়াশের কড়াকড়িতে বেড থেকে ফ্লোরে নামার উপায় নেই, কিছু চাওয়ার আগেই সবাই সব কিছু সামনে হাজির করে দিচ্ছে, বিষয়টা নূরের কাছে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে,ওর এমন জীবন যাপন চাই না,সকলের সাথে একসাথে সময় কাটাতে চাই ও ৷ আয়াশ বাসাতে ফিরলে আয়াশকে বলবে কথাটা নূর ৷
আয়াশ বেরিয়ে গেছে হয়তো, নূর বিছানা থেকে নামতে গেলেই ইফা এসে বলল
” এই এই কি করছো ভাবী নামছো কেন? ”
নূর বিরক্তিমাখা কন্ঠে বলল
” এভাবে আর কতখন ইফা ! একটা মানুষের কি সারাদিন একভাবে বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে ? ”
ইফা দাঁত বার করে হেসে বলল
” সহ্য করো ভাবী সহ্য করো !”
নুর গাল ফুলিয়ে বলল
” তোমার ও সময় আসুক বুঝবে ৷”
ইফা হেসে বলল
” সে সময় আসুক দেখা যাবে ৷”
নূর ইফাকে ওর পাশে বসিয়ে বলল
” ইফা একটা সত্যি কথা বলবে আজ?”
ইফা পাশে বসে বলল
” হমম বলো ভাবী ৷”
” তুমি কি কাওকে পছন্দ করো বা ভালোবাসো?”
কথাটা শুনে ইফা হো হো করে হেসে উঠতেই নূর অবাক হয়ে বলল
” কি হলো হাসছো যে !”
” তোমার কি সত্যিই মনে হয় যে আমার কাওকে পছন্দ হয়?”
” তেমনটা ঠিক না তবে এখনকার দিনে এটা খুবই নরমাল একটা বিষয় ৷”
” আরে নাহ ভাবী , আমার অমন কোন কিছু নেই আর আমি ভাবি ও না এমন ৷ আর আহান ভাইয়া কি বলেছে জানো ?”
নূর কৌতুহল নিয়ে বলল
” কি বলেছে উনি?”
ইফা বেশ রাগ ফুটিয়ে বলল
” ভাইয়া বলেছে সে বাসায় ফিরলে নাকি আমার বিয়ে দিয়ে দেবে, তুমিই বলো আমার কি বিয়ের বয়স হয়েছে? আর কদিন পরেই ssc দেবো এখনো পিচ্চি আমি ৷”
নূর মুচকি হেসে বলল
” সত্যিই উনি একথা বলেছেন?”
ইফা গাল ফুলিয়ে বলল
” হমম হমম হমম , এই কারনে ওনার ওপর রেগে আছি ৷”
নূর এবার ফিক করে হেসে ফেলল
” ননদিনী থেকে,,,,,,হম হম হম ৷”
ইফা অবাক হয়ে বলল
” কি !”
নূর মুচকি হেসে বলল
” এটা না হয় সাসপেন্স ই থাক ৷”
ইফা আভিমান করে রইলো, আর নূর ইফার আভিমানটা বেশ এনজয় করতে লাগলো ৷
#চলবে,,,