তুমিময় বসন্ত পর্ব-২৮

0
514

#তুমিময়_বসন্ত
২৮.
#writer_Mousumi_Akter

“ঠিক এই টাইমেই তোমাকে আসতে হলো।”

“কোন টাইমে।”

“আমার জামা কাপড় খোলার টাইমে।এসেই যখন পড়েছো কাম ফার্স্ট ডিয়ার মিসেস।উন্মুক্ত বুক তোমার জন্য অপেক্ষা করছে।হাগ মি বেবিডল।”

“আপনার কি মাথায় সারাক্ষণ এসব ই চলে। ডাকবো বলবো আপনার আম্মাকে আপনি সারাদিন আমাকে এসব অসভ্য কথা বলেন।”

“প্লিজ বলো,অনেক উপকার হবে।”

“বললাম কিন্তু।”

“আচ্ছা আমি তোমাকে হেল্প করছি।বলেই আয়াস ওর আম্মাকে ডাকলো।মা,আম্মা,আম্মুউউউউউউ তোমার বউমা তোমাকে ডাকছে।কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে।প্লিজ দ্রুত এসো।”

মানে আয়াস সত্যি সত্যি তার আম্মাকে ডাকলো।আমি চোখ বড় বড় করে আয়াসের দিকে তাকিয়ে আছি।সিরিয়াসলিই সে চাইছে আমি তার আম্মাকে এসব বলি।মুহুর্তের মাঝে আয়াসের আম্মা আমাদের রুমে প্রবেশ করলো।আর আয়াস সাথে সাথে ওয়াশ রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলো।কত্তবড় ফাজিল হলে আমাকে এমন বিপদে ফাঁসিয়ে দিয়ে নিজে ওয়াশ রুমে গিয়ে লুকিয়ে আছে।আকি তো তাকে এমনি ভয় দেখাচ্ছিলাম।এসব কি কেউ কোনদিন কারো সাথে শেয়ার করে।এখনি মনে চাচ্ছে ওয়াশ রুমের দরজা ভেঙে আয়াস কে বের করে এনে বলি আম্মা আমি না আপনার এই অসভ্য ছেলে কিছু বলতে চাইছে আপনাকে।

আয়াসের আম্মা আমার কাছে এসে দাঁড়িয়ে বললেন,

“কি হয়েছে মুগ্ধতা।কিছু বলবে মা?”

আসলে আমিতো কিছুই বলবোনা।এখন এই আয়াস টাকে কি করা উচিত।মুখে অনিচ্ছাকৃত হাসি এনে বললাম,

“ইয়ে আম্মা বলছিলাম যে।”

“কি বলবা মা বলো।”

“আম্মুদের বাড়িতে কি আগামিকাল যাবো।”

“হ্যাঁ মা আগামিকাল ই যেও।আজ তোমার বাবা বিকালে মার্কেটে যাবে তোমার আম্মু-বাবা,খালা-খালু সবার জন্য কাপড় কিনে পাঠাবে।তাছাড়া দুইটা চার বাটির টিফিনবক্স কিনতে বলেছি।রান্না করে পাঠাবো।”

“আম্মা এসবের কি দরকার।”

“সব কিছুর ই দরকার আছে মা।”

“আপনার ছেলে আপনাকে মা,আম্মা,আম্মু সব এক সাথে ডাকে।”

“ছোট বেলা থেকেই আয়াস যখন যা ইচ্ছা তাই বলেই ডাকে।মা, আম্মা,আম্মু খেয়াল খুশি মতো ডাকে।”

আয়াসের আম্মা চলে আমি ওয়াশ রুমের দরজা খুব জোরে ধাক্কা মারতে মারতে বললাম,

“এক্ষুণি দরজা খুলে বাইরে আসুন। আজ আপনার একদিন কি আমার একদিন।আমাকে এইভাবে ফাঁসিয়ে ওয়াশ রুমে গিয়ে লুকিয়েছেনে।”

আয়াস বুঝতে পেরেছে আমি ভীষণ রেগে আছি।এক্ষুণি ঝগড়া শুরু করবো।আসলেই রেগে আছি। বেরোক একবার সাতদিন কথা বলবো না।ভয়ানক রাগি মুডে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমি।কিন্তু আমার রাগ নিমিষেই ভালবাসায় পরিণত হয়ে গেলো।আয়াস দরজা খুলে বেরিয়েই চমৎকার একটা হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো।আয়াস খালি গায়ে আমাকে দুই হাতে জড়িয়ে নিয়ে আমার মাথা ওর বুকের সাথে মিশিয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বললো,

“আই লাভ ইউ বেবিডল।ভেরি সরি ফর প্রাঙ্ক।ভালবাসবো তোমাকে,আদর করবো তোমাকে,প্রাঙ্ক করবো তোমার সাথে,ঝগড়া করবো তোমার সাথে, মান -অভিমান সবটায় তোমাকে ঘিরে।”

কিছু মুহুর্ত হঠাত করেই ভীষণ প্রিয় হয়ে যায়।আয়াসের দরজা খুলে বেরিয়ে হাসিমুখ ছিলো এই বিশ্বের শ্রেষ্ট হাসি। আর আমাকে অভিযোগ করার সুযোগ না দিয়ে সোজা বুকের সাথে জড়িয়ে ধরে আই লাভ ইউ জানপাখি বলাটা এতটায় চমৎকার আর মায়ামাখা ছিলো নিমিষেই তার প্রতি ভালোবাসা,ভালোলাগা কয়েকগুন বেড়ে গেলো।আমার ঠোঁটের কোনে তার প্রতি ভালবাসার লাজ্জামাখা হাসি।

এভাবে কিছুক্ষণ কেটে যাবার পরে আয়াস কে বললাম,

“চকবার খান,গলে যাচ্ছে।”

“কে দিলো?”

“দেবরজি।”

আয়াস আমার হাত থেকে একটা চকবার নিয়ে বললো,

“আমার এখান থেকে একটু খাও তারপর তোমার ওখান থেকে আমি একটু খাবো।”

আয়াস এর চকবার থেকে আমি কোনরকম একটু নিলাম।কিন্তু আয়াস আমার টা থেকে অনেকখানি নিলো।চকবার টা প্রায় গলে গিয়েছিলো।তাই আয়াস দু’বার নিয়েই শেষ করে ফেললো।আয়াসের টা তো আয়াসের হাতেই আছে আমার টা আর নেই।

আয়াসের দিকে তাকিয়ে বললাম,

“সারাজীবন শুনেছি মেয়েরাই ছলনা করে এটা আপনার কেমন ছলনা ছিলো।”

“ছলনা কোথায়?তোমাকেও সুযোগ দিয়েছিলাম তুমি নাও নি কেনো বেশী?”

“এইবার দিন।”

“না আর দিবো না।”

“আমাকে কি আগে বলে নিয়েছিলেন।”

“এটাই বুদ্ধি বলবো কেনো?”

গাল ফুলিয়ে বসে পড়লাম বিছানায়।আয়াস দুষ্টমি করেই এমন করেছে।আমিও ইচ্ছা করেই গাল ফুলিয়েছি।আয়াস সব খেলেও আমার কখনো রাগ হবেনা।
তবে এ রাগ ছিলো আয়াসের রাগ ভাঙানোর কারণ হওয়ার জন্য।আয়াস আমার সমনে বসে চকবার আঙুল দিয়ে আমার নাক আর দুই গালে লাগিয়ে দিয়ে বললো,

“আমার বউ এর জন্য বস্তা বস্তা আইসক্রিম আসবে প্রয়োজনে।জীবনে আইসক্রিম ই ফুরাবে না।মুগ্ধতার জামাই এর কি সাহস আমার বউ এর আইসক্রিম খেয়ে নেয়।নাওতো বেবিডল তুমি আমার হাতের টা খাও।”বলেই আমার গালে আইসক্রিম দিয়ে দিলো।আমিও হেসে আইসক্রিম খেলাম।তার সাথে এই অভিমান টা করতে আমার ভীষণ ভালো লাগে।

পরের দিন আম্মা দুপুরের রান্না বারোটার মাঝেই শেষ করেছেন।আমি অনেক বার বলার পর ও আমাকে রান্না করতে দেন নি।

আম্মাকে গিয়ে বললাম,”আম্মা আমি রান্না করি আজ।”

“আম্মা বললেন,বাসায় একাই রান্না করো আজ মায়ের হাতের রান্না খাও।মা যখন আর পারবে না তখন এমনিতেই তোমাকেই আমাকে খাওয়াতে হবে।”

শ্বাশুড়ি মা যে এই মুহুর্তে আমাকে রান্না করতে দিবেন না সেটা ভালোই বুঝতে পারলাম আমি।আমি রান্নাঘরেই দাঁড়িয়ে আম্মার সাথে গল্প করে যাচ্ছি।বিকালে আম্মুদের বাসায় যেতে হবে।আম্মু,বাবা,খালামনি, খালু সবাই ফোন দিচ্ছে ঘন্টায় ঘন্টায়।খালামনিদের বাসা এখান থেকে হেঁটেই যাওয়া যায়।আরহী বিকালে ওদের বাড়িতে চলে যাবে।আর আমরা আমাদের বাড়িতে যাবো।

আয়াস এই গরমে পড়ে পড়ে ঘুমোচ্ছে দক্ষিণা জানালা খুলে।আয়াস বেশীরভাগ ই ফ্যান অফ করেই ঘুমোয়।ফ্যানের বাতাসের থেকে প্রকৃতিক বাতাস ই নাকি আয়াস কে বেশী তৃপ্তি দেয়।আম্মা বলেছে আমি যেনো কিছু লেবু ছিড়ে নিয়ে আসি।আম্মুদের বাড়িতে পাঠানোর জন্য আমার শ্বাশুড়ি অনেক কিছু রান্না করছে।সাথে বাড়ির গাছের ই লেবু ছিড়ে নিয়ে যেতে বলেছে।বাড়ির ওয়ালের সাথে বড় লেবু গাছ টার ডালপালা চারদিকে ছড়িয়ে পড়েছে।গাছ টা আয়াসের রুমের সাথেই মিশে আছে।আমি লেবু গাছের নিচে গিয়ে লেবু ছিড়ছি।লেবু গাছের নিচে ফোনের গান লাউড লি প্লে করে দিয়ে লেবু ছিড়ছি।গানের শব্দে আয়াসের ঘুম ভেঙে গেলো।আমি জানালার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে লেবু ছিড়ছি।আয়াস জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার জামার কলার টেনে ধরলো।হঠাত করে পিঠ আর ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠে চিৎকার দিলাম।পেছনে তাকাতেই দেখি ঘুম ঘুম চোখে আয়াস বালিশে থুতনি ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে আছে।বুকে হাত দিয়ে কয়েক টা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে আয়াস কে হাঁপাতে হাঁপাতে বললাম আশ্চর্য ব্যাপার আপনি।আরেক টু হলে আমি ভয় পেতাম।

আয়াস ভ্রু উঁচিয়ে বললো,

“আরেকটু হলে তুমি ভয় পেতে।”

“তো এইভাবে কেউ ভয় দেখায়।”

“কই ভয় দেখালাম।বউ কে একটু কাছে টেনেছি আর কি বা করেছি।”

“না বলে কয়ে এইভাবে জামা ধরে টান দিলে কে না ভয় পায়।আরেক টু হলে মারাত্মক ভয় পেয়ে যেতাম।”

“ভয় না পেয়েই যে বউ এইভাবে চিৎকার দিতে পারে।ভয় পেলে কি করতো।নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরতো।এই তুমি ভয় পেলে না কেনো বলোতো।”

“না মানে একটু পেয়েছিলাম। ”

“আমিও ভয় পেয়েছি মুগ্ধ।”

“কেনো?”

“ভর দুপুরে প*রী দেখে।”

“প* রী কই দেখলেন।এ বাড়িতে প* রী আছে নাকি।আমি তাহলে আর একদিন ও এ বাড়িতে থাকবো না।”

“আছে তো লেবু গাছে আছে।”

এমনিতেও আমার এসবে প্রচন্ড ভয়।ভর দুপুরে এমন একটা কথা শুনে লেবু গাছের দিকে তাকিয়ে ওড়নায় রাখা লেবু গুলো ফেলে দিয়ে দৌড়ে বাড়ির ভেতরে আসার চেষ্টা করতেই আয়াস আমার হাত টেনে ধরে বললো,

“আছে মুগ্ধ নামক প* রী।তোমাকে একদম আস্ত একটা প *রী লাগছে।লেবু গাছের নিচে আমার বউ প* রীটা।”

আয়াস আমার দুই হাতের আঙুলের ভাজে আঙুল দিয়ে আলতো পরশে আঙুল চেপে ধরে জানালা দিয়ে দিয়ে মুখ বাড়িয়ে হাতে চুমু দিয়ে মৃদু হাসছে।আয়াসের মৃদু হাসি ভীষণ সুন্দর। সদ্য ঘুম থেকে ওঠা ছেলেটার মাঝে এত প্রেম কিভাবে যে আসে।বেশ লজ্জা পেলাম।কথা ঘোরাতে বললাম,

“এই গরমে ঘেমে চোখ মুখ বিশ্রী দেখা যাচ্ছে তাইনা?এইজন্য এসব বলছেন তাইতো।”

“তোমাকে কি কখনো বিশ্রী লাগতে পারে।তবে মুখ ভীষণ লাল হয়ে গিয়েছে।যার জন্য তোমাকে গোলাপি গোলাপি লাগছে।”

“বাড়িতে অনেক মানুষ আছে হাত ছাড়ুন। কেউ দেখে ফেলবে।”

“এদিকে এ টাইমে কেউ আসে না প্রিয়তমা। বাবা বাড়িতে নেই মা ওদিকে বিজি আছে।”

“কেউ বাসায় নেই বলে একজন জানালার ওপাসে আর কেউ জানালার এ পাশে দাঁড়িয়ে থাকবো।”

“তুমি ভেবে দেখো কত্ত রোমান্টিক একটা মুহুর্তে দুজন দাঁড়িয়ে আছি।”

এমন সময় অয়ন এদিকে এগিয়ে এসে বললো,

“ভাবি কি হয়েছে এভাবে চিৎকার দিলে কেনো?”

অয়ন এর চোখ বড় বড় হয়ে গেলো আমাকে আর আয়াস কে এইভাবে হাতে হাত ধরে থাকতে দেখে।ছেলেটা এমনিতেই ভীষণ লাজুক, তাতে আমাদের এ অবস্থায় দেখে বোধ হয় পৃথিবীর সব লজ্জা অয়ন এর উপর ভর করলো।অয়ন দ্রুত নিজের হাত মাথায় চালিয়ে দিয়ে মাথা নিচু দিকে তাকিয়ে দ্রুত পেছন ফিরে চলে গেলো।আয়াস এখনো হাত ধরেই রেখেছে।

“আয়াস কে বললাম,সব আপনার জন্য হয়েছে। অয়ন কি ভাবলো বলুন তো।”

“ভাবলেও ভেবেছে তার ভাই আর ভাবি ছিলো।এখানে অন্য কেউ ছিলোনা।”

“এইবার বাবা এসে দেখলে তবেই কি হাত ছাড়বেন।ওইযে বাবা আসছে।”

বাবা আসছে কথাটা শুনেই আয়াস বিদ্যুৎ গতিতে আমার হাত ছেড়ে দিলো।

আমি মুচকি হাসি দিয়ে লেবু গুলো তুলে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম।লেবু গুলো আম্মার কাছে দিয়ে দিলাম আম্মা একটা ব্যাগে দিয়ে দিলো।

বিকালে আলমারি থেকে অনেক গুলা শাড়ি বের করলাম।আজ আম্মুদের বাড়ি শাড়ি পরে যাবো।আয়াসের শাড়ি খুব পছন্দের।আমি শাড়ি পরলে আয়াস শাড়ির কুচি ধরবেই।আয়াসের নাকি আমার শাড়ির কুচি ধরতে খুব ভালো লাগে।অনেক গুলা শাড়ি বের করে আয়াস কে বললাম,

“দেখুন না কোনটা পরবো।আমাকে কোন শাড়িতে ভালো লাগবে।”

আয়াস ল্যাপটপ চাপছে মন দিয়ে।শাড়ির দিকে না তাকিয়েই বললো,

“তুমি যেটা পরবা ভালো লাগবে।”

“আপনি একটা চয়েজ করে দিন না প্লিজ।”

“বললাম তো একটা পরলেই হবে।তোমাকে সব কালারে সুন্দর লাগবে।”

“আচ্ছা থ্রি পিছ পরছি।”

“আয়াস সাথে সাথে ল্যাপটপ এর সাটার অফ করে আমার পাশে এসে একটা গোলাপি শাড়ি নিয়ে বললো এটা পরো।আমি পরিয়ে দেই।শাড়ি,গহনা, সব ই আমি পরিয়ে দিবো।”

আমিও ঠিক এটায় চাইছিলাম।আয়াস শাড়ি আর গহনা পরিয়ে দিয়ে বললো,”এইবার মেকাপ তুমি করো।আমি ওটা পারি না বেবিডল।”

“ছোট আয়না আয়াসের হাতে দিয়ে বললাম,এটা আমার সামনে ধরুণ।আমি কাজল পরবো।”

চলবে?