#তোমায়_ভালোবাসি_খুব💜
#Part:12🥀
#Writer: #TanjiL_Mim💜
.
.
🍁
“শাড়ি ছিঁড়ে ফেলে রুম থেকে বেরিয়ে গেছে অগ্নি”!!আর আমি ভয়ে অর্ধেক হয়ে গুটিসুটি মেরে বসে আছি বিছানায়’!!বেশকিছুক্ষন যাবৎ অগ্নিকে সত্যি কথা বলার চেষ্টা করছিলাম’!!কিন্তু অগ্নি এতটাই আমার উপর রেগে গেছে যে আমার কথা শুনলোই না’!!তাই রাগ করতে করতেই রুম থেকে বেরিয়ে গেল’!!এই মুহূর্তে শুধু একটা কথাই মাথায় বাজছে'”!
—-“কে দিল এই শাড়ি”!!তারপর জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে নিলাম’!!তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে দরজা বন্ধ করে দিয়ে অন্য আরেকটা শাড়ি বের করে পড়ে নিলাম আমি’!!এইবার চুলগুলো খোঁপা করে পিছনে ফুল দিয়ে সাজিয়ে নিলাম’!!তারপর কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থেকে জোরে এক দীর্ঘ শ্বাস ফেলে চললাম নিচে……….
___________________
“নিচে নামতেই শাশুড়ী মা আমায় দেখে মুচকি হাসলেন’!!আমিও হাসলাম তারপর শাশুড়ী মা তার কিছু আত্মীয় স্বজনের সাথে আমায় পরিচয় করে দিলেন’!!তারপর সবাই মিলে পুরো সন্ধ্যা ইনজয় করে নিলাম ইশার গায়ে হলুদে’!!অদ্ভুত বিষয় এই অগ্নি একবারও আমার দিকে তাকালো না”!! তবে এটা স্বাভাবিক ছিল যে পরিমান রেগে গিয়ে ছিল’!!না জানি তখন শাশুড়ী মা তাকে না ডাকলে হয়তো আজকেই খুন করে দিতো আমায়’!!আচমকা পিছন থেকে রনি বলে উঠলঃ
——-“কি ভাবি অগ্নির সাথে ঝগড়া হয়েছে’!!
“অবাক হয়ে বললাম আমিঃ
——–“মানে……”!! “কারন রনি কি করে জানলো যে আমাদের মাঝে ঝগড়া হয়েছে’!!তার মানে কি??(মনে মনে)
——–“না এমনি বললাম এই বলে রনি পাশ কেটে চলে গেল’!!
“বিষয়টা কেমন জানো সন্দেহজনক লাগলো আমার কাছে'”!!!
“রাত ১১ঃ০০টায় পর্যন্ত সবাই ইনজয় করেছে ইশার গায়ে হলুদে’!আমিও করেছি মোটামুটি’!!অগ্নির সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি আমি কিন্তু যতবারই কথা বলতে গেছি ততবারই নীলা এসে বাগরা দিয়েছে’!!আর নয় অগ্নি রাগ দেখিয়ে চলে গেছে’!!
“রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি আমি’!!ভিতরে যাবো কি যাবো এটা ভাবতেই ভয়ে কাঁপাকাপি লেগে গেছে আমার’!!তারপর মনে মনে হাজারো বক বক করে নিজেকে শান্ত করে চললাম আমি ভিতরে’!!রুমে ঢুকতেই দেখলাম অগ্নি বিছানায় শুয়ে আছে’!!হয়তো খুব টায়ার্ড’!না জানি সারাদিন কিছু খেয়েছে কি না’!!আমি দরজাটা বন্ধ করে ধীরে ধীরে অগ্নির সামনে গিয়ে দাঁড়িয়ে বললামঃ
——-“আমার আপনার সাথে কিছু কথা আছে’!!
——“চুপ…………
——–“দেখুন আমি কিছু বলতে চাই’!!
——-“অগ্নি এবারো চুপ……
“অগ্নির এই চুপ থাকাটা একদম সহ্য হচ্ছে না আমার’!!রেগেমেগে ভিতর থেকে আগুন হয়ে যাচ্ছি আমি’!!একবুক সাহস নিয়ে অগ্নির দিকে ঝুকে ওর কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে বলে উঠলামঃ
——-“আপনি কি আমার শুনতে পারছেন’!!
“অগ্নি এইবার চোখ খুলে তাকালো আমার দিকে তাকালো’!!অগ্নির তাকানো দেখে আমি শান্ত গলায় বললামঃ
——-“আমার কথাগুলো তো শুনবেন’!!
——–“তোমার কোনো এখন শুনতে চাই না আমি’!!তুমি এখন এখান থেকে যাও’!!
“অগ্নির এমন কথা শুনে মাথাটা বিগড়ে গেল আমার’!!আমিও গিয়ে বিছানায় বসে অগ্নিকে টেনে শোয়া থেকে উঠে বসালাম’!!অগ্নি হয়তো প্রচুর রেগে গেছে’!!গেলে গেছে আমার কি আগে আমার সব কথাগুলো ওনাকে শুনতে হবে নাকি’!!তারপর অগ্নিকে শক্ত করে জড়িয়ে ধরে বললামঃ
——-“কোথায় যাবো আমি’!!কোথাও যাবো না আর আমার কথাগুলো আগে শুনবেন তো’!!
——–“তুমি ছাড়ো আমায়’!!
——–“না ছাড়বো না’ আগে শুনবেন তো প্লিজ’!!বিশ্বাস করুন আমি ইচ্ছে করে ওগুলো পরি নি’!!আমি তো ভেবেছিলাম ওগুলো আপনি দিয়েছেন’!!
–“নেহার কথাশুনে অগ্নি অবাক হয়ে গেল’!!
“নেহা আবারো বলতে শুরু করলঃ
——-“বিশ্বাস কর সেদিন রাতে যখন আমি রুমে এসেছিলাম’!!তখন দেখলাম একটা শপিং ব্যাগে ওই শাড়ি আর কিছু গহনা ছিল’!!আর ব্যাগের ভিতরে লেখা ছিল আমি যেন ওগুলো গায়ে হলুদে পড়ি’!!তাই পড়েছিলাম’!!আমি বুঝতে পারি নি ওগুলো আপনি দেন নি’!!কেউ হয়তো ভুল করে রুমে রেখে গিয়েছিল আর আমি ভুল করে আপনি দিয়েছিলেন তাই ভেবে পড়ে ছিলাম’!!আই এম সরি’!!বিশ্বাস করুন আমার কথা গুলো’!! আমি মিথ্যা বলছি না’!!এই বলে অগ্নিকে ছেড়ে দেয় নেহা’!!কারন নেহা কথাগুলো বলতে বলতে কেঁদে দেয়’!!
——–“আচ্ছা বলুন কি করলে আপনি বিশ্বাস করবেন আমি সত্যি বলছি’!!
“অগ্নি নেহার কথাগুলো শুনে কিছুক্ষন চুপ থেকে বলে উঠলঃ
——-“যাও আমার জন্য আগে খাবার নিয়ে এসো’!!অগ্নির কথা শুনে নেহা তার চোখের পানি মুছে খুশি হয়ে রুম থেকে বেরিয়ে গেল’!!
___________________
-“কিছুক্ষনের মধ্যে অগ্নির জন্য খাবারগুলো নিয়ে ভিতরে ঢুকলাম আমি’!!তারপর অগ্নিকে খাইয়ে দিলাম’!!অগ্নিকে খাওয়াতে খাওয়াতে বললাম আমিঃ
——–“আমি সত্যি কথা বলছি অগ্নি’!!
——-“আচ্ছা ঠিক আছে’!!তারপর আর কি রোজ কারের মতো নেহা অগ্নিকে খাবার খাইয়ে দিয়ে’!!নেহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পরল অগ্নি’!!
🍁
“ভোরের ফুঁড় ফুঁড়ে সকালে ঘুম ভাঙল অগ্নির’!!হর্ঠাৎ সে খেয়াল করলো নেহা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে’!!অগ্নি নেহার দিকে তাকিয়ে ওর কপালে পাশে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল’!!এতে নেহা কিছুটা নড়ে চড়ে উঠল তারপর আরো শক্ত করে জড়িয়ে ধরল নেহা অগ্নিকে’!!এতে করে অগ্নি মুচকি হাসলো’!!তারপর নেহার চুলে হাত বুলাতে বুলাতে বলে উঠলঃ
——“আমি জানি নেহাজানু কাল রাতে তুমি যা যা বলেছো সব সত্যি ছিল’!!কিন্তু কেউ কি সত্যি ভুল করে রেখে গিয়েছিল নাকি ইচ্ছে করে’!!সেটা তো আমায় জানতে হবে তার সাথে কে ছিল সেটাও তো জানতে হবে’!!এই ভেবে অগ্নি নেহার কপালে চুমু দেয়’!!তারপর নেহাকে ছাড়িয়ে চলে যায় ওয়াশরুমে………’!!
“বেশকিছুক্ষন পর অগ্নি বেরিয়ে আসে ওয়াশরুম থেকে’!!নেহা তখনও ঘুমিয়ে ছিল’!অগ্নি কিছু একটা মনে করে এসে বসল নেহার পাশে’!!তারপর নেহার মায়াবী ফেসটার দিকে তাকিয়ে বলে উঠলঃ
——-“তোমাকে আজও প্রথম দিনে দেখা বাচ্চা মেয়েটির মতোই লাগছে’!!হর্ঠাৎই অগ্নি চোখ বন্ধ করে নেহার সাথে তার প্রথম দেখা হওয়া কল্পনায় চলে গেলো’!!
🌸_____________ফ্লাসবেক______________🌸
“বিকেলের ফুড়ফুড়ে বাতাসে ঘুরতে আসছে নেহা,রশ্নি তার সাথে তাদের আরো কিছু ফ্রেন্ড’!!সবাই আজকে খুব খুশি’!!কারন বহুত দিন পর সবাই মিলে ঘুরতে বেরিয়েছে’!!হর্ঠাৎ ওরা দেখতে পেল সামনে একটা ফুচকার দোকান’!!ব্যাস হয়ে গেলো সবাই মিলে দৌড়ে ফুচকার সামনে গিয়ে ফুচকা খেতে ব্যস্ত হয়ে পরলো’!!ফুচকায় প্রচুর পরিমানে ঝাল হওয়ার কারনে সবার চোখ দিয়ে পানি পরতে শুরু করল’!!এক পর্যায়ে নেহা ঝালে পুরো পাগল হয়ে গেল’!!
——-“দোস্ত এত ঝাল দিলি কেন আমার তো অবস্থা যায় যায়’!!
——–“দোস্ত আমারো সেইম অবস্থা(রশ্মি)
——–“দোস্ত তাড়াতাড়ি মিষ্টি জাতীয় কিছু খেতে হবে’!!না হলে আমি শেষ’!!
——–“আমারও(রশ্মি)
“হর্ঠাৎ নেহা খেয়াল করলো রাস্তার ওপাশে একটা আইসক্রিমের দোকান আছে’!!তারপর আর কিছু না ভেবেই নেহা দৌড়ে ওপাশ গিয়ে আইসক্রিম কিনলো’!!তারপর প্রথমে নিজের জন্য একটা কিনে ওখানে বসেই খেতে শুরু করল’!!তারপর সবার জন্য একটা একটা করে আইসক্রিম নিলো’!!মুখে একটা আইসক্রিম থাকার কারনে মুখ মেখে গেছে নেহার’!!তারপর দোকানদারের বিল মিটিয়ে রাস্তায় পার করতে নিলে এমন সময় একটা গাড়ি এসে থামলো নেহার সামনে’!!আচমকা এমনটা হওয়াতে নেহা পুরো ভয়ে ঘাবড়ে গেল’!!এমন সময় গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে বললঃ
——-“চোখ কোথায় থাকে এক্ষুনি একটা এক্সিডেন্ট হয়ে যেত’!!
“নেহা লোকটির কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কারন দোষটা তারই ছিল’!!
___________________
“এদিকে গাড়িতে বসে থাকা অগ্নি মেয়েটির অবস্থা দেখে মনে মনে প্রচুর হাসলো’!!কারন মেয়েটির আইসক্রিম এমন ভাবে মুখ ভর্তি হয়ে আছে যে তাকে পুরো বাচ্চাদের মতো লাগছে’!!সেদিনই ছিল অগ্নি আর নেহার প্রথম দেখা’!!সেদিন নেহা অগ্নিকে না দেখলেও অগ্নি নেহাকে খুব ভালো ভাবেই দেখেছে’!!তারপর নানা ভাবেই অগ্নির সাথে নেহার দেখা হয় কিন্তু নেহা একবারও সেটা খেয়াল করে নি’!!তারপর অগ্নির গার্ড রা মেয়েটিকে ফলো করে লুকিয়ে লুকিয়ে অনেক ছবি তুলে অগ্নিকে দেয়’!!তারপর অগ্নি ধীরে ধীরে আকৃষ্ট হয় নেহার উপর’!!আর ধীরে ধীরে আকৃষ্টতা এসে রূপ নেয় ভালোবাসার’!!অগ্নি নিজের অজান্তেই ভালোবেসে ফেলে নেহাকে’!!আর সেদিন ভার্সিটিতে বসে অগ্নি চেয়েছিল নেহাকে তার মনে কথা বলে দিবে’!!কিন্তু নেহার ছোট্ট ভুলে সব ওলোট পালোট হয়ে যায়’!!আর অগ্নি এতটাই রেগে যায় নেহার উপর সে দেশ থেকেই চলে যায়’!!কিন্তু অগ্নির গার্ডরা সবসময় ফলো করতো নেহাকে কখন কোথায় যায়,,কি করে তার সব ইনফরমেশনই অগ্নি পেত’!!হর্ঠাৎ কারো কথায় ভাবনায় ছেদ পড়ে অগ্নির’!!কারন নেহা তাকে বলছে…….
——-“কি ভাবছেন আপনি…….
“অগ্নি কিছুটা ঘাবড়ে গিয়ে বললোঃ
——–“না কিছু না ঘুম ভেঙে গেছে তোমায়’!!
——-“হুম”!!
——-“আচ্ছা তৈরি হয়ে নিচে এসো’!!এই বলে একপ্রকার জোর করেই অগ্নি চলে গেল’!!
“অগ্নির এমন পালিয়ে যাওয়া ভাব দেখে কেমন একটা লাগলো আমার’!!পরক্ষণেই কিছু না ভেবে আমিও বিছানা থেকে উঠে বসলাম’!!তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে তৈরি হয়ে নিচে চলে গেলাম’!!
__________________________________________
___________________
“সারাদিন এটা ওটা করে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পরলাম আমি’!!তার সাথে এই শাড়ি সবকিছুই আমাকে প্রচুর টায়ার্ড করে দিচ্ছে’!!সিঁড়ি বেয়ে উপরে উঠছি আমি’!!কারন উপরে ইশাকে ডাকতে বলেছে শাশুড়ী মা’!!আমিও তাকে ডাকতে চাচ্ছি'”!! এমন সময় একটা রুম থেকে কেউ টান দিল আমায় সাথে সাথে ভয়ে ঘাবড়ে গেলাম আমি’!!হর্ঠাৎই কেউ আমায় দেয়ালের সাথে চেপে ধরল আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে নিলাম’!!তারপর কিছুক্ষন পর চোখ খুলে সামনের ব্যাক্তির দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম আমি’………
!
!
!
!
!
!
!
#চলবে……………
[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ’!!]
#TanjiL_Mim❤️