#প্রীতিলতা ❤️
#লেখিকা:- Nowshin Nishi Chowdhury
#১৫_তম_পর্ব🍂
রাত প্রায় 12 টা বাজে। গাড়িটা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। সাফওয়ান হর্ন বাজাচ্ছেন। কিন্তু গেট খোলার কোন নাম গন্ধ নেই। প্রায় দশ মিনিট পর হন্তদন্ত হয়ে দারোয়ান চাচা গেট খুলে দিলেন।
তার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম তিনি। সাফওয়ান গাড়ি ভেতরে ঢোকাতেই গেটে তালা ঝোলালেন তিনি। এতক্ষণ আমাদের জন্য অপেক্ষা করছিলেন।
সাফওয়ান গাড়ি পার্কিং লটে গিয়ে থামালেন। ইঞ্জিন বন্ধ করে দরজা খুলে বের হলেন। ঘুরে আমার সাইডে এসে গাড়ির দরজা খুলে পুতুলকে আমার সাইড থেকে নিয়ে নিলেন। পুতুল ঘুমিয়ে গেছে তাই কোলে তুলে নিলেন। আমার দিকে তাকালেন তিনি মুহূর্তেই নজরের বিনিময় হলো। গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালাম।
সাফওয়ান মেইন ডোর বেল আর বাজালেন না। খালা এতক্ষণে শুয়ে পড়েছেন। চাবি ঘুরিয়ে লক খুলেই ঘরে ঢুকলাম আমরা। সাফওয়ান পুতুলকে নিয়ে তার ঘরে চলে গেল আমি দরজাটা ভালো করে লক করে ডাইনিং টেবিলের চেয়ারে গিয়ে বসলাম। এক গ্লাস পানি ঢেলে নিয়ে খেয়ে নিলাম।
তারপর ওপরের রুমে চলে আসলাম। সোজা গিয়ে ঢুকলাম ওয়াশরুমে। একেবারে ফ্রেস হয়ে ড্রেস চেঞ্জ করে বিছানায় বসলাম। তখন রুমে প্রবেশ করলেন সাফওয়ান। পরনের কোটটা বাম হাতে ঝুলছে, গলার টাইটাও ঢিল। চেহারা দেখে বোঝা যাচ্ছে তিনি বড্ড ক্লান্ত। আমার দিকে এক নজর তাকালেন তারপরে আলমারির কাছে গিয়ে টি-শার্ট আর ট্রাউজার বের করলেন। ওয়াশরুমে ঢোকার আগ মুহূর্তে আমি তাকে বললাম,
— আপনার সাথে আমার কিছু কথা আছে,
তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন।
তিনি মুখে কিছু বললেন না। ওয়াশরুমে চলে গেলেন। প্রায় ১৫-২০ মিনিট পরে ফ্রেশ হয়ে বের হলেন। হাতমুখ মুছতে মুছতে বিছানায় বসলেন। হাত বাড়িয়ে নিজের ফোনটা চার্জে লাগালেন। আমি চুপচাপ তার কর্মকাণ্ডগুলো দেখছি। তিনি বারবার আরে আরে তাকাচ্ছেন আমার দিকে। হয়তো বলতে বলছেন আমাকে কি বলার আছে। নাকি অন্য কিছু বোঝাতে চাইছেন বুঝতে পারছি না।
আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে সাফওয়ান এর হাত ধরে টেনে রুমের বাইরে নিয়ে চলে আসলাম। পুরো বাড়িটা নিস্তব্ধ ও ঘুমন্ত পুরীতে পরিণত হয়েছে। খালাতো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে আর কিছুক্ষণ আগে দেখেও এসেছি পুতুলও ঘুমিয়ে পড়েছে প্রগাঢ়ভাবে।
করিডরের স্বল্প আলোর মধ্য দিয়ে সাফানের হাত ধরে ছাদের সিঁড়িতে পা রাখলাম। সাফওয়ান এমন আকস্মিকতায় কিছুটা অবাক হয়েছেন বোধহয়। সিঁড়ি দিয়ে ছাদে ওঠার পর ঘাড় ঘুরিয়ে সাফয়ানের দিকে তাকালাম এতক্ষণ তিনি নিস্তব্ধ ছিলেন আমি তাকাতেই আমাকে প্রশ্ন করলেন,
— এত রাতে ছাদে নিয়ে এসেছে কেন আমাকে?
ছাদে মুখোমুখি দাঁড়িয়ে আছে আমরা আকাশে আজ আবারো কালো মেঘের ঘনঘটা। ঝিরঝির করে বাতাস বইছে। যা আমার শরীরকে কম্পিত করছে। ছাদে থাকা ডিজাইনার লাইটগুলোর আলো য় স্পষ্ট দেখতে পাচ্ছি সাফওয়ান আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আমার সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। আমি তার চেহারার মানদন্ড মাপতে ব্যস্ত। আমাকে এমন শান্তভাবে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান বিরক্তিতে চ্যাহ শব্দ করে আমাকে বলল,
— দেখো আমি কিন্তু খুব ক্লান্ত। তোমার এই সকল ফাজলামি করার ইচ্ছা হলে অন্য সময় করবে। এখন কিন্তু এসব ভালো লাগছে না আমার।
তাই বলে ছাদের দরজার দিকে এগিয়ে যেতে গেলে আমি হাত ধরে টেনে ধরে বলি,
— এই মানুষটাকেই তো আপনার ভালো লাগেনা কুমড়ো পটাশ।তাহলে তার কর্মকান্ড কিভাবে আপনার ভাল লাগতে পারে বলুন।
আমার কথাগুলো শুনে তিনিও নিজ গরজে এগিয়ে আসলেন আমার দিকে। কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন,
— মানে….!
আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। শুকনো হেসে তার দিকে এগিয়ে এগিয়ে তার চোখে চোখ রেখে বললাম,
— আপনি সেদিন আমাকে মিথ্যে কথা কেন বললেন কুমড়ো পটাশ?
— মিথ্যে বলেছি?
— হ্যাঁ অনেক বড় মিথ্যে কথা বলেছেন।
কথাটা বলতে গিয়ে গলা কেঁপে উঠল আমার। দমকা হাওয়া এসে গায়ে লাগতেই চুল গুলো সব এলোমেলো হয়ে গেল দুহাতে চুল গুলো একটা হাত খোপা করে নিলাম। তার দিকে তাকিয়ে দেখলাম
তিনি এখনো নিশ্চুপ হয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।
তা দেখে আমি আবারও শুকনো হাসলাম।
এগিয়ে গেলাম তার দিকে। তাকে অবাক করে দিয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ তার বুকে মাথা রেখে চোখ বুঝে নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিলাম।
ঘাড় উঁচু করে তার দিকে তাকাতেই আমার চোখের কার্নিশ দিয়ে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়ল। তার দিকে তাকাতে দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে।
— আপনি কি কখনো আমাকে ভেতর থেকে ফিল করেছেন কুমড়ো পটাশ? কখনো কি আপনার মনটা আপনাকে বলেছে এই মেয়েটাকে আপনার প্রয়োজন। একান্তভাবে প্রয়োজন।
কি হয়েছে তোমার। হঠাৎ এসব আবোল তা…
ঠোঁটে আঙুল দিয়ে তাকে থামিয়ে দিলাম।
— আহ্ আ যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন না। আবোল তাবোল তো আমি সারা দিন বকি।
সাফওয়ান চুপ হয়ে গেলেন। আমি সাফোয়ানের দিকে আরো এগিয়ে গেলাম। আরো ঘনিষ্ঠ হলাম তার সাথে। মুখটা তার কানের কাছে নিয়ে গিয়ে বললাম
— কি হল বল? চুপ হয়ে গেলে কেন?
ঘাড় নিচু করে সে আমার মুখ পানে তাকালো। আমি অধীর আগ্রহে তার উত্তর শোনার জন্য দাঁড়িয়ে আছি। মন থেকে বড্ড চাইছি। উত্তরটা যেন হ্যাঁ হয়। ওর অতীতে যাই হয়ে থাকুক না কেন। সবকিছু ভুলিয়ে দেবো আমি। শুরু করব আমাদের জীবনের পথ চলা।
তৎক্ষণাৎ কানে প্রতিধ্বনি হয়ে ফেরত আসলো একটা শব্দ
— না…!
এই একটা শব্দ ই আমার শরীরটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সাফওয়ানের থেকে আলিঙ্গন মুক্ত হলাম। হাতটা আপন ইচ্ছাতে ই নেমে আসলো তার পিঠ থেকে।
আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে চোয়াল শক্ত করে উত্তর দিল,
— পেয়ে গেছো তোমার উত্তর। এবার নিচে চলো।
আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি নিজের অবস্থানে। নিজের অবস্থানটা ঠাওর করতে পারছি না। বসে আছি নাকি দাঁড়িয়ে আছি কিছুই বুঝতে পারছি না চোখের সামনে পুরো দুনিয়াটা যেন ঘুরছে এমন লাগছে। সাফওয়ান নিচে যেতে গিয়েও আবারো ফিরে এলেন। আমার হাত ধরে টান দিতে আমি কিছুটা নড়ে উঠলাম।
অশ্রুসিক্ত নয়নের ডান দিকে তাকিয়ে বললাম,
— বড্ড ভালোবাসেন সায়মাকে তাই না…!
মুহূর্তে ওনার চেহারার রঙের পরিবর্তন ঘটল।
— তোমাকে বলার প্রয়োজন বোধ করছি না।
আমি এবার ক্ষেপে উঠলাম। দু কদমে গিয়ে এসে তার টি-শার্টের কলার দুহাতে চেপে ধরে চিৎকার করে বললাম,
— কেন প্রয়োজন বোধ করছেন না? আপনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। এখন এবং এক্ষুনি। কেন ভালবাসেন না আপনি আমাকে? আমার জন্য আপনার মনে কেন জায়গা নেই…..
— এর উত্তর আমি আগেও দিয়েছি।
— ওসব লেইম এক্সকিউজ। আমি ছোট বাচ্চা না। যে যা বুঝাবেন তাই বুঝে যাব।
— আর কোন কারণ নেই।
আছে। অনেক বড় কারণ আছে।আর এর পেছনে আসল কারণ তো অন্য সাফোয়ান । ভালবাসেন তো সাইমাকে তাই না। আমি আপনাদের দুজনের মাঝে চলে এসেছি। যার কারনে আপনাকে আমায় এত অপছন্দ।
মনে যা আসছে তাই বলে যাচ্ছে । যা বলছ ভেবে বলছ তো। নাকি এসব দোষ আমার কাঁধে চাপিয়ে মুক্ত হতে চাইছো।
আমি ভুককে সাফওয়ানের দিকে তাকিয়ে বললাম,
— মানে…! এখন নিজের দোষ ঢাকতে আমাকে দোষী বানাচ্ছেন। আমি আপনার কথাগুলো জানতে এসেছি এখানে এসব লেইম এক্সকিউজ দেওয়া বন্ধ করুন।
বাবা মা পছন্দ করে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে বলে আপনার এত অপছন্দ। এটা আবার হয় নাকি? এটা কোন যুক্তিসঙ্গত কারণ হলো।
যুক্তিসঙ্গত..! ঠিক বলেছ তুমি । এটা আসলে কোন যুক্তিসংগত কারণেই হতে পারে না। তুমি বলছো না আমি তোমাকে কখনো ভেতর থেকে ফিল করেছি কিনা। একটা কথা বলতো তুমি কি আদৌ কখনো আমাকে ভেতর থেকে ফিল করেছো।
আমি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছি।তা দেখে তিনি আবার বলতে শুরু করলেন,
তোমার কথা তো ছাড়ো আমার আপন কেউ কখনো আমার ভেতরটা ফিল করিনি। সবাই সব সময় আমার উপরে একটা বিষয়ে চাপিয়ে দিতে চেয়েছে। একটা বার ও কেউ ভেবে দেখেনা যে আদৌ আমি সেটা বহন করতে পারব কিনা।
আপনি এটা কেন বুঝতে চাইছেন না বাবা মা যা করেন তার সন্তানের মঙ্গলের জন্য করেন। তাছাড়া এ পর্যন্ত আপনার মা-বাবা আপনার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আপনার কি ক্ষতি হয়েছে বলুন।
হ্যাঁ আপনার মতের মিল হয়নি তাই বলে আপনাদের দুজনেরই রেষারেষির মধ্যে ফেলে আমার জীবনটা কেন নষ্ট করছেন? কি পেয়েছেন টা কি আমাকে? বলুন তো।
বাবা মার মনে হয়েছে মেয়ে বিয়ে দেওয়ার দরকার। আর বোঝা টানতে পারছি না। বিয়ে দিয়ে দিয়েছে। যার হাতে তুলে দিয়েছে সেই প্রথম মুখ ফিরিয়ে নিল আমার থেকে।
বিয়ের পরের দিন জানতে পারছি তাদের এই উড়নচণ্ডী বাউন্ডুলে ছেলেকে নিজেদের আয়ত্তে আনার জন্য আমাকে এ বাড়ির বউ করে আনা হয়েছে। চেষ্টা করছি। বিয়ে হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে। তার ভালোবাসা পাওয়া তো দূর, মনের এক কোনায় এখনো কোন জায়গাই তৈরি করতে পারিনি আমি।
আমার ভবিষ্যৎ টা কি বলতে পারেন। কাকে আঁকড়ে ধরে বাঁচবো আমি। বলুন।
সাফোয়ান কোন কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি তার কলার ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে গিয়ে বললাম।
— আপনি যান গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। আমার যা জানাজানা হয়ে গেছে। সকল প্রশ্ন উত্তরের পালা শেষ। উত্তর তো খুব সুন্দর করে দিয়েই দিলেন।
আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার বাবা আমাকে ঘাড়ে আমাকে চাপিয়ে দিয়েছে।তাই তো। ঠিক আছে আমি নিজ দায়িত্বে আপনার ঘাড় থেকে আমার সকল বোঝা আমি নামিয়ে নিলাম। এখন থেকে আপনি সম্পূর্ণ মুক্ত। শুনতে পেয়েছেন আপনি। সম্পূর্ণ মুক্ত। এনজয় ইউর সেল্ফ।
মেঘের ঘর্ষনের আলোতে সাফওয়ান কে এক ঝলক দেখলাম আমি। অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন তিনি। অস্পষ্ট স্বরে বলে উঠলেন,
— কী বলতে চাইছো?
— সময় হলে বুঝতে পারবেন।আর হা আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। এবার যেতে পারেন আপনি।
কথাটা বলে উল্টোদিকে ঘুরে দাঁড়িয়ে আছি। কি আশ্চর্য এখনো চোখে কোন অশ্রু নেই আমার। কিন্তু মনে হচ্ছে বুকের ভেতরটাকেও চেপে ধরেছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসেও যেন বুকের বা পাশটা চিন চিন ব্যথা করছে। এত খারাপ লাগছে কেন আমার।
সে তো আমাকে ভালবাসিনি। আমাকে কখনো অনুভব করাইনি যে সে আমাকে ভালোবাসে। বরং সে সব সময় অকপটে বলে গেছে আমাকে তার ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে।
একতরফা আমি শুধু বোকার মত ভালোবেসে ফেলেছি। এখানে তো আমার দোষ। না না স্বামীকে ভালোবাসা কখনো অন্যায় হতে পারে না। আসলে এটা আমার ভাগ্যের দোষ।
কি হলো আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? ভয় নেই ছাদ থেকে লাফ দিয়ে মরতে যাব না আমি। আপনাকে ভালোবেসে প্রথম ভুল তো করেই ফেলেছি। আত্মহত্যার মতো দ্বিতীয় ভুল আমি কখনোই করব না। নিশ্চিন্তে গিয়ে ঘুমাতে পারেন আপনি।
কথাগুলো বলে অন্য দিকে তাকিয়ে নিজের হাত ঘষতে লাগলাম। আবার ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখি সাফওয়ান এখনো দাঁড়িয়ে আছে।
কী হলো?ধ্যাত…!
বলে সিড়ি বেয়ে নিচে নেমে আসলাম। আর পেছনে ফিরে তাকাইনি আমি। পুতুলের রুমে গিয়ে দরজা আটকে দিলাম। বিছানায় পুতুল গুটিসুটি মেরে শুয়ে আছে। সত্যি বলতে এই মেয়েটাই আপন মনে আমাকে ভালোবেসেছে। বিছানায় গিয়ে পুতুলের পাশে শুয়ে পড়লাম। এক হাতে টেনে ওকে আমার কাছে নিয়ে আসলাম। হালকা নড়ে ওঠে আমাকে জড়িয়ে ধরে আবার ঘুমে তলিয়ে গেল। আমি ওর কপালে ছোট করে চুমুকে দিয়ে বললাম,
— পৃথিবীতে এই একটা জিনিস কোন বাজারে কিনতে পাওয়া যায় না। ভালোবাসা ।যেটা মনের অন্তস্থল থেকে বের হয়ে আসে কিছু বিশেষ মানুষদের জন্য।
আমি তোর ভাইয়ের সেই বিশেষ মানুষ হতে পারিনি পুতুল সোনা।আদৌ কারোর হতে পেরেছি কিনা জানিনা।
চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোটা অশ্রু বালিশে পড়লো। পুতুলকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলাম নিজের বুকের সাথে। এই আলিঙ্গন টা আমার বড্ড দরকার।মনে হচ্ছে নিজেরই দুঃখগুলো একটু হলেও এই নরম শরীরটা শুষে নিচ্ছে।
আমি তোকে সারা জীবন মনে রাখব পুতুল সোনা। তুই একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে আমাকে ভালবেসেছিস। হয়তো এখন জেগে থাকলে বলতিস
— কেঁদো না প্রীতিলতা। আমি ভাইয়াকে খুব করে বকে দেব।
কষ্টের মধ্যেও হেসে দিলাম। তোর কথাগুলো আমার খুব আদর আদর লাগেরে পুতুল সোনা। তুই ছাড়া যে আমার এই বাড়িতে আপন বলতে আর কেউ নেই।
কেউ নেই।
চলবে……❣️