ভেতরে বাহিরে পর্ব-২৪+২৫

0
789

#ভেতরে_বাহিরে
পর্বঃ২৪
লেখিকাঃ #রুবাইদা_হৃদি
নিকষ কালো আধাঁরে একদন্ড জ্যোতির ছিটেফোঁটা নেই৷ আধাঁর কন্যার আজ ভিষণ মন খারাপ৷ রুপোলী চাঁদের আলো ছুঁতে পারছে না ধরণী৷ মেঘের আনাগোনায় লুকায়িত প্রেমিযুগলের মতো লুকোচুরি খেলছে অর্ধচন্দ্র৷
আবেশ মাধুর্যের সামনে ল্যাপটপ খুলে বসে আছে ৷ কাল রাতে বাসায় ফেরার পর মাধুর্য বেশ চুপচাপ৷ আবেশ ল্যাপটপ সরিয়ে বলল,

‘ আমার ঘরে কেউ একজন আছে সে বড্ড চুপচাপ৷ কেন চুপচাপ! তার কী পেটে ব্যথা করছে?’

আবেশের কথা শুনে মাথা উঠিয়ে তাকালো মাধুর্য৷ আড়চোখে রুমের চারপাশে চোখ বুলিয়ে বলল,

‘ কোথায় কেউ নেই তো!’

‘ আছে৷ আর সে আমার সামনেই বসে আছে৷’ আবেশ থুতনিতে হাত দিয়ে সামনে ঝুঁকে বসে বলল৷ আবেশ যে তার কথা বলেছে এখন বুঝতে পেরেছে মাধুর্য ৷ দ্রুত মাথা ঝাকিয়ে বলল,

‘ আপনার হবে হয়তো৷ আমার ঘাড়ে চাপাচ্ছেন কেন? দেখুন,আমি আর ছোট নই যে আম্মু’মার সামনে মিথ্যা বলে আপনার ঔষধ আমায় খাওয়াবেন৷’

আবেশ হাসলো ৷ মাধুর্য হুটহাট রেগে যায়৷ তার রাগের ধরণ হয় বাচ্চাদের মতো নাক ফুলিয়ে ৷ আবার যখন মন খারাপ করে বসে থাকে তখন,তাকে ভয়ানক সুন্দর লাগে যার চোখেমুখে ছেয়ে থাকে কালো মেঘের পসরা৷ আবেশ নিজেকে সংযত করে মোলায়েম কন্ঠে বলল,

‘ ঘুমিয়ে পড়ো৷’

‘ আমার ঘুম আসছে না৷’ মাধুর্য ম্লানমুখে বলল৷ আবেশ ল্যাপটপ দূরে সরিয়ে রেখে উঠে দাঁড়ালো৷ মাধুর্যের সামনে দাঁড়িয়ে বলল,

‘ আমার হাত ধরে ঘুমাবে,মাধুর্য?’

আবেশের এহেন কথায় হচচকিয়ে গেলো মাধুর্য৷ আবেশের নিঃসংকোচ আবেদন যেন ভাবনার অতল সাগরে ঠেলে দিলো তাকে৷ আবেশ মাধুর্যের উত্তরের আশা না করেই তার পাশে বসে হাতের মুঠোয় মাধুর্যের হাত নিয়ে মুখে হাসি টেনে বলল,

‘ আমি তোমার পাশেই আছি৷ ঘুমিয়ে পড়ো৷ এইদেখো আমার হাত তোমার হাতে৷’

মাধুর্য শুয়ে পড়লো ৷ আবেশের হাতে তার হাত ৷ আবেশ পেছনে হেলান দিয়ে বসে বলল,

‘ যতোটা ভরসা তোমার দশ বছর আগের আবেশ ভাইয়াকে কর‍তে ঠিক ওই পরিমাণের ভরসা থেকে একটু ভরসা করতে পারো ৷ কথা দিচ্ছি,তার থেকে বেশি ভরসার যোগ্য হয়ে উঠবো৷’

মাধুর্য কিছু না বলেই শুয়ে রইলো৷ আবেশের আঙুলের ফাঁক গলে তার আঙুল জায়গা করে নিয়েছে ৷ মাধুর্যের সত্যি সত্যি ঘুম পাচ্ছে৷ তার চোখ জুড়ে নেমে আসলো ঘুমপরী ৷
আবেশ অন্যদিকে তাকিয়ে ছিলো৷ মাধুর্যের শব্দ না পেয়ে ঘুরে তাকিয়ে দেখলো,মাধুর্য তার হাত শক্ত করে ধরে রেখেছে ৷
জানালা ভেঁদ করে রাতের বাতাসের দল ভীড় করেছে ঘর ৷ সেই সাথে ভেসে আসা কদমের সৌরভ মাতোয়ারা করছে চারিপাশ ৷ আবেশের ঘোর লেগে যাচ্ছে ৷ মাধুর্য গুটিশুটি মেরে তাকে আঁকড়ে ধরেই শুয়ে আছে ৷ জেগে থাকলে হয়তো সংকোচ হতো আবেশের ৷ তবে এখন সংকোচ ছাড়াই,তার হাত দিয়ে ছুঁয়ে দিলো মাধুর্যের ললাট,অধরযুগল ৷ মসৃণ গালে হাত রেখে বলল,

‘ মেঘমালা,আমার অন্ধকারবৃত ঘর জানে,আমার ঘোলাটে চশমা জানে,রাতের আঁধার জানে আমি আমার মাধবীলতা কে কতোটা চাই ৷ তার সমস্ত দুঃখ গুলো শুষে নিতে চাই ৷ তার সমস্ত দিন সুখের ডায়েরিতে লিপিবদ্ধ করতে চাই৷ দিনশেষে আমি তার হাসি মুখে নিজেকে ভাসাতে চাই ৷ প্রত্যেকটা প্রত্যুষের আলোক ছটা তার সাথে,শুধু তার সাথেই উপভোগ করতে চাই ৷’

বলতে বলতেই আবেশের গলার স্বর কেঁপে উঠলো৷ ছুঁয়ে দিলো মাধুর্যের কাটা দাগ গুলো ৷ চোখ থেকে গড়িয়ে পড়লো আনন্দাশ্রু৷ সে অশ্রু সুখের,প্রেয়সীকে নতুন ভাবে গ্রহণ করার অবকাশ৷ তার ব্যর্থতাকে ছাপিয়ে নতুন ভাবে গোছানোর মুহূর্ত৷

__________

২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর ৷ শ্রাবণের প্রথম সপ্তাহ৷ শ্রাবণের বারিধারা ভিজিয়ে দিচ্ছে প্রকৃতি৷ ঘনকালো মেঘ রাশিতে ছেয়ে আছে আকাশ৷ টুপটাপ বৃষ্টি গড়িয়ে পড়ছে নিয়মমেনে৷ রাব্বীকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার আজ পঞ্চম দিন৷ শাহেদ কে খুজে পাওয়া যাচ্ছে না কোথাও ৷ নজরুল সাহেব চিন্তিত হয়ে ঘুরে বেড়াচ্ছেন ড্রয়িংরুম৷ মাহফুজা অস্থিরতা নিয়ে বললেন,

‘ আহ্,স্বস্তি নিয়ে বসো তো একটু৷’

‘ আমার স্বস্তি তখুনি আসবে যখন রাব্বীর ফাঁসির আদেশ কার্যকর হবে৷’ নজরুল সাহেব সোফায় বসে বললেন৷ মাহফুজা দৃঢ় কন্ঠে বললেন,

‘ সব হবে৷ তুমি চিন্তা করো না৷’

‘ মাধুর্য আর আবেশ কোথায়! তারা আজ জেলে যাবে রাব্বীর সাথে দেখা করতে৷’

‘ মাধুর্য এখনো দূর্বল ৷ তাই হয়তো দেরি হচ্ছে৷’ দীর্ঘশ্বাস ফেলে বললেন মাহফুজা ৷ নজরুলের কঁপালে সূক্ষ্ম চিন্তার রেখা ৷ সে আবারো উঠে দাঁড়ালো বসা থেকে ৷ সব তার হাতের বাইরে না গেলেই শান্তি ৷

‘ আমি বলছি তো,আমি একা যেতে পারবো৷’ মাধুর্য জেদ দেখিয়ে বলতেই আবেশ তার কথা কর্ণকুহর না করেই ঠেসে ধরলো মাধুর্যের হাত৷ রুক্ষ কন্ঠে বলল,

‘ এখানে মোট আটত্রিশটা সিড়ি আছে৷ একেকটা সিড়ি নামতে তোমার হবে ২ দশমিক পাঁচ ক্যালরি বার্ন হবে৷ তাহলে টোটাল হিসেব করলে,৯৫ ক্যালরি বার্ন৷ যেখানে ডক্টর বারবার বলেছে তোমার ক্যালরি ঘাটতি রয়েছে৷ তাই আমি কোনো রিস্ক নিতে চাই না৷’

মাধুর্যের মাথা ঘুরাচ্ছে আবেশের হিসেব দেখে ৷ গত পাঁচ দিন সে অফিস থেকে দ্রুত ফিরেছে৷ টাইম টু টাইম তাকে খাবার খাইয়েছে ৷ খাবার নির্যাতন নামক কোনো আইন থাকলে,সেখানে মাধুর্য অবশ্যই আবেশকে আসামি বানিয়ে দিতো৷ মাধুর্য বড় বড় চোখ করে বলল,

‘ আমি ঠিক আছি৷ ডাক্তারের রিপোর্ট ভুল৷’

‘ কে বলেছে তোমায়?’

‘ ভুল না হলে ভাবুন,আমি খেয়ে মোটা হয়ে যাচ্ছি তবুও নাকি আমার ক্যালরির ঘাটতি ! এইটা কোন লজিকে আছে?’

মাধুর্যের কথা শোনে কপালে আঙুল ঘষে আবেশ থম মেরে দাঁড়িয়ে রইলো৷ মাধুর্যের যুক্তি শুনে তার হাসি পাচ্ছে ৷ নিজেকে সংযত করে ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে বলল,

‘ মেনে নিলাম ৷ এখন কথা না বাড়িয়ে আমার কাছে এসো৷ দেরি হয়ে যাচ্ছে৷’

মাধুর্য লজ্জায় বিমূঢ় হয়ে ঠাই দাঁড়িয়ে রইলো৷ নীচে হয়তো সবাই আছে এইভাবে নামলে দৃষ্টিকটু দেখায়৷ মাধুর্যকে দাঁড়িয়ে থাকতে দেখে আবেশ এগিয়ে আসতেই মাধুর্য বাধা দিয়ে বলল,

‘ আমি ওইভাবে যাবো না৷’

‘ কী ভাবে! ‘ আবেশ ভ্রু কুঁচকে বলল৷ মাধুর্য শুকনো ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে বলল,

‘ আপনার কোলে ওঠে৷’

‘ আমার হাত ধরতে বলেছি,ডাফার ৷ নীচে বাবা-আম্মা আছে তাদের সামনে নির্লজ্জতা শোভা পায় না৷ অন্যকেও হলে অবশ্যই কোলে তুলে নিতে একদন্ড ভাবতাম না৷’ শেষের কথাটুকু বাকা হেসে বলল আবেশ ৷

মাধুর্য নিজের ভাবনার জন্য আরেকদফা লজ্জায় লালাভ হয়ে উঠলো।আবেশ কী ভাবছে! এইসব ভেবে মাথা নীচু করে দাঁড়িয়ে আছে সে৷ আবেশ নিজ থেকেই মাধুর্যের হাত শক্ত করে ধরে বলল,

‘ এতো লজ্জা পেয়ো না আমার রাণী৷ কিছু বাঁচিয়ে রাখো৷’

আবেশের নির্লিপ্ত ভাবে বলা কথায় আরো মিইয়ে গেলো সে ৷ আশেপাশের কোনোদিকে না তাকিয়ে সোজা হেটে গেলো সামনে৷
সে জানে না কোথায় যাচ্ছে,আবেশকে জিগ্যেস করতে সে বলেছিলো,’ কোচিং সেন্টারে যাচ্ছে৷’ এর পর আর একটাও প্রশ্ন করে নি সে।
গত কয়েকদিন আবেশ তাকে অতীত থেকে দূরে রেখেছে৷ নাজিফা,ইরা তাকে নিয়ে বিকেলে সময় কাটিয়েছে ৷ তবুও,দিনশেষে রাতের আঁধারে ভেসে উঠতো,রাব্বীর হিংস্রতা,শাহেদের নিষ্ঠুরতম আচরণ৷ আর তার মা নেই এই কঠিন সত্যটা৷ ভেবেই বুক চিড়ে বেরিয়ে এলো বিষাদের ছায়া৷ __________

ইলশেগুঁড়ি বৃষ্টির আনাগোনা৷ কর্দমাক্ত রাস্তা৷ জ্যামহীন রাস্তায় সাঁই সাঁই শব্দে হাই স্পিডে গাড়ি চালাচ্ছে আবেশ ৷ ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে বারবার ঘড়ি দেখে বিরক্তির শিষ তুলে স্পিড একটু একটু করে বাড়িয়ে দিচ্ছে ৷
কোচিং সেন্টারের রাস্তা মাধুর্যের কিছুটা মনে আছে৷ আবেশ সেইদিকে যাচ্ছে না দেখে বাইরে উঁকি দিয়ে কিছু একটা খুজে বলল,

‘ এইটা তো কোচিং এর রাস্তা না৷’

‘ আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি৷’ আবেশ নির্বিঘ্নে বলল৷ মাধুর্য অবাক সুরে বলল,

‘ অন্য জায়গা মানে ! আমাকে তো আগে কিছু বলেন নি৷’

‘ গেলে অবশ্যই দেখতে পাবে৷ আর হ্যাঁ,ভয় পাবা না৷’

‘ ভয় কেন পাবো ! আমরা যাচ্ছি কোথায়?’

মাধুর্য আবারো প্রশ্ন করলো৷ আবেশ উত্তর না দিয়ে গাড়ি চালাচ্ছে৷ তার চোখেমুখে উঁপচে পড়ছে চিন্তা৷ মাধুর্য কী ভাবে সবটা নিবে সেটা ভাবাচ্ছে তাকে৷ মেয়েটাকে সে যতোবেশি আগলে রাখার চেষ্টা চালাচ্ছে,তবুও যেন,আরো শূন্যতার দিকে ঠেলে দিচ্ছে নিষ্ঠুর বাস্তবতা ৷
কাল রাতের কথা মনে পড়তেই অন্যমনস্ক হয়ে উঠলো আবেশ৷ তাদের বাড়িটা যে মাধুর্যের সেটা নিয়ে তারা দুইভাই বেশ বাকবিতন্ডায় লিপ্ত হয়েছিলো নজরুলের সাথে ৷ সে কেন আগে সবটা বলে নি! তবে,তার বাবা নজরুল তার আর ফয়েজের কাছে অনুতপ্ত৷ কাল রাত্রে তাদের দুইভাইকে ডেকে ভদ্রলোক কেঁদেছেন৷ দুই ছেলের হাত ধরে বলেছিলেন,

‘ আমি তখন তোমাদের সুখের খোজে ছিলাম বলেই মেহরুনের দেওয়া আমানত নিজের ভোগবিলাসের কাজে লাগিয়েছি ৷ তবে,আমি মাধুর্যকে তার প্রাপ্য ফিরিয়ে দেওয়ার জন্যই বসে আছি ৷ মনে রেখো, সন্তানের ভালোর জন্যই বাবা-মা কখনো স্বার্থপর হয়৷ আমার কাজে আমি লজ্জিত৷ তোমরা যদি চাও আমাকে মেরে ফেলো তবুও রাগ করে থেকো না৷’

নজরুলের কথা শোনে ফয়েজ আর সে ভাষা শূন্য মূর্তির ন্যায় দাঁড়িয়ে ছিলো৷ বাবার অবদান তাদের জীবনে অনেকাংশ তাই বলে,বাবাকে মেরে দিবে? এই শিক্ষা তাদের নেই ৷ নজরুল সাহেব মাধুর্যের নামে সব উইল করে রেখেছেন দেখে তারা উভয়ই চুপ হয়ে গেছে ৷
তবে আবেশ এখন মাধুর্যের হারিয়ে যাওয়া জীবনটাকে ফিরিয়ে দিতে না পারলেও ! সব সুখ এনে দিবে তার দোরগোড়ায়৷

__________
গাড়িটা থানার সামনে থামতেই চমকে তাকায় মাধুর্য৷ প্রশ্নসূচক চোখে তাকিয়ে আবেশকে উদ্দেশ্য করে বলল,

‘ থানায় কেন এসেছি ৷ আমাকে থানায় কেন এনেছেন৷’

মাধুর্যের অস্থিরতা দেখে আবেশ তাকে শান্ত করার জন্য বলল,

‘ রাব্বীর সাথে দেখা কর‍তে ৷ আজ বারোটায় তাকে আদালতে হাজির করা হবে৷’

মাধুর্য খাঁমচে ধরলো নিজের পরনের জামা ৷ আবারো এই মানুষটার সামনে দাঁড়াতে হবে৷ আবেশ ভরসা দিয়ে বলল,

‘ কাম ডাউন মাধুর্য ৷ কিচ্ছু হবে না৷’

মাধুর্য রাগে কাঁপছে৷ তার মাকে খুন করেছে কথাটা বারবার আওড়াচ্ছে৷ গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে শান্ত ভঙ্গিতেই এগিয়ে গেলো আবেশের সাথে৷

অন্ধকারচ্ছন্ন সরু গলি দিয়ে এগিয়ে যাচ্ছে মাধুর্য, আবেশ,আর মোহসীন৷ হলুদ নিভু নিভু আলো জ্বলছে বিভিন্ন জায়গায়৷ আশেপাশের কয়েদ খানায় ঝিমিয়ে আছে কিছু আসামী ৷ কেউ কেউ গল্প করছে ৷
মোহসীন নামক মানুষটা আবেশের সম বয়সী৷ চোখেমুখে তার কাঠিন্য ভাব৷ দেখলেই মনে হয় রেগে আছে ৷
মাধুর্য এমন ধরণের জায়গায় আগে কখনো আসে নি৷ সে শক্ত করে চেঁপে ধরলো আবেশের হাত৷ আবেশ মৃদু স্বরে বলল,

‘ রিলাক্স.. আমি আছি তো সাথে৷’

মোহসীন ডান দিকের গলিতে ঢুকতে ঢুকতে বলল,

‘ রাব্বী! হি ইজ,ডেঞ্জারাস৷ তার সাথে বড় বড় ডিলার দের হাত আছে৷ অনেক তথ্য আমরা খুজে পেয়েছি ওর থেকে৷’

‘ শাহেদ আঙ্কেল কে খুজে পেয়েছিস?’ আবেশ প্রশ্ন করে বলল৷ মোহসীন কিছু একটা ইশারায় বুঝালো আবেশকে ৷ আবেশ স্তব্ধ,নির্বাক৷

একটা সেলের সামনে এসে মোহসীন থামলো৷ আবেশকে বলল,

‘ বাইরে থাক৷’

আবেশ সম্মতি দিতেই মোহসীন সেলের ভেতরে যায়৷ মাধুর্য আশেপাশে দেখতে ব্যস্ত ছিলো৷ ধ্যান ভাঙ্গলো রাব্বীর ভয়ানক ডাকে,

‘ মাধুর্য…আরে মাধুর্য ৷ কোথায় রে তুই..’

মাধুর্যের আত্মা কেঁপে উঠলো৷ প্রত্যেকবার মারার আগে রাব্বী এইভাবেই ডাক দিতো ৷ মাধুর্য খাঁমচে ধরলো আবেশের হাত ৷ আবেশ রক্তচক্ষু নিয়ে তাকালো সামনে। চেয়ারে বসে আছে রাব্বী ৷ ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে ৷ তবে মুখে হাসি ৷ আবেশের দিকে চোখ তুলে তাকিয়ে খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল,

‘ আমার বোনজামাই ৷ ভালো আছেন? ওই নষ্ট মেয়ে মানুষের সাথে সম্পর্ক ঠিক হয়েছে? চিঠি পড়েন নি! ওর প্রেমিক আর ওর প্রেমের নোংরা কাহিনি ৷’

‘ তাহলে তুই দিয়েছিলি সেই চিঠি ৷ হারামি.. ও তোর বোন হয়৷’

‘ ওর বাপের পরিচয় নাই ও আবার কীসের বোন আমার৷’ রাব্বী একদলা থুতু মাটিতে ফেলে কথাটা চিবিয়ে বলল৷ মোহসীন ধমক দিতেই হেসে উঠলো আবার ৷ রাব্বীর কথা শোনে মাধুর্য কেঁপে উঠলো৷ রাগ নিয়ে বলল,

‘ ও আমার মায়ের খুনি৷ আমার জীবন নরক বানানোর কারিগর…’ মাধুর্যের শরীর কাঁপছে৷ আবেশ একহাতে জড়িয়ে নিয়ে বলল,

‘ মাধুর্য ও ওর শাস্তি পাবে৷’

‘ তোর বাপেরে মেরে ওই জমিদার বাড়িতেই পুঁতে দিয়ে আসছি শেষ করে দিছি তোর মায়ের মতো ৷ উফস সর‍্যি,তোর মায়ের নাগররে৷’ রাব্বী পায়ের উপর পা তুলে বলল ৷
মাধুর্য আবেশের হাত ছাড়িয়ে নিয়ে বলল,

‘ উনি কোথায়৷ কী করেছেন উনার সাথে৷ আমার মা’কে কেন মেরেছেন৷ কী দোষ ছিলো আমার৷ কেন করেছেন আমার সাথে এমন৷’

মাধুর্য কেঁদে কেঁদে বলছে ৷ রাব্বী হাসি থামিয়ে দিলো৷ হঠাৎ করে টলমল করে উঠলো তার চোখ ৷
চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই মোহসীন বাধা দিতেই রাব্বী বলল,

‘ পালায় যাবো নারে পুলিশ৷ থাম তুই ৷ আমারে কথা কইতে দে৷’

মোহসীন থেমে গেলো৷ রাব্বী টলমল চোখেই বলল,

‘ তোর নানা..ওই হারামির জন্য আমার মায়ের জীবন শেষ হইছে ৷ শা* সম্পত্তি দেয় নাই ওর বোনরে ৷ এর জন্যই তো আমার বাপ মানে ওই হা* তোর মার লগে পিরিত করছে ৷ যার জন্য আমার মা’রে মারতো৷ শেকল দিয়ে বাইধা মারতো ৷ মোটা বাশ দিয়া মারতো৷ আমার মায়ের সুন্দর মুখে দাগ দেখোস নাই? গরম লোহা দিয়া পুইড়া দিছে আমার সামনে ৷ আমার মা কতো কাঁদতো৷ তোর মায়ের পা ধইরা ও কাঁদছে তারে ছাইড়া দিতে৷ দেয় নাই তোর মা ৷ এরপর পালায় গেলো৷ জানোস? তোর নানা এর পর কী করছে? আমার মা’রে শাস্তি দিছে ৷ আমার মায়ের লম্বা চুল আগুনে পুড়ায় দিছে৷ আমি তখন ছোট অনেক ছোট ৷ আমার মা’রে যখন মারতো আমি ফিরাইতে গেলে আমারেও মারতো তোর বাপে ৷ দেখ দেখ রাব্বী নিজের গায়ের শার্ট টেনে খুলে বলল৷ মাধুর্য অবাক হয়ে শুনছে৷ রাব্বী আবার হেসে বলল,

‘ ওই শা* রে মাইরা দিছি৷ তোর মায়েরেও মারছি৷ ভাবছিলাম তিলে তিলে মারুম আমার মা’য়ের মতো৷ কিন্তু পালায় সিলেট আসছিলো ৷ রাস্তার মধ্যে, একদম পিষে দিয়েছি গাড়ি দিয়ে তারপর সেই লাশ মেঘনা নদীতে ভাসায় দিছি৷ আমার মায়ের জীবন নরক বানানোর জন্য তোর থেকে শোধ নিয়েছি৷ আমার শোধ নেওয়া শেষ৷ এখন আমি মরলেও আমার আফসোস নাই ৷ তবে..এই মাধুর্য..আমার মা’য়েরে কিছু বলিস না ৷ ওই মহিলা অনেক কষ্ট করছে৷ আমি দেখছি.. দেখছি আমি..’

‘ আমার মা’কে মেরে দিয়েছেন আপনি৷ তার কী দোষ ছিলো৷ কেন মারলেন৷’

‘ পরকিয়া করছে ৷ আমার বাপ তোরে যেমন আদর করতো তার থেকে আমারে বেশি আদর করতো৷ আমার অধিকার আমার মায়ের অধিকারে ভাগ বসাইছে তোর মা৷ আর ওই হা* সম্পদের লোভে আমাদের ফেলে চলে গিয়েছিলো৷’

মাধুর্য সেল ধরে বসে পড়েছে ৷ রাব্বী আবার বলল,

‘ শোন মাধুর্য,তোর সাথে আমি অন্যায় করছি আর সেটা আমি মানছি৷ আমার মা’রে একটু দেখে রাখিস রে ৷ আমি জানি আমার ছাড় নেই৷ তোর মা অন্যায় করছে শাস্তি পাইছে তাই ভুইলা যা৷ কোনো মহিলার শান্তির সংসারে আগুন দিলে তার তো আগুনে পুড়তে হইবোই৷’

বলেই রাব্বী চেয়ারে বসে পড়লো৷ আবেশের দিকে তাকিয়ে বলল,

‘ ভাই নিয়ে যান আপনার বউকে৷ আর শোনেন,ওরে দেখে রাইখেন৷ আমি ওর সাথে অন্যায় করতে চাই নি তবে না করলে আমার শান্তি হইতো না৷ আর আরেকটা কথা,আশেপাশের সবাইকে বিশ্বাস করবেন না আমার ওই চিঠির মতো৷ নিয়ে যান.. নিয়ে যান তো এই মাইয়ারে….

চলবে……

#ভেতরে_বাহিরে
পর্ব:২৫
লেখিকা: #রুবাইদা_হৃদি
রাতের গভীরতা বাড়ছে।ঘড়ির কাটা নিয়মমাফিক টেনে নিয়ে যাচ্ছে প্রকৃতির নিয়মে সময়ের কাল।ঝিঁঝিঁ পোকারা ঘুমহীন রাত পার করছে।মাঝরাতে এক মানবীর কান্নার আওয়াজ যেন আবেশের ভেতরে উত্তাল ঝড়ের সৃষ্টি করছে।তার বুকের সাথে মাথা এলিয়ে দিয়ে ডুকরে কাঁদছে মানবী। ভিজিয়ে দিচ্ছে তার শার্ট। আবেশ মোলায়েম কন্ঠে বলল,

‘ প্রকৃতির নিয়মের বাইরে কেও এক পাঁ বাড়াতে পারে না।তোমায় ঘুরে দাঁড়াতে হবে,বাঁচতে হবে। কান্না থামাও।’

‘ আমার কোনো দোষ ছিলো না আবেশ । তবুও আমি অন্যের দোষের শাস্তি পেয়েছি। মা’কে হারানোর কষ্টে যতোটা জর্জরিত হয়েছিলাম তার আর বাবা নামক সেই মানুষটার অতীতের কিছু অংশের সত্যতা জেনে অসহায় লাগছে।’

আবেশ তার হাত রাখলো মাধুর্যের মাথায়।শ্লেষ মাখা কন্ঠে বলল,

‘ শাহেদ আঙ্কেল ,মেহরুন আন্টি তারা তাদের শাস্তি পেয়েছে। আর রাব্বী তার শাস্তি পাবে।মাঝে তোমার সাথে করা অন্যায়ের শাস্তি গুলোর ভাগ আমাদের সবার।’

আবেশের কথার প্রত্যুত্তর করলো না মাধুর্য । তার প্রাপ্যতা সে বুঝে নিতে শিখবে। অতীত আঁকড়ে কখনো বাঁচা যায় না৷ সে অতীতকে দুমড়ে মুচড়ে দিবে ৷
আবেশকে ছেড়ে দিয়ে গালের উপর পড়ে থাকা পানি গুলো মুছে নিয়ে বলল,

‘ আমি কাল থেকে কোচিং এ যাবো৷’

‘ কিছুদিন পর থেকে ৷ আগে নিজেকে সামলে ওঠো৷’ আবেশ জোর গলায় বলল ৷ মাধুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো আবেশের মুখের দিকে৷ গলার স্বর ভেঙ্গে গেছে তার৷ রাব্বীর কাছে থেকে ফেরার পর সে কেঁদেছে,লতা বেগবের জন্য কেঁদেছে,নিজের জীবনের হিসেব মিলাতে গিয়ে কেঁদেছে,শাহেদ আর তার মা মেহরুনের অন্যায় গুলো মনে করে কেঁদেছে ৷ তবে সে নিজেকে সামলে নিয়ে বলল,

‘ আমি পারবো৷ আপনি যদি না পারেন তাহলে আমি ফয়েজ ভাইয়াকে বলব দিয়ে আসতে৷’

‘ আমিই দিয়ে আসবো,ঠিক আছে?’ আবেশ খানিকটা হেসে বলল৷ মাধুর্য কী ভেবে হুট করে আবেশের হাত তার হাতের মুঠোয় নিতেই হচচকিয়ে গেলো আবেশ ৷ মাধুর্য বিনম্র হেসে বলল,

‘ আমার একটা কথা রাখবেন,আবেশ?’

‘ আমার চেষ্টার ক্রটি থাকবে না৷’ আবেশ ভরসা দিয়ে বলল৷ মাধুর্য ম্লান গলায় বলল,

‘ লতা বেগমকে আর ইকরা ভাবীকে সুন্দর জীবন দিতে চাই৷ তারাও আমার মতো বিনাদোষে শাস্তি পেয়েছে ৷’

‘ বাবার সাথে কথা হয়েছে আমার৷ ইকরা ভাবীকে তার মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে ৷ আর লতা আন্টিকে কোনো ভালো বৃদ্ধাশ্রমে দেওয়া হবে৷’

‘ আমি চাই সে আমার কাছেই এই বাড়িতে থাকুক৷ তার কোনো দোষ নেই৷’ মাধুর্য স্থিরচিত্তে বলল৷ আবেশ অনুমতি দিয়ে বলল,

‘ তুমি যা চাইবে সেটাই হবে৷ ‘

আবেশের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললো মাধুর্য৷ লতা বেগমের শেষ সম্বল রাব্বী ৷ রাব্বী যতোটা খারাপ তার সাথে করেছে কিন্তু, সে তার মা’কে পাগলের মতো ভালোবাসতো৷ মাধুর্য মাঝেমধ্যে অবাক হতো রাব্বীর পাগলামো দেখে৷ পাষাণ মানুষের ভেতর মায়ের জন্য এতো ভালোবাসার কারণের পেছনে নিকৃষ্ট এক অধ্যায়কে ভুলানোর চেষ্টায় ছিলো ৷ জেল থেকে আসার আগে বারবার রাব্বী বলেছে,’ আমার মা’কে কিছু করিস না৷’
এই একটা কথাতেই মাধুর্য থমকে গেছে৷ মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে মায়ের কথাই ভাবছে ৷ যে ছেলে মায়ের জন্য সব বিসর্জন দিতে পারে,হাতে অস্ত্র তুলে নিতে পারে,সে নর্দমার কীট হলেও অতি পবিত্র৷
মাধুর্য ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো৷ তাদের জীবনের মাপকাঠি নিধার্য করেছিলো শাহেদ নামক মানুষটা৷ যেই মানুষটা নিজের পাপের শাস্তি নিজ ছেলের হাতেই পেয়েছে৷
কিছুক্ষণ বাদে,মাধুর্য আবেশের হাত ছেড়ে দিয়ে নির্মল হেসে বলল,

‘ আমাকে বুঝার জন্য ধন্যবাদ৷’

আবেশের বুকে মোচড় দিয়ে উঠলো৷ মাধুর্যের দিকে নির্ণিমেষ চোখে তাকিয়ে বলল,

‘ পরিস্থিতির উপর ডিপেন্ড ছিলাম আমি৷ হঠাৎ করে তোমাদের খবর না পাওয়াতে অস্থির হয়ে গিয়েছিলাম৷ তবে মেহরুন আন্টি বাবার কাছে এসেছিলেন আমরা যখন হোস্টেলে ছিলাম সেই কারণে আমরা এই ব্যপারটা কিছু জানি না ৷ এরপর তোমাদের হারিয়ে যাবার পর হঠাৎ একদিন খবর নিয়ে আমার দেওয়া একটা চিঠি ফেরত আসে নি৷ জেনেছিলাম, চিঠি কেউ একজন নিয়েছে পোস্ট অফিস থেকে ৷ তবে কে নিয়েছে সেটা জানি না ৷ দৃঢ় বিশ্বাস ছিলো হয়তো তুমি নিয়েছো ৷ এর পরেই চিঠি দিয়ে অপেক্ষায় ছিলাম,তার কিছুদিন পর তোমার নামকরে চিঠি এলো প্রেরকের ঠিকানা বিহীন৷ উপরে শুধু তোমার নাম লেখা ছিলো৷ চিঠিটা বাসায় এসে এক লোক দিয়ে গিয়েছিলো ৷ আমি চিঠিতে তোমার নাম পড়ে বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম সেটা তোমার লেখা৷ চিঠির মাঝে রাব্বী জঘন্য কিছু লেখেছিলো যা ওই মুহূর্ত দাঁড়িয়ে বিশ্বাস না করা ছাড়া উপায় ছিলো না ৷ সব কিছুর জন্য আমি অনুতপ্ত৷’

মাধুর্য চুপ করে শুনে দৃঢ়তার সাথে বলল,

‘ আমি বাঁচতে চাই নতুন দিগন্তের সাথে৷ সব ভুলে যেতে চাই৷ ভুলে যেতে চাই আমার অতীত৷’

মাধুর্যের খানিকটা অস্থিরতা দেখে আবেশ বলল,

‘ মাধুর্য বাঁচবে৷ সে ভয় কাটিয়ে বাঁচবে সাথে সবাইকে নিয়ে বাঁচবে৷’

______________

গোধূলির সিক্ততা প্রকাশে মেতে উঠেছে প্রকৃতি৷ নতুন আলোয় নিজেকে রাঙাচ্ছে আকাশ৷ বিশালতার মাঝে শুভ্র নীলে ঘেরে থাকা মেঘের আড়ালে উঁকি দিচ্ছে কাঁচা হলদে রঙের আলোকছটা ৷ তবে সেই মাধুর্যতা ভেঁস করে কান্নার স্বর মাধুর্যের ভেতর নাড়িয়ে দিচ্ছে৷ লতা বেগম তাকে ধরে কাঁদছে৷ আজ রাব্বীর ফাঁসির আদেশ কার্যকর হবে ৷ একটু আগে আবেশ গিয়ে লতা বেগমকে নিয়ে এসেছে তার সাথে করে৷ রাব্বী সকল পাপ নিজ মুখে স্বীকার করেছে বলেই সব দ্রুত হয়ে যাচ্ছে৷
লতা বেগম রাব্বীর হাল জানার পর থেকেই কাঁদছে৷ আবেশের সাথে সে আসতে চেয়েছিলো না৷ তবে,আবেশ একপ্রকার মিথ্যা বলে নিয়ে এসেছে৷ তাকে বলেছে,’রাব্বীর সাথে দেখা করাবে৷’
তাদের বাড়িতে আনার পর সব জেনে মাধুর্যকে ধরে বারবার প্রলাপ করছে,

‘ রাব্বীর দোষ নেই৷ ওকে ছেড়ে দিতে বল মাধুর্য৷ আমার ছেলেটাকে ছেড়ে দিতে বল৷’

‘ রাব্বীকে তার শাস্তি পেতেই হবে এটাই বাস্তবতা৷’ আবেশ শান্ত স্বরে ঘরে ঢুকে বলল৷ বাসায় আপাতত মাহফুজা,আর ফয়েজ ছাড়া কেউ নেই৷ মাহফুজা চিন্তায় হাঁসফাস করছে নজরুল এসে কী বলবে ভেবে৷
তবে ফয়েজ বেশ খুশি হয়েছে মাধুর্যের এমন কাজে৷ আবেশের বলা কথায় কান্নার মাত্রা বাড়িয়ে দিলেন লতা বেগম৷ মাধুর্য বলল,

‘ আমি আপনাকে আশ্বাস,ভরসা কিছু দিতে পারবো না৷ তবে রাব্বীর শাস্তি তাকে পেতেই হবে৷’

‘ মাফ করা যায় না মা? ও মা৷ আমার ছেলেরে ফেরত এনে দে না রে৷ আমি ভিক্ষা চাচ্ছি৷ ও হিংস্র হয়ে উঠেছিলো ৷ আমি শিক্ষা দিতে পারিনি৷ যখন শিক্ষা দেওয়ার কথা ছিলো ও তখন ওর মার সংসার ভাংতে দেখেছে৷ মার খেতে দেখেছে৷’

লতা বেগমের বিলাপে ভরে উঠলো মাধুর্যের চোখ৷ তবুও নিজেকে সামলে বলল,

‘ আমি আমার ছোটবেলা হারিয়েছি৷ আমার মা’কে হারিয়েছি৷ সব পাপের ক্ষমা হয় না৷ আমি এতোটাও মহান নই মা ৷ আপনি আমার সাথে আমার মা হিসেবে থাকবেন৷ যদি সম্ভব হয় আমি ফাঁসির আদেশ না হয়ে কারাদণ্ড হয় সেই চেষ্টা করবো৷’

‘ মাধুর্য..যা বলছো ভেবে বলছো তো?’ আবেশ খানিক রাগীসুরেই বলল৷ মাধুর্য মাথা ঝাকিয়ে বলল,

‘ সম্ভব হলে সেটাই করুন আবেশ৷’

লতা বেগমের মুখে খুশি ধরা দিলো৷ তার ছেলে বেচে থাকবে এইটাই অনেক ৷ মাধুর্য উঠে চলে এলো তার কাছে থেকে৷ লতা বেগম ঠাই বসে রইলেন ৷

_____________
নজরুল বাড়ি ফিরেই চলে এলেন মাধুর্যের ঘরে৷ মাধুর্য তখন বসে ছিলো সোফায়৷ নজরুল কে দেখে উঠে দাঁড়াতেই তিনি বললেন,

‘ লতা বেগমকে বাসায় এনেছো,মা?’

মাধুর্য ভেবেছিলো নজরুল হয়তো রাগ করবেন৷ কিন্তু তিনি সাবলীল ভাষায় আবার বললেন,

‘ তোমার মানুষিকতার তারিফ করি আমি৷ আমরা হলে,হয়তো তাকে ছুড়ে ফেলে দিতাম৷’

‘ আসলে উনি নিজেও অনেক কষ্ট সহ্য করেছেন৷ আমি চাই না আর কষ্ট পাক৷ ‘

নজরুল এগিয়ে গিয়ে মাধুর্যের মাথায় হাত রাখলো৷ ম্লানমুখে বলল,

‘ আমার অন্যায় গুলোর জন্য আমি অনুতপ্ত৷ আমি চাই তুমি তোমার সব দায়িত্ব বুঝে নাও৷’

মাধুর্য মলিন হাসলো ৷ তার কিছুই বলার নেই৷ সব সত্য তার সামনে৷ মাধুর্যের মলিনতা দেখে নজরুল অনুতাপ কন্ঠে অনেক ক্ষমা চাইলেন ৷ তবে মাধুর্য স্তব্ধ৷ সে কী করবে! দোটানার বেড়াজালে লিপ্ত৷ একটা চায় সুন্দর,ভয়হীন জীবন সে চায় এর বাইরে কিছু না৷

____________
‘ নাজিফা,তোর ভাবীকে দ্রুত আসতে বল,নাহলে আমি তাকে ফেলেই চলে যাবো।’ আবেশ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল। মাধুর্য ড্রয়িংরুমে মাহফুজার থেকে বিদায় নিচ্ছিলো। আবেশের কথা শুনে কিছুটা উচ্চস্বরেই বলল,

‘ নাজিফা তোমার ভাইকে বলো,আমি মানুষ রোবট নই।’

‘ অনুভূতি শূন্য,রোম্যান্স বিহীন মানুষ তো রোবট’ই।’ আবেশ নীচু স্বরে বিড়বিড় করে বলল। মাধুর্য ইতিমধ্যেই বাসা থেকে বেরিয়ে হাতে থাকা ফাইল গুছাতে গুছাতে এগিয়ে আসছিলো। আবেশের কথা খানিক তার কর্ণকুহরে পৌছাতেই থমকে দাঁড়ায়। গম্ভীর স্বরে বলল,

‘ কী বললেন ! ‘

‘ কিছু বলি নি । তোমার হয়তো শোনার ভুল।’ আবেশ সহজ ভঙ্গিতে উত্তর দিলো। মাধুর্য সন্দেহের চোখে তাকিয়ে রইলো। আবেশ হেলান ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে নির্বিকার ভাবে বলল,

‘ চলুন মহারাণী৷’

মাধুর্য প্রত্যুত্তরে কিছু না বলে উঠে বসলো গাড়িতে৷ মাঝে কেটে গেছে দুটোদিন৷ এই দুদিন সে নিজেকে সামলেছে ৷ নজরুল এর মাঝে ব্যবসার কাজে কোথাও একটা গিয়েছে ৷
ফয়েজ এখনো বাসায়৷ ইরা হসপিটালে আর নাজিফা পড়াশোনা নিয়ে ব্যস্ত ৷ মাধুর্য আজ কোচিং এ যাচ্ছে ৷ ফাইল গুলো আঁকড়ে ধরলো নিজের সাথে৷ তার মনে প্রফুল্লতা বইছে৷ সে আবারো পড়বে ৷ বিষাদ থেকে মুক্তির প্রহর গুনবে৷ ভেবেই এক চিলতে হাসি ফুঁটে উঠলো মুখে৷

চলবে….

[ একটা কথা বলি? এই গল্পটা বাস্তবতা সাথে কাল্পনিক৷ প্রতারণা,পরকীয়া,সম্পদ এই তিনটা জিনিস বাস্তব৷ ভেতরে বাহিরে মানে এই না সবার ভেতরে রহস্য৷ আর গল্পটার শুরু উনিশ দশক এর পর চিঠির পর্বে ২০০০-২০০৬ উল্লেখ আছে৷ সেটা অতীত৷ বর্তমান গল্পটা আছে ২০১৩ তে৷ আমি চাইলে রোম্যান্স এড করতে পারবো না হুট করেই৷ গল্প টানছি না এইটা বারবার বলি৷]