ভোরের_কুয়াশা
#পর্বঃ২০
#Misty_Meye(মরিয়ম)
বলে ওয়াশ রুমে চলে যায়। আর ভোরতো লুকিয়ে লুকিয়ে সব দেখছে, আর জ্বলছে।
আমার তো সেই খুশি লাগছে এবার বুঝবে মজা।
এত টাইম লাগে আমি তোমার জন্য নাস্তা নিয়ে বসে আছি আর তুমি সেই লেট করছো হ্যাঁ,,,,,, তাড়াতাড়ি আসো,
___কই গেলে জান তাড়াতাড়ি আসো। আমি তোমার জন্য বসে আছি তো। (আমি)
___পাঁচ মিনিট ওয়েট করো জানু,,,,,,(শিশির)
___ওকে,,,,,,,
প্রায় 5 মিনিট পর শিশির ওয়াশরুম থেকে বের হয়।
___এত টাইম লাগে তোমার আমি সেই কখন থেকে বসে আছি।
___সরি সরি আচ্ছা এখন আমি এসে পড়ছি, এখন আমাকে খেতে দাও।
___হুম।
তারপর আমি শিশিরকে নাশতা বেড়ে দিলাম।
___কুয়াশা,,,,,আমিতো সকলের সাথেই নিচে বসে খেতে পারতাম তুমি কেনো আবার কষ্ট করে খাবার আমার রুমে নিয়ে আসতে গেলে।
___বারে,,,,,, তোমাকে আলাদা করে খাওয়াবো বলে,,,,,,,, কতদিন তুমি আর আমি একসাথে খাইনি মনে আছে তোমার।আগে আমি আর তুমি একসাথে খেতাম।
___থাকবে না আবার,,,,,তারপর তুমি আমার হাতে দুষ্টামি করে কামড় দিয়ে দিতে।আমার খুব ইচ্ছা করছে আজকে ও তুমি আর আমি এক সাথেই খাই,,,,,,
___একদম,,,,, আমার ও অনেক ইচ্ছে করছে তোমার হাতে খেতে।
তারপর শিশিরের কাছে গিয়ে হা করলাম,,,,আর শিশির আমাকে খাইয়ে দিচ্ছে।
(আমরা প্রায়ই এক সাথে খেতাম।আমরা যতোটা না কাজিন তার থেকে বেশি বন্ধু।আমরা ভীষণ মজা করি।কেউ দেখে বলবে না যে আমরা কাজিন)
এরকম কিছুক্ষণ করার পরে ভোর রাগ দেখিয়ে বাইরে চলে যায়। আমরা তা বুঝতে পেরে,,,,,দুইজনই হেসে দেই।
___কিরে ভোর চলে গেল নাকি,,,,,, (শিশির)
___মনে তো হচ্ছে চলে গেছে।
___ভোর কিন্তু খুব কষ্ট পাচ্ছে কুয়াশা,,,,,,, ও কিন্তু খুব রেগে আছে । দেখ রেগে একেবারে চলেই গেছে।
___যাক।তাতে আমার কি,,,,আমাকে অনেক কষ্ট দিয়েছ ও,,, এবার ও বুঝুক কষ্ট দিলে নিজেকেও কতটা কষ্ট পেতে হয়।কষ্ট দিলে কতটা কষ্ট লাগে ও বুঝুক এটা,,,,,,,
___এটা ঠিক হচ্ছে না।
___ভূল কি হচ্ছে।ও ওতো আমায় কষ্ট দিয়েছে।
___কিন্তু তার জন্য তুইওতো ভুল করেছিস?
___হ্যাঁ মানছি আমি ভুল করেছি আমি সবসময় ভোরের কাছ থেকে পালাতে চেয়েছি কিন্তু ভোরের মতো না,,,, ডিভোর্স দিতে চাওয়া তারপর আবার অন্য একটা মেয়েকে বিয়ে করতে চলে গেছে ও।এটা কে তুই ভালো মনে করছিস?,,,,,,
___করছি না। কিন্তু এই যে তুই আমাকেও এখানে নিয়ে আসছিস এটা কি ঠিক হলো। ভোরের মতো তুই ও তো একই কাজ করছিস।
___জানি কিন্তু আমি,,,,ভোর কে ভোরের মতো করেই শিক্ষা দিতে চাই।
___এতে যদি হিতের বিপরীত হয়।
___হবেনা আমার ভোরের প্রতি বিশ্বাস আছে। ও বিয়েটা করবে না।আমার কেনো জানি মনে হয় ও আমাকে ভালোবাসে।
রাতে,,,,,,
ভোর বাসায় আসলে আমাকে দেখতে না পেয়ে আমাকে খুঁজতে খুঁজতে শিশিরের রুমে চলে আসে। এসে দেখে আমি আর শিশির একসাথে বসে বসে গল্প করছি।তা দেখে ও উপরে চলে যায়।
আমি অনেক রাত করে ঘরে গেলে,,,,,
ভোর আমার হাত হেচকা টান দিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে বলে(জোরে হাত চেপে )
___এতো রাত পর্যন্ত ওখানে থাকার কি আছে?তুমি জানতে না আমি কখন অফিস থেকে আসি।(দাতে দাত চেপে)
___হুম,,,,,জানতাম।
___তোমাকে দেখতে পেলাম না কেনো?তাহলে,,,,,,
___তাহলে,,,,আবার কি,,,,আপনি আসবেন তাতে আমার কি?কয়দিন পর আপনি আপনার মতো আর আমি আমার মতো।আপনার জন্যতো ওই রিমি আছেই।তাহলে আবার আমাকে কেনো রাগ দেখাচ্ছেন।যান ওই রিমির কাছে যান।
___তুমি শিশিরের সাথে কেনো এতো মিশছো।সারাদিন খালি ওই শিশিরের সাথে কি করো তুমি?
___যাই করি তাতে আপনার কি?শিশির আমার হবু বর।আর আমি আমার হবু বরের সাথে যা ইচ্ছা তাই করবো তাতে আপনার কি যায় আসে,,,,,,,
___আমার যায় আসে,,,,,কারন,,, আমি তোমায়……
___আপনি আমায় কি বলেন?
___আমি তোমায়……
ভোর আর কিছু না বলে আমাকে দুহাত দিয়ে চেপে ধরে ওর ঠোঁটের সাথে আমার ঠোট চেপে ধরে ইচ্ছামতো ওর সব রাগ আমার ঠোঁটের উপর দিয়ে ঝাড়তে লাগে।আমি একটুও নড়তে পারছি না।ব্যথায় কুঁকড়ে উঠছি।ভোর অনেকক্ষন পর আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে যায়।
আর আমি কান্নাই করে দিই।আমার ঠোট ফুলে ডাবল হয়ে গেছে।লাল হয়ে আছে।প্রচুর ব্যথা ও করছে।আবার মনে মনে ভালো ও লাগছে।একটু একটু লজ্জা ও লাগছে।ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই।
সকালে,,,,,,,,
ঘুম থেকে উঠে দেখি ভোর আমার পাশে শুয়ে আছে।একদম কাছাকাছি। ওর মুখটা খুব মিষ্টি লাগছে।এখন দেখে মনে হচ্ছে একদম নিষ্পাপ। কিন্তু কত যে অসভ্য,খারাপ,পচা তা আমি জানি। (হেসে দিয়ে)
বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম।এসে দেখি ভোর উঠে পরেছে।আমি তা দেখে না দেখার ভাব ধরে আছি।
___কুয়াশা।(ভোর)
___আমাকে কিছু বলছেন?(আমি)
___হুম,,,,,আসলে সরি,,,,,
___কেনো?
___কালকের রাতের ঘটনার জন্য।
___ওহ,,,,,
___আমি সত্যিই সরি।আসলে কালকে রাতে আমার মাথা ঠিক ছিলো না।তাই তোমাকে ওভাবে,,,,,,,
___নাহ,,,,,ঠিকিই তো আছে।আপনারা ছেলেরা যা ইচ্ছা তাই করতে পারেন।আর আমরা মেয়েরা একটু কথা বললেও তাতে হাজারটা দোষ থাকে।মেয়েরাই দোষী হয় তাই না।
___কুয়াশা আমি সত্যি সরি।
___হুম,,,,,,
আজকে ভোরের অফিস বন্ধ।তাই ও আজকে বাড়িতেই থাকবে।শিশির আমার রুমে এসে বলে,,,,,,(ভোর তা দেখে আবারো রেগে যায়)
___জানু,,,,,,তুমি কি আজকে ফ্রি আছো?(শিশির)
___কেনো বলোতো?(আমি)
___আমরা আজকে বের হবো তাই।
___ওকে,,,,,,তুমি নিয়ে গেলেতো আমি অলটাইমই ফ্রি।
___ঠিক আছে।আমরা আজকে সারাদিন ঘুরবো কেমন?ভোর তোমার কি কোন আপত্তি আছে।
___ওর আপত্তি করবে কেনো? আর ও আপত্তি করার কে শিশির।তুমি ওর কাছে অনুমতি চাইছো কেনো?হুম,,,,,
___আমি কে মানে,,,,,(ভোর)
___হুম,,,,,কে,,,,,,,,,,,,,,,,,,
চলবে………………..