রোদেলা বেলার রোদ্দুর পর্ব-০২

0
149

#রোদেলা_বেলার_রোদ্দুর
লেখিকা:Sabrin Jahan
পার্ট:০২

২ বছর আগে

ইমন:মন আমার উড়ি উড়ি করে রে,,,,

মাহির:শালা তোর ধিঞ্চাক মার্কা গান তোর কাছেই রাখ

আভা:শুরু হইছে,,,,লাইভ ঝগড়া,,এই রোদ্দুর কিছু বল

রোদ্দুর তখন ব্যাস্ত হাতে থাকা পুচকি মেয়ের ছবির দেখতে

আভা: অফো,,, এ আবার অন্বেষণে বসছে,,,আরে ভাই ১২ বছর হয়ে গেছে ,,,তোর কি মনে হয় তো মায়াবিনী এখনও তোর অপেক্ষায় আছে

রোদ্দুর:আছে তো,,

ইমন: এ পাগল হয়ে গেছে ,,ভাই ১২ টা বছর কম কথা না ,,, ও হয়তো দেখ তোকে ভুলে গিয়ে বিয়েও করে ফেলছে

রোদ্দুর:আমি আমার মায়াবিনী কে চিনি ,,, ও আমাকে যখন কথা দিয়েছে ও অপেক্ষা করবে তারমানে ও করবে

মাহির:একে বুঝিয়ে লাভ নেই,,,,এর মাথায় মায়াবিনীর ভুত চাপছে

দূর থেকে এসব দেখে কেও একজন মুচকি হাসলো,,,,,নিজের ঘাড়ে আর্ট করা “R” ওয়ার্ড টি সাবধানতার সাথে ঢেকে ফেললো…..

______
রাস্তার পাশে জামিল আংকেলের টং থেকে ৪ কাপ চা অর্ডার করলো,,,,
৪ জন নিশ্চিন্তে বসে চা পান করতে লাগলো,,,,হুট করে কথা থেকে এক মেয়ে এসে রোদ্দুর এর কাপ নিয়ে চা খেতে শুরু করলো,,,এহেম ঘটনায় সবাই অবাক,,,

রোদ্দুর:what the… এসব কি

মেয়েটি:আরে জান রাগো কেনো

মেয়েটির জান বলে উপস্থিত সবাই বিষম খেলো

রোদ্দুর : ওই তোমার কোন জন্মের জান লাগি আমি,,,

মেয়েটি:কেন ৭ জন্মের

রোদ্দুরের মেজাজ এবার high হয়ে গেলো

রোদ্দুর :এতক্ষণ ভদ্রভাবে কথা বলছি ভালো লাগে না ,,তাই না,,,,,এসবের মানে কি

মেয়েটি: ওকে খোলাখুলি বলি,,,I love you

মেয়েটার সোজাসাপ্টা কথায় চা ওয়ালাও অবাক

রোদ্দুর: যত্তসব

মেয়েটি: উম হুম রোদেলা

রোদ্দুর:what!!

মেয়েটি:আমার নাম রোদেলা

রোদ্দুর : আমি তোমার নাম জানতে চাইছি

রোদেলা: না তো

রোদ্দুর :তাহলে বলছো কেনো ,,damn it (চিল্লিয়ে)

রোদেলা:আরে চিল্লাও কেনো,,,(কানে হাত দিয়ে)

রোদ্দুর:just stay away from me

রোদেলা:nope

রোদ্দুর:what??

রোদেলা:দূরে থাকবো না

রোদ্দুর:মেয়ে তুমি জানো না,,রোদ্দুর কি জিনিস

রোদেলা:তোমাকে আমার থেকে ভালো কেও চিনবে না(চোখ মেরে)

রোদ্দুর:you….

রোদেলা:love

আভা: মানে

রোদেলা:আরে ও you এর আগে লাভ বলতে ভুলে গেছে,,,

রোদ্দুরের মাথায় এবার আগুন ধরে গেছে ,,, যেখানে ওর ফ্রেন্ড রা ওকে ভয় পায় সেখান এ এই পুচকি মেয়ে ওর সাথে পাঙা নিচ্ছে,,,,রোদ্দুরের ফ্রেন্ড রা অবস্থা বেগতিক বুঝতে পেরে রোদ্দুর কে নিয়ে গেলো,,,,

আভা: এই তুমি কি পাগল

রোদেলা: হুমম রোদ্দুরের জন্য

আভা: হায় আল্লাহ

রোদেলা:চিন্তা করিস না আজ নাহয় কালকে পটিয়েই নিবো

আভা:তুমি আমাকে তুই করে বললে

রোদেলা:আরে আমরা same age , even same class so formality কিসের

আভা:তুমি অনার্স ২য় বর্ষে?

রোদেলা: Yeap,, আচ্ছা কালকে দেখা হবে bye

রোদেলা চলে গেলো ওদিকে আভা ভাবছে কালকে দেখা হবে মানে কি,,,

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

আজ রোদ্দুর ,মাহির,আভা আর এমনি অনার্স 2nd year এর first day,,,,,

ইমন: দোস্ত কালকে মেয়েটা এমন কেন করলো

রোদ্দুর: আমি কেমনে বলবো(রেগে)

মাহির:আরে রেগে যাচ্ছিস কেনো,,,,,তবে মেয়েটা কিন্তু কিউ …(আর বলতে পারলো না,,রোদ্দুরের চোখ দেখে চুপ হয়ে গেলো)

আভা:আচ্ছা চল ক্লাস এ যাই,,,,

সবাই ক্লাস এ গেলো,,,ওরা ক্লাস এ ঢুকে আর কাওকে খেয়াল করলো না ,,সোজা মিডল বেঞ্চে বসে পড়লো,,,,

এমণ সময় ওদের সামনে এসে,,,,

,,,,, হাই বেবী

ওরা চারজন ওর দিকে তাকালো

রোদেলা কে দেখে ওরা চারজন শকড,,

রোদ্দুর: তুমিই

রোদেলা:তুমি যেখানে আমি সেখানে

রোদ্দুর: অফফো

রোদেলা:এই দেখি সর তো (মাহির রোদ্দুর এর পাশে বসে ছিল,,,ওকে টেনে উঠিয়ে নিজে ওর পাশে বসে গেলো)

রোদেলা: বেব্ রাতে আমায় স্বপ্নে দেখেছ??

রোদ্দুর ভয়ানক ভাবে তাকালো

তাতে রোদেলা একটু ভয় পেলেও তা প্রকাশ করলো না

রোদেলা:কি গো বলো না

রোদ্দুর দু হাত দিয়ে মুখ চেপে রাগ কমানোর চেষ্টা করলো

রোদ্দুর:তুমি যাবে নাকি আমার হাতের থাপ্পড় খাবে

রোদেলা আর কথা বাড়ালো না,,,চুপচাপ গিয়ে নিজের জায়গায় বসে পড়লো,,,,কারণ তখন স্যার কে আসতে দেখছিল🙄🙄

.
চলবে…..