#রোদেলা_বেলার_রোদ্দুর
লেখিকা:Sabrin Jahan
পার্ট:০৫
রোদ্দুর:Just stop it(চিল্লিয়ে)
রোদেলা চুপটি মেরে গেলো
রোদ্দুর:কেনো বুঝতে পারছো না আমার পক্ষে তোমাকে ভালোবাসা possible না
রোদেলা: কেনো পসিবল না সেটাই জানতে চাইছি
রোদ্দুর লম্বা এক শ্বাস নিল
রোদ্দুর:আমি অন্য কাওকে ভালোবাসি ,,,
মুহুর্তে তার বুকের ভিতর দুমড়ে মুচড়ে গেলো,,,বার বার রোদ্দুরের বলা একটা কোথায় কানে বাজছে”আমি অন্য কাওকে ভালোবাসি”
ওদিকে রোদ্দুর আর ওর সঙ্গীরা চলে গেছে ,,,কিন্তু রোদেলা মূর্তির মত দাড়িয়ে আছে
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
পিচ্ছি মেয়েটা বসে আছে অপেক্ষায় কবে সে আসবে,,, অবশেষে সে এলো,,
মেয়েটা: কতক্ষন ধরে বসে আছি
ছেলেটা: আমার দোষ কি ,,,তোমার জন্য গিফট বানাতে দেরি হলো
মেয়েটা: কি গিফট
ছেলেটা একটি বেলি ফুলের মালা বের করলো,,,মালা দেখে মেয়েটি খুব খুশি হলো
ছেলেটা: ভালো লাগলো?
মেয়েটা:খুব ,,কিন্তু আমি তো ছোট,,এটা তো মাথায় দিতে পারবো না,,(মন খারাপ করে)
ছেলেটা :মাথায় দিতে পারবে না তো কি হইছে,,
ছেলেটা মেয়েটার হাত নিয়ে বেলি ফুলের মালা ওর হাতে পেঁচিয়ে দিল,
ছেলেটা:এবার খুশি
মেয়েটা:খুব খুশি মহারাজ
ছেলেটা:হুমম পিচ্ছি মহারানীর সেবায় নিয়োজিত
মেয়েটা খিল খিল করে হেসে উঠলো
দিন্মা: রোদেলা
পুরনো স্মৃতি মনে করছিল আর চোখের পানি ফেলছিল ,,, দিম্মাকে দেখে জলদি মুছে ফেললো চোখ
দিম্মা:কি হইছে আমার রোদেলার
রোদেলা আর নিজেকে সামলাতে পারলো না,,ধপ করে বিছানায় বসে পড়লো,,তার পাশে দিম্মা বসলো
দিম্মা:বল না কি হইছে
রোদেলা দিম্মার কোলে মাথা রাখলো
রোদেলা: রোদ্দুর আমাকে ভালবাসে না
সে অন্য কাওকে ভালবাসে
দিম্মা/: কিহ??
রোদেলা: হ্যাঁ,,(তারপর সব খুলে বলল)
দিম্মা:তুইজে পাগল তা বিশ্বাস করতে এখন বিন্দু মাত্র আক্ষেপ নেই
রোদেলা: মানে (উঠে বসে)
দিম্মা:গাঁধী,, ও কি জানে তুই ওর পিচ্ছি রোদেলা
রোদেলা:না
দিম্মা:তাহলে
রোদেলা:তোমার কথা কিছু বুঝলাম না
দিম্মা:আরে মূর্খ,,, ও বলছে অন্য কাওকে ভালোবাসে,,কিন্তু এটা বলে নাই তোকে ভালবাসে না,, ও তো জানেই না তুই ওর রোদ,, ও হয়তো তোর কথাই বলছে,,,,
রোদেলা নিজের বোকামিতে নিজেই হাসলো,,সত্যি তো ও তো আর জানে না যে ও ওর রোদেলা,
রোদেলা:বাবা কবে আসবে
দিম্মা:সে তোর বাপরে জিজ্ঞেস কর
রোদেলা: আহা আবার কি হলো
দিম্মা:নিজের মায়ের খবর কি রাখে
রোদেলা:তুমি তো জানো বাবা busy থাকে
দিম্মা:হ হ জানা আছে
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
টেস:তো কি ঠিক করলেন ,,মেয়েকে কি দিবেন না
সম্রাট:দেখুন আপনি আমার বিশ্বস্ত লোক,,,আমি সব দেখছি,,শুধু বাড়ি যেয়ে নেই তারপর কথা বলবো
টেস মুচকি হাসলো,,
মিস্টার টেস আর মিস্টার সম্রাট বিজনেস পার্টনার,,টেস এর লোভ সম্রাটের সম্পত্তিতে তাই তো সম্রাটের মেয়েকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে ছেলেকে রাজা বানাতে চান,,,যেহেতু সম্রাটের আর কোনো ছেলে মেয়ে নেই সেহেতু সব সম্পত্তি তার মেয়ে পাবে,,,আর ঐদিকে সে সম্রাট কে বুঝিয়েছে তার ছেলের সাথে মেয়ের বিয়ে দিলে বিজনেস এ প্রফিট আরো বাড়বে,,,টাকার লোভ বড়ো খারাপ জিনিস,, যা মানুষকে মুহুর্তে ধ্বংস করে দেয়,
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
নেক্সট ডে
ইমন:কি মনে হয়,
মাহির:বোঝা টাফ
আভা:কালকের ওই কথা শোনার পর কি আজকে আসবে ওকে জালাইতে
রোদ্দুর:তোরা কি ফুসুর ফুসুর করতেছিস
আভা:আব..কিছু না
রোদ্দুর নিজের ফোন টিপায় মনোযোগী হলো,,,,
আজ শুক্রবার তাই ভার্সিটি বন্ধ
হুট করে রোদেলা এসে পাশে বসলো
রোদেলা:উফ কি গরম
সবাই অবাক নয়নে তাকিয়ে আছে
রোদ্দুর:তুমি
রোদেলা : হ্যাঁ আমি
রোদ্দুর কপাল চাপ্রলো
রোদ্দুর :যত্তসব (বলে উঠতে নিলেই রোদেলা টান মেরে বসিয়ে দিল)
রোদেলা:আমাকে দেখলে এত পালাই পালাই করো কেনো,,, আমি বাঘ না ভাল্লুক
ইমন:তার থেকে কম কি
রোদেলা:কিছু বললি(😒)
ইমন: না বইন
রোদেলা:যায় হোক ,,,তুমি কালকে কি যেনো বলছিলে,,কাকে ভালোবাসো
রোদ্দুর:হুমম তো,,
রোদেলা:কাকে বাস
রোদ্দুর: তার কৈফিয়ত তোমাকে দিবো নাকি
রোদেলা:দিতে হবে,,নাহলে নিস্তার নেই
রোদ্দুর:দেখ ভালোবাসা জোর করে হয় না
রোদেলা:আমি তো জোর করছি না
রোদ্দুর: এ
রোদেলা:হুমম তুমি মন থেকেই আমাকে ভালোবাসবে
রোদ্দুর:এই মেয়ে তুমি
রোদেলা:উফ কি খালি এই মেয়ে এই মেয়ে করো ,,,আমার একটা নাম আছে রো,,দে,,লা
রোদ্দুর : হো কুফা মার্কা নাম
রোদেলা:কি বললে
রোদ্দুর:রোদ্দুর এক কথা বার বার বলে না(ভাব নিয়ে)
রোদেলা:বলবো কেমনে ,,আমাকে তো ভয় পাও
রোদ্দুর : এই রোদ্দুর কাওকে ভয় পায় না
রোদেলা:দেখেছিলাম তো,,কিভাবে আমার থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছো
ইমন ফিক করে হেসে উঠল,,,রোদ্দুর চোখ গরম করে তাকালো ,,,,
ওরা চারজন উঠে দাড়ালো,,,,রোদেলা ও দাড়ালো
রোদেলা:কই যাবে
রোদ্দুর:তোমার শ্বশুর বাড়ি ,,যাবে
রোদেলা:তাইলে চলো,,,তোমার মা বাবার সাথেও দেখা করবো
রোদ্দুর:এখানে আমার মা বাবা কই থেকে আসলো
রোদেলা:কেনো তুমি ই তো বললে শ্বশুর বাড়ি যাবে,,,আমার শ্বশুর বাড়ি মানেই তো তোমার বাড়ি ,,তাই না মহারাজ
রোদ্দুরের বুক মোচড় দিলো ,,,এই মহারাজ ডাক টা যে তার অতীব প্রিয় মানুষটি ডাকতো
রোদেলা:কি হলো চলো
রোদ্দুর হুষে ফিরলো
রোদ্দুর:তোমারে আমি ড্রেনে চুবাবো বলে দিলাম
রোদেলা:আমি কি ছেড়ে দিবো😌😌
রোদ্দুর: তুমি তো আস্ত ফাজিল মেয়ে
রোদেলা: তোমারই তো
রোদ্দুর:উফ একটা পেরা
রোদেলা:আরে কোনো পেরা নাই চিল
রোদ্দুর: চিল এর ষষ্ঠী হইছে
রোদেলা:আহারে থাক বাবু কাদে না
রোদ্দুর চোখ গরম করে তাকালো ,,,দৃষ্টিটা এমন তাকে কোন দিক দিয়ে বাবু লাগে
ইমন:আহারে বাবু
মাহির:অলে বাবু
আভা কিছু বললো না ,,রোদ্দুরের চোখ দেখেই বুঝে গেছে বোম ব্লাস্ট হবে আর কিছুক্ষণ পর…
আভা:আচ্ছা রোদ্দুর চল ,,, আশ্রম এ অনেক কাজ আছে
রোদেলা:তোরা আশ্রমে যাবি
আভা:হুমম
রোদেলা:আমিও যাবো
রোদ্দুর:খবরদার না
রোদেলা: তোমার খবরদারির ভর্তা খাবো
রোদ্দুর:তুমি আমার কথা শুনবে না তাই তো
রোদেলা: ছোটবেলায় শুনি নাই ,,এখন শুনতে যাবো
রোদ্দুর:ছোটবেলা??
রোদেলা বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কথা বলছে
এড়ানোর জন্য বললো
রোদেলা: আমি যাবো মানে যাবই
রোদ্দুর :তোমায় নিবো না
রোদেলা:রাস্তায় লোক জড়ো করলে ভালো হবে
রোদ্দুর : মানে
রোদেলা: মানে আমি বলবো আপনি আমার সাথে অশোভ্যতামী করছেন
রোদ্দুর: কে বিশ্বাস করবে
রোদেলা:আরে মেয়েদের কথার কদর বেশি।
রোদ্দুর ঢোক গিললো,,,আসলেই রাস্তায় মেয়েদের কথার কদর বেশি
.
চলবে…….