রোদেলা বেলার রোদ্দুর পর্ব-০১

0
316

#রোদেলা_বেলার_রোদ্দুর
লেখিকা:Sabrin Jahan
পার্ট:০১

“তুমি না ডাকলে আসবো না
কাছে না এসে ভালো বাসবো না
দূরত্ব কি ভালোবাসা বাড়ায়
নাকি চলে যাওয়ার বাহানা বানায়
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,,,,,,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,,,,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি”

গিটার হাতে গান গেয়ে উঠলো রোদ্দুর,,,পাশেই তার বন্ধুগন

ইমন:আহা বন্ধু ,, কী গেলে,,,,সত্যি তোর ভয়েস এর তুলনা হয় না,,,,

রোদ্দুর মুচকি হাসলো

… হ্যাঁ তুমি সারাদিন এখানেই থাকো আর আমি তোমায় খুঁজে মরি,,,
পিছন থেকে ক্ষেপে বলে উঠলো রোদেলা,,,

ইমন:আরে রোদেলা ভাবি যে

রোদেলা:দেখ ইমন ,,আমি কারো ভাবি টাবি না

ইমন:দোস্ত সেই ক্ষেপা খেপছে (রোদ্দুর এর কানে ফিস ফিসকরে)

মাহির: কিন্তু হটাৎ রেগে আছে কেনো(রোদ্দুরের কানের কাছে)

রোদেলা:তোদের ফিস ফিস বন্ধ কর

মাহির:কি হইছে ভাবি

রোদেলা: ওই বললাম না আমি তোদের কোনো ভাবি তাবি না

ইমন:আরে রোদ্দুরের উড বি তো আমাদের ভাবি ই

রোদেলা:আমি কারো ভাবি না,,,, ওরে আমি বিয়া করতাম না

ইমন: অ্যা

এবার রোদ্দুর উঠে দাড়ালো,,,আর রোদেলার একেবারে সামনে দাড়িয়ে গেলো,,একটু ঝুঁকে গেলো ,,, তা দেখে রোদেলা পিছিয়ে গেলো

রোদ্দুর :এবার বলো কি বলছিলে

রোদেলা:কই আমি তো কিছু বলি নাই,,,,আব তুমি একটু পিছে যাও(বেক্কল মার্কা হাসি দিয়ে)
এতক্ষণ সাহস নিয়ে কথা বললেও একে দেখে সব হাওয়া ফুস,,,আর যাই হোক ওর চোখের দিকে তাকালে রোদেলা কথা বলতে পারে না……

রোদ্দুর এবার আরেকটু ঝুকলো তা দেখে রোদেলা পিছাতে যাবে তার আগেই রোদ্দুর ওর কোমর জড়িয়ে একেবারে মিশিয়ে নিল,,,

রোদ্দুর:so misses Rodela আপনি কারো ভাবি টাবী না তাই তো

রোদেলা:কেডা কইছে??

রোদ্দুর: আবার এভাবে কথা বলছো

রোদেলা: আচ্ছা sorry(একটু রাগ ও ঝাড়তে পারিনা শালা)

রোদ্দুর:তোমার কোন জন্মের শালা লাগি

রোদেলা এবার অসহায় চোখে মাহির আর ইমন এর দিকে তাকিয়ে দেখল দুইটা দাত কেলাচ্ছে

রোদেলা:মনে মনে কথা বলেও শান্তি নাই-(মনে মনে)

রোদ্দুর: জীবনেও পাবা না

রোদেলা: এ এ এ এ এ এ এ এ এ এ (নেকা কান্না করে)

রোদ্দুর :আরে কাদঁছো কেনো,,,,(ওকে ছেড়ে দিয়ে)

রোদেলা:তুমি কেনো ওই ইতি না মিতির সাথে কথা বলো

রোদ্দুর: মানে

রোদেলা: ও তো ভার্সিটির সবাইকে বলছে আজ রোদ্দুর আমার সাথে সেধে এসে কথা বলেছে(কেঁদে কেঁদে)

রোদ্দুর দীর্ঘশ্বাস ছাড়লো,,,,,রোজকার কাহিনী,,,, ইতি যবে থেকে জানছে ওর আর রোদেলার রিলেশনশিপের কথা তবে থেকেই রোদেলা কে না না ভাবে এই রকম কথা শুনিয়ে বিভ্রান্ত করে…

রোদ্দুর:রোদ পাখি

রোদ্দুরের এমন ডাকে রোদেলা শান্ত হয়ে গেলো

রোদ্দুর:তুমি এত টাও অবুঝ নও,,, ও মিথ্যে বলেছে,,,যেখানে আমার রোদ পাখি ওর থেকে দূরে থাকতে বলেছে ,,সেখানে কি আমি ওর সাথে কথা বলতে পারি,,,দেখো আমরা এক ভার্সিটি তে পড়ি ,,আর ক্লাসমেট ও ,,এখন ওর সাথে দরকার ছিল বিধায় আমি কথা বলেছি নাহলে তো বলতাম না ,,তাই না,,,আমাকে বিশ্বাস করো না,,,,,

রোদেলা:তোমাকে করি,কিন্তু ওই শাকচুন্নি কে করি না

রোদ্দুর নিঃশব্দে হাসলো,,,তার রোদ পাখি এখনও আগের মতোই পাগলামি করে

রোদ্দুর রোদেলাকে নিজের বুকের সাথে মিশিয়ে বললো
রোদ্দুর:শুনতে পাচ্ছো আমার heartbeat

রোদেলা:হুমম

রোদ্দুর:সেখানে প্রতিটা বিট এ আছে রোদেলা,,রোদেলা

রোদেলা মুচকি হাসলো

রোদ্দুর: তোমাকে অনেক কষ্টে পেয়েছি ,,,,,,আর হারাতে পারবো না,,,,পৃথিবী উল্টে যাক টাও রোদেলা শুধু আমার ,আর আমি শুধু রোদেলার

রোদেলা:জানি তো,,,আমার #রোদেলা_বেলার_রোদ্দুর যে শুধুই তুমি…

ইমন: হো,,আর তোদের রোমান্টিক মুভি আমরা বিনা টিকিটে দেখতাছি😁😁

রোদেলা:ওই ইমোইন্ন,,,বেশি কথা বললে তোরে ড্রেনে চুবামু

মাহির:পাগল আবার ক্ষেপছে

রোদেলা:তোদের তো আমি…….

ওরা ঝগড়া করছিল এমন সময় আভা আসলো

আভা: Guy’s,,guess what?

মাহির:এক পাগলের ভাত নাই ,,,আরেক পাগল জুটছে,,

আভা:তুই চুপ থাক

রোদেলা:কি হইছে

আভা:আরে আমাদের farewell অনুষ্ঠান কালকে ভুলে গেছিস

রোদেলা:খাইয়া দাইয়া কাম নাই যে ভুলতে যামু

আভা: তো আমাদের performance আছে

রোদ্দুর :উফ এগুলো তো আগেই জানি ,,,নতুন কিছু বল

রোদেলা:খালি পেঁচাল পারে

আভা ফোঁস করে শ্বাস ছাড়লো,,,

আভা:হুমম,,,কালকে আমাদের ক্লাস এর সব তোদের কাহিনী শুনতে চাচ্ছে অনুষ্ঠানের পর

রোদ্দুর:তো

আভা:তো তুই বলবি ,,,, আমরাও শুনতে চাই

রোদ্দুর :কালকের টা কালকে ,,,,,,,

রোদেলা: হুমম

রোদ্দুর:চলো তোমাকে বাসায় দিয়ে আসি

রোদেলা:হুমম

তারপর যে যার বাসায়

(এই যা এতক্ষণ তো পরিচয় ই দেই নাই,,,,,যায় হোক ,,,এবার বলি এবারের গল্পের নায়িকা আমি,,😁😁এবার আমার নাম দিলাম,,,,,,কেমন লাগে দেখি,,,so রোদেলা গল্পের নায়িকা,,আর রোদ্দুর গল্পের নায়ক,,,,দুইজন ই অনার্স ৪থ বর্ষে,,,,আর কয়েকদিন পর তাদের পড়াশোনা শেষ হবে,,,,,,,দুইজনের love story সামনের পার্ট এ বলবো)

In farewell

সবাই তৈরি হচ্ছে,,,,, সবার ড্রেস কোড জিন্স,,ব্ল্যাক টি শার্ট আর জিন্সের jacket আর কোমরে রেড দুপাট্টা,,,,,,সবাইকে ভালই লাগছে,,,কিন্তু রোদ্দুর কে দেখে আজ সবার প্রাণপাখি যাবে,,,, কারন এই ড্রেস এ অসম্ভব সুন্দর লাগছে,,,,,(সবাই সিদ্ধার্থ গুপ্তা কে রোদ্দুর হিসেবে দেখো- লেখিকা 😁😁)

রোদেলা কেও কম সুন্দর লাগছে না,,,,কোমর অবধি ঢেউ খেলানো চুলের কারণে আরো অপূর্ব লাগছে ওকে,,,,,

রোদ্দুর রোদেলাকে দেখে মুগ্ধ,,,আর রোদেলা রোদ্দুর কে দেখে,,,, দুইজনের দৃষ্টি একে ওপরের চোখে ,,,,,,চোখ যেনো সরছেই না,,,,কিন্তু এমন চলতে থাকলে কেমনে হবে

তাই আভা ওদের সামনে এসে তালি দিল

আভা:এইযে লাভ বার্ড পরে রোমান্স করো এখন চলো পারফরম্যান্স শুরু হবে,,,
রোদেলা লাজুক হাসি দিয়ে চলে গেলো ,,আর সেই হাসিতে ঘায়েল হলো রোদ্দুর

রোদেলা আপু

পিছন থেকে করো ডাক শুনে ঘুরে তাকালো রোদেলা ,,,,ব্যাক্তিকে দেখার সাথে সাথে মুচকি হাসলো

রোদেলা:তুমি তৈরি

সারা:হুমম…কিন্তু আমি তো তোমার জুনিয়র আমাকে performance এ নিবে

রোদেলা:অবশ্যই ,,চল

(সারা হলো রোদেলার ২ বছরের জুনিয়র,,,ভার্সিটিতেই ওদের আলাপ)

Performance শুরু হলো

Ho…

Ho aavi gayi raat
Mann bhulo badhi vaat
Prem niya mausam chhe
Ab aao mere paas
Reh jaao mere saath
Prem niya mausam chhe (x2)

Mill jaaye mujhko agar saath tera
Toh bhoolun main saara jahaan

Chogada tara
Chabeela tara
Rangeela tara
Rangbheru jue tari vaat re, Haah!

Chhogada tara
Ore chhabila tara
Ore rangeela tara
Rangbheru jue tari vaat re, Haah! (x2)

Chup chup ke tumhe
Dekha main karun
Saari saari raat
Saari saari raat

Chup chup ke mujhe
Dekha tu kare
Saari saari raat
Saari saari raat

Mill jaaye mujhko agar saath tera
Toh bhoolun main saara jahaan

Chhogada tara
Chabeela tara
Rangeela tara
Rangbheru jue tari vaat re, Haah!

Chhogada tara
Ore chhabila tara
Ore rangeela tara
Rangbheru jue tari vaat re, Haah! (x2

Full গানে গ্রুপ dance সম্পূর্ণ হলো
❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

মাঠের মাঝে গোল হয়ে বসে আছে অনার্স চতুর্থ বর্ষের ছেলে আর মেয়েরা আর সাথে কিছু জুনিয়র,,,মাঝখানে রোদ্দুর

রোদেলা ওই অদূরে দাড়িয়ে আছে,,তার ধারণা রোদ্দুর তাকে এখনও দেখে নি

সারা:আচ্ছা রোদ্দুর ভাইয়া ,,,তোমার আর রোদেলা আপুর relation হলো কি করে

ইতি:আমারও একই প্রশ্ন ,,,,,তুমি তো আগে ওকে সহ্যই করতে পারতে না ,,তাহলে

রোদ্দুর নীরব থেকে বললো একটা গল্প শুনবে

সবাই অবাক হলো,,তাও সবাই বললো শুনবে,,,,,
গিটার এর শুর তুললো

“Sathiya mere ,,mein to tera diwana hoon
Meri dhono ka tarana tu””

গেয়ে বলতে শুরু করলে

২ বছর আগের কথা
….চলবে…