#শান্তি_সমাবেশ
#সাইয়্যারা_খান
#পর্বঃ৩১
সকাল সকাল নিজেকে একা খুঁজে পেলো পূর্ণ। এদিক ওদিক তাকাতেও হদিস মিললো না মৃত্তিকা’র। সবে ঘুম ভাঙা গলায় ডাকলো,
— মৃত্ত!
জবাব নেই তার পূর্ণ্যময়ীর। পুণরায় বালিশে মুখ গুজে দিলো পূর্ণ। ঘুম হলো না। অলস ভঙ্গিতে উঠে সোজা হেটে ওয়াসরুমে ঢুকে পরলো। সাওয়ারের নিচে দাঁড়িয়েও পরক্ষণেই সরে গেলো। পিঠ, বুক সমান তালে জ্বলে যাচ্ছে। নখ এখন বড় নেই মৃত্তিকা’র। পূর্ণ রাখতে দেয় না। যা ছিলো তা দিয়েই গতরাতে মৃত্তিকা যুদ্ধ চালিয়েছিলো। সুখের মুহূর্ত শেষ হতেই পূর্ণ’র উপর চড়াও হয়েছিলো। হুমকি ধামকি ও দিলো পূর্ণ ‘কে যে চলে যাবে সে। সারারাত হাজার চেষ্টা করেও লাভ হয় নি। কথা বলা যায় নি মৃত্তিকা’র সাথে। মেয়েটা’কে যদিও সে বুকে চেপে ধরে ছিলো কিন্তু ঘুমানোর আগ মুহূর্তেও মৃত্তিকা শক্ত এক খন্ড হয়ে ছিলো। কথাগুলো ভাবতে ভাবতে গোসল সেরে নিলো পূর্ণ। এই ডিসেম্বর মাসের শুরুতে যদিও বেশি ঠান্ডা নেই তবে যা আছে সকাল সকাল তাতে এই ঠান্ডা পানিতে গোসল করাটা কম কিছু না। পূর্ণ’র মুখে তখনও একটা বাকা হাসি খেলে যাচ্ছে। তার পূর্ণ্যময়ীর রাগ উঠেছে যা পূর্ণ এখনও সারাতে পারে নি। নিশ্চিত পূর্ণ সেই রাগকে পুষে রাখতে দিবে না। বাইরে যাওয়ার আগে তা শুষে নিবে নিজের মাঝে।
কিচেনে টুংটাং শব্দ হচ্ছে। পূর্ণ জানে ওর মা এখনও উঠে নি৷ তার বউ তাহলে কিচেনে৷ ঠান্ডা শরীরটাতে আর টিশার্ট জড়ালো না। উন্মুক্ত বক্ষে এগিয়ে এলো কিচেনের দরজায়। হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে তার একান্ত নারীকে। বড্ড সখের এই নারী। কোমড়ে আঁচল গুঁজে হাত নাড়িয়ে কিছু নাড়া দিচ্ছে। ভেজা চুলগুলো তার পিঠে লেপ্টে। যদিও ভেজা তবুও তা সোজা নেই, ঢেউ খেলানো। হাজার হাজার সিল্কি নারীর চুলের মধ্যে পূর্ণ’র কেন জানি আসক্তি জন্মায় এই কোঁকড়ানো চুলের ভাজে। পূর্ণ’র বুঝি আর তর সয়? বিড়াল পায়ে হেটে একদম মৃত্তিকা’র পেছনে এসে হাত গলিয়ে দিলো কোমড়ের কাছে। ঠান্ডা, শক্ত পুরুষালী স্পর্শে কেঁপে উঠে ছোট্ট নারীটির বদন। পূর্ণ চড়াও হয়। জড়িয়ে নেয় অতি আদরের সহিত। কাঁধে মুখ গুজে অস্পষ্ট স্বরে কিছু জানায়। বুঝে মৃত্তিকা কিছুটা তবে প্রতিক্রিয়া দেয়ায় না। পূর্ণ অভিযোগ জানাচ্ছে কেন মৃত্তিকা তাকে একা বিছানায় রেখে এসেছে। মৃত্তিকা যেন আজ শক্ত হয়ে রইলো। এই অস্পষ্টতা, জোড়ালো কন্ঠ সাথে অবাধ্যকর সকল ছোঁয়া তাকে বারবার ভুলাতে চায় গতরাতের কথা। পূর্ণ’র ঐ ব্যাবহার সে ভুলে নি। আর না ই পেয়েছে কাঙ্খিত উত্তর। পূর্ণ তাকে ইশারা ইঙ্গিতে অনেককিছুই বুঝিয়েছে কিন্তু সোজা মস্তিষ্কের মৃত্তিকা’র মগজে অত কঠিন কথাগুলো ঢুকে নি।
মৃত্তিকা থেকে সাড়া শব্দ না পেয়ে পূর্ণ তাকে ছেড়ে দাঁড়ালো। দুই হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আঁজলায় ভরে নিলো তার ছোট্ট মুখটা। মৃত্তিকা এবার চোখ তুলে একটু তাকিয়ে তা আবার সরিয়ে নিলো। পূর্ণ ওর উঁচু নাকটায় চুমু খেয়ে বললো,
— একটা মানুষ এতটা আদুরে কিভাবে হয় মৃত্ত? আপনাকে নিয়ে কোথায় যাব আমি বলুন? রাত থেকে এমন করছেন। আমি কি উত্তর গুলো দেই নি?
— আমি বুঝতে পারছি না। ঠিক করে বলুন।
পূর্ণ কাছাকাছি এলো। ঘনিষ্ঠ হয়ে মৃত্তিকা’র মুখটা একটু উঁচুতে উঠিয়ে নিয়ে বললো,
— সহজ করে দিচ্ছি মৃত্ত। শুধু জানুন এই বিষয়টা আমাকে কষ্ট দেয়। ভীষণ ভাবে কষ্ট দেয়। আর আপনার এই আচরণ তাতে লবন ছেঁটানোর কাজ করে। আমি জানি আপনি জানেন, আপনি আমার প্রথম নারী। তাহলে কেন ঐ বিষয়টা টেনে আনার চেষ্টা করছেন? আপনাকে বুঝাতে পারলাম কি না জানি না তবুও বলছি আমার জীবনের জঘন্যতম অধ্যায় সেটা মৃত্ত। উপন্যাস শেষ নয় বরং শুরুর পথে।
একনাগারে কথাগুলো বলতেই পূর্ণ টের পেলো মৃত্তিকা তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। না চাইতেও অনেকটা বলেছে সে। বিষয়টা থেকে বের হওয়ার জন্য পূর্ণ কথা ঘোরালো,
— আমার বুকে,পিঠে দেখুন মৃত্ত। মৃত্ত না জংলী বিল্লি আমার আপনি।
ছিটকে সরলো মৃত্তিকা। পূর্ণ’র বুক,পিঠ দেখতেই চমকে তাকালো। পূর্ণ ভাবলো বউ’কে এবার বাগে আনবে কিন্তু তার বউ আজ এক কাঠি উপরে খেললো। কলার দেয়া ব্লাউজটা একটু সরিয়ে নিজের গলা’র জখম আর ঠোঁট’টা দেখালো। জিভ কাটে পূর্ণ যা ছিলো সম্পূর্ণ আড়ালে। গলার অবস্থা দেখে নিজেরই খারাপ লাগলো। কিছুটা দ্রুত পায়ে রুমে ছুটে হাতে একটা এনটিসেপটিক মলম নিয়ে এসে আঙুলে নিয়ে অল্প করে লাগিয়ে দিল গলার জখমে পরপর ঠোঁটে একটা মিষ্টি চুমু খেয়ে বললো,
— এটার জন্য এই মেডিসিন। এবার আমাকে মেডিসিন দিন।
মৃত্তিকা এগিয়ে এসে শুধু বুকের মাঝখানে একটা চুমু খেয়ে বললো,
— আমার সাথে ওভাবে আর কখনো কথা বলবেন না। আমার কষ্ট হয়।
— আর হবে না।
মৃত্তিকা এবার নজর দিলো তার রান্নার দিকে। পূর্ণ নিজেও কিছু কাজে হাত দিলো। সেগুলো করতে করতে জিজ্ঞেস করলো,
— আজ এত কিছু একা কেন করছেন? শাশুড়ী কোথায় আপনার?
— আজকে না আব্বু-আম্মু’র বিবাহবার্ষিকী। ভুলে গিয়েছেন? তাদের জন্যই তো সারপ্রাইজ ব্রেকফাস্ট।
— ভুলি নি। তবে এদের আজ উঠতে লেট হবে। নিশ্চিত সারারাত…
পূর্ণ’কে আর শেষ করতে দিলো না। বিরবির করে বললো,
— অসভ্য লোক।
পূর্ণ হাসলো। বললো,
— শুধু মাত্র আপনার জন্য।
দুইজন মিলে ব্রেকফাস্ট টেবিল গুছিয়ে নিলো। চুল বাঁধতে মৃত্তিকা গিয়েছে রুমে তখনই পূর্ণ’র বাবা বের হয়। পূর্ণ আড় চোখে একবার তাকিয়ে বললো,
— কততম বিবাহ বার্ষিক বলো তো আব্বু্?
— কেন জানো না তুমি?
— জানি তো। এত বছরেও তোমার স্টেমিনা কমলো না। সারারাত নিশ্চিত ব্যাটমিন্টন খেলো নি?
— পূর্ণ! বাবা হই তোর!
— আমি কি চাচা ডেকেছি?
কথা বাড়ালেন না তিনি। টেবিলে তাকিয়েই কিছুটা খুশি হয়ে মৃত্তিকা’কে ডাকলেন। পূর্ণ তখনই বলে উঠলো,
— আমার বউ দিয়ে তোমার এত কি কাজ আব্বু? যাও নিজের বউ’কে ডাকো। বুঝি না নিজের বউ ছেড়ে সারাক্ষণ আমার বউ’কে ডাকাডাকি। আ’ম ফেড আপ আব্বু।
— চুপ থাক বেয়াদপ ছেলে।
কথাটা বলতে গিয়েই নজর গেলো তার ছেলের খালি গায়ে। ওমনি কেঁশে উঠলেন তিনি। এদিক ওদিক তাকিয়ে রয়েসয়ে বললেন,
— শীতের সকালে খালি গায়ে কি? যাও কিছু পড়ে আস।
পূর্ণ বাঁকা চোখে তাকালো। সরস গলায় নিজের কথা বলে উঠলো,
— ঢং করো না আব্বু। বুঝি না আমি? ছেলের জন্য অতটাও কনসার্ন না তুমি যে ঠান্ডা’র জন্য টিশার্ট পড়তে বলবে। বুকে আমার বউয়ের দেয়া ভালোবাসা। এটা দেখে লজ্জা পাবে আমার বউ কিন্তু না, লজ্জা পাচ্ছো তুমি? সিরিয়াসলি? ছোট বেলায় কত দেখলাম তোমার বুকে দাগ। কোই আমি তো লজ্জা পেতাম না। তুমি তো…
এবার পানি মাথার উপর উঠতে নিলো। মান ইজ্জত তার ভেস্তে দেয়ার আগেই চেঁচালেন তিনি। পূর্ণ দুই হাত তুলে সেরেন্ডার করার ভঙ্গিতে বললো,
— কুল কুল আব্বু। যাচ্ছি আমি। আম্মু’কে ডেকে আনি। এমনিতেই রেগে আছে আমার সাথে।
.
নাস্তার টেবিলে সবার সাথে কথা বললেও পূর্ণ’র মা ছেলের সাথে একটা শব্দ ও বিনিময় করলেন না। রাজনীতি তার পছন্দ না কোনকালেই। যেখানে বারংবার তিনি ছেলেকে এই নোংরা থেকে সরে আসতে বলছেন সেখানে ছেলে তার নাকি এমপি পদে লড়বে? কিছুতেই মানতে সায় দিচ্ছে না তার মন। না জানি কোন মরণ খেলা শুরু হয় পূর্ণ’র এই জেদ’কে ঘিরে?
কফির মগটা মায়ের দিকে এগিয়ে দিয়ে পাশে বসলো পূর্ণ। ওর মা সেটা না ধরে মৃত্তিকা’র কাছে কফি চাইতেই মৃত্তিকা তাকালো। কি করবে না করবে ভাবতেই পূর্ণ ব্যাপার টা সহজ করে দিলো। নিজে মায়ের হাতে তুলে দিলো মগ। হাতে নিলেও তা মুখে দিলেন না তিনি। পূর্ণ’র বাবা গলা ঝেড়ে বললেন,
— খাও কারণ নাস্তায় ও তোমার গুণধর ছেলের হাত আছে।
ওর মা চোখ রাঙালেন স্বামী’কে। তিনি ভয় পেলেন কিছুটা। মুখটা ছোট্ট করে খেতে মনোযোগ দিলেন৷ পূর্ণ এবার হাটু গেড়ে মায়ের কাছে বসলো। মাথাটা সযত্নে রেখে দিলো তার কোলে। না চাইতেও ছেলের দিকে তাকান ওর মা। রুষ্ট কন্ঠে বলে উঠলেন,
— কি চাই? সরো। যাও আজ না তোমার প্রচারণা? সেখানে যাও। মা মরলেই কি বা বাঁচলেই…
— প্লিজ আম্মু।
মা’কে কথাটা শেষ করতে দিলো না পূর্ণ। ওর মা’য়ের চোখটা ভিজে উঠলো। না চাইতেও তিক্ত কিছু কথা মনে পরলো তার। ভেজা চোখে ছেলের দিকে তাকালেন। পূর্ণ মা’য়ের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিলো। তাতে চুমু খেয়ে নরম গলায় বললো,
— বুঝার চেষ্টা করো আম্মু। আমি সরে আসতে পারব না। তোমার ইচ্ছে ছিলো ইঞ্জিনিয়ারিং। আমি কি তা পূরণ করি নি? তাহলে আমার দেখা স্বপ্নটা কেন ভাঙতে চাইছো। রাজনীতি আমি ছাড়তে পারবো না আম্মু। আই জাস্ট কান্ট। তুমি জানো সব আমি কতটা ডেস্পারেট ছিলাম। প্লিজ আম্মু, সত্যি বলছি কিছু হবে না আমার।
কন্ঠ ভেঙে আসছে ওর মা’য়ের। হাতটা ছাড়িয়ে ছেলের গালে রাখলেন। চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন,
— না জানি আমাদের জীবনটা কে কোথায় নিয়ে দাঁড় করায় তোমার এই রাজনীতি পূর্ণ।
— কিচ্ছু হবে না। ভরসা রাখ।
— আছে।
মা ছেলের দিকে অবুঝ চোখে তাকিয়ে রইলো মৃত্তিকা। তাদের কথা ওর মস্তিস্ক বুঝে না। কঠিন কঠিন সব শব্দ তাদের। নিজ উদ্যোগে টেবিল গুছানো শুরু করতেই হাতে হাতে পূর্ণ’র বাবা ও সাহায্য করলো। মৃত্তিকা হেসে উঠলো। তার ভীষণ ভালোলাগা কাজ করে যখন ভাবে তার দুটো বাবা।
_______________
আজ থেকে পূর্ণ’র প্রচারণা শুরু হবে। আশে পাশে বেশ বড়সড় করে আয়োজন শুরু হয়েছে। এলাকার মাথায় মাথায় বড় বড় ব্যানার টানানো হয়েছে।
এরমধ্যে তার জন্য বেনিফিট হিসেবে এলো ছাত্র দল। ভার্সিটি থেকে তাকে না জানিয়ে দুপুর নাগাদ বিশাল এক মিছিল বের হয় যা পুরো বড় বাজার হয়ে মিলিত হয় পূর্ণ’র দলের বের করা মিছিলের সাথে। পূর্ণ বেশ অবাক হয়। পরক্ষণেই তার মুখে হাসি ফুটে উঠে৷ আজ তারা গিয়েছে আশেপাশে এলাকায় ভোট চাইতে৷ এগুলো সব পূর্ণ’র লোকজন। বৃদ্ধ, জোয়ান সবটাই পূর্ণ’র হাত করা। এই পাশের বস্তিটা তেও তার বেশ দাপট। সবটাই ছাত্ররাজনীতির ফলাফল। বিভিন্ন সাহায্য করা হয় এদের পূর্ণ’র এনজিও থেকে।
বড় বাজারে পৌঁছাতেই মুখোমুখি হলো দুইদল। সাফারাত দাঁড়িয়ে আছে ওর বাবা’র দলের সাথে। শোয়েব মির্জা পূর্ণ’কে দেখেই লাল চোখ করে তাকান৷ সাফারাত হাসি মুখেই জিজ্ঞেস করে,
— কেমন চলছে প্রচারণা?
— যেমনটা তোরা আশা করিস নি।
পূর্ণ’র কথায় কিছুটা আহত হয় সাফারাত কিন্তু প্রকাশ করে না। শোয়েব মির্জা খেঁকিয়ে উঠে বলেন,
— এইখানে এখন আমাদের প্রচারণা চলবে।
ক্ষেপে উঠে পূর্ণ’র দলের লোক। কয়েকজন তো হাতা গুটিয়ে এগিয়ে এলো। পূর্ণ গম্ভীর কণ্ঠে বললো,
— ওনাদের যেতে দে।
পাশ থেকে সাইদ বলে উঠলো,
— ভাই এটা আমাদের এরিয়া।
— উম।কথা না যেতে দে।
ওরা সাইড দিতেই শোয়েব মির্জা’র দল এগিয়ে গেলো। পেছন থেকে স্পষ্ট শুনলো সাফারাত পূর্ণ’র গলা,
— নিজে খাওয়ার আগে পূর্ণ কুকুর খাওয়াতে পছন্দ করে। নাহলে কুকুরের লালা পরবে।
#চলবে….