স্বপ্নের_crush ? (in reality) Part_1+2

0
7705

স্বপ্নের_crush ? (in reality)
Part_1+2
writer : Borno ?
ছদ্দনামঃ Sumaiya Arohi
ফোনে -……
আমিঃ তুই এমন একটা ছাগল এর উপর কেমনে crush খাস??? এই কোন দিক থেকে crush khaowar যোগ্য ❓ এর তো crush হওয়ার কোনো যোগ্যতাই নাই ??
আবিঃ- তুই এমন কেন? ছেলেটা কি cute!!? (আমার বেস্টু। আমার যে কীভাবে বেস্টু হলো আমি ই বুঝছি না ?? যেকোন ছেলের উপর ই crush খায়। উল্টা পাল্টা crush খাওয়ার জন্য বকা খাচ্ছে আমার কাছে)
আমিঃ- ইচ্ছা করছে গিয়ে তোর চোখে লবণ দিয়ে আসি। ??? এরপরের দিন থেকে চশমা পড়ে বের হবি ???….
টুট টুট…
ফোনটা কেটে দিলাম। আচ্ছা আপনার ফ্রেন্ড যদি দিনের মধ্যে ১২০ বার crush খায় তাও আবার উল্টা পাল্টা ছেলের উপর কেমন লাগে বলুন তো?? ? উফফ

ওহ আমি?? আমার পরিচয়টা দিয়ে দিই……☺
আমি আরোহী। class 10 এ পড়ি। ৩ মাস পর আমার ssc পরীক্ষা আর আমার কোনো মনযোগ ই নাই লেখাপড়ার প্রতি!! ? থাকবে কীভাবে?? All day FB তে গল্প পরতে র বসে বসে Future Hubby টার কথা ভাবতে ভাবতেই দিন চলে যায়। ? প্রেমাতাল পড়ার পর থেকে মুগ্ধর মত একজন Hubby খুজছি আর কি।।। ??

ইচ্ছা আছে কারও উপর বড় সড় একটা crush খাওয়ার। কিন্তু এখনও কোনো crush ই পেলাম না। crush থাকবেই বা কি করে ❓ কারণ আমি তো কোনো ছেলের দিকেই দেখিনা। In fact amr পাশ দিয়ে কোনো ছেলে গেলেও দেখিনা। ছেলেতেই আমার allergy ? আমি তো আমার কল্পনার hubby কে নিয়েই বিন্দাস আছি ☺?
যাই হোক অনেক বড় introduction দিলাম। তবুও আমাকে চিনতে পারনি। যাই হোক গল্প পরে বুঝবে আমি কেমন পাজি ???

– আরহী ফোনটা কই রে?? এ কি?? আবার তোর হাতে? পড়তে বসলে ৫ মিনিট পড়েই বলিস আর ভালো লাগছে না, এক ঘেয়েমী লাগছে। কিন্তু ফোনটা নিলে ঘণ্টার পর ঘণ্টা কিছু হয়না ??

me: wait, রাখছি ,, এক্ষুণি তো নিলাম ( জি, এতক্ষণ আমার মাতাজি তার কিছু রেকর্ড করা ডায়ালগ ভাংগা রেডিওর মত শোনালো। আমি বুঝি না ঘন্টার পর ঘন্টা পড়লেও আম্মু দেখতে পায়না কিন্তু ফোনটা touch করতে না করতেই কীভাবে আলাদিন দ্যোতের মত হাজির হয়?? ????? নিজের ফোন না থাকলে যা হয় আর কি?)

আম্মুঃ- ???
আমিঃ- এমন কেন কর?? ??? এই নাও
আম্মু ফোনটা নিয়ে কি সুন্দর চলে গেল?????……….

আম্মু ফোনটা নিয়ে ঘুমাতে চলে গেল ?? ইস্! ফোনটা আমার কাছে থাকলে কি হতো? ? আসলে কখনও কখনও আমি একটু বেশিই ভদ্র বাচ্চা তাই নিজের ফোন নাই কিন্তু ফোন এর প্রতি নেশাটা ভালো ই আছে ?
বাসার সবাই ঘুমাতে গেল। আমি আর কি করব? আমিও ঘুমাতে গেলাম ??

Next day in the morning…..
ঘড়িতে ৬:৩০ ?
আম্মুঃ আরহী উঠে পড়,, সাড়ে ছয়টা পার হয়ে গেছে ?
আমিঃ হুম ?? (ঘুমের মধ্যেই)

ঘড়িতে ৭:০০?
আম্মু: আর কতবার ডাকব? উঠ,, তোর আব্বু উঠে যাবে ??
আমি: (আব্বুর নাম শুনে চোখ খুললাম,, ধুর! কেবল ৭ টা বাজে, আব্বু তো ৮ টায় ওঠে??) উঠছি, যাও [বলে আবার ঘুম???]
আম্মুঃ ??

ঘড়িতে ৭:৩০ ?
আম্মুঃ এইবার উঠ নয়তো!! ??
আমিঃ এ্যাাাাাাাাাাাাাা আম্মু এইটা কি করলা?? ঘুমের মানুষকে কেউ এইভাবে নির্যাতন করে?? ? [বুঝলেন না তো? আম্মু আমাকে ঘুম থেকে উঠাতে চিমটি মেরেছে???]
আম্মুঃ এখন ড্রামা বন্ধ করে উঠে পড়। তোর আব্বু উঠে যাবে ?

তাকিয়ে দেখি ৭:৪৫ বাজে, আমি তারাতারি ফ্রেশ হয়ে পড়ার টেবিলে দৌড়। আরে না না আমি এত পড়ুয়া হলে তো হয়েই যেত,, আমার সকালে উঠার নিয়ম আব্বু ঘুম থেকে উঠার 5 মিনিট আগে উঠি? *আমি super fast ঘুম থেকে উঠি আব্বুর ডাক শুনে ?? actually আব্বুর নিয়ম সকাল সকাল উঠে পড়তে হবে, অবশ্য আম্মু আমাক বাচিয়ে দেয় হিহি ?????
আব্বু নাশতা করে অফিসে গেল,, আর আমি টিভির রুম এ দৌড় ?আমার প্রিয় কার্টুন দেখতে ? আমি কার্টুন আর চকোলেট কোনো মতেও ছাড়তে পারব না ?…..এই আমি কিন্তু ছোট যাকে বলে sweet sixteen ??..

আম্মুঃ কি রে প্রাইভেটে যাবি না??
আমিঃ উফফ,, আমার শান্তি তে পানি ঢেলে দিল ?? মজাটাই মাটি
…………. ready hoye gelam private a

রিকশায় —
…..রিকশায় একা একা যেতে খুব বিরক্ত লাগে ? কারণ রাস্তায় এত মজার মজার ঘটনা মনে পড়ে হাসিতে পেট ফেটে যায় কিন্তু হাসতে পারি না,, একা একা রাস্তায় হাসলে সবাই আমাকে পাগল ভেবে পাবনায় পাঠিয়ে দিবে ?? উফফ সাথে কেউ থাকলে একসাথে হাসতাম ? আপনারা যাবেন নাকি আমার সাথে?? ?
…… আমার সাথে যেতে চাইলে বলবেন..

Private এ…..

চলবে….

স্বপ্নের_crush ? (in reality)
#Part_2

writer: Borno
ছদ্দনাম : Samiya Arohi

Private এ-,,,
স্যার পড়াচ্ছেন তো পড়াচ্ছেন তো পড়াচ্ছেন ??ভাবছি এতক্ষণ একটা মানুষ কীভাবে বক বক করে?? আর কতক্ষন আছে দেখি তো,
আমিঃ এ মাাাা কেবল ১০ মিনিট ক্লাস হলো !! ??
নিশাঃ হুম আজকে সময়টা যাচ্ছেই না ?
অবশেষে ক্লাস শেষ হলো। সবাই হাটছি সামনে রিকশা নিব তাই…
মিতুঃ কার সাথে যাবি বাসায়?
আমিঃ রিকশাওয়ালার সাথে ?
মিতু, নিশাঃ ???????
নিশাঃ৷ পারফেক্ট উত্তর ??
[কারণ আমি প্রতিদিনই একাই যাই,, জেনেও অযথা বিরক্ত করা?]

রিকশায় যেতে যেতে দেখলাম কয়েকটা বাচ্চা বেলুন নিয়ে কি সুন্দর খেলছে। হঠাৎ রিকশাটা ব্রেক করল। আর একটু হলেই পড়ে যেতাম,, মেজাজটা খারাপ হয়ে গেল। দেখি সামনে একটা গাড়ি,, রাগ উঠছে কিন্তু কিছু বললাম না কারণ বচ্চাগুলো কে দেখতে গিয়ে একটু আগে কি হয়েছে জানিনা। একরাশ বিরক্তি নিয়ে চলে আসলাম,।। অবশ্যও গাড়িটা সুন্দর ছিল।

বাড়িতে এসে দিলাম এক ঘুম ??? স্বপ্নে দেখছি,
‘ হোয়াইট শার্ট পড়া, বুকের উপরের ২টা বোতাম খোলা, ফরসা, well fitness, ট্রাওজার পড়া, পকেটে হাত দিয়ে দাড়িয়ে আছে একজন ?? মিস্টি একটা হাসি ☺ লেগে আছে মুখে,, এই কি তবে আমার স্বপ্নের রাজকুমার? আমি হাত বাড়িয়ে দিলাম আর……………….??
ঠাাাাসসসসসসসসসসসস……

আমিঃ ????? আম্মুউউউউউ গো ?? [ আরে বিছানা থেকে পড়ে গেছি ??] কি হলো এইটা আমার সাথে?? ?? আমি রাস্তা থেকে ফ্লোরে আসলাম কিভাবে?
আম্মুঃ কিরে! চিল্লাচ্ছিস কেন?
আমিঃ তোমার আদরের Innocent মেয়েটা পড়ে গেছে ?
আম্মুঃ আদরের মেয়েটা তো তুই সেটা বুঝলাম কিন্তু Innocent মেয়েটা কই? ????
আমিঃ আম্মুউউউউউউউ ??? আমিই তো তোমার ইনসেন্ট মেয়ে ?
আম্মুঃ আজকে সকালে আর কাউকে জালানোর জন্য পাসনি? ?
আমিঃ তোমার মেয়েটা পড়ে গেল আর তুমি আদর করা বাদ দিয়ে কিনা tease করছ? ??
আম্মুঃ সারাদিনই তো পড়তেই থাকিস ?
আমিঃ ???এটা ট্যালেন্ট ?

রাত ১১:৫৫…
আমার ছোট বোন অরণী রেডিও প্রোগ্রামস এর পাগল,,, আজকে ভাবছি আমিও রেডিও শুনব,,,
আমিঃ অরণী তোর রেডিও কখন শুরু হবে? ?
অরণীঃ এইতো এখনি।। তুইও শুনবি নাকি আপু??
আমিঃ হ্যা,, আজকে তোর সাথে আমিও শুনব?

———এফ এম রেডিও———–
RJ : hello, everyone,,, Assalamu alaikum,, Welcome to our show.. আমি RJ রুদ্র আপনাদের সাথে আছি। তবে আজকে শুধু আমি একা নই আমার বেস্ট ফ্রেন্ড আহান ও থাকবে আপনাদের সাথে ? তাহলে অনুষ্ঠান শুরু করা যাক
অরণীঃ জানিস আপু আমি তো আহান টার উপর ক্রাশ। এত ভালো গান গায়
আমিঃ দেখা যাক ??
RJ : আপনাদের কোনো গানের রিকুয়েস্ট থাকলে ………. এই নাম্বারে পাঠিয়ে দিন ??

……… আপনারা আগেও আহানের গান শুনেছেন আমার চ্যানেলে আপনাদের অনুরোধেই তাকে আবার নিয়ে এসেছি ? প্রথম রিকুয়েস্ট করেছেন ঢাকার মগবাজার থেকে মিস্টি,, মিস্টি তার নামের মতোই মিস্টি একটা গানের জন্য অনুরোধ করেছেন। গানটি হলো, গল্পগুলো আমাদের by মিনার।। তাহলে শোনা যাবে কি এই Beautiful গানটা?
আহানঃ অব্যশই। এটা আমার খুব পছন্দের একটি গান। চেস্টা করে দেখি.. ?
°°°আহান গান শুরু করলো,,,???
“চোখ মেলে দেখো দূরের আকাশে,
অভিমানী মেঘ ভাবছে একা।
কান পেতে শোনো গাছের পাতারা,
মুখ লুকিয়ে কাঁদছে একা।
ঘুম ভাঙা কোনো পথের বাঁকে,
শেষ বিকেলের সূর্যটা ডাকে।
তোমার আমার এই প্রিয় শহরে,
ভালোবাসারা কোথায় হারিয়ে,
ফেলে আসা সব স্মৃতির আড়ালে,
গল্পগুলো আমাদের খুব চেনা।
সবকটা রাত অবাক তাকিয়ে,
দূরের আকাশে হয়না তাঁরা।
তিন চাকার ঐ প্রহর গুলো আজ,
এক হয়ে আর দেয় না সাড়া।
ঘুম ভাঙা কোনো পথের বাঁকে,
শেষ বিকেলের সূর্যটা ডাকে।
তোমার আমার এই প্রিয় শহরে,
ভালোবাসারা কোথায় হারিয়ে,
ফেলে আসা সব স্মৃতির আড়ালে,
গল্পগুলো আমাদের খুব চেনা।” ?
RJ: wow,, Many many thanks to Ahan
°°°[[আমাদের এত সুন্দর একটা গান শোনানোর জন্য
আমিঃ আমি পুরো অবাক। এত সুন্দর করে কেউ কীভাবে গায়তে পরে? এত সুন্দর কণ্ঠ ?? আমি এখন পর্যন্ত একটা ঘোরের মধ্যেই আছি ? ]]°°°
RJ : এতক্ষন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ? ভালো থাকবেন ☺
* হঠাৎ, অরণীঃ আপু আপু এই আপুউউউউউউ
আমিঃ কি রে এভাবে ভেড়ার মত চেচাচ্ছিস কেন? ?
অরণীঃ কিইইইইইহহহ আমি ভেড়ার মত চেচাচ্ছি?? ভেড়া আবার কিভাবে চেচায়?
আমিঃ যেভাবে তুই চেচাছিস ???
অরণীঃ আমি কি এমনি এমনি চেচাচ্ছি?? তোকে কতবার ডাকলাম তোর কোন খবরই নাই ? তাই তো জোরে ডাকলাম। আর আমি মোটেও ভেড়া না, তুই ভেড়া, তোর বোন ভেড়া ??
আমিঃ ??? আমার একমাত্র বোন তো তুই ? তার মানে তুই ই ভেড়া,, ???
অরণিঃ ?? মোটেই না হুহ,, (উঠে চলে যাচ্ছিলাম আর আপু ডাকলো,,, ) কি বল?
আমিঃ রেডিও নিয়ে কোথায় যাচ্ছিস? রেডিও শুনবি না??
অরনিঃ মানে??? রেডিওর প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে ?
আমিঃ কিইইইহহহহ কখন? এত তাড়াতাড়ি কেন?
অরনিঃ মানে কি? ১ ঘণ্টা ধরে হলো,, আর তোর তাড়াতাড়ি মনে হচ্ছে? কোন দুনিয়ায় ছিলি?
আমিঃ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সত্যিই ১ ঘণ্টা হয়ে গেছে অনেক্ষন আগে, তার মানে আমি এতোক্ষন ধরে কোন দুনিয়ায় ছিলাম?? ভুতে ভর করলো না তো? ? আমি আবার ভুতে ভয় পাই ?
অরনিঃ আপুউউউউউউ?
আমিঃ কি হলো আবার? এইভাবে দেখছিস কেন? ??
অরণিঃ মান মে লাড্ডু ফুটা??? ?
আমিঃ মোটেই না। ঘুমা এখন
অরণিঃ হয় হয় আহানের গানের অনেক গুলো Fan,, আমিও যখন ফার্স্ট শুনেছিলাম থ হয়ে গেছিলাম ?

আমিঃ (আমি শুধু অরনির কথা শুনছি আর রাগে ফুলছি ? কতো বড় লুচু আমার বোনটা?? নিজের জিজুর উপর নজর দেয়? ওর হবু বড়কে বলে দিব কেমন লুচু আমার বোনটা ? এমাাাা একি ভাবছি আমি? কিসের জিজু!! আমাকে মনে হয় এইবার সত্যি সত্যিই ভুত্র ধরসে ?? আল্লাহ বাচাও ??)

অরনিঃ কি রে আপু বার বার কোথায় হারিয়ে যাচ্ছিস আজকে?? ??
আমিঃ না না কোথাও না, ঘুমা ???

—- দেখতে দেখতে ৪ মাস গেল,, আমিও আমার SSC exam ভালোভাবেই দিলাম,, কিন্তু এখনো আহানকে ভুলিনি,, বরং আহানকে অনেক ভালোবেসে ফেলেছি। এখন আমিও প্রতিদিন আমার বোনের সাথে রেডিও শুনি, অরণি তার প্রিয় RJ কে নিয়ে ব্যস্ত আর আমি তো থাকি কবে আহান আবার প্রোগ্রামে আসবে সেই আশায়,, মাঝে অবশ্য ২ বার এসেছিলো কিন্তু আমার সাহস হয়নি কোনো কথা বলার। অরণি আমাকে অনেক ভাবে ব্লাকমেইল করে, বুঝিয়ে-সুঝিয়ে রাজি করায় আহানকে কিছু বলার জন্য কিন্তু আমি তো লজ্জা, ভয় আর সংকোচবোধে কিছুই বলতে পারিনি আজ পর্যন্ত। তাহলে একটা কাহিনী শোনাই,
একদিন অরণি আমাকে যতভাবে ব্লাকমেইল করা যায় ব্লাকমেইল করে বুঝিয়ে নিজে রেডিওতে কল করে আমাকে কথা বলাবে তাই।প্রথমে সে ই শুরু করে,
অরনিঃ হ্যালো ? আমি অরণি।
RJ : হ্যালো অরনি,,,
((অরনি তো মহা খুশি তার RJ র সাথে কথা বলতে পেয়ে। ??))
অরনিঃ Actually আমার বোন আহানকে একটা রিকুয়েস্ট করতে চায়। সে আহানের অনেক বড় fan.
RJ : OK,, আপনার বোন রিকুয়েস্ট করতে পারেন ?
অরনিঃ আপু ধর,,, কথা বল
আমিঃ ফোনটা কাঁপা কাঁপা হাতে নিলাম,, কিছু বলব যে? আমার গলা দিয়ে কোনো শব্দই বের হয় না ? (হায় আল্লাহ আমার এ কি হলো আমার গলার শব্দ কোথায় গেল ?? আমাকে সত্যি ভুতে ধরল নাকি ??) আমি কিছুনা বলে ফোনটা কেটে দিলাম। তারা অনেক অবাক হয়েছিলো আমার কিছু না বলাতে, কিন্তু কি করব আমার অবস্থা তো আশা করি বুঝতেই পারছেন ?°°
অরনি আমার দিকে রাগী লুক দিয়ে কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি অযথা হাসার চেস্টা করলাম ? অরনি আমার হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিলো।
RJ: মনে হয় লাইনটি কেটে গেছে ?
অরনি সাথে সাথে message দিলো, “জি না। আমার extraordinary বোনটা লজ্জা ও ভয়ে কলটা কেটে দিয়েছেন ?”
আমিঃ ইশশশ এইটা বলার কি দরকার ছিল? না জানি আমাকে কি ভাবলো? ?? কি লজ্জা কি লজ্জা ???
[[ এইদিকে, RJ আর আহান ম্যাসেজটা দেখে একে অপরের দিকে হতবম্ভের মত চেয়ে রইলো ???]]

চলবে…..?
.