হৃদয়জুড়ে প্রেয়সীর আভাস পর্ব-১৭

0
325

#হৃদয়জুড়ে প্রেয়সীর আভাস
#পর্ব_১৭
#মোহনা_হক

সবার মাঝে আয়াজ বসে আছে। বিকেলের শেষ সময়ে সব লোকজন আসে। সবাই একত্রিত হয়ে কথা বলছে। আয়াজ চুপচাপ কথা শুনে যাচ্ছে। অনেক মানুষ এসেছে তাকে দেখার জন্য। রুয়াত ইনিমার কাছে যাওয়ার সময় আয়াজ কে চোখে পড়লো তার। সেদিক আর না দেখে ইনিমার কাছে চলে গেলো।

ইনিমা একা রুমে শুয়ে আছে। জাফরি এতক্ষণ রুয়াতের সাথে ছিলো। এখন সে আবার বলছে তার মায়ের কাছে যাবে।

-‘আপু জাফরি তোমাকে খুঁজছে।’

ইনিমা তড়িঘড়ি করে ওঠলো। ভীষণ খারাপ লাগছে তার। আজ কাজের চাপ অনেক ছিলো।

-‘এই মেয়েটাও আমায় ছাড়া থাকে না। জানে মা অসুস্থ তার পরেও এমন করা লাগবে তার।’

রুয়াত ভ্রু কুচকে চাইল বোনের দিকে।
-‘এমন করছো কেনো? বাচ্চা মানুষ বুঝে না এসব।’

জাফরি কে ইনিমা কোলে নিলো। বাচ্চাটা একদম চুপ হয়ে আছে। মায়ের রাগ কে বরাবরের মতো খুব ভয় পায়। রুয়াতের কথায় ইনিমা তাকালো তার দিকে। রুয়াত আবারও বলে-

-‘বাসায় যাবে কখন? সন্ধ্যা হতে বেশি দেরি নেই। আর সন্ধ্যা করে গেলে মা বকবে তোমায়।’

ইনিমা মাথা নাড়ায়।
-‘হ্যাঁ যাবো। মা কে বলে নিই।’

মায়া চৌধুরী এসে উপস্থিত হলেন ইনিমার রুমে। রুয়াত কে দেখেই মায়া চৌধুরী হাসি দিলেন। প্রতিউত্তরে রুয়াত ও হাসলো। ইনিমা বিছানা থেকে সরে জায়গা করে দিলো মায়া চৌধুরী কে বসার জন্য।

ইনিমা স্বাভাবিক স্বরে বলে-
-‘মা আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। বাসায় যেতে হবে। আর সন্ধ্যা হয়ে গেলে মা বকবে।’

মায়া চৌধুরীর হাস্যজ্জ্বল মুখটি মুহুর্তেই উধাও হয়ে গেলো।
-‘তুমি এখন আর বাসায় থাকো না। কেমন খালি খালি লাগে সব। কবে যে দু’বোন একেবারের জন্য আমার বাসায় আসবে আমি শুধু সে কথাই ভাবি সারাক্ষণ। আচ্ছা তোমরা তৈরি হয়ে থাকো আরহাম কে বলবো দিয়ে আসতে।’

মাথা নাড়ায় ইনিমা। মায়া চৌধুরী চলে গেলেন। রুয়াত শুধু কোনোমতে ওড়না পেচিয়ে নিলো। এখন আবার হিজাব বাধতে বিরক্ত লাগবে তার। ইনিমা তার আলমিরা থেকে কিছু ড্রেস নিলো। ওই বাড়িতেও আছে কিন্তু যেহেতু সে অনেকদিন থাকবে আবার মাঝে মাঝে হসপিটালে চেকাপ করাতে যাবে তাই সে অনেকগুলো ড্রেস নিয়ে নিলো। প্রায় একটা বড় ব্যাগ নিয়েছে। রুয়াত বেডে বসে পা নাড়াচাড়া করছে। জাফরি পায়ের উপর পা তুলে তার মায়ের কান্ড দেখে যাচ্ছে। মায়া চৌধুরী আরহাম কে ডেকে আনলো। আরহাম কোমড়ে হাত দিয়ে ইনিমা কে দেখে যাচ্ছে। তার বউটা চলে যাবে ভেবেই মন খারাপ হচ্ছে। ওই বাসায় গিয়ে ইনিমা কে দেখে আসতে পারবে কিন্তু তার কাজের এতো চাপ থাকে খুব কম সময়েই যেতে পারবে ওখানে।

-‘আরহাম বাবা তুই ওদের দিয়ে আয় বিকেল থাকতে থাকতে। ইনিমা তো অসুস্থ তাই তাড়াতাড়ি দিয়ে আসা ভালো।’

মায়া চৌধুরীর কথা আরহাম তাকায় তার দিকে। ইনিমা ও ওড়না পেচিয়ে নিলো। আরহাম স্বাভাবিক স্বরে বলে-

-‘ঠিক আছে।’

-‘আচ্ছা তোরা বের হয়ে নিচে আয়। আমি রুয়াত কে
নিয়ে আয়াজের কাছে নিচে যাচ্ছি।’

মায়া চৌধুরী রুয়াত আর জাফরি কে নিয়ে নিচে চলে গেলো। ইনিমা ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে নিলো। আরহাম এখনো তার কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার ভাবভঙ্গীর কোনো পরিবর্তন নেই। ইনিমা আরহামের সামনে এসে দাঁড়ায়। আরহামের দু’পাশের কোমড় থেকে হাত সরিয়ে দেয়।

-‘চলো নিচে যাই।’

আরহাম ইনিমার হাত ধরে টেনে এনে তার সাথে একদম মিশিয়ে নিলো। ইনিমা দু’হাতে আঁকড়ে ধরেছে আরহাম কে।

আরহাম একটু নিচু স্বরে বললো-‘
-‘তুমি চলে যাবে ভালো লাগছে না গো। তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে?’

ইনিমা ভ্রু কুচকে ফেলে। হঠাৎ আরহামের এরূপ ভালোবাসা ঠিক হজম করতে পারছে না।
-‘আজ এতো ভালোবাসা দেখাচ্ছো যে?’

আরহামের মুখটা ছোট হয়ে যায়। আবার তৎক্ষনাত হেসে ইনিমার গালে মৃদু কামড় দিয়ে বলে-
-‘না ভালোবাসলে তোমার এক মেয়ে হয়েছে কিভাবে? আবার আরেকজন আসছে কিভাবে বলো?’

ইনিমা তার গাল ধরে দাঁড়ায়। একটু রাগী স্বরে বলে-
-‘বুড়ো হয়েছো তারপরও এসব কথা আর কমলো না। নির্লজ্জ্ব পুরুষ কোথাকার।’

আরহাম একটু উচ্চস্বরে হাসে। ইনিমার কপালে তার অধর ছুঁয়ে দেয়।
-‘ইনিমা ফাইরোজের জন্য বরাবরের মতো আরহাম ত্বায়ীম চৌধুরী নির্লজ্জ্ব পুরুষ।’

বেডে থাকা ব্যাগ আরহাম হাতে নিলো। ইনিমার হাত ধরে বেরিয়ে গেলো রুম থেকে।

.

মায়া চৌধুরী রুয়াত কে বসালো আয়াজের পাশে। তাদের মধ্যে দুরত্ব অনেক বেশি। যারা যারা আয়াজ কে দেখতে এসেছিলো সবাই চলে গিয়েছে। ফজলুল চৌধুরী বাসায় না থাকার কারণে আয়াজ একাই বসে ছিলো নিচে। জাফরি আয়াজ আর রুয়াতের মাঝে যে জায়গাটা ছিল ওখানে বসে পড়লো। আয়াজ তার দিকে তাকানো মাএই একটা মুচকি হাসি দিলো৷ মায়া চৌধুরী আয়াজের আরেক পাশে এসে বসে।

-‘রুয়াতের পরীক্ষার মাঝখান দিয়ে আর একটা দিন বাকি। আমি ওর প্রথম পরীক্ষার দিন যাবো ওদের বাসায়। তুই শুধু আরহাম কে বলিস আমাকে যেনো দিয়ে আসে।’

আয়াজ পরপর মাথা নাড়াচ্ছে। রুয়াত আয়াজ কে দেখে হাসছে। মায়া চৌধুরী আয়াজের হাত ধরে বললো-‘
-‘তুই যাবি না? আর তুই তো অসুস্থ এখনো যাবি কিভাবে?’

আয়াজ রুয়াতের দিকে না তাকিয়েই উত্তর দেয়।
-‘যাওয়ার কথা পরে। সেটা তো আমি নিজ ইচ্ছতেই যেতে পারি। তোমার হবু ছোট বউমা যদি বলে তাহলে যাবো অসুস্থ থাকার পর ও যাবো।’

মায়া চৌধুরী তাকায় রুয়াতের দিকে। রুয়াত ঘাবড়ে যায়। সে এখন কি বলবে? মাথাই আসছে না। এই এমপি সাহেব শুধু তাকে লজ্জায় ফেলে দেয়। এমন মুহূর্তে আরহাম আর ইনিমা আসে। রুয়াত উঠে দাঁড়ায় তাদের দেখে। আয়াজ একবার রুয়াতের দিকে তাকালেও পরক্ষণে ইনিমা আর আরহামের দিকে নজর দেয়। জাফরি তার বাবার কাছে গিয়ে দাঁড়ায়। আরহাম তার একমাত্র রাজকন্যা কে দেখে কোলে নেয়। ইনিমা মায়া চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ালো।

ইনিমা আয়াজের উদ্দেশ্য বলে-
-‘ঠিকমতো চলবেন দেবর সাহেব।’

আয়াজ হাসে ইনিমার কথায়।
-‘জ্বী আপনিও।’

মায়া চৌধুরী এসে ইনিমার কাঁধে হাত রাখে।
-‘শুনো বউমা নিজের খেয়াল রেখো। খাওয়া দাওয়া সঠিক সময়ে করো। আর শুনো তুমি এখন অসুস্থ তাই জাফরির সাথে খাবার নিয়ে এতো দৌড়াদৌড়ি করো না। নিজের ভালো থাকাটা আগে ভেবো। সুন্দর মতো চলো। মা সব সময় দোয়া করি তোমার জন্য ।’

ইনিমা হাসে মায়া চৌধুরীর কথায়। বিয়ের পাঁচ বছর হয়ে গিয়েছে কিন্তু কখনো মায়া চৌধুরী তার সাথে উচ্চস্বরে কথা বলেনি। প্রথম প্রথম তার কাজ করতে অসুবিধে হলে তিনিই সব সামলে নিতেন। যেভাবে একজন মা তার সন্তান কে স্নেহ করে ঠিক একইভাবে মায়া চৌধুরী ইনিমা কে প্রতিনিয়ত তার সন্তানের মতো স্নেহ করে। ইনিমার চোখে বিন্দু বিন্দু পানি এসে জমা হয়। পানি গড়িয়ে পড়ার আগে আঙুল দিয়ে মুছে ফেলে। ইনিমা আর আরহাম বের হয়ে আসে বাসা থেকে৷ মায়া চৌধুরী এবার রুয়াতের হাত ধরে।

-‘শুনো তুমিও তোমার খেয়াল রেখো। পরীক্ষা নিয়ে বেশি টেনশন করো না। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো।’

রুয়াত একবার আয়াজের দিকে তাকালো। আয়াজ শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। যাওয়ার সময় সে ভেবে রেখেছে আয়াজ হয়তো বা কিছু বলবে। কিন্তু আয়াজ কিছুই বলেনি। রুয়াত বের হয়ে আসে বাসা থেকে। মায়া চৌধুরী ও আসে তাদের পিছনে। প্রায় আধ ঘন্টা পর তারা বাসায় আসে। আরহাম আবার চলে গিয়েছে বাসায়। অন্য একদিন এসে থাকবে।

(*)

পাঁচদিন পর আয়াজ সম্পুর্ণ সুস্থ। পাঞ্জাবী পড়ে আয়ানার সামনে দাঁড়িয়ে আছে। জেল দিয়ে চুলগুলো সেট করে নেয়। হাতে ঘড়ি পড়ে। আজ অনেক দিন পর নিজেকে একটু স্বাধীন লাগছে। পুরো পাঁচদিন একদম বাসায় ছিলো। বাসায় প্রচুর হাঁটার ফলে মাঝখান দিয়ে পা ফুলে গিয়েছিল। এরপর থেকে মায়া চৌধুরী আর বাসা থেকে বের হতে দেয়নি। আয়াজ তৈরি হয়ে নিচে নামে। মায়া চৌধুরী টেবিলে নাস্তা রেখে দিয়েছে। আয়াজ নাস্তা করে। একবার মোবাইলে সময় দেখে। এখন থেকে নিজের সঙ্গে গার্ড রাখবে। সবাই কে খবর দেওয়া হয়েছে। এ পাঁচদিন ছুটিতে ছিলো। আয়াজ’ই তাদের ছুটি দিয়েছে। সাহেদ এখনো সুস্থ হয়নি। আয়াজ আজ সর্ব প্রথম সাহেদের সাথে দেখা করতে যাবে তার বাসায়। আয়াজ নাস্তা সেরে বের হয়। মায়া চৌধুরী বারবার বলে দিয়েছে সে যেনো মাথা ঠান্ডা রাখে। কিন্তু তার মনে শুধু ইকরামুল কে শাস্তি দেওয়ার কথা ঘুরছে। মায়া চৌধুরী জানে আয়াজ কোনো না কোনো ভাবে ইকরামুলের সাথে দেখা হলেই নিশ্চয়ই মাথা গরম করবে। সেই পরিপ্রেক্ষিতে মায়া চৌধুরী কথাটা বলে।

আয়াজ সাহেদের বাসায় আসে। সাহেদের চিকিৎসার পুরো খরচ আয়াজ বহন করে। সোফায় আয়াজ নিশ্চুপ হয়ে বসে আছে। ইদানীং এখন আর আশরাফ কে দেখা যায় না। সেদিন আশরাফ ও দেখা করতে আসে। আয়াজ বেশি কথা বলেনি তার সাথে। ভেবেছে আশরাফ কি কি করছে কিছুই আয়াজ জানে না কিন্তু সে সব জেনে গিয়েছে। শুধু সময়ের অপেক্ষা। তারপর আশরাফ কে ও আয়াজের ভয়ংকর রূপের সাথে পরিচয় করিয়ে দিতে দ্বিধাবোধ করবে না।

সাহেদ কে নিয়ে আসে তার ছোট বোন। আয়াজ কে দেখামাত্রই সালাম দেয়। সাহেদ আয়াজের সাথে কাজ করার পর ও এই প্রথম আয়াজ সাহেদের বাসায় এসেছে। সাহেদ কে কাঠকাঠ গলায় বলে-

-‘এভাবে কতোদিন বাড়িতে থাকবে? সূর্যের আলো, দিনের প্রাকৃতিক বাতাস, রাতে চাঁদের আলো কেউ তোমাকে দেখে তো আসলে?’

সাহেদ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো আয়াজের কথায়। এটা কি তাকে অপমান করা হলো নাকি! মাথা নিচু করে সাহেদ বললো-‘

-‘স্যার আপনি তো দেখতেই পারছেন আমি অসুস্থ। সুস্থ হলে কাজে ফিরবো।’

থমথমে অবস্থা। পর্দার আড়াল থেকে সাহেদের বোন আর তার মা কথা শুনছে। আয়াজ সেদিকটায় ও একবার তাকালো।

-‘আয়াজ তার পাশের জায়গাটায় সব সময় সাহেদ কে মিস করে।’

সাহেদ ছলছল নয়নে তাকায়। চোখ দিয়ে দু’ফোটা পানি পড়ে তার। একদিকে এরকম অসুস্থতা আরেকদিকে কাজ, আয়াজ স্যার, দলের প্রতি মায়া। কোনোটিই ভুলতে পারছে না সে। আয়াজ ওঠে সাহেদের কাঁধে হাত দিয়ে বললো-‘

-‘তোমাকে ছাড়া আমি কিছুই শুরু করবো না। আয়াজ তার পাশে খুব তাড়াতাড়ি সাহেদ কে দেখতে চায়। যতোদিন আয়াজ বেঁচে থাকবে ততদিন সাহেদ কে বাঁচিয়ে রাখার সর্বএ চেষ্টা চালিয়ে যাবে। আয়াজ নাম যতোদিন থাকবে ততদিন সাহেদ নামটিও থাকবে। তুমি আমায় বাঁচিয়েছো। নিঃসার্থ ভাবে দিন রাত খেটেছো আমার এবং আমার দলের জন্য। তোমার এসব কথা আয়াজের মনে চিরকাল স্মরনীয় হয়ে থাকবে। খুব জলদি আমি সাহেদ কে সুস্থ দেখতে চাই। শরীরের সুস্থতার দিকটা আল্লাহর হাতে আর মনের সুস্থতা তুমিই ফিরিয়ে আনবে। মজবুত রাখবে।’

হাস্যজ্জ্বল আভা ছড়িয়ে পড়ে সাহেদের চোখ মুখে। দূর থেকে তার মা পর্দার আড়াল থেকে ক্রমাগত চোখ মুছে যাচ্ছে। মানুষটা সত্যিই উদার মনের। সাহেদের বোন আয়াজের এমন কান্ডে হেসে যাচ্ছে। তার বান্ধুবীদের থেকে শুনেছে আয়াজ ত্বায়ীম চৌধুরী অমায়িক মনের মানুষ আজ প্রত্যেকটি কথা হিসেবে হিসেবে মিলে যাচ্ছে। আয়াজ বের হয়ে আসে সাহেদের বাড়ি থেকে। এবার তার অফিসে যাবে। অনেক দিন পর তার চিরচেনা জায়গা দেখে হাসলো। এবার পুরনো কাজ নাড়া দিতে হবে। আজ ও বেশ কয়েকজন দেখা করতে আসলো আয়াজের সাথে। সব পলিটিক্যাল মিটিং, কাজ শেষ করে ইকরামুল কে নিয়ে রিসার্চ করতে বসলো। ল্যাপটপে ডুবে আছে। তিন ঘন্টা পর তার সব কাজ সফল হলো। এবার শুধু ইকরামুল তার ফাঁদে পা দিলেই হবে। আয়াজ তার চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে হাসছে। ইকরামুলের জন্য এবার সত্যিই ভীষণ কষ্ট।

আয়াজ বেশ কিছুক্ষণ রেস্ট করলো। মন কে তো আর রেস্ট দেওয়া যাবে না রুয়াত কে ছাড়া। তাই সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেড়িয়ে পড়লো। প্রায় টানা তিনদিন তার প্রেয়সীর সাথে দেখা হয়নি। আয়াজ আজ তার গার্ডদের নিয়েই আজ সেখানে গেলো। প্রতিবার যে জায়গায় রুয়াতের সাথে দেখা হয় সেখানেই গাড়ি থামায়। গাড়ি থেকে বের হয়। বাহির থেকে অন্য একটা রুমের জানালা দেখা যাচ্ছে। আয়াজ কল দেয় রুয়াতের মোবাইলে। অনেকবার ট্রায় করার পর বন্ধ বলছে। এবার ইনিমার মোবাইলে কল দেয়। একবার রিং হওয়ার পর রিসিভ করে। আয়াজ রুয়াতের সাথে দেখা করবে এবং করার জন্য তাদের বাসার নিচে অপেক্ষা করছে কথাটি কোনো রকম ভনিতা না করেই সোজাসাপ্টা ইনিমা কে বলে। আশ্চর্যের বিষয় ইনিমা রাজি হয়ে গেলো। কলটা কেটে দেয় আয়াজ।

ইনিমা যেহেতু তার রুমে ছিলো তাই সে আবার রুয়াতের রুমে গেলো। রুয়াত পড়ছে বসে বসে। ইনিমা সহজ সরল ভঙ্গীতে বলে-

-‘আয়াজ এসেছে দেখা করতে। তুই যা দেখা করে আয়।’

হঠাৎ এমন সময়ে আয়াজের কথা শুনে পরপর পলক ঝাপটায়।
-‘ওনি এখন? কিন্তু কেনো?’

-‘দেখা করতে এসেছে তোর সাথে। বাবা মায়ের সাথে কথা বলছে। এখন আর আসবে না এদিকটায়। তুই নিশ্চিন্তে যেতে পারিস।’

মাথায় ঘোমটা টেনে নিলো। আপুর কথায় ভরসা পায় রুয়াত। রুয়াত বাসা থেকে বের হয়ে আয়াজ কে দেখতে পায়। গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আয়াজ হাসছে প্রেয়সী কে দেখে। রুয়াত অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে।

-‘উহু একদম আমার সামনে এসে দাঁড়াও। সমস্ত দূরত্ব ঘুচিয়ে দাও।’

রুয়াত পলকহীন চাহনিতে তাকায়। অনেকটাই সামনে এগিয়ে যায়। তবুও আয়াজের কাছে সেই দূরত্ব’ই লাগছে৷ রুয়াতের কব্জি ধরে টেনে তার সামনে দাঁড়া করায়। একটু জোড়েসোড়ে ধমক দিয়ে বললো-‘

-‘এই বলেছি না সমস্ত দূরত্ব ঘুচিয়ে দাঁড়াতে? কথার অবাধ্য হও কেনো তুমি?’

আয়াজ ভালো করে দেখে নিচ্ছে তার প্রেয়সীকে। যেনো কতো বছর দেখেনি এই মায়াময়ী কন্যাকে।
-‘এক্সাম কেমন হচ্ছে তোমার?’

রুয়াত মাথা নাড়িয়ে বলে-
-‘আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে।’

রুয়াতকে একটু জ্বালানোর জন্য বললো-‘
-‘হু আমি তোমার ভালো রেজাল্ট চাই। নাহলে জনগণ বলবে এমপির বউ এইচএসসি তে ভালো রেজাল্ট উঠাতে পারেনি। পরিশেষে মান সম্মানটা আমার’ই যাবে ম্যাডাম।’

ভ্রু কুচকে তাকায় রুয়াত।
-‘আমার এক্সাম ভালো হচ্ছে আশাবাদী আপনার মান সম্মান যাবে না এমপি সাহেব।’

আয়াজ অবাক হয়। ‘এমপি সাহেব’ খুব সুমধুর ছিলো বাক্যটি। এক হাত দ্বারা পিঠ আঁকড়ে ধরে আরেকটু সামনে আনে রুয়াত কে। সাথে সাথে রুয়াত চোখ বন্ধ করে ফেলে। পরক্ষণেই আবার দূরে সরিয়ে দেয় আয়াজ। দু’বাহুতে হাত রেখে হেসে বলে-

-‘উহুম আপনার এমপি সাহেব এতোটা বেসামাল নয়। একটি পবিত্র শব্দ তিনবার উচ্চারণ করে আপনাকে সম্পুর্ণ ভাবে আমার করে নিবো রুয়াত ফাইরোজ তয়ত্রী। যেখানে থাকবে না কোনো রূপ বাঁধা। আর সেই দিনটি খুব কাছে।’

#চলবে…..