হৃদয়াসিক্ত কাঠগোলাপ পর্ব-৪৪+৪৫

0
568

#হৃদয়াসিক্ত_কাঠগোলাপ
#সাদিয়া_জাহান_উম্মি
#পর্বঃ৪৪
জায়ানের সাথেই নিচে নেমে আসল আরাবী।উদ্দেশ্য ফুপা শশুড়ের সাথে সাক্ষাত করবে।আবার একটু কেমন যেন লাগছে।মিথিলা বেগম এসেছেন।তিনি তো আবার আরাবীকে দেখতে পারেন নাহ।জায়ান হয়তো বুঝতে পারল বিষয়টা।আরাবীর হাত ধরে ধীর আওয়াজে বলে,’ ডোন্ট ওয়েরি।ফুপা এসেছেন।ফুপার সামনে ফুপি কিছুই বলবেন না।আর যদি বলেনও আমি আছি তো।’

জায়ানের ভরসা পেয়ে মুঁচকি হাসল আরাবী।দুজনে বসার ঘরের দিকে অগ্রসর হলো।আরাবীকে দেখে আহানা এসে ওকে জড়িয়ে ধরল।আকস্মিকতায় অবাক হলো আরাবী।আহানা বলছে, ‘ তোমাকে অনেক মিস করেছি আমি আরাবী।তুমি এক্সিডে’ন্ট করেছ শুনে আমার অনেক খারাপ লেগেছে।কিন্তু ব্যস্ততার কারনে আসতে পারিনি আর ড্যাড এরও কাজ শেষ হচ্ছিলো না তাই আসতে পারছিলাম নাহ।’

আরাবী সরে আসল আহানার থেকে।জোড়পূর্বক হেসে বলে, ‘ ইট্স ওকে আপু।আমি এখন ঠিক আছি।তুমি ভালো আছ?’
‘ হ্যা অনেক ভালো আছি।তোমার অবস্থা কেমন?’
‘ আ’ম নাও টোটালি ফাইন।’
‘ দেট্স গ্রেট।’

পরক্ষনে আবারও আহানা বলে,’ ওহ চলো আমার ড্যাডের সাথে তোমার মিট করাই।’

আহানা আরাবীর হাত টেনে নিয়ে গেল এক নিহান সাহেবের বয়সী একজন লোকের সামনে তারপর তাকে ইশারা করে বলে,’ হিজ মাই ড্যাট। আর ড্যাট ও হলো আরাবী।জায়ানের ওয়াইফ।’
‘ জি আসসালামু আলাইকুম।’

আহানার বাবা সালামের আরাবীর সালাম দেওয়া শুনে মুচকি হেসে বলেন,’ওয়া আলাইকুমুস সালাম। মাশা-আল্লাহ। জায়ান বাবার পছন্দ আছে দেখছি।একদম হুরপরি বউ এনেছে।’

আরাবী কিছুই বলল না।শুধু একধ্যানে তাকিয়ে রইল লোকটার দিকে।কেমন যেন লাগছে বুকের মাঝে।লোকটা প্রথম দেখাতেই আরাবী অদ্ভূত একটা টান অনুভব করছে লোকটার প্রতি।মনে হচ্ছে সোফায় বসা এই লোকটা আরাবীর চেনা।অনেক আগের চেনা।কিন্তু এটা কিভাবে সম্ভব?লোকটাকে দেখেই কেন যেন আরাবীর চোখ ভিজে উঠতে চাইছে বারবার।এমন সময় পাশে কারো উপস্থিতি লক্ষ্য করে তাকায় আরাবী।জায়ান আরাবীর হাত ধরল।তারপর দৃষ্টি তাক করল ওর ফুপার দিকে।বলল,’ ধন্যবাদ ফুপা।আর রইল আপনার কথা।আপনারই রক্ত রইছে ওর শরীরে।সুন্দর না হয়ে যাবে কই।’

আরাবী চমকে তাকাল।জায়ানের ফুপাও অবাক হয়ে বলেন,’ মানে কি বলছ তুমি জায়ান?’
জায়ান বাঁকা হেসে বলে,’ আরেহ ওই তো আপনি একবার বাবাকে রক্ত দিয়েছিলেন না?তখন জেনেছি আপনার রক্তের গ্রুপ ও পজেটিভ।আর আরাবীরও ও পজেটিভ।এখন আপনিই দেখতে সুন্দর।আমার আব্বুও সুন্দর।আরাবীও সুন্দর।ও পজেটিভ রক্তের অধিকারিরা বুঝি সবাই সুন্দর হয়। তাই তো বললাম আপনার শরীরের রক্তও ওর শরীরে বইছে।এইজন্যেই ও সুন্দর।’

জায়ান সবাইকে বিষয়টা বুঝিয়ে বলল।সবাই জায়ানের রসিকতায় হো হো হেসে দিল।কিন্তু আরাবীর কেন জানি জায়ানের অহেতুক লজিকটা ভালো লাগছে না।কিছু তো একটা জায়ান লুকোচ্ছে।আরাবীর মস্তিষ্ক কিলবিল করে উঠল।ছোটো মনে চিন্তারা এসে হানা দিল।মন বারবার কু ডাকছে তার।কিছু তো একটা খারাপ হতে চলেছে।কিন্তু কি হবে?মনের অস্থিরতা কাউকে বুঝতে না দিল না আরাবী।আস্তে করে বলে, ‘ আমি মায়ের কাছে গেলাম।টেবিলে খাবার দিতে হবে।’
‘হুম যাও।আজ কিন্তু তুমিই ফুপাকে সার্ভ করবে আরাবী।’
‘ জি আচ্ছা।’

জায়ানের অদ্ভূত সব কথাবার্তা আর ব্যবহারগুলো ভালো ঠেকছে না আরাবীর কাছে।তাও সেখান থেকে সরে আসল।সাথি আর মিলির সাথে খাবার সাজাতে হেল্প করল ও।নূর গিয়ে ডেকে আনল সবাইকে।সবাই এক এক করে চেয়ার টেনে বসল।আরাবী পোলাওয়ের বাটি নিয়ে সবাইকে সার্ভ করতে লাগল।তারপর জায়ানের ফুপার কাছে আসতেই জায়ান রহস্যময় হেসে বলে,’ ভালোভাবে খেয়ে নিন ফুপাজি। ও তো আপনারই সন্তান। মেয়ের হাতে সার্ভ করা খাবারটা পেট ভরে খাবেন কিন্তু।’

জায়ানের ফুপা ভ্রু-কুচকে তাকালেন।জায়ান তা দেখে বলে,’ মানে আহানা আপনার মেয়ে।আপনিই তো নূরকেও নিজের মেয়ে বলে দাবি করেন।আর আজ থেকে আরাবীও সেই তালিকায় যুক্ত হলো।কি ঠিক বললাম নাহ ফুপা?’
‘ হ্যা হ্যা অবশ্যই,অবশ্যই।আজ পেট ভরে খাবো।আরাবী দেও মা প্লেট ভরে খাবার দেও।আজ কতোদিন পর নিজের দেশে আসলাম।’

আরাবী তাকে সার্ভ করে জায়ানের দিকে তাকাল।জায়ান চোখের ইশারায় ওকে বসতে বলল।আরাবী বসল।এখন জায়ানের ফুপা আরাবীর একপাশে আর অন্যপাশে জায়ান।আরাবী এইবার ফিসফিস করে জায়ানকে বলে,’ আপনি আজ এমন অদ্ভূত বিহেইভ করছেন কেন?’
‘ কোথায় অদ্ভূত বিহেইভ করলাম আরাবী?’ এমন ভাব করল জায়ান।যেন সে কিছুই জানে না।

আরাবী চিন্তিত স্বরে বলে,’ আপনি তো খাবার সময় এতো কথা বলেন নাহ।’
‘আজ ফুপা এতো বছর পর এসেছে।তাকে সেই আমি ছোটো থাকতে সামনাসামনি দেখেছি।তাকে এতোদিন পর পেয়ে কথা যেন ফুরাচ্ছে না আমার।’

আরাবী কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল জায়ানের দিকে।জায়ানের সবার অগোচরে আরাবীর বামহাত চেপে ধরল।কণ্ঠ খাদে নামিয়ে বলে,’ এতো চিন্তা করো কেন শুধু শুধু বলো তো? আমি আছি তো।’

আরাবীর সকল চিন্তা যেন এক নিমিষেই গায়েব হয়ে গেল জায়ানের এই একটা বাক্যে। ও আর কথা বাড়াল না।চুপচাপ খাবারে মনোযোগী হলো।এদিকে খেতে খেতে নিহান সাহেব বলে উঠেন,’ শামিম দেশে এসেছেন এতোদিন পর।জায়ানের বিয়েটা তো এটেন্ড করতে পারেনি।তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ইফতির বিয়েটা শামিম থাকতে থাকতেই সেরে নিব।কি বলো সবাই?’

ইফতি নিজের বিয়ের কথা শুনে খুক খুক করে কেশে উঠলো। নূর একগ্লাস পানি এগিয়ে দিল ওর দিকে।ইফতি ঢকঢক করে একগ্লাস পানি খেয়ে নিল।তারপর বড়ো বড়ো চোখে নিহান সাহেবের দিকে তাকাল।ওর এমন রিয়েকশনে নূর খিলখিল করে হেসে দিল।আর বাকি সবাই মুখ টিপে হাসছে।জায়ান বলে,’ হ্যা বাবা।তুমি আজ এই কথাটা না উঠালেও আমিই বলতাম।অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে।এইবার আর না পিছানই ভালো।’

নিহান সাহেব মাথা দুলিয়ে সায় দিলেন ছেলের কথায়।তারপর শামিম মানে জায়ানের ফুপা।তাকে উদ্দেশ্য করে বলেন, ‘ কি শামিম?থাকতে পারবে তো? আমি কিন্তু কোন এক্সকিউজ শুনব নাহ।’

জায়ান তাকাল শামিম সাহেবের দিকে।রহস্যময় হেসে বলে,’ ফুপার এইবার পালিয়ে যাবার কোন পথ নেই।এইবার আমি সব পথ বন্ধ করে দিয়েছি।সে চাইলেও পালাতে পারবে নাহ।আমি তা কখনই হতে দিব নাহ।’

শামিন সাহেব ভ্রু-কুচকে বলেন,’ পালিয়ে মানে?’

জায়ান হেসে হেসে বলে,’ উম, আমি ছোটো ছিলাম তখন তুমি আমাকে না জানিয়েই চলে গিয়েছেলি।মানে আমার থেকে একপ্রকার পালিয়েই তো গিয়েছিলে তাই নাহ? এখন তো আমি বড় হয়েছি তাই এখন আর আমানে না জানিয়ে আমাকে ফাকি দিয়ে পালিয়ে যেতে দিব নাহ।’
‘ ওহ তাই বলো।তুমি যে এতো রসিকতা করতে পারো জানতাম নাহ।’ বলেই শামিম সাহেব হো হো করে হেসে দিলেন।

আরাবীও বিরবির করল,’ আমিও জানতাম নাহ।যেই লোকের মুখে বো’ম মারলেও সহজে একটা কথা ঠিকঠাকভাবে বের হয় না কেউ কিছু জিজ্ঞেস করলে।সেখানে আজ যেন লোকটার মুখে খই ফুটেছে।এতো কথা তো সে আমার সাথেও বলে নাহ।’
‘ কি বিরবির করছ আরাবী?’
জায়ানের প্রশ্নে থেমে যায় আরাবী।বলে,’ না কিছু না।’
‘ জলদি খাও।সেই এক চামচ পোলাও নিয়েই বসে আছ।বাকি খাবার কখন খাবে?এখনও কতো কতো পদের রান্না করা খাবার বাকি।সব খাবার থেকে অল্প অল্প করে খাবে।সামনে তোমার অনেক শক্তির প্রয়োজন।’

টেবিলের দিকে তাকাল আরাবী।পুরো টেবিল জুড়ে কম হলেও দশ থেকে বারো পদের রান্না করা খাবার।সব খাবার থেকে অল্প করে খেলেও দুনিয়ার খাবার হবে আরাবীর জন্যে।এতো খাবার আরাবী ওর ইহ জনমে কোনদিন খায়নি।আরাবী চোখ বড়ো বড়ো করে পলক ঝাপ্টে বলে,’ আপনি কি পাগ’ল?এতোগুলো খাবার থেকে আমি অল্প করে নিলে ঠাসা ঠাসা একপ্লেটের থেকেও বেশি খাবার হবে।আমি এতো খাবার আমার জীবনে কনোদিন খায়নি।’

জায়ানের কোন হেলদোল দেখা গেল না আরাবীর কথায়।ও ডোন্ট কেয়ার মুড নিয়ে বলে,’ খাওনি তো কি হয়েছে?এখন থেকে খাবে।’
‘ কোনদিন নাহ।আমি পারব নাহ।’
‘পারতে হবে।’
‘ কেন?’

দুজনে আস্তে আস্তেই কথাগুলো বলছিল।কিন্তু এইবার জায়ান তরকারি বাটি নেওয়ার উছিলা দেখিয়ে ঝুকে আসল আরাবীর দিক।তার শীতল কণ্ঠে ধীর আওয়াজে বলে,’ কারন ভবিষ্যতে তুমি আমার বাচ্চার মা হবে এইজন্য।’

#চলবে_________

ভুলত্রুটি ক্ষমা করবেন।

#হৃদয়াসিক্ত_কাঠগোলাপ
#সাদিয়া_জাহান_উম্মি
#পর্বঃ৪৫
আজ আলিফাদের বাড়িতে যাবে সাখাওয়াত বাড়ির সকলে।মূলত আজই বিয়ের কথাবার্তা পাকাপাকি করে আসবেন তারা।জায়ান দুপুরেই অফিস থেকে ফিরে এসেছে।আরাবী তখন আলিফাদের বাড়িতে কি কি নিবে তা গোছাচ্ছিলো রান্নাঘরে।ও খেয়াল করেনি জায়ান এসেছে।অবশ্য সাথি বেগম খেয়াল করেছেন।সাথি বেগম ছেলেকে দেখতে পেয়েই কর্মরত আরাবীকে থামিয়ে দিলেন।আরাবী বলে,’ কি হয়েছে মা?’
‘ জায়ান এসেছে।তুমি রুমে যাও।বাকিটা আমি সামলে নিব।’
‘ কখন এলেন তিনি মা?আমি তো দেখলাম নাহ।’
‘তুমি খেয়াল করোনি। এখন ওর জন্যে একগ্লাস পানি নিয়ে উপরে যাও।’
‘ আচ্ছা।’

আরাবী একগ্লাস ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানিয়ে নিল।তারপর উপরে যাওয়ার জন্যে পা বাড়াল। রুমে এসে দরজা আটকাবে এমন সময় জায়ানের গম্ভীর গলার স্বরে খানিক চমকালো ও।

‘ আমি এসেছি পনেরো মিনিট হয়েছে।তুমি কোথায় ছিলে?’

আরাবী হাতের লেবুর শরবতটা এগিয়ে দিল জায়ানের দিকে।জায়ান সেটা নিতেই আরাবী বলে,’ আসলে আপনি যে এসেছেন আমি খেয়াল করিনি। মা বলল আমায় আপনার কথা। তাই শরবত বানিয়ে নিয়ে একেবারে আসলাম।’

জায়ান একনিশ্বাসে শরবতটুকু খেয়ে খালি গ্লাস বাড়িয়ে দিল আরাবীর দিকে।আরাবী গ্লাসটা হাতে নিয়ে সেটা পাশেই রাখা টেবিলে রেখে দিল।তারপর জায়ানের কাছে গিয়ে ওর কোট খুলতে সাহায্য করল।জায়ান কোট খুলতে খুলতেই বলে,’ নিচে কি এতো করছিলে?যে আমি এসেছি সেটা তুমি খেয়ালই করো নাই।’

কোটটা খুলে আরাবী পাশের কাপড় রাখা ঝুড়িতে রেখে দিল।তারপর বলে,’ আলিফাদের বাড়ি যাবো না আজ?সেইজন্যেই তত্ত্ব সাজাচ্ছিলাম।’
‘ ওহ।’
‘ হুহ! আপনি ফ্রেস হয়ে আসুন।আমি খাবার দিচ্ছি।’
‘ আমি ওয়াশরুমে যাচ্ছি। আমার জামা কাপড়গুলো বের করে রেখো।’
‘ আচ্ছা।’

জায়ান ওয়াশরুমে যেতেই আরাবী জায়ানের জন্যে জামা-কাপড় বের করে বিছানায় রেখে দিল।তারপর চলে গেল নিচে।নিচে আসতেই শামিম সাহেবের ডাক শুনতে পেলো আরাবী।
‘ আরাবী মা এদিকে আসো তো একটু।’

আরাবী তার ডাক শুনে এগিয়ে গেল সেদিকে।নম্র গলায় বলে,’ জি আংকেল ফুপা বলেন।’
‘ আমায় এক কাপ কফি বানিয়ে দিবে।আসলে তোমার হাতের কফি খুব মজা।তাই লোভ সামলাতে পারিনা।’

হেসে দিল আরাবী। বলে’, জি এখনই দিচ্ছি।’

আরাবী চলে গেল রান্নাঘরের দিকে।শামিম সাহেব তাকিয়েই রইলেন আরাবীর দিকে।কেন যেন মেয়েটাকে তার বড্ড আপন মনে হয়।তার অনেক কাছের একজন মানুষের সাথে এই মেয়েটার চেহারার অনেক মিল।প্রথমে এই মেয়েটাকে দেখেই তো চমকে উঠেছিল।পরক্ষনে যে এটা হবার নয় ভেবেই দীর্ঘশ্বাস ফেলেছিলেন।শামিম সাহেব চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দিলেন।

এদিকে আরাবী কফি বানিয়ে নিয়ে শামিম সাহেবের কাছে গেল।দেখে তিনি চোখ বন্ধ করে আছেন।আরাবী মৃদ্যুস্বরে ডাকে,’ ফুপা ঘুমিয়ে পরেছেন?’

আরাবীর ডাকে চোখ মেলে তাকায় তিনি।হেসে বলেন,’ নাহ ঘুমায়নি।এইতো একটু চোখ বন্ধ করে ছিলাম।’
‘ আচ্ছা।এই নিন আপনার কফি। ‘

আরাবী তার হাতে কফি দিয়ে জায়ানের জন্যে খাবার গরম করতে চলে গেল।খাবার গরম করে একপ্লেট খাবার নিয়ে উপরে চলে গেল।একটু বেশি করেই নিয়েছে।কারন সে নিজেও খায়নি। অপেক্ষা করছিল জায়ানের জন্যে।উপরে এসে দেখে জায়ান এখনও বের হয়নি।তাই খাবারটা টেবিলে রাখল আরাবী।এমন সময়েই জায়ান মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আসল।জায়ানের উন্মুক্ত পেটানো সুঠাম দেহ আরাবী দৃষ্টিগোচড় হতেই আরাবীর বুকটা ধুক করে উঠল।সদ্য গোসল করায় জায়ানকে অনেক আকর্ষনীয় দেখাচ্ছে।
‘ এভাবে তাকিয়ে থাকলে তো আমার কিছুমিছু হয়ে যায় বউ।’

আচমকা এমন একটা কথায় ভড়কে যায় আরাবী।শুকনো ঢোক গিলে দ্রুত নজর ফিরিয়ে নিল।জায়ান শব্দবিহীন হাসল।তারপর আরাবীকে পেছন থেকে ঝাপ্টে ধরল।জায়ানের ঠান্ডা দেহের সংস্পর্শে এসে আরাবীর উষ্ণ দেহটা কেঁপে উঠল।আরাবী কাঁপা গলায় বলে, ‘ ঠা..ঠান্ডা লাগছে।’
‘ আমার তো বেশ লাগছে।তোমার নরম, গরম শরীরটা আমার এই হিমশীতল শরীরে স্পর্শ করছে আমার বেশ ভালো লাগছে।’

আরাবী মাথা নিচু করে নিল লজ্জা পেয়ে।জায়ান আরাবীর ঘাড়ে ঠোঁটের স্পর্শ দিল ছোটো ছোটো। আরাবী আবেশে চোখ বন্ধ করে নিলো।জায়ানের প্রতিটা স্পর্শে অদ্ভূত শিহরণ বয়ে যায় আরাবী দেহ,মনে।মাতাল হয়ে যায় ও।স্পর্শের গভীরতা আরো তীব্র হতেই আরাবী দ্রুত পিছনে ঘুরে জায়ানের উন্মুক্ত বুকে মুখ গুজে দিল।জায়ান হেসে আরাবীকে জড়িয়ে নিল নিজের সাথে।কিছুক্ষণ এইভাবেই নিরবে,নিভৃতে কেটে গেল।হঠাৎ খাবারের কথা মাথায় আসতেই জায়ানের কাছ থেকে সরে আসল আরাবী।জায়ান বিরক্ত হলো এতে।ভ্রু-কুচকে বলে,’ কি হলো?’
‘ খাবার ঠান্ডা হয়ে যাবে তো।’
‘ খাবার টাবার বাদ।এখন আমার তোমাকে লাগবে।জলদি বুকে আসো।’

জায়ান কথাটা বলেই হাত পেতে দিল।আরাবী মুঁচকি হেসে জায়ানের হাতে হাত রাখে।তারপর মৃদ্যু স্বরে বলে,’ বুকে তো আসবই।সেটা আপনি বললেও আসব না বললেও আসব।আমার জায়গায় আমার যেতে কারো পার্মিশনের প্রয়োজন হয় নাহ।’
‘ তাহলে আসো।’
‘উফ এখন নাহ তো।দেখুন দেরি হয়ে যাবে আলিফাদের বাড়ি যেতে।খেয়ে নিন নাহ। তাছাড়া আমারও ক্ষুদা লেগেছে।’

আরাবীরও খুদা লেগেছে শুনে জায়ান তীক্ষ্ণ চোখে তাকাল আরাবীর দিকে।তারপর প্রশ্ন করল,’ তুমি খাওনি?’
‘ নাহ।’

আরাবীর এমন কথা রেগে গেল জায়ান।ধমকে বলে,’ তোমাকে না বলেছি আমার জন্যে অপেক্ষা করবে নাহ?তুমি অসুস্থ আরাবী।’

আরাবী মুখ গোমড়া করে নিল জায়ানের ধমকে।ছোট্টো কণ্ঠে বলে,’ আমার কি দোষ?আপনিই তো আমার এই বদঅভ্যাস করেছেন।’
‘ হয়েছে আর পেচার মতো মুখ করতে হবে না।এদিকে আসো।’

জায়ান গায়ে জামা জড়িয়ে নিয়ে।খাবারের প্লেট হাতে নিল।তারপর আরাবীকে ইশারায় পাশে বসতে বলল।আরাবীও মনের আনন্দে জায়ানের পাশে বসল।তারপর দুজনে একসাথে খাবার খেয়ে নিল।
———
নূরের ফোন লাগাতার বেজে চলেছে।ওয়াশরুম থেকে বের হয়ে আসল নূর।দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখে ফাহিমের কল এসেছে।ফোন রিসিভ করতে করতে কেটে গেল ফোনটা।আবারও পুরোদমে সেটা বেজে উঠল ফোন।নূর এইবার তাড়াতাড়ি ফোন ধরল।ফোনটা কানে রাখতেই অপাশের ব্যাক্তির প্রচন্ড ধমকে কেঁপে উঠল নূর।
‘ কোথায় আছ তুমি বেয়া’দব মেয়ে। ‘
‘ আস…’ নূর কথা সম্পূর্ণ করার আগেই আবারও সেই বাঁজখাই গলার ধমক শুনে থেমে গেল।
‘ চুপ করে আছ কেন?চ’ড়িয়ে তোমার দাঁত ফেলে দিব।’
‘ আরে আপনি আমার কথা শুনবেন তো।’
‘ কি কথা শুনব হ্যা?কি কথা শুনব?তুমি কোথায় আর তোমার ফোন কোথায় থাকে? আমি যে এতোবার কল করলাম সেটা দেখোনি? ফোন না চালাতে জানলে ফোন আমার কাছে নিয়ে এসো।ফোনটা ভেঙে আমি ভাঙারি ওয়ালার কাছে দিয়ে দিব।’

ফাহিমের একের পর এক ধমকে নূর এইবার অধৈর্য হয়ে উঠল। ও আর একটা কথাও বলল নাহ।ফাহিম মনের আনন্দে ধমকে ধামকে শেষ করে নিল।অপাশ হতে নূরের কোন প্রতিক্রিয়া না অনুভব করতে পেরে বলে,
‘ চুপ করে আছ কেন? আমি কথা বলছি দেখছ নাহ?জবাব দিচ্ছ না কেন?’
নূর তাও চুপ করে রইল।ফাহিমের ধমকা ধমকিতে বেশ অভিমান করেছে ও।লোকটা ওকে কিছু বলতেই তো দিল নাহ। নূরকে চুপ থাকতে দেখে ফাহিম নিজেকে কিছুটা শান্ত করল।তারপর গম্ভীর গলায় বলে,’ কি হয়েছে?সোজাসাপটাভাবে আমাকে সব বল।’

নূর বুঝল এইবার ফাহিমকে কিছু না বললে এই লোক আবারও রেগে যাবে।তাই নূর অভিমানি কণ্ঠেই বলে,’ আমি ওয়াশরুমে ছিলাম তাই আপনি ফোন করেছেন বুঝতে পারিনি।যখন ফোনের রিংটোন শুনলাম তখনই ছুটে এসেছি।🥹’
‘ আচ্ছা বুঝলাম।তা আজ কোচিংয়ে আসো নি কেন?’ ফাহিমের শান্ত কণ্ঠস্বর।
‘ আসলে আজ ইফতি ভাইয়ার জন্যে বিয়ের প্রস্তাব নিয়ে যাব আলিফা আপুদের বাসায়।আজই বিয়ের ডেইট পাকাপোক্ত করে আসবে।আমি নিজেও জানতাম নাহ এই কথা।মা একটু আগে আমাকে জানাল।আর আপনাকে আমি একটু পরেই ফোন করে জানাতাম।’
‘ হুহ আচ্ছা সাবধানে যেও।’ কথাটা বলেই লম্বা শ্বাস ফেলে ফোন রেখে দিল ফাহিম।এদিকে ফাহিমের এমন কান্ডে ফোন কান থেকে সরিয়ে হা করে রইল নূর।এটা কি হলো?লোকটা এইভাবে কিছু না বলেই হুট করে ফোন কেটে দিল কেন?নূর রাগে গজগজিয়ে উঠল।কল করল আবার ফাহিমের নাম্বারে।একবার রিং হতেই ফাহিম কলটা ধরল।শান্ত কণ্ঠে বলল,
‘ হ্যা বলো।’
‘ হ্যা বলো মানে কি হ্যা?আমার উপরে অযথা চিল্লাচিল্লি করলেন।আমি অভিমান করেছি সেটা বুঝেও আমার অভিমান ভাঙালেন নাহ।কিছু না বলেই হুট করে ফোন কেটে দেওয়ার মানে কি? হ্যা?’ রাগে প্রায় চিৎকার করে বলল নূর।

ফাহিম শীতল গলায় বলে,’ চিৎকার করছ কেন?’
‘ আপনি চিৎকার করেননি আমার উপর?’
‘ হ্যা করেছি তো?’
‘ কেন করবেন?আগে তো আমার কথা শুনে নিবেন।তা তো করলেন নাহ।’
‘ আমি চিন্তায় ছিলাম নূর তোমার জন্যে।কেন বুঝ না?তুমি কোচিং-এ আসোনি।তাই আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল।ফোনটাও ধরছিলে না।তাই একটু তোমার উপর চিৎকার চেচামেচি করে ফেলেছি।’

ফাহিমের মুখে নিজের জন্যে চিন্তার কথা শুনে অভিমান গলে গেল নিমিষেই নূরের।তাও গলার স্বরে সেটা প্রকাশ করল নাহ।বলল,’ কেন চিন্তা করবেন?আমি যদি আপনার জন্যে চিন্তা করি সেটা মানা যায়।কারন আমি আপনাকে ভালোবাসি।কিন্তু আপনি তো আমায় ভালোবাসেন না।তাহলে আমার জন্যে এতো চিন্তার কি আছে?যেহেতু আমায় ভালোবাসেন নাহ।সেহেতু আমি যদি মরেও যাই এতেও প্রবলেম হবার কথা নয় আপনার।’

এইটুকু কথা বলতে দেরি অপাশ হতে ফাহিমের গর্জন শুনতে পেল নূর। সাথে সাথে কিছু ভা’ঙার তীব্র শব্দ।অস্থির হয়ে উঠল নূর।হঠাৎ কি হলো?লোকটা এমন করল কেন?নূর অস্থির কণ্ঠে বলে উঠে,’ হ্যালো?হ্যালো ফাহিম?আপনি শুনছেন হ্যালো?’

অপাশ হতে নিরবতা ছেঁয়ে আছে।ভয়ে নূরের ক’লিজা শুকিয়ে আসল।লোকটার কিছু হলো না তো আবার?নূর আবারও কিছু বলবে তার আগেই ফাহিমের রাগি কণ্ঠস্বর শুনতে পেল ও।
‘ ডোন্ট কল মি এগেইন।কোচিং ছাড়া ভুলেও আমার সামনে আসবে না তুমি।আমার সামনে যদি আসো তুমি তাহলে ম’রার খুব শখ তাই নাহ তোমার?আমি নিজে স্বয়ং তোমায় মে’রে ফেলব।এই বলে দিলাম।’

খট করে ফোনের লাইন কেটে গেল।নূর তাজ্জব বনে বসে রইল।কি হলো সবটা মাথার উপর দিয়ে গেল।কি এমন করল ও?যে ফাহিম এমন ভয়ানকভাবে রেগে গেল?এখন ফাহিমের এই রাগ ভাঙাবে কিভাবে নূর?
———–
মাথা নিচু করে বসে আছে আলিফা।ইফতিরা বিয়ের কথা পাকাপোক্ত করতে এসেছে ওদের বাড়িতে।ভীষন লজ্জা লাগছে ওর।আর ইফতি বে’হায়া লোকটা কিভাবে হা করে তাকিয়ে ছিল যখন ওকে এখানে আনা হলো।এখনও তাকিয়ে।আলিফা সবার অগোচরে চোখ তুলে শাষি’য়েছে ইফতিকে।কিন্তু লোকটা শুনলে তো?এদিকে দু পরিবারে মতামতে ইফতি আর আলিফার বিয়ের দিন তারিখ ধার্য করা হল।এখন আপাতত আংটি পরিয়ে রাখা যাক।হলোও তাই।ইফতি আর আলিফাকে পাশাপাশি বসানো হলো।দুজন দুজনকে আংটি পরানোর মাধ্যমে বাগদান সম্পন্ন করে নিল।সবাই এইবার মিষ্টিমুখ করানোতে ব্যস্ত হয়ে পরল।এই সুযোগে ইফতি আলিফার হাত চেপে ধরল।আলিফা চমকে উঠে।চোখজোড়া বড় বড় হয়ে আসে ওর।ফিসফিস করে বলে,’ কি করছেন?হাত ছাড়ুন।’
‘ কেন ছাড়ব?’
‘ আরে আশ্চর্য? এখানে সবাই আছে।মাথা খারাপ হয়ে গেছে আপনার?’

আলিফার কথায় বাঁকা হাসল ইফতি।মাথাটা একটু ঝুকিয়ে ফিসফিসিয়ে বলে,’ হ্যা মাথা তো খারাপ হয়েই গিয়েছে তোমাকে এই শাড়ি পরিহিত অবস্থায় দেখে।অপেক্ষা যেন আর ভালো লাগে না।কবে যে তোমাকে আমার বউ করে নিয়ে যাব।আলুরে তুই তো সেদিন শেষ হয়ে যাবি।’

ইফতির এমন অসভ্য কথাবার্তায় কান গরম হ য়ে গেল আলিফার লজ্জায়।চোখ খিচিয়ে বন্ধ করে বলে,’ বন্ধ করুন আপনার অসভ্য কথাবার্তা। ‘
‘ আচ্ছা আজ নাহয় বন্ধ করলাম।কিন্তু সেদিন আমাকে থামাবে কিভাবে?সেদিন সবদিক দিয়ে ঘায়েল করব তোমাকে।দেখে নিও।’

ইফতির এমন লাগামছাড়া কথায় আলিফার সারাশরীর লজ্জায় কাঁপছে। ইফতি আলিফার অবস্থা দেখে হাসে।অনেক হয়েছে মেয়েটাকে আর লজ্জা দেওয়া যাবে নাহ।দেখা যাবে আর ও সামনেও আসবে না।
—–
চুপচাপ বসে আছে আরাবী।মাথাটা প্রচন্ড ব্যাথা করছে ওর।সাথে কেমন যেন অস্থির লাগছে।বসেও শান্তি পাচ্ছে না।আবার দাঁড়াতেও ইচ্ছে করছে না।গলা শকিয়ে আসছে বারবার।এই নিয়ে প্রায় ছয় সাত গ্লাস পানি খেয়ে নিয়েছে আরাবী।তাও যেন তৃষ্ণা মিটছে না।এদিকে সামনে রাখা খাবার থেকে যেন আরাবী অদ্ভূত একটা গন্ধ পাচ্ছে।যা ওর কাছে অনেক খারাপ লাগছে।পেট মোচড় দিচ্ছে বারবার।এদিকে আরাবীর এই অস্থিরতা অনেকক্ষন ধরেই খেয়াল করেছে জায়ান।এইবার না পেরে জিজ্ঞেস করল, ‘ কি হয়েছে আরাবী?এমন করছ কেন?কেমন অস্থির দেখাচ্ছে তোমায়?’

জায়ানের কথায় আরাবী সোজা হয়ে বসল।দূর্বল কণ্ঠে বলে,’ জানি না কি হয়েছে।ভালো লাগছে না আমার।অস্থির লাগছে কেমন যেন।মাথাটাও ব্যথা করছে।’

আরাবীর কণ্ঠস্বর শুনেই জায়ানের বুকটা ধ্বক করে উঠল।হঠাৎ কি হলো মেয়েটার?বাড়িতে থাকতেও তো ভালো ছিল।চিন্তিত কণ্ঠ জায়ানের,’ বেশি খারাপ লাগছে?তাহলে চলো আমরা সবাইকে বলে এখনই চলে যাই।ওনারা নাহয় পরে আসবেন।’
‘ আরে না তার কোন দরকার নেই।একটু পর এমনিতেই ঠিক হয়ে যাব।’
‘ কিন্তু তোমায় দেখে তো তা মনে হচ্ছে না আরাবী।কোন কথা না। আমি মায়ের কাছে বলে আসি।আমরা এক্ষুনি ফিরব।’
‘ আরেহ শোনেন তো।’

কিন্তু কে শুনে কার কথা।জায়ান তার কথামতো সোজা সাথি বেগমের কাছে চলে গেল।গিয়েই সোজাসাপ্টাভাবে বলে,’ মা আরাবীর শরীরটা বোধহয় ভালো না।ওকে অনেক দূর্বল দেখাচ্ছে।আমি এখনই ওকে নিয়ে বাড়ি ফিরতে চাইছি।’

সাথি বেগম আলিফার মায়ের সাথে কথা বলছিলেন।পুত্রবধূর অসুস্থতার কথা শুনতে পেয়েই তিনি অস্থির কণ্ঠে বলেন, ‘ সে কিরে?কখন থেকে ভুগছে মেয়েটা আমার।আমাকে একটাবার বললও না।আর তোরা বাড়ি ফিরবি মানে?আমিও যাচ্ছি তোদের সাথে।চল।’

আলিফার মা এইবার এগিয়ে এসে বলেন,’ সে কি আপা।রাতের খাবারের ব্যবস্থা করছি আমি।আরাবী মায়ের শরীর বেশি খারাপ হলে আমি ডক্টর ডেকে আনছি।তুমি চিন্তা করো না বাবা।’

জায়ান থমথমে গলায় বলে,’ ধন্যবাদ আন্টি আপনার আন্তরিকতার জন্যে।কিন্তু আমি ওকে নিয়ে একেবারে বাড়ি ফিরতে চাইছি।আমাদের ফ্যামিলি ডক্টর আছেন উনাকেই দেখাব।’

তারপর সাথি বেগমের উদ্দেশ্যে বলেন,’ আর মা তোমরা থাকো।চিন্তা করো না। আমি আছি তো।সামলে নিব।আমি যাওয়ার সময় বাবাকেও বলে যাব নেহ।’
‘কিন্তু বাড়িতে একা তুই কিভাবে?’
‘ মা বললাম তো চিন্তা করতে না।আর বাড়িতে একা কোথায়?রহিমা আন্টি আছেন।আমি তাকে ডেকে নিব কোন সাহায্য প্রয়োজন হলে।আর অবস্থা বেশি খারাপ হলে আমি তোমাদের ফোন করে জানিয়ে দিব।’

সাথি বেগম ছেলের কথায় একটু ভরসা পেলেন তাই অনুমতি দিয়ে দিলেন।তবে তিনি পুরোপুরি দুঃশ্চিন্তা মুক্ত হতে পারলেন নাহ।

জায়ান নিহান সাহেবকে বাড়ি ফিরার কথা বলে আরাবীর কাছে ফিরে আসল।তখন আরাবীর কাছে আলিফা এসে বসেছে।জায়ানকে দেখেই আলিফা চিন্তিত কণ্ঠে বলে,’ ভাইয়া?আরাবীর কি হয়েছে?ওকে কেমন যেন দেখাচ্ছে।আমি এতোবার জিজ্ঞেস করলাম কিছু বলছেও না।বলে কিছু হয়নি।’

জায়ান নিস্তেজ হয়ে থাকা আরাবীর দিকে একবার তাকিয়ে।তারপর আলিফার প্রশ্নের জবাব দেয়,’ ওর শরীরটা একটু খারাপ।মাথা ব্যথা।তাই আমি ওকে নিয়ে বাড়ি ফিরছি।তুমি চিন্তা করো না।আমি আছি তো।আর আমি আর আরাবীই চলে যাচ্ছি বাকিরা থাকবে।তোমার আম্মু দেখলাম রাতের খাবারের ব্যবস্থা করছেন।তাই আমি সবাইকে ডিনার সেরে তারপরেই আসতে বলেছি।এখন অনুমতি দেও।’

আরাবী অসুস্থতা জেনে আলিফা আর না করল নাহ।জায়ান ইফতিকে বলল সবাইকে সাবধানে বাড়ি নিয়ে ফিরতে।তারপর আরাবীর কাছে আসল।ধীর স্বরে ডাকল,’ আরাবী,উঠ।বাড়িতে ফিরব আমরা।’

আরাবী চোখ খুলে তাকাল।স্থির চোখজোড়ায় যেন রাজ্যের ক্লান্তি।জায়ান আরাবীকে উঠতে সাহায্য করল।জায়ান বলে,’ যাওয়ার সময় ডক্টর দেখিয়ে যাব।’
‘ কোন কিছু করা লাগবে না।প্লিজ আমি কোন ডক্টরের কাছে যেতে পারব নাহ।ক্লান্ত লাগছে।বাড়ি ফিরতে চাই আমি ব্যস।’

আরাবীর কথা আর ফেলতে পারল না জায়ান।তাই আরাবীকে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হলো।

#চলবে____________
ভুলত্রুটি ক্ষমা করবেন।