অবৈধ বাচ্চা পর্ব-০৫

0
662

#গল্পঃঅবৈধ_বাচ্চা
#লেখক_আরিয়ান #আরিয়ান
#পর্ব_৫

|
|
~~~~~~~~~~~~~~বাবা তেমন কিছু হচ্ছে না আমাদের মধ্যে যা আছে একটু কথা হচ্ছে বলতেছি ভাবির সাথে “” ও আচ্ছা একটু ঝগড়া মনে হল যে তোমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আরে বাবা তা না এমনি একটু কথা বলছিলাম। বাবাই বলে চলে গেলেন আমাদের এখান থেকে তখন আবার ভাবিকে বললাম । ভাবি সত্যিই আমি আপনার কষ্টটা বুঝতে পারছি আর আমার জন্যই সব এত কিছু শুনতে হচ্ছে আপনার?
আরে পা*গল সেটা বড় কথা না। একটা নারীর বিয়ের পরে সব থেকে বড় খুশি হয় কিসে জানো?
|
|
|

আরিয়ান তখন বলল সেটা তো হয়তোবা আমি জানিনা ভাবি।
ভাবি তখনই বলল বিয়ের পরে একটা মেয়ের সবচেয়ে খুশির বিষয় হলো মা হওয়া। আর এই মা হওয়াতে আমার সব থেকে মনে করে তোমার অবদান টা বেশি। আমি কোন বৈধ- অবৈধ বুঝিনা। আমি মা হতে পেরেছি এটাই সব থেকে বড় খুশির বিষয়। আর তুমি বাইরের কেউ না তুমি আমারি দেবর।
¡
¡
¡
তারপরেও ভাবি আপনাকে যেভাবে ভাইয়া কথা শোনাচ্ছে এটা আমি মেনে নিতে পারছি না। আরে পাগল কিচ্ছু হবে না তোমার ভাইয়া জানতেও পারবে না এটা তোমার বাচ্চা। তোমার ভাইয়ার সমস্যা এটা হয়তো বা সে জানাই নাই আমার। তার সব থেকে বড় ভুল।

;;;;;;;আর তুমি যেটা করেছ ভালো কিছুই করেছ। আরিয়ান এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তুমি তোমার রুমে চলে যাও তোমার ভাইয়া এখনই চলে আসবে কিন্তু!!!!

ভাবির সাথে এই বলে আমি চলে এলাম আমার রুমে। আমি সত্যি চিনতে তো আমার একটা ভুলের কারণে ভাবীর কত কথা শুনতে হচ্ছে। আমি যদি তার রুমে না যেতাম তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। কিছুক্ষণের মধ্যেই ভাইয়া চলে আসলো বাড়িতে। তার হাতে ব্যাগ ভরা মিষ্টি থাকলেও কিন্তু তার মনটা খুব খারাপ মনে হচ্ছে। সে খুব সন্দেহ করতে লাগলো ভাবী কে। গল্পের লিংক ও রিভিউ আলোচনা
|
|
|
সন্দেহ হওয়ার কথাই যেখানে ভাইয়ার সমস্যা আর বাচ্চাটা কিভাবে আসলো। আরেকটা কথা ভাইরা কিন্তু ভাবিকে প্রচন্ড ভালোবাসতো। এই কারণে ভাবিকে কিছু বলে নাই সে কখনো বাবা হতে পারবে না। সে ভাবতো যদি এ কথাটা বলি ভাবি ছেড়ে চলে যায়।

ভাইয়া বাড়িতে এসে আমাকে ডাক দিল আরিয়ান তুই কোথায় একটু আমার কাছে আয়। ভাইয়া যখন ডাক দিল আমি সত্যি ভয় পেয়ে যাচ্ছি।
ভাইয়া আমাকে সন্দেহ করে নাই এখনো পর্যন্ত কিন্তু আমাকে ডাক দিলেই আমি ভয় পেয়ে যাচ্ছি।

~~~~~~ভাই আবার না বলে ফেলে এই সন্তানের বাবা কি তুই?
নিজের মধ্যে খুব ভয় কাজ করতেছে।
ভাইয়া ডাক শুনে আমি ভাইয়ার কাছে আসলাম।
আর বললাম ভাইয়া আমাকে ডেকেছো?
ভাইয়া তখন বলল হ্যা তোকে আমি ডেকেছি।
আচ্ছা আরিয়ান তুই তো সবসময় বাসায় থাকিস?
জি ভাই আমি তো সবসময় বাসা থেকে এখন তো ক্লাস নাই কারণে ক্লাসে যাই না।

একটা ফ্রি মাইন্ডে কথা বলব তুই সত্যি জবাব দিবি?
আচ্ছা ভাই আপনি বলেন কি বলতে হবে।
তখনই ভাইয়া বলল এ কথাটা শুধু তুই আর আমি জানবো আর কোন তৃতীয় ব্যক্তি এ কথাটা যেন না জানে।
|
|
|
আচ্ছা ভাইয়া বলেন।
তখনই ভাইয়া বলল তোর ভাবীর সাথে কেউ কি দেখা করতে আসে বা তোর ভাবীর কোথাও বের হয়?
আমি তখনই বললাম কই না তো ভাবি তো কোথাও বের হয় না এবং কোন লোকও আসেনা ভাবির কাছে।
আরিয়ান সত্যি বলছিস?

জি ভাইয়া সত্যি বলছি।
তখন আমি আবার বললাম ভাইয়া কোন কিছু হয়েছে নাকি?
ভাইয়া বলল না এমনি তোকে জিজ্ঞাসা করলাম।
আরিয়ান আমি আবারো বলতেছি তোর ভাবি কোথাও যাই নাকি আমি যখন বাড়িতে না থাকি?
আমি বললাম না ভাইয়া ভাবি কোথাও যায় না।

ভাইয়া যখন এ কথা বলছিল আমি সত্যিই হতম্ব হয়ে যাচ্ছিলাম মানে ঘাবড়ে যাচ্ছিলাম। যাইহোক ভাইয়া আমাকে সন্দেহ করে নাই। কিন্তু করে নাই সন্দেহ করতে কতক্ষণ সময় লাগে যেহেতু ভাই আর কখনো বাবু হতে পারবেন না আবার ভাবির পেটে সন্তান।
তারপর ভাইয়া আবার যেন কি বলতে যাবে তখনই!!

#চলবে