#গল্পঃঅবৈধ_বাচ্চা
#পর্ব_৭
#লেখক_আরিয়ান #আরিয়ান
।
।
।
——-আরিয়ান তুই কি করছিস এখানে ?
কই তেমন কিছু করছি না মা।
ভাবি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে গিয়েছিল। তুমি রুমেই ছিলে এবং শুয়েছিলে। এজন্য তোমাকে ডাক দেই নাই। এত কষ্ট করে রুম থেকে আসবে। এজন্য আমি ভাবি মাথায় পানি ঢেলে দিয়েছি।
~~~~আম্মা তখন প্রশ্ন করলো সেটা না হয় আমি বুঝলাম কিন্তু এটা তোর বড় ভাইয়ের বউ আর তুই এভাবে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিস কেন?
আম্মা তেমন কিছু না পানি ঢেলে দেওয়া শেষ করে । ভাবির মাথায় হাত বুলিয়ে দিলে ভালো লাগবে এই কারণে ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম।
~~আচ্ছা তুই এখনই তোর রুমে চলে যা। তখনই ভাবি বলে উঠলাম আম্মা কোন কারণে তুমি আরিয়ানকে বকা দিচ্ছ। আরিয়ান খুব একটা ভদ্র ছেলে সেটা তুমি ভালো জানো?
_____হয়তোবা তোমার সন্তান হতে পারে কিন্তু আমার কিন্ত দেবর।আর এই বাড়ির আমি একজন বউ। বৌমা তুমি চুপ করো আমি বুজতে পারছি।
আচ্ছা ভাবি তুমি কি শুরু করলা আম্মার সাথে?
আরে আমি যেটা বলছি সেটা সত্যই তো বলতেছি। কি এমন খারাপ কথা বলতেছি বলো?
আচ্ছা যাই হোক এই বিষয় নিয়ে আর কোন কথা বলার দরকার নেই আমি আমার রুমে চলে গেলাম।
_____আম্মাও তার রুমে চলে যাবে তখনই ভাবিকে বললেন। তোমার আম্মু আসার কথা ছিল কত দূর কিছু জানো নাকি। ভাবি তখন বলল হ্যাঁ আম্মা অলরেডি রাস্তায় আছে উনি খুব শীঘ্রই আমাদের বাড়িতে পৌঁছে যাবেন। যখন এই কথাটা বললাম আম্মা অনেক খুশি হলেন অনেকদিন পরে আমার মা আমার শ্বশুর বাড়িতে আসতেছে। এর আগে এসেছে কিন্তু এতটা খুশি হন নাই আমার শাশুড়ি আম্মা। কারণটা আপনারা হয়তো বুঝতেই পারছেন। আমার দীর্ঘদিন ধরে সন্তান হয় না। নানান লোকে নানান কথা বলেছেন আমার শ্বশুর শাশুড়িকে। কিন্তূ তারা জানতো না যে তাদের ছেলের সমস্যা ছিল।
।
।
।
_______এই কথা বলতে বলতে আমার মা আমাদের বাড়িতে চলে আসলো। মায়ের হাতে ব্যাগ ভরা মিষ্টি আরো অনেক ফল এবং মাছ মাংস। আমার বাচ্চা হবে এই কথা শুনে এত কিছু সে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। তখনি আমার শাশুড়ি আম্মা বললেন কে এসেছে তোমার মা নাকি? আমি বললাম জি আমার মা এসেছেন। এই কথাটা শুনে রুম থেকে আমার মায়ের বুকে জড়িয়ে খিল খিল করে হাসতে লাগলো।
।
।
।
আর তারা দুজন বলতে শুরু করল বিন আমি এখন থেকে নানী হতে চলেছি আর তুমি দাদি। এই কথাটা শোনার জন্য কতদিন আমরা অপেক্ষায় ছিলাম। জি বিয়েন সত্যি কথা টা বলেছেন। আমাকে যে কত মানুষ কত রকম কথা বলেছেন। সেটা হয়তো আপনি জানেন? হ্যাঁ জানি আমারও অনেকে অনেক কথা শুনিয়েছেন বিয়াইন। তখন আমার শাশুড়ি আম্মা বললেন বৌমা তোমার কিছু করা লাগবে না। আমরা দুই বিয়ান আছি রান্না যা করা লাগবে আমরাই করে নেব। তুমি রেস্ট নাও। তোমার কোন কাজ করতে হবে না।!
!
!
আসলে কি বলবো ভাষা খুজে পাচ্ছি না আগেও আমার সাথে আমার শাশুড়ি আম্মা কতটা নাই খারাপ ব্যবহার করিয়েছিলেন। এখন সব ভুলে গিয়েছে কারণ ওই যে আমার পেটে বাচ্চা। এই বাচ্চার জন্য কত মানুষ কত রকম কথা শুনাইছে। সেটা হয়তোবা আমি ভুলে যেতে পারবো না। আমার পেটে এটা অবৈধ সন্তান হইলো। তবুও আর কেউ বলতে পারবে না তুই একটা বাইজু মেয়ে। অনেকের আঞ্চলিক ভাষা বলে অপয়া।!
এখন আমি সত্যিই সবার কাছে খুশির একটা পাত্রী। কতটা আদর করতেছে সবাই আমাকে নিয়ে ওদিকে আমার মা এবং আমার শাশুড়ি আম্মা রান্নাঘরে গেছেন রান্না করতে। আমি আস্তে আস্তে আরিয়ানের ঘরে ঢুকে গেলাম। আরিয়ান আমাকে দেখে বলে উঠলো তুমি কেন এসেছ আমার রুমে?
দেখলে না এমনিতেই আম্মা সন্দেহ করে ফেলেছিল। সমস্যা নেই আমার মা দুজনেই রান্না ঘরে আছে। তোমার এই নিয়ে টেনশন করা লাগবে না । আরেকটু মাথাটা টিপে দিবা আরিয়ান?
তোমার হাতটা এত নরম সত্যি বলতে আমার খুব ভালো লাগছিল তুমি যখন মাথায় আমার হাত বুলিয়ে দিচ্ছিলে। আর এই বাচ্চার বাবা তো তুমি সেটা তুমি ভালোই জানো?
হ্যা জানি এই বাচ্চার বাবা আমি সেটা আমি অস্বীকার করতে পারবো না। রুমের ভিতরে কথা বলতেছি ভাবি আর আমি বাইরে থেকে ভাবির মা আমাদের দুজনকে দেখে ফেলেছে। সে কিছু বলতে যাবে!
তখনই ভাবি বলল তুমি এখানে কেন এসেছ?
আমার শাশুড়ি আম্মা কোথায়?
মা তখন বলল তোর শাশুড়ি রান্না ঘরে রান্না করতেছে।
আচ্ছা মা তোমার কিছু লাগবে নাকি বলো আমাকে?
মা তখন বলল না আমার কিছু লাগবে না। গ্যাসের ট্যাবলেট টানতে ভুলে গেছি। তোর কাছে কোন গ্যাসের ট্যাবলেট আছে?
আরিয়ান তখন বলে উঠলো হ্যাঁ মাওই মা আমার কাছে আছে।
আচ্ছা বাবা তাহলে আমার একটা গ্যাস্টিকের ট্যাবলেট দাও। বুক টা কেমন ব্যথা করতেছে। কিছুক্ষনের মধ্যে মাকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিল আরিয়ান।
তারপর মা গ্যাস্টিকের ট্যাবলেট টা নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। মধ্যে আমার শাশুড়ি মা প্রশ্ন করল আমার মাকে কোথায় গিয়েছিলেন?
তখন আমার মা বলল হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা করছিল তো এজন্য গ্যাস্ট্রিকের টেবলেট আনতে গিয়েছিলাম।
তো বিয়েন পেয়েছো ও গ্যাস্ট্রিকের ট্যাবলেট?
হ্যাঁ পেয়েছি বাবা আরিয়ান এর কাছাকাছি ছিল।
যদি না থাকতো আমার যে কি হতো বলে বোঝাতে পারবো না বিয়েন আমি তোমাকে। আচ্ছা যাই হোক তুমি গ্যাস্টিকের টেবলেট টা খেয়ে নাও আগে।
জি বিয়েন।
কিছু বলতে যাবে আমার শাশুড়িকে আমার মা আমার এবং আরিয়ান কে নিয়ে তখনি আমি রান্না ঘরে চলে আসলাম।
#চলবে