আঁধারিয়া অম্বর পর্ব-১৯

0
1184

#আঁধারিয়া_অম্বর
#সুরাইয়া_সাত্তার_ঊর্মি
১৯।

১২ বছর আগের কোনো এক দিন….

পরন্ত বিকেলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেলে-দুলে শ্যামা প্রাইভেট পড়ে, ফিরছিলো বাসায়। মুখে তার বরাবরের মতো ললিপপ। স্কুল ড্রেস আর দুই বেনুনিতে একটা কিউট পুতুল যেন। ছোট থেকেই শ্যামা ছিলো খুব সুন্দরী। যেখানেই যেত, ছেলেরা তার দিকে তাকাবে না? তাকে কি হয়?

শ্যামা যখন বাসার কাছে তখনি কিছু পা এসে দাঁড়ালো তার পথ আটকায়। শ্যামা চমকে উঠে। চারিদিকে তখন আবাছা অন্ধকার ঘনিয়ে আসচ্ছে। হয়তো বৃষ্টির আগাম বার্তা দিচ্ছে। শ্যামা ভয়ে ভয়ে মাথা তুলে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেছিলো। এ যে আর কেউ না, রিদ আর তার বন্ধুরা। শ্যামা শুকনো ঢুক গিললো। কটা দিন আগে হলে হয়তো শ্যামার কাছে ভালো লাগতো। কিন্তু এখন? শ্যামার মনে ভয় হচ্ছে। গভীর ভয়। রিদের চোখে মুখে অদ্ভুত অভিব্যক্তি দেখে গা শিউরে উঠছিল শ্যামার।

সব মেয়েদের মতোই ছিলো শ্যামা চোখে স্বপ্ন, একজন রাজকুমার আসবে, পালকি করে নিয়ে যাবে। শ্যামা ভেবেছিলো, সেই সময় রিদ তার রাজকুমার। কিন্তু রিদের সাথে রিলেশন হওয়ার ১ বছরেই তাদের ব্রেক আপ হয়ে যায়। তেমনি একটি দিন ছিলো আজ.. রিদের সাথে আজ তিন দিন হয়েছে শ্যামা সম্পর্ক ছিন্ন করেছে। এতে যে সে শান্তির শ্বাস ছাড়লো। রিদ সব বিষয়ে শ্যামার উপর অধিকার খাটাতো, বকা ঝকা করতো, ছোট করতো। হাঁপিয়ে উঠে ছিলো শ্যামা এই সম্পর্কে । কিন্তু সেদিন অতিরিক্ত করেছিলো রিদ….

শ্যামার সাথে রিদের কথা হতো ফোনে। একদিন হুট করেই বলে বসে রিদ,

” শ্যামা তোমার ওই লাল ঠোঁটের স্পর্শ চাই!”

শ্যামার এমন কথায় কেমন মিয়ে যায়। শ্যামা সব সময় বলতো,

“আমরা যা করবো, বিয়ের পরে!”

কিন্তু রিদ নাছোড় বান্দা। যে করেই হোক সে শ্যামাকে ছুঁতে চায়, স্পর্শ করতে চায় তার শরীর। কিন্তু শ্যামা এই ব্যপার টা এড়িয়ে গেলেও, ইজহানদের ফেয়ার অয়েলের দিন আর পারেনি। সেদিন রিদ শ্যামাকে ক্লাস রুমে আসতে বলে গিফট দিবে বলে। আর শ্যামা সেখানে যায়। সে ভাবতেই পারেনি রিদ এমন কিছু করবে। শ্যামা যখন ক্লাসে প্রবেশ করলো? দেখলো রিদ তার দুই বন্ধকে নিয়ে বসে আছে ফাঁকা ক্লাসে। শ্যামা আমতা আমতা করে বলল,

“কি জন্য ডেকেছো?”

রিদ তখন শ্যামার দিকে হেটে আসে, হাতে একটি গিফট বক্স। পুরো স্কুলের স্টুডেন্ট হলে উপস্থিত। তাই এদিকে কেউ নেই। শ্যামার ক্ষানিকটা ভয় ভয় করছিলো। রিদ যখন তার দিকে এসে, বক্সটি হাতে দিয়ে বলে,

“এটা তোমার জন্য শ্যামা।খুলে দেখো!”

শ্যামার চোখে মুখে খুশি ঝিলিক দিয়ে উঠলো। নিজের বয়ফ্রেন্ডের কাছ থেকে পাওয়া গিফট কেই বা না পছন্দ করে? শ্যামা খুশি হয়ে বলল,

” থ্যাঙ্কু ইউ!”

রিদ হাসলো একটু। তারপর চোখের ইশারায় বন্ধু গুলো বেড়িয়ে যেতে বলল এবং তার শব্দহীন পায়ে ক্লাস থেকে বের হয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয়। এতেই চমকে উঠে শ্যামা। রিদ তখন বাঁকা হেসে শ্যামা কাছে এগিয়ে গেছিলো। এক হাত শ্যামার গালে রেখে অন্য হাতে শ্যামার নরম পাতলা কোমরে হাত রেখে কাছে টেনে জড়িয়ে ধরে ছিলো। শ্যামা সেদিন অস্বস্তিতে কাঠ হয়ে গেছিলো। মাথা যেন হ্যাং হয়ে যাচ্ছিলো শ্যামার। কিশোরী বয়সে প্রথম কোনো ছেলের স্পর্শ পেয়েছিলো শরীরে। কিন্তু রিদের স্পর্শ কেন জানি, শ্যামাকে বড্ড জঘন্য মনে হয়ে ছিলো। এদিকে রিদ যেন আকাশের চাঁদ হাতে পেয়ে ফেলেছিলো। সে শ্যামাকে সেই অবস্থাতেই চুমু খাবার জন্য ঠোঁট বাড়াতেই, শ্যামা নিজের সর্বশক্তি দিয়ে এক ধাক্কা মেরেছিলো। রিদ তখনি মাটিতে পরে যায়। এতে রাগ আরো দিগুণ বেড়ে যায় রিদের। কিড়মিড় করে এক বিশ্রি গালি দিয়ে শ্যামার কাছে যেতে নেয় তখনি শ্যামা রিদের মাথায় তার গিফট করা কাঁচের তাজমলটি ছুঁড়ে মারে। এবং রিদের গাল কেঁটে রক্ত বেড়িয়ে আসে। রিদ সেদিন ব্যথায় এক হাতে গাল চেপে গগনবিদারী চিৎকার করতে থাকে। তার চিৎকারে, বাহিরে দাঁড়িয়ে থাকা তার বন্ধু গুলো এক প্রকার ছুটে আসে। শ্যামা সেদিন ভয়ে পালিয়ে যায়। এর পর থেকেই শ্যামা ওর ফোন আর ধরতো না, কোনো যোগাযোগ ও করতো না। কিন্তু রিদ তাকে হুমকি দেয়া ছাড়ে নি। মেসেজে হুমকি দেয়া শুরু করে দিলো। তাতে শ্যামা ভয়ে ফোনের সিম ভেঙ্গে ফেলে। বাসা থেকেও বের হওয়া বন্ধ করে দেয়। এক প্রকার গুটিয়ে নিয়েছিলো নিজেকে। কিন্তু কে জানতো? তার জন্য এর থেকে বড় কিছু অপেক্ষা করছে…

শ্যামা এবার ভয়ে ভয়ে বলল,

“তুমি…! তুমি না চলে গেছো?”

রিদের গালে বেন্ডেজ করা। রাগে গজ গজ করছে। বলল,

” তোমাকে এত সহজে ছেড়ে দিবো? ভাবলে কিভাবে?”

শ্যামার কিশোরী মুখ তখন কাঁদো কাঁদো। সে কখনো ভাবতেও পারেনি, এমন একটি ছেলে তার প্রথম ভালোবাসা ছিলো। শ্যামা বলল,

“দেড়ি হয়ে যাচ্ছে আমাকে যেতে দাও!”

রিদ এবার চেচিয়ে বলল,

“তুই আমার থেকে কখনো ছাড় পাবিনা!”

বলেই শ্যামার হাত মুচড়ে ধরেছে রিদ। ম্যামা ব্যথা চিৎকার করে বললো,

“ছাড়ো আমাকে!”

রিদ হাসলো। ভয়ংকর হাসি। শ্যামা এতটুকু বুঝতেই পারছে, রিদ তার সাথে আজ বাজে কিছু করতে চাইছে! তার উপর এখন চারিদিকে ঘন কালো অন্ধকার। থেকে থেকে গুড়ুমুড় শব্দ করছে আকাশে৷ বৃষ্টি হবে ভেবে রাস্তা ঘাট, পথ ফাঁকা। এই সুযোগটাই যেন কাজে লাগিয়েছে রিদ। শ্যামা আশেপাশে বার বার দেখতে লাগলো। দোয়া করতে লাগলো, কেউ আসুক তার সাহায্যের জন্য। কিন্তু কেউ নেই এই পথে। শ্যামা কেঁদে দিলো, চোখের জলে ভিজে যেতে লাগলো তার টমেটোর মতো গাল দুটি। মায়া হলো না যেন এত বিন্দু ফোঁটা -ও। টেনে নিয়ে যেতে লাগলো পথের ধারের ভাঙ্গা, পোড়া একটি বাড়িতে। ততক্ষণে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ম্যামার জামা লেপ্টে গেছিলো তার বাড়ন্ত শরীরের সাথে। রিদের চোখে মুখে তখন অন্য কিছু। শ্যামা সেদিন বার বার নিজেকে দোষারোপ করেছিলো, কেনো? কেনো এই ছেলেটিকে সে ভালোবেসে ছিলো?

কিন্তু…. কিন্তু আল্লাহ যেন তার দিকে চোখ মেলে চাইলো। পর তিনটে গাড়ি এদিকে আসতে দেখে রিদ ভয় পেয়ে গেলো। গাড়িটি আর কারো না.. ইজহানের দাদি আলিয়ার ছিলো। তখন উনি ছিলেন এই এলাকার নেত্রী। ভয় পেতো সবাই তাকে।

আলিয়ে একটি মিটিং থেকে ফিরছিলো। পথের ধারে একটি মেয়েকে কিছু ছেলের সাথে দেখে তার চিন্তে অসুবিধা হলো না মোটেও এটি আজিজুল হকের মেয়ে। আর হুমায়ুন চৌধুরীর ছেলে। কিন্তু তারা এখনে শ্যামার সাথে এমন ব্যবহার কেন করছে? ভাবতেই গাড়ি থেকে নেমে তাদের সামনে আসে আলিয়া। সুন্দর প্রগাড় কন্ঠে কঠিন ভাবে প্রশ্ন করেন,

” রিদ? শ্যামার সাথে জোরাজোরি কেন করছো?”

রিদের রাগ যেন বাড়ছিলো। তৃতীয় ব্যক্তির নাক গলানো দেখে রেগে বলল,

“নান ওফ ইউর বিজনেস! ”

আলিয়া বুঝতে পেড়ে গেছিলো, বেয়াদব রিদ কি করতে চায়ছে। সে শ্যামার কাঁদো কাঁদো ফোলা মুখটা দেখে বলল,

“শ্যামা গাড়িতে বসো৷”

শ্যামা মাথা সম্মতি দিয়ে তাই করতে গেলো, রিদ ছাড়লো না উল্টো আরো চেপে ধরলো। তখনি আলিয়ে তার গার্ডসদের ডেকে বলল,

“এই ছেলেটিকে পুলিশ স্টেশনে নিয়ে যাও । , ”

এ পর্যায় রিদের চোখে মুখে ভয়ের ছাপ দেখা গেলো। রিদের বাবা হলেন বড় এডভোকেট। যত ঝামেলাই রিদ করতো না কেন? তার বাবা সামলে নিতো সব সময়। কিন্তু, আলিয়া যদি, কিছু করে? তাহলে হুমায়ুন নিজে-ও কিছু করতে পারবে না। সেদিন শ্যামা বেঁচে তো গিয়েছিলো। কিন্তু ইজহান যে এই মেয়েকে পছন্দ করতো, তাও আলিয়া জানতো।কিন্তু সে পছন্দ করতো না মেয়েটিকে। বরাবরই মেয়েটিকে তার কাছে উশৃংখল, উড়নচণ্ডী, ঠোঁটকাটা স্বভাবের মনে হয়েছে। তাও আবার আজকে এমন এক পরিস্থিতিতে দেখে আরো খারাপ ধারণা তৈরি হয়েছে। এই মেয়েটিকে কখনোই মেহরাব বাড়ির বউ করবেন না তিনি। সেদিন না পেরে কিছু তিক্ত কথাই বলেছিলেন আলিয়া,

” এভাবে শরীর দেখিয়ে চললে তো ছেলেরা ঘুর ঘুর করবেই। তোমাদের মত মেয়েদের লজ্জা থাকা উচিত! বাবা-মা সারাদিন টাকার পিছনে ছুটে, মেয়ে কি করছে না করছে? কোনো খেয়াল নেই!”

শ্যামা গাড়িতে বসে শুধু চোখের জল ফেলেছিলো। মনে মনে শুধু বার বার বলছিলো, ককনো যেন এই দজ্জাল মহিলার সাথে আর তার দেখা না হোক। অথচ ভাগ্যের কি পরিহাস। ওই দজ্জাল মহিলা আজ তার দাদি শাশুড়ী।

————

কোনো এক বন্ধ ঘরে চোখ, মুখ, হাত পা বাঁধা অবস্থায় শ্যামা। কানের মাঝে ভেসে আসচ্ছে জাহাজের শব্দ আবার থেকে থেকে আসচ্ছে পাখিদের মিষ্টি কন্ঠ। শ্যামা নিজের হাতের বাঁধন খুলতে চেষ্টা করছে। কোথা সে? তার ছোট বোনটি কোথায়? জান্নাতের কোনো ক্ষতি হলো নাতো??
শ্যামার মাথার মাঝে হাজারো চিন্তার ভিড়ে একটি পুরুষালী কন্ঠ ভেসে এলো। শ্যামা কান খাড়া করে শুন্তে লাগলো সেই আগুন্তক কথা…

“তোমার অপেক্ষায়,
পাড় হলো দিন,
পার হলো মাস,
পাড় হলো বছর,
শেষ পর্যন্ত উঠলো,
এক ফালি চাঁদ…
আঁধারিয়া অম্বরের বুকে…

শ্যামার গায়ের লোম দাঁড়িয়ে গেলো। পুরোনো কিছু অনুভূতি নাড়া দিলো মনে। বুকের ভেতর ডিপ ডিপ করে বাদ্য বাজাতে লাগলো হৃদপিণ্ড । বিড়বিড় করে বলল,

” সুফিয়ান…..”

চলবে,

রহস্য খুলে দিচ্ছি ধীরে ধীরে…….