আঁধারিয়া অম্বর পর্ব-২৩

0
1172

#আঁধারিয়া_অম্বর
#সুরাইয়া_সাত্তার_ঊর্মি
২৩।

রাত যতই আধাঁরিয়াই হোক… সকালের জ্বল জ্বল মিষ্টি রোধ দূরে করে দেয় এক নিমেষে। ভুলিয়ে দেয় রাতের আঁধার কতটুকু কালো ছিলো। শ্যামা বিছানায় গুটি শুটি মেরে শুয়ে। মুখের উপর পড়ছে ঝিলমিল রোদের মিষ্টি আলো। নাকে ভেসে আসচ্ছে বেলীফুলের সুভাষ…. শ্যামার ফুলের ঘ্রাণে ঘুম ভেঙে গেলো। আড়মোড়া ভেঙে চোখ খুলতেই এক মুঠো বেলীফুল দেখতে পেলো সাইড টেবিলে। সাথে গোলাপ একটুকরো কাগজ। শ্যামা ভিষণ অবাক হয়ে হাতে নিলো গোলাপি চিরকুটটা…. কাগজের মাঝ থেকে ভুড়ভুড় করে আসচ্ছে বেলীফুলের গন্ধ….

শ্যামা নাক টেনে সুভাষ নিলো। মুখে এক চিলতে ফুঁটলো হাসি। শ্যামা যখন সুফিয়ানের সাথে কথা বলতো, তেমনি একটি রাতের শেষ ভাগে কোথা থেকে যেনে ভেসে আসচ্ছিলো বেলীফুলের সুভাষ। শ্যামা এভাবেই লম্বা শ্বাস টেনে ঘ্রাণ নিয়েছিল বেলীফুলের। এবং সুফিয়ানকে আদরে আহ্লাদে বলেছিল,

” শোনো সুফিয়ান! তুমি তোমার এক ফালি চাঁদের জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে বেলীফুল নিয়ে আসবে…! যেন তোমার চাঁদ বেলীফুলের সুভাষ নিয়ে ঘুম থেকে উঠতে পারে… বুঝলে?”

সুফিয়ান প্রতিউত্তরে শুধু,

“হুম ”

বলেছিলো। তাতেই শ্যামা আত্মাহারা হয়ে এক গাদা চুমুর বর্ষণ করে বসে ছিলো ফোনের ওপার থেকে। কিন্তু শ্যামা বুঝতেও পারেনি…! সুফিয়ান দ্যা সিক্রেট বয়… তাদের বাগানে তার পরের দিনেই একটা নয় গুনে গুনে দশটা চারা গাছ লাগিয়ে ছিলো নিজ হাতে….

শ্যামা তার পুরোনো স্মৃতি থেকে ফিরে এলো। হাতে চিরকুটটির গোটা গোটা অক্ষর গুলো মিলিয়ে পড়তে লাগলো,

” একটি সুন্দর সকালের শুভেচ্ছা…
খাবার খেয়ে দেন অফিসে যেয়ো। আর আমি তোমাকে আনতে অফিসে যাবো, অপেক্ষা করো…!”

শ্যামা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইলো ইজহানের দেয়া চিরকুটটির দিকে। বুক চিঁড়ে দীর্ঘশ্বাস বেড়িয় এলো এবার তার বুক চিঁড়ে…. একটা সময় এসব কিছুর স্বপ্ন দেখতো শ্যামা.. শুধু… শুধু আজ মানুষটা ভিন্ন।

তবে…
হুটহাট ইজহানের পরিবর্তনের কারণ কি?? সে কি তার ভুল গুলো শুধরে নিতে চাইছে? নাকি এর পিছনে আছে অজানা কোনো সত্য..! নাকি এটিও তার প্রতিশোধ নিয়ার কোনো অংশ??

শ্যামা আর ভাবতে পারলো না। তার এখন শুধু নিজের মাকে নির্দোষ প্রমাণ করাই লক্ষ্য… এক মাত্র..!

এসব ভেবেই দৌড়ে রেডি হতে চলে গেলো শ্যামা। ফ্রেস হয়ে, সাদা একটি জামা গায়ে জড়িয়ে ব্যাগ হাতে নেমে এলো নিচে। ঘড়িতে তখন ৯ টা ৫ মিনিট। খাবার টেবিলে আসতেই দেখতে পেলো, আরমান, আয়ানা আর তাদের শ্রদ্ধেয় দাদীজান বসে। শ্যামাকে দেখেই আয়ানা নাক ছিকটে ফেললো। বলল,

“দাদীজান আমার খাবার শেষ আমি চললাম।”

বলেই উঠে চলে গেলেন। দাদীজান নিজেও বেড়িয়ে যেতে যেতে এক পলক শ্যামার দিক নজর বুলিয়ে বলে গেলেন,

” এ বাড়িতে থাকতে হলে… কিছু রূলস আছে মানতে হবে। মনে থাকে যেনো!”

শ্যামা চুপ করে রইলো। চেয়ার টেনে বসতেই আরমান ধারালো অথচ নরম কন্ঠে বলল,

” আপনার জন্য আমার ভাই আগে অনেক কষ্ট পেয়েছে। এবার এমন কিছু করবেন না যাতে সে কষ্ট পায়, আদার ওয়াইস… আই শুট ইউ!”

বলেই সে-ও টেবিল ছেড়ে চলে গেলো। শ্যামা আরমানের যাওয়ার দিকে চেয়ে রইলো। কিছুই ঢুকলো না তার মাথায়.. আগে কষ্ট পেয়েছে মানে কি? দু ভাইয়ের চরিত্র একই রকম। কথায় কথায় হুমকি ধামকি। এসব ভেবেই ব্রেডে কামুড় বসালো শ্যামা। তখনি পিছন থেকে জান্নাত হন্তদন্ত হয়ে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল,

” বড়পু! আমাকে একটু ছেড়ে দিবে অলরেডি অনেক দেড়িয়ে হয়ে গেছে। ভার্সিটির প্রথম দিন-ই লেট!”

শ্যামা আশ্বস্ত করে বলল,

” দিবো দিবো। এতো হায়পার হোস না। আগে নাস্তা করে নে!”

” না না আপু… প্লিজ এখন চলো। আমি কেন্টিন থেকে খেয়ে নিবো কিছু!”

“আচ্ছা বাবা আচ্ছা! ”

হেসে উত্তর দিয়ে দুজনেই বেড়িয়ে গেলো। দশ মিনিটের মাথায় জান্নাতকে নামিয়ে চলে গেলো অফিসে! এতদিন পর অফিসে যাওয়া শান্তনু রাগ রাগ চোখে তাকিয়ে এত এত কথা শুনিয়ে তার পর শ্যামাকে ছাড়লো। শ্যামা সব গিলে নিলো। চাকরিটা যে তার প্রয়োজন। ডেস্কে বসতেই সিনথিয়া নামের মেয়েটি বলল,

” এভাবে কাজ করতে থাকলে দু দিন পর তোমার জায়গায় অন্য কেউ বসবে! তাতে অবশ্যই আমারই ভালো। আমার এক বান্ধবী এপ্লাই করে রেখেছে বুঝলে… তুমি ছাড়লেই তাকে তোমার সিটে বসাবো! হুম.. বলছি কি? ছেড়েই তাও চাকরিটা!”

শ্যামা চোখে মুখে রাগ নিয়ে বলল,

” এত-ই যখন বান্ধবীর জন্য দরদ? তোমার চেয়ার টাই ছেড়ে দাও না! অন্যের সিটের উপর শকুনের মতো উৎ পেতে না থেকে!”

সিনথিয়া রেগে কিড়মিড় করে বলল,

” এক দিন তোমাকে বের করবোই এখান থেকে!”

শ্যামা তাচ্ছিল্য ছুঁড়ে হেসে বলল,

“হ্যাঁ হ্যাঁ অবশ্যই.. তবে তোমার স্বপ্নে!”

বলেই শ্যামা নিজের কাজে মনোযোগ দিলো। আর এদিকে রাগে ফোঁসফোঁস করতে লাগলো সিনথিয়া..।শ্যামা সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে পেন্ডিং কাজ গুলো শেষ করে ফেললো। দুটো প্রায় বাজে। হাতে আরো এক ঘন্টা। শ্যামা এবার একটু টান টান করে বসলো। হাত পা ব্যথা করছে তার। ঠিক তখনি শান্তনু একটি ফাইল এনে ধরিয়ে দিলো শ্যামার হাতে। এবং বলল,

” তিন দিন সময় পাচ্ছ এই কাজের জন্য। নয়তো ইউ আর ফাইয়ার!”

শ্যামা ছোট শ্বাস ছাড়লো। ফাইলটা খুলে পড়তে শুরু করলো। এখনকার পরিচিত মুখ আরিয়ান শেখের সম্পর্কে একটি গুজব… সে কি বিবাহিত? আবার অনেক জায়গায় এমন ও খবর আছে.. তার একটি বাচ্চা-ও আছে। শ্যামা এতটুকু দেখেই হতাশার শ্বাস ফেলে। কেন? কেন? তরকাদের নিজের সম্পর্কে এসব লুকাতে হয়? আর না থাকলে।। এসবের স্টেটমেন্ট দিলেই তো হয়! যে সব গুজব। তাহলে তো এত খাটতে হয় না শ্যামাকে… শ্যামা এসব ভাবছিলো। ঠিক তখনি তার পেটে তীব্র পিড়া অনুভব হতে লাগলো। চট জলদি ওয়াশরুম চলে গেলো সে। এবং চমকে উঠলো খুব। কিছুদিন আগেই তো তার পিরিয়ড শেষ হয়েছিলো। তাহলে? তাহলে এভাবে… হটাৎ ব্লাড? এর এমন ব্যথার মানে কি?”

শ্যামা ব্যথা সইতে না পেরে পাশের ক্লিনিকে এসে চেকাপ করালো। রিপোর্ট আসতেই ডাক্তার তাকে যা বললো। তাতেই বুক ফেঁটে পড়লো। কান দুটি লাল হয়ে গেলো। নিজের অজানতেই জল গড়িয়ে পড়লো এক ফোঁটা। শ্যামা কাঁপা কাঁপা কন্ঠে বলল,

” আমি.. আমি.. প্রেগনেন্ট ছিলাম!”

ডাক্তার নবনিতা মাথা নাড়লেন,

” হ্যাঁ আপনি কনসিভ করেছিলেন ২ সপ্তাহ যাবৎ। তবে…!”

“তবে!”

“মিসক্যারেজ হয়ে গেছে আপনার।”

শ্যামা কান্না জড়িত কন্ঠে বলল,

” কিন্ত কেনো?”

ডাক্তার কিছুক্ষণ চুপ রইলেন। তারপর শ্যামার হাতের উপর হাত রেখে হালকা চাপ দিয়ে বলল,

” আপনার শরীরে আমরা এম এম কিট খুঁজে পেয়েছি। যেটি খেলে বাচ্চা নষ্ট হয়ে যায়..!”

শ্যামা অবাক হয়ে বলল,

“কিন্তু আমি.. আমি এমন কোনো ঔষধ খায় নি!”

ডাক্তার বললেন,

“আপনি নিজ থেকে না খেলে-ও কেউ তো আপনার শরীরে যে কোনো ভাবে এটি পুষ করেছে।”

শ্যামার পুরো দুনিয়া যেন উল্টে পাল্টে যেতে লাগলো। নিজের পেটের মাঝে হাত বুলিয়ে কান্নায় ভেঙে পড়লো৷ সে জানতেও পারলো না? তার বাচ্চা দুনিয়ায় আসার আগেই হারিয়ে গেলো? শ্যামা কি করবে এখন? এই খবর কি সে ইজহানকে দিবে? কারণ এই বাচ্চার পিতা তো… সে। শ্যামা খুব কষ্ট সামলে নিয়ে অফিসে আবার ছুটে গেলো। এক ঘন্টা ব্রেক নিয়েই এসেছিলো সে। অফিসে বসে আর মনোযোগ দিতে পাড়লো না কাজে। হাতে রিপোর্টের দিকে বার বার চোখ বুলিয়ে যেতে লাগলো। ভাবতে লাগলো কে সেই নিকৃষ্ট মানুষ? যার জন্য আজ তার বাচ্চা এই পৃথিবীর মুখ দেখতে পেলো না? আর যাই হোক কোনো মাকি তার সন্তান হারিয়ে যাওয়ার কষ্ট সইতে পারে? শ্যামা কাউকে ছাড়বে না।

ঘড়ির কাঁটার সময় অতিবাহিত হতে লাগলো। পাঁচটার কাঁটা টিক টিক করে বেজে উঠতেই শ্যামার ফোনে মেসেজ এলো,

“আমি অপেক্ষা করছি!”

শ্যামা মন মরা হয়ে রিপোর্ট গুলো তুলে নিচে হাটা ধরলো। সামনেই ইজহানের কালো গাড়িটি দাঁড়িয়ে আছে। শ্যামা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেলো সেখানে। গাড়িতে উঠে ভয়ে ভয়ে তাকালো ইজহানেরর শুভ্র মুখ, আর শক্ত চোয়ালের মিষ্টি হাসির দিকে। শ্যামা রিপোর্ট কার্ড গুলো শক্ত করে ধরে ইজহানকে বলতে চাইলো তার মৃত বাচ্চার কথা কিন্তু, অজানা ভয়! অজানা আশঙ্কায় থেমে গেলো। মনের মাঝে প্রশ্ন উঁকি দিলো,

“আচ্ছা? ইজহান যদি বাচ্চাটা না চাইতো? তখন… তখনি কি হতো?”

শ্যামা এবার রিপোর্ট গুলো পার্সে লুকিয়ে ফেললো। তখনি ইজহানের ঝংকার তুলা কন্ঠ ভেসে এলো,

“কেমন কাঁটলো আজ তোমার দিন?”

শ্যামা চকিতে তাকালো ইজহানের হাসোজ্জল মুখের দিকে। অল্প আওয়াজে বলল,

” ভা..লো!”

ইজহান প্রতিউত্তরে আবার হাসি দিলো। শ্যামা কিছু ভেবো তখন বলল,

“আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি?”

ইজহান মাথা নেড়ে সম্মতি দিলো। শ্যামা বলল,

” আ.. মি য.. দি কখনো কনসিভ করি তখন?”

ইজহান খানিকক্ষণ চুপ করে রইলো। তারপর বলল,

——-

চলবে,