আঁধারিয়া অম্বর পর্ব-৩০

0
1212

#আঁধারিয়া_অম্বর
#সুরাইয়া_সাত্তার_ঊর্মি
৩০।

“তুমি কি আমার সুফিয়ান? ”

ছল ছল চোখে আবাক হয়ে শ্যামা বলল, ইজহানের উদ্দেশ্যে। বাহিরে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে। পাকা দালানের দেয়াল চুয়ে চুয়ে জমা হচ্ছে সামনের অস্থায়ী গর্তটায়। থেকে থেকে আকাষের বুক চিঁড়ে মেনে যাচ্ছে ভয়ঙ্কর চিৎকার। মাথার মধ্যে হাজারটা প্রশ্ন কিলবিল করছে শ্যামা। অবাক, বিস্ময়ে বুঁদ হয়ে চেয়ে আছে একটি প্রশ্নের উত্তরের আশায়…!
সেকি সত্যি তার সুফিয়ান? সে কেন তাহলে সেদিন এলো না? কেন এত দিন তার চোখের সামনে থাকা সত্ত্বেও বললোনা? সেই তার আঁধারিয়া অম্বর! আচ্ছা… আচ্ছা এটা-ও কি তার প্রতিশোধের অংশ না-কি? শ্যামা শুকনো ঢুক গিললো। বুকের ভিতরে তীব্র ব্যথায় হচ্ছে। মাথার নার্ভ গুলো এবার বুঝি ছিঁড়েই যাবে। শ্যামার আবারো মৃদুস্বর ভেসে এলো,

” তুমি কি আমার… সুফিয়ান?? প্লিজ টেল মি দ্যা ট্রুথ!”

ইজহানের দাম্ভিক মুখখানায় বিষন্নতার ছোঁয়া। মাথার মাঝে চলছে অগণিত বুলি। ম্যামাকে সে কি বলবে? হ্যাঁ বলবে? না- কি না বলবে? তার থেকে বড় কথা… শ্যামা জানলো কিভাবে? ইজহান-ই সুফিয়ান?

বৃষ্টির প্রতিফলিত ধারা বেগ বাড়ছে। ভাসিয়ে নিয়ে যাচ্ছে শ্যামাদের দাঁড়ানো জায়গাটি-ও। এখনো দাঁড়িয়ে আছে তারা বাহিরের গাড়ি পার্কিং এর জায়গায়। ইজহান আড় চোখে একবার তাকালো মেয়েটির দিকে, সাদা ছিমছাম একটা জামা গায়। ওরণার কোনা এক পাশে বেশি ঝোলার ফলে বৃষ্টির পানি ছুঁইছুঁই। চোখের নিজে কালো দাগ, গত দুদিন বুঝি মানুষটি এক ফোঁটা-ও ঘুমোয় নি? কেমন যেন বিধস্ত দেখাছে শ্যামাকে। সুন্দর মুখটা লাল টুকটুকে। ডাগর ডাগর চোখ ভর্তি করছে ছলছল জল। শ্যামা ইজহানকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তার দামি সুটের কলারে ধরে ঝাকিয়ে বলল,

” কথা বলো… প্লিজ বলো.. কিছু! তুমি কি সুফিয়ান?”

শ্যামা হাউ মাউ করে কেঁদে বুকে মাথা রাখলো ইজহানের। ইজহানের মনের অনুভূতি গুলো মিক্সড হয়ে গেছে। কি করবে সে এই মূহুর্তে? বুকের মাঝে লুটিয়ে থাকা মেয়েটিকে-ও তার আষ্টেপিষ্টে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। শক্ত করে চেপে ধরতে ইচ্ছে করছে মাথাটা বুকের সাথে। কিন্তু কোনো অদৃশ্য শক্তি যেন পাথর করে দিয়েছে ইজহানের সমস্ত শরীরকে। ইজহান মুর্তির ন্যায় হাত দুটি শক্ত করে মুঠ করে দাঁড়িয়ে রইলো। ঠিক তখনি শ্যামা চট করে তাকালো ইজহানের দিক। ছলছল চোখের অথৈ জল গড়িয়ে পড়লো। সে ইজহানের গালে হাত রেখে আবেগ মিশ্রিত কন্ঠে বলল,

” আচ্ছা এটি তোমার প্রতিশোধের অংশ নয় তো?”

ইজহান এবার কাঠ হয়ে গেলো। শ্যামার চোখের সাথে চোখ মিলে গেলো। কিন্তু মুখ দিয়ে রা বের হতে না দেখে শ্যামা আবার বলল,

” আমার মা-,বাবার উপর প্রতিশোধ নিতেই তো বিয়ে করেছিলে আমায়? বাবা তো মারাই গেলো! মা তার নতুন সংসারে ব্যস্ত। তাহলে আমার দোষটা কোথায়? যাদের জন্য আমাকে তোমার রক্ষিতা করে রাখলে? তারা কেউ নেই-তো আমার জীবনে। তোমার প্রতিশোধের খেলাটা-ও তো শেষ হবার কথা… তাই না সুফিয়ান?”

তাচ্ছিল্য ভরা গলায় কথা গুলো বলে হাসলো শ্যামা। ইজহানের কাছ থেকে দুকদম দূর এসে শক্ত কন্ঠ আবার বললো,

” এই জন্য-ই এই জন্য-ই তুমি আবার বাচ্চাটা-ও কেড়ে নিয়েছো তা-ই তো?”

ইজহান চোখ বড় বড় করে চাইলো।বলল,

“বাচ্চা?”

শ্যামা হো হো করে হাসলো,

” কেন জানো না বুঝি? তুমিই তো দিতে আমায়… ঔষধ গুলো, ভুলে গেছো,!”

ইজহানের এবার মাথা উলোটপালোট হয়ে গেলো। এত সব কথা বার্তা জানলো কিভাবে সে? তার উপর শ্যামা প্রেগন্যান্ট ছিলো? কই জানতো নাতো ইজহান! ইজহান বলল,

” তুমি প্রেগন্যান্ট? ”

কথাটায় ইজহানের মুখ উজ্জ্বল হয়ে উঠলো। কিন্তু পরক্ষণেই শ্যামার কথায় ইজহানের মুখ ফিকে হয়ে গেলো।

” কেন তুমি মনে হয় জানতে না? না জানলে আমায় মিসক্যারেজের ঔষধ কেন খাওয়ালে।”

ইজহান আকাশ থেকে পড়লো। শ্যামার কাছে যাওয়ার চেষ্টা করতেই। শ্যামা এবার নিজেকে সংযোগ রাখতে পারলো না। কসিয়ে এক চর বসিয়ে দিলো ইজহানকে। ইজহান হতবাক হয়ে চেয়ে রইলো শ্যামার দিকে। শ্যামা আঙ্গুল তুলে শাসিয়ে বলল,

“ছুঁবে না আমায়! কি ভেবেছো? খেলার পুতুল আমি? সেই ছোট থেকে পুড়চ্ছো আমায়। আর কত… আর কত পুড়বে? কি চাও তুমি? মরে যাই আমি… এটাই তো? তো মেরে দাও একে বারে মেরে দাও আমায়। কিল মি। ”

লাষ্ট কথাটুকু শ্যামা চেচিয়ে বলে ভেজে মাটিতে বসে পড়লো। দু হাতের মুঠোয় হাত রেখে কাঁদতে লাগলো শ্যামা। ইজহানো বসে পড়লো সেখানে। শ্যামা যে তাকে অনেক বড় ভুল বুঝেছে, তা কিভাবে বুঝাবে সে। সে কেন নিজের সন্তানকে মারবে? বাবা হয়ে কেউ তার সন্তানকে ইচ্ছে করে হারাতে চাইবে? ইজহান এবার শ্যামাকে বোঝাতে চাইলো। তার চোখের কোনেও জল চলে এলো,

” শ্যামা শোনো প্লিজ, আমি তোমায় এমন কোনো ঔষধ দিনি। আমি যাষ্ট তোমাকে ভিটামিনস্ ট্যাবলেট দিতাম। তুমি অনেক দূর্বল ছিলে তাই। বিশ্বাস করো!”

শ্যামা শুনলো না ধাক্কা দিয়ে সরিয়ে দিলো ইজহানকে।চিৎকার করে বলল,

” ছাড়ো আমাকে। আর কত মিথ্যা কথা বলবে? আর কত? আর শুনতে চাই না আমি আর না। আর শক্তি নেই আমার সইতে পারবো না আর। ”

তারপর শান্ত হয়ে চোখে জল মুছে উঠে দাঁড়ালো শ্যামা। স্বগতোক্তির মতো বলল,

” তোমার প্রতিশোধ নিয়া শেষ তো? এবার না হয় আমার মুক্তি? ডিভোর্স পেপার টেবিলে রাখাছে তোমার ঘরে। আমাদের পথ এই পর্যন্তই ছিল। এখানেই সমাপ্ত। ইতি টানলাম আমি!”

বলেই শ্যামা বৃষ্টি মাথায় বেড়িয়ে গেলো ইজহানের রাজ প্রাসাদ থেকে। ইজহান কাঠ হয়ে গেছে যেন আজকে এসব কিছুতে। নিজের ভালোবাসাকে আবারো হারিয়ে যেতে দেখে ইজহান সেখানেই তার শরীরের ভার ছেড়ে দিলো। বিড়বিড় করে বলল,

” শ্যামা তাকে এত বড় ভুল বুঝলো? ”

কি করবে এখন ইজহান? কিভাবে ফিরিয়ে আনবে তার চাঁদকে? কিভাবে আবারো অবলোকিত হবে? আঁধারিয়া অম্বর?? ইজহানতো এমনটি চায়-নি, সে চেয়েছিলো শ্যামাকে বড় একটা সারপ্রাইজ দিব। এবং তখনি সে বলবে,

” আমি-ই তোমার সুফিয়ান! ”

কিন্তু তার আগেই এসব কি হয়ে গেলো?

রাতের গভীরতা বাড়তে লাগলো। শ্যামা রাস্তার পথ ধরে হেটে চলে যেতে লাগলো। বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইজহান তার সুফিয়ান যখন কথা শুনেছিলো? শ্যামা সব ভুলে ছুটে চলে আসতে চাইছিলো ইজহানের কাছে। কিন্তু যখন জানলো, সে সন্তান হারা এক মাত্র ইজহানের জন্য-ই সমস্ত শরীর রাগে থর থর করে কাঁপতে লাগলো। শ্যামা মনে করতে চাইলো দু দিন আগে একটি ঘটনা…

ইজহানের সাথে ফোনে কথা বলার পর নিজের রুমে প্রবেশ করে শ্যামা। তখনি এক আগুন্তককে দেখে থেমে যায় শ্যামা। ভ্রু জোরা কুচকে বিরক্তি নিয়ে প্রশ্ন করে,

” মেহরিন? তুমি আমার রুমে কি করছো?”

মেহরিন বিছানার উপর আরামসে বসে শ্যামাকে তাচ্ছিল্য ছুঁড়ে দিলো,

” সত্যি? এটা তোমার রুম, কই জানতাম নাতো। আমার জানা মতে, এটি তো আমার ইজহানের রুম! আর আমি তার হবু স্ত্রী, তো আসতেই পারি কিনা?”

শ্যামার শরীরে থপ করে রাগ উঠে গেলো,

” ফালতু আলাপ রাখো, ভুলে যেও না ইজহান ওল রেডি মেরিড। আর আমি তার স্ত্রী! ”

মেহরিন হাত নাড়িয়ে অলস্য ভঙ্গিতে বলল,

“রাখোতো, তুমি তার বউ নও… আনঅফিসিয়ালি রক্ষিতা। যাকে যখন তখন ইজহান ছেড়ে দিবে। এমনটাই তো লিখা ছিলো তোমাদের কন্ট্রাক্ট পেপারে। ”

শ্যামার বুকের ভিতর কামড় দিয়ে উঠলো। মেহরিনকে বলল,

” আমি ইজহানের কি তা তোমাকে বলতে হবে না। গেট আউট।”

মেহরিন এবার উঠে দাঁড়ালো। আড়মোড়া ভেঙে বলল,

” জানোতো? ইজহান তোমাকে কেন বিয়ে করেছিলো?”

“কেন?”

মেহরিন ফিসফিস করে বলল,

” সানিয়া আন্টির বদলা নিতে!”

শ্যামা চকিতে তাকালো। মেহরিন আবার বলল,

” আরে বাবা… তাই-তো, তাই-তো বছরের তোমাদের প্রেমের পর তোমার সুফিয়ান উরফ ইজহান তোমাকে দেখা দেয়নি!”

শ্যামার মাথায় যেন বাজ পড়লো। সে বিড়বিড় করে বলল,

” ইজহান আমার সুফিয়ান?”

মেহরিন হেসে বলল,

” হ্যাঁ তার সাথে তোমার সন্তানের হত্যাকারী!”

শ্যামার কান গরম হয়ে গেলো এক সাথে অনেক প্রকার অনুভূতি কাজ করতে লাগলো, কখনো ভালো লাগা, কখনো ভালোবাসা, কখনো রাগ, কখনো ঘৃণা। শ্যামা নিজের অনুভূতি গুলো ধরতে না পেরে কাঠ হয়ে গেলো। নিজেকে সামলে প্রশ্ন ছুঁড়ে দিলো,

” তুমি কিভাবে জানো এসব?”

মেহরিন হেসে বলল,

” এমা… আমি জানবো না? আমার সামনেই তো সব হলো। তুমি হয়তো জানো না, ইজহান আমার বাগদত্তা। সেই কবে থেকে আমাদের বিয়ে ঠিক হয়ে ছিলো, যেই তুমি আমাদের জীবনে পা রাখলে, ওমনি সব বদলে গেলো। প্রতিশোধের নেশায় মেতে উঠলো ইজহান! কথা ছিল তোমার মা-বাবার প্রতিশোধ তোমার থেকেই নিবে, কিন্তু যখন জানলো, এতে কোনো লাভ হবে না… তাই ইজহান সব ছেঁড়ে দিলো। এমন কি তুমি প্রেগন্যান্ট শুনে বাচ্চা নষ্টের ঔষধ পর্যন্ত দিলো। সে দেশে ফিরলেই ডিভোর্স দিয়ে দিবে তোমাকে। এই যে আমি ওল রেডি তা করে-ও এনেছি!”

শ্যামা বলল,

” তুমি মিথ্যা বলছো? ইজহান কখনো তার সন্তানকে মারবে না।”

” কেউ যদি যেনে শুনে অন্ধ হতে চায়? তাহলে আমার কি করার আছে?”

” আমি মিথ্যা কেন বলবো? বিশ্বাস না হলে দাদিজানকে জিগ্যেস করে দেখো!”

শ্যামা তাই করলো দাদিজানের কাছে ছুটে এসে বলল,

” মেডাম, মেহরিন কি ইজহানের বাগদত্তা? ”

দাদিজান বই পড়ছিলেন। এই কদিনে শ্যামার সেবায় অনেকটা সুস্থ উনি। বলতে গেলে তার মনের মাঝে মেয়েটির জন্য একটি সফট কর্ণার তৈরি হয়েছে। কিন্তু এটি তো সত্য। আলিয়া বলল,

” হ্যা তা সত্য। কিন্তু..!”

কিন্তুটা আর শ্যামার কান পর্যন্ত পৌছালো না। শ্যামা বেড়িয়ে গেলো। এবং ফোন করতে লাগলো ইজহানকে। কিন্তু কোনো ভাবে পেলো না ফোনে। তারপর শুধু অপেক্ষা আর অপেক্ষা।

শ্যামা দীর্ঘ শ্বাস ছাড়লো। তার পুরোনো বাড়িতে এসে পৌঁছোলো সে। ভিজে কাপড়ে চুবুচুবু। ঘরে ঢুকে ভিজা কাপরেই সোফায় বসে পড়লো সে। এবং তখনি শ্যামার হাতে চাপ লেগে টিভি স্ক্রীন ওন হলো। সেখানে একটি গান বাজতে লাগলো বিরহের। যেন এটি শ্যামা আর ইজহানের ভাগ্যের সাথে খাপ খেয়ে গেছে।শ্যামা সোফার হাতল ধরে এবার জোরে জোরে কান্না করতে লাগলো। এত দিনের দুঃখ কষ্ট বাঁধ ভেঙ্গে গড়িয়ে পড়তে লাগলো ঢল নেমে।

ও আল্লাহ আমার,
কত করেছি যে আরজি
বুঝিনা তোমার, কি যে মর্জি।
দিন ভালোবাসা, ওগো দাওনা ফিরিয়ে
বলো তাকে ছাড়া, বাঁচবো কি নিয়ে।

ঘরে ফিরবেই একদিন নদী
প্রেম বুঝলে সে খুঁজবে দরদী,
দাওনা তাকে ফিরিয়ে একটি বার।

জানি আকাশ পাইনা ছুঁতে মাটি
তবু মনতো মানেনা তাই হাঁটি,
যদি পথের ধারে পেয়ে যাই দেখা তার।

ও আল্লাহ আমার,
কত করেছি যে আরজি
বুঝিনা তোমার, কি যে মর্জি।
দিন ভালোবাসা, ওগো দাওনা ফিরিয়ে।
বলো তাকে ছাড়া, বাঁচবো কি নিয়ে।

মেঘলা, দিনে আকাশ জুড়ে দাবি
মন রে, সামলে তাকাস পুড়ে যাবি।

না পুড়লে কিসের ভালোবাসা
ভাঙে মন, তবু ভাঙেনা যে আশা
সে ছাড়া আর কেউ নেই যে আমার।

জানি আকাশ পায়না ছুঁতে মাটি
তবু মনতো মানেনা তাই হাঁটি,
যদি পথের ধারে পেয়ে যাই দেখা তার।

ও আল্লাহ আমার,
কত করেছি যে আরজি
হ্যাঁ বুঝিনা তোমার, কি যে মর্জি।
দিন ভালোবাসা, ওগো দাওনা ফিরিয়ে
বলো তাকে ছাড়া, বাঁচবো কি নিয়ে।

চলবে,