#আবার_প্রেম_হোক
#নুসরাত_জাহান_মিম
৪০.
“বয়ফ্রেন্ডের সাথে প্রেম করে আবার অন্য ছেলেকে পিছে ঘুরাও লজ্জাবোধ করেনা তোমার?”
আহিনের হঠাৎ আগমনে চাঁদ যতটানা অবাক হয়েছে।তার চাইতে বেশি হতবাক হয়েছে তার কথা শুনে।চাঁদের এরূপ মুখভঙ্গি দেখে খানিকটা হেসে আহিন বলে,
“অবাক হচ্ছো নাকি?”
“অবাক হওয়ার মতো প্রশ্ন নয় কি?”
“মোটেও নয়”
“আপনি জানেন আমার বয়ফ্রেন্ড আছে কিনা?আর কিসব ফালতু অপ!বা!দ দিচ্ছেন?”
“যেই ছেলের সাথে এতো ঘোরাফেরা,বয়ফ্রেন্ড না হলে কী তবে?নাকি ছেলে ঘুরাতে মজা লাগে তোমার?”
“ঠিক এজন্যই আপনাকে আমার পছন্দ নয় মি.আহিন”
“পছন্দ হোক,না হোক।হতে তো তোমাকে আমারই হবে।এবং তুমি হবেও”
“ইন ইওর ড্রিমস”
“ড্রিমেতো তুমি আমারই।সেই ড্রিমকে বাস্তবে রূপান্তর করতে হবে নীলাম্বরী।তাই বলছি বয়ফ্রেন্ড থাকলেও কোনো লাভ নেই।ওসব হ্যাংলা-পাতলা বয়ফ্রেন্ড আমার কিছুই করতে পারবেনা।ঐ ছেলের থেকে দূরে থাকবে বুঝলে?”
“কার কথা বলছেন আপনি?”
“তোমার সাথে সাথে থাকে যে?ফর্সা করে ছেলেটা”
“ফায়ান?ও আমার বয়ফ্রেন্ড?ছিহ!যেমন আপনি তেমন কুরুচিপূর্ণ আপনার চিন্তাধারা।সাথে থাকলেই বয়ফ্রেন্ড হতে হবে এমন কোনো কথা নেই।আর আমি কার থেকে দূরে থাকবো বা কার কাছে থাকবো তা আমি অবশ্যই আপনার থেকে জানবোনা”
“হবেতো তুমি আমারই।হয় আজ,নয়তো কাল।তাই আমার কথা তোমার মানতে হবে”
চাঁদের কিছু বলার পূর্বেই সে হঠাৎ শুনতে পায় প্রণয়ের শান্ত কন্ঠস্বর,
“যারা বোকা তারাই তর্কে জড়ায়।আপনাকে দেখে বিজ্ঞই মনে হয়।অযথা তর্কে না জড়িয়ে আমার সাথে আসুন”
বলেই চাঁদের কব্জি ধরে নিজের সাথে নিতে লাগলে চাঁদের অপরহাত ধরে আহিন বলে,
“তোর সাহস কী করে হলো নীলাম্বরীর হাত ধরার?”
চাঁদের বেশ হাসফাস লাগছে।সে অস্থিরতা নিয়েই বললো,
“দেখুন,হাত ছাড়ুন আমার”
কথাটা শুনে আহিন বলে,
“দেখেছিস?হাত ছাড়তে বলেছে তোকে”
“ভালোভাবে দেখে তারপর কথা বলা উচিত”
“হাত ছাড়ুন মি.আহিন”
একসঙ্গেই প্রণয় আর চাঁদের কথা শুনে আহিন ভ!ড়কে গিয়ে বলে,
“হাত তো প্রণয় আগে ধরেছে নীলাম…”
“আমি আপনাকে হাত ছাড়তে বলেছি আহিন”
“কেনো ছাড়বো?”
“আমি ছাড়তে বলেছি তাই ছাড়বেন”
চাঁদের থমথমে জবাব শুনে প্রণয় চাঁদের হাত ছেড়ে আহিনের কাছে গিয়ে খানিকটা বল প্রয়োগ করে আহিনের থেকে চাঁদের হাত ছাড়িয়ে বলে,
“জোর করে কোনোকিছুই পাওয়া যায়না কথাটার মর্ম তোর বোঝা উচিত”
বলেই চাঁদের পিছু থেকেই চাঁদকে বলে,
“আপনি আগে হাটুন।আমি আছি”
প্রণয়ের আস্বস্তমূলক বানী শুনে স্বস্তি পেলো চাঁদ।অতঃপর কিছুটা পথ হাটলো।যতক্ষণ না আহিনের দৃষ্টি সীমানা থেকে তারা দূরে আসতে পারলো ঠিক ততক্ষণ।অতঃপর পা জোড়া থামিয়ে প্রণয়ের দিকে ঘুরে বললো,
“ধন্যবাদ।এবার আমি যেতে পারবো”
“যাবেন তো কলেজেই।হাটতে থাকুন”
“কিন্তু….”
“হাটতে বলেছি হাটুন”
প্রণয়ের গম্ভীর কন্ঠস্বর শুনে চাঁদ ইতস্ততবোধ করে হাটতে লাগলো সামনের দিকে।কিছুক্ষণ পর হাটা থামিয়ে স্থির থেকেই বললো,
“এভাবে পিছু না হেটে পাশে হাটুন”
“কোনো সমস্যা?”
“আসলে…”
চাঁদকে থামিয়ে দিয়ে প্রণয় বলে,
“ইটস ওকে”
বলেই চাঁদের বাম পাশের রাস্তার দিক দিয়ে তার পাশেই যথেষ্ট দূরত্ব রেখে হাটতে হাটতে বলে,
“হাটুন এবার”
কিছুদূর যেতেই প্রণয় গম্ভীরভাবে বলে,
“আপনাকে গতকাল কিছু সাজেস্ট করেছিলাম।কাজে লাগান নি নিশ্চয়ই”
প্রণয়ের কথা শুনে আড়চোখে তার পানে তাকায় চাঁদ। অতঃপর দেখতে পায় বাম কাধে গিটার আর ডান কাধে ব্যাগ ঝুলিয়ে সেই ব্যাগে এক হাত রেখে অপরহাত পকেটে গুজে ধীর গতিতে সোজা হয়ে রাস্তার দিকে তাকিয়ে হাটতে হাটতেই কথাটা বলেছে প্রণয়।অতঃপর চাঁদও তার দৃষ্টি রাস্তার পানে দিয়ে বলে,
“সে সুযোগই পেলাম না”
“আমি এসে পড়লাম বলে বলতে পারলেন না?”
“না তেমন কিছুইনা”
“তবে কেমন কিছু মিস রেডরোজ?”
প্রণয়ের মুখে ‘রেডরোজ’ শুনে চকিতে তার পানে তাকায় চাঁদ।অতঃপর ঝট করেই নিজের দিকে নজর দিতে বাধ্য হয়।আজও কি সে লাল পরেছে?যার দরুন প্রণয় তাকে রেডরোজ বললো?কিন্তু কই?সেতো আজ লাল পরেনি।সেতো পরেছে গোলাপির মাঝে সাদা রঙ।এসবকিছু ভাবতে ভাবতেই কপাল কুচকে আসে চাঁদের।এমতাবস্থায় প্রণয়ের শীতল কন্ঠস্বর শুনে মুখজুড়ে রক্তিম আভা ছড়িয়ে পড়ে চাঁদের।দৃষ্টি পা জোড়ার দিকে সীমাবদ্ধ হয়।কোনোক্রমেই মাথা তুলতে সক্ষম হয়না চাঁদ,
“এতো কেনো অস্থিরতা?সে কি জানেনা?সে যে কারো হৃদয়ে আজন্মের জন্য ফুটে উঠা তাজা লালগোলাপ!”
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
কলেজের অনেকটা কাছাকাছি আসতেই চাঁদ নিজের মৌনতা কাটিয়ে প্রণয়কে জিজ্ঞেস করে,
“আপনি হঠাৎ কোত্থেকে এলেন?আর লোকটা নিশ্চয়ই আপনার পরিচিত?”
“ছিলো কোনো একসময়।তবে এখন আর নেই”
“আপনি বললে সে আমার পিছু নেয়া ছেড়ে দেবে?”
চাঁদের দিকে দৃষ্টি নিবদ্ধ করে প্রণয় বলে,
“ছেড়ে দিলেতো হয়েছিলোই মিস চাঁদ।একবার যেহেতু আপনাতে নজর পড়েছে এতো সহজে সরাবেনা”
“তবে উপায়?”
“উপায় আপাতত নেই।আপনি যথেষ্ট সাহসী,তবে সাবধানে থাকবেন।আগের আহিন আর এই আহিনের মাঝে বিরাট তফাৎ।পলিটিক্সে গিয়ে অধঃপতন ব্যতীত আর কিছু হয়নি ওর”
“খারাপ কিছু ঘটার নিশ্চয়তা আছে কি?”
সবেই দৃষ্টি ঘুরিয়েছিলো প্রণয় কিন্তু চাঁদের ভয়ার্ত স্বরের বাক্য শুনে তৎক্ষনাৎ দৃষ্টি চাঁদের পানে করে সে।দৃষ্টি সে পানে দিতেই নজরে আসে চাঁদের সন্দেহপূর্ণ,খানিকটা ভয় পাওয়া মুখশ্রী।তা দেখে প্রণয় বলে,
“যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ অবশ্য নয়।বেশি থেকে বেশি আপনাকে বিয়ে করার জন্য তুলে নিয়ে যেতে পারে।এর বেশি কিছুই করবেনা”
কলেজ গেটে পা দিতেই প্রণয়ের এমন কথা শুনে পা জোড়া থামাতে বাধ্য হয় চাঁদ।অতঃপর কপাল কুচকে বলে,
“কী বললেন?কী বললেন আপনি?”
প্রণয় চাঁদের এরূপ অস্থির কন্ঠে খানিকটা মজা পায়।তবে হাসেনা।গম্ভীরভাব বজায় রেখেই আরেকটু ভয় দেখাতে চাঁদের দিকে চেয়ে তার হাত ধরে কলেজে ঢুকতে ঢুকতে বলে,
“হয়তো মেয়র অধিরাজ শেখ নাই মানতে পারেন।তখন এই ঠিক এভাবে আপনার হাত ধরে আহিন আপনাকে তার বাড়ি নিয়ে যাবে।আপনিতো দেখতে অতোটা খারাপও নন তার উপর মেডিকেলে টপ করুয়া স্টুডেন্ট।সুনিশ্চিত ভবিষ্যৎ ও আছে।নিশ্চিত আপনার শশুর আপনায় মেনে নেবেন”
চাঁদ এবার মেজাজ খারাপ করে ক্যাম্পাসে ঢুকেই প্রণয়ের দিকে মুখ করে তাকিয়ে তার ঠোট বরাবর তর্জনী নিয়ে বলে,
“আপনার সাহস তো কম না।আপনি আমার সাথে টিটকারি করছেন!ভয় দেখাচ্ছেন আমায়?কোথাকার না কোথাকার বুইড়া খাটাস অহংকারী লোককে আমার শশুর বানাচ্ছেন?আপনার সাহসের প্রশংসা না করে পারছিনা মি.বিড়ালাক্ষী মানব”
প্রণয় বেশ মজা পাচ্ছে চাঁদকে রাগিয়ে।ভেতর ভেতর হাসতে গিয়ে তার চোখ দু’টো হেসে ফেলছে কিন্তু উপরে উপরে নিজেকে গম্ভীর রেখে সে আবারও বলে,
“বুইড়া খাটাস কোথায় মিস রেডরোজ?যথেষ্ট হ্যান্ডসাম কিন্তু আপনার শশুর মশাই।আহিন কিন্তু তারই মতো হয়েছে।আর আহিনের পেছনে কিন্তু বহু মেয়েই ঘোরে।সেই আহিন আপনাকে পছন্দ করেছে ভাবতে পারেন?হাউ মাচ লাকি ইউ আর?”
রাগে ফর্সা গাল,নাক এবং ঠোট লাল হয়ে গেছে চাঁদের।সে রেগে প্রণয়কে বলে,
“দেখুন মি.বিড়াল ভালো হচ্ছেনা কিন্তু!”
প্রণয় চাঁদকে আরেকটু রাগাতে বলে,
“দেখুন,আহিন কিন্তু আমার বন্ধু ছিলো।এখন অবশ্য নেই।কিন্তু যদি সে আসলেই আপনাকে তুলে নিয়ে বিয়ে করে আমায় কিন্তু আপনি অবশ্যই ইনভাইট করবেন। আমি নিজে গিয়ে আপনাদের সাক্ষী হবো”
“এই আপনি!আপনি,আপনাকে তুলে নিয়ে যাবে কোনো পরী এসে।আপনার দিকে নজর দিয়ে আপনাকে তুলে নিয়ে বিয়ে করবে কোনো মহিলা জ্বীন!হ্যা মহিলা জ্বীন!”
চাঁদের কথা শুনে এবার আর নিজেকে আটকাতে পারেনা প্রণয়।এক হাতে কাধের ব্যাগ মাঠে নামিয়ে হুহা করে হেসে দেয় সে।চাঁদের এমন বাচ্চাদের মতো মুখশ্রী আর উদ্ভট কথাবার্তা শুনে নিজেকে সামলাতে ব্যর্থ হতে হয় প্রণয়কে।সে এক হাতে চাঁদের হাত ধরে রেখেই অপর হাতে নিজের কপালে হাত রেখে হাসতে হাসতেই বলে,
“মাই গড!মিস চাঁদ!আপনাকে এখন পুরোই লালগোলাপ থেকে লাল টকটকে টমেটো লাগছে।বিশ্বাস করুন!”
বলে আরেকদফা হাসতে গেলেই চাঁদের কান্নার বেগ বেড়ে যায়।সে ভয়ঙ্কর রকম রেগে গেলে নিজেকে সামলাতে পারেনা।চোখদুটো দিয়ে ভারী বর্ষণ শুরু হয়।এখনো ঠিক তেমনটাই হতে যাচ্ছে।সে প্রণয়ের কলার আরেকটু জোরে চে!পে ধরে টলমলে চোখ নিয়ে কান্নামিশ্রিত কন্ঠেই বলে,
“প্রণয় আপনি!আপনি হাসছেন!”
বলতে বলতেই চোখ দিয়ে পানির বর্ষণ হওয়ার আগেই দৃষ্টি নত করে চাঁদ।অতঃপর গাল বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুবিন্দুরা।প্রণয় চাঁদের এরূপ অবস্থায় হতবিহ্বল হয়ে যায়।সে ভাবতে পারেনি এমন কিছু হয়ে যাবে।তবে সে ই বা কেনো নিজের গম্ভীর সত্ত্বাকে ভুলে গিয়ে এমন এক কান্ড ঘটালো যা সে কস্মিনকালেও করেনি?সে কেনো এভাবে এক নারীর সম্মুখে নিজের অন্য সত্ত্বাকে মেলে ধরলো?কেনো এই নারীর কাছে তার গুরুগম্ভীর সত্ত্বা বজায় রাখতে সক্ষম হলোনা সে?এসব ভাবতে ভাবতেই গম্ভীর হয়ে আসলো প্রণয়।হাসি মিলিয়ে গেলো তার।তবে পুরোপুরি গম্ভীর হওয়ার আগেই সে উপলব্ধি করলো চাঁদের ফোপাঁনো।অতঃপর বুঝতে পারলো সে আসলেই বেশি করে ফেলেছে।এবার মেয়েটাকে শান্ত করতে হবে।কিন্তু কিভাবে?এসবতো তার জানা নেই?তবুও নিজেকে ধাতস্ত করে সে চাঁদের হাত ছেড়ে দিয়ে চাঁদের দু’গালে হাত রেখে মুখ উঁচু করিয়ে বললো,
“চাঁদ?মিস চাঁদ?লালগোলাপ?চন্দ্র?এই চন্দ্র দেখুন, দেখুন আমি হাসছিনাতো।এই যে দেখুন আমি আর এসব বলবোনা।আপনি কান্না কেনো করছেন?আপনার মতো মেয়েকে কি কান্নাতে মানায়?সবাইতো আপনাকে স্ট্রং পার্সোনালিটির মেয়ে ভাবে?এভাবে সামান্য একটা বিষয়ে এভাবে কাদবেন আপনি?”
নিজেকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে চাঁদের।অতঃপর না পেরে প্রণয়ের কলার আরও জোরে চে!পে ধরে তার বুক বরাবর মুখ গুজে নাক টেনে চাঁদ বলে,
“প্লিজ আমায় সরাবেন না।সরাবেন না প্লিজ!অতি…অতিরিক্ত রেগে গেলে আমি…আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনা।আমার খুব কান্না পায়।তখন আমি ভা..ভাই অথবা আম্মুর বুকে মুখ লুকাই।প্লি…”
প্রণয় কী করবে বুঝতে না পেরে আগলে নিলো চাঁদকে।অতঃপর মাথায় হাত রেখে তাকে শান্ত করতে বললো,
“সরাবোনা।শান্ত হন চাঁদ।শান্ত হন আপনি”
আশপাশের পরিস্থিতির কথা ভুলে গিয়ে দুই মানব-মানবী একে অপরকে নিজেদের অজান্তেই আলিঙ্গন করে নেয়।চাঁদ তার এক হাত প্রণয়ের কলারে আর অপরহাত দিয়ে প্রণয়ের বাহু খাম!চে ধরে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত।অপরদিকে প্রণয়ও চাঁদকে একপাশ দিয়ে জড়িয়ে আরেক হাত মাথায় রেখে তাকে শান্ত করার প্রয়াস চালায়।বেশ কিছুক্ষণ এভাবে থেকে হঠাৎ চাঁদ ছিটকে সরে প্রণয়ের থেকে।খানিকটা ধাক্কা দিয়েই প্রণয়কে ছেড়ে দু’হাত জায়গা রেখে দূরে সরে দাঁড়ায় সে।অতঃপর সকলের দৃষ্টি তাদের দিকে সীমাবদ্ধ দেখতেই মাথা নিচু হয়ে আসে চাঁদের।মুখ মলিন রেখেই প্রণয়কে বলে,
“সরি প্রণয়”
বলেই চলে যেতে নিলে প্রণয় গম্ভীরভাবে বলে,
“দাড়ান চাঁদ”
প্রণয়ের কথা শুনে চোখ তুলে তাকায় তার পানে চাঁদ।অতঃপর প্রণয় যখন তার পাশে এসে কব্জি ধরে আগে বাড়তে নেয় তখন হুশ ফেরে তার।তবে কোনোকিছু না বলে প্রণয়ের সাথে পা মিলিয়ে চলতে থাকে সে।কোথায় যাচ্ছে,কেনো যাচ্ছে অথবা তাদের গন্তব্য কোথায় জানা নেই চাঁদের।সে কেবলই হেটে চলেছে।হাটছে এবং হাটছে আর উপলব্ধি করছে হৃদস্পন্দনের তীব্র গতি।এতো তীব্র কেনো হয়েছে তারা?হৃদযন্ত্র টা কি তবে বেরিয়ে আসবে?মস্তিষ্ক কেমন যেনো ফাকা ফাকা লাগছে তার।কী হচ্ছে,কেনো হচ্ছে কিই বা হবে কিছুই জানা নেই তার।জানতে চায়ও না,ইচ্ছেও করছে না জানতে।মন কাননের আকাঙ্ক্ষা সময়টা থেমে যাক,এখানেই থেমে যাক!
To be continued….
#আবার_প্রেম_হোক(৪১+৪২)
#নুসরাত_জাহান_মিম
৪১.
সবেমাত্রই রিক্সা ঠিক করে তাতে উঠে বসেছিলো চাঁদ।এমতাবস্থায়ই সেখানে উপস্থিত হয়ে প্রণয় তাকে বলে,
“চাপুন”
অতঃপর কপাল কুচকে চাঁদের কিছু জিজ্ঞেস করার পূর্বেই প্রণয় তার পাশে বসতে বসতে রিক্সাওয়ালাকে বলে,
“চলো মামা”
রিক্সাওয়ালা রিক্সা চালানো শুরু করতেই চাঁদ বলে,
“আপনি?”
চাঁদের কথায় তোয়াক্কা না করে প্রণয় তাকে পালটা প্রশ্ন করে,
“বান্ধবীদের সাথে আসেন না কেনো এখন?”
“আছে কিছু জিনিস।কিন্তু আপনি হঠাৎ?”
“ভাবলাম যেহেতু একই রোডে যাচ্ছি আপনার সাথেই যাই”
“কিন্তু আমি ছেলেদের সাথে রিক্সায় উঠি না”
চাঁদের কথা শুনে নিজেকে পর্যবেক্ষণ করতে করতে চাঁদের দিকে তাকিয়েই প্রণয় শুধায়,
“আমি তবে মেয়ে?”
“না না,তা না।কিন্তু আপনিতো মেয়েদের ….”
চাঁদের কথা সম্পূর্ণ করার পূর্বেই চাঁদের থেকে খানিকটা চেপে বা পাশে মুখ করে আকাশপানে চেয়ে প্রণয় বলে,
“মেয়েদের আর তার মাঝে বিস্তার ফারাক”
বেশকিছুদিন পরের কথা,
ক্যান্টিনে বসে প্রণয়ের বন্ধুমহল তারই জন্য অপেক্ষা করছিলো।এবং তাদের সাথে চাঁদের বন্ধুমহলও শামিল।উদ্দেশ্য একটাই।হঠাৎ প্রণয় আর চাঁদের এতো ঘনিষ্ঠতার কারণ কী?সেই রহস্যই উদঘাটন করা।আগ্রহ শুধু তাদেরই নয়।পুরো কলেজের সকলের মুখে এখন একটাই নাম।আর তা হলো ‘প্রণয়-চাঁদ’।তারাও জানতে চায় প্রণয় আর চাঁদের মাঝে কী চলে?কেনোনা বিগত এক মাস যাবৎ প্রণয় আর চাঁদ একসাথেই কলেজে আসে আবার একইসাথে বেরও হয়।সেইসাথে দুজনের সখ্যতাও গড়ে উঠেছে আগের তুলনায় বেশ!যেই প্রণয়কে কেউ কখনো কোনো মেয়ের দশহাত কাছেও দেখেনি সেই প্রণয় এখন অনায়াসে একটা মেয়ের পাশে পাশে হেটে বেড়ায়,একই রিক্সায় চড়ে বেড়ায়।তার চোখে চোখ রেখে কথোপকথন করে।কেবল এই একটা মেয়ের সাথেই তার এতো সখ্যতা কেন গড়তে হবে?কী এর কারণ?প্রণয় কি চাঁদের প্রেমে পড়েছে?মেয়েটাকে কি ভালোবাসে সে?নাকি মেয়েটা প্রণয়ের বিশেষ কেউ?প্রথমদিন থেকেই তাদের দুজনকে নিয়ে সকলের সন্দেহ ছিলো।এখন যেনো তার অন্ত নেই!বর্তমানেও ক্যান্টিনের অনেকেই চাঁদ আর প্রণয়ের বন্ধুমহলকে দেখেই তাদের নিয়ে সমালোচনায় মত্ত হয়েছে।তাদের সকলের ধারণা চাঁদ আর প্রণয় প্রেম করছে,সম্পর্ক আছে তাদের মাঝে।কিন্তু এখনও অব্দি এমন কোনো লক্ষ্মণই তারা দেখতে পায়নি যাতে করে সুনিশ্চিত হওয়া যায় যে তারা আসলেই একটা সম্পর্কে আছে।
খানিকটা কেশে ফায়ানই প্রথমে মিরকে জিজ্ঞেস করে,
“হঠাৎ আমাদের ডাকার কারণটা বুঝলাম না ভাইয়া?”
জবাব আসে পূর্ণতার কাছ থেকে,
“কারণটা কী আদোতেই তুমি বুঝতে পারছোনা ফায়ান?”
ফায়ান গম্ভীরভাবে জবাব দেয়,
“হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি”
এবার শোনা যায় মিরার কন্ঠস্বর,
“অবনী আর ইফাদকেতো আমি বলেছিলাম ফায়ান”
মিরার কথা শুনতেই ফায়ান অবনী আর ইফাদের দিকে তাকায়।অতঃপর ইফাদ আমতাআমতা করে বলে,
“আ..আসলে তুই তো শুনতে চাস নি তাই আরকি বলিনি”
ইফাদের কথার অর্থ আর কেউ না বুঝলেও ফায়ান ঠিকই বুঝতে সক্ষম হলো।অতঃপর এই প্রসঙ্গ এখানেই সমাপ্ত করতে সে আবার বললো,
“তা বলুন কী আলোচনা করতে ডাকলেন?”
এবার রবিন বললো,
“আমাদের সন্দেহ…”
রবিনের কথাকে সম্পূর্ণের পূর্বেই অবনী ঝট করে বললো,
“সন্দেহ আমাদেরও ভাইয়া।কিন্তু চাঁদতো নিজে থেকে কিছু বলছেনা”
ফায়ান সন্দিহান কন্ঠে বলে,
“বাকিদের মতো তোদেরও কি আসলেই মনে হচ্ছে চাঁদ আর প্রণয় ভাইয়ার মাঝে কিছু চলছে?”
জবাব আসে ইপ্সির কাছ থেকে,
“মনে না হওয়ার মতো তো কিছু দেখছিনা ফায়ান”
মির গম্ভীরভাবে বলে,
“তোমাদের এজন্যই ডাকা যেনো এই বিষয়টা নিয়ে আমরা কিছু করতে পারি”
হঠাৎ অরণ বলে,
“যেখানে প্রণয় আর চাঁদ নিজে থেকেই কিছু বলছেনা সেখানে তোরা এতোটা শিওর কি করে হচ্ছিস যে আসলেই ওদের মাঝে কিছু চলছে?”
তখনই পূর্ণতা খ্যাক করে উঠে,
“তো চলছেনা?তুই বলছিস কিছুই চলছেনা?কিছু না চললে চেনা নেই জানা নেই অপরিচিত একটা মেয়ের সাথে ওর এতো ঢলাঢলি কিসের?”
আড়চোখে তাকায় অরণ পূর্ণতার পানে।তাকাতেই চোখজোড়ায় এক আক্রোশ ঘৃ!ণা আর অসীম পরিমাণ অস্বস্তি দেখতে পায়।এ অস্বস্তি কি তবে চাঁদের জন্য?পূর্ণতা কি চাঁদের সাথে রুষ্ট?অরণের ধ্যান ভাঙে ফায়ানের গম্ভীর কন্ঠে,
“চাঁদকে নিয়ে কোনো বাজে কথা শুনবোনা আপু।নিজের জবানে লাগাম দিতে শিখুন।পুরো বিষয়টাই আপনি একজনের উপর চাপিয়ে দিতে পারেন না”
পূর্ণতার বিরুদ্ধে কোনো কথাই অরণ শুনতে পারেনা তবে এবার ফায়ানকে বলার মতো তার কাছে কিছুই নেই।কেনোনা পূর্ণতা বলেছেই এমন কথা যার জন্য তাকে এ কথা শুনতে হয়েছে।এমতাবস্থায় মিরা একবার পূর্ণতার দিকে চেয়ে ধ্যান দেয় অরণের দিকে।অরণকে কিছু বলতে না দেখে অবাক হয় ঠিকই তবে বুঝতেও পারে অরণের কাছে ফায়ানের বলা কথার প্রেক্ষিতে আর কোনো জবাব নেই।অতঃপর প্রিয় বন্ধুকে নিয়ে সেও বাজে কথা নিতে না পেরে পূর্ণতাকে বলে,
“মুখ কিছুটা সামলে কথা বলবি পূর্ণ।ভুলে যাস না তুই প্রণয়কে নিয়ে কথা বলছিস।আর ওর ক্যারেক্টার,পার্সোনালিটি সম্পর্কে আমরা সকলেই অবগত।যেহেতু চাঁদের সাথে তাকে দেখাই যাচ্ছে নিশ্চিত এখানে কোনো কারণ আছে এবং সেই কারণ উদঘাটন করতেই আমাদের সকলের একসাথে হওয়া।এখন এখানে তুই কাউকেই কোনোরূপ দোষারোপ করতে পারিস না।ওদের দুজনের যদি একে অপরের সাথে থাকতে আপত্তি না থাকে আমাদের বা তোর কেনো থাকবে?আর এক লিঙ্গ আরেক লিঙ্গের প্রতি আকৃষ্ট হবে এটাইতো প্রকৃতির নিয়ম।এটাইতো হাজার হাজার বছর ধরে হয়ে এসেছে।নাহলে দুনিয়া চলতো কি করে?আর ওরা যদি একে অপরকে ভালোও বেসে থাকে তাতেও তো আমাদের কারো কোনো আপত্তি থাকার কথা না।বরং আমি খুশিই হবো আমার বন্ধুর জীবনেও প্রেম আসলো বলে।আমার বন্ধুর জীবনে কোনো নারীর আগমন ঘটলো বলে,যে নারী তাকে প্রাণবন্ত করে তুলছে আমি তার কাছে চির কৃতজ্ঞ থাকবো।সত্যি কথা আমি বড়োই খুশি হবো যদি জানি চাঁদ আর প্রণয় একে অপরকে ভালোবাসে শুনলে।চাঁদকে আমার ভীষণ পছন্দ।আর যদি সে আমার ভাবি হয়ে আসে আই উইল বি দ্যা হ্যাপিয়েস্ট পার্সন এভার”
তৎক্ষণাৎ রিহা বলে,
“নট অনলি ইউ।আমি এবং আমরা সবাই ই খুশি হবো।মিরতো চাইতোই চাঁদই যেনো ওর গম্ভীর মামার বউ হয়ে আসে”
কথাখানা শুনতেই ফায়ান তার চোখজোড়া বন্ধ করে।যদিও এসব শুনতে খানিকটা কষ্ট হচ্ছে তবুও নিজেকে স্বাভাবিক রেখে শুনে যাচ্ছে কেবল।
“হ্যা আমি অবশ্যই চাই ঘসেটি ই যেনো আমার মামি হয়ে আসে।কিন্তু বিষয়টাতো এখনো ক্লিয়ার না”
মিরের কথা শুনে ইফাদ বলে,
“হ্যা ভাইয়া ঠিক বলেছে।আমরা শুধু দুজনকে একসাথে দেখেই আন্দাজ করে নেবো যে তাদের মাঝে কিছু আছে বিষয়টা পাশের বাসার আন্টি টাইপ হয়ে যায়না?অন্যের সমালোচনা?”
ইফাদের কথার জবাব দেয় অরণ,
“সমালোচনাতো এখনও তোমরা সবাই করছো।আর সেটা বসে বসে আমি শুনেও যাচ্ছি”
মির মেজাজ খারাপ করে বলে,
“তুই চুপ থাক তো।সারাজীবন বই নিয়ে বসে থাকলে প্রেম-ভালোবাসার কিছু বুঝবি নাকি তুই?”
অরণ মৃদু হেসে বলে,
“হ্যা তাইতো!প্রেম-ভালোবাসা কি আমায় সাঝে?”
অরণের কথা শুনে তার পানে তাকিয়ে মিরা উপলব্ধি করতে পারে অরণের কথার মাঝে লুকিয়ে থাকা হতাশাদের।অতঃপর ধ্যান ভাঙে অবনীর কথা শুনে,
“তাহলে আমরা ডিরেক্ট চাঁদ বা প্রণয় ভাইয়াকেই জিজ্ঞেস করে ফেলি?যেহেতু তারা কিছু বলছেইনা?”
অবনীর কথা শুনে সকলেই কপাল কুচকে ফেলতে বাধ্য হয়।অতঃপর রবিন বলে,
“বলার হলেতো আরও আগেই বলে ফেলতো অবনী”
অরণ আবারও বলে,
“আমিওতো সেটাই বলছি!বলার হলেতো অবশ্যই বলতো।যেহেতু বলছেনা মানে বলতে চায়না অথবা ওদের মাঝে বলার মতো এমন কিছুই নেই তাই বলছেনা”
কপাল কুচকে রিহা বলে,
“তুই আবারও?”
অরণ এবার গম্ভীরভাবে বলে,
“তোরা ভুলে যাচ্ছিস প্রণয় আমার বেস্টফ্রেন্ড।আর ও আমার কাছে খোলা বইয়ের ন্যায়।এটাতো তোরাই বলিস তাইনা?তাহলে আমায় যেহেতু বলেনি,আমিও ওদের মাঝে তেমন কিছু ফিল করতে পারছিনা।তার মানে ওদের মাঝে আসলেই কিছু নেই।এটা তোরা বোঝার চেষ্টা কর!আমি উঠলাম”
কথাগুলো বলে অরণ চলে যেতেই মির বললো,
“অরণের কথা কিন্তু ভুল না তবুও আজ আমি একটা চান্স নিতে চাই।তোমরা সবাই কী বলো?”
মিরা জিজ্ঞেস করে,
“কেমন চান্স নিতে চাচ্ছিস?”
“যেহেতু ওরা একসাথেই কলেজে ঢুকে।আর প্রায় সময় হয়েও এসেছে।আমরা সবাই একসাথে ওদের সামনে গিয়ে দাড়ালে কেমন হয়?”
হঠাৎ ই ফায়ান বলে,
“কিছু মনে না করলে আমি কিছু বলতে চাচ্ছিলাম ভাইয়া”
“হ্যা অবশ্যই”
“আমার কাছে বিষয়টা অনুচিত লাগছে ভাইয়া।অরণ ভাইয়ার কথায় যুক্তি আছে।আর আমিও মনে করি তাদের মাঝে কিছু হলে সবার আগে আমাদেরকেই বলতো।আর আপনাদেরও উচিত বন্ধুর উপর বিশ্বাস রাখা।এভাবে তাদের সামনে গিয়ে তাদের বিব্রত না করাকেই আমি শ্রেয় মনে করি।যেমনভাবে চলছে সবকিছু সেভাবেই চলতে দিন।যদি দুজন দুজনকে ভালোও বেসে থাকে বাসুক না!বাসতে দিন।দুজন দুজনকে বুঝতে সময় নিলে নিতে দিন।সময় সবটা বলে দেবে।আপাতত আমি রিকুয়েষ্ট করছি দুজনের মাঝে যেনো আমরা কেউই তৃতীয় ব্যক্তি হয়ে না যাই।আশা করছি আমার কথাগুলো বুঝবেন।আমিও উঠলাম”
৪২.
সময় স্রোতের ন্যায় বহমান।সময়কে কেউ ধরে রাখতে পারেনা।তা চলে তার আপন গতিতে।না কারো জন্য থামে আর না কারো জন্য দ্রুতগতিতে চলে।সময়ের নিজস্ব এক মাত্রা আছে,সে সেই মাত্রানুযায়ীই চলে।সময় পালটে যেতেও সময়ের সময় লাগেনা।তেমনিভাবে বছর গড়াতেও সময় লাগেনি।কিভাবে যেনো একটা বছর কেটে গেলো কেউ বুঝতেও পারলোনা।সকলের কাছেই মনে হলো এ বছরটা যেনো দ্রুতই পার হলো!এর মাঝে কিছুই পরিবর্তন হয়নি।সবকিছু আগের ন্যায় ই রয়ে গেছে।পরিবর্তিত হয়েছে শুধু প্রণয় আর চাঁদের সম্পর্ক।আসলে ঠিক পরিবর্তিতও না।আগে তাদের সম্পর্কের কোনো নাম ছিলোনা।যে যেভাবে পারতো সেভাবে একটা নাম দিয়ে দিতো।কারো কারো মতে দুজন টাইমপাস করছে এসবও শোনা গেছে।সকল কিছুকে তুচ্ছ্য করে একসময় তারা প্রকাশ করেছে তাদের সম্পর্ক।আর সেটা হচ্ছে মানবিকতার সম্পর্ক।প্রণয় একজন সিনিয়র হিসেবে চাঁদকে পড়াশুনার দিক দিয়ে সর্বদা সাহায্য করে এবং তারা খুব ঘনিষ্ঠ।তবে এই সম্পর্কটার নাম আসলে কী এখন পর্যন্ত জানা যায়নি।না তারা বন্ধু আর না প্রেমিক-প্রেমিকা।কিন্তু সকলেই মানে এবং বুঝে দুজনের প্রতি দুজনের অনুভূতি প্রগাঢ়।কথাখানা মানে প্রণয় আর চাঁদের বন্ধুমহলও।দুই মানব-মানবী একে অপরকে ভালো ঠিকই বাসে কিন্তু মুখ ফুটিয়ে বলেনা অথবা বলতে চায়না!
মাস তিনেক পরেই ওয়ান অ্যান্ড হাফ ইয়ার পূর্ণ হবে এই কলেজে চাঁদের পদার্পণের।সেইসাথে ফার্স্ট প্রফও শুরু হবে।পড়াশুনা চাঁদকে যেমনভাবে কিলবিলিয়ে খা!চ্ছে তেমনিভাবে কিছু নতুন এবং সুক্ষ্ম অনুভূতিও খা!চ্ছে।সে আরও একটা জিনিস উপলব্ধি করতে পেরেছে এই একবছরে,এবং সেটা হচ্ছে আহিন নামক সেই ছেলেটা এবং তার অনুভূতিগুলোকে।সেগুলো মিথ্যে নয়।ছেলেটা সত্যিই তাকে ভালোবাসে।যেদিন চাঁদ তার নিকট হাত জোর করে কাদতে কাদতে বলেছিলো ‘আমায় মাফ করুন।আমি আর নিতে পারছিনা!অস্বস্তি আমায় কুড়ে কুড়ে খা!য়’ ঠিক সেদিন থেকেই আর ছেলেটাকে আশেপাশে দেখা যায়নি।তবে চাঁদ দেখেছে,বুঝেছে,উপলব্ধি করেছে।আড়ালে,আবডালে,লুকিয়ে-চুরিয়ে ছেলেটা তাকে দেখে।তার খোঁজ নেয়।আজ আবারও ছেলেটার মুখোমুখি হতে হবে তাকে।আজ আরও একবার ছেলেটাকে ভেঙেচুরে দিতে হবে।নাহয় ছেলেটা জীবনে আগে বাড়তে অক্ষম হয়ে যাবে যে!নিজের মনকে শক্ত করে চাঁদ প্রস্তুত হচ্ছে নবীনবরণের উদ্দেশ্যে অথবা বলা যায় কারো হৃদয় ভাঙার উদ্দেশ্যে।বর্তমানে চাঁদ দ্বিতীয় বর্ষের ছাত্রী।সুতরাং তার কাধেই আরও একবার দায়িত্ব পড়েছে নবীনবরণের আয়োজনের।প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপর এ দায়িত্ব দিতে গিয়েও দেননি কলেজ কর্তৃপক্ষ।কেনোনা চাঁদকে তারা চোখ বন্ধ করে ভরসা করেন।সেইসাথে দায়িত্বে আছে প্রণয়ও।দ্বিতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের ক্যাপ্টেনদের হাতে দায়িত্ব দিয়েছেন এবারের নবীনবরণের।তাই তোড়জোড় করে সব আয়োজন সম্পন্ন করে গতকাল রাতেই ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে চাঁদ।এখন সে রেডি হচ্ছে নবীনবরণের জন্য।এবং আবারও সে পরেছে সেই নীলরঙা শাড়ি এবং আকাশি রঙের হিজাব।যেই বেশে আহিন তার প্রেমে পড়েছিলো সেই বেশে এবং সেই দিনেই আজ তার মন ভাঙবে চাঁদ।ভালোবাসার কি অদ্ভুত অনুভূতি তাইনা?কেউ কাউকে প্রচন্ড ভালোবেসেও পায়না আবার কেউ ভালো না বেসেও পেয়ে যায়।চাঁদ দীর্ঘশ্বাস ফেলে একবছর আগের বেশে আরও একবার সাজালো নিজেকে।অতঃপর ছুটলো তার গন্তব্যের উদ্দেশ্যে।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
চাঁদ দাঁড়িয়ে আছে হাইওয়েতে।মিনিট দশেক পরেই সেখানে প্রণয় এসে উপস্থিত হলো।চাঁদ কপাল কুচকে রাগীমুখ করে প্রণয়ের দিকে তাকিয়ে মোবাইল বের করে টাইম দেখিয়ে বললো,
“দেখুন তো কয়টা বাজে?পুরো দশ মিনিট রোদের মধ্যে দাড় করালেন আমায়!”
প্রণয় অসহায় মুখ করে দু’কানের লতিতে আঙুল দিয়ে ধরে বলে,
“সরি আমার মহারানী!আমার চন্দ্রময়ী!”
“হয়েছে ঢং করতে হবেনা।চলুন”
বলেই হাটতে গিয়েও থেমে গিয়ে কপাল কুচকে বলে,
“এক মিনিট,এক মিনিট!আপনি না আজ কালো পরবেন বলেছিলেন?আমায় পাঞ্জাবীর ছবিও তো দেখিয়েছিলেন!আকাশি পরলেন যে?”
“এ তো কেবল সমুদ্রকন্যার শুদ্ধ পুরুষ হওয়ার ছোট্ট এক প্রয়াস মাত্র”
প্রণয়ের কথায় খানিকটা লজ্জা পেয়ে চাঁদ বললো,
“চলুন”
“নিন ধরুন”
বলেই একটা প্যাকেট চাঁদের দিকে এগিয়ে দেয় প্রণয়।তা দেখে চাঁদ বলে,
“কী এতে?”
“হাতে রাখুন।রিক্সায় চড়ে দেখে নিয়েন”
বলেই চাঁদের হাত ধরে তাকে একপাশে দাড় করিয়ে রিক্সা ঠিক করে এনে তাতে চড়ে বসে দুজনে।রিক্সায় উঠতেই প্রণয় বলে,
“এবার খুলে দেখুন”
“বাসায় গিয়ে দেখে নেবো।এখনতো যেতে হবে।রিহার্সালও আছে আমার”
“সেসব দেখা যাবে।আপনি আগে খুলুন এটা”
চাঁদ সন্দেহ নিয়ে প্রশ্ন করে,
“কী এমন আছে এতে?”
চাঁদের চোখে চোখ রেখে প্রণয় বলে,
“এমন কিছুই আছে যা আমার জন্য কল্যাণকর”
চাঁদ বুঝতে না পেরে জিজ্ঞেস করে,
“মানে?”
চাঁদের ঠোটে তর্জনী রেখে তাকে চুপ করিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় চাঁদের আঁখি জোড়ায় নিজ বিড়ালাক্ষীদ্বয় নজরাবন্দী করে প্রণয় বলে,
“হিশ!আপনার ঐ চোখে অনায়াসে ডুবে থাকা যাবে চন্দ্র।এ চোখের অতল গভীরে যাত্রা না করলে হৃদয় ব্যাকুল হয়ে যায় যে চন্দ্রময়ী!”
প্রণয়কে নিজের এতোটা কাছে দেখে নিশ্বাস ভারী হয়ে আসে চাঁদের।হৃদস্পন্দন তীব্র হয় তার।চোখজোড়া বন্ধ করে শ্বাস আটকে নেয় সে।অতঃপর প্রণয়ের সরে যেতেই ঘনঘন নিশ্বাস নেয় চাঁদ।নিজেকে সামলে র্যাপিং করা প্যাকেট খুলতে আরম্ভ করে।প্যাকেট খুলতেই দেখতে পায় একটা বড় বাক্স।বাক্স দেখেই প্রণয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিতেই প্রণয় ইশারায় বাক্স খুলতে বলে।প্রণয়ের কথানুযায়ী চাঁদ তাই করে।অতঃপর বিস্ময়ে দুই ঠোটের মাঝে কিঞ্চিৎ ফাঁক হয় তার।প্রণয়ের দিকে তাকিয়ে বলে,
“এসব কী প্রণয়?”
“চশমাতো পরেননি।লেন্সও কি পরেননি আপনি?”
“ঠাট্টা করবেন নাতো”
“ঠাট্টা কোথায় করলাম?দেখতেইতো পাচ্ছেন।তবে রিপিট কেনো করছেন?”
“কারণ আমার জানাটা জরুরী,এগুলো দেওয়ার মানে কী?কেনো দিলেন?”
“কেনো দিতে পারিনা?নাকি আপনি নেবেন না?”
“হঠাৎ কেনো?কোনো অকেশন নেই।জন্মদিনও চলে গেছে তবে হঠাৎ?”
উপরের দিকে আকাশপানে মুখ করে ভাবলেশহীনভাবে প্রণয় বললো,
“হঠাৎ করেই ইচ্ছে হলো”
অতঃপর দৃষ্টি চাঁদের পানে রেখে বললো,
“ইচ্ছেপূরণ কি করা যায়না লালগোলাপ?”
“এভাবে ডাকবেন না!”
রাস্তার ডান পাশে মুখ করে প্রণয় বলে,
“সে কি জানেনা?তাকে সব নামে নয়,কেবল নিজের বরাদ্দকৃত নামে ডাকতেই প্রণয় স্বাচ্ছন্দবোধ করে?”
প্রসঙ্গ পালটে চাঁদ বলে,
“এগুলো এখানে খুলতে বললেন কেনো?”
“কারণ এখনই এগুলো পরবেন তাই”
“কিন্তু আমিতো পরে এসেছি”
“পুরোনো রঙ ধুয়েমুছে নতুন রঙে নিজেকে রাঙাতে কি তার খুব অস্বস্তি হয়ে যাবে?”
হাত থেকে চুড়ি খুলতে খুলতে চাঁদ বলে,
“খুব কথা শিখেছেন মি.বিড়ালাক্ষী মানব”
“তার বদৌলতেইতো সব”
অতঃপর চুড়িগুলো প্রণয়ের হাতে দিয়ে চাঁদ বলে,
“ধরুন এগুলো”
বলেই প্রণয়ের হাতে সেগুলো ধরিয়ে দিয়ে প্যাকেট থেকে নতুন দুই মুঠ চুড়ি বের করে দু’হাতে পরে গলার পেন্ডেন্ট খুলে সেটাও তাকে দিয়ে প্যাকেটে রাখা আরেকটা পেন্ডেন্ট পরে প্রণয়কে বলে,
“হয়েছে?”
“আংটি আর হিজাবের পিন,ব্রোঞ্জ এসব কিন্তু রয়েই গেছে মিস রেডরোজ”
চাঁদ বাকা চোখে প্রণয়ের দিকে চেয়ে বলে,
“এগুলোও পরতে হবে?”
“আমার তরফ থেকে কোনোপ্রকার জোর নেই”
কথাটা শুনে মুখ মলিন হয়ে যায় চাঁদের।অতঃপর বাকিগুলো পরতে পরতে বাম পাশে মুখ করে চাঁদ বলে,
“আপনার ইচ্ছাগুলো প্রাণবন্ত হলেও অনিচ্ছাগুলো বড়োই নিষ্ঠুর প্রণয়”
অতঃপর চাঁদের থেকে লুকিয়ে তারই দেওয়া সকলকিছু একটা ব্যাগে রেখে সন্তপর্ণে তা নিজ কাধের ব্যাগে রেখে প্রণয় সুর টেনে বলে,
“আমার ইচ্ছেগুলো রঙ চিনেছে চাঁদের কাছে এসে।শুধু চাঁদের স্রোতে ভেসে”
To be continued…..