আমায় রেখো প্রিয় শহরে পর্ব-২৫+২৬

0
4

#আমায়_রেখো_প্রিয়_শহরে
#লেখনীতে_নূরজাহান_আক্তার_আলো
#পর্ব_পঁচিশ



সব জিনিসপত্র ঠিকভাবে নিয়ে বেরিয়ে এলো রুপক আর কুহু। কুহু তার ট্রলি হাতে নিয়ে আশপাশ দেখছে। চারপাশটা গিজগিজ করছে মানুষে।
কত বর্ণের মানুষ। ধর্মের মানুষ। যে যার ব্যবস্তা নিয়ে ছুঁটছে৷ এই মানব জীবন কেন জানি ছুটতে ছুটতেই যায়। আর একেকজনে ছুটার উদ্দেশ্য একেক রকম। গল্পের গল্প। চাওয়া-পাওয়াও তাই৷

রুপক বোনের হাত ধরে আরো সামনে এগিয়ে এলো। পকেট থেকে তার ফোন বের করে রিদওয়ানকে কল দিলো। কিন্তু রিসিভ হলো না। তখন কুহুর নজর গেল মেরুণ রঙা শার্ট পরা রিদওয়ানের দিকে৷ সে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাত নাড়ছে। দৃষ্টি আকর্ষণ করার জন্য।কুহু তাক দেখে রুপকের পেছনে লুকাল। কেন জানি লজ্জা লাগছে তার। বোনকে মুখ লুকাতে দেখে রুপক সামনে তাকাল। বন্ধুকে দেখে সে বোনের দিকে একবার তাকাতে কুহু ঢোক গিলে বলল,
-‘তোমার বন্ধুও কি আমার সঙ্গে ঘুরতে এসেছে?’
-‘আরে না বোকা। সেই তো আমাদেরকে ঘুরে দেখাবে।’
-‘কেন? আমরা একা একা ঘুরতে পারব না? উনাকে কেন লাগবে?’
-‘ ওই এদেশে থাকে। চেনে জানে। তাই ওই আমাদের ঘুরতে নিয়ে যাবে। গুগল ম্যাপ দেখে আমরা কতটুকু বা দেখতে পারব?’
-‘হুম। কিন্তু আমরা থাকব কোথায়?’
-‘রিদওয়ানের বাসায়। ‘
-‘কিহ্! কিন্তু কেন? হোটেলে থাকি চল।’
-‘এখানকার হোটেলে অনেক ভাড়া। অনেক টাকা খরচ হবে। এরচেয়ে আমরা রিদওয়ানের বাসায় থাকি। হোটেল ভাড়ার টাকাটা দেশে গিয়ে তুই আর আমি ভাগাভাগি করে নেবো,ওকে?’
-‘এটা কোনো কথা বললা তুমি ভাইয়া?’
-‘হুম বললাম তো।’
-‘ ধুর!’
-‘কেন, ওর বাসায় থাকতে কি সমস্যা?’
-‘কেমন জানি লাগছে। ‘
-‘এত কেমন কেমন লাগতে হবে না। অচিন পুরীতে এসে চেনা জানা কারো কাছেই থাকা উচিত। বলা তো যায় না কখন কোন বিপদে পড়ি।
চল রিদওয়ান দাঁড়িয়ে আছে।’
-‘হুম।’
একথা বলে তারা এগিয়ে গেল। রিদওয়ান বন্ধুকে দেখে গালভর্তি হেসে আগে জড়িয়ে ধরল। কুশল বিনিময় করল। বন্ধুর ট্রলিটা নিজের হাতে নিয়ে কুহুকে ভালো মন্দ জিজ্ঞাসা করল। কুহু অস্বত্বি কাঁটা হয়ে জবাব দিলো। তবে বার বার আড়চোখে রিদওয়ানকে দেখতে লাগল। এ দেশে কি চেহারা চকচকে হওয়ার কোনো অদৃশ্য ম্যাজিক আছে নাকি? দেশে থাকতে তো রিদওয়ানকে এত গ্লো করে নি। তাহলে এখন এত শাইনিং লাগার কারণ কি? দুই বন্ধু গল্পে মেতেছে। কুহু মাঝখানে আর তার দুই পাশে ওরা দুই বন্ধু হেঁটে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো। গাড়ি পাকিং লটে পার্ক করা। তারা হেঁটে গাড়ি পাকিং লটে এসে গাড়িতে উঠল। কুহু পেছনের সিটে বসল। আর ওরা দুই বন্ধু সামনে। রিদওয়ান ড্রাইভিং সিট লাগিয়ে গাড়ির স্টার্ট দেওয়ার আগে তার ফোনে রিংটোন বেজে উঠল। সে কল রিসিভ করল। তখন ফোনের অপর পাশ থেকে রিমির উচ্ছাসিত কন্ঠস্বর ভেসে এলো,
-‘ভাইয়া! কুহুদের পেলে? ওরা বের হয় নি এখনো?’
-‘পেয়েছি। গাড়িতে আমরা। আসছি।’
-‘তাড়াতাড়ি এসো। কুহুপাখিকে দেখার জন্য মারা যাচ্ছি আমি।’
-‘মারা যাচ্ছো? এ আবার কেমন কথা?’
-‘ও তুমি বুঝবে না? তাড়াতাড়ি এসো। ওয়েট করছি।’
-‘হুম।’
কুহু গাড়িতে বসে জানালার মাথা ঠেঁকিয়ে বাইরে দেখছে। রুপক আর রিদ গল্প করছে। গাড়ি চলছে পিচ ঢালা রাস্তা বেয়ে। পরিষ্কার রাস্তাঘাট। রাস্তা ভিড় নেই। জ্যাম নেই। শব্দ নেই। ঝকঝকে পরিষ্কার আকাশ। কি সুন্দর ওয়েদার। সে এখানে আসার আগে একা গুগল ঘেঁটে অনেক তথ্য জেনে এসেছে। আর আসার মত বুঝতে পারছে কেন দেশটিকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয়। যদিও এখনো মনমুগ্ধকর ও সৌন্দর্যপূর্ণ স্থান স্বচক্ষে দেখে নি। তারপরেও এখানে আসার পর মনে হচ্ছে কোনো ভুল করে নি। হঠাৎ করে রিদওয়ান গাড়ি থামাল। পেছনে ফিরে কুহুকে ডাকল। কুহু চমকে তার দিকে তাকানো মাত্রই আঙ্গুল দিয়ে ইশারা করে কিছু এটা দেখিয়ে বলল,
-‘ওই যে ওইটা একটা হ্রদ। এটা সবুজ পানির হ্রদ।’
কুহু অবিশ্বাস্য চোখে জানালা ঘেঁষে বাইরে তাকাল। একটু দূরে হ্রদ টা। তবে এখান থেকে দেখা যাচ্ছে। সে বিষ্ময় নিয়ে দেখল। সবুজ পানির হ্রদ এই প্রথম দেখছে। কি যে সুন্দর দেখতে! সেই পানিতে পা ভেজাতে বড্ড ইচ্ছে হলো তার। তাই সে এবার আহ্লাদী স্বরে আবদার করল,
-‘রিদ ভাইয়া, আমি ওখানে যেতে চাই, চলুন প্লিজ।’
-‘আগামীকাল যাই? তুমি এখন টায়ার্ড। ফ্রেশ হয়ে রেস্ট নেওয়া দরকার। আগামীকাল গেলে অনেকক্ষণ থাকতে পারবে। তাছাড়া রিমি তোমার জন্য বাসায় ওয়েট করছে। তাড়া দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার। আমার সঙ্গে আসতে চেয়েছিল তারপর কিভাবে যেন পা মচকে ফেলল। এখন চুপ করে বাসায় বসে আছে।’
-‘ ইশ! এখন কেমন আছে রিমি আপু?’
-‘ভালো। তবে হাঁটা চলা নিষেধ।’
-‘তাহলে তো অনেক ব্যথা পেয়েছে।’
-‘তা পেয়েছে।’
-‘ঠিক আছে বাসায় চলুন তাহলে।’
-‘হুম।’
এরপর তারা বাসার পথে রওনা হলো। পনেরো মিনিটের মধ্যে দো’তলা বাড়ির লন সাইডে এসে গাড়িটা থামল। কুহু উঁকি মেরে দেখল। বিশেষ করে দেখল ম্যাপল গাছ। রেইন ট্রি গাছ। এই প্রথম ম্যাপেল গাছ দেখল সে। রুপক নেমে গাড়ির দরজা খুলে বোনকে বের হতে সাহায্য করল।
কুহু গাড়ি থেকে নেমে নরম ঘাসের উপর দাঁড়াল। কদিন ঘাস না কাটার ফলে ঘাসগুলো বড় হয়ে গেছে। এপাশে নাম না জানা সব ফুলের গাছ।
কত রকমের ফুল ফুটে আছে। কেউ খুব যত্ন করে যেনএসব লাগিয়েছে।
ততক্ষণে রিদওয়ান গাড়ি থেকে নেমে ট্রলি নামিয়ে ফেলেছে। কুহু মুগ্ধ হয়ে আশপাশ দেখছে দেখে সে তাদের আসতে বলে আগে আগে হেঁটে বাসায় ঢুকে গেল। সে তো রোজ দেখে। নিজের বাসায় নতুন করে কি বা দেখবে। তার দেখে রুপক আর কুহুও ভেতরে প্রবেশ করল। আর প্রবেশ করামাত্র রিমির সঙ্গে দেখা হলো। মেয়েটা সোফায় বসে এক পা ছড়িয়ে রেখেছে। পায়ে ব্যান্ডেজ। টিভি চলছে। এতক্ষণ বোধহয় টিভি দেখছিল। রিমি কুহুকে দেখেই হাতের ইশারায় কাছে ডাকল। কুহু একগাল হেসে
রিমির পাশে বসল। একপাশ জড়িয়ে ধরল। কুশল বিনিময় করল। রিমি কুহুর পা থেকে মাথা অবধি পরখ করে নিলো। কুহুর সঙ্গে ভিডিও কলে এতবার কথা হলেও বুঝে নি কুহু এত স্মার্ট। এতটা কিউট। সামনাসামনি
দেখে ভীষণণ পছন্দ হলো কুহুকে। কুহুর ডাগর ডাগর চোখ যেন মায়ার
ঝর্ণা। গাল দুটোতে লাল আভা। চিকন ঠোঁট। ফর্সা ত্বক। বড় কথা ভীষণ আদুরে দেখতে এই মেয়েটা। ফোনে খেয়াল করে নি এতদিন। তবে আজ দেখে সত্যিই মনে মনে মুগ্ধ হলো। প্রশংসা করল। সত্যি বলতে ভেবেছিল বাংলাদেশে মেয়ে। কতটুকুই বা স্মার্ট হবে। ন্যাকামি ভাব। ওভার স্মার্টের ভাব বিদ্যামান থাকবে। কিন্তু তার ধারণা বদলে দিয়ে কুহুর সাজসজ্জা। পোশাকের ধরণ। সে এবার কুহুর আদুরে গাল দুটো ধরে টেনে রুপককে বলল,
-‘ভাইয়া, এই পুতুলটাকে আমি আর যেতে দেবো না। আমাদের বাসায় রেখে দেবো।’
-‘তাহলে তো আমি বেঁচে যাই।’
-‘সত্যি বলছি।’
-‘আমিও সত্যি বলছি।’
-‘বাংলাদেশে এই ফুলের যত্ন হবে না। এর জন্য প্রয়োজন দক্ষ হাতের মালি। তাই বলছি, ওকে এই দেশেই রেখে যান। আমি আর ভাইয়া মিলে ফুলটাকে ভীষণ যত্ন করব।’
-‘কেবল তো এলাম। ফুলের যা ঝাঁজ কদিন থাকলেই বুঝবে। তখন তুমি বলবে ভাই এটাকে নিয়ে তাড়াতাড়ি বিদায় হোন।’
একথা শুনে কুহু ভ্রু কুঁচকে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। আর তা দেখে রিমি খিলখিল করে হেসে উঠল। তখন নিলুফা ইয়াসমিনও এলেন। হাসি মুখে কথা বললেন। গল্প করলেন। কুহুর হয়ে রুপককে বকে দিলেন। এর
একটুপরে যুক্ত হলেন আতিকুর রহমানও। প্রিন্সিপাল স্যারকে দেখে কুহু সালাম দিলো। অল্প ক্ষণের মধ্যে সবাই যেন কত আপন হয়ে গেল। কুহু হাসছে। কথা বলছে। সব স্বাভাবিক দেখে রুপকের বুকের উপর থেকে যেন কয়েক টনের পাথর সরে গেল। খুবই চিন্তায় ছিল। এরপর তাদরকে ফ্রেশ হতে পাঠাল নিলুফা ইয়াসমিন। তাদের সবার জন্য আলাদা রুমের
ব্যবস্থা করা হলো। তারপর তারা ফ্রেশ হয়ে একসঙ্গে পরিবারের সবাই ব্রেকফাস্ট করতে বসল। ব্রেকফাস্টে আইটেম ছিল ব্রেড -বাটার,অরেঞ্জ
জুস, পরোটা, সুজির হালুয়া, সিদ্ধ ডিম। সকালে সবাইই হালকা খাবার খেলো। তখন সকাল সাড়ে আটটা। অফিস টাইম। রিদওয়ান রুপককে রেস্ট নিতে বলে কিছুক্ষণের জন্য বাইরে গেল সে। তাড়াতাড়িই ফিরবে সে। আর রিমিকে ইশারায় বলল কুহুকে সঙ্গ দিতে। এটাই তার চাকরি। ভাইয়ের ইশারা বুঝে রিমি মুখ বাঁকাল। তা দেখে রিদওয়ান ঠোঁট টিপে হাসল। জানাল, আসার সময় তার পছন্দের জিনিস আনবে। এ বলতেই রিমিও গালভর্তি হাসল। কুহুর একহাত টেনে কোলের মধ্যে নিয়ে বলল,
-‘আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। কত গল্প জমে আছে। তুমি আর রুপক ভাইয়া যাও তো এখান থেকে।’
রিদওয়ান রুপকের দিকে তাকিয়ে রেস্ট নিতে বলল। লেকজেট কাটতে কতদিন লাগে কে জানে। সত্যি সত্যিই রুপকের শরীরটা খারাপ করছে।
তবুও ঠোঁটে হাসি এঁটে বসে আছে। রিদওয়ান বার বার বলছে দেখে সে
বোনকে বলে রুমে গেল। ক্লান্ত দেহখানা বিছানার এলিয়ে দিলো। চোখ বুজে নিলো। আপনাআপনিই তার চোখে ঘুম নেমে এলো। সে ঘুমরাজ্যে তলিয়ে গেল। আর রিদওয়ান তাদের দু’জনকেই সাবধানে থাকতে বলে বেরিয়ে গেল। কুহু অনেক ঘুমিয়েছে তার এখন ঘুম আসবে না। তাই সে রিমি আর নিলুফা ইয়াসমিনের সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করল।নিলুফা ইয়াসমিনও ঘন্টা খানিকের মধ্যে উনার শপে গেলেন। এখন রিমি আর কুহু রিমির রুমে পাশাপাশি শুয়ে আছে। তখন রিমি বলল,
-‘কুহু তোমার বফের নাম কি? মিট করাবে না আমার সাথে?’
-‘আমার বফ টফ নেই আপু।’
-‘যাহ্ লায়ার কোথাকার।’
-‘সত্যি বলছি। আমার বফ টফ নেই। আম্মু যদি জানে তাহলে আমাকে আছড়াবে।’
-‘সত্যি নেই?’
-‘সত্যিই নেই।’
-‘আমার বফের নাম ম্যাকসন। তাকে ম্যাক বলে ডাকি। সে খুব ভালো রাইডার। আমাকে ভীষণ ভালোবাসে। তোমাকে ওর সঙ্গে মিট করিয়ে দেবো।’
-‘উনার কথা বাসায় জানে?’
-‘ফ্রেন্ড হিসেবে জানে। রিলেশনে গেছি তা জানে না। ‘
-‘রিদ ভাইয়া জানলে বকবে না?’
-‘এটাই তো ভয়।’
-‘তোমার ভাই যা কাঠখোট্টা। সে প্রেম টেম কিছু বোঝে বলে তো মনে হয় না। সে জানার পর কি যে করবে আল্লাহ মালুম।’
-‘হুম। তা যা বলেছ।’

এরপর দু’জনে চুপ। কুহু শুয়ে চার পা ছড়িয়ে দিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে গভীর মনোযোগে কিছু ভাবল। তারপর বলল,
-‘আপু?’
-‘হুম।’
-‘তোমার ভাই প্রেম করে না?’
-‘না।’
-‘জোর করে একটা প্রেম করিয়ে দাও। এরপর উনার প্রেমটা যখন জমে ক্ষীর তখন তোমার বাবা মাকে জানিয়ে দেওয়ার কথা বলে ব্ল্যাকমেইল করো। শর্ত দিবা তোমাদের না মেনে নিলে বাবা মাকে জানিয়ে দেবো।’
-‘আরে পাগলি প্রেম কি ভিটামিন ওষুধ নাকি যে জোর করে খাইয়ে থুরি করিয়ে দেবো!’
-‘তাও ঠিক।’
কুহুর মুখটা দেখে রিমি হঠাৎ হেসে ফেলল। হাসল কুহুও। তারপর রিমি
কুহুর হাত ধরে ধরে তাদের পুরো বাড়ি দেখাল। কোনটা কার রুম সেটা চেনাল। কোন নেইবার কেমন গল্প করল। তখন জেনিফার নামে একজন রাঁধূনি এসে দুপুরের রান্না করে গেল। নিলুফা ইয়াসমিন শপ থেকে উনার অফিসে গেছে। ফিরবে সন্ধ্যা নাগাদ। আতিকুল রহমানও গেছেন শপে।
আজ নাকি ভিড় বেশি একথা জেনে নিজে থেকেই গেছে। গিয়ে তেমন কিছু করে না শুধু ক্যাশ কাউন্টারে বসে থাকে। এতে নিলুফা ইয়াসমিন খুশি হোন। উনি মুখে কিছু না বললেও আতিকুর রহমান বুঝে নেন। সব কথা মুখে বলার প্রয়োজন হয় না। চোখের দৃষ্টি আর ঠোঁটের হাসি বলে দেয় অনেক কথা। রুপক এখনো ঘুমাচ্ছে। শুধু রিমি আর কুহু দুই মূর্তি বেহুদা সময় কাটাচ্ছে। হঠাৎ রিমি কুহুকে বলল রিদওয়ানের রুমে নিয়ে যেতে। মুভি দেখলে সময়টা কেটে যাবে। কুহুও রাজি হলো। এরপর ওরা রিদওয়ানের রুমে এসে বিছানায় বসে লেপটপে তামিল মুভি দেখতে বসল। একটুপরে রিমির কথা মতো কুহু ড্রয়ার খুলে চকলেট এনে তার হাতে দিলো। দু’জনে চকলেট খাচ্ছে আর মুুভি দেখছে। মুভি যখন প্রায় অর্ধেকটা শেষ তখন রুমে রিদওয়ান প্রবেশ করল। তাদের দেখে এক ভ্রুঁ উঁচু করে তাকিয়ে রইল। কুহু তার অনুপস্থিততে রুমে হামলা চালাতে খুব পছন্দ করে সেটা তার ভালো করেই জানা আছে। রিমিও একই জাতের।
এদিকে রিমি কিংবা কুহু তাকে দেখেও এমন ভাব করল যেন দেখেই নি। চেনেই না।

To be continue…….!!

#আমায়_রেখো_প্রিয়_শহরে
#লেখনীতে_নূরজাহান_আক্তার_আলো
#পর্ব_ছাব্বিশ


মুভি যখন প্রায় অর্ধেক শেষ তখন রিদওয়ান রুমে প্রবেশ করল। তাদের দেখে এক ভ্রুঁ উঁচু করে তাকিয়ে রইল। কুহু তার অনুপস্থিততে তার রুমে হামলা চালাতে পছন্দ করে সেটা তার ভালো করেই জানা আছে। রিমিও একই জাতের। এদিকে রিমি কিংবা কুহু তাকে দেখেও এমন ভাব করল যেন দেখেই নি। চেনেই না। সে তাদের পাত্তা না পেয়ে নিজেই মুখ খুলল,
-‘এই যে আপনারা আমার রুমে কেন, জানতে পারি?’
রিমি একবার কুহুর দিকে তাকিয়ে তারপর চকলেটে কামড় বসিয়ে ভাব দেখিয়ে জবাব দিলো,
-‘মুভি দেখছি।’
-‘তাতো দেখতেই পাচ্ছি।’
-‘তাহলে জিজ্ঞাসা করছো কেন?’
-‘বাসায় টিভি থাকতে আমার লেপটপের উপর হামলা করতে লজ্জা করল না আপনাদের?’
-না, করলো না তো।’
-‘কেন করল না?’
-‘কারণ আমাদের লজ্জারও লজ্জা নেই? হে হে।’
-‘ওহ আচ্ছা, আচ্ছা, তার মানে আপনারা বেহায়া?’
-‘ভাইয়া! ভালো হচ্ছে না কিন্তু।’
-‘কি ভালো হচ্ছে না?’
-‘ঝগড়া কোরো না তো এখন যাও, পরে এসো।’
-‘আমার রুমে এসে আমাকে কি না বলছে.…….!’
এদের ভাইবোনের কথা শুনে এবার কুহু মুখ বাঁকিয়ে ঠান্ডা সুরে জবাব দিলো।
-‘না মানে হয়েছি কি ভাইয়া, আমরা আমাদের লজ্জা ডিপ ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছি। যা গরম পড়েছে! আপনি চিন্তা করবেন না একদমই লজ্জা ঠান্ডা হলেই আমার টুপ করে খেয়ে নিবো।’

একথা শুনে রিদওয়ান কিয়ৎকাল ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এরপর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। এদের এখন রুম থেকে বের করা যাবে না, সে নিশ্চয়ই। তাকে যেতে দেখে কুহু আর রিমি খিলখিল করে হেসে উঠল। রিদওয়ান যেতে যেতে তাদের হাসির শব্দ শুনল। রুপকের কথায় ঠিক, ‘বাড়ির মেয়েরা হাসলে বাড়িও হাসে। চারদিকে সুখ ছড়িয়ে পড়ে।’
প্রায় আধা ঘন্টা পর দু’জন পুরো মুভিটা শেষ করে তবেই উঠল। দুপুরের খাবার খেলো। একটু ঘুমালো। লং জার্নি করে সেদিন আর কেউই বের হলো না। তবে বিকেলের দিকে নেইবার হুডের রাস্তা অবধি হেঁটে এলো।
সন্ধ্যার দিকে বাবা মায়ের সঙ্গে কথা হলো। এখন অবধি কুহুর ঠিকঠাক আছে দেখে সবাই যেন মনে মনে স্বস্ত্বির শ্বাস নিচ্ছে। তারপরের দিনটাও
ভালোই ভালোই কাটল। রিদওয়ান রুপক আর কুহুকে নিয়ে বের হলো।
খুব সুন্দর একটা কফিশপে কফি খেলো। এ দেশের সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাল। তারপর বাসায় ফিরে আম্মুকে ছবিগুলো পাঠাল। কতক্ষণ গল্প করল। হাসাহাসি করল। এরপরের দিন রিদওয়ানের বাসায় একজন গেস্ট এলো। নাম ডেইজি। কি যে মজার একজন মানুষ। হাসতে হাসতে পেট ব্যথা করে দেয়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে উনি প্রায় ঊনিশটা দেশের ভাষায় কথা বলতে পারে। কুহু তো শুনেই অবাক। যদি বাংলা ভাষা স্পষ্ট নয় তবে বোঝার মতো। তাকে প্রথম দেখেই ডেইজি যে কথাটি বলেছে সেটা হলো,
– ‘ বলো তো, গরু কেন ঘাস খায়?’
-‘ক্ষুধা লাগে তাই।’
-‘উহুম, আরো একটা কারণ আছে। ভাবো তো। এরপর বলো।’
-‘ওর পছন্দ তাই।’
-‘উহুম হলো না।’
-‘তবে?’
-‘কারণ সে গরু তাই, হে হে হে।’
কুহু কিছুক্ষণ ড্যাব ড্যাব কর তাকিয়ে রইল তারপর সেও হেসে ফেলল। তাকে হাসতে দেখে ডেইজে বলল,
-‘পরিস্থিতি যেমনই হোক। সবকিছু সহজভাবে নিবা। এরপর সমাধান না পেলে তারপর কঠিন পথে হাঁটবা। আমরা হচ্ছি মনভোলার জাত। আর ভুলে যাওয়া মানুষের ধর্ম।’
-‘ভুলে যাওয়া মানুষের ধর্ম? কিভাবে?’
-‘যেমন আমিই বউয়ের গুঁতো খেয়ে রান্না করতে গেলাম। তার ফেভারিট পছন্দের ডিশ রান্না করলাম কিন্তু সল্ট দিতেই ভুলে গেলাম।’
এই কথা শুনে এবার পাশে বসে থাকা রিদওয়ান ফট করে বসে বসল।
-‘তা আপনি শিং ওয়ালা বউ কোথা থেকে জুটালেন? যে সে আপনাকে গুঁতো দেয়?’
একথা শুনে পুরো রুমের মধ্যে হাসির রোল পড়ল। ডেইজিও খুব হাসতে হাসতে জানাল, সব বউদের এক অদৃশ্য শিং থাকে। সেই শিং দিয়ে তারা গুঁতো দেয়। এজন্য নিরীহ স্বামীরা বউদের এত ভয় পায়। তা কুহুপাখি এবার কথা বলো তো শুনি।’
-‘আমার কি কথা বলব?’
-‘তুমি কি করতে পছন্দ করো। কি খেতে পছন্দ করো। দেশ নিয়ে কিছু বলো,শুনি।’
ডেইজির কথা শুনে কুহু এবার রুপকের দিকে তাকাল। ভাইয়ের ইশারা পেয়ে ডেইজির সঙ্গে গল্প করল অনেকক্ষণ। ডেইজি এক কথা বারবার করে সুধাল। শুনল। কুহুকে কথা দিয়ে খেলিয়ে নিলো। এমন এমন কথা বলল সবাই হো হো করে হেসে উঠল। এভাবে কুহুর চিকিৎসার প্রথম ধাপ শুরু হলো। এরপর দেড় ঘন্টার মতো সময় কাটিয়ে সে চলে গেল। আর যাওয়ার আগে রিদওয়ানকে একটা পজেটিভ সাইন’ও দিয়ে গেল।
তা বুঝে রিদওয়ান মনে শুকরিয়া জ্ঞাপন করল। এদিকে রিমি আর কুহু
ডেইজির বলা কিছু কথাগুলো নিয়ে হাসছে। মানুষটা ভীষণ মজার কথা বলে। হাসায়। কুহুর খুব ভালো লেগেছে উনার সঙ্গে কথা বলে। আগামী সপ্তাহেও ডেইজি রিদওয়ানের বাসায় এলো। একইভাবে কথার মাধ্যমে
কুহুকে ব্যস্ত রাখল। কুহুকে এটা ওটা আনতে বলল। কুহু এনেও দিলো। কখনো কি আনতে বলল রান্নাঘরে গিয়ে চেঁচিয়ে জিজ্ঞাসা করল। বললে সেটা আনতে আনতে বলল,
-‘কি ভুলো মন আমার। সব ভুলে যাই।’
-‘বলো কি! মানুষ তো বুড়ো হয়ে গেলে ভুলে যায়।’
-‘আমি তো বুড়ি না হতেই ভুলে যাচ্ছি।’
-‘ কারণ তুমি প্রচুর ভাবো।’
-‘যে কোনো জিনিস নিয়ে খুব ভালো।’
-‘আপনি কিভাবে জানলেন?’
-‘আরে বোকা মানুষ যত ভাবে তত পূর্বের কথা ভুলে যায়। ভাবনা যখন মস্তিষ্কে চাপ দেয় তখন মানুষ কথা ভুলে যায়,স্মৃতি ভুলে যায়, মস্তিষ্ক যত পারো ঠান্ডা রাখবে। কম ভাববে দেখবে মন মেজাজ ভালো থাকবে। সবকিছু ভালো লাগবে। খুশি লাগবে।’
-‘ভাবব না বললে কি আর হয়? ভাবনারা তো ভাবা থামায় না।’
-‘বলো কি! আমি একটা মেডিসিন সাজেস্ট করি তোমাকে?.খেলে দেখবে ভাবনা টাবনা লেগ গুটিয়ে পালাবে।’
-‘না, না, আমার মেডিসিন টেডিসিন খেতে ভালো লাগে না। আমি খাব না ওসব।’
-‘ওকে, ওকে, খেও না। তুমিও দেখি আমার মতো মেডিসিন খেতে চাও না। আমরা ভালো লাগে না খেতে। কিন্তু খায়। নিজের ভালো জন্য খেতে হয়।’

রাত্রি তখন সাড়ে দশটা। সবার ডিনার পর্ব শেষ। এরপর একচোট গল্পও হয়েছে। হয়েছে হাসাহাসি। নিলুফা ইয়াসমিন আর আতিকুল রহমান খুব টায়ার্ড। শপ আর অফিসে সময় দিতে হয়েছে। বাড়তি কাজও করেছে। এজন্য উনারা তাড়াতাড়ি শুতে চলে গেল। আর রিমি আর কুহু টিভিতে সিরিয়াস দেখতে বসল। তা দেখে রিদওয়ান বকাবকি করলেও কেউ গা করল। টিভির দিকেই তাকিয়ে রইল। দুই ঘাড়ত্যাড়ার সঙ্গে না পেরে সে রুপককে বলে হাঁটতে বের হলো।৷ রুপক বাইরে যাওয়ার আগে বোনকে বারবার বলে গেল রিমির সঙ্গে থাকতে। সে চেনে না কিছু তাই একাএকা যেন বের না হয়। কুহুও ভদ্র বালিকার মতো সম্মতি সূচক মাথা নাড়াল। তা দেখে রুপক নিশ্চিন্ত মনে বের হলো। তাদের যেতে দেখে রিমি আর কুহু ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খেতে খেতে টিভি দেখতে লাগল।

সিরিয়াল শেষ হলো রিমির ফোনে তার ফ্রেন্ডসদের কলও এলো। তখন কুহু রিমিকে বলল তাকে ধরে রুমে দিয়ে আসতে। কুহু টিভি বন্ধ করে তাই করল। রিমিকে ধরে ধরে তার রুমে নিয়ে গিয়ে বিছানার হেডবোর্ডে
হেলান দিয়ে বসাল। আঘাতপ্রাপ্ত পায়ের নিয়ে বালিশ দিয়ে দিলো। রিমি তাতে ভীষণ খুশি হলো। সে কল রিসিভ করে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগল। একপর্যায়ে কুহুর সঙ্গে রিমি তার বন্ধুদের পরিচয় করিয়ে দিলো। কুহু ভদ্র সূচক হাই হ্যালো করে কোনোমতে এড়িয়ে গেল। কারণ সে ইংলিশ বলতে পারে না। বোঝেও না। সে বরাবরই ইংলিশে কাঁচা। এ কথা তার বাসার সবাই জানলেও এরা তো আর জানে না। তাছাড়া এরা এত দ্রুতই ইংলিশ বলছে যেন মুখস্থ পড়া। রিমি ব্যাপারটা বুঝতে পেরে পরিস্থিতি সামলে নিলো। সে নিজে লেগে গেল আড্ডা দিতে। আর কুহু চেয়ার টেনে বসল। কতক্ষণ বসে রিমিদের আড্ডা দিতে দেখে সে উঠে তার বরাদ্দকৃত রুমটাতে চলে এলো। এখন আর ভালো লাগছে না কিছু।

একা একা লাগছে। দমটা বন্ধ হয়ে আসছে। বাবা কই! আম্মু কই! আম্মু আজ সারাদিন একবারও তাকে বকে নি। খেতে ডাকে নি। এজন্যই কি ভালো লাগছে না? ফাঁকা ফাঁকা লাগছে সব? তার চেনা রুমটাই বা কই? রুমের চেনা গন্ধটাই বা কোথায় হারালো? কেন সব হারিয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে? সে রুমে ঢুকে মেঝের মধ্যখানে দাঁড়িয়ে অসহায়ের মতো আশপাশ তাকাল। রুমের দেওয়াল গুলো সব ছোটো হয়ে যাচ্ছে কেন? রুমের সবজিনিসপত্রগুলো চড়কির মত করে ঘুরছে কেন? মাথার ছাদ যেন নড়ছে। এতকিছু আর সে চোখ বন্ধ করে দুই হাত দিয়ে কান চেপে ধরে বিরবির করছে। তার একবার স্মরণ হচ্ছে না রুমের লাইট আছে। সেটা জ্বালিয়ে দিতে। সে জড়বস্তুে মতো দাঁড়িয়ে থেকে বিরবির করেই যাচ্ছে, ‘ওহ আম্মু আমাকে বাঁচাও। এরা আমাকে মেরে ফেলবে। এরা আমাকে বাঁচতে দেবে না। আম্মু! আম্মু! আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি তোমার কাছে যাব,মা! ওহ মা! আমাকে বাঁচাও, মা।’

এসব বলতে বলতে তার পুরো শরীর কাঁপতে লাগল। সে দৌড়ে বেরিয়ে গেল রুমে থেকে। টলাতে শরীর নিয়ে সিঁড়িতে পা দেওয়ামাত্রই ভর সামলাতে না পেরে পড়ে গেল। এরপর একটা একটা করে সিঁড়ি পার হতে লাগল তার অসুস্থ শরীর। রিদওয়ান তখন ডায়নিং টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিয়েছে কেবল। রুপক লনে দাঁড়িয়ে ইসমত আরা বেগমের সঙ্গে ফোনে কথা বলছে। ইসমত আরা বেগম ফোন করে কাঁদছে। বাসাতে নাকি থাকতে পারছেন না। খালি উনার কানে কুহুর ডাক ভেসে আসছে। উনার মনে হচ্ছে মেয়েটা বার বার ডাকছে। রুপক বোঝাচ্ছে কুহু ঠিক আছে। উনাদের মা ছেলেকে কথা বলতে দেখে সে ভেতরে এসেছে। গলা ভেজানো দরকার। আর তখনই কিছু পড়ার শব্দে ঘাড় ঘুরিয়ে তাকায়।

দেখে কুহু সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে। লাস্ট সিঁড়ি পার করে মেঝেতে এসে পড়েছে কুহুর রক্তাক্ত দেহ। এই দৃশ্য দেখে রিদওয়ান কিছুক্ষণের জন্য হতবাক। সে ঠোঁটের কাছে গ্লাস ধরা অবস্থায় অনড় হয়ে তাকিয়ে রইল। যখন ঘটনা বুঝল তখন গ্লাস রেখে দৌড়ে গেল কুহুর কাছে। কুহুর রক্তাক্ত শরীর বুকে জড়িয়ে গাল থাবা দিয়ে ডাকল। কুহু সেন্সলেস। তার
সাড়াশব্দ নেই। রিদওয়ান নিজেও দিশেহারা। সে কুহুর মাথা বুকে চেপে ধরে চিৎকার তার বাবা মাকে ডাকল। তখন তার পেছনে দাঁড়িয়ে কেউ করুণ কন্ঠে বলে উঠল, ‘বেঁচে আছে?’

রিদওয়ান বিষ্মিত দৃষ্টি নিয়ে পেছনে তাকাল। রুপক হাতে ফোন ধরে দাঁড়িয়ে আছে। ভিডিও করে ইসমত আরা বেগম। আর কথাটা ইসমত আরা বলেছে। ছেলের চিৎকার শুনে ছুটে এসেছে নিলুফা ইয়াসমিন ও আতিকুল রহমান। উনারা রিদওয়ানের দিকে তাকিয়ে ভয়ে শিউরে উঠলেন। একপ্রকার দৌড়ে এসে ছেলেকে তাড়া দিলেন হসপিটালে যাওয়ার জন্য। এতক্ষণ যেন রিদওয়ানের হুঁশ এলো। সে কুহুকে কোলে তুলে ছুটল গাড়ির দিকে। আতিকুল রহমানও গাড়ির চাবি নিয়ে ছুটলেন ছেলের পিছু পিছু। রুপক এখনো দাঁড়িয়ে আছে। শরীর যেন অসাড়।
তার হাতের ফোন গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। কল কেটে গেছে। নিলুফা ইয়াসমিন রুপককে ধাক্কা দিয়ে হসপিটালে যাওয়ার তাড়া দিলেন। কিন্তু রুপক উঠে দাঁড়াবে কি। তার শরীরও থরথর করে কাঁপছে। উনি দৌড়ে গিয়ে পানি এনে রুপকের মুখে ধরলেন। সামান্য একটু পানি খেয়েও সে উঠে দাঁড়াতে পারল না। এরপরও সে বাইরে গেল। রিদওয়ানের গাড়িটা ততক্ষণে বেরিয়ে গেছে। সে অসহায় দৃষ্টিতে নিলুফা ইয়াসমিনের দিকে তাকাল। সেও চেনা না কিছু। কোথায় যাবে। কোথায় খুঁজবে বোনকে।
সে এবার কান্নাভেজা চোখে নিলুফা ইয়াসমিনের দিকে তাকাল। উনিও ততক্ষণে আরেকটা গাড়ির চাবি নিয়ে বেরিয়ে এসেছে। রিমিকেও বলে এসেছেন কুহুর কথা। বলার আগে মেয়েকে একটা থাপ্পড়ও বসিয়েছেন।
মেয়েটার দিকে নজর রাখতে বলছিল রিদওয়ান। অথচ এই মেয়ে তার ফ্রেন্ডদের নিয়ে মজে আছে। এখন কি বলবে রুপককে? কি বলে মুখ দেখাবে? মায়ের থাপ্পড় আর কথাগুলো শুনে একথা শুনে রিমি হতবাক হয়ে তাকিয়ে ছিল। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিল না সে। হয়তো কিছু বলতো কিন্তু শোনার সময় নেই দেখে উনি চলে এসেছেন।

এরপর উনি রিদওয়ানকে কল করে জেনে নিলেন কোন হসপিটালে যাচ্ছে তারা। রিদওয়ার বেস্ট একটা হসপিটালের নাম বলল। সেটা শুনে উনি রুপককে নিয়ে বেরিয়ে এলো। দশ মিনিটে উনারাও হসপিটালে পৌঁছে গেল। ততক্ষণে কুহুতে ওটিতে নিয়ে ইমার্জেন্সি ট্রিটমেন্ট শুরু করা হয়েছে। রক্ত লাগবে। উনারা তারা সবাই দাঁড়িয়ে আছে ওটির সামনে। রুপকের মুখের অবস্থা দেখে রিদওয়ান বুক কেঁপে উঠল। চোখ ভিজে গেল। কারণ রুপককে দেখে মনে হচ্ছে যুদ্ধ হেরে যাওয়ার সৈনিক। সে রুপককে কাছে গিয়ে কাঁধে হাত রাখতেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা রুপক মাথা তুলে তাকাল। কিন্তু কিছু বলতে পারল না। ঠোঁট দু’টো কেঁপে উঠে ঝরঝর করে কেঁদে ফেলল। তার সব চেষ্টা বুঝি বিফলেই গেল। আচ্ছা বোনটা বাঁচবে তো? দরকার নেই চিকিৎসার চলে যাবে তারা? বোন টা বেঁচে থাকুক। পাগল টাগল মাথা নষ্ট হোক তবুও বেঁচে থাকুক। রিদওয়ান রুপককের কষ্ট বুঝেও কিছু বলতে পারল না শুধু অশ্রুজমা চোখে চুপ করে দাঁড়িয়ে রইল। তাছাড়া ডেইজি তাকে জানিয়েছে কুহুর সমস্যাটা ৫০% কমার সম্ভবনা আছে। কিন্তু তাকে রেগুলার মেডিসিন খেতে হবে।সবচেয়ে বড় ভুল চিৎকার করতে করতে রুপকরা থেমে গিয়েছিল। যেটা একদম ঠিক হয় নি। রোগ যেহেতু জটিল সমাধাও জটিল হবে এটাই তোস্বাভাবিক। তবে দীর্ঘদিন মেডিসিন নিলে কুহু ঠিক থাকবে, সুস্থ থাকবে। এসব বলায় তারাও আশার আলো খুঁজে পেয়েছিল। হঠাৎ এই অঘটনটা ঘটে গেল। কথা হচ্ছে, পড়ল কিভাবে? নিচে আসতে চাচ্ছিল নাকি অন্যকিছু? তাদের বের হওয়া বেশিক্ষণ হয়েছে তাও না। এরমধ্যেই এই অঘটন।
____

কথা আছে,’ রাখে আল্লাহ মারে কে!’ কুহুর ক্ষেত্রেও তাই হয়েছে। মাথায় বেশ কয়েকটা স্ট্রিচ পড়েছে।হাতে, কাঁধে, কোমরে ভীষণ ব্যথা পেয়েছে।
এখনো হসপিটালে আছে সে। তার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আছে। মাথা আর কাঁধের ব্যথায় নড়া যাচ্ছে না। সে আশেপাশে কাউকে দেখল না। রুপকও নেই। একটুপরেই রিদওয়ান প্রবেশ করল। রুপক বাইরে আছে। এতক্ষণ কেবিনে সেই ছিল। বোনের হাত ধরে ডুকরে ডুকরে কাঁদছিল।
তাকে কোনোমতে শান্ত করিয়ে চোখ, মুখে, পানি দিয়ে বাইরে বসিয়ে এলো। রিদওয়ান দেখল কুহু তার দিকে তাকিয়ে আছে। জ্ঞান ফিরেছে। তা দেখে রিদওয়ান সামনে বসে কিছু বলার আগেই কুহু বলল,
-‘যদি মারা যেতাম?’
-‘তোমার ভাই খুব কষ্ট পেতো।’
-‘আর কেউ পেতো না।’
-‘কি জানি, পেতো কি?’
-‘আমার এখানে ভালো লাগছে না। আমি বাংলাদেশে যাব। এই শহরে মায়া নেই। টান নেই। শান্তি নেই।’
-‘সব আছে। শুধু ধৈর্য্য ধরে খুঁজে নিতে হবে।’
-‘এত ধৈর্য্য আমার নেই।’
-‘হাল ছাড়লে কোনো কাজেই সফল হওয়া যায় না।’
-‘ দরকার নেই সফলতা।’
– সফলতা ছাড়া বাঁচতে পারবে?’
-‘খুব পারতাম।’
-‘ পারলেও। তুমি মারা গেলে, আমি কষ্ট পেতাম।’
-‘আসলেই কি তাই?’
-‘তাই তো।’
-‘আপনারা সবাই আমাকে মিথ্যা বলেন। মিথ্যা স্বাত্বণা দেন। আমি বুঝি।
আপনারা ভাবেন আমি অসুস্থ। এজন্য ডেইজি নামের লোকটাকে ডেকে এনেছেন। উনি একজন ডাক্তার। আমি ধরে ফেলেছি আপনাদের চাল।’
-‘এসব কথা কে বলেছে তোমাকে?’
-‘উনার পকেট থেকে একটা কার্ড পড়ে গিয়েছিল। আমি তুলে দেওয়ার সময় দেখে ফেলেছি। তবে আপনাদের অভিনয় কিন্তু দারুণ। অভিনব।
আপনারা ইচ্ছে করে আমাকে অসুস্থ বানাতে চাচ্ছেন।’
-‘তুমি ভুল বুঝছো? তোমাকে অসুস্থ বানিয়ে আমাদের কি লাভ বলো?’
-‘লাভ ক্ষতির হিসাব তো আমি জানি না। সেটা আপনারা ভালো জানেন।
তবে আপনাদের চালাকির মাশুল আপনাদের দিতে হবে, হবেই হবে।’
-‘তুমি আমার কথাটা আগে শোনো..!’
-‘ভাইয়াকে বলুন, আমাকে দেশে রেখে আসতে। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এখানে থেকে না নিয়ে গেলে আমি সত্যিই মারা যাব।’

To be continue……..!!