আমার হৃদয়ে সে পর্ব-২৪

0
668

#আমার_হৃদয়ে_সে
#রোকসানা_আক্তার
পর্ব-২৪

খালামণি কিছুটা অবাক হলেও পরক্ষণে হেসে উঠে বলেন,
“ভাই-আপা…? ”
“আসলাম সবাইকে দেখতে..!”(মা)
বলে মা চাপা হাসলেন।খালামণি বলেন,
” ভেতরে আসুন,ভেতরে আসুন?”

বাবা এবং মা ভেতরে ঢুকলেন।সোফার দিকে এগিয়ে আসতে বাবার আমার দিকে নজর গেলো।সরু চোখে তাকালেন ।কিছুটা ইতস্ততর চোখে ভাঙ্গা ভাঙ্গা গলায় বলেন,

“কেমন আছিস,পারিসা?”

আমি বাবার দিকে সরাসরি তাকালাম না।অন্যদিকে দৃষ্টি রেখে বললাম,
“ভালো।”

বলে রুমে ফিরতে ব্যস্ত হয়ে যাই।আসলে ব্যস্ত না একদম।বাবার সাথে কথা বলার ইচ্ছে হচ্ছে না তাই।রুমের দিকে পা ফেলতে বাবা পেছন থেকে বলে উঠেন,
“রুমে পরে যাস।তোর সাথে আমার কিছু কথা আছে।”

দাঁড়িয়ে গেলাম।ঘাড় ঘুরে আর উনার দিকে তাকালাম না!বাবা পেছন থেকে আমার সামনে এসে দাড়ালাম।মাথা টা কেমন নতজানু করেন।ব্যথিত গলায় বলেন,
“গত দেড় মাস ধরে তোর সাথে দেখা করতে বারবার চেয়েছি।কিন্তু নিজের উপর নিজের ঘৃণা হয় বলে তোর সাথে দেখা করার সাহসটুকু পাইনি।তোর মাকে জিজ্ঞেস কর।”

বলে বাবা একটু থামেন।তারপর আবার বলতে থাকেন,
“দেড় মাস হলো অভিকে এবং অভির বউকে দেখেছি।একটা অনুষ্ঠানে গেলাম।সেখানে অভিও এবং অভির বউও আমন্ত্রিত ছিল।তুই ই ঠিক ছিলি।ওই ছেলেটা আসলেই খুব খারাপ ছিল।আমি ওকে অন্ধের মতন বিশ্বাস করেছি। ভুল করেছি আমি।আমার উপর মা রাগ রাখিস না।বাবা বুঝতে পারি নি।”

কি আর জবাব দিব!জবাব দিতে গেলে আবার সেই পুরনো কথা টানতে হবে।পুরনো কথা আর মনে করতে চাচ্ছি না।চুপ করে রইলাম। জবাব দিলাম না।বাবা আরো ব্যথাতুর কথা বলতে থাকলেন তারপরও আমার মুখ থেকে একটু শব্দ বেরুলো না।বাবা বুঝলেন আমি বাবার সাথে কথা বলতে ইচ্ছুক না।বাবা আরো হতাশ হয়ে গেলেন,

“বাবা ভুল করেছি তার শাস্তি দিচ্ছিস, না মা?”

এত আবেগ জড়ানো মায়া জড়ানো কথা তখন বাবা কোথায় গেল আপনার?যখন চারপাশ থেকে আমি অসহায় তখন কেউতো আমাকে একটু মায়া-মমতা মাখানো কথা শুনায় নি।ভরসার হাত বুলায় নি।অথচ তখন কিনা এই টুকু কথাই আমার ভরসার হাত ছিল!কেউ আমার পাশে ছিল না।সবাই নিষ্ঠুর আর বেইমান ছিল!!সরাসরি তো আর বলতে পারি নি।নিরবে কথাগুলো গেঁথেছি!বাবা আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন।আমি আর দাঁড়ানোর প্রয়োজন বোধ করছি না।বাবাকে পাশ কেঁটে রুমে চলে এলাম।বিছানায় বসতে চোখজোড়া পানিতে জলে ভরে গেল।

কিছুক্ষণ এভাবে বসা থাকার মাঝে মা আসেন রুমে।এসে পাশে বসেন।বলেন,
“জানি তোর বাবার উপর খুব রাগ।আমারও তোর বাবার উপর রাগ!তারপরও নিজের ভুল যেহেতু বুঝতে পেরেছে মাফ করে দে বাবাকে।বাবা মানুষ।বাবাদের সাথে এভাবে রাগ করে থাকলে আল্লাহ কষ্ট পাবেন!”
“আর বাবা হয়ে মেয়েকে যে কষ্ট দিয়েছে সেটা কি আল্লাহ মাফ করে দেবেন!”

মা এবার আর কথা বলেন নি।আমিও আর চুপ থাকি নি,
” তুমি বাবাকে বলে দিও আমার কাছে এভাবে আর যেন না আসে।আমি এরকম দিন কোনোদিনই চাইনি কোনো বাবা তার মেয়ের কাছে এসে এভাবে মাফ চাইবে।আমার কপাল খারাপ যে বাবা এবং মেয়ের মাঝে এতটা ফাটল,এতটা রাগ,দুঃখ,কষ্ট।মা রুম থেকে যাও।একা থাকতে চাই আমি”

মা গেলেন না।চুপ করে ঠায় বসে থাকলেন।কিছুক্ষণ এভাবে কেঁটে যেতে এবার শব্দ তুললেন,
“তোর বাবা এসেছেন তার ভুল,তোর রাগগুলো ভাঙ্গিয়ে তোকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে।এখানেই থাকবি?বাসায় ফিরবি না, মা?”
“আর কথা বলতে ভাল্লাগতাছে না!একটু একা থাকবল প্লিজ!”

মা এবার আবার কিছুক্ষণ চুপ করে থাকলেন।তারপর আর কিছু বললেন না।উঠে আলতো হেঁটে বাইরে বেরিয়ে গেলেন।

৩৫.
দুপুরের শেষ প্রহরে মা-বাবা দুজনেই ফ্যাকাশাভ মুখে বাসায় ফিরে যান।খালামণিদের বাসায় এসেছেন মূলত আমাকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে। আমি যাই নি!যাবোই বা কেন,বলুন?যখন থাকতে চেয়েছি, তখনতো থাকতে দেয়নি।এতিম বাচ্চাদের মতন ছেড়ে দিয়েছে।এখন তাহলে কেন ফিরে যাবো?ফিরে যাওয়ার প্রশ্নই আসে না!অসময়ে খালামণির কাছে ঠাই পেয়েছি এখানেই থাকবো।এখানেই!আবারো জল গড়িয়ে পড়লো!

৩৬.
রাতে খাবার শেষ করে রুমে আসি।বিছানার উপর বসে কিছুক্ষণ চুপচাপ বসে থাকি।ভাবতেছি খালামণির কথা!খালামণি ভুল বলেননি।হৃদয়কে আসলেই একবার সুযোগ দেওয়া উচিত।পৃথিবীর সব তো আর অভির মতন না।তাছাড়া হৃদয়ের সাথে ক’দিন চলাফেরা করলে বুঝতে পারবো ওকে।তারপর আরো অনেককিছু ভাবলাম।ভেবেটেবে টপ করে ড্রেসিং টেবিলের উপর থেকল ফোনটা হাতে নিই।।ব্লক লিস্টে ঢুকি।সবার প্রথমে হৃদয়ের আইডিটা সামনে পড়লো।ব্লক থেকে হৃদয়লে আনব্লক করি।মন যদিও একটু একটু ইতস্ততা বোধ করলো তারপরও মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এমন দুঃসাহসিক কাজটা করে ফেলি।পরক্ষণে আবার আরেকটা দুঃসাহসিক কাজও করে ফেলি।হৃদয়কে মেসেজ পাঠাই।লিখি,

“লাইনে থাকলে একটু রেসপন্স করবেন।”

পাঠিয়ে ফোনটা একদম বসা থেকে দুইহাত দূরে ছুঁড়ে মারি।ভেতরটা কেনজানি উসখুস লাগছে।কাজটা ঠিক করলাম মেসেজটা করে?আবার “বেহায়া’ভেবে বসবে নাতো?যদি সত্যিই বেহায়া বলে?উহহ…!!!এগিয়ে টপ করে ফোনটা আবার হাতে নিলাম।মেসেজটা ডিলিট করে দিব ।তারপর আবারো ব্লকে পাঠাবো!ভাবনার সুতো ছিঁরে মেসেন্জারের “টুন করা” শব্দে।স্ক্রিনে তাকিয়ে একটা বান্ধবীর মেসেজ।লেখা,

“দোস, তোকে কল দিচ্ছিরে।তোর সাথে আমার আর্জেন্ট কথা আছে।”

সিন করা মাত্রই ওপাশ থেকে বান্ধবীর কল ছুটে এলো।রিসিভ করলাম।রিসিভ করতেই ভে ভে করে কেঁদে উঠলো।
“কাঁদছিস কেন?বাচ্চা হইবো নাকি?”
“আশা তো ছিল বাচ্চা হইবো।একটা সংসার হইবো।আর ওই বাদাইম্মার বাচ্চা বাদাইম্মা আমার সব স্বপ্ন মাটির সাথে পিষিয়ে দিয়ে চলে গেলো।”

বলে আবারো ভে ভে করে কেঁদে উঠলো।
“আরেহ কান্না থামা!শান্ত হ।আমারে ভালো করে বুঝিয়ে ক কি হইছে?”

বান্ধবী এবার কান্না থামায়।ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে,
“শাওন আমার লগে ব্রেকাপ করছে।আমার লগে আর প্রেম করবো না।”
“কেন?”
“আমি নাকি মুটকি! ”
“তোরে আমি ভার্সিটিতে থাকতে বারণ করেছি ওই রকম রাস্তার পোলাপানগো লগে পিরীত করতি না।এবার লও ঠেলা!যাক যা হবার হয়ে গেছে।গেছে গা ভালো হইছক।ও তোকে মন থেকে ভালোবাসে নি।বেসেছে শরীরকে।যার মনের ভালোবাসা নেই সে মানুষ না।রোবট!ভুলে যা ওই রোবটকে।সেই সুবাধে এবার একটা ব্রেকাপ পার্টি কর!আমরা সবাই আসবো।”
“মজা করতেছিস আমার লগে?”
“মজা কেন করবো?সত্যি কইতেছি!”

এমন সময় ফোনে আবার “টুন করে” শব্দ হয়।কান থেকে ফোনটা নামিয়ে হৃদয়ের মেসেজ!হৃদয় মেসেজ করেছে।ইয়া আল্লাহ মেসেজটা সে দেখে ফেলেছে!আমার খবরও নাই ডিলিট করতে!রাগ বেড়ে গেলো বান্ধনীর উপর!

“ওই মুটকি,তোর জন্যে আমার আত্মসম্মানের তেরোটা বাজলো!কল ক্যান দিলি!উফস!”
“তুইও শেষপর্যন্ত মুটকি কইলি!দেখিস এক সপ্তাহের ভেতর স্লিম ফিগার বানামু।আর তোদের গ্লেমার করমু!”

আমি আর ওর কথা কানে নিলাম না।ফোনটা তরতর করে কেঁটে দিলাম।ঢুকলাম হৃদয়ের মেসেজে।লেখা,
“দুঃখিত,সেই কখন মেসেজ করলেন রেসপন্স করতে পারিনি।আসলে আমি ফোনের কাছে ছিলাম না।স্টুডেন্টদের এক্সাম খাতা দেখেছিলাম।”

আমি মেসেজটির দিকে তাকিয়ে কিছুক্ষণ ঠাই বসে থাকলাম!ছেলেটির এরমাঝে আরেকটা মেসেজ এলো,
“কিছু বলবেন?”

এবার সাথে সাথে উত্তর করি,
“জ্বী।”
“জ্বী বলেন?”
“আমি আপনার সাথে দেখা করতে চাই।দেখা করতে পারবেন আমার সাথে?”

সাথে সাথে উত্তর এলো না।তার দুই মিনিট বাদে উত্তর এলো,
“হঠাৎ দেখা?কোনো রিজন আছে?”
“থাকতে তো পারে।মেসেজ তো তাহলে দেওয়ার কথা না,তাই না?”
“কোথায় দেখা করতে চান?”
“আগের সেই রেস্টুরেন্টেই!”
“রেস্টুরেন্টে দেখা করছি না।”
“কেন?”
“আপনি সেদিন কিছু না খেয়ে উঠে গেলেন।আপনাকে খামোখা রেস্টুরেন্টে নিয়ে লাভ নাই। তারচে বাইরে রোদ দেখা করবো এটাই ভালো।”

ছেলেটির এই মেসেজটা দেখে খুব হাসি চলে এলো।লিখলাম,
“আচ্ছা ঠিক আছে।কাল খেতেও পারি।সো রেস্টুরেন্টই।”

হাসির ইমোজি এলো।

৩৭.
রেস্টুরেন্টে আসা মাত্রই দেখি হৃদয় আগেভাগে হাজির।ওকে দেখে আমার কেনজানি কিছুটা লজ্জা লজ্জা লাগছিল।নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম।জোরপূর্বক হাসলাম।বসলাম।সে ওমনি বলে উঠলেন,

“কি খাবেন?ওয়েটার?ওয়েটার?”

ওয়েটার সাথে সাথে হাজির।আমি হা হয়ে তাকিয়ে রইলাম।ওয়েটার খাবারের ম্যানু শিটটা নিচে রাখলো,
“ম্যাম খাবার সাজেস্ট করুন।”

বসে থাকলাম ওভাবে ই।ওয়েটার তাড়া দিতে থাকলো,
“ম্যাম,তাড়াতাড়ি করুন, কাইন্ডলি।”

অগত্যা খাবার সাজেস্ট করলাম।ওয়েটার চলে গেলো।আর ওপাশে বসা ব্যক্তি নিচের দিকে তাকিয়ে মুচমুচে হাসছে!কী চালাক!সে হাসি থামিয়ে এবার আমার দিকে ফিরলো,

“সরি!তাগাদা না দিলে সেদিনকার মতন আপনি হয়তো আজও আমাকে বোকা বানিয়ে না খেয়ে চলে যেতেন।সো অগত্যা তাগাদা না করে পারলাম না।রাগ করেছেন!?”
“রাগ করিনি!অবাক হয়েছি।খালামণি এবং আপনার ফ্রেন্ড রাকীব স্যারের থেকে শুনলাম আপনি খুব ভদ্র ধাচের আমার চোখে আপনি তা মোটেও নন।আপনি একটা দুষ্টুর হাড্ডি!”

সে ফিক করে হেসে দিলো।বললো,
“দুঃখিত, আর দুষ্টমি করবো না।খাওয়ার জন্যে এই দুষ্টমিটা করতে বাধ্য হয়েছি।”

তারপর খাওয়াদাওয়া শেষ হলে হৃদয়কে কিছু বলতে নিজেকে যথেষ্ট প্রস্তুত করি।ছোট্ট শ্বাস ফেলে বলি,
শুনলাম আপনার সাথে আমার খালামণির ফোনে যোগাযোগ হয়?”
“হ্যাঁ।”
“যোগাযোগ কেন করেন?”

হৃদয় ফোনটা সামনে থেকে নিচে নামিয়ে ফের আমার দিকে ফিরে।বলে,
“যোগাযোগ না রাখলে আমি কীভাবে জানবো উনি বিয়েতে মত হয়েছে।”
“আচ্ছা,এটা কি আপনার পাগলামি মনে হয়না?”
“কেনো পাগলামি মনে হবে?কাউকে যদি কখনো মন থেকে ভালোবেসে থাকেন তাহলে পাগলামীর কারণটা ঠিকই বুঝবেন।”
“কখনো কাউকে পছন্দ করিনি।এবং ভালোও বাসি নি।আর স্বামীকে বাসতে চেয়েছি তা কপালে সহায় হয়নি।”
“কপাল না।কপাল বলে কোনো কথা নেই।যাকে চেয়েছেন সে হয়তো চায়নি।এই যেমন আমি আপনাকে চাচ্ছি আপনি রাজি হচ্ছেন না এরকম!মানুষের মন ভীষণ অদ্ভুত,পারিসা!মন কখন কি চায় বলা যায় না।”
“আপনি এসব বলে কি আমার মন গলানোর চেষ্টা করতেছেন?”
“চেষ্টা করলে আপনাকে অনেকভাবেই পটাতে পারতাম।ওরকম আমি নই।আজ আপনি বলাতে আপনার সাথে দেখা করতে এসেছি।নাহলে কখনোই আপনার সামনে উপস্থিত হতাম না।”

চুপ করে থাকলাম।এই ছেলেটার সাথে কথার ফাঁদে বারবার যেন আমি কথা বলার খেই হারিয়ে ফেলতেছি। খানিক্ষন চুপ করে থাকলাম।তারপর আবারো ছোট্ট শ্বাস ছেড়ে বললাম,
“আপনার মা-বাবা মানবে না।”
“মা-বাবা বাসা থেকে প্রচন্ড বিয়ের চাপ দিচ্ছেন।এমনো বলেছেন কেউ পছন্দের থাকলে তার বাসার এড্রেস দিতে।তাকে দেখবেন।হতভাগা কপাল আমার। জীবনে যাকে প্রথম পছন্দ করলাম সে আমাকে ফিরিয়ে দিচ্ছে।মা-বাবাকে বলতেও পারছি না পছন্দের কেউ আছে।”
“মা-বাবা যদি শুনে আপনার পছন্দের সে ডিভোর্সি!?”

সরাসরি প্রশ্ন।হৃদয় সরু চোখে আমার দিকে তাকালো।মৃদু হাসলো।বললো,
“পৃথিবীতে একজন ভালো মনের মানুষ পাওয়া খুবই কঠিন,পারিসা!কারণ তার মানসিকতার কাছে অন্যসব তুচ্ছ!”

নিচের দিকে তাকালাম।নাহ এই ছেলের সাথে আর একটা কথাও বলবো না!এ মন চুরি করতে চাইছে!এই পারিসা এত সহজে কাউকে মন দেবে না।পারিসা এখন ছোট্ট না।সে যথেষ্ট ম্যাচিউরড।আগে যে ভুল করেছে।সামনে তা করবে না।আবেগ দিয়ে চলবে না।বিবেক দিয়ে চলবে।প্রয়োজনে সময় দীর্ঘ হউক।এই ছেলেটাকে দূরত্বে রাখতে হবে।আরো দূরত্বে।

চলবে….