আমৃত্যু ভালোবাসি পর্ব-৩০+৩১

0
3158

গল্প- আমৃত্যু ভালোবাসি তোকে
পর্ব- ৩০
লেখিকা- সালমা চৌধুরী

এডমিশন টেস্টের চাপে মেঘের নাজেহাল অবস্থা। প্রতিদিন ই জান্নাত পড়াতে আসে, টানা ৩ ঘন্টা পরীক্ষা নেয়া, বুঝানো শেষে বাসায় ফেরে। অন্যান্য দিনের মতো আজও মেঘ সব পড়া শেষ করে ১১.৩০ এর দিকে শুয়েছে। আবির এখনও ফিরে নি। মেঘ একবার আবিরের রুম থেকে ঘুরেও আসছে৷ আরও ২০ মিনিট অপেক্ষা করেছে, আবির ফিরছে না বলে বাধ্য হয়ে ফোনে সেইভ করা আবিরের নাম্বার টা বের করে, কোচিং এর ঘটনার পর আজ দ্বিতীয় বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে।

অষ্টাদশীর হৃদয়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। কল রিং হচ্ছে, কয়েক মুহুর্তেই রিসিভ হলো ।
সঙ্গে সঙ্গে মেঘ কাঁপাকাঁপা গলায় সালাম দিল,

একই সময় ওপাশ থেকে একটা মেয়ের কন্ঠ স্বর ভেসে আসছে। সালাম আর ওপাশের মেয়েলি কন্ঠের বলা কথাটা একসাথে হওয়ায় মেঘ কথাটা বুঝতে পারে নি।

আবির উচ্চস্বরে কাকে বলে উঠল,
“Stop!”

সহসা স্বাভাবিক কন্ঠে সালামের উত্তর দিয়ে বলল,
“ঘুমাস নি এখনও?”

আবিরের স্টপ শুনে মেঘ এখনও স্টপ হয়েই আছে, কোন মেয়ে, কি বলেছে, আবির ভাই এখন কোথায়, কিছুই ভেবে পাচ্ছে না৷ কিছুটা ভেবেচিন্তে মেঘ প্রশ্ন করল,
” আপনি এখন কোথায়? বাসায় কখন আসবেন?”

আবির গম্ভীর কন্ঠে উত্তর দিল,
” বাসায় ফিরতে একটু দেরি হবে। কেন?”

মেঘ পুনরায় প্রশ্ন করল,
“কোথায় আছেন?”

আবির রাশভারি কন্ঠে উত্তর দিল,
“একটা কাজে আসছি, তানভিরও আছে আমার সাথে, চিন্তা করিস না।”

মেঘ খুশি হয়েও হতে পারলো না। মেয়ের কন্ঠ শুনে মনে ভ*য় ঢুকে গেছিল, তানভির সাথে আছে শুনে একটু খুশি হলেও বেশি খুশি হতে পারল না। কারণ তানভির আপন ভাই হওয়া সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে। বিষয়টা কেমন হয়ে গেলো না!

মেঘ আস্তে করে শুধালো,
“ভাইয়া কি আপনার পাশে?”

আবির উত্তর দিল,
“না একটু দূরে, কথা বলবি? ডাকব?”

মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল,
“না না, এমনিতেই। আসছেন না যে। অপেক্ষা করতেছি। ”

আবির ঠান্ডা কন্ঠে বলল,
“অপেক্ষা করতে হবে না। আমরা চলে আসবো। ”

মেঘ আস্তে করে বলল,
” টেনশনে ঘুম আসছে না। ”

আবির কপাল কুঁচকে স্বাভাবিক কন্ঠে উত্তর দিল,
“আচ্ছা, আসতেছি। ”

মেঘ বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর আবির আর তানভির বাসায় ফিরেছে। তানভির আগে আগে বাসায় ঢুকে পরলেও আবির নিচে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে। মেঘ বেলকনি থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে, ঠোঁটে তার মিষ্টি হাসি।মেঘ বিড়বিড় করে বলছে,

” আবির ভাইয়ের উপস্থিতিই যে আমার হৃদয়ে বসন্ত জাগাতে সক্ষম। ওনি কবে বুঝবেন এটা?”

মেঘ আনমনে কতকিছু ভেবে যাচ্ছে। কখন আবির বাসায় ঢুকেছে অষ্টাদশীর সেই খেয়াল নেই। আবির নিজের রুমে না গিয়ে, সোজা মেঘের রুমে এসেছে। মেঘকে রুমে না পেয়ে যেই না বেলকনির দিকে যাবে, তখন ই দৃষ্টি পরে মেঘের খাতার দিকে। কেমিস্ট্রির বিক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা, “আবির ভাই “। আবির তৎক্ষনাৎ খাতাটা হাতে নিয়েছে। লাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে দেখেছে। পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আবির ভাই লেখা, আরও কিছু কিছু রোমান্টিক লাইন, কবিতার অংশ, গানের লাইন এসব লেখা। এসব দেখে আবির মাথায় র*ক্ত উঠে গেছে। খাতা টেবিলের উপর ছুঁড়ে ফেলে বেলকনিতে পা রাখতে রাখতে চিৎকার দিয়ে উঠল,
“এই মেয়ে, সমস্যা কি তোর?”

আচমকা আবির ভাইয়ের কন্ঠ শুনে চমকে উঠে মেঘ। আবিরের রাগান্বিত মুখবিবর দেখে ভ*য়ে দু-পা পিছিয়ে মাথা নিচু করে নরম স্বরে বলল,
“কোনো সমস্যা নেই। ”

আবির দ্বিতীয় বারের মতো চিৎকার দিয়ে উঠল,
“তুই কি পড়াশোনা করবি নাকি করবি না?”

মেঘের মাথায় কিছুই ঢুকছে না। আবির ভাইকে বাসায় আসতে বলার সাথে মেঘের পড়াশোনার কি সম্পর্ক। জান্নাত আপুর নেয়া পরীক্ষাতেও তো ভালোই মার্ক পায় তাহলে আবির ভাই এমন কেন করছেন।

মেঘ ঢোক গিলে ছোট করে বলল,
“করবো। ”

আবির রাগান্বিত কন্ঠে বলল,
“লোক দেখানো পড়াশোনা করার কোনো দরকার নেই। এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং, যদি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস তাহলে তোর পা দুটা ভেঙে ঘরে বসাইয়া রাখবো। পড়াশোনা যদি করতে চাস তাহলে চান্স পাইতে হবে আর না হয়…”

এটুকু বলেই আবির থামলো, চোখে মুখে এক রাশ বিরক্তি আর ক্রো-ধ। এক সেকেন্ড না দাঁড়িয়ে চলে যায়, মেঘের টেবিলের পাশে থাকা কাঠের চেয়ারে সজোরে লা*ত্থি দিয়ে রুম থেকে বেরিয়ে পরেছে। লা*ত্থি টা চেয়ারে দিলেও কেঁ*পে উঠেছে অষ্টাদশীর সর্বা*ঙ্গ। মাথায় ঢুকছে না কিছুই। কি এমন হলো যে আবির ভাই এতটা রে*গে আছেন। বাসায় ফেরার কথা বলে কি ভুল করে ফেলেছি, ওনি কোথায় ই বা গেছিলেন ।

মেঘ কিছুক্ষণ পর রুমের দিকে পা বাড়ায়, চেয়ারটা ফ্লোরে পরে আছে। মেঘ চেয়ার টা তুলে ঠিকমতো রাখতে গেলেই চোখে পরে খাতাটা। ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠাগুলো উড়ছে। মেঘ সঙ্গে সঙ্গে খাতা তুলে নেয় হাতে। খাতা জুড়ে আবির ভাই লেখা দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিড়বিড় করে বলছে,

“স*র্বনা*শ, এই খাতা কি আবির ভাই দেখে ফেলেছেন?”

তখনই আবির আবার রুমে আসছে। ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা এক টানে নিয়ে, হাতে থাকা লাই*টার দিয়ে আ*গুন জ্বালিয়ে দিয়েছে। মেঘ বিষ্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে, বিশালাকার চোখে সেই আ*গুন স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে, তাই আবির খাতা ছেড়ে দিয়েছে। ফ্লোরে খাতা টা পরতেই আ*গুন দ্বি*গুণ বেড়ে গেছে। আবির সেই আগুনের দিকে তাকিয়ে থেকে রাশভারি কন্ঠে বলল,

“ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে,
তার ফলাফল টা আরও বেশি ভ*য়ানক হবে। মনে থাকে যেন।”

আবির চলে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই আ*গুন দেখে তারপর সেখানেই বসে পরেছে। নির্বাক চোখে চেয়ে আছে পুড়া খাতার অবশিষ্ট অংশের পানে। আবির শুধু খাতায় পুড়ায় নি পুড়িয়েছে অষ্টাদশীর হৃদয়ে বাড়তে থাকা ভালোবাসাকে। আবির কিছু না বলেও বুঝিয়ে দিয়েছে, আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই। আবির ভাইয়ের ক্রো*ধিত আঁখিতে অষ্টাদশীর কোমল মন ঝলসে গেছে। চোখ বেয়ে আজ এক ফোঁটা পানিও পরছে না কেমন যেনো পাথরের ন্যায় বসে আছে।

পেইজঃ Salma Chowdhury – সালমা চৌধুরী (scsalma90)

★★★★

এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যেতে আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তানভির হাজির হলো সেখানে। আজ তানভিরের তেমন কাজ নেই। বন্ধুদের সাথে ঘুরাঘুরি করেছে, বিকেলের দিকে এমপির বাড়ি থেকেও ঘুরে এসেছে। কি করবে ভেবে না পেয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতে আসছে। তানভির হাসিমুখে সবার সাথে হ্যান্ডসেক করে একটা চেয়ার টেনে বসলো। সবাই তানভিরকে পেয়ে গণহারে প্রশ্ন করা শুরু করেছে। নির্বাচন নিয়ে, তানভিরের কাজ নিয়ে, এমপির কর্মসূচি নিয়ে। তানভির যা জানে সব উত্তর ই ঠিকঠাক মতো দিচ্ছে। আবির চুপচাপ বসে বসে ফোন চাপছে।
আড্ডার কেন্দ্রবিন্দু তানভির হওয়ায় মেঘের টপিক উঠতে বেশি সময় লাগলো না। এতদিন সবাই তানভিরকে আবিরের ছোট ভাই হিসেবেই সম্বোধন করে এসেছে। রাকিব সব জানলেও বরাবরই সে ভদ্র মানুষ ছিল। তবে এখন সবাই মেঘের কথা জানে। মেঘ আর আবিরের কথা জানার পর আজই তানভিরকে পেয়েছে৷ তাই সবাই নতুনভাবে তানভিরের সাথে পরিচিত হচ্ছে।

কথার কথা লিমন বলে উঠল,
” তানভির, তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন?”

তানভির আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কন্ঠে বলল,
“আমার বিশ্বাস, ভাইয়া আমার বোনকে সারাজীবন রাজরানী করে রাখবে। আমার বোনের জীবনে যত ঝড় ই আসুক না কেন, ভাইয়া সবসময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভাই হিসেবে এর থেকে বেশি আমি কি চাইবো?”

রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল,
“আমার একটা প্রশ্ন আছে।”

তানভির বলল,
“বলো ভাইয়া।”

রাসেল একটু ভেবে বলল, “এইযে তুই আবিরকে ভাইয়া ডাকিস, তোর বাকি ভাই বোনেরাও আবিরকে ভাইয়া ডাকে, তাহলে মেঘ কেনো ভাইয়া ডাকে না?”

তানভির স্ব শব্দে হেসে উত্তর দিল,
“তোমার কি মনে হয়, বনু ডাকে নি? সত্যি বলতে বনু আমায় ভাইয়া বলে অভ্যস্ত হয়ে গেছে তাই ভাইয়াকে শুধু ভাইয়া ডাকতে পারে না। ভাইয়া দেশে ফেরার পর প্রথম প্রথম বনু ভাইয়াকে একবার “আবির ভাইয়া”, একবার “আবির ভাই”, এমন করে ডাকতো। একদিন বড় আম্মুর সামনে আবির ভাই বলায় বড় আম্মু বললেন,
ভাইয়ের নাম ধরে ডাকিস না, বড় ভাইয়া বলে ডাকবি। ”

লিমন বলল,
“পরে?”

তানভির আবিরের দিকে একবার তাকালো। আবির চুপচাপ বসে আছে। কারণ সে ভালো করেই জানে তানভির আসলে বন্ধুরা আবিরের কুকীর্তি জানতে চাইবেই। আবিরকে চুপচাপ থাকতে দেখে তানভির একটু সাহস নিয়ে পুনরায় বলা শুরু করলো,

পরে আর কি, বনু কিছু বলার আগে ভাইয়াই চিৎকার দিয়ে উঠছে। ভাইয়া বলে,
“ভাইয়া ডাকার কোনো প্রয়োজন নাই, যা ডাকছে তাই ডাকুক।”

বড় আম্মু এখান থেকে যাওয়ার পর বনু মজা করে বলছে,
“আবির ভাইয়া…”

ভাইয়া সঙ্গে সঙ্গে বলে,
“ভুলেও যদি আর একবার ভাইয়া ডাকিস তাহলে এমন থা*প্পড় দিব, জীবনের মতো ভাইয়া ডাক বন্ধ হয়ে যাবে।”

সেই থেকে বনু আবির ভাই বলেই ডাকে। ”

সবাই আবিরের দিকে চেয়ে হাসছে৷ লিমন আবিরকে উদ্দেশ্য করে বলে,
” ভাই ডাক শুনতে কেমন লাগে বন্ধু?”

আবির বিরক্তি নিয়ে উত্তর দিল,
“ভাই ডাকটা অনেক কষ্টে সহ্য করে নিয়েছি। কিন্তু ভাইয়া ডাক সহ্য করতে পারবো না। ”

রাকিব তানভিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল,
“এমপির মেয়ের কি খবর রে? এখনও কি উল্টাপাল্টা কিছু বলে?”

তানভির স্বাভাবিক কন্ঠে উত্তর দিল,

“মেয়ে ভালোই আছে। তবে ইদানীং আরেকটা কথা বলছে যেটা আমি ভাইয়াকেও বলি নি। ”

আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল,
“কি বলছে?”

তানভির ঢোক গিলে আস্তে করে বলল,
“এমপির মেয়ের বনুরে অনেক ভালো লাগছে। ”

আবির কপাল কুঁচকে, গম্ভীর কন্ঠে বলল,
” তো?”

তানভির আস্তে করে বলল,
“এমপির ছেলের বউ মানে এমপির মেয়ে ভাবি বানাতে চাই। ”

আবির বসা থেকে উঠে রাগান্বিত কন্ঠে শুধালো,
“কি?”

তানভির চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে রাকিবের পেছনে লুকাইছে। রাকিব ও দাঁড়িয়ে পরেছে। লিমন আর রাসেল সঙ্গে সঙ্গে আবিরকে ধরেছে।

তানভির রাকিবের পেছন থেকে উচ্চস্বরে বলে উঠল,

“তুমি এভাবে আমায় মা*রতে পারো না, ভুলে যেয়ো না আমি তোমার সম্বন্ধী হয়। ”

আবির রা*গে ফুঁসতে ফুঁসতে বলল,
“এই কথাটা মাথায় রাখি বলেই আজ পর্যন্ত তুই আমার হাতে মাই*র খাস নি। ”

রাকিব হাসতে হাসতে বলছে,
“তানভির তোর ভাগ্য ভালো। শা*লা হলে যে কি দশা হইতো তোর। আল্লাহ ভালো জানেন। ”

আবির রাগান্বিত কন্ঠে বলল,
“তানভির, তোরে আমি আগেই না করছিলাম মেঘরে ঐ বাড়িতে নেয়ার দরকার নেই। তুই জোর করছিলি বলে আমি নিছিলাম। এমপির মেয়েরে এমনেই সহ্য হয় না। এখন আবার ভাই। ছেলের নাম কি, কই পাবো এটা বল শুধু! ”

তানভির ঠান্ডা কন্ঠে বলল,
“ছেলে UK তে থাকে, ছেলে এসবের কিছুই জানে না। এমপির মেয়ের ই ভালো লাগছিল। আমি না করে দিছি। বলছি বনু তোমার বউ। কাহিনী যেনো না বাড়ায়। ”

আবির গম্ভীর কন্ঠে শুধালো,
“আমায় আগে বলিস কি কেনো?”

তানভির তখনও রাকিবের পেছনেই লুকিয়ে আছে। ধীর কন্ঠে বলল,
“এখানে ৪ জনের সামনে বলেই জান বাঁচানো কষ্টকর হয়ে যাচ্ছে, বাড়িতে আমায় একা পেয়ে মাই*র যে দিবা না তার কি গ্যারান্টি আছে! ”

আবির কন্ঠ দ্বিগুণ ভারি করে বলল,
“এমপির মেয়েটা যদি ছেলে হইতো তাহলে এর খবর আছিল৷ এমপির ছেলে দেশে ফিরলে জানাইস তো। ”

তানভির চিন্তিত স্বরে বলল,
“কেন মা*রবা নাকি? কিন্তু ছেলে তো কিছুই জানে না!”

আবির স্বাভাবিক কন্ঠে উত্তর দিল,
” সেটা সময় বলে দিবে। ”

আরও ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে ১০ টার পরে বাসায় ফিরেছে দুই ভাই। মেঘের জন্য খাবার নিয়েছে। তবে সেই খাবার আজ আর আবির দেয় নি। তানভির কে দায়িত্ব দিয়ে আবির নিজের রুমে চলে গেছে। আবির চাইছে মেঘ তার সর্বোচ্চ চেষ্টা টা করুক। আবিরের জন্য যেনো মেঘের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। মেঘকে শক্ত আর স্বাভাবিক করতেই আবিরের এত কঠিন পদক্ষেপ নেয়া।

পেইজঃ Salma Chowdhury – সালমা চৌধুরী (scsalma90)

★★★★

অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা।
মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামলো। পরীক্ষায় কান ঢাকা নি*ষেধ এজন্য হিজাব পরে নি আজ। খেতে বসেছে ঠিকই কিন্তু খাবার গলা দিয়ে নামছে না৷ প্রিপারেশন আলহামদুলিল্লাহ কিন্তু মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় গত দু-রাত ঘুমাতে পারে নি। গতকাল রাতেই ঠিক হয়েছে, গাড়ির থেকে বাইকে গেলে সুবিধাজনক হবে তাই তানভির মেঘকে পরীক্ষার হলে নিয়ে যাবে। কিন্তু সকাল থেকে তানভিরের হদিস নেই। এখনও ঘুম থেকেই উঠে নি।
ইকবাল খান যেই না তানভির কে ডাকতে যাবে তখনই চোখে পরলো আবির রেডি হয়ে নামছে।

ইকবাল খান আবিরকে দেখেই উচ্চস্বরে বলে উঠলেন,
“কিরে আবির তুই কোথাও যাচ্ছিস নাকি?”

আবির স্বাভাবিক কন্ঠে উত্তর দিল,
“তানভির একটু অসুস্থ, বললো মেঘকে আমি নিয়ে যাইতে। যেহেতু আজ শুক্রবার তাই ভাবলাম নিয়েই যায়। ”

মোজাম্মেল খান বলে উঠলেন,
“ভালোই হয়েছে। ঐ ছেলেরে দিয়ে কোনো বিশ্বাস নাই। দেখা গেল যাইতে যাইতে পরীক্ষা শেষ হয়ে যাবে। তার থেকে ভালো তুই ই নিয়ে যা। ”

আবির মৃদু হাসলো। মালিহা খান ছেলেকে ডেকে বললেন,
“তোকে খেতে দিব ?”

আবির খাবে না বলে বেড়িয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘও বেড়িয়েছে। সবাই গেইট পর্যন্ত মেঘকে বুঝাতে বুঝাতে এগিয়ে দিয়ে এসেছে৷ এক ঘন্টার মধ্যে উপস্থিত হলো পরীক্ষার কেন্দ্রে। চারপাশে অসংখ্য শিক্ষার্থী আর তাদের সাথে অভিভাবক, শুধু বন্ধুরা মিলেও পরীক্ষা দিতে এসেছে। কেউ কেউ রাস্তার পাশে বসে পড়তে ব্য*স্ত। মেঘ আশেপাশের পরিবেশ দেখে আরও বেশি শঙ্কিত হয়ে যাচ্ছে । এখনও গেইট খুলা হয় নি। মেঘ আশেপাশে এত এত শিক্ষার্থী দেখতে ব্যস্ত । অথচ আবির মেঘের দিকে তাকিয়ে আছে।

আবির হঠাৎ ই শীতল কন্ঠে ডাকলো,
“মেঘ!”

মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল,
“জ্বি। ”

আবির অকস্মাৎ দু-হাতে আলতোভাবে মেঘের দু-গাল স্পর্শ করে মেঘের চোখে চোখ রেখে নিরেট কন্ঠে বলল,

“আমি গর্ভ করে বলতে পারি, এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতী। পরীক্ষা শেষে আমি তোর মুখে সেই অকৃত্রিম হাসিটা দেখতে চাই,যেই হাসিটা শুধুই বিজয়ের। আমার বিশ্বাস তুই পারবি। ”

মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখবিবরে।
মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় বলল,
“টেনশন করিস না, বের হয়ে সোজা এখানে আসবি। আমি এখানেই থাকবো। ”

ততক্ষণে গেইট খুলে দিয়েছে৷ হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়ে মেঘও কেন্দ্রে ঢুকে গেছে। আবির বাহিরে অপেক্ষা করছে, পরীক্ষা মেঘের হলেও চিন্তা সব আবিরের। তার প্রথম আর একমাত্র চিন্তা অসময়ে দেশে ফেরা। ভেবেছিল ভর্তি পরীক্ষা শেষে ফিরবে কিন্তু জয়ের জন্য তা আর হলো কই। দেশে ফেরার পর থেকে একটায় চিন্তা আবিরের জন্য মেঘের না কোনো সমস্যা হয়। ৩ মাস যাবৎ কত কৌশলই না অবলম্বন করছে মেঘকে শক্ত করতে। আজকের পরীক্ষাতেই বুঝা যাবে আবির কতটুকু সফল আর কতটুকু ব্য*র্থ।

(চলবে)

গল্প- আমৃত্যু ভালোবাসি তোকে
পর্ব- ৩১
লেখিকা- সালমা চৌধুরী

কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে। এত এত পরীক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খোঁজছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে ৷ অবশেষে চোখ পরে তার অষ্টাদশীর পানে। দ্রুত পায়ে এগিয়ে আসছে, মুখে তার তৃপ্তির হাসি, খুশিতে জ্বলজ্বল করছে দুই আঁখি৷ এক নিমিষেই আবিরের দুশ্চিন্তা উধাও হয়ে গেছে৷

মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল,
“আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে৷ ”

সঙ্গে সঙ্গে প্রশস্ত হলো আবিরের দুই ওষ্ঠ। ঠান্ডা কন্ঠে বলল,
“আলহামদুলিল্লাহ। ”

বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল,
” এখন কি বাসায় যাবি?”

বাসায় যাওয়ার কথা শুনেই মেঘের মনটা খারাপ হয়ে গেছে৷ ২৪ ঘন্টা বাসায় থাকতে থাকতে বির*ক্ত হয়ে গেছে। কোচিং এ যাওয়া ব*ন্ধ হওয়ার পর শুধু একদিন ভাই বোনদের সাথে ঘুরতে বের হয়েছিলো। সেই থেকে বলতে গেলে ঘরবন্দী। মেঘের মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করল,

“ঘুরতে যাবি?”

সহসা মেঘ হাসিমুখে আবিরের দিকে তাকিয়েছে। কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডেই গায়েব হয়ে গেছে। মনে পরে গেল কিছুদিন আগের খাতা পুড়ানোর ঘটনা। যার মনে মেঘের জন্য বিন্দু মাত্র জায়গা নেই, তার সাথে কথা বলায় বেমানান ৷ ওনার নাম লেখাতে যেই মানুষটা কয়েকমিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পু*ড়িয়ে ফেলেছেন, সেই মানুষটার থেকে দূরে থাকায় শ্রেয়। মেঘ মাথা নিচু করে উত্তর দিল,

“না বাসায় চলে যাব।”

আবির কপাল কুঁচকে কেমন করে চেয়ে আছে। আবির খুব ভালো করেই বুঝতে পারছে, তার অষ্টাদশী অভিমান করে আছে ।

আবির গম্ভীর কন্ঠে বলল,
“আগে চল খেতে যায়। তোর জন্য তাড়াহুড়োতে সকালে না খেয়ে বের হয়ছি। খুব খুদা লাগছে। ”

আজ শহর জুড়েই জ্যাম। পরীক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘন্টা আটকে আছে। মেঘকে নিয়ে নাস্তা করে বেড়িয়েছে। ১ ঘন্টায় বিশাল জ্যাম পেরিয়ে বাইক ছুটছে নিরুদ্দেশের পথে। মেঘ দুবার জিজ্ঞেস করেছে, ” কোথায় যাচ্ছি? ”

কিন্তু আবির কোনো উত্তর দেয় নি। ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে গেছে এক অপরূপ সুন্দর জায়গায়। উত্তরা ১৫ নম্বর সেক্টরের সুপরিচিত সেই জায়গার নাম দিয়াবাড়ি। দিয়াবাড়ি সবসময় ই বেশ জনপ্রিয়। তবে শরৎকালে কাশফুলের শুভ্রতায় এই স্থানের মাধুর্যতা কয়েকগুণ বেড়ে যায়। আকাশে যেমন সাদা মেঘেরা ঘুরে বেড়াচ্ছে তেমনি প্রকৃতি জু্ড়েও সাদার মেলা।

মুগ্ধ আঁখিতে কাশফুল দেখছে মেঘ। কাশফুলের শুভ্রতায় মেঘের মন ফুরফুরে হয়ে গেছে। গুটিগুটি পায়ে এগিয়ে গিয়ে, আলতো হাতে কাশফুল ছুঁয়ে দিচ্ছে। এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মুহুর্তেই আবিরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা গেল। আনমনে বলে উঠল ,

“মানুষ শুধু শরতে কাশফুলের মায়ায় পড়ে, অথচ আমি প্রতিদিন,প্রতিক্ষণ শুধু তোর মায়ায় পড়ে থাকি।”

মেঘের মনে আনন্দের সীমা নেই। আনন্দ হবে নাই বা কেনো। ঢাকা শহরে থেকেও এত বছরে কোনোদিন এই জায়গায় আসতে পারে নি। শুধু দুএকবার নাম ই শুনেছে। বাবা-কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকেন যে, সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় ই নেই কারো৷ কাকামনি মাঝে মাঝে মেঘ, মীম আর আদি কে নিয়ে বের হলেও সেটা ৩ মাসে একবার। অথচ আবির দেশে ফিরেছে সবেমাত্র ৪ মাস হবে। এই অল্প সময়েই আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে সব জায়গা ঘুরে ফেলেছে। অবশেষে আজ কাশফুলের রাজ্যেও নিয়ে আসছে, ভাবতেই পারছে না মেঘ। আবির মেঘকে বুঝতে না দিয়ে, মেঘের বেশকিছু ছবি তুলেছে।ফোন পকেটে রেখে, কতগুলো কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল,

“তোর কিছু ছবি তুলে দিব?”

মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেললো। সেও মনে মনে ভাবছিল, মোবাইল টা নিয়ে আসলে ছবি তুলতে পারতো৷ কিন্তু আবির ভাইকে এই কথা বলার সাহস পাচ্ছিলো না। আবির মেঘের মনের কথা বলে ফেলেছে, তাই না চাইতেও মেঘ হেসে ফেলেছে । আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে, ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কন্ঠে বলল,
“ধন্যবাদ, আমরা কি এখন চলে যাব?”

আবির ভ্রু কুঁচকে বলে উঠল,
“এত স্বা*র্থপর কেন তুই?”

মেঘ চোখ বড় করে তাকিয়ে শুধালো,
“মানে?”

আবির বিরক্তির স্বরে বলল,
“এইযে এত কষ্ট করে এতদূর নিয়ে আসলাম তোকে,ছবিও তুলে দিলাম। একটা বার বলতে তো পারতি,দেন আপনাকে দুটা ছবি তুলে দেয় বা একটা সেলফি অন্তত তুলি। যেই নিজের ছবি তুলা শেষ ওমনি বাসায় যায় গা, স্বা*র্থপর একটা৷ ”

“আমি স্বা*র্থপ*র হলে আপনি হি*টলা*র। ” মুখের উপর মেঘ জবাব দিয়ে ফেলছে।

আবির কপালে কয়েক ভাঁজ ফেলে, ভারী কন্ঠে বলল,
“আমি হি*টলা*র হলে তুই হি*টলা*রের নানী । ”

এ যেনো বিতর্ক প্রতিযোগিতা চলছে।

মেঘ ভেঙচি কেটে বলল,
“জীবনেও না। আমি আপনার মতো এত পা*ষাণ না। ”

এ কথা শুনে আবির হেসে ফেললো। আচমকা হাসাতে মেঘ বিস্ময় সমেত তাকিয়েছে। মেঘ ভেবেছিল আবির ভাই হয়তো রে*গে যাবেন৷ কিন্তু ওনি হাসছে দেখে বেশ অবাক হয়েছে।

আবির গলা খাঁকারি দিয়ে গম্ভীর কন্ঠে বলা শুরু করল,

“সামান্য একটা কারণে গত ৯ বছর তুই আমার সাথে কথা বলিস নি। তুই ভুল করলে, বড় ভাই হিসেবে কি তোকে শা*স্তি দেয়ার অধিকার ছিল না আমার ? এইযে এতগুলো বছরে একটা বার কথা বলিস নি আমার সাথে, তখন একবারের জন্যও কি নিজেকে পা*ষাণ মনে হয় নি তোর? হয়তো দেশে না ফিরলে এখনও কথা বলতি না। একবারও মনে হয়নি, এই মানুষটার সাথে কথা বলা উচিত? তোর এই অসীম দূরত্বে সেই মানুষটারও খারাপ লাগতে পারে, ভেবেছিস কখনো? ভাবিস নি!”

মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে। ওষ্ঠদ্বয় কাঁপছে তিরতির করে। আবির ভাইয়ের সাথে এতবছরে একবারের জন্য ও কথা বলতে ইচ্ছে হয় নি তার। অথচ ওনাকে দেখার পর, ওনার ভারী কন্ঠে বলা একেকটা কথা, অনুভূতিহীন আচরণ, ক্রো*ধিত আঁখি, তাকানোর স্টাইল, ঘন কালো চুল আর গাল ভর্তি ছোট ছোট দাঁড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে। আবির ভাই তো দেশে ফিরে আবারও থা*প্পড় দিয়েছে তাকে । কই এবার তো সে কথা বন্ধ করে নি। রা*গ, অভি*মান শেষে ঠিকই বার বার কথা বলেছে। এইযে সেদিন খাতা পুড়ালো তারপরও আজ সেই মানুষটার সাথেই ঘুরতে এসেছে। তাহলে এত বছর কেনো কথা বলতে ইচ্ছে হয় নি তার?

মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছিলো৷ মেঘ আচমকা বলে উঠল,

“আপনার সাথে একটা ছবি তুলা যাবে?”

আবির মুচকি হেসে উত্তর দিল,
“Why not ”

ঘুরাঘুরি শেষে বাসায় ফিরছে। মেঘের হাতে অনেকগুলো কাশফুল। তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মীম আর আদিকে দেখাবে। কিন্তু আবিরের ক*ড়া নি*ষেধ বাসায় নেয়া যাবে না।বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা। রাস্তায় ২ টা পিচ্চি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে আসছে৷

পেইজঃ Salma Chowdhury – সালমা চৌধুরী (scsalma90)

★★★★

সময় চলছে নিজস্ব গতিতে। মেঘের পড়াশোনার অন্ত নেই। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হলো৷ সামনে মেডিকেল পরীক্ষা। পড়ার চাপ যতটা মেঘের, ঠিক ততটায় জান্নাতের। প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় নিয়ে পড়ানো। নিজে প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেয়া, সেগুলোর সমাধান করা। ১৫ দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন চলবে এই লড়াই। সপ্তাহ খানেক পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। মেঘের সিরিয়াল আসছে। সেই খুশিতে খান বাড়িতে উৎসব চলছে৷ প্রতিটা মানুষ ই মহাখুশি, তবে মোজাম্মেল খান তেমন খুশি না। কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে। বাড়ির সবাই হৈ চৈ করছে দেখে এক সময় ধ*মক দিয়েই বসলেন,

“মেডিকেল পরীক্ষা এখনও হয় নি। এত খুশি হওয়ার কিছু নেই। সামনে পরীক্ষা৷ পড়তে বসো গিয়ে। ”

আবির রুমের বাহিরে বেলকনিতে দাঁড়িয়ে নিচে সবার হৈ-হুল্লোড় দেখছিল। তবে মোজাম্মেল খানের ধ*মকে আজ আবিরের রা*গ হচ্ছে না। বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে এসব সামান্য বিষয়কে সে পাত্তায় দিচ্ছে না। কিন্তু মোজাম্মেল খানের ধম*কে মেঘের মন খারাপ হতে সময় লাগলো না। সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখেই থ*মকে দাঁড়ালো। শীতল চোখে তাকালো একবার। হয়তো বুঝতে চেয়েছিলো রেজাল্ট এর কথা শুনে আবির ভাই খুশি হয়েছেন কি না! কিন্তু আবিরের অভিব্যক্তি বুঝা গেল না। তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গেছে।

মেঘের পড়া যেমন থেমে নেই তেমনি জান্নাত আপুর ও ছুটি নেই। কিছুদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিলো। এবার আর আবির নিয়ে যায় নি। মোজাম্মেল খান নিজে গাড়ি করে মেয়েকে নিয়ে গেছেন। পরীক্ষা যেমন ই হয়েছে,রেজাল্টের অপেক্ষায় আছে সবাই। কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিলো। হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কন্ঠে বলল,

“কিরে আবির মেঘ কি চান্স পাইছে?”

আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই উত্তর দিল,
“DU তে হয়ছে, জগন্নাথে ওয়েটিং৷ কেন?”

রাসেল পুনরায় বলল,
“আরে ভার্সিটি না। মেডিকেলে চান্স পাইছে কি না জিজ্ঞেস করছি৷ ”

আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল,
“রেজাল্ট দিয়ে দিছে নাকি?”

রাসেল সহসা উত্তর দিল,
“হ্যাঁ, মাত্র দেখলাম। এজন্যই তো তোকে জিজ্ঞেস করতে আসছি।”

আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটে রেজাল্ট দেখল, অকস্মাৎ আবিরের মুখটা মলিন হয়ে গেলো।

রাকিব জিজ্ঞেস করল,
” কি হলো, চান্স পায় নি?”

আবির ভারী কন্ঠে উত্তর দিল,
“সরকারি তে আসে নি, প্রাইভেটে পড়তে পারবে।”

আবির সঙ্গে সঙ্গে তানভির কে কল দিয়েছে। তানভির বাসায় নেই। আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না। বাসায় কি চলছে কে জানে! হঠাৎ ই মীমের কথা মনে পড়লো । তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে। প্রথম কলটায় রিসিভ করলো মীম। মায়ের ফোন বেশিরভাগ সময় মীমের কাছেই থাকে৷ মীম আর আদি মিলে গেম খেলে। মীম কল রিসিভ করেই সালাম দিলো।

আবির সালামের উত্তর দিয়ে ভারী কন্ঠে বলল,
“বাসার কি অবস্থা? ”

মীম চিন্তিত স্বরে বলল,
“চাচ্চু আপুকে ব*কতেছে। আম্মু আর মামনি মিলেও থামাতে পারছে না। আব্বু, বড় আব্বু, বড় আম্মু কেউ বাসায় নেই। আমাকে আর ভাইকেও ধ*মকে রুমে পাঠিয়ে দিয়েছে। ”

আবির আর কিছু না বলেই কল কেটে দিয়েছে। তৎক্ষনাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির সেদিনই চাচ্চুর মনের কথা বুঝেছিল। এই ঝামেলা টা হওয়ার ই ছিল, কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের জানা ছিল না।৷ জানলে হইতো আজ বাসা থেকে বের ই হতো না। বাইকের গতিই বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষি*প্ত। বাসার গেইট টা কোনোরকমে পেরিয়ে বাইক রেখে ছুটে গেছে অন্দরমহলে। ড্রয়িং রুমে সোফায় বসে আছেন মোজাম্মেল খান, ওনার পাশে হালিমা খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছে। সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ৷ চিবুক নেমে গলার সঙ্গে মিশে আছে৷ কান্নার তোপে সামনেরদিকের চুলগুলো ভেজা গালে লেপ্টে আছে, দৃষ্টি তার ফ্লোরের দিকে।

আকলিমা খান রান্নাঘরে। ভাসুর কে থামানোর সাধ্য নেই বলেই সরে পরেছেন। আলী আহমদ খান মালিহা খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন৷ এখনও ফেরে নি। ইকবাল খান হয়তো কোনো কাজে বেড়িয়েছেন।

মোজাম্মেল খান তখনও রা*গান্বিত কন্ঠে বলেই যাচ্ছেন,

“তোকে এত আদর ভালোবাসা দিয়ে কি হলো। সরকারি মেডিকেলে চান্স টায় পাস নি। কত গর্ভ করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে। এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্স পায় নি। তোকে….”

এতটুকু বলতেই আবির উচ্চস্বরে বলে উঠল,
“এই মেঘ রুমে যা। ”

আচমকা আবিরের কন্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল। মোজাম্মেল খানও থেমে গেলেন। মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে। কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। মোজাম্মেল খান বাসায় ফেরার পর থেকে মেঘকে ব*কেই যাচ্ছেন। ঘুরে ফিরে এক কথায় বার বার বলছেন,
“এত আদরে থেকে, এত সুযোগ সুবিধা পেয়েও মেডিকেলে চান্স পাস নি। ছেলে যেমন ভ*ন্ড, মেয়েটাও এরকম ই হচ্ছে। সামান্য একটা ভর্তি পরীক্ষাতে চান্স পেতে পারে নি। এই থেকে শুরু করে আর যা যা বলার ছিল সবই বলেছেন।”
অতিরিক্ত রা*গে মানুষের বুদ্ধি লোপ পায়৷ তখন যা বলে তার বেশিরভাগ ই অহেতুক আর বিবেকহীন কথা।

মেঘ সিক্ত আঁখিতে আবিরের দিকে তাকিয়েই আছে। আবির নিরেট কন্ঠে পুনরায় বলল,
“রুমে যেতে বলেছি তোকে।”

মেঘ মাথা নিচু করে ফেলেছে। বাবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এতক্ষণ বাবার ধম*ক খেয়েছে এখন আবির ভাইয়ের ধ*মক খাওয়ার আর ইচ্ছে নেই। তাই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আবির কয়েক কদম এগিয়ে সোফার কাছাকাছি এসে দাঁড়িয়ে মোজাম্মেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কন্ঠে বলা শুরু করলো,

” যা হওয়ার তা হয়ে গেছে। এমন তো নয় যে, মেঘ চেষ্টা করে নি। আর এমনটাও নয় যে, সে পাশ করে নি। আপনার যদি পড়ানোর ইচ্ছে থাকে তাহলে এত এত প্রাইভেট মেডিকেল কলেজ আছে। ঐখানের কোনোটাতে পড়াতে পারেন৷”

মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনেছে।আবির ভাই যে বাপের ব*কার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে৷ এটা ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে ওনিই বলেছিলেন DU তে চান্স না পেলে পা ভে*ঙে ঘরে বসিয়ে রাখবেন। অথচ আজ সেই মানুষটার ভিন্ন রূপ।
“একটা মানুষের কত রূপ ই না হতে পারে!”

মোজাম্মেল খান রে*গে বললেন,
“প্রাইভেটে পড়ানোর ইচ্ছে থাকলে মাস শেষে এত এত টাকা মেয়ের পড়াশোনার জন্য খরচ করতাম না। বাসা থেকে বের হলেই আশেপাশের মানুষ আমায় প্রশ্ন করবে, কেন চান্স পায় নি, কি বলবো আমি তখন?”

আবির দীর্ঘশ্বাস ফেলে বলল,
“আপনি কি চাইছেন এখন? ঘন্টার পর ঘন্টা মেয়েটার উপর রা*গ ঝাড়লেই কি রেজাল্টে পরিবর্তন আনতে পারবেন? এডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতেই ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পার করে, সেখানে তাকে এভাবে কথা শুনাচ্ছেন! আজ আপনার যতটা কষ্ট হচ্ছে। তার থেকেও হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের । দিনরাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশোনা সে করেছিলো। বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করাটা আপনাদের দায়িত্ব ছিল। কিন্তু কি বলবো, আপনারা তো সন্তানের থেকেও সমাজ কে বেশি প্রাধান্য দেন। ”

কথাগুলো বলে আবির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। মোজাম্মেল খান নিশ্চুপ বসে আছেন। ভেতরে ভেতরে এখনও রা*গে ফুঁসছেন। কিন্তু আবিরের বলা কথাগুলোর প্রতিত্তোর ছিল না বলেই চুপ করে গেছেন। হালিমা খানও শান্ত স্বরে স্বামীকে বুঝাচ্ছেন। মেঘ বিছানায় উপুড় হয়ে শুয়ে কাঁদছে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আসে। আবির একটু শব্দ করেই দরজা ধাক্কা দিল। কিন্তু মেঘের কোনো সাড়াশব্দ নেই। অবিরত কেঁদেই যাচ্ছে , এই কান্নার কোনো অন্ত নেই।

আবির বিছানার পাশে বসে আস্তে করে ডাকলো,
“মেঘ ”

সঙ্গে সঙ্গে মেঘ একটু থামলো। তারপর আবার কান্না শুরু করলো। আবির আলতোভাবে মাথায় হাত রেখেছে। এলোমেলো চুল গুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কন্ঠে বলল,

“তোর সাথে কথা আছে,উঠ। ”

মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল,
“আমার সাথে কথা বলতে হবে না। আপনি চলে যান৷ ”

আবির গম্ভীর কন্ঠে বলল,

“তোর সাথে কথা না বলে আমি যাব না। আমি ১০ পর্যন্ত গুনবো, এরমধ্যে মুখ ধৌয়ে আমার সামনে এসে বসবি। ”

মেঘ তবুও নড়ছে না। আবির ভারী কন্ঠে বলা শুরু করল,

“এক…….”

“দুই…….”

মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেছে। মেঘের এই তড়িঘড়ি দেখে আবির মৃদু হাসলো।
মেঘ ফ্রেশ হয়ে আবির মুখোমুখি বসেছে। আবির মোলায়েম কন্ঠে শুধালো,

“তুই কাঁদছিলি কেনো? চান্স পাস নি বলে নাকি চাচ্চু ব*কেছে তাই?”

মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির আবার শুধালো,

“তুই কি মেডিকেলে পড়তে চাস? পড়তে চাইলে বল। প্রাইভেটেই পড়াবো তোকে। কেউ রাজি না হলে, আমি তোকে পড়াবো। শুধু বল পড়তে চাস কি না। ”

মেঘ মাথা নিচু করে উত্তর দিল,
“জানি না। ”

এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে। কারণ ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট হওয়ায় JSC এর পর সবার মতো পরিবারের কথায় তাকেও সাইন্স নিতে হয়েছিল। আর সাইন্স নেয়া মানেই বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করে। সবার স্বপ্ন কে বাস্তবায়ন করতেই এতদিন সে চেষ্টা করে এসেছে।

আবির শ্বাস ছেড়ে ভারী কন্ঠে বলা শুরু করলো,

“দেখ, যদি এমন হয় ডাক্তার হওয়ায় তোর একমাত্র লক্ষ্য । তুই মন প্রাণ দিয়ে চাস ডাক্তার হতে। তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস। প্রাইভেট থেকে পড়েও প্রতিবছর হাজার হাজার ভালো ডাক্তার বের হচ্ছেন। কিন্তু যদি মনে হয়,ডাক্তার হওয়া তোর একমাত্র স্বপ্ন নয়। তুই সাইন্স নিয়েছিস, আর আশেপাশের মানুষ চাইছে তুই ডাক্তার হ। শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতে মনের বিরুদ্ধে তুই ডাক্তার হতে চাচ্ছিস,তাহলে আমি বলবো কোনো দরকার নেই। কারো কথায় বা কারো চাপে নিজের ইচ্ছে কে কখনোই মাটি চাপা দিবি না। তোর যেখানে পড়তে ইচ্ছে করে তুই সেখানেই পড়তে পারিস। কে কি বলবে সেটা আমি বুঝবো!”

মেঘ নির্বাক চোখে চেয়ে আছে আবির ভাইয়ের মুখের পানে। আবিরের বলা কথাগুলো শুনে মেঘের চোখ আবারও টলমল করছে। তার আব্বুও তো কথাগুলো এভাবে বলতে পারতো । আবির তপ্ত স্বরে পুনরায় বলল,

“পৃথিবীর মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। তোর ইচ্ছেটায় আমার কাছে সবচেয়ে মূল্যবান । দিনশেষে আমি তোর মুখে মিষ্টি হাসি দেখতে চাই। কারো কথায় নয়, নিজে সিদ্ধান্ত নিবি তুই কি চাস। আবারও বলছি, তুই যা চাস তাই হবে। ”

আবির চলে গেছে। আবিরের দেয়া সান্ত্বনা তে আর কিছু হলো কি না জানা নেই তবে মেঘের কা*ন্না থেমে গেছে। দীর্ঘসময়ের অশান্ত মন শান্ত হয়ে গেছে। তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই। লাইট অফ করে শুয়ে শুয়ে ফোন চাপছিলো। বন্যার সাথে কথা হয় নি৷ বন্যাকে ২ বার কল দিয়েছে। কিন্তু কোনো খবর নেই৷ ফে*সবুকে ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবি সামনে আসছে। এতদিন পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডিটাও ঘুরে দেখা হয় না। তাই আজ সময় নিয়ে আইডিতে ঘুরতেছে। হঠাৎ ই চোখে পরলো সামনে আবির ভাইয়ের জন্মদিন।

মেঘ দিন গুনছে, আর মাত্র তিনদিন বাকি। কিভাবে কি করবে এসব ভাবতে ভাবতে রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে। তারপর কখন যে ঘুমিয়ে পরেছে কে জানে!

কিছুক্ষণের মধ্যে মালিহা খান আর আলী আহমদ খান বাসায় ফিরেছেন। মেঘের মন খারাপ শুনে দেখতেও গিয়েছিলেন। কিন্তু মেঘ ঘুমাচ্ছে দেখে ডাকেন নি৷ ছোট বেলা থেকেই মেঘের ঘুম অনেক গভীর আর ঘুমের মধ্যে মেঘকে ডাকলে মাথা ব্যথা করে। তাই সচরাচর কেউ ই ডাকে না।

কিছুক্ষণ পর আবির মায়ের রুমে গেছে। কিছুদিন যাবৎ ই মালিহা খানের প্রেশার বাড়তি, মাথা ভার হয়ে থাকে, চোখে ঝাপসা দেখছিলেন। আবির মায়ের কাছে কিছুক্ষণ বসে, খাবার খাইয়ে তারপর ঔষধ খাইয়ে নিজের রুমে আসছে। এটুকু সময়ের মধ্যে আলী আহমদ খান রুমে আসেন নি। হয়তো বা দুই ভাই অন্য রুমে কথা বলছেন।

পেইজঃ Salma Chowdhury – সালমা চৌধুরী (scsalma90)

★★★★

ঘন্টাখানেক পর তানভির বাসায় ফিরেছে। আবিরের কাছ থেকে সবই শুনেছে। মেঘকে দেখতেও গিয়েছিল কিন্তু লাইট অফ দেখে সেও ডাকে নি। রুমে বসে কি করবে বুঝতে পারছে না।

তখনই বন্যার নাম্বার থেকে কল আসছে৷ তানভির অবিশ্বাস্য চোখে তাকিয়ে কলটা রিসিভ করল,

বন্যা বলল,
“আসসালামু আলাইকুম। ”

তানভির উত্তর দিল,
“ওয়ালাইকুম আসসালাম৷”

বন্যা চিন্তিত কন্ঠে শুধালো,
“আপনি কি বাসায়? মেঘ কোথায় বলতে পারবেন? এতগুলো কল দিচ্ছি রিসিভ করছে না তো তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম । ”

তানভির স্বাভাবিক কন্ঠে জবাব দিল,
“আমি বাসায়। বনু তো ঘুমাচ্ছে, মনে হয় ফোন সাইলেন্ট করা।”

বন্যা আবার প্রশ্ন করলো,
“মেঘের কি সরকারিতে চান্স হয়ছে?”

তানভির ভারী কন্ঠে উত্তর দিল,
“না, প্রাইভেটে। তোমার?”

বন্যা মন খারাপ করে বলল,
“আমারও । ”

তানভির ধীর কন্ঠে বলল,
” চিন্তা করো না। যা হবে ভালোই হবে। DU তে তো তোমার ও চান্স হয়েছে শুনলাম। বনুরে বুঝাইয়া দুজনেই ভর্তি হয়ে পরো। হয়তো আল্লাহ চাচ্ছেন দুই বান্ধবী একসাথে থাকো।”

বন্যা মৃদু হেসে উত্তর দিল,
“হয়তো বা৷ দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ”

তানভির ও আল্লাহ হাফেজ বলে ফোন রেখে দিয়েছে।

(চলবে)