আয়নামতী পর্ব-৪০+৪১+৪২

0
490

#আয়নামতী
#পর্ব_৪০
#পুষ্পিতা_প্রিমা

দিনটা শুক্রবার। ঝড়ের দিন। গত রাতটাতে তুমুল ঝড় বয়ে গিয়েছে। তবে আজ সকালেই ঝড় থেমেছে। আকাশে মেঘেদের কুন্ডলী ভেসে বেড়াচ্ছে। ভেজা একঝাঁক কাকপক্ষী উড়ে যাচ্ছে পশ্চিমাকাশে। ঘড়ির কাঁটায় ঠিক বারোটা । জুমাবার। শায়খ চৌধুরী সাদা ধবধবে পাঞ্জাবী ও পায়জামা পড়ে বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়ালেন। ছেলে ও তার সাথেই প্রতি শুক্রবার জুমার নামাজ পড়তে যায়।
আনহিতা এদিকওদিক ছোটাছুটি করতে করতে আতর খুঁজে পেল। তড়িঘড়ি করে আতর নিয়ে নেমে এল বসার ঘরে। চারপাশটায় চোখ বুলিয়ে যখন শায়খ চৌধুরীকে দেখলো না আবার চলে গেল নিজের ঘরের দিকে। তখনি সামনা-সামনি পড়লো তার পুত্রবধূ। তিনি নিজ থেকেই বললেন

‘ বৌমা তোমার শ্বশুরকে কোথাও দেখেছ?এই আতরটা দেওয়ার ছিল।

আয়না বলল

‘ দেখিনি আমি। মনে হয় মসজিদে চলে গিয়েছে।

‘ অনুকে ছাড়া তো বের হয় না তোমার বাবা। আতর খুঁজেছিল আমার কাছ থেকে। একটু দাঁড়াবে না আশ্চর্য!

চামেলি এল হনহনিয়ে। বলল

‘ বড়োচাহেব আতর নিয়া যাইতে বলতেছে।

আনহিতা আতর দিয়ে দিল।

‘ ছোটচাহেবরে তাড়াতাড়ি যাইতে বলছে। আর নাকি দাড়াইতে পারবে না।

আনহিতা বলল

‘ আচ্ছা তুই যাহ। আমি বলে আসছি।

‘ আমি যাচ্ছি।

বলল আয়না। আনহিতা মাথা দুলালো। আয়না ঘরের দিকে পা বাড়ালো। অনুরাগ টুপি খুঁজে নিয়ে মাথায় টুপি পড়ার আগেই আয়না ঘরের দিকে এল। বলল

‘ আপনার বাবা নাকি দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি যান। মেয়ে নাকি যে সাজগোছ করতে এতক্ষণ লাগে। আপনার মা ও আপনার বাবার জ্বালায় অতিষ্ঠ। পুরুষ মানুষ এত জ্বালাময় কেন?

অনুরাগ ফিরলো তার দিকে। হেঁটে এল নরম পায়ে। টুপি বাড়িয়ে দিল। আয়না টুপিটা মাথায় পড়িয়ে দিতে দিতে বলল

‘ ওভাবে কি দেখছেন?

‘ আর কি? দেখছি। তোমাকে।

‘ অত দেখাদেখির কি আছে?

‘ দেখছি আর কি। কত সুন্দর করে তুমি’ আপনার বাবা আর আপনার মা বলো । বেশ সুন্দর লাগে জানো? তোমাকে মানায় ও।

আয়না তাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। হেসে ফেলল অনুরাগ।
আয়নার বুক ধুকপুক ধুকপুক করতে লাগলো। বলল

‘ আমি,,

‘ নাহ আমি অসুন্দর তো বলিনি। তোমার খারাপ ও লাগার কথা নয় এতে। কিন্তু তুমি তারপরও কি বলতে চাচ্ছ আয়নামতী ? বলো দেখি।

ছলকে উঠলো আয়নার দুচোখ। চট করে মনটা ভীষণ রকম খারাপ হয়ে গেল তার।

‘ নামাজের সময় হয়ে এসেছে। তাড়াতাড়ি যান।

বলেই চলে যেতে চাইলে অনুরাগ হাতটা ধরে আটকালো। নিজের কাছে টেনে এনে বলল

‘ এত তাড়া কেন? মাত্র বারোটা পনের কি বিশ। নামাজ শুরু হবে পৌঁনে একটার দিকে। কেন পালাচ্ছ আয়নামতী? কি বলতে চেয়েছ বলে যাও।

‘ আপনি আমার সাথে খুব খারাপ করছেন প্রফেসর।

অনুরাগ তার হাতটা আর ও শক্ত করে ধরলো। খুব কম দূরত্বে আয়নাকে দাঁড় করালো। আয়নার দুহাত গিয়ে ঠেকলো তার বুকে। দাঁত গিজগিজ করে অনুরাগ বলল

‘ আমার সাথে তুমি খুব খারাপ করছ না? ওনারা তোমার শ্বশুর শ্বাশুড়ি হয়। হয় না?

আয়না ভেজা চোখে তাকালো। নাক কাঁপছে তরতরিয়ে।

‘ হয়।

‘ তাহলে?

এই তুমি কি আমাকে এখনো শাস্তি দিয়ে যাচ্ছ আয়নামতী ? এতদিন দূর থেকে দিতে, আর এখন কাছে এসে দিচ্ছ। বিশ্বাস করো আগে এতটা ও কষ্ট আমার হতো না, যতটা এখন হচ্ছে। কবে কমবে এই শাস্তির পরিমাণ? আর কত? তোমার ভাবি তোমার মাকে আম্মা ডাকে না? নাকি এখনো বলে যাবে তুমি তোমার ভাবির মতো আদর্শ বৌমা নও।

‘ দরজা খোলা কেউ চলে আসবে।

কিছুক্ষণ থামলো অনুরাগ। তবে এক হাত দিয়ে আগলে ধরা কোমরে ছাড়লো না। অতঃপর কিছুক্ষণ পর বলল,

‘ আসুক। আমার কিচ্ছু যায় আসে না। পাঞ্জাবির উপরের বোতাম তিনটা লাগিয়ে দাও। ধস্তাধস্তির চোটে খুলে ফেলেছ।

আয়না থেমে গেল। চোখ দুটো টুইটুম্বুর হয়ে আছে। চোখ টিপলেই গড়গড়িয়ে ঝড়ে পড়বে জল ফোটা।

‘ কি হলো দাও! না দিলে ও সমস্যা নেই। আমি পারব না এমন নয়। তবে বউ সামনে থাকলে নিজের কাজগুলো করতে ইচ্ছে হয় না।

আয়না হাত দিল বোতামে। জমে থাকা জল ইতোমধ্যে গড়িয়ে পড়েছে। আঙুল দিয়ে চেপে মুছে দিল অনুরাগ। নরম গালে পুরুষ আঙুলির আদুরে ছোঁয়া লাগতেই জল আর ও বেশি গড়াতে লাগলো। কিছুক্ষণ পর ডুকরে উঠলো আয়না। আবারও হাসলো অনুরাগ। মাথাটা টেনে এনে রাখলো বুকে। বলল

‘ তোমাকে কিছু বলা ও যায় না আয়নামতী। কেঁদে ভাসাও। আগে তো এমন ছিলে না। তবে আমি বুঝতে ও পারি এর কারণ কি? ভালোবাসি বলে বকা দিলে আর সেটা সহ্য করতে পারো না। বিশ্বাস করো আমার বেলায় ও ঠিক এমন। কথাটা তো রেগে বলতে পারতাম আমি। রাগ হয়েছিল। কিন্তু বলিনি। কারণ আমি দেখালে তুমি ও রেগে কিছু বলতে যেটা আসলেই তুমি মিন করতে চাও না। তাই রাগ করিনি। কিন্তু আমার অনুরোধ আপনার বাবা আর আপনার মা কথাগুলো এবার বদলে ফেলো। আদেশ নয় অনুরোধ, আবদার। মনে থাকবে?

আয়না মাথা নাড়তে নাড়তে গুঁজে গেল তার বুকে। মিনিট কয়েক পর অনুরাগ মাথা তুললো তার। দীর্ঘ চুম্বন দিল ললাটে। তারপর মাথাটা নিচু করে বলল
‘ আমার পাওনাটা।
চোখে জল আর মুখে হাসি এল আয়নার। দুহাতে ধরলো অনুরাগের মুখ। পায়ের আঙুলে ভর দিয়ে কোমল ঠোঁটজোড়া ছোঁয়ালো কপালে আর চোখের পাতায়।
অনুরাগ পিটপিট করে চোখ খুললো। একটা হাতের তালু মেলে বলল
‘ তবে এই মুহূর্তে হোক প্রতিজ্ঞা যা আমার তা তোমার।
আয়না নিজের হাতটা তুলে রাখলো অনুরাগের হাতের তালুর উপর। মিহি গলায় বলল
‘ আপনার যা, আমার তা। একটা কথা বলি?
‘ বলো
পাঞ্জাবির পকেট থেকে ওয়ালেটটা চট করে টেনে নিল আয়না। বলল
‘ এটা আমার ও। ঠিক বলেছি?
সশব্দে হেসে ফেলল অনুরাগ। বলল
‘ দেখি নাও।
‘ নাহ। আব্বা দিলে নিতে দেখতাম আম্মাকে। নিজে নিত না।
ওয়ালেটটা দিয়ে ফেলল সে অনুরাগকে।
অনুরাগ হেসে বের করলো একটি হাজার টাকার নোট। বলল
‘ কথা শুনবে আর বখশিশ পাবে। কি ঠিক আছে তো, বউটা?
হেসে ফেলল আয়না। বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে বলল
‘ থাকবে। সাথে বোনাস ও বাড়বে। ঠিক আছে?
‘ তথাস্তু রাণীসাহেবা।

#আয়নামতী
#পর্ব_৪১
#পুষ্পিতা_প্রিমা

মাস দুয়েক পরের কথা।

বসার ঘরে সোফায় গুমোট চেহারায় বসে থাকা মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়ালো আয়না। অনেকটা ঘোমটা টানা। গায়ের উপর অনুরাগের দেওয়া চাদরটি। সোফায় বসা লোকদুটো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চাইলো আয়নাকে। অতঃপর বলল

‘ আপনিই রূপাকে দত্তক নিয়েছেন?

‘ হ্যা।

‘ আমরা কাগজপত্র চাই। আমরা ওর চাচা হই। ওকে আমরা নিয়ে যেতে চাচ্ছি।

‘ এতদিন পর ভাইঝির কথা মনে পড়লো?

‘ কাগজপত্র গুলি দেখান।

‘ এখন হাতে নেই। আপনারা মাসখানেক পরে আসুন।

‘ আমরা জানি আপনার কাছে কোনো কাগজপত্র নেই। রূপাকে আমরা নিয়ে যাব।

আয়না তেজী চোখে চেয়ে থাকলো। বলল

‘ এতদিন কোথায় ছিলেন আপনারা? আমার তো মনে হয় না রূপা আপনাদের চিনতে পারবে। ও অনেক সম্পত্তির মালিক এইজন্যই কি ওকে নিয়ে যেতে এসেছেন। যাতে লুট করে নিতে পারেন?

সোজাসাপটা জবাব। হা করে থাকলো আলমগীর আর জাহাঙ্গীর সাহেব৷ এটুকুনি একটা মেয়ে। কি ধারালো কথা?

‘ লুট তো মনে হয় করেই নিয়েছেন মিসেস চৌধুরী।

‘ রূপাকে নিয়ে যেতেই পারেন যদি ও চায়।

‘ কথা ঘুরাচ্ছেন?

‘ আপনাদের উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি মিস্টার। আপনারা যা করার করতে পারেন।

আলমগীর আর জাহাঙ্গীর সাহেব বেশিকিছু বলতে পারলেন না। চলে গেলেন শেষমেশ। আনহিতা এসে বলল

‘ বৌমা অনুকে তো বলতে পারতে। ও সামলে নিত।

‘ ওনাকে জড়াতে চাচ্ছিনা মা। ওনাকে কিছু বলার দরকার নেই।

‘ আচ্ছা ঠিক আছে। যা ভালো মনে হয় করো।

____

প্রায় সপ্তাহখানেক পর কক্সবাজার থেকে ফিরলো অনুরাগ। সাতদিন তার মিটিং প্লাস অন্যান্য কাজ ছিল। ফেরার কথা দশদিন পর। কিন্তু সম্প্রতি খালেকুজ্জামান সন্ত্রাস হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন, এমতাবস্থায় আনহিতা পাগলের মতো ছেলেকে জেরা করলেন ফিরে আসার জন্য। ফোনকলের উপর ফোনকল আর মায়ের কান্নার চোটে ফিরে আসতে হলো অনুরাগকে। অন্যদিকে আয়না চৌধুরী বাড়িতে নেই। সে গিয়েছে বাপের বাড়ি। রূপাকে নিয়ে তার চাচাদের সাথে ঝামেলা চলছে। কোর্টকাচারি পর্যন্ত এগিয়েছে সেই ঘটনা। অনুরাগ বাড়ি এসে সব শুনে প্রচন্ড ক্ষেপে গেল৷ আয়না কেন তাকে কিছু জানায়নি? ভেতরে রাগ পুষে রাখলো অনুরাগ। সন্ধ্যার দিকে আয়নাদের বাড়ি পৌঁছতেই দেখলো আয়না নাকি বাড়িতে নেই। উকিল বাড়ি গিয়েছে। অনুরাগ গাড়ি নিয়ে উকিল বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেতে না যেতেই দেখলো আয়না বেরিয়ে এসেছে। অনুরাগকে দেখে চমকালো সে। ঠোঁটে হাসির রেখা টানতেই অনুরাগের থমথমে চেহারা দেখে হাসি থামিয়ে দিল। পাশ থেকে রূপা বলল

‘ আমি কি আর বাবুর সাথে থাকতে পারব না আপা? আমি কোথাও যাব না। জেম্মা জেঠু, ভাই,ভাবি বাবুকে না দেখা ছাড়া আমি কেমনে থাকবো?

আয়না তার হাত চেপে ধরলো শক্ত করে। বলল

‘ আমি আছি তো। চিন্তা নেই। প্রফেসর রেগে কেন আছে রে?

‘ জানিনা। কিছু বলোনি তাই বোধহয় রাগ করছে।

আয়না এগিয়ে গেল গাড়ির দিকে। বলল

‘ সালাম ছোটসাহেব!

অনুরাগ বলল

‘ মাঝরাস্তায় আমি কথা বলিনা। গাড়িতে উঠে বসতে পারে নয়ত আমি চলে যাচ্ছি।

‘ জ্বি সাহেব।

জোরে হর্ন বাজালো অনুরাগ। আয়না ঠোঁট চেপে হাসলো। রূপাকে নিয়ে বসলো গাড়িতে। তারপর বলল

‘ আপনি কাজে ব্যস্ত ছিলেন তাই এসব জানায়নি প্রফেসর। রেগে আছেন?

জবাব দিল না অনুরাগ। সোজা চৌধুরী বাড়িতে নিয়ে আসলো আয়না আর রূপাকে। আয়না বলল

‘ আম্মা আমাদের অপেক্ষায় থাকবে। কি করলেন এটা?

‘ আমি বলে এসেছি। কাঁচা কাজ করিনা।

‘ পাকা কাজ ও তো করেন না।

‘ একদম চুপ।

হেসে ফেলল আয়না। রূপা তার সাথে বাড়িতে পা রাখলো। অমি এসে টেনে নিয়ে গেল তাকে। আয়না অনুরাগের পেছন পেছন পা বাড়ালো ঘরের দিকে। ঘরে পৌঁছে গেল অনুরাগ লম্বা লম্বা পা ফেলে। আয়না তার পেছন পেছন ছুটলো। ঘরে পৌঁছে দেখলো অনুরাগ হাতের ঘড়ি খুলছে। হাঁপিয়ে উঠলো আয়না। বুকে হাত দিয়ে দম নিয়ে এগিয়ে গেল। ডাকল

‘ প্রফেসর শুনুন না। একটা কথা ছিল।

‘ কারো কথা শোনার মুডে আমি নেই। কেউ আমার কথা শোনে, না ভাবে। আমি চোখের সামনে যতক্ষণ থাকি ততক্ষণ, একটু আড়াল হলেই যেন আমি মরে গেছি। বুঝি আমি কতটা মূল্যহীন আমি।

‘ প্রফেসর একটা সামান্য ব্যাপার নিয়ে কেন বাড়াবাড়ি করছেন?

ঘর থেকে বের হয়ে গেল অনুরাগ। আয়না পিছু যেতেই অনুরাগ থমকালো। বলল

‘ একদম পিছু আসবে না।

আয়না রাগে ফোঁসফোঁস করলো। বলল

‘ যাচ্ছি না। আপনার সাথে কথা বলার জন্য ও যাব না আমি।

‘ কি বললে? আমার রাগ ভাঙাবে তা না নিজে রাগ দেখাচ্ছ?

‘ একশবার দেখাব।

‘ আয়নামতী!

‘ আমি ভয় পাই না আপনাকে।

গটগট পায়ে হেঁটে চলে গেল অনুরাগ। আয়না টুইটুম্বুর জলভরা চোখে চেয়ে থাকলো। বলল

‘ আমি থাকব না আপনার ঘরে।

‘ বের হয়ে যাও। আটকাচ্ছে কে?

আয়না একদম কথামতো বালিশ আর কাঁথা নিয়ে বের হয়ে গেল। শায়লা বেগমের রুমে গিয়ে রেখে আসলো। শায়লা বেগম মিটমিটিয়ে হেসে বললেন

‘ আহারে সোহাগিনী। তোমার বউ সোহাগা জামাই রাখবেনি আমার ঘরে?

‘ আমি থাকবো।

খাবারদাবারের বিরাট আয়োজন টেবিলে। এতগুলো পদের রান্না দেখে কৌতূহল হলো অনুরাগের। এত রান্না কেন? কে খাবে? আনহিতা হেসে হেসে বলল

‘ আজকে বিশেষ দিন সোহাগ। আমি সব নিজ হাতে রেঁধেছি।

অনিমা খেতে খেতে বলল

‘ তোর জন্য মাঝেমধ্যে দুঃখ হয় ভাই।

‘ কি হয়েছে? কেউ আমায় বলবে তো।

আনহিতা আয়নাকে অনুরাগের সামনে এনে বসিয়ে দিল। ভাত মেখে খাইয়ে দিতে দিতে বলল

‘ বৌমাকে আমি পাঠিয়েছি বেড়ানোর জন্য। তুমি নিয়ে এসেছ কেন?

অনুরাগ জবাব দিল না। আয়না চিবিয়ে খেতে লাগলো। তাকালো না অনুরাগের দিকে।

‘ কে জানে কেন নিয়ে এসেছি।

আয়না খাওয়া বন্ধ করে দিল। অনুরাগ বিড়বিড় করে বলল

‘ আমাকে খাইয়ে দেয় না। কোথাকার একটা মেয়েকে খাইয়ে দেয়।

আয়না ঘনঘন মাথা নাড়ালো আর খাবে না বলে। আনহিতা জোরাজোরি করে খাইয়ে দিতে দিতে বলল

‘ এখন ওসব শোনা যাবে না। চুপচাপ খাও।

অনুরাগ তাড়াতাড়ি খেয়ে নিল। তারপর বাইরে চলে গেল। রাত এগারোটার দিকে ফিরলো বাড়িতে। ততক্ষণে সবাই ঘুম। বাড়িটা নির্জীব। ঘরে গিয়ে আয়নাকে দেখতে পারলো না। মাথা গরম হয়ে গেল অনুরাগের। এই মেয়ে তাকে এত জ্বালায় কেন? বউ ছেড়ে সে এক সপ্তাহ ছিল না? এখন আর থাকতে পারবে না। উফ আয়নামতী তাকে কবে বুঝবে? রাগ ও বুঝেনা। সে রাগলেও অনুরাগলো রাগ ভাঙাতে হবে, অনুরাগ রাগারাগি করলেও অনুরাগ কে-ই রাগ ভাঙাতে হবে।
শায়লা বেগমের ঘরে এখনো লাইট জ্বলছে। হামান দিস্তার আওয়াজ ভেসে আসছে। অনুরাগ দরজা ঠেলতেই দরজা খুলে গেল। পা টেনে ঘুমন্ত আয়নার পাশে বসে থাকা শায়লা বেগম হেসে ফেলল। বললেন

‘ আমি জানতাম তুমি আসবা। সেজন্যই তো দরজা খোলা। আহারে বউপাগলা সোনা মিয়া। বউ ছাড়া ঘুম আসেনা।

‘ আমার বউ তোমার ঘরে ঘুমাবে কেন? তুমি ওকে কি কি শিখিয়েছ আর?

‘ অনেককিছু শিখালাম গত এক সপ্তাহে। তোমাকে ও কিছু শিখায়। বউ এমন সময় বাপের বাড়ি থাকে। এনেছ কেন?

অনুরাগ ফটাফট জবাব দিল,

‘ দরকার নেই। আমার বউ আমার ঘরে থাকবে। দেখি সরো। যেতে দাও।

শায়লা বেগম সরে পড়লেন। অনুরাগ পাঁজা খোলা করে তুলে নিল আয়নাকে। শায়লা বেগমকে বলল

‘ মহাজ্বালায় আছি।

হেসে ফেলল শায়লা বেগম। অনুরাগের যাওয়ার দিকে তাকিয়ে বলল

‘ হায়রে বউসোহাগা!

আয়না নড়েচড়ে উঠতেই অনুরাগ ঘরের লাইট নিভিয়ে দিল। লাল রঙের ডিমলাইট জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ থম মেরে বসে থাকলো। তারপর মশারী টাঙিয়ে ধপ করে শুয়ে পড়লো। ঘুমকাতুরে বউটা ঘুমাচ্ছে। রাগ লাগলো অনুরাগের। সে কেন এই মহিলাকে এখানে আনতে গেল। অতিরিক্ত কোনোকিছুই ভালো নয়৷

আয়না ঘুম ছুটলো অনেক্ক্ষণ পর । নিজেকে নিজের ঘরটাতে আবিষ্কার করলো সে। অন্যদিকে পাশ ফিরে শোয়া তার পাশে একটি পুরুষ দেহদবয়ব। হাত দিয়ে ছুঁতেই দেখলো সত্যি মানব। বিড়বিড় করে বলল

‘ প্রফেসর আমাকে আবার দিয়ে আসুন। ভালো হবে না।

অনুরাগ তার গলার আওয়াজ শুনে চট করে ফিরলো। বলল

‘ পারব না। নিজেই চলে যাও।

আয়না উঠতেই অনুরাগ হাত চেপে ধরে টান দিল। কোমল শরীরটা এক হাত দিয়ে আগলে ধরে বুকের নিচে আনলো। বলল

‘ একদম মেরে ফেলব।

‘ মেরে ফেলুন। আপনার বাচ্চা কুহেলীকে মা ডাকবে।

‘ আয়নামতী!

হেসে ফেলল আয়না। হাত দিয়ে টেনে দিল অনুরাগের নাক। বলল

‘ আপনাকে রাগ করা একদম মানায় না সাহেব।

‘ মানায়। সুন্দর লাগে।

হাসলো আয়না।

‘ কি কথা বলবে বলছিলে। বলো।

গলায় মুখ গুঁজে কথাটা বলল অনুরাগ। আয়না বলল

‘ বলব না। ছাড়ুন তো।

অনুরাগ ছেড়ে দিল চট করে। পাশ ফিরে শুয়ে থাকলো। আয়না হেসে ফেলল। ডাকল

‘ প্রফেসর একটা কথা শুনুন না।

অনুরাগ ফিরলো না। আয়না এক হাত দিয়ে তার পিঠ আঁকড়ে ধরে মুখ ঠেকালো পিঠে। নরম ঠোঁট দিয়ে পিঠ স্পর্শ করে বলল

‘ খুব জরুরি কথা। এইবার সত্যি সত্যি বলব।

অনুরাগ ফিরলো। বলল

‘ কি?

আয়না বলল

‘ এদিকে আসুন।

অনুরাগ একটু কাছে ঘেঁষে বলল

‘ মজা করবে না আয়নামতী।

আয়না হেসে ফেলল। বলল

‘ করব।

অনুরাগ সরেই যাচ্ছিল। আয়না এক হাত ধরে ফেলল। তারপর হাতটা আলতো করে রাখলো নিজের উন্মুক্ত শীতল হয়ে থাকা উদরের নিচে। সাথেসাথে চোখ বন্ধ করে অনুভব করলো প্রাণপুরুষের সেই স্থির উষ্ণ হাতের স্পর্শ। কম্পন ধরলো সারা গায়ে। হাতটা নড়তেই চোখ মেললো আয়না। তার দিকে ঝুঁকে থাকা মানুষটিকে বলল

‘ আর ও স্পষ্ট করে বলা চায়?

চুপচাপ, নির্বিকার চোখে চোখ রেখে চেয়ে রইলো অনুরাগ। প্রশ্ন ঘুরলো মাথায়, জীবনের সবচাইতে খুশির মুহূর্তে মানুষের ঠিক কি করা দরকার?

চলবে,,

#আয়নামতী
#পর্ব_৪২
#পুষ্পিতা_প্রিমা

দুপুরের তেজীয়ান রোদবালিকার শান্ত, নিস্তেজ হওয়ার সময়। ঝিমিয়ে ঝিমিয়ে দোয়েল ডাকছে বাড়ির আঙিনায়। মাস কয়েক তখন পেরিয়ে গেছে।
আয়নাদের বাড়ির উঠোনে এসে থামলো রিকশা। হুড নামানো রিকশার। তাতে বসা চৌধুরী বাড়ির বউ। বাড়ির গাড়িতে চড়ে আসবে না বলেছিল তাই এই অবস্থা । অনুরাগ ও এল। কিন্তু মুখটা তার থমথমে। ফুলিয়ে রাখা।

সায়ান দাঁড়ানো ছিল উঠোনের মাঝখানে অনুরাগের দেওয়া সেই গাড়িতে । যেটা সায়ান হাঁটতেই চাইলেই এগিয়ে যাবে।
পায়ের তালু বসানো শিখছে এখনো। আয়নাকে রিকশা থেকে নেমে নিকাব তুলতে দেখামাত্রই খুশিতে হাত নাড়তে নাড়তে গড়গড়িয়ে হেঁটে এল। আয়না হেসে এগিয়ে গেল দ্রুত পায়ে। গাড়িটা থেকে চট করে কোলে তুলে নিয়ে গালে আদরে আদরে ভরিয়ে দিল। বুকের সাথে চেপে ধরে রেখে বলল

‘ আব্বা হেঁটে হেঁটে মেয়েকে দেখতে যাবে কখন?

সায়ান কচি কচি দাঁত দেখিয়ে হাসতে লাগলো। আয়না বলল

‘ উফ কি সুন্দর হাসে আমার আব্বাটা। টুস করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। আব্বাকে একা ছেড়েছে কেন সবাই? আমার আব্বাকে কেউ আদর করেনা?

সায়ান নিজের অজান্তেই মাথা দুলালো। আয়না ঠোঁট টেনে বলল

‘ কেউ আদর করেনা? সবাইকে মারব আজ। কেউ কেন আমার আব্বাকে আদর করেনা?

আয়শা বেগম এলেন ধীরপায়ে হেঁটে। অনুরাগ আর আয়না পা ছুঁয়ে সালাম করলো। আয়শা দুজনের মুখে হাত বুলিয়ে দিয়ে বলল

‘ অনেক অনেক বছর আল্লাহ বাঁচায় রাখুক। জামাই তোমার মুখ শুকনা ক্যান? বউ রাইখা যাইতাছো তাই? তোমার বউয়ের অযত্ন করবোনা কেউ। নিশ্চিন্তে থাকো।

অনুরাগ মাথা দুলিয়ে বলল

‘ না এমনি।

তার কোলে সায়ান। খিকখিক করে হাসতে থাকলো সে। আয়শা বেগম বলল

‘ ওমা ফুপুরে পাইয়্যা তো আমার মানিকের মুখ থেকে হাসি সরে না। ও আল্লাহ এই হাসি দেখলেই মন জুড়ায় যায়। আল্লাহ সবসময় হাসিখুশি রাখুক আমার ভাইরে।

অনুরাগ তার গালে আদর দিল। বলল

‘ তোমার পাজি ফুপীর সাথে একদম কথা বলবে না।

আয়না ততক্ষণে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। নামিরাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। নামিরা হেসে বলল

‘ আরেহ ননদিনী শ্বশুরবাড়ি কি খুব দূরে? যখন মন চায় তখন চলে আসবে।

‘ আসতে দেয় না তো।

‘ বউপাগলা জামাইয়ের কবলে পড়েছ একদম ভালো হয়েছে। তোমার ভাই আমাকে যেতে দেয়?

আয়না মুখ তুললো। বলল

‘ একদম ভালো কাজ করে।

নামিরা বলল

‘ আমি ও বলে দেব চৌধুরী সাহেবকে যেন একদম এখানে না আসতে দেয়।

‘ ভাবি?

হেসে ফেলল নামিরা। আয়নাকে টেনে এনে আবার জড়িয়ে ধরলো। একটু থেমে বলল

‘ আমার সমস্ত বড় পাওয়াগুলোর মধ্যে একটা তুমি। আমার ননদিনী কম, বোনটা বেশি তুমি আর বন্ধু। আমি সত্যিই খুব ভাগ্যবতী, যে এমন একটা পরিবার পেয়েছি। একটা স্বামী, সংসার, মা, বাবা আর একটা বোন। ভালো থাকার জন্য মানুষের আর কি চায়? এর চাইতে বেশি প্রয়োজন নেই তো।

আয়না তাকে ছেড়ে দাঁড়ালো। বলল

‘ আমার ভাই, আম্মা আব্বা আর বাবু, রূপুকে দেখে রাখার বড় দায়িত্ব তোমার কাঁধে। ভালো রাখার দায়িত্ব। তার ও আগে যেটা দরকার সেটা হচ্ছে, নিজে ভালো থাকা। খুব ভালো থেকো, আর আমার পরিবারটাকে দেখে রেখো। মানুষগুলোকে ভালো রেখো।

আয়শা বেগম এলেন দুজনের কথার মাঝখানে। বললেন

‘ হয়ছে এদের । শুরু করে দিছে গল্পগুজব। আমাগো জামাই আসছে কারো খেয়াল নাই? নাশতা পানি কি দিমুনা?

আয়না বলল

‘ লন্ডন থেকে তো আসেনি। এসেছে ভালো কথা। বসুক, জিরোক। খাবে আর কি। না খেয়ে তো আসেনি। সবসময় বাড়াবাড়ি।

নামিরা হেসে বলল

‘ আম্মা আপনার জামাইয়ের জন্য তো কিছুই নাই। কি হবে এখন?

‘ মশকরা করবানা বউ। বাবু বসুক, আমি নালিশ করুম তোমার নামে। বলুম তোর বউ আজকাল আমার লগে মশকরা করে।

নামিরা হেসে ফেলল। সাথে আয়না ও।
আয়শা বেগম হনহনিয়ে রান্নাঘরে চলে গেল। নামিরা বলল

‘ জানো আয়না আম্মা এভাবে কথা না বললে আমার ভালোই লাগে না। খুব ভালো লাগে এই খ্যাঁকখ্যাঁক মার্কা কথাগুলো।

আয়না বলল

‘ এখন কি হবে? তোমার নামে তো নালিশ দেবে বলছে।

” সে তো আয়ান যখন আসে তখনই দেই।

‘ কি বলে?

” বাবু তোর বউ আমার লগে মশকরা করে। ঠান্ডা পানি ঘাটাঘাটি করে আমার ভাইয়ের জ্বর বাড়ায়। মাথায় তেল দিতে আলসেমি করে। আর ও কত কি!

‘ ভাইয়া কি বলে?

‘ শুনে আর হাসে।

‘ আম্মাটা ও পারে। আব্বা কিছু বলে না?

‘ আম্মাকে সারাক্ষণ বকে। বলে,বউ ভালা পাইছো নইলে তোমার গালি শুনে একদিনেই পালাইতো তোমার পোলারে ছেড়ে।

আয়না হাসিতে ফেটে পড়লো। বলল

‘ এসব চলে এখানে?

________

দুপুরে খাওয়া দাওয়া করে অনুরাগ চলে গেল। যাওয়ার সময় আয়নাকে বলে গেল

‘ আমি ঢাকা থেকে ফিরেই তোমাকে নিয়ে যাব? এক মাস রাখব না।

‘ কখন যাচ্ছেন?

‘ তিন চারদিনের মধ্যে। একমাস রাখব না কেমন?

আয়না হেসে ফেলল। বলল

‘ আপনি এত পাগল কেন? আগে তো ফেরেন ঢাকা থেকে। সাবধানে থাকবেন। খুব বোকা আপনি, এত সহজ সরল হওয়া ঠিক না। মানুষ ঠকায়।

‘ না আমি এখন চালাক হয়ে গেছি। আমার বউয়ের সাথে থেকে থেকে। এখন আমি আয়নামতীর জামাই।

বলেই একগাল হাসলো সে। মায়াভরা চোখে চেয়ে বলল

‘ আমি ঢাকা থেকে ফিরলেই নিয়ে আসব কেমন?

‘ আচ্ছা আচ্ছা। এখন আসুন। একা একা বের হবেন না। সঙ্গে আপনার লোক রাখবেন। আপনাকে সবকিছু বলতে হয়।

‘ সবাইকে নিয়ে শহরে চলে যাব। নতুন বাড়িটাতে গিয়ে উঠবো। সব কাজ শেষ। ইলেকট্রিসিটির কাজ চলছে। বাড়িতে কেউ থাকবে না। তোমাকে ও নিয়ে যাব। আমার তো কষ্ট হয় এখান থেকে এদিকওদিক যাতায়াত করতে। তোমার বাগান ঠিক থাকবে। আমি লোক রেখে দেব। তুমি সপ্তাহে সপ্তাহে এসে দেখে যাবে। ঠিক আছে?

‘ আচ্ছা ঠিক আছে। দেখা যাবে ওসব। এখন যান। বাড়ির ফোনে কল করবেন।

‘ তোমার একটা ফোন দরকার। তাই না?
আমি কালই নিয়ে আসব কিনে। ও আল্লাহ আমার বউয়ের ফোন নাই এটা খেয়াল ও ছিল না আমার।

আয়না হেসে ফেলল। বলল

‘ কথায় কথায় আমার বউ আমার বউ কি আবার? আমি অন্য কারো বউ হতে যাচ্ছি নাকি আশ্চর্য!

‘ অন্য কারো বউ মানে কি? আমার দশটা বউ থাকলে একটা কথা। একটা বউ আছে ওটাই আমার বউ।

আয়না আবার হাসলো। বলল

‘ আপনি আসলেই খুব বেকুব একটা মানুষ। আমি বেকুব মানুষগুলোকে একদম সহ্য করতে পারি না।

‘ বেকুব মানুষটাকেই তো ভালো বাসো। সহ্য করো। চোখে হারাও। একটু বকলেই কেঁদে ভাসাও। আমি বেকুব হয়ে ও ধন্য।

‘ হয়েছে। এখন যান।

‘ আরেকটু থাকি না?

‘ ফোন নিয়ে তো কালই আসবেন।

‘ ও হ্যা। তাহলে তো চলে যেতেই পারি। আচ্ছা চলে যাই।

‘ আসি!

‘ আচ্ছা আসি। আল্লাহ হাফেজ বেকুব সাহেবের বউ।

আয়না খিক করে হেসে উঠলো।

_________

অনুরাগ তার পরের দিন হাজির হলো ফোন নিয়ে। সিম কার্ড দিয়ে আয়নাকে সব বুঝিয়ে দিয়ে চলে গেল আবার। আয়না ফোন পেয়ে অনেক খুশি হলো।
আয়শা বেগম মেয়েকে নিজ হাতে কত রকমের রান্না করে খাওয়ালেন। আজহার সাহেব তাজা ইলিশ আনলেন বাজার থেকে। আয়শা বেগম আয়ানকে কত কিছু আনতে বললেন। আয়না শেষমেশ বিরক্ত হয়ে বলল

‘ আমাকে দিয়ে আসো। আমি তোমাদের জ্বালায় আর পারিনা।

নামিরা হেসে বলল

‘ আমাকে ও আম্মা এমন জ্বালা জ্বালাতো। এখন তোমার সময়।

প্রায় দুই কি তিনদিন পার হলো। অনুরাগ তখন ঢাকায় চলে গিয়েছে। মাস খানেক তার থাকার কথা। আয়নার গর্ভে সন্তানের তখন পাঁচ কি ছয় মাস। আনহিতা আর অনুরাগের ফোনের জ্বালায় অতিষ্ঠ আয়নামতী। এক মাস পার হলো এভাবে। অনুরাগের আর ও আগে আসার কথা। তবে ভীষণ ব্যস্ত থাকার কারণে সে আর ফিরতে পারলো না। তাই আনহিতা তাকে নিজে এসে নিয়ে গেল। রাগে ফুলেফেঁপে থাকলো আয়না। প্রফেসর কথা রাখেনি। ফোনও বন্ধ রাখলো। কোনো কথা নেই আর।

সবাইকে অবাক করে দিয়ে অনুরাগ ফিরলো প্রায় ঠিক উনচল্লিশ দিন পর। হাতে, কপালে ব্যান্ডেজ। রুক্ষ চেহারা। আনহিতা ছেলেকে দেখামাত্র হায়হায় করে উঠলো। কেঁদে ভাসালো। অনুরাগ বলল

‘ আহা এরকম করো না তো মা। আয়নামতী জন্য খারাপ হবে। কিছু হয়নি। ওউ একটু গাড়ির সাথে লেগে,,

আয়না তাকে দেখলো। ঘর থেকে আর বের হলো না। অনুরাগ ঘরে গেল। আয়নাকে চুপচাপ দেখে বলল

‘ কাজ আর কাজ। তারমধ্যে হাতে আঘাত লেগেছে। তো কি আর করার? চারদিন হসপিটালে কাটালাম। কাউকে জানাতে বারণ করেছি। তেমন কিছু তো হয়নি।

আয়না কোনো জবাব করলো না। অনুরাগ আয়নার সামনাসামনি গিয়ে দাঁড়িয়ে থাকলো মনোযোগ আকর্ষণের জন্য কিন্তু পারলো না। আয়না কাপড় ভাঁজ করায় মনোযোগ দিল। অনুরাগ তার সামনে গিয়ে দাঁড়ালো। একটু কাছাকাছি।
গলা কাত করে বলল

‘ বউয়ের সেবা পাওয়ার আশায় চলে এসেছি। নইলে আর ও অনেক কাজ।

কোনো জবাব এল না আয়নার কাছ থেকে।

‘ ফোন ও তো বন্ধ করে রেখে দিয়েছ। জানাতাম কিভাবে? কথা বলো না কেন?

আয়না চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। অনুরাগ তার পেছন পেছন ছুটলো। ডাকল

‘ আমার বাচ্চাকাচ্চা যদি তোমার মতো হয়। তাহলে তো আমার জন্য খুব খারাপ হবে আয়নামতী। আমি কয়জনকে সামলাবো? আরেহ রাগ কমবে কখন ভাই?

আয়না চুপচাপ এগোলো রান্নাঘরের দিকে। অনুরাগ ও পিছু পিছু গেল কেউ না থাকায়। আয়না রান্নাঘরে ঢুকে সাথে সাথে দরজা বন্ধ করে দিল। অনুরাগ ঠাঁই দাঁড়িয়ে রাখলো দরজার বাইরে।
শায়লা বেগমের কাছে গিয়ে বলল

‘ কথা বলছেনা।

‘ বলবে কেন? এমন সময় মেয়েরা অত চিন্তা নিয়ে থাকতে পারে না। তোমার বুঝা উচিত।

‘ আরেহ ফোন বন্ধ ছিল ওর। জানাতাম কি করে?

‘ আমাদের বাড়ির ফোনে জানাতে পারতে।

অনুরাগ চুপ করে থাকলো। চুপচাপ হেঁটে চলে গেল। রাতের খাওয়ার সময় ও তারদিকে একটু তাকায়নি আয়না। একটা মানুষ এতটা পাথর সেজে থাকতে পারে জানা ছিল না অনুরাগের। খাওয়া দাওয়া শেষে শরীর খারাপ লাগলো আয়নার। দোতলার বারান্দায় লাগানো ফুলগাছগুলো ভেসে আসা গন্ধে গা গুলালো। গলার কাছে আটকে রইলো কিছু একটা। যেন মুহূর্তেই সব উলটপালট করে দিয়ে গলগল করে বেরিয়ে আসবে। বিছানা গুছিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লো সে। বারান্দার চেয়ারে বসে থাকা মানুষটি ঘরে এল প্রায় অনেকটা সময় পার হওয়ার পর। ঘুমন্ত অন্তঃসত্ত্বা অবস্থায় নারীটি একান্ত তার ভাবতেই মন খারাপ মুহূর্তেই দূর হয়ে গেল। ঠোঁটের কোণায় ফুটে উঠলো চমৎকার হাসি। সমস্ত চিন্তা যেন এক লহমায় কেটে গেল। কেটে গেল সকল অবসাদ,ক্লান্তি। বুক ভার হলো খুশির ঢেউয়ে, একারণে যে এই লৌহ মানবী তাকে হারানোর ভয় পায়। তার ব্যাথায় ব্যাথিত হয়। তার বুকে ঠাঁই পেলে শান্তি হয়। তার স্পর্শে রঙিন হয়। তার জন্য ফোঁটা ফোঁটা অভিমান জমিয়ে রাখে। আরেকটু বেশি আদুরে ভালোবাসা পাওয়ার জন্য রাগ দেখায়। রাগ ভাঙানোর কাজটা খুবই সহজ মনে হলো অনুরাগের। এইতো ঝাপটে কিছুক্ষণ জড়িয়ে ধরে কপাল,কপোল ভিজিয়ে দিলেই রাগ পানি হয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়বে অশ্রুকণা হয়ে। ঠিক তাই হলো।
অনুরাগ এক হাত দিয়ে শক্ত করে ধরতেই ঘুমোনোর ভান করা আয়নামতী শিউরে উঠলো। হাত ঠেলে দিল। অনুরাগ আর ও আষ্টেপৃষ্টে ধরলো। আলগোছে হাতটা রাখলো উঁচু হওয়া পেটের উপর। শান্ত হয়ে গেল আয়নামতী। হাতটা সরিয়ে দিতে চাইলো। কিন্তু পারলো না। শেষমেশ বলল

‘ ছাড়ুন আমাকে। দূরে যান। দমবন্ধ লাগছে আমার।

অনুরাগ সরলো না একদম। আরেকটু কাছে ঘেঁষে মুখ ঢেকে দেওয়া উটকো চুল সরিয়ে দিয়ে গুঁজে দিল কানের পেছনে। সারামুখে উষ্ণ চুম্বনে রাঙিয়ে দিয়ে বলল

‘ আমি এবার থেকে সব বলব তোমাকে। একদম পাক্কা৷ হেরফের হবে না কথার।

‘ সরুন। আমাকে বলতে হবে না কিছু। আমি তো শত্রু আপনার। আপনার যায় হোক আমার তাতে কি? কিচ্ছু যায় আসে না আমার। জেনেশুনেই তো আপনাকে বরণ করেছি। মরণ ও মেনে নিতে পারব। দূরে যান। আমার কাছে কি?

অনুরাগ চুপসে গেল। ভিজে থাকা চোখের কোণা বেয়ে টুপটাপ জল গড়িয়ে পড়লো আয়নার।

‘ কেন কাঁদছ? আমি কি করেছি?

আয়না জোরে ঠেলে দিল তাকে। বলল

‘ একদম ভালো সাজতে আসবেন না। এই আপনার কিছু হয়ে গেলে, কারো কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। সব আমার হবে। আমি এত ঝুঁকি নিয়ে থাকতে পারছিনা। আপনি কেন আমায় এত চিন্তায় রাখেন?

‘ আমার তো কিচ্ছু হয়নি। তুমি আজকাল উলটপালট ভাবছ। মুড সুয়িং বলে ইংরেজিতে।

‘ একদম ইংরেজি শিখাতে আসবেন না আমাকে।

গরম চোখে তাকিয়ে বলল আয়না।

একটু করে হাসার চেষ্টা করলো অনুরাগ। বধূটিকে টেনে এনে পিষ্ট করলো বুকের সাথে। কপালে শক্ত চুমু দিয়ে মাথার চুলে এলোমেলো বিলি কেটে কেটে বলল

‘ ঠিক তো। ইংরেজি প্রফেসরকে কথায় কথায় ধমকানো মহিলাকে ইংরেজি শিখানোর সাধ্য কার?

আয়না নরম হয়ে গেল। বুকের সাথে লেপ্টে রইলো, হাতটা অনুরাগের পিঠের দিকে পড়ে রইলো। অনুরাগ ফিসফিস করে বলল

‘ দেখি অনেক আদর খেয়েছ। এবার আমার বাচ্চাটাকে একটু আদর করি। নইলে সে ও রেগে বুম হয়ে থাকবে। সবাই তো আবার রাগের ফ্যাক্টরী।

আয়নার চোখে তখন ঘুম। পাশ ফিরে বেশিক্ষণ শুতে পারেনা আজকাল। সোজাসুজি ঘুমাতে ভালো লাগে। অনুরাগের হাতটা তুলে উঁচু হয়ে আসা পেটে রেখে ঘুমানোর চেষ্টা করলো। অনুরাগের সেখানে কান লাগিয়ে অনুভব করার চেষ্টা করলো একটি ছোট্ট প্রাণের উপস্থিতি। হৃদয় পুলকিত হলো অজানা খুশিতে, বাবা হওয়ার আকাঙ্ক্ষায়।
উদরে উষ্ণ স্পর্শের ছোঁয়ায় বারবার ঘুম ছুটে যাচ্ছিল আয়নার। শেষমেশ বলে উঠলো

‘ আমি ঘুমাচ্ছি প্রফেসর৷

অনুরাগ উঠে এল। সোজা হয়ে শোয়া আয়নার বুকে আলতো করে মাথা রেখে বলল

‘ আমি ও ঘুম আয়নামতী।

চলবে,,
টাইপিং মিসটেক হতে পারে। রিচেক করা হয়নি।