এক ফালি রোদ্দুর পর্ব-০২

0
1915

#এক_ফালি_রোদ্দুর🧡
#লেখনীতে:#তানজিল_মীম🧡
#পর্ব:০২

“বিয়ে বাড়ির মাঝখান দিয়ে তুমুল বেগে দৌড়াচ্ছি আমি’!!এই ভেবে হুট করে যে আমার মানসম্মানের প্লাস্টিক হবে কে জানতো’!!ইচ্ছে করছে ওই আন্ডার বাচ্চারে মেরে ফালা ফালা করে দেই…’!

“ওদিকে আমার কান্ডে সবাই হাসছে রুহি,শিফা তরী ওঁরা তো বেশ মজা পেয়েছে হলুদ দিয়ে ভূত বানাতে পারে নি তো কি হয়েছে আন্ডা দিয়ে তো ভূত হয়ে গেছে….

—-“বেশ হয়েছে আমাদেরকে হলুদ দিয়ে ভূত বানিয়ে ছিলো না এখন নিজেই আন্ডা দিয়ে ভূত হয়ে গেছে…(শিফা)

“শিফার কথা শুনে হাসলো রুহি,তরী দু’জনেই!’এদিকে যে লোকটি নিচে পড়ে গিয়েছিল সে ভাবছেঃ

—-“আশ্চর্য!আমি পরলাম কেমনে?’

“এমন সময় নানাভাই এসে লোকটিকে বললোঃ

—-“তুই ঠিক আছিস তো রবিন….

—-“হুম…

—-“আমায় বল তো তুই এই শুকনো জায়গায় পরলি কিভাবে,তোর জন্য আমার তানজু ময়নাপাখির কি অবস্থা হয়েছে….

—-“সত্যি বলছি ভাইজান কি থেকে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না….

—-“আচ্ছা ঠিক আছে আর ভাবিস না যা এখন…

—-“হুম ভাইজান….

“বলেই চলে যায় লোকটি’!!

“তানজুর কাজে রিয়াদ-আহান দুজনেই হাসতে হাসতে শেষ’!!খুব ভালোই জব্দ করেছে তারা তানজুকে….

“হর্ঠাৎই নানা ভাই ডাকলো রিয়াদকে’!!রিয়াদও বেশি কিছু না ভেবে গিয়ে দাঁড়ালো নানাভাইর সামনে’!!তারপর বললো সেঃ

—-“হুম বলো নানাভাই…

—-“চলো ওই চেয়ারে বসি…

—-“হুম কেনো নয় চলো….

“তারপর রিয়াদ আর নানাভাই গিয়ে বসলো তাদের সামনে থাকা একটা চেয়ারে’!!

—-“তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো “নানাভাই”….

—-“না মটেও না তবে অনেককিছুই চেঞ্জ হয়ে গেছে…

—-“তা তো হবেই অনেক বছর পর দেখছো না…

—-“হুম…

“তারপর এটা ওটা নিয়ে গল্প শুরু করে দেয় রিয়াদ আর নানাভাই….

______________________

“নিজের রুমের ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি আমি’!!রাগে গা জ্বলে যাচ্ছে কি থেকে কি হলো সব যেন মাথার উপর দিয়ে গেল,ইয়াক থু এখনো গা থেকে ডিমের গন্ধ আসছে,হর্ঠাৎ একটা গান মাথায় আসলো আমারঃ

—-“বিজলি কি রানি মে হু আয়ি কেহে তে মুজকো হাওয়া হাওয়ায়ি….

“গান গাওয়া আর গোসল করা এটা আমার পুরনো দিনের অভ্যাস এটা ছাড়া সাওয়ার জমে নাকি…

“এসব ভেবে মুড সুইচ অফ থেকে সুইচ অন করে নিলাম…

“বেশ কিছুক্ষন পর….

“লম্বা সাওয়ার নিয়ে একটা টিশার্ট আর একটা প্লাজু পড়ে বেরিয়ে আসলাম আমি’!!তারপর আয়নার সামনে দাঁড়িয়ে উড়াধুরা নাচছি আমি,খুব খুশি খুশি লাগছে,এই গ্রাম – বাড়ি বরাবরই ভালো লাগে আমার তারওপর বিয়ে বাড়ি উফ ভাবতেই খুশি খুশি লাগছে….
এমন সময় দৌড়ে রুমে ঢুকলো রুহি, শিফা আর তরী’!!ওঁরাও সাওয়ার নিয়ে এসেছে রুমে’!!ওদের দেখে আমি অবাক হয়ে বললামঃ

—-“ওই তোরা সাওয়ার নিলে কোন জায়গায়….

—-“আমরা তিনজন একসাথে পুকুরে গোসল করেছি….(রুহি)

—-“ওহ…

—-“হুম…(রুহি)

—-“চল তাহলে একটু লুঙ্গি ড্যান্স করা যায়…

—-“এখন…

—-“হুম এখন নয় তো কখন,তরী যা তো নিচে গিয়ে চারটে লুঙ্গি নিয়ে আয়….

—-“ওগুলো দিয়ে কি করবে তানজু আপু…

—-“তুই আগে গিয়ে নিয়ে আয় তারপর বলছি…

“তরীও আর কথা না বারিয়ে চলে গেল নিচে’!!কিছুক্ষণের মধ্যেই তরী নিয়ে আসলো চারটে লুঙ্গি’!!তারপর আমরা চারজন মিলে লুঙ্গি আর কালো চশমা পড়ে লুঙ্গি ড্যান্স গানটা ছেড়ে উড়াধুরা নাচতে শুরু করলাম’!!

“সেই সময়ই তানজুদের রুমের পাশ দিয়ে যাচ্ছিল রিয়াদ’!!হর্ঠাৎই রুমের ভিতর থেকে মিউজিকের শব্দ শুনতে পেয়ে’!!কৌতূহলী এগিয়ে গেল সে রুমটা দিকে জানালা দিয়ে চারটে মেয়ের পাগলামী দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম তার’!!তারপর হাসতে হাসতে সে চলে যায় ওখান থেকে তবে যাওয়ার আগে কয়েকটা পিক তুলে নিলো সে ওদের কেন নিলো রিয়াদ নিজেও জানে না….

!!

“হর্ঠাৎই আমাদের নাচের মাঝখানে দরজাটা খুলতেই লাফ মেরে উঠলাম আমরা’!!দরজার কাছে মাকে দেখে কি রিয়েকশন দিবো বুঝতে পারছি না’!!অন্যদিকে আম্মু আমাদের অবস্থা দেখে চোখ বড় বড় করে বললোঃ

—-“এগুলো কি করছিস তোরা…..

—-“কি হয়েছে খালামনি..

“বলতে বলতে রুমে ঢুকলো শিউলি আপু আমাদের এমন অবস্থায় দেখে হাসতে হাসতে শেষ সে’!!আমি আমতা আমতা করে বলে উঠলামঃ

—-“ও কিছু না আম্মু ওই একটু নাচছিলাম…

—-“এইভাবে লুঙ্গি আর টিশার্ট পড়ে…

“মাথা চুলকালাম আমি’!!তারপর আম্মুকে বের করতে করতে বললামঃ

—-“ওটা তো জাস্ট গানের সাথে মিল রাখার জন্য পড়েছি আম্মু তুমি চিন্তা করো না….

—-“তোরা খাবি না…

—-“তুমি যাও আমরা এক্ষুনি আসছি…

“বলেই একপ্রকার জোর করে আম্মুকে বের করলাম রুম থেকে তারপর দরজা বন্ধ করে দিলাম’!!দরজা বন্ধ করতেই শিউলি আপু বলে উঠলঃ

—-“ওই দরজা খোলা রেখে কেউ এমন পাগলামি করে?

—-“আর বলো না আপু দরজা যে খোলা ছিল খেয়ালই করি নি ভাগ্য ভালো অন্যকেউ দেখার আগে তোমরা দেখছো…

“হাসলো শিউলি আপু’!!হর্ঠাৎই শিউলি আপু মুড অফ করে বসে পরলো বিছানায় যা দেখে আমি বলে উঠলামঃ

—-“মন খারাপ তোমার…

—-“একটু…

__________________________

“পরের দিন খুব ভোরেই ঘুম ভাঙলো আমার’!!সূর্যের ফুড়ফুড়ে বাতাস সাথে মোরগের ডাকেই গ্রামের সকলের ঘুম ভাঙে’!!আজকে শিউলি আপুর বিয়ে!’ভাবতেই এক আলাদা ভালো লাগা কাজ করছে…

“পুরো বাড়ির সাজানো হয়েছে নানা রকম ফুল দিয়ে’!!পুরো বাড়ি থেকেই কেমন একটা বিয়ে বিয়ে গন্ধ আসছে’!!সারা বাড়ি জুড়ে ছোটাছুটি করছে বিভিন্ন ধরনের মানুষ সাথে ছোট ছোট বাচ্চারা’!!

.
.
.

“আয়নার সামনে বসে আছে শিউলি আপু’!!আর আমরা সবাই মিলে শিউলি আপুকে সাজাতে ব্যস্ত অবশ্য পার্লার থেকে আপুরা এসেছে’!!আমরা তো জাস্ট দেখছি’!!আমরা সবাই তৈরি’!!আজকে আমরা সবাই সুন্দর জর্জিয়াস লেহেঙ্গা শাড়ি পড়েছি, যেহেতু তরী আমাদের থেকে ছোট হওয়ায় লং গাউন পড়েছে’!!এরই ভিতর শোনা গেল বর এসেছে’!!সাথে সাথে আমরা দৌড়ে বেরিয়ে আসলাম রুম থেকে গেটে দাঁড়াতে হবে কিনা…..

—-“আচ্ছা আপু আমরা আমাদের দুলাইর কাছে কত টাকা চাইবো… (তরী)

—-“২০,০০০টাকা…

—-“কি এত টাকা দিবে আমাদের,(শিফা)

—-“না দিলে ঢুকতে দিবো না…

“এদিকে রিয়াদ হাতে একটা ক্যামেরা নিয়ে ফটোশুট করছে’!!হর্ঠাৎই সব মেয়েদের দল বেঁধে আসতে দেখে রিয়াদের পাশে থাকা আহান বলে উঠলঃ

—-“ওরে দোস্ত এঁরা সবাই দল বেঁধে যাচ্ছে কোথায়…

—-“আমি কি জানি…

“এমন সময় দিহান ওদের পাশে দাঁড়িয়ে বললোঃ

—-“ওরা এখন সবাই গেটের সামনে যাবে…

“আহান দিহানের কথা শুনে অবাক হয়ে বললোঃ

—-“কেন?

—-“আরে জামাই এসেছে না….

—-“তাতে কি হয়েছে?

—-“তুমিও ওদের সাথে যাও বুঝতে পারবে….

“আহান এর আগে কখনো এই ধরনের বিয়ে দেখে নি তাই এক্সাইটিং এ চললো সে’!!আর ওর সাথে রিয়াদ ও চললো….

“আমরা সবাই মিলে গেটের সামনে মিষ্টি আর শরবতের ট্রে নিয়ে দাঁড়ালাম’!!ওনাদের দেখেই বলে উঠলামঃ

—-“আসসালামু আলাইকুম….

“ওনারাও আমাদের সালামের জবাব দিতে বললেনঃ

—-“ওয়াইকুম আসসালাম….

—-“আমরা কিন্তু এমনি এমনি আপনাদের ভিতরে যেতে দিবো না….

“আমাদের কথা শুনে জামাইর পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলে বলে উঠলঃ

—-“কেন ভিতরে যেতে হলে কি করতে হবে….

—-“বেশি কিছু না আমাদের বিশ হাজার এক টাকা দিতে হবে….

—-“টাকা দিবো কেন?

—-“টাকা না দিলে আপনাদের ভিতরে ঢুকতে দিবো না…

—-“এতটাকা আমরা দিতে পারবো না….

—-“তাহলে আমরাও আপনাদের ভিতরে যেতে দিবো না….

“এই নিয়ে আমাদের আর ওনাদের ভিতর লেগে গেল হাড্ডা হাড্ডি লড়াই….
এদিকে আহান এদের কান্ড দেখে বললোঃ

—-“ওরে দোস্ত জিনিসটা তো খুব ভালো কি সুন্দর জামাইর কাছ থেকে টাকা না পেলে ঢুকতে দিবে না, কিন্তু ওঁরা বিশ হাজার এক টাকা চাইলো কেন?

—–“আমি কি জানি…

!!

“বেশকিছুক্ষন কথা কাটাকাটির পর ওনারা রাজি হলো আমাদের টাকা দিতে’!!টাকা হাতে পেতেই আমরা জামাইকে মিষ্টি আর শরবত খাইয়ে ভিতরে ঢুকতে দিলাম’!!একে একে সবাই চলে যেতে লাগলো’!!হর্ঠাৎই যে ছেলেটার সাথে ঝগড়া করলাম সে এসে বললো আমায়ঃ

—-“লড়াই টা কিন্তু দারুণ ছিল…

—-”দারুণ তো হতেই হবে আমরা যেহেতু ছিলাম….

“হাসলাম দু’জনেই’!!তারপর হাসতে হাসতে বললো সেঃ

—-“হুম তা ঠিক আপনার নাম..

—-“তানজু…

—-“ওহ নাইচ নেইম আমি শিহাব…..

“তারপর উনিও আর কথা না বারিয়ে ভিতরে ঢুকে গেল’!!ওনারা যেতেই আহান ভাইয়া এসে বললোঃ

—-“তোমাদের কাজটা কিন্তু জব্বর ছিল….

—-“থ্যাংকু ভাইয়া….

—-“আমেরিকার বিয়ে আর এখানকার বিয়ের মধ্যে অনেক তফাৎ…

—-“তা তো হবেই দেশি আর বিদেশি মেয়ে বলে কথা ভাইয়া….

“আমার কথা শুনে হাসলো আহান ভাইয়া!’

—-“তুমি তো দেখি ভালোই কথা জানো….

—-“একটু না জানলে চলবে নাকি…

—–“হু….

______________________________________

________________________

“প্যান্ডেলের পিছনে লুকিয়ে আছি আমি আর তরী উদ্দেশ্য হচ্ছে জামাইর জুতা চুরি করা’!!আমার কান্ড দেখে তরী বলে উঠলঃ

—-“কি হলো তানজু আপু আমরা এভাবে চোরের মতো লুকিয়ে আছি কেন?

—-“আরে আস্তে বল কেউ শুনতে পাবে…

—-“ঠিক আছে তুমি বলো আমরা এখানে লুকিয়ে আছি কেন?

—-“আরে জামাইর জুতা চুরি করতে হইবো না….

—-“কি…..

“সাথে সাথে তরীর মুখ চেপে ধরলাম আমি’!!তারপর বললামঃ

—-“আরে চিল্লাস কেন?

“আমার কথা শুনে উম উম উচ্চারণ করলো তরী’!!সাথে সাথে ওকে ছেড়ে দিয়ে বললাম আমিঃ

—-“হুম এখন বল…

—-“আমি থাকমু না তোমার লগে আম্মু জানলে আমায় মারবে…

—-“আরে খালামনি জানলে তো তোকে মারবে…

—-“না না তারপরও….

—-“বেশি কথা বললে তোকে কিন্তু একটা চাটি মারবো…

—-“দেখো তানজু আপু এমন করো না সবাই জানলে খুব বকবে…

—-“আরে বকবে কেন এটা তো আমাদের শালিদের অধিকার তুই বুঝোস না কেন?

—-“তার মানে তুমি বলছো কেউ জানলে আমাদের বকবে না….

—-“একদমই না…

—-“তাইলে ঠিক আছে…

—-“হুম চল এখন তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি….

“তারপর আমি আর তরী চুপিচুপি পায়ে খুঁজতে লাগলাম জামাইর জুতা’!!কোনোকিছু না ভেবেই এক জোড়া জুতা উঠিয়ে নিয়ে উড়াধুরা দৌড় দিলাম আমরা…

“হর্ঠাৎই রাস্তার মাঝখানে একটা খাম্বার সাথে খেলাম বারি’!!কিন্তু কথা হলো রাস্তার মাঝখানে খাম্বা তো ছিল না’!!আমি চেঁচিয়ে বলে উঠলামঃ

—-“ওই কোন খাম্বা রে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো…

—-“আমি খাম্বা…(রেগে)

“কন্ঠটা এর আগেও শুনেছি ভেবেই উপরে তাকাতেই রিয়াদ ভাইয়াকে দেখে শুকনো ঢোক গিলে বললাম আমিঃ

—-“আপনি…..
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে……

[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ’!!গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু]

#TanjiL_Mim♥️