এক ফালি রোদ্দুর পর্ব-৩৫

0
895

#এক_ফালি_রোদ্দুর
#লেখনীতে:#তানজিল_মীম
#পর্ব:৩৫

“এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে রুহি,তানজু আর অভ্রের দিকে,সে ভাবতেই পারে নি,এভাবে হুট করে দেখা হয়ে যাবে অভ্রের সাথে,তাও কিনা তানজুর উডবি হয়ে!’একরাশ বিস্ময় নিয়ে এগিয়ে যাচ্ছে রুহি,,

“এদিকে……

“অভ্রেরও সেইম অবস্থা,যাকে সে দু’বছর যাবৎ পাগলের মতো খুঁজে চলেছে তাকে এইভাবে পাবে তাও কিনা তার উডবি ওয়াইফের কাজিন হিসেবে এটা ভাবতেই পারে নি অভ্র!’

“রুহি আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো তানজুর পাশ দিয়ে’!!তানজু রুহিকে দেখে হাল্কা হেঁসে বললোঃ

—“মিট মাই কাজিন ওরোফে মাই বেস্টফ্রেন্ড রুহি,,,

“তানজুর কথা শুনে হাল্কা হাসলো রুহি’!!তারপর গিয়ে বসলো তানজুর পাশের চেয়ারে’!!এদিকে অভ্র এখনো শকট হয়ে বসে আছে’!!হা হয়ে তাকিয়ে আছে রুহির দিকে,

“অভ্রের কান্ড দেখে বলে উঠল তানজুঃ

—“হেই যে মিস্টার কোথায় হারিয়ে গেলেন!’

“তানজুর ডাকে ধ্যান ভাঙল অভ্রের’!!আমতাআমতা করে বললো সেঃ

—“হ্যাঁ না মানে হুম বলুন…

—“কোথায় হারিয়ে গেলেন বলুন তো?’

—“না কোথাও নয় তো ইনি আপনার কাজিন…

—“হুম…

“তানজুর কথা শুনে অভ্র একপলক তাকালো রুহির দিকে,তারপর হাল্কা হেঁসে বললোঃ

—“হ্যালো….

“অভ্রের কথা শুনে রুহি কিছুটা হতভাগ হয়ে বললোঃ

—“হায়…

“এমন সময় তানজুর ফোনটা বেজে উঠল’!!উপরে শিফার নাম দেখে বলে উঠল সেঃ

—“আপনারা কথা বলুন আমি একটু আসছি,,

“এতটুকু বলে সাইডে চলে যায় তানজু’!!তানজুর কথা শুনে রুহির হার্টবিট উঠা নামা শুরু হয়ে গেল’!!কিছুটা আমতাআমতা করে বললো সেঃ

—“কোথায় যাচ্ছিস তুই?’

—“এই তো সামনে শিফা ফোন করেছে আমি কথা বলে আসছি,,

“বিনিময়ে রুহি আর কিছু বলতে পারলো না তার আগেই তানজু চলে গেছে’!!তানজু যেতেই রুহি অভ্র দুজনেই নীরবে তাকিয়ে আছে দুজনের দিকে’!!কুটকুটে নীরবতা ঘিরে ধরেছে তাদের!’

!!

—“হ্যালো কি হয়েছে?

—“কোথায় তুই?'(শিফা)

—“কোথায় মানে তুই জানিস না…

—“না মানে জানি না তা নয়, শুনলাম তুই আর রুহি নাকি গেছিস….

—“হুম তোর তো সময় হতো না তুই তো আহান ভাইয়াকে পেয়ে আমাদের ভুলে গেছিস…

—“না মানে…

—“হইছে আর কিছু বলতে হবে না,ফোন কেন করেছিস…

—“না মানে ছেলে পছন্দ হয়েছে,

—“তুই কি আমাকে এইসব বলার জন্য ফোন করেছিস!”

—“না মানে হয়েছে কি আমরা একটা রেস্টুরেন্টে যাওয়ার প্লান করেছিলাম তাহলে তোরা কি যাবি,,

—“যাওয়ার কি আছে আমরা তো রেস্টুরেন্টেই আছি তোরাও চলে আয় তাহলেই তো হয়…

—“ওহ হা সেটাই তো ভুলে গেছিলাম…

—“আর কিছু বলবি….

—“না মানে ছেলে কি তোর পছন্দ হয়েছে,,

_______________

—“কেমন আছো তুমি….

“একরাশ নীরবতা ভেঙে কথাটা বলে উঠল অভ্র রুহিকে,অভ্রের কথা শুনে হাল্কা নড়েচড়ে বসলো রুহি’!!তারপর আমতা আমতা করে বললো সেঃ

—“হুম ভালো আপনি…

—“আমি তো ভালোই আছি,,,

“হাল্কা হাসলো রুহি’!!তারপর আবারো নেমে আসলো দুজনের মধ্যে নীরবতা,অভ্র তো অনেক কিছু বলতে চাইছে রুহিকে কিন্তু পারছে না’!!কিছুটা অস্থির হয়ে বললো অভ্রঃ

—“তারপর কেমন চলছে দিনকাল…

—“হুম ভালো আপনার…

—“হুম ভালো,বিশ্বাস কর তোমার সাথে এইভাবে দেখা হবে এটা একদমই কল্পনার বাহিরে ছিল আমার,,

—“তারপর আপনার গার্লফ্রেন্ড কেমন আছে….

“রুহির কথা শুনে অভ্রের মাথায় হাল্কা চক্কর দিয়ে উঠলো’!!সে বুঝতে পারছে না এখন তার কি বলা উচিত’!!অভ্র কিছু বলবে এমন সময় তানজু এসে হাজির’!!কিছুটা বিস্ময় নিয়ে বললো সে অভ্রকেঃ

—“অভ্র আমরা কি পারসোনালভাবে কিছু বলতে পারি,,

—“হুম কেনো নয়…

—“ঠিক আছে চলুন আমার সাথে,,,

“তানজুর কথা শুনে কিছুটা অপস্তুতভাবে বললো রুহিঃ

—“কোথায় যাবি তোরা…

—“তুই এখানে বস কিছুক্ষনের মধ্যেই রিয়াদ ভাইয়া, শিফা আর আহান ভাইয়া আসবে এখানে তুই অপেক্ষা কর আমরা একটু আসছি,,,

“উওরে রুহি আর বেশি কিছু বলতে পারলো না’!!হাল্কা হেঁসে বললো সেঃ

—“ঠিক আছে!’

—“হুম,তাহলে যাওয়া যাক মিস্টার অভ্র (অভ্রের দিকে তাকিয়ে)

“তানজুর কথা শুনে অভ্র বলে উঠলঃ

—“হুম কেনো নয়!’

“তারপর অভ্র আর তানজু চলে যায়’!!অভ্র যাওয়ার আগে এক পলক তাকিয়ে ছিল রুহির দিকে,সে জানে না সামনে কি ঘটতে চলেছে,সবকিছু কেমন যেন ঘোলাটে লাগছে….

.
.
.

“এদিকে রুহি পুরো অস্থির হয়ে গেছে!’এখন কি করবে সে অভ্র যদি তাদের সম্পর্কের কথা বাড়িতে বলে দেয় তাহলে তো রিয়াদের সাথে তার বিয়েটা ভেঙে যাবে এখন কি করবে’!!তার চেয়েও বড় কথা অভ্রর তো গার্লফ্রেন্ড আছে তাহলে তানজুকে বিয়ে কেন করবে ও,,প্রশ্নগুলো মাথায় এসে আঁটকে যাচ্ছে বারবার!’তানজুর ব্যবহারও কেমন লাগছিল রুহির,তানজু এমন ভাবে অভ্রের সাথে হেঁসে কথা বলছিলো মনে হচ্ছিল যেন ওরা পূর্ব পরিচিত –রুহির মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে,,সে বুঝতে পারছে না কি হবে এখন?’

_______

—“প্লিজ অভ্র আপনি এই বিয়েটা করবেন না!’

“রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা খোলা মেলা জায়গায় একটা গাছের নিচে দাঁড়িয়ে কথাটা বললাম আমি অভ্রকে’!!আমার কথা শুনে অভ্র আমার দিকে তাকিয়ে বললোঃ

—“আপনি এই কথাটা বলার জন্য আমাকে এখানে নিয়ে আসলেন মিস..?

—“আপনি বুঝতে পারছেন না রুহির সামনে কথাটা বলা যেত না…

—“তা নয় বুঝলাম বিয়েটা কেন করবেন না শুনি,আর আপনি যখন রাজি না তাহলে মিট করতে কেন আসলেন?’

—“দেখুন আমার কালই বিয়েটা ভেঙে দেওয়া উচিত ছিল, কিন্তু সবার সামনে বাবাকে বলতে পারছিলাম না,আপনি প্লিজ বিয়েটা করবেন না….

—“প্রথমত আমারও এই বিয়েটা করার কোনো ইন্টারেস্ট নেই,কিন্তু আপনি তো জানেন সবটা ফেমিলির পেশারে পরেই একপ্রকার বাধ্য হয়ে আপনার সাথে দেখা করতে এসেছি আমি,,আমিও চাই না বিয়েটা করতে…

“অভ্রের কথা শুনে আমিও খুশি হয়ে বলে উঠলামঃ

—“তাহলে তো হয়েই গেলো আপনি আমার বাবাকে ফোন করে বলবেন আমার আপনাকে পছন্দ হয় নি,ব্যস হয়ে যাবে….

“আমার কথা শুনে অভ্র তাকালো আমার দিকে!’তারপর বললোঃ

—“আপনাকে পছন্দ হয় নি এটা কিন্তু সত্যি নয় মিস…

“অভ্রের কথা শুনে আমি কিছু অবাক হয়ে বললামঃ

—“মানে…

—“মানে কিছুই নয় আপনি দেখতে কিন্তু খুব সুন্দর,আর গোলাপি থ্রি-পিচে আপনাকে কিন্তু আরো সুন্দর লাগছে,তাই ভাবছি…

“অভ্রের কথা শুনে ভয় হচ্ছে আমার’!!কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম আমিঃ

—“কি ভাবছেন আপনি…

“আমার কথা শুনে অভ্র হেঁসে দিল’!!তারপর হাসতে হাসতে বললো সেঃ

—“ভয় পাবেন না আপনাকে বিয়ে করার কথা ভাবছি না…

“অভ্রের কথা শুনে হাল্কা হাসলাম আমি, তারপর বললামঃ

—“তাহলে,,

—“না মানে ভাবছি আমরা বন্ধু হলে কেমন হয়,হাসবেন্ড ওয়াইফ না হলাম আমরা বন্ধু তো হতে পারি মিস,কম হলেও আপনার সাথে আমার এই নিয়ে তিনবার সাক্ষাৎ…

—“হুম কেন নয় বন্ধু তো আমরা হতেই পারি….

—“তাহলে হাত মিলান মিস…

“বলেই অভ্র তার হাত এগিয়ে দিল আমার দিকে,আমিও খুশি হয়ে আমার হাত এগিয়ে দিলাম তার দিকে’!!

“হাত মিলাতে মিলাতে বলে উঠল অভ্রঃ

—“তাহলে এখন থেকে তুমি করে কথা বলা যাক…

—“ঠিক আছে,তবে হ্যাঁ বিয়েতে কিন্তু মানা করে দিবেন অভ্র….

—“অবশ্যই দিবো,ডোন্ট ওয়ারি,আর এখন তো বন্ধ করতে হবেই….

“অভ্রের কথা শুনে আমি অবাক হয়ে বললামঃ

—“মানে….

—“না কিছু না,চলুন তাহলে যাওয়া যাক আপনার কাজিন একা বসে আছে হয়তো…

—“হুম,তবে এক্ষুনি ওদের বলার দরকার নেই আমরা বিয়েটা করছি না আগে আপনি বাবাকে ফোন করে বলবেন তারপর সবাই জানবে…

—“ঠিক আছে তুমি যা চাইবে….

“অভ্রের কথা শুনে হাল্কা হাসলাম আমি!’

_______________

“রেস্টুরেন্টের ভিতর গোল হয়ে বসে আছে রিয়াদ আহান সাথে শিফা রুহিও,,কিছুক্ষন আগেই ওরা এসে পৌঁছালো এখানে,চুপচাপ বসে আছে সবাই এমন সময় শিফা বলে উঠলঃ

—“তুই একা কেন তানজু আর অভ্র কোথায়…

“শিফার কথা শুনে আহান বলে উঠলঃ

—“অভ্র কে?’…

—“তানজুর উডবি হাসবেন্ডের নাম…

—“ওহ,,

—“আসলে তানজু আর অভ্র আলাদাভাবে কথা বলতে বাহিরে গেছে..(রুহি)

“রুহির কথা শুনে শিফা ভ্রু-কুচকে বললোঃ

—কি?’

—“হুম,জানিস ওরা এমন ভাবে কথা বলছিলো মনে হচ্ছিল ওরা যেন পূর্ব পরিচিত….

—“তাই নাকি,,

—“তাহলে বলছি কি?’

“রুহির কথা শুনে রিয়াদ তেমন কোনো রিয়েকশন দিলো না চুপচাপ রইলো সে’!!এমন সময় হাসতে হাসতে রেস্টুরেন্টের ভিতর কথা বলতে বলতে ঢুকলো তানজু আর অভ্র’!!দূর থেকে রুহি আর রিয়াদ দুজনেই ওদের খেয়াল করেছে,,রিয়াদের তো তানজুর কান্ডে চোয়াল শক্ত হয়ে এসেছে, হাত মুঠো করে নিজের রাগকে কন্ট্রোল করছে সে,,রিয়াদের পাশে রুহিরও তানজুর সাথে অভ্রের হাসাহাসিটা ভালো লাগে নি,ভিতরে ভিতরে রাগ হচ্ছে তার,কিন্তু এই মুহুর্তে রিয়াদ-রুহি কেউই তার রাগকে বাহিরে বের করলো না.

..

—“তানজু তোমার চুলে,,,

“হাল্কা হেঁসে বললো অভ্র,অভ্রের কথা শুনে বিস্ময় নিয়ে বললো তানজুঃ

—“কি আমার চুলে…

“বিনিময়ে অভ্র কোনো উত্তর না দিয়ে তানজুর চুলে হাত দিয়ে একটা ডালের ছোট্ট টুকরো বের করে তানজুকে দেখিয়ে বললোঃ

—“এটা…

“হাল্কা হাসলো তানজু’!!

“কিছুক্ষন আগে তানজুরা যে গাছের নিচে দাঁড়িয়ে ছিল সেখান থেকে বাতাসে একটা ছোট্ট ডাল এসে আঁটকে ছিল তানজুর চুলে সেটাই সরিয়ে দিল অভ্র!’

“এদিকে দূর থেকে রিয়াদ-রুহি এদের কান্ডে আরো রেগে গেল’!!দুজনেই জ্বলে পুড়ে যাচ্ছে,,রুহি তো নিজের জ্বেলাসিতে নিজেই অবাক,সে বুঝতে পারছে না সে অভ্রের সাথে তানজুকে মেনে কেন নিতে পারছে না!’

“তানজু আর অভ্র দুজনেই একসাথে এগিয়ে আসলো সবার কাছে’!!তানজু এগিয়ে এসে হাল্কা হেঁসে বললো সবাইকে’!!

—“গাইস হি ইস অভ্র…

“তানজুর কথা শুনে শিফা বলে উঠল অভ্রকেঃ

—“হ্যালো…

“শিফার কথায় মুচকি হাসলো অভ্র’!!

—“আর অভ্র সি ইস মাই আরেক কাজিন শিফা রুহির বোন,শিফার পাশে উনি হচ্ছে আহান ভাইয়া শিফার উডবি হাসবেন্ড,,,

—“ওহ,হ্যালো…

“অভ্রের কথা শুনে আহান বলে উঠলঃ

—“হায়…

“এরপর তানজু শ্বাস ফেলে রুহির দিকে তাকিয়ে বললোঃ

—“রুহির সাথে তো পরিচয় করেই দিলাম,রুহির পাশে রিয়াদ ভাইয়া উনিও আমার কাজিন আর রুহির উডবি হাসবেন্ড….

“এবারের কথা শুনে অভ্র চমকে উঠলো,উডবি হাসবেন্ড মানে রুহির বিয়ে ঠিক হয়ে গেছে,ভাবতেই অভ্রের বুকের ভিতর কেমন করে উঠলো’!!অভ্র হাল্কা হেঁসে রিয়াদকে বললোঃ

—“হ্যালো….

“উওর দিল না রিয়াদ’!!তার তো অভ্রকে সহ্যই হচ্ছে না!’

“তারপর সবার সাথে গল্প জুড়ে দিল,অভ্রও আর কিছু বলতে পারলো না রুহিকে,সে ভাবতেই পারছে না পরিস্থিতি তাকে কোথায় নিয়ে এসে দাঁড় করালো যাকে দু’বছর যাবৎ খুঁজে চলেছে তাকে আজ পেয়েও হারাতে হবে!’বেশি আর ভাবলো না অভ্র,এই দু’বছরে তার যতটা না কষ্ট হয়েছে তার চেয়েও বেশি কষ্ট এখন হচ্ছে,এর চেয়ে তো রুহির সাথে দেখা না হলেই ভালো হতো!’

“৪৫ মিনিট পর….

—“তাহলে তানজু আমাকে এখন যেতে হবে!’ (অভ্র)

—“এখনই…

—“হুম আমার কিছু কাজ আছে…

“এতটুকু বলে সবাইকে বাই জানিয়ে চলে যায় অভ্র’!!হঠাৎই তানজুর কি হলো সেও সবাই “এক মিনিট” বলে দৌড় দিল অভ্রের দিকে….

—“অভ্র….

“রেস্টুরেন্টের বাহিরে দু’পা দিয়েও আবার পিছিয়ে এলো অভ্র,,পিছন ফিরে তানজুকে দেখে হাল্কা হেঁসে বললোঃ

—“হুম বলো…

—“বিয়েটা ভেঙে দিবে তো…

—“ডোন্ট ওয়ারি…

“এতটুকু বলে চটজলদি বেরিয়ে যায় অভ্র’!!তানজু আর বেশি ভাবলো না’!!আর যাই হোক অভ্রকে বিশ্বাস করে সে ঠকবে না!’

_________________________________________

_____________________

“রাত_৯ঃ০০টা……

“বেলকনিতে দাঁড়িয়ে আছি আমি!’আজ সবকিছু কেমন যেন খালি খালি লাগছে,আকাশটাতেও কোনো তারা নেই,একদম নিরিবিলি লাগছে সবকিছু’!!চোখ বন্ধ করে জোরে এক নিশ্বাস ফেললাম আমি’!!এমন সময় কাঁধে হাত রাখলো কেউ’!!কারো হাতের স্পর্শ পেতেই হাল্কা চমকে উঠলাম আমি’!!চোখ খুলে পিছন ঘুরে তাকাতেই রুহিকে দেখতে পেলাম আমি’!!ওকে দেখে হাল্কা হেঁসে বললাম আমিঃ

—“তুই…

—“হুম আমি তোর সাথে কিছু জরুরি কথা ছিল আমার….

—“হুম বল…

—“তুই এই বিয়েটা করিস না….

“রুহির এমন কথা শুনে কিছুটা ঘাবড়ে গেলাম আমি, দু মিনিটের জন্য ভাবলাম আমি, কোনো ভাবে ও জেনে যায় নি তো রিয়াদের বিষয়টা’!!হাল্কা কাঁপা কাঁপা গলায় বলে উঠল আমিঃ

—“কেনো বলতো?’

—“না মানে অভ্রকে আমার ভালো লাগে নি…

“রুহির কথা শুনে ভ্রু-কুচকে বলে উঠলাম আমিঃ

—“কেন ভালো লাগে নি শুনি…

—“কেন ভালো লাগে নি তা আমি তোকে বলতে পারবো না…

—“তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি,তুই কি চিনিস অভ্রকে…

“সাথে সাথে ঘাবড়ে গেল রুহি,কাঁপাকাঁপি শুরু হয়ে গেল তার’!!কাঁপাকাঁপি নিয়েই বললো সেঃ

—“না আমি কি করে চিনবো…

—“তাহলে কি করে বুঝলি অভ্র ভালো নয়…

—“মনে হলো তাই বললাম…

—“তোর ভুল মনে হয়েছে অভ্র খুব ভালো ছেলে,…

—“তুই কি করে বুঝলি অভ্র ভালো ছেলে,প্রথম দেখায় বুঝে গেলি…

—“অভ্রের সাথে আমার এর আগেও দেখা হয়েছিল…

—“কি…

—“হুম,,একদিন ভার্সিটি বসে আর আরেকদিন আমেরিকা থেকে ফেরার পথে,তুই জানিস ওনার লাইফে একটা অতীত আছে….

“এবারের কথায় তো রুহি আরো ঘাবড়ে গেছে,তাহলে কি তানজু তার আর অভ্রের সম্পর্কের কথা জানে,,রুহি তার হাত চুলকাতে চুলকাতে বললোঃ

—“কিসের অতীত…..

—“শুনবি তুই….

—“হুম…

“তারপর তানজু সেদিন প্লেনে বসে অভ্রের বলা সব কথাগুলো বললো রুহিকে,সব শুনে রুহির নিজের ওপর নিজেরই রাগ উঠলো,সে কিনা ছিঃ ভাবতে এখন গিল্টি ফিল হচ্ছে রুহির…

—“তুই জানিস না অভ্র এখনো ওই মেয়েটা খুঁজে চলেছে, কিন্তু পায় নি,হয়তো আর পাবেও না,আমার খুব রাগ হয় জানিস মেয়েটা পুরোপুরি ভাবে ঘটনাটা না জেনেই এমন করে বসলো,যাগ গে ওসব বাদ দে,যে ছেলে একটা অপরিচিত মানুষের সাথে নিজের কষ্ট নিরদিধায় শেয়ার করতে পারে,সাথে অন্যের কষ্টকেও বুঝে সে কখনো খারাপ হতে পারে না…

—“অন্যের কষ্ট মানে…

—“কিছু না,,,

“এমন সময় দৌড়ে রুমে ঢুকলো শিফা!’তারপর বললো আমায়ঃ

—“তোকে খালু ডাকছে…?’

“আমি বুঝে গেছি আব্বু কেন ডাকছে আমায়’!!নিশ্চয়ই অভ্র বিয়ের জন্য বারন করে দিয়েছে’!!আমিও আর বেশি কিছু না ভেবে চললাম আব্বুর কাছে….

“আর রুহি এখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে ভাবতেই পারে নি তার ধারা এত বড় ভুল হয়ে যাবে!….

_________

“সোফার উপর বসে ছিল বাবা’!!আমি আস্তে গিয়ে বলে উঠলামঃ

—“বাবা ডেকেছো আমায়….

—“হুম অভ্রের বাবা ফোন করেছিল, উনি বললেন অভ্রের তোমাকে পছন্দ হয়েছে আর কালকে ওনারা আসবে বাড়িতে তোমাদের বিয়ের কথা বার্তা বলতে….

“বাবার এই কথা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি’!!নিমিষেই সব ভাবনা ভেঙেচুরে গেল আমায়’!!

“মাথায় শুধু একটা কথাই বাজছেঃ

—“অভ্র আমায় এইভাবে ঠকালো,তোরে খাইছি অভ্র,,…
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে……

[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ’!!আর গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে’!!]

#TanjiL_Mim♥️