এক মুঠো কাঠগোলাপ পর্ব-১৬

0
596

#এক_মুঠো_কাঠগোলাপ🤍
#লেখনীতে:#তানজিল_মীম🤍
#পর্ব:১৬

———”বেকিং নিউজ.. ”
——–“সুন্দরবন ঘুরে ফেরার পথে জাহাজ থেকে পড়ে যায় এক স্টুডেন্ট আর টিচার’!!মূলত স্টুডেন্টকে বাঁচাতেই নদীতে ঝাপ দেয় টিচার….

||

“কফি হাতে সোফায় বসে ছিল আফরিন’!!টিভিতে এমন খবরের কথা শুনে হকচকিয়ে উঠলো সে’!!”সুন্দরবন” নামটা শুনতেই বুক কেঁপে উঠল তার’!!ভাইটাও তো গেছে সুন্দরবন”!!তাহলে কি?আর কিছু ভাবতে পারলো না আফরিন’!!কফি হাতে রেখেই রিমোট দিয়ে টিভির ভলিউম বারিয়ে মনযোগ সহকারে তাকালো সে টিভির পর্দায়…..

“এদিকে টিভিতে এক ভদ্রমহিলা বলছে___

“সুন্দরবন থেকে ফেরার পথে মাঝ নদীতে দুই বান্ধবীর দস্তাদস্তি করা থামাতে গিয়ে একজনের হাতের ধাক্কায় পড়ে যায় মেয়েটি’!!তার কিছুক্ষণ পর টিচার ঝাপ দেয় নদীতে’!!খবর নিয়ে জানা গেছে মেয়েটি সাঁতার জানতো না’!!শিক্ষাসফর উপলক্ষে ভার্সিটি থেকে ভ্রমণ করতে এসেছিল তাঁরা’!!কাল রাতে কোনো এককারনে ঝগড়া বাজে তাদের দলে থাকা দুজন মেয়ের মাঝে’!!আর তাদের এই ঝগড়া থামাতেই গিয়েই ঘটে এই ঘটনা’!!দুবলার চরে বর্তমানে অবস্থান করছে তাদের জাহাজটি’!!আর ডুবুরি দিয়ে খোঁজা হচ্ছে পানি তে পড়ে যাওয়া ব্যক্তিদের’!!টিভির স্কিনে হারিয়ে যাওয়া পথিকদের ছবি দেওয়া হলো’!!ছেলের নাম “রিয়াদ মাহমুদ”!!ঢাকার ভার্সিটির টিচার উনি,বয়স ২৬, ২৭(আনুমানিক)!আর মেয়েটির নাম “তানজু”!!একই ভার্সিটির অর্নাস থার্ড ইয়ারের স্টুডেন্ট, বয়স ২০,২১(আনুমানিক)…

!!

“রিয়াদ মাহমুদ” নামটা শুনে আর টিভি স্কিনে রিয়াদের ছবি থেকে হতভম্ব হয়ে যায় আফরিন’!!হাতে থাকা কফিটা পড়ে যায় নিচে’!!থরথর করে কাঁপছে আফরিনের শরীর’!!কি করবে কিছু বুঝতে পারছে না সে’!!অস্থির হয়ে পড়েছে আফরিন’!!হর্ঠাৎই চেঁচিয়ে খুব জোরে আফরিন কাঁদতে কাঁদতে বলে উঠলঃ

———-“ভাই”……

“রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছিল আফরিনে আম্মু’!!মেয়ের এমন চেঁচানো শুনে দৌড়ে আসে সে’!!আফরিনকে পাগলের মতো কাঁদতে দেখে আফরিনের আম্মু দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে বললঃ

———–“কি হয়েছে তোর কাঁদছিল কেন?

“আফরিন কাঁদতে কাঁদতে বলে উঠলঃ

———-“মা ভাই ভাই…

“আফরিনের কথা শুনে রেহেলা বেগম অবাক হয়ে বললোঃ

———-“কি হয়েছে রিয়াদের….

“অতিরিক্ত অস্থির হয়ে যাওয়াতে আফরিন কিছু বলতে পারছিল না’!!যা দেখে রেহেলা বেগম বলে উঠলঃ

———–“শান্ত হ আফরিন, কি হয়েছে রিয়াদের….

———–“মা ভাইয়া নদীতে পড়ে গেছে….

“আফরিন কথা শুনে রেহেলা বেগমের বুক কেঁপে উঠে’!!কিছুটা অস্থির হয়ে বললো সেঃ

———-“কি যা তা বকছিস তুই….

———–“ঠিকই বলছি আম্মু ওই যে টিভিতে দেখাচ্ছে…. (হাতের ইশারায় টিভিটা দেখিয়ে)

“রেহেলা বেগম ভশে ভয়ে টিভির দিকে তাকিয়ে সব শুনে আর দেখে চেঁচিয়ে বলে উঠলেনঃ

———-“না এটা হতে পারে না আমার রিয়াদের কিছু হতে পারে না….

“বলেই ঠুকরে কেঁদে উঠে উনি….

“পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ বয়ে যায়’!!এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামছিল রিয়াদের আব্বু’!!মেয়ে আর বউকে এইভাবে কাঁদতে দেখে অবাক হয়ে যায় উনি ওদের সামনে’!!তারপর বললো সেঃ

———-“কি হয়েছে কাঁদছো কেন তোমরা….?”

||

“বিছানা লেপ্টে বেঘোরে ঘুমাচ্ছে অপূর্ব’!!কাল রাতে হর্ঠাৎই অস্থির হয়ে উঠেছিল সে’!!কিন্তু অস্থির হওয়ার কারনট বুঝতে না পেরে দু-গ্লাস পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে অপূর্ব’!!এমন সময় রুম কাঁপিয়ে ফোনটা বেজে উঠল অপূর্বের’!!প্রথম কলে ফোনটা কেটে যায়’!!দ্বিতীয় কল বাজতেই হকচকিয়ে উঠে অপূর্ব’!!এত সকালে ফোন বাজছে ভাবতেই অবাক লাগলো অপূর্বের’!!পরক্ষণে তানজু ভেবে মুচকি হেঁসে ফোনটা তুলে সে’!!কারন কাল রাতে বেশ কয়েকবার তানজুকে কল করে ছিল অপূর্ব’!!কিন্তু বার বার বলছিল ফোন “সুইচটপ”!!দূত ফোনটা হাতে তুলে নেয় অপূর্ব’!!ফোনের স্কিনে আফরিনের নাম দেখে আরেকদফা অবাক হয় অপূর্ব’!!এত ভোরে আফরিন ফোন করেছে’!!ভাবতে ভাবতেই ফোনটা কেটে যায় আফরিনের’!!বুকের ভিতর দক করে উঠল অপূর্বের’!!ভয়ে ভয়ে অপূর্ব কল করলো আফরিনকে’!!অপূর্ব ফোন ধরতেই আফরিন কাঁদতে শুরু করে’!!আফরিনকে কাঁদতে দেখে আরো ঘাবড়ে যায় অপূর্ব’!!কাঁপা কাঁপা গলায় বলে উঠল অপূর্বঃ

———–“কি হলো তুমি কাঁদছো কেন?

“আফরিন কাঁদতে কাঁদতে বলে উঠলঃ

———–“অপূর্ব, ভাই…

———–“কি হয়েছে রিয়াদের?

———–“অপূর্ব ভাই নদীতে পড়ে গেছে…

———–“কি(চেঁচিয়ে)

———-“হ্যাঁ সুন্দরবন থেকে ফেরার পথে একটা মেয়েকে বাঁচাতে রিয়াদ ঝাপ দিয়েছে নদীতে….

“আফরিনের এবারের কথা শুনে আরো অস্থির হয়ে উঠল অপূর্ব’!!বুকের ভিতর অজানা ভয় এসে গ্রাস করলো তাকে’!!অস্থির হয়ে বলে উঠল অপূর্বঃ

———–“কি যা তা বলছো তুমি…

———–“সত্যি বলছি টিভি অন করো সব দেখাচ্ছে….

“অপূর্ব হতভম্ব খাট থেকে নেমে সোজা টিভির কাছে চলে যায়’!!রিমুট খুঁজে খবরের চ্যানেল অন করতেই সব দেখে স হয়ে বসে পড়ে অপূর্ব সোফায়’!!হাত থেকে পড়ে যায় তার মোবাইলটা’!!

——–“এটা কি হলো বোনটা আর ভাবতে পারছে না অপূর্ব’!!

হতভম্ব হয়ে গেছে অপূর্ব বার বার বোনটার বাসে করে যাওয়ার হাসি মুখটা ভেসে আসছে তার সামনে….

।।

“এমন সময় তাদের দরজায় কলিং বেল স্ব-জোরে বাজাতে লাগলো কারা’!!কলিংবেল এত বার বাজাতে অপূর্বের আম্মু এসে আসলো সেখানে’!!অপূর্বকে সোফায় বসে থাকতে দেখে বলে উঠল অপূর্বের আম্মুঃ

———-“তুই সোফায় বসে আছিস আর দরজাটা খুলতে পারছিস না….

“বিনিময়ে অপূর্ব কিছু বললো না’!!এতটাই স্তব্ধ হয়ে গেছে সে যে তার মায়ের কথাগুলো হয়তো অপূর্বের কান পর্যন্ত পৌঁছায় নি’!!

…….

“অপূর্বের আম্মু দরজা খুলতেই অপূর্বের বন্ধুদের একজোট হয়ে এত সকালে আসতে দেখে অবাক হয়ে বললোঃ

———“তোরা…

“অপূর্বের বন্ধুরা অস্থির হয়ে বললোঃ

———-“আন্টি অপূর্ব কোথায়…

———-“ওই তো সোফায় বসে কেন কি হয়েছে….

———-“আসলে আন্টি….

“এতটুকু বলেই হতভম্ব হয়ে সবাই ডুকে পড়লো বাড়ির ভিতর’!!সবাই দৌড়ে সোজা অপূর্বের পাশে দাঁড়িয়ে বললোঃ

———–“অপূর্ব শুনেছিস রিয়াদ নাকি কোন মেয়ের জন্য নদীতে ঝাপ দিয়েছে,ডুবুরিরা খুঁজছে ওদের ডেডবডি…(আফরান)

“ডেডবডি” শুনতেই মাথা রাগে গরম হয়ে যায় অপূর্বের’!!অপূর্ব সোফা থেকে উঠে সোজা আফরানের কলার চেপে ধরে বললোঃ

———“কিসের ডেডবডি কিছু হয় নি আমার বোনের….

“অপূর্বের কথা শুনে অবাক হয়ে বললোঃ

———“কি তোর বোন মানে….

———-“মেয়েটা আমার বোন হয়….(আফরানের কলার ছেড়ে)

“অপূর্বের কথা শুনে সবাই অবাক হয়ে বললোঃ

———“কি,রিয়াদ তোর বোনের জন্য নদীতে ঝাপ দিয়েছে,,,,

———-“হ্যাঁ….

———-”কিন্তু দোস্ত ওই নদীর মাঝখান থেকে বেঁচে ফিরে আসা একদম অসম্ভব বিষয় তার ওপর কাল রাতে যে ঝড় উঠেছিল তাতে!!’

———“কোনো কথা বলবি না তোরা কিছু হয় নি আমার বোন আর আমার বন্ধুর,ওরা যেখানে আছে একদম ঠিক আছে,বুঝতে পেরেছিস তোরা…(চেঁচিয়ে)

“বলেই বেরিয়ে আসতে নেয় অপূর্ব’!!সামনেই অপূর্বের আম্মুকে দেখে ঘাবড়ে যায় অপূর্ব’!!আম্মুর হাতে ছিল সবার জন্য ট্রে -তে করে চা আনা’!!নিমিষেই হাত থেকে পড়ে মাটিতে গড়াগড়ি খায় সেগুলো’!!অপূর্বের কাছে এসে চেঁচিয়ে বলে উঠল সেঃ

———-“কি হয়েছে আমার “তানজুর”….

“অপূর্ব কিছু বলার আগেই পিছন থেকে অপূর্বের একজন বন্ধু বলে উঠলঃ

———“আন্টি কাল রাতে সুন্দরবন থেকে ফেরার পথে জাহাজ থেকে পড়ে যায় আপনার মেয়ে,এখনও কোনো খোঁজ পাওয়া যায় নি তার….

মুহূর্তেই সব ধোঁয়াশা হয়ে যায় আম্মুর’!!অপূর্বের কলার চেপে ধরে চেঁচিয়ে বলল সেঃ

———-“এই জন্য আমি বার বার বলেছিলাম ওকে সুন্দরবন না যেতে,এখন ভালো লেগেছে তোর আমার মেয়েটাকে মেরে দিয়েছিস তুই শান্তির হয়েছে তোর,,,

“অপূর্ব আম্মুর কথা শুনে অসহায়ভাবে বললোঃ

———“আম্মু…

———“আমি তোর কোনো কথা শুনতে চাই না আমার মেয়ের কিছু হলে অপূর্ব…..

———-“ভেঙে পড়ো না মা কিছু হয় নি তানজুর আমি এখনও যাবো আমার বোনকে খুঁজতে আর বোনকে নিয়েই ফিরবো কথা দিচ্ছি তোমায়…

“বলেই আর দু’মিনিট দেরি না করে গায়ে একটা শার্ট আর কিছু টাকা নিয়ে বেরিয়ে পরে অপূর্ব’!!অপূর্বকে বেরিয়ে যেতে দেখে ওর বন্ধুরাও দৌড় লাগালো ওর পিছন পিছন….

”আর এদিকে অপূর্বের আম্মু অজোর হারে কাঁদতে লাগলো মেয়ের জন্য’!!

_________________________

“জাহাজের রেলিং ধরে অজোর হারে কাঁদতে লাগলো রিতু’!!কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সে’!!বার বার মনে হচ্ছে তার, তার জন্যই এমনটা হয়েছে’!!সে যদি তখন তুলির গালে থাপ্পড় না মারতো তাহলে হয়তো এমন কিছুই হতো না’!!আজ তানজুর কিছু হয়ে গেলে?আর ভাবতে পারছে না রিতু’!!এমন সময় তার কাঁধে হাত রাখলো আরিফা’!!আরিফাকে দেখেই রিতু তাকে জড়িয়ে ধরে বলে উঠলঃ

———“তানজুর কিছু হবে না তো আরিফা,ওর কিছু হয়ে গেলে আমি যে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না…..

“রিতুর কথা শুনে আরিফারও খুব কষ্ট হতে লাগলো বলে উঠল সেঃ

———“শান্ত হ কিছু হবে না তানজুর,!!নিজেকে শক্ত কর!

———“পারছি না তো শান্ত হতে…

———“চেষ্টা কর আর ভাব তানজুর ফেমিলিকে কি জবাব দেব আমরা বিশেষ করে আন্টিকে কতোটা ভরসা করে আমাদের সাথে পাঠিয়ে ছিল তানজুকে….

“এবারের কথা শুনে আরো ঠুকরে কেঁদে উঠে রিতু’!!এমন সময় সেখানে আসে দিহান আর হৃদয় ওরা দু’জনও খুব আপসেট হয়ে আছে’!!কি হলো কেন হলো কিছুই বুঝতে পারছে না তারা’!!এমন কিছু একটা হবে এটা একদমই কল্পনার বাহিরে ছিল তাদের’!!

“আরিফার কথা শুনে ওঁরাও চিন্তিত হয়ে পরলো সত্যি তো কি বলবে অপূর্ব ভাইয়াকে আর আন্টিকে…

“দিহান আর হৃদয়ও এসে শান্ত্বতা দিতে শুরু করল রিতুকে’!!রিতুর কান্না দেখে আরিফাও কেঁদে দিল….

_________________________________________

_______________________

“সময়টা প্রায় দুপুর দুটো বেজে গেছে’!!

“এখনও নদীতে অসম্ভব ঢেউ’!!আশেপাশের সবাই বলছে আমাদের মনে হয় না ওঁরা কেউ বেঁচে আছে’!!সবচেয়ে বড় কথা এই ঢেউয়ের মাঝখান থেকে কাউকে খুঁজে বের করা খুবই টাফ’!!আর বেঁচে থাকা তো অসম্ভব ব্যাপার’!!তারওপর কাল রাতে যে ঝড় উঠেছিল তাতে করে তো একদমই কনফম কেউ বেঁচে নেই!!না জানি ঝড়ে কোথায় হারিয়ে গেছে তারা!!আধও তাদের ডেডবডি খুঁজে পাওয়া যাবে কিনা….

।।

“বাকরুদ্ধ হয়ে বসে আছে সবাই’!!টাকলা স্যারসহ সব স্যাররা সাথে স্টুডেন্টরাও প্রায় সবাই আপসেট হয়ে আছে’!!কি থেকে কি হয়ে গেল ভাবতে পারছে না তারা’!!টাকলা স্যার তো প্রায় কেঁদে ফেলার উপক্রম’!! হুট করে প্রিয় দুটি মানুষ এইভাবে হারিয়ে যাবে ভাবতে পারি নি সে’!!এই মুহুর্তে তানজুর প্রতি হয়ে যাওয়া তার সব ঘটনাগুলো মনে পরছে তার’!!খুব কষ্ট হচ্ছে টাকলা স্যারের….

.
.

“এমন সময় বড় ট্রলার করে সেখানে উপস্থিত হলো অপূর্ব আর ওর বন্ধুরা’!!স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সবাই ওদের দিকে’!!অপূর্ব টাকলা স্যারের কাছে গিয়ে বলে উঠলঃ

———-“স্যার খুঁজে পেয়েছেন আমার বোন আর বন্ধুকে……

“অপূর্বের কথা শুনে মাথা নিচু করে রইলো সবাই’!!লজ্জিত সবাই এই বিষয়টায়….

“এমন সময় এক ডুবুরি বলে উঠলঃ

———“এখানে কেউ আছে…

“সাথে সাথে সবার চোখ গেল সেদিকে!!

“ডুবুরি কথা শুনে জাহাজ থেকে দৌড়ে নেমে আসলো দিহান, হৃদয়, রিতু আর আরিফা’!!

||

——–“কাকে পেয়েছো ছেলে না মেয়ে…

———“স্যার মেয়ে মনে হয়….

———-“তাড়াতাড়ি নিয়ে আসো…

———-“ঠিক আছে স্যার…

“কিছুক্ষণের মধ্যেই ডুবুরি নিয়ে আসলো মেয়েটাকে”!!ওড়না দিয়ে মুখটা পেঁচানো তার’!!পড়নে ব্লাক থ্রি’পিচ!!

“বুক কাঁপছে অপূর্বের!!সত্যি সত্যি কি বোনটা হারিয়ে গেল তাহলে’!!অপূর্ব বসে পরলো বডিটার পাশে’!!কাঁপা কাঁপা হাত এগিয়ে দিল মেয়েটির মুখের দিকে’!!রিতুও তো বডিটা দেখেই বলে উঠলঃ

———“ওহ তানজু নয় তানজু এগুলো পড়ে ছিল না ওহ তো সাদা রঙের টিশার্ট, সাথে ব্লাক জিন্স আর ওড়না ছিল সবুজ আর হলুদ রঙের মিশ্রণে,এটা কিছুতেই তানজু হতে পারে না….

“রিতুর কথা শুনে সবাই প্রায় স্তব্ধ’!!অপূর্ব কিছু না ভেবেই মেয়েটার মুখের কাছ থেকে সরিয়ে দিল ওড়নাটা’!!ওড়না সরাতেই হাল্কা ঘাবড়ে গেল সবাই’!!কিন্তু মেয়েটার মুখ দেখে একটু সস্থির নিশ্বাস ফেললো সবাই কারন মেয়েটা সত্যি তানজু নয়’!!হতবাক হয়ে গেল সবাই’!!অপূর্ব যেন তার প্রান ফিরে পেল,জোরে এক শ্বাস ফেললো সে…..

..

“আস্তে করে অপূর্ব উঠে দাঁড়ালো সেখান থেকে’!!তারপর দিহান ওদের সামনে দাঁড়িয়ে বলে উঠলঃ

———-“কি করে হলো এসব,তোরা তো বলেছিলি খেয়াল রাখবি আমার বোনের তাহলে…. (চেঁচিয়ে)

“অপূর্বের কথায় সবাই মাথা নিচু করে রইলো’!!কি বলবে তারা কিছুই বুঝতে পারছে না’!!সবাই চুপ থাকতে দেখে চেঁচিয়ে আবারো বললো অপূর্বঃ

———“কিভাবে হয়েছে এসব….

“আরিফা কাঁপা কাঁপা গলায় মাথা নিচু করে কাল রাতে হয়ে যাওয়া সব ঘটনা বলতে শুরু করলো’!!সব শুনে অপূর্বের চোখ লাল বর্ন ধারণ করেছে’!!রাগে তার মাথা ফেটে যাচ্ছে’!!রাগান্বিত কন্ঠে বলে উঠল সেঃ

———“কোথায় আছে এই তুলি…

________________________

“জাহাজের পিছনে দাঁড়িয়ে আছে তুলি’!!চোখ তার নদীর দিকে’!!কাল রাতের কথা ভাবতেই ভয়ে হাত পা কাঁপছে তার’!!কারন কাল থেকে কম কথা শুনতে হয় নি তার’!!তারওপর রিয়াদ স্যারও ঝাপ দিয়েছিল নদীতে, না জানি কি অবস্থাতে আছে সে’!!আদও বেঁচে আ..

“আর কিছু ভাবার আগেই স্ব-জোরে তার গালে থাপ্পড় মারলো কেউ’!!থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে তুলির মাথায় পুরো ঝিম ধরে গেছে’!!চোখ তুলে সামনের ব্যক্তিকে দেখার আগেই আরেক গালে থাপ্পড় পরলো তুলির’!!এবারের থাপ্পড়ে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসলো তুলির’!!অপূর্ব তুলির দু-বাহু চেপে ধরে চেঁচিয়ে বললোঃ

———-“তোর সাহস কি করে হলো আমার বোন সম্পর্কে এত বাজে মন্তব্য করার,আজ তোকে মেরেই ফেলবো আমি….

“এই বলে আরো এক গালে থাপ্পড় মারলো তুলির’!!সবাই গিয়ে ধরলো অপূর্বকে’!!অপূর্ব চেঁচিয়ে বললোঃ

———-“ছাড় আমায় এই মেয়েটাকে আজকে মেরেই ফেলবো আমি,ওর জন্য আমার বোন,আমার বন্ধু দুজনই হারিয়ে গেছে’!!আজকে আমার বোন আর বন্ধুর কিছু হয়ে গেলে এই মেয়েটাকে আমি ছাড়বো না…

———–”শান্ত হ অপূর্ব এখনই এত রেগে যাস না আগে তানজু আর রিয়াদকে খুঁজে পাওয়া যাক তারপর এই তুলির ব্যবস্থা নিবো আমরা(আফরান)

“কিন্তু কিছুতেই শান্ত হতে পারছে না অপূর্ব’!!বার বার শুধু মাথায় এসে বাজছে তারঃ

———“কোথায় আছিস বোনু, রিয়াদ তোরা…..

||

“সমুদ্রের ঢেউয়ে আশেপাশের সব কিছু ছিটকে যাচ্ছে সরে’!!ছোট বড় পাথর সব ছরিয়ে যাচ্ছে এখান থেকে ওখানে’!!হর্ঠাৎই সমুদ্রের এক কিনারায় বালির ওপর শুয়ে থাকা মানুষটি চোখ খুলে তাকালো’!!আশেপাশের সবকিছুই অজানা মনে হচ্ছে তার’!!সামনে আছে একটা মস্ত বড় দ্বীপ’!!যার সামনে বনজঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না’!!আস্তে আস্তে উঠে বসলো রিয়াদ’!!মাথায় আঘাত পেয়েছে সে’!!রিয়াদ তার মাথাটা চেপে ধরে কাল রাতের কথা মনে করলো’!!তানজুর কথা মনে পরতেই হকচকিয়ে উঠলো রিয়াদ’!!আশেপাশে চারিদিকে তাকিয়ে খুজতে লাগলো রিয়াদ তানজুকে’!!হর্ঠাৎই চোখ গেল সামনে তার থেকে দু-কদম সামনেই শুয়ে আছে তানজু’!!রিয়াদ আস্তে আস্তে করে চলে গেল তানজুর কাছে……….
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………..