গোধূলি লগ্নের সেই তুমি পর্ব-৩৪+৩৫ + বোনাস পর্ব

0
314

#গোধূলি_লগ্নের_সেই_তুমি
#লেখনীতে_জেনিফা_চৌধুরী
#পর্ব_চৌত্রিশ

জ্ঞান ফিরতে’ই ফাইজা’কে খাটের সাথে মাথা হেলিয়ে ঘুমান্ত অবস্থায় দেখে ফারদিনের কিছু’টা মায়া হলো। মেয়ে’টা সারারাত বোধহয় জেগে থেকে সকালের দিকে ঘুমিয়েছে। হাতের মধ্যের এখনো ব্যাথায় টনটন করছে। মাথায় ও যন্ত্রনা অনুভব করছে। ফাইজা’র মুখের দিকে তাঁকিয়ে খুব বেশি কষ্ট হচ্ছে ওর? মেয়ে’টা পর পর সব ধাক্কা গুলো সামলাতে পারছেনা। ফারদিন এক হাতে ভর করে উঠে বসে ফাইজার মাথা’টা বুকে জড়িয়ে নিলো। ফাইজা ও ঘুমের ঘোরে ফারদিনের বুকে জড়োসড়ো হয়ে রইলো। ফারদিন ব্যান্ডেজ প্যাচানো হাত’টা ফাইজা’র মাথায় রাখলো। আলতো করে ঠোঁট ছোঁয়ালো ঘন কালো চুলে। তারপর করুন স্বরে নিজে নিজে বলতে লাগলো……

—আর কষ্ট দিব না তোমাকে জান। খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি তাইনা। নিজেকে ঠিক করে নিব। তুমিই তো আমার বেঁচে থাকার সম্বল।

বলে নিজেও ফাইজার মাথার সাথে নিজের মাথা হেলিয়ে চোখ বুজে নিলো। কিছুক্ষন পর দরজায় কেউ নক করতে’ই ওরা দুজন ধড়ফড়িয়ে উঠলো। ফাইজা ঘুম ঘুম চোখে তাঁকিয়ে দেখলো ও ফারদিনের বুকে। ফারদিনের জ্ঞান ফিরেছে ভেবে মুখে তৃপ্তির হাসি ফুটলো। ফারদিন ও ঘুমে চোখ মেলতে পারছেনা। ওষুধের কড়া ডোজের কারনে ঘুম যেনো চোখের থেকে নড়ছে’ই না। ফাইজা ঘুম জড়ানো কন্ঠে’ই বললো….

–আপনি ঠিক আছেন?

ফারদিন ঠিক করে বিছানায় সুয়ে পড়তে পড়তে বললো…

–তুমি পাশে থাকলে আমি এমনিতেই খুব বেশি ভালো থাকি…..

বলে চোখ বন্ধ করে নিলো। ফাইজা ও আর কথা না বলে দরজার দিকে এগিয়ে গেলো। দরজা তো খোলা রয়েছে তাও কে নক করলো? ফাইজা দরজার সামনে যেতে’ই জেহের কে দেখে মুখে হাসি টেনে জেহের কে একটু জড়িয়ে ধরে বলে উঠলো…..

–তুই কখন আসলি ভাই?

জেহের বোনের মাথায় হাত বুলিয়ে বলে উঠলো….

–আমি মাত্র’ই এসেছি। আর এখন থেকে এখানেই থাকব আই মিন আমাদের বাড়ি’তে।

প্রতি উওরে ফাইজা হাসি ছাড়া আর কোনো উওর দিলো না। কারন আগে’র থেকেই জানতো জেহের চট্রগ্রাম থেকে এখানে চলে আসবে। জেহের আবারো প্রশ্ন করে উঠলো….

–ফারদিন কেমন আছে? দীদার কাছ থেকে শুনলাম সব’টা…

ফাইজা একটা নিশ্বাস ছেড়ে বলে উঠলো…

–ছোট থেকে একটা মানুষ ধোকা খেতে খেতে বড় হয়েছে। আর সেই স্কুল লাইফ থেকে যাকে এত বছর ধরে নিজের ভাইয়ের চোখে দেখে এসেছে তার থেকে এই ধাক্কা’টা সে সামলাতে পারছে না ভাইয়া। খুব বেশি ভালোবাসতো নিরব ভাইয়াকে তাই এসব কিছু থেকে সে বের হতে পারছে না……..

জেহের কিছুক্ষন চুপ করে থেকে চিন্তিত স্বরে বললো….

–তোদের বিয়ে’টা ভালোয় ভালোয় মিটে যাক। তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। চিন্তা করিস না…..

বলতে না বলতে ওর ফোনে মেসেজের আওয়াজ ভেসে উঠতে’ই জেহের ফাইজা’কে বলে নিচে নেমে এলো। আর ফাইজা ফ্রেশ হয়ে নিচে নেমে গেলো।
____________________________________________
ভরদুপুরে ফুটপাতে দাড়িয়ে আছে আরজা। রোদের জন্য ঠিক করে তাঁকানো যাচ্ছেনা। বিরক্তি’তে চোখ মুখ কুচকে রেখেছে। হাতের বই’টা মাথার উপর ছাতার মতো ধরে রেখেছে। অনেক ক্ষন যাবৎ অপেক্ষা করতে করতে বিরক্ত চলে এসেছে ওর। মনে মনে একজনের চৌদ্দ গুষ্টি উদ্ধার করছে। ঘড়ি দেখতে দেখতে পেছনে ফিরে’ই ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যেতে নিলে ভয়ে চিৎকার করে সামনের ব্যাক্তি’টার শার্ট খামচে ধরলো। চোখ মুখ খিচে’ই বলে উঠলো….

–এই আপনি চোখে দেখতে পারেন না। রাস্তা ঘাটে মেয়ে দেখলে খালি ধাক্কা খেতে ইচ্ছে করে। আজব….

আরজা এখনো চোখ বন্ধ করে আছে। তাই সামনের ব্যাক্তি’টাকে না দেখেই এইসব বলে উঠলো। সামনের ব্যাক্তি’টা ওর কথা শুনে রাগী স্বরে বলে উঠলো….

–তুমি বোধহয় রাস্তা ঘাটে ছেলে দেখলে এভাবেই ঝাপিয়ে পড়ো……

চেনা কন্ঠ পেয়ে আরজা ফট করে চোখ খুলে জেহের’কে দেখে আরো ভয় পেয়ে শার্ট ছেড়ে দিলো। এবার ও পড়ে যেতে নিলে জেহের এক টানে বুকের সাথে মিশিয়ে নেয় আরজা’কে। ঘটনার আকস্মিকতায় আরজা বড় বড় চোখ করে আছে। জেহের নিজেকে সামলে আরজা’কে পাশে দাড় করিয়ে আবারো রাগী স্বরে বললো……

–রাস্তা ঘাটে দেখে শুনে চলতে পারো না।

আরজা তোতলানো স্বরে বলে উঠলো….

–আপনি হুট করে এভাবে এসে দাড়ালেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম…..

আরজার মুখ’টা দেখে জেহেরের খুব হাসি পাচ্ছে। তাও নিজের হাসি’টা চে’পে রেখে ওর দিকে রাগী চাহনী দিয়ে রইলো। আরজা ঢোক গিলে বলতে লাগলো….

–দেখুন আপনার সাথে ঝগড়া করার জন্য আমি আপনাকে আসতে বলিনাই।

জেহের এইবার ভ্রু কুচকে বললো…..

–তাহলে আপনি কেনো আমাকে এই ভর দুপুরে এখানে ডাকলেন?

আরজা চারদিকে একবার চোখ বুলিয়ে জেহের দিকে তাঁকালো। ওর চাহনী’তে অন্য কিছু খেয়াল করে জেহের ও শান্ত হয়ে তাঁকিয়ে রইলো। আরজা জেহেরের দিকে তাঁকিয়ে শান্ত স্বরেই বলে উঠলো…..

–আমি নিজের মনের কথা চেপে রাখতে পারিনা জানেন তো৷ তাই সোজাসুজি বলছি। আমি আপনাকে ভালোবাসি জেহের ভাইয়া……

আরজার কথা শুনে জেহের একটুও চমকালো না। মনে মেনে তৃপ্তির হাসি হেসে নিলো। তাও মুখ গম্ভীর করে বলে উঠলো…..

–ভালোবাসি বলছো আবার ভাইয়া বলছো। আমি ঠিক কোন’টা ধরে নিব বলো তো?

জেহেরের খাম খেয়ালি কথা শুনে আরজা অসহায় ভাবে ওর দিকে তাঁকাতে’ জেহের ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠলো…..

–যাক এসব বাদ দেই। আসল কথায় আসি। এইসব ভালোবাসা টালোবাসার ভূত মাথা থেকে নামিয়ে ফেলো। আমার জীবনে একজন আছে যাকে আমি নিজের চাইতেও বেশি ভালোবাসি। বুঝেছো বাচ্চা। আবেগ দিয়ে জীবন চলে না। তুমি এখনো অনেক ছোট তাই বুঝতে পারছো না। ভালো লাগা’কে ভালোবাসা নাম দিচ্ছো। কয়েকদিন পর ঘোর কেটে যাবে। তাই এইসব বাদ দিয়ে এইবার বাড়ি যাও বাচ্চা।

বলেই আরজার নাক’ হালকা করে টেনে যাওয়ার জন্য পা বাড়াতে’ই আরজা ওর হাত’টা টেনে ধরলো। টলমলে চোখে বিস্ফোরিত চাহনী দিয়ে কান্না ভেজা স্বরে বলতে লাগলো…..

–বিশ্বাস করুন আমি আপনাকে সত্যি ভালোবাসি। প্লিজ আমাকে মেনে নিতে না পারেন সমস্যা নেই। কিন্তু আমার ভালোবাসা’কে অপমান করবেন না……

আরজার অসহায় স্বরে কথা গুলো শুনে জেহেরে বুকের ভেতর’টা মুচড়ে উঠলো। তাও একটু আরজা’কে টাইট দেওয়ার জন্য মুখে হাসি টেনে বলে উঠলো…..

–চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। সাথে আন্টি আংকেল’কে বলে আসি তোমার জন্য খুব শিঘ্রই পাত্র রেডি করতে……

বলে আরজা’কে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসালো। আরজা নি’শ্চুপ হয়ে চোখের পানি ফেলছে। ওর বুকের ভেতরে মনে হচ্ছে কেউ পাথর দিয়ে আঘাত করেছে। জেহের সব বুঝতে পেরে ও মুখের কোনে রহস্যময় হাসি টানলো।
____________________________________________
একটা পার্কে দোলনায় বসে ফারদিনের কাঁধে মাথা রেখে বসে আছে ফাইজা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে চারদিকে। সারাদিন ঘুমিয়ে কেটেছে ফারদিনের। বিকেল দিকে শরীর’টা বেশ ফুরফুরে লাগছিলো বলে ফ্রেশ হয়ে ফাইজা’কে নিয়ে বেড়িয়ে পড়লো। ফারদিন এক হাতে ড্রাইভিং করতে পারবেনা তাই ওরা হাটতে হাটতে সামনের একটা পার্কে এসে বসে পড়লো। কিছুক্ষনের নিরবতা ভেঙে ফাইজা বলে উঠলো…..

–নিজেকে সামলে নিতে কতদিন লাগবে শুনি?

ফারদিন এইবার ফাইজা’র মাথা’টা উঠিয়ে ওর দুই গালে হাত রাখলো আলতো করে। মুখে মুচকি হাসি রেখে বলে উঠলো….

–তোমার জন্য আমি সব পারি। আজকের পর আর অতীত নিয়ে ভাববো না। বরং, ভবিষ্যৎ নিয়ে ভাববো। ওরা দোষী তাই শাস্তি পেয়েছে। আর আমি নিজের হাতে ওদের শাস্তি দিয়েছি৷ নিজেকে আর অপরাধী ভাববো না। জীবনের কালো অধ্যায় শেষ করে রঙিন অধ্যায় শুরু করবো।

বলেই ফাইজার কপালে ঠোঁট ছোঁয়ালো। ফাইজা খুশিতে ফারদিনের দুই হাতে পাগলের মতো কয়েকবার চুমু খেয়ে ফারদিন’কে জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলে উঠলো…..

–আমি আজ কত’টা খুশি আপনাকে বলে বুঝাতে পারব না। আমরা সব ভুলে দুজনে মিলে নতুন সংসার শুরু করবো…….

ফারদিন এইবার একটু দুষ্টুমি ভঙ্গী’তে বলে উঠলো….

–আমরা ফুলশয্যা ও কিন্তু করব জান। আর…….

বলতে পারলো না। তার আগেই ফাইজা ওর মুখ চে’পে ধরে চারদিকে চোখ বুলিয়ে রাগী স্বরে বললো……

–চুপ একদম চুপ। অসভ্য লোক একটা। কোথায় কি বলতে হয় এখনো শিখলেন না আপনি।

ফাইজার রাগ দেখে ফারদিন হাহা করে হেসে দিলো। অনেকদিন পর ছেলে’টাকে মন খুলে হাসতে দেখে ফাইজা তৃপ্ত চোখে তাঁকিয়ে আছে ওরদিকে। ছেলে’টা আবার আগের রুপে ব্যাক করছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপর সারাজীবনের জন্য দুজন বাঁধা পড়বে একি গাটছড়ায়। মনের প্রশান্তি অনুভব হচ্ছে ফাইজা’র। কালো অধ্যায় গুলো আজ এখানে’ই সমাপ্ত হোক মনে মনে এটাই দোয়া করতে লাগলো……

#চলবে

#গোধূলি_লগ্নের_সেই_তুমি
#লেখনীতে_জেনিফা_চৌধুরী
#পর্ব_পয়ত্রিশ

দোলনায় বসে আছে ফাইজা। আর পেছন থেকে দোল দিচ্ছে ফারদিন। ফাইজা চোখ বন্ধ করে মুহূর্ত’ট উপভোগ করতে লাগলো। চোখ বন্ধ করেই আবদারের স্বরে বলে উঠলো…..

–একটা গান শুনাবেন মিস্টার অভদ্র? তবে অবশ্যই গান’টা আমি সিলেক্ট করে দিব…..

ফাইজার আবদারে ফারদিন মুচকি হেসে ঠোঁট কামড়ে বললো…..

–একটা রোমান্টিক গান হলে কিন্তু দারুন হবে। সাথে হালকা-পাতলা রোমান্স ও করতে পারব। কি বলো জান?

ফাইজা মুখ’টা সামান্য ফুলিয়ে বলে উঠলো…..

–নাহ আমার ফেবারিট গান’টা গাইতে হবে প্লিজ…..

ফারদিন ভাবুক স্বরে বলে উঠলো….

–তুমি কখনো আমাকে বলো’নি তোমার প্রিয় গান’ কি? তাহলে নাম না বললে কি করে গাইব?

ফাইজা গানের নাম’টা বলতে’ই ফারদিন চিন্তায় পড়ে গেলো। কারন এই গান’টা ও শুনলেও সুর ভালো করে উঠাতে পারেনা। তাও চেষ্টা করতে লাগলো। ফাইজা দোলনায় দোল খাচ্ছে আর ফারদিন ওর সামনে’ই একটা গাছের সাথে হেলান দিয়ে দাড়িয়ে গিটারে সুর তুলতে লাগলো। বাসার থেকে বের হওয়ার সময় কাঁধে করে গিটার নিয়ে এসেছিলো। এই আবদার’টাও ফাইজা’র। কিন্তু হাতে যেহেতু ব্যাথা তাই গিটার বাজাতে বারন করেছে ফাইজা। কিন্তু ফারদিন সে কি আর কারোর কথা শোনার পাত্র৷ ব্যাথা যেহেতু বাম হাতে তাই মনের মাধুরি মিশিয়ে সুর তুলে গাইতে শুরু করলো…….

“চলতি সময় থমকে দাড়ায়”
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায়””

এইটুকু গেয়ে ফাইজার সামনে এসে ওর হাত’টা শক্ত করে ধরে হাতের উল্টো পাশে চু’মু খেয়ে আবার গাইতে শুরু করলো।

কি মায়ার কোন সে নেশায়…
বারে বারে মন ছুঁতে চায়
চেনা মুখ ঘোর পাঁক খায়..
চোখের পাতায়……

এইটুকু গেয়ে এইবার ফাইজার চোখের পাতায় ডিপলি চু’মু খেয়ে আবার উঠে গিয়ে গিটার’টাকে কাঁধে ঝুলিয়ে গাইতে শুরু করল…..

আমি বার বার বহুবার তোমাকে চাই…..
আমি বার বার হাজার বার তোমাকে চাই….

এইটুকু গেয়ে ফাইজার দিকে হাত বাড়িয়ে দিতে’ই ফাইজা ফারদিনের’ হাত’টা ধরতে’ই ফারদিন এক টানে ফাইজা’কে নিজের সাথে মিশিয়ে নিলো। ফারদিনের গলা জড়িয়ে ধরে ওর চোখে চোখ রেখে এইবার ফাইজা গাইতে শুরু করলো…….

“” তুমি আমি আর নিরব’তা”
শুনতে পাও এই মনের কথা..
ঘোর আঁধারে ও তোমায় দেখি…
তুমি কবিতা ও তুমি কবি……

বলে ফারদিন’কে ছেড়ে দিতে’ই ফারদিন আবারো গিটার বাজানো শুরু করলো। ফাইজা একটু সামনে এগিয়ে গাইতে শুরু করলো….

আজ কাল মন ডুবে যায়..
অনুভবে তুমি ভাসো তাই…
এই আমি না চেনে আমায়
চেনায় না…..

আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই…..

ফাইজা এইটুকু গাইতে’ ফারদিন ও সাথে তাল মিলিয়ে গাইতে শুরু করলো…..

আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার তোমাকে চাই…..

গান’টা শেষ হতে’ই ফাইজা’ শক্ত করে জড়িয়ে ধরলো ফারদিন’কে। ফারদিন ও ফাইজা’র কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে উঠলো…..

–যতবার এই পৃথিবী’তে জন্মানোর সুযোগ পাবো ততবার যেনো শুধু তোমাকে পাই। আমি বার বার বহুজনম শুধু তোমাকে চাই জান……

ফাইজা লাজুক হেসে ফারদিনের তালে তাল মিলিয়ে বললো…….

–আমি বার বার লক্ষকোটি বার আপনাকে চাই জনাব…….

বলে ফারদিনের গলায় চুমু খেয়ে নিজেই লজ্জা পেয়ে ফারদিনের বুকে মুখ লুঁকালো। আর ফাইজার বোকা কান্ডে ফারদিন উচ্চস্বরে হেসে দিলো। হঠাৎ কয়েকজনের জোরে শিস বাজানোর সাথে হাত-তালির শব্দে ফারদিন ফাইজ দুজনে’ই হকচকিয়ে উঠে সামনে তাঁকাতেই দেখলো চার-পাঁচটা ছেলের সাথে তিনজন মেয়ে। ওরা সবাই একসাথে দাড়িয়ে শিস বাজাচ্ছে আর হাততালি দিচ্ছে। ফারদিন ফাইজা ছেলেমেয়ে গুলোর দিকে তাঁকাতেই ওরা সামনে এগিয়ে আসলো। ওদের মধ্যে থেকে একজন মেয়ে এগিয়ে এসে ফারদিনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলে উঠলো…….

–আমি নেহা আর ওরা সবাই আমার ফ্রেন্ড। আমরা সবাই মিলে এইদিক’টায় মিউজিক ভিডিও করার জন্য এসেছিলাম। আর এসে যে এত সুন্দর একটা দৃশ্য দেখব সত্যি ভাবিনি। বিশ্বাস করুন আপনাদের দুজন’কে একসাথে চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর লাগছে। আমরা ওইদিক’টায় ছিলাম বলে আপনারা হয়তো খেয়াল করেন’নি। যখনি আপনি এই আপু’কে দোল দিচ্ছিলেন তখন দৃশ্য’টা খুব বেশি সুন্দর লাগছিলো। যেহেতু ক্যামেরা হাতে’ই ছিলো তাই আপনাদের পারমিশন না নিয়ে’ই কতগুলো ছবি তুলে নিয়ে ভিডিও করা শুরু করলাম আর এতক্ষনের পুরো’টা সময় আমরা ক্যামেরায় বন্দি করে নিয়েছি। উই আর সো সরি পারমিশন ছাড়া’ই ছবি ভিডিও করার জন্য…….

মেয়ে’টার কথা শুনে ফারদিন হালকা হাসলেও ফাইজা হা করে তাঁকিয়ে আছে। লজ্জায় ওর মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। তারমানে এতক্ষনের সব কিছু ক্যামেরায় বন্দি হয়েছে। ইসস কি লজ্জা? ফাইজা লজ্জায় ফারদিনের পিছে মুখ লুকালো। ফাইজার লজ্জা পাওয়া দেখে ওরা সবাই এক সাথে হেসে দিলো। ফারদিন কিছুক্ষন ওদের সাথে কথা বলে ছবি গুলো নিজের ফোনে নিয়ে নিলো। ছবি আর ভিডিও গুলো আসলেই খুব সুন্দর হয়েছে। ওরা যাওয়ার সময় ফারদিন আর ফাইজার সাথে একটা সেল্ফী তুলে নিলো। ওরা সবাই চলে যেতে’ই ফাইজা কোমরে হাত দিয়ে রাগী দৃষ্টি’তে ফারদিনের দিকে তাঁকিয়ে বলে উঠলো….

–আপনার সাথে থাকার ফলে দিন দিন আমিও নির্লজ্জ হয়ে যাচ্ছি। আজ থেকে আর থাকব না আপনার সাথে……

বলে সামনে হাটা ধরলো। আর ফারদিন হা করে তাঁকিয়ে আছে। ও করলো টা কি? ফারদিন ফাইজা’র পিছু পিছু হাটছে আর বলছে…..

–ও জান। জান। ও জান। একটু বলো না আমি কি করেছি। জানননন……

ফারদিনের শেষে জান শব্দ’টা একটু টেনে জোরে বললো। ফাইজা এইবার কানে হাত দিয়ে জোরে চেঁচিয়ে বলে উঠলো….

–এই হাম্বার মতো রাস্তা ঘাটে চেঁচাচ্ছেন কেনো? মানুষ হাম্বা মনে করে গোয়াল ঘরে নিয়ে বেঁধে রাখবে। আইছে জান। মনে হচ্ছে তার জান কেউ টেনে নিয়ে যাচ্ছে। যতসব আজাইরা ঢং। একদম আসবেন না আমার পিছু পিছু। শা”লা খা’টাশ লজ্জা শরম কিছু নেই। আমার পিছু পিছু আসএ একদম ঘুষি মে/রে নাকের বারান্দা ছুটিয়ে দিব……

বলে বড় বড় পা ফেলে বাড়ির দিকে এগিয়ে গেলো। ফারদিনের মুখ’টা এতক্ষনে হা হয়ে আছে। এতগুলো কথা শুনিয়ে গেলো কোনো কারন ছাড়া’ই? কিসব বলে গেলো? খা’টাশ’ হাম্বার। উফফ আর ভাবতে পারলো না ফারদিন। মুখ ফুলিয়ে ফোস হয়ে একটা নিশ্বাস ছাড়লো। হাত দুটো কোমরে রেখে ঘাড় কাত করে একবার ফাইজার যাওয়ার দিকে তাঁকিয়ে একটু মুচকি হাসলো। আর মনে মনে ভাবলো “এই মেয়ে’টা কবে যেনো ও’কে পাগল বানিয়ে ফেলে”। ভাবতে লজ্জা পাওয়ার ভঙ্গি করে হাত দুটো দিয়ে মুখ ঢেকে মেয়েলী ভঙ্গী’তে অভিনয় করে বলে উঠলো…..

–হায় মা’রডালা। কি লজ্জা…….

এইটুকু বলেই নিজেই জোরে শব্দ করে হেসে উঠলো। একা একা’ই কোমরে হাত দিয়ে হেসে যাচ্ছে। তা ফাইজা দূর থেকে খেয়াল করে ওর দিকে রাগী চাহনী দিয়ে আছে। আর ফারদিন হাসতে হাসতে ওর দিকে এগিয়ে যাচ্ছে।
____________________________________________
জেহের নিজের রুমে বসে বসে ল্যাপটপে কিছু একটা করছিলো। এমন সময় ওর ফোন’টা বেজে উঠতে’ই স্কীনের থেকে চোখ সরিয়ে ফোনের দিকে চোখ দিতে’ই চেনা নাম’টা দেখে একটু হেসে ফোন রিসিভ করে কানে ধরতে’ই ওই পাশ থেকে ফুঁপিয়ে কান্নার শব্দ ভেসে আসলো। কান্নার কারন’টা জেহের বুঝতে পারলো। তাই একটু মজার স্বরে বললো…..

–বাচ্চা’টা কি এখনো দুপুরের বিষয় নিয়ে ভাবছে। আরজা লিস্টেন টু মি,তুমি এখনো বেশ ছোট। যত বড় হবে তত তোমার ভালো লাগা বাড়বে। চাহিদা বাড়বে। তোমার মধ্যে ম্যাচুরিটি আসবে। তখন তুমি আজকের দিনের জন্য পস্তাবে। তাই আগের থেকেই তোমাকে বুঝাচ্ছি আবেগ’টাকে লক করো। প্লিজ ডোন্ট ক্রাই……….

জেহের কথা গুলো বলে উঠতে’ই আরজা কান্নারত অবস্থায় চেঁচিয়ে ওপাশ থেকে বলে উঠলো…..

–খুব শিঘ্রই আমার বিয়ে। আপনাকে আর আজকের পর কেউ বিরক্ত করবে না। আমি বাচ্চা, ইমম্যাচুর, আমার ভালোবাসা’টা আবেগ তাইনা। খুব ঠান্ডা মাথায় আমাকে অপমান করলেন তো। ঠিক আছে সমস্যা নেই। আমি আপনাকে ভালোবাসি কিনা সেটা শুধু আমি জানি তাই আপনার করা অপমান গুলো মেনে নিলাম। আপনার উপর কোনো অভিযোগ নেই। ভালো থাকবেন আপনি। আজকের পর আর কেউ আপনাকে বিরক্ত করবে না। শুধু একটা কথা মনে রাখুন” আমি সত্যি আপনাকে খুব ভালোবাসি জেহের” খুব বেশি ভালোবাসি” আমি কোনো দিন অন্য কাউকে বিয়ে করতে পারব না। দরকার পড়লে আমি সুইসাইড করব। বাড়ি ছাড়ব তাও অন্য কাউকে বিয়ে করব না।

বলেই কাঁদতে লাগলো। তখনি এক বিকট শব্দে ফোন’টা কেটে গেলো। জেহের ঠিক বুঝতে পারলো এই মুহূর্তে অপরপাশের মানুষ’টা ফোন’টাকে ছুড়ে মে’রেছে। আরজার কথাগুলো শুনে জেহের মন’টা নিমিশেই খারাপ হয়ে গেলো। নিজে নিজেই বলে উঠলো…..

–একটু বেশি সিরিয়াস হয়ে গেলো নাকি ব্যাপার’টা। যদি কিছু করে বসে…. ওহ নো…….

বলেই জেহের ফোন’টাকে পকেটে ঢুকিয়ে এক প্রকার দৌড়ে বেড়িয়ে গেলো।

#চলবে

#গোধূলি_লগ্নের_সেই_তুমি
#লেখনীতে_জেনিফা_চৌধুরী
#বোনাস_পর্ব

সুই’সা’ইড করতে যেয়ে গলায় দড়ি প্যাঁচিয়ে কোনো মেয়ে ফিল্টার লাগিয়ে সুন্দর পোছ দিয়ে ছবি তুলতে পারে ভাবতে’ই জেহেরের মাথা ঘুরে যাচ্ছে। দরজার আড়ালে দাড়িয়ে পর্দায় মুখ লুঁকিয়ে দাড়িয়ে দাড়িয়ে আরজার কান্ড দেখছে জেহের। আর আরজা চেয়ারের উপর দাড়িয়ে দাড়িয়ে সুন্দর সুন্দর কয়েক’টা ছবি তুললো। কিছু বিভিন্ন স্টাইলে তুললো। আর কিছু ছবি’তে মুখ’টাকে অসহায় করে চোখে ড্রপ দিয়ে পানি বানিয়ে তুলছে। এইসব দেখেই জেহেরের মন চাচ্ছে নিজেই ওই দড়ি’তে ঝুলে পড়তে। জেহের জানতো এই মেয়ে জীবনে সুই’সা’ইড টুইসাইড করব না। তাও ওইযে মন মানতে চায়’নি তাই ছুটে এসেছিলো। আর ছুটে এসে এইসব কান্ড দেখবে ভাবতে’ই ওর চেহারার রং পাল্টে যাচ্ছে। ছবি তোলা শেষ হতে’ই আরজা সাবধানে চেয়ার থেকে নেমে দড়ি’টা’কে খুলে রেখে দিলো। তারপর বিছানায় বালিশ কোলে নিয়ে বসে মুখে দুষ্টু হাসি রেখে বলে উঠলো…..

–মিস্টার জেহের আদনান আমাকে বাচ্চা বলা। আমার ভালোবাসা নাকি আবেগ। এখন বুঝবেন আবেগ কাকে বলে। আবার বড় মুখ করে বলছেন অন্য কাউকে ভালোবাসি। ওই শা’ক চু’ন্নি’কে একবার পাই ন্যাড়া করে রাস্তায় ছেড়ে দিব। আমার জেহেরের দিকে নজর দেওয়া শুধু একবার জানতে পারি কে তার ওই পেয়ারি ভালোবাসার মানুষ তারপর দেখাব মজা। আর মিস্টার জেহের আদনান আজ যদি আপনাকে দিয়ে ভালোবাসি শব্দ’টা না বলাতে পারছি তাহলে আমার নাম ও আরজা না। হুউউ…..

বলে আঙ্গুল দিয়ে নাক’টা ঘষে ফোস করে একটা নিশ্বাস ছাড়লো। তারপর পূর্বের মতো কাঁদো কাঁদো ফেস করে কাউকে কল দেওয়ার জন্য ফোন’টা হাতে নিলো। জেহের বুঝতে পারলো ফোন’টা ওর কাছে’ই আসবে তাই আগেই দৌড়ে আরজা রুমের সামনে থেকে চলে আসলো। আরজা’র কল’টা রিসিভ করে কানে ধরতে’ই আরজা কাঁদো কাঁদো স্বরে বলে উঠলো……..

—আমি চলে যাচ্ছি। আর কখনো আপনাকে বিরক্ত করব না। শুধু শুনে রাখুন আমার মৃ’ত্যুর জন্য দায়ী থাকবেন আপনি আর আপনার গার্ল ফ্রেন্ড। ভালো থাকবেন..

আরজার কথাগুলো শুনে জেহের হাসবে নাকি কাঁদবে বুঝতে না পেরে এক মুহূর্তের জন্য কোমায় চলে গেলো। একটা মানুষ এমন অভিনয় করতে পারে। আরে ও তো সিনেমায় কোনো অডিশন ছাড়াই চান্স পেয়ে যাবে। এই মেয়ে’টাকে সারাজীবন কি করে সামলাবো? কথাগুলো ভেবে জেহের আনমনেই বলে উঠলো…..

–ভালোবাসা কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না…….

এই মুহূর্তে জেহের কাছ থেকে এমন কথা আশা করে’নি আরজা। ও সু/ইসাইড করতে যাচ্ছে শুনেও কোনো রিয়েক্ট করলো না ভেবেই আরজা ভ্যাঁ করে কেঁদে দিলো। আরজার কান্নার শব্দ শুনে জেহের ধ্যান ফিরে এলো। ভ্যাবাচেকা খেয়ে প্রশ্ন করলো….

–কি হলো কাঁদছো কেনো?

আরজা কাঁদতে কাঁদতে’ই জবাব দিলো…..

–জানেন আজ আমার একটা গান খুব মনে পড়ছে। এইবার প্রশ্ন করেন গান’টা কি তাহলে বলব?

জেহের ও হাবলার মতো মুখ করে প্রশ্ন করলো……

–কি গান বলো?

এইবার আরজা একটু নাক টেনে বেসুরে চেঁচিয়ে গাইতে শুরু করলো….

“বলবো নাকো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরেএএএএএএ”
বলবো নাকো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরেএএ..
বলে ছিলে গোওওওওওও ভালোবাসি গোওওওওও……

আর শুনতে পারলো না জেহের। এমন বেসুরে গলায় কেউ গান গাইতে পারে। জোরে চেঁচিয়ে ধমকের স্বরে বলে উঠলো…..

—চুপ। একদম চুপ। আর একটা শব্দ তোমার গলা থেকে যেনো বের না হয়।

জেহের ধমকে আরজা থতমত খেয়ে উঠলো। কি করলো ও? একটা দুঃখের ছ্যাকা খাওয়া গান এই তো গাইতে ছিলো। তারজন্য এভাবে ধমক দেওয়া লাগে। ভেবে আরজা ন্যাকা স্বরে বলে উঠলো……

—সত্যি আজকের পর আর বলবো না ভালোবাসি। ভালো থাকবেন ফ্যানের ঝুলানো দড়ি’টা ডাকছে আমায়…..

বলে জেহের’কে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিলো আরজা। জেহের এখনো থ হয়ে আছে। একটা মেয়ে এমন পাগল টাইপ কি করে হয়? আরজা ফোন কে’টে ফোন’টাকে বুকে জড়িয়ে ধরে মুখ বাঁকিয়ে বলে উঠলো……

–এইবার আর আমার চুনাময়না’টাকে আছাড় মা/রব না। আমার এত্ত সাধের মোবাইল ওই ম’ক্কেলের জন্য কেনো আছাড় দিব……

তখন আরজার পুরনো ফোন’টাকে আছাড় মে/রেছিলো। আরজা এইবার খুশিত্ব গদগদ হয়ে বলে উঠলো….

-এখন হবে আসল খেলা। আসুন মিস্টার জেহের আসুন। এসে সিনেমা স্টাইলে বলবেন……

এইটুকু বলে মুখের ভঙ্গিমা চেঞ্জ করে খাট থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে অভিনয় করে বলতে লাগলো…..

–নাহ প্রিয়া থুক্কু প্রিয়া না আরজা। নাহ আরজা না তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমি অন্য কাউকে ভালোবাসি না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি ম’রতে পারো নাহহহ……

এইটুকু অভিনয় করে নিজেই নিজেকে বাহবা দিতে নিজের কাঁধে নিজেই চাপ’ড় মে/রে বললো….

–বাহ আরজা বাহ তুই তো খুব ভালো অভিনয় পারিস। খুব শিঘ্রই তুই সিনেমায় চান্স পেয়ে যাবি…..

কথাগুলো বলে ঢং করে একটু লাজুক হাসলো আরজা। এমন সময় দরজা থেকে কেউ গম্ভীর কন্ঠে বলে উঠলো…..

–জ্বী আপনি খুব শিঘ্রই হলিউড সিনেমায় হিরো আলমের সাথে চান্স পেয়ে যাবেন……

চেনা কন্ঠ স্বর শুনেই আরজা থতমত খেয়ে পেছনে তাঁকিয়ে জমে গেলো। জেহের কে দরজায় রাগী ফেস করে দাড়িয়ে থাকতে দেখে আরজা চোখ বড় বড় করে জোরে চেঁচিয়ে বলে উঠলো…..

–মৃ”ত্যুর আগে আপনাকে স’চোক্ষে দেখতে পারব ভাবিনি জেহের। আমার সময় শেষ। জোরে জোরে পড়ুন ইন্নালিল্লাহি ওয়াইন্না’ইলাইহি রাজিউন…..

এইটুকু বলেই মাথায় হাত দিয়ে ঘুরতে লাগলো। আর ভাবতে লাগলো…..

–নিচে পড়লে শিউর আমার মাঝা কোমড় ভাঙ্গবে। কিছুতে’ই নিচে পড়া যাবেনা….

এইটুকু মনে মনে বলে ঘুরে বিছানার সামনে গিয়ে ধপ করে বিছানায় পড়ে গেলো। আরজা’র কাহিনী বুঝতে না পেরে জেহের ও কিছু’টা ঘাবড়ে গেলো। একটু ভয় পেয়ে জোরে আরজা বলে ডেকে আরজার সামনে গিয়ে বসে ওর মাথা’টা কোলে তুলে নিয়ে পা’গলের মতো ডাকতে লাগলো আরজা’কে। আর আরজা জেহের অস্থিরতা শুনে মনে মনে পৈশাচিক আনন্দ অনুভব করছে। জেহের আরজার নাকের সামনে হাত নিয়ে নিঃশ্বাস চেক করলো। এইবার আরজার মুখের দিকে ভালো ভাবে লক্ষ্য করতে দেখলো আরজার চোখ পিট পিট করছে। জেহের খুব ভালো ভাবে বুঝতে পারলো আরজা এখনো নাটক করছে। তাই সুযোগ বুঝে আরজার গালে মশা বলে জোরে একটা থা’প্প’ড় মে/রে বসলো। থা’প্প’ড় খেয়েই আরজা “ও মাগো” বলে উঠে বসে গাল ডলতে ডলতে বলে উঠলো …..

–এত জোরে কেউ থা’প্প’ড় মা/রে? আপনার কি মায়া দরদ বলতে কিছু নেই…..

এইবার জেহের অসহায় মুখ করে বলে উঠলো….

–খুব জোরে লেগেছে তাইনা।

আরজাও জেহেরের সাথে অসহায় ফেস করে মাথা ঝুলালো। যার মানে “হ্যা” খুব জোরে লেগেছে। এইবার জেহের আরজা’কে চমকে দিয়ে আরেক গালে দ্বিতীয় বার থা’প্প’ড় দিয়ে বলে উঠলো….

–আসলে তুমি তো বলেছিলে তুমি সুই/সা’ইড করেছো। আর তখন তোমার গালে একটা ইয়া বড় মশা বসেছিলো তাই ভাবলাম আহারে বেচারি’কে মশা’টা কামড় দিলে খুব খারাপ হবে। তাই, আর কি একটু জোরেই মশা’কে মা/রছিলাম। ভালো করেছি না আরজু বেবিইইই……

আরজা এখনো গালে হাত দিয়ে বোকা বোকা মুখ করে চেয়ে আছে জেহেরের দিকে। জেহের এইবার কিছু না বলে মুখে দুষ্টু হাসি ফুটিয়ে ভ্রু নাচালো। তখনি ফোন’টা বেজে উঠতে জেহের পকেট থেকে ফোন বের করে কানে ধরেই আদুরে স্বরে বলে উঠলো…..

–হ্যালো প্রিয়াঙ্কা। বেবি আমি তো তোমার কথা’ই ভাবছিলাম। তোমাকে কত্ত মিস করছিলাম জানো। আই লাভ ইউ বেবি। উম্মাহহহহহ……

বলে কথা বলতে বলতে রুম থেকে বেড়িয়ে গেলো। আর আরজা যেনো আকাশ থেকে পড়লো। তার মানে সত্যি জেহেরের গার্লফ্রেন্ড আছে। এইটুকু শুনে’ই আরজার এতক্ষনের সব দুষ্টু’মি বুদ্ধি গুলো হাওয়া হয়ে গেলো। মুখ’টা বেলুনের মতো চুপসে গেলো। চোখের পাতা গুলো ভারী হয়ে আসলো। গাল বেগে মোটা করে গড়িয়ে পড়তে লাগলো নোনা জল। বুকের ভেতর মুচড়ে উঠলো। এতক্ষনের হাসির আমেজ টা মুখ’ থেকে উধাও হয়ে গেলো। ভেবেছিলো জেহের ও’কে ভালোবাসে কিন্তু স্বীকার করছেনা। তাই এতক্ষন ওত সব কিছু নাটক করছিলো। কিন্তু এখন আর কিছু ভাবলো না আরজা জড়ানো কন্ঠে বললো….

–তারমানে আপনি সত্যি অন্য কাউকে ভালোবাসে জেহের ভাইয়া। আমাকে একবার ভালোবাসলে কি হতো? আমি যে আপনাকে সত্যি খুব বেশি ভালোবাসি…..

এইটুকু বলে বালিশে মুখ গুঁজে ডুকরে কেঁদে উঠলো। আর জেহের দরজার আড়াল থেকে দেখে মুখে হাসি ফুটিয়ে বলে উঠলো…..

–দুইদিন পর তোমার বিয়ে। আমি তোমাকে সারাজীবন খুব হাসি খুশি দেখতে চাই ড্রামাকুইন। তাই বিয়ের আগে একটু কান্না করিয়ে নিচ্ছি তার জন্য সো সরি মাই ড্রামাকুইন…….

#চলবে
#আরজা_জেহের_স্পেশাল_পর্ব

[ভুল ত্রুটি ক্ষমা করবেন। ]