চায়ের কাপেই জমুক প্রেম পর্ব-০১

0
336

#চায়ের_কাপেই_জমুক_প্রেম
সায়লা সুলতানা লাকী

মৃদুল আজ নিজের জন্য পাত্রী দেখতে পাত্রীদের বাড়িতে এসেছে। ড্রয়িং রুমে মা, বাবা, ভাই, ভাবিদের সাথে বসে পাত্রী দেখার অপেক্ষায় ছিল এতক্ষণ। হঠাৎ বারান্দায় পাখির কিচিরমিচির শুনে সাহস করে এগিয়ে এল পাখি দেখার জন্য। যদিও ওখান থেকে ও সরতে চাচ্ছিল মনে প্রানে যে কোনো অযুহাতে, কারণ পাত্রীর দাদি এই রুমে ঢোকার পর থেকে এমন ভাবে ওর দিকে তাকিয়ে ছিলেন যা রীতিমতো ওর কাছে অস্বস্তিকর লাগছিল ব্যাপারটা । আর এখনও ওদের সামনে পাত্রী এসে পৌঁছায়নি তাই এই মুহুর্তে ওর এখানে তেমন কোনো কাজও নেই আর ওর সম্পর্কে যা জানার তা এতক্ষণে পাত্রীর দুই চাচা প্রশ্নের পর প্রশ্ন করে জেনে নিয়েছেন সবটা। এই মুহুর্তে পাত্রীর মা বাবা বসে সবার সাথে গল্প জুড়ে রেখেছেন আর এসব দেখে কেন জানি ওর মনে হচ্ছিল তারা অহেতুক কালক্ষেপণ করে চলেছেন। ঠিক ওই রকম একটা পরিবেশে বসে থাকতে ওর দম বন্ধ হয়ে যাচ্ছিল। একটা মানুষ কতক্ষণ আর এমন দম খিচে বসে থাকতে পারে! সারাটাক্ষণ অনুভব হচ্ছে পাত্রীর বাবা মাসহ পাত্রীপক্ষ কথা আর যার সাথেই বলুক না কেন চোখটা ফিট করে রেখেছেন ওর দিকেই ঠিক যেমন যুদ্ধক্ষেত্রে কামান তাক করিয়ে রাখেন। তথাপিও একেবারে নিদিষ্ট কোনো কারণ ছাড়া তো আর উঠে যাওয়া যায় না। এই মুহুর্তে উঠার কারণ জিজ্ঞেস করলে নেহাৎ পাখির কিচিরমিচিরকেই কারণ হিসেবে চালিয়ে দেওয়া যাবে ।

বারান্দায় এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল মৃদুল। এই মুহুর্তে আর ভেতরে যাবে না এমনটা মনস্থির করে পুরো বারান্দা দেখায় মনোযোগ দিল। এই বারান্দাটা বেশ চওড়া, এক পাশে কতগুলো পাখির খাঁচা আর অন্য পাশে বেশ কয়েকটা ফুলের টব রাখা আর মাঝামাঝি একটা বেতের দোলনা ঝুলানো। মৃদুল হেয়ালি মনে দোলনাকে একটু দোল দিয়ে ওটা পেরিয়ে পাখিগুলোর কাছে এগিয়ে গেল। ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি বানে প্রতিটিকে চিনতে বৃথা চেষ্টা করছিল কারণ এখানের সবই বিদেশি পাখি। মনে মনে দেশি পাখি খুঁজতে আরো একটু ভেতরের দিকে এগোলো ঠিক তখনই ঝড়ের গতিতে একটা মেয়ে এসে দাঁড়ালো ওর সামনে
— ইয়া আল্লাহ! আপনিই তাহলে পাত্র? এখনো কথাবার্তা কিছুই পাকা হয়নি অথচ নিজেকে জামাই সাজিয়ে এটাকে শ্বশুরবাড়ি ভেবে সুরসুর করে বাসার মধ্যে অবাধ বিচরণ শুরু করছেন, এতটুকু ম্যানারসও নেই দেখছি। উহঁহু, এমন জিনিসকে কোনোভাবেই পাশ মার্ক দেওয়া যাচ্ছে না। ছি! শেষ পর্যন্ত এই ছিলো কপালে আমাদের ?
— জি মানে, কী বলতে চাচ্ছেন বুঝলাম না।
— ইয়াক! আপনি দেখি আবার ধূমপায়ী।
— হোয়াট! কী আবোলতাবোল বকে যাচ্ছেন সেই কখন থেকে। কে আপনি? জিনিস বলছেন কাকে?
— আমি কে তা আপনার জানার কী দরকার? শোনেন আদার ব্যাপারী, গিয়ে আদা বেচেন। আমার খবর নিতে যাচ্ছেন কেন? ও দিয়ে আপনার কী দরকার?
— আজব! এই কোন পাগলের পাল্লায় পড়লাম। এর তো দেখছি কঠিন থেরাপি দরকার।
— এই আপনার সাহস তো কম না! আমাকে পাগল বলছেন কোন সাহসে ?
— আগে বলেন আপনি আমাকে ধুমপায়ী বললেন কেন?
— যারা সিগারেট ফুঁকে তারাই মুখের গন্ধ লুকাতে সেন্টার ফ্রেশ মুখে রাখে.. আপনি মুখ খুলতেই তা টের পেয়েছি।
— ওয়াও, হোয়াট এ থিউরি। এই ব্রেন তো ভালো দামে বিক্রি হবে দেখছি। এই মোটাসোটা ব্রেনের ভারেই নিজের তাল হারিয়েছেন এবার বুঝেছি।
— মাই ফুট! আসছে আমার ব্রেন বেচতে। শখ কত? মুখ সামলে কথা বলেন মিস্টার…
—- আরে তুমি এখানে কী করছো? অর্নি তোমাকে খুঁজছে তো। যাও ওর কাছে যাও, দেখো ওর এত লেট হচ্ছে কেন। জলদি আসতে বলো।
অর্নির একমাত্র ভাবি এসে কথাটা বলতেই মেয়েটা জিভ কামড়ে দৌড়ে ভেতরে চলে গেল। এরপর ভাবি মৃদুলের দিকে তাকিয়ে বলল
—- ও উলটা পালটা কিছু বলেনি তো ? আসলে ওর মাথাটা আজকাল একটু গরমই থাকে । প্লিজ তেমন কিছু বলে থাকলে ক্ষমা করবেন। প্লিজ কিছু মনে রাখবেন না মিস্টার মৃদুল ।
— ইটস ওকে, ওনার জন্য আপনি স্যরি ফিল করছেন কেনো? কে উনি? ম্যান্টালি সিক না কি —
— আরে আপনি ওকে আপনি করে বলছেন কেন? ও অর্নির ছোটবোন। আমার ছোট ননদ। যদি অর্নিকে আপনাদের পছন্দ হয়, মানে এখানে আপনার বিয়ে হয় তবে ও আপনার শ্যালিকা হবে।
— জি, অবশ্যই, যদি পছন্দ হয়। বলে মৃদুল একটু হাসল আর মনে মনে বলল (ইয়া আল্লাহ রহম কর। ছোটটা এমন হলে না জানি বড়টা কেমন হবে?)

অনেকক্ষণ অপেক্ষা করিয়ে অবশেষে পাত্রী এল সবার সামনে। পাত্রীর সাজসজ্জা দেখে মৃদুলের ফ্যামেলীর সবার মন ভেঙে গেল। এমন ভয়ংকর মেক্যাপ শুধু এযুগে পেত্নীরাই করতে পারে, কোনো মানুষ যে এমনটা নিজ ইচ্ছেতেই সাজতে পারে তা আজই প্রথম জানল ওরা।
পাত্রীর অবস্থা দেখে ওদের পরিবারও মনে হল আঁতকে উঠলেন। মৃদুলদের সামনে আর বেশি কিছু বলতে পারলেন না তারা।
এদিকে পাত্রী পছন্দ না হওয়ায় ওরাও যেমন প্রস্ততি নিয়ে এসেছিল তেমন কিছুই করল না। এক কথায় ভাঙা মন নিয়ে ফিরে এল সবাই । পরবর্তীতে ফোন করে বিয়েটা আর ওখানে হবে না তা জানিয়ে দিল ঘটকের মাধ্যমে ।

গল্প গুজবে এতটাই ডুবেছিল যে মৃদুলের বাবা মায়ের ওই পরিবারকে ভুলতে কদিন সময় লাগল। মৃদুলের ভুলতে কষ্ট হয়নি। ছোট বোন পাগল আর বড়টার রুচিবোধ জঘন্য, অমন সম্মন্ধ ভুলতে ঘণ্টাও লাগেনি ওর।
কিন্তু ভাবির সুর ভিন্ন। সে ভুলবে কী? উলটো একটু পর পর প্রসঙ্গ তুলে বলতে লাগলেন
“আসলে ওই মেয়ের এই বিয়েতে মত ছিলো না। তাই এমন অদ্ভুত সাজ দিয়েছিল। ছবিতে যেমন দেখে আমরা গেলাম বাস্তবে তার সাথে আকাশ পাতাল তফাৎ হয় কীভাবে? মেয়েকে জোর করে আমাদের সামনে আসতে বাধ্য করেছে বলেই মেয়ে অমন সং সেজে এসেছিল।”
ভাবির কথায় যুক্তি আছে কিন্তু আপাতত মৃদুল আর এসব নিয়ে ভাবতে চাচ্ছে না। ঘটক আরও কতগুলো বায়োডাটা দিয়ে গেছেন। ওর বাবা মা সেদিকেই এখন নজর দিচ্ছেন। আর ও নিজেও বসে রইল আবার কখন কোথায় যেতে হবে পাত্রী দেখতে সেই ডাকের প্রতীক্ষায়।

আজ মৃদুলের ভাই ভাবির বিবাহবার্ষিকী। ওর ভাবি খুব করে আবদার করেছে ওর অফিসের পাশের ফুলের দোকান থেকে গুনে গুনে বিশটা বেলী ফুলের মালা নিয়ে যাওয়ার জন্য। তাই মৃদুল অফিস শেষের আগেই ফুলের দোকানে মালার অর্ডার দিতে বেরিয়ে এল। ফুলের দোকানে ঢোকার আগেই পাশের চায়ের দোকানে কড়া লিকারে এক চামচ চিনি আর মালাই ভাসানো দুধ চায়ের অর্ডারটা চা-ওয়ালা মামাকে দিয়ে গেল। পাশেই একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে তাই এই চায়ের দোকানে সবসময় লম্বা লাইন লেগে থাকে এই মালাই চায়ের জন্য। তাই অর্ডারটা পেতে সময় লাগে, আর সেই সুযোগে ও গেল মালার অর্ডারটা দিতে। বিশটা মালা রেডি করতে যে সময় লাগবে তাতে এক কাপ চা অনায়াসে সাবাড় করা যাবে। এই ভেবে আবার ফিরে শান্তি মতো বসতেই দেখল দুজন মেয়ে মাথায় ব্যাগ চাপিয়ে হুড়োহুড়ি করে ঢুকল চায়ের টং দোকানটায়। একজন চিৎকার করে তার জন্য মালাই ভাসানো চায়ের অর্ডার করতেই আরেকজন ছুটল অন্য কোনো এক বন্ধুকে দেখে তার পিছনে। আকস্মিক এই টিপটিপ বৃষ্টি শুরু হওয়ায় মৃদুল খানিকটা বিরক্ত হল। ওর বাইকটা ভিজে যাবে তা ভেবেই ছুটল ওটাকে দেখেশুনে একটা শেইডের ভেতর রেখে আসতে। ফিরে এসে দেখল ওর চা এখনো দেয়নি, ওদিকে পরে আসা মেয়েটা দিব্যি আয়েশ করে চায়ে চুমুক দিচ্ছে। একটু অধৈর্য হয়েই জিজ্ঞেস করল
— কি হলো মামা, এখনো চা দিলেন না?
— কি কন মামা? চা তো দিলাম আপনারটা আগেই। ও আল্লাহ হেইডাতো খালাম্মায় নিছে….
—- মামা তোমার চা মানে অসাধারণ, একদম পারফেক্ট।
—- এক্সকিউজ মি, আপনি আমার অর্ডারকৃত চা খাচ্ছেন তা আবার আপনার কাছে পারফেক্ট হয় কীভাবে?
— আজব! আমি কেন আপনারটা নিবো? আমি তো…
—- ও মাই গড! আপনি?
চায়ের কাপ হাতে মেয়েটা মৃদুলের কথার জবাব দিতে ঘুরতেই ও অবাক হয়ে গেল মেয়েটাকে দেখে।
—- ও এম জি, আপনি? অদ্ভুত তো!
— আপনার দ্বারাই সম্ভব অন্যের অর্ডার করা চা খেয়ে ফেলা। পাগলরা সব পারে।
— হাতের গরম চা দেখছেন? একেবারে ছুঁড়ে মারব গায়ের উপর আবার পাগল বললে।
—- পাগলকে পাগল বললে পাগলের আবার গায়ে ফোস্কা পড়ে, হাউ সুইট!
—- এই আপনার সমস্যা কী? অহেতুক পায়ে পারা দিয়ে ঝগড়া করতে চাচ্ছেন কেন? গলা বুঝি বেশি চুলকায়?
—- মামা কথা বাড়াইয়া কাম নাই, লন আপনে হের অর্ডার করা চা লন। দুইজনের অর্ডারই সেইম সেইম। সমিস্যা হইব না। কাট্টিকুট্টি, আপনেরডা হেয় নিছে, আপনিও হেরডা নিলেন। কাইজ্যা বন্ধ করেন।

মৃদুল আর কথা বাড়ায় না চায়ের কাপে চুমুক দেয়। আসলেই ওর মনপছন্দ চা-টাই পেয়েছে। আনমনে বলে ফেলল “অবিশ্বাস্য! দুজনেরই চায়ের চয়েজ এক।”
চায়ের কাপে ডুবতে ডুবতেই দেখল মেয়েটা ব্যাগ মাথায় চেপে ছুটে গেল ফুলের দোকানে। আর তা দেখে চা-ওয়ালা মামা চায়ের দামের জন্য চেঁচিয়ে উঠতেই মৃদুল দুই কাপের দাম দিয়ে দিল। এরপর চা শেষ করতেই খেয়াল করল মেয়েটা আবার ছুটে এল ফুলের দোকান থেকে
— মামা চায়ের দামটা রাখেন।
— দামতো ওই মামায় দিয়া দিছে।
— হোয়াট? এই আপনি আমার চায়ের দাম দিয়েছেন কেন?
— কারণ ওটা আমার অর্ডারকৃত চা ছিল।
— ও কে, তাহলে আমার অর্ডারকৃত চায়ের দামটাই রাখেন মামা।
— উঁহু, ওটাও আমিই দিয়েছি কারণ ওটা আমি খেয়েছি।
—- আজব পাবলিক দেখছি আপনি একজন। এই সব মামদু যুক্তি কই পান? বেহুদা ক্যাচাল করবেন না, নিজের টাকার গরম দেখাবেন না, টাকা ধরেন।
মৃদুল ওর কথার জবাব না দিয়ে চায়ের কাপ রেখে ফুলের দোকানের দিকে পা বাড়ালো।
আর অমনি মেয়েটা আরও রেগে নিজের ব্যাগ নিয়ে ওর পিছু ছুটল চায়ের দামটা ওকে বুঝিয়ে দিতে।
— এই যে মিস্টার…
— আমার মালাগুলো দেন মামা।
— একটু অপেক্ষা করতে হবে…
— এখনো রেডি হয়নি, এত স্লো হলে চলেরে মামা?
—- রেডি করছিলাম এক আন্টি আইসা জোর কইরা দশটা নিয়া গেল।
— এই আপনি আপনার চায়ের দাম নিচ্ছেন না কেন? অসহ্য একটা মানুষ আপনি, আমাকে কতটা পথ হাটালেন…
— হাতে কী বেলীর মালা? এখানেও আমারটাই নিতে হল আপনার? সমস্যা তো দেখছি ভয়ংকর….
— ইয়ে মানে… , আসলে আমার দরকার ছিল.. মানে একটু তাড়া ছিল….
— দরকার হলেই কেউ কারোটা এভাবে নিয়ে নিতে পারে?
— প্লিজ আপনি চায়ের দামটা রাখেন… কথা বাড়ানোর সময় নেই।
— ওটা পাওনা থাক। আরেকদিন খেয়ে নিব।
— মানে? আপনার সাথে আমার আর দেখা যদি না হয়?
— চাইলেই হবে।
— জি মানে,আমি চাচ্ছি না। আপনার সাথে আমার আবার দেখা হোক তা একেবারেই চাচ্ছি না, বুঝলেন মিস্টার।
— কেন চাইবেন, আমার সাথে যা যা করেছেন আপনাদের বাসা থেকে শুরু করে এখন পর্যন্ত এরপর আর মুখ দেখানোর উপায় আছে কি আপনার?
— আজব, আমি আবার কী করলাম। আপু আপনাকে বিয়ে করবে না। এটা আপুর ডিসিশন, এখানে আমাকে টানছেন কেন?
— এ..ই উর্মী তোর হল? জলদি আয়।
একটা ছাতা হাতে ওর বন্ধুটি ডাকতেই মেয়েটা মৃদুলের দিকে তাকিয়ে মুখ ব্যাকিয়ে বলে গেল “ফালতু একটা লোক আপনি, ভেবেছেন চায়ের অযুহাতে আবার দেখা করবেন। লাভ নেই, আমার বোন আপনাকে কোনোদিনও বিয়ে করবে না।”

মৃদুল অবাক হয়ে তাকিয়ে রইল ওর চলে যাওয়ার দিকে আর নিজেও মুখটা খানিক ব্যাকিয়ে মিনমিন করে বলল ” হায় হায়! আমার এখন কী হবে? আমি তো এখনো উদগ্রীব হয়ে বসে আছি তোমার বোনকে বিয়ে করার জন্য “।

চলবে