ছদ্মবেশে লুকানো ভালোবাসা পর্ব-১৭

0
1300

#ছদ্মবেশে_লুকানো_ভালোবাসা
#মৌমি_দত্ত
#পর্ব_১৭

আজকের সকালটা খুব সুন্দর আফিমের কাছে। খুব সকালে সে ঘুম থেকে উঠে আজকে নামাজ পড়েছে। কেন পড়েছে তা জানা নেই আফিমের। কিন্তু অনেকদিন পর পড়েছে। শুধু তাই না,, মোনাজাতে পরিবারের সুস্থতা ছাড়াও ইনায়াতের সুস্থতা কামনা করেছে সে। এও চেয়েছে যেন ইনায়াতকে সে না পেলেও ইনায়াত যেভাবেই থাকুক,, খুশী থাকুক। এটাই কি তাহলে ভালোবাসা?? যা এতোদিন আফিমকে মানসিক অত্যাচার করেছে বুঝতে না পারার শাস্তি স্বরুপ?? আর সেই জন্যই কি এই ভালোবাসা কিছুটা বিশুদ্ধ হয়েছে আফিমের অজান্তেই?? আফিম কালকের সিদ্ধান্তে অটল। সে যেভাবেই হোক আজকে থেকে ইনায়াতের মন জয়ের কাজ শুরু করবে। ইনায়াতকে নিজের ভালোবাসা বুঝাবে। প্রয়োজনে সরাসরি ইনায়াতকে ভালোবাসা নিবেদন করে কয়েকদিনের সময় দেবে তাকে বুঝতে। তবে আফিম একটা জিনিস ভালোই জানে। এই মেয়ে যাদু জানে,, যাদুকরী ইনায়াত। নাহয় আফিমের কেন এই কয়েকদিনে একটু মদের নেশা হলো না?? কেন কোন মেয়ের প্রতি আকর্ষন জন্মালো না?? কেনই বা সে আজ নামজ পড়লো?? এতো কেন যুক্ত প্রশ্নের কোন উত্তর নেই আফিমের কাছে। তবে উত্তর নেই বলেই যেন স্বস্তিবোধ করছে আফিম। ” মিশন ভালোবাসা ” শুরু হতে চলেছে আজ থেকে।
আফরাও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে। আজ থেকে সে আর ভাববে না স্পন্দন আজাদকে নিয়ে। শুধু কিছু সেকেন্ডের জন্যই তো সামনাসামনি দেখেছে সে স্পন্দনকে। এর মধ্যেই ভালোবাসা হয়ে গেলো?? না বলে নিজেকে বুঝ দিতে চাইলেও সম্ভব না আফরার পক্ষে। কারণ সে তো জানে!! ভালোবাসা যেকোন সময়,, যেকোন ভাবে,, যেকোন কারোর জন্য সৃষ্টি হয়। কিন্তু আর না!! এখন সম্পূর্ন নজর সে নিজের দিকে দেবে। অনেকদিন জগিং করা হয়না তার। তাই আজ আফিরা জগিংয়ে বের হয়েছে।
এই একই ভোর এসেছে তাহজিব আর রুহির জন্যও। তাহজিবের ঘুম আজকে নিজের অজান্তেই ভেঙ্গে গেছে নামাজের আগে। নিজের সাথে লেপ্টে থাকা রুহিকে একপলক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো তাহজিব৷ পরক্ষনেই মাথায় এলো সে ভুল করছে না তো মেয়েটার সাথে?? স্বার্থপর হয়ে যাচ্ছে না সে?? ইনায়াত নেই বলে আপাততর জন্য রুহিকে কাছে টেনে নিচ্ছে না তো তাহজিব?? এতোগুলো কেন প্রশ্নের উত্তর দিতে না পেরে হতাশ হলো তাহজিব। চোখ বন্ধ রেখে ঘুমের ভাণ ধরে পড়ে থেকেই দেখলো রুহির ঘুম থেকে উঠে যাওয়া,, নামাজ পড়া,, ঘর গুছানো,, ঘর গুছাতে গুছাতে তাহজিবের কাজকর্ম নিয়ে বিরক্ত হওয়া। আধ খোলা,, আধ বোজা চোখে এমন দৃশ্য উপভোগ করছে তাহজিব অনেক।
স্পন্দনও আজ ভোরবেলায় উঠে গেছে। আজকে সে ইনায়াতকে বলে দেবে নিজের আসল সত্য। আর নাহয় আফরাকে বলে দেবে ভালো লাগার কথা। কিন্তু দি এস.এ’র আজ খুব নার্ভাস লাগছে। আফরাকে তার এক পাক্ষিকই ভালো লাগে। আফরারও কি না চাইতেও তার কথা মনে পড়ে খুব করে??
.
.
অফিসে এসে আফিম অন্যদিনের মতো সবার সাথে গম্ভীর মুখে মাথা নাড়িয়ে কুশল বিনিময় করলো না। সবার সাথে হাত মিলিয়ে এই সুন্দর সকালের শুভেচ্ছা জানালো। আফিমের এক হাতে পুরো একটা লাল ফুলের ব্যুকে দেখে সবাই অবাক হচ্ছে। আর আফিমের মন মেজাজও সবাইকে অবাক করছে। আফিমের রুমে বসেই কিছু ফাইল চেক করছিলো ইনায়াত। তখনই গুনগুন করতে করতে আফিম রুমের ভেতর এলো। ইনায়াত কাজের ফাঁকেই দেখলো আফিমকে প্রবেশ করতে। আফিমকে দেখেই মুখ হা হয়ে গেলো ইনায়াতের। আরো অবাক হলো তখন যখন আফিম ইনায়াতের সামনে দাঁড়িয়ে ইনায়াতের দিকে ব্যুকে এগিয়ে দিলো।
– গুড মর্নিং ইনায়াত!! এই সকালটা তোমার মতোই সুন্দর।
ইনায়াত হা করে তাকিয়েই রইলো আফিমের দিকে। কিছু একটা যেন খাপছাড়া। ইনায়াতকে হা করে তাকিয়ে থাকতে দেখে আফিম মৃদু হেসে ইনায়াতের গাল টেনে দিলো। এরপর নিজের চেয়ারে বসে পড়লো ধুপ করে। ইনায়াত তখনও হা করে তাকিয়ে আছে আফিমের দিকে।
– ইনায়াত!! কাম হেয়ার!!
ইনায়াত যন্ত্রমানবীর মতো মালিকের আদেশ পূরণ করতে পা এগিয়ে নিলো আফিমের কাছে। আফিমের কিছুটা কাছে থাকতেই আফিম ইনায়াতের হাতে একটান দিয়ে নিজের কোলে বসিয়ে দিয়ে ঘুরতে লাগলো ধীরে ধীরে। ইনায়াতের কোমড় নিজের দুই হাত দিয়ে চেপে ধরা আর ইনায়াতের কাঁধে নিজের থুতনি রাখা আফিমের। ইনায়াত প্রথম ভালো বাচ্চার মতো সেভাবেই বসে রইলো কিছুক্ষন। পরক্ষনেই যখন নিজের অবস্থান বুঝতে পারলো৷ তখনই সড়ে আসবার জন্য ছুটাছুটি শুরু করলো। আফিম ইনায়াতের এমন ছুটাছুটি দেখে হাসলো হালকা শব্দ করে। আফিমের সবটা নিঃশ্বাস ইনায়াতের ঘাড়ে পড়ে মূহুর্তের জন্য যেন জমিয়ে দিলো ইনায়াতকে। ইনায়াত আফিমের হাতের উপর হাত চেপেই বসে রইলো আফিমের কোলে। আফিম ইনায়াতের পিঠে নিজের মাথা এলিয়ে দিলো।
– হেই ইনায়াত!! তুমি অনেক সুন্দর। তোমার মুখের জন্য না। তুমি সুন্দর কারণ তুমি আমার মনে ফিট হয়ে গেছো। ভাগ্যিস তুমি মেয়ে হলে। নাহয় আমি মিস্টার ইনায়াতের প্রতি ফিলিংস জমাতাম আর গে হিসেবে পরিচিত হতাম। ইউ আর কিউট ইনায়াত!!খুব কিউট।
আফিমের সবকথাগুলো যেন মাথার উপর দিয়ে গেলো ইনায়াতের। মুখের হা করা জায়গা আরো হা হলো। আফিম তৎক্ষনাৎ ইনায়াতকে ছেড়ে দিয়ে বললো,,
– উফফফ ইনায়াত!! এখনের জন্য এতোটুকুই আদর যথেষ্ট। সারাদিন আদর আদর করলে কাজ করবে কে??
সিরিয়াস মুড নিয়ে ফাইল ঘাটতে ঘাটতে বললো আফিম। ইনায়াত ভাবছে আজকে তার ” হা দিবস “। হা করে বিষ্ময় ভাব গিলে নিচ্ছে,,, আফিমের পাগলামো গিলে নিচ্ছে,,, হাওয়া বাতাস গিলে নিচ্ছে। তাই আজকে ইনায়াতের ” হা দিবস “।
– এখন আর আদর না ইনায়াত। আমার জন্য কফি আনো!!
ইনায়াত মাথা চুলকে নিজের দিকে একটা আঙ্গুল তাক করে বললো,,
– আমি আদর খুঁজেছি??
আফিম মাথা তুলে ইনায়াতের দিকে একবার তাকালো। ইনায়াতের এমন কনফিউজিং মুখ দেখে খুব হাসি পাচ্ছে আফিমের। তবুও আফিম হাসি চেপে ভ্রু নাচিয়ে সিরিয়াস ভাবে বললো,,
– তো ইনায়াত এখানে কে কে আছে?? তুমিই তো আছো মিসেস ইনায়াত আফিম আহসান। তাই না??
ইনায়াত মাথা নাড়িয়ে একবার হ্যাঁ জানালো। আবারও মাথা নাড়িয়ে না জানালো। আবারও হ্যাঁ জানালো। এরপরে ভাবনার দেশে হালকা ঘুরতে চলে গেলো দাঁড়িয়ে থেকেই।
– আমি আদর খুঁজেছি?? স্যারের কাছে?? মিসেস ইনায়াত আফিম আহসান?? আমি??
বিড়বিড়িয়ে এসব বলতে বলতে এগিয়ে গেলো কফি মেকারের দিকে। আফিম বাঁকা হেসে ফাইল চোখের সামনে ধরে ইনায়াতকে দেখতে লাগলো।
– এটা তো শুরু হিসেবেও ধরো না মিসেস আহসান। কেননা পাগলামী এখনো শুরু করিনি আমি। আগামী ৭ দিনেই তোমাকে নিজের করে নেবো আমি।
.
.
রুহি চলে গেলো নিজের বাসায়। তাহজিব ঘুমানোর নাটক করেই পরে রইলো। কেননা রুহিকে আটকাতে ইচ্ছে করছিলো তার। কিন্তু রুহিকে আটকানোর মতো মুখ নেই তার। রুহি বের হওয়ার কিছু সময় পর তাহজিব উঠে বসলো। দ্রুত ফ্রেশ হয়ে এসে বেডসাইড টেবিলে রুহির বানানো এখনো গরম কফিটা হাতে তুলে নিয়ে এক চুমুক দিলো।
– আর শুধু ৭ দিন,, এরপর রুহি বিদেশে চলে যাবে।
নিজেকেই নিজে শুনিয়ে বললো কথাটা।
.
.
স্পন্দন একটা ছোটখাটো ফুলের ব্যুকে নিয়ে বসে আছে গাড়ির ভেতর। গাড়ি পার্ক করা আছে আফরার ভার্সিটির সামনে। স্পন্দন জোড়ে জোড়ে শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। তখনই কামাল এসে বললো,,
– স্যার!! ভাবী বের হয়েছে। ক্যান্টিনে যাচ্ছে।
স্পন্দন আবারও শ্বাস নিয়ে চোখ বন্ধ করে রাখলো কিছু সেকেন্ড। এরপর নেমে আসলো গাড়ি থেকে। ভার্সিটির মাটিতে পা রাখার কিছু সেকেন্ডের মধ্যেই হৈ হৈ রৈ রৈ ব্যাপার শুরু হলো।
– কামাল??
বিরক্ত হয়ে ডাক ছাড়লো স্পন্দন। কামাল দ্রুত ইশারা করলো বডিগার্ডসদের। গার্ডরা এসে ঘিরে দাঁড়ালো স্পন্দনকে। মেয়েরা রীতিমতো পাগলামো শুরু করেছে একবার স্পন্দনকে ছুঁয়ে দিতে। কিন্তু গার্ডসদের জন্য হচ্ছে না। আফরা ক্যান্টিনের দিকে যাচ্ছিলো। তখনই স্পন্দনের দিকে চোখ পড়লো আফরার। হা হয়ে তাকিয়ে রইলো স্পন্দনের দিকে। নীল শার্ট ইন করে পড়া,,, ব্ল্যাক ডেনিম প্যান্ট,, হাতে বড় ডায়ালের ঘড়ি,,, চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে আছে বলেই যেন অসাধারণ লাগছে স্পন্দনকে। এই হা করে তাকিয়ে থাকার মাঝে কখন যে স্পন্দন একদম কাছে চলে এসেছে আফরার তা আফরা বুঝতেও পারেনি। হঠাৎ স্পন্দন ফুঁ দিলো আফরার মুখে। আফরা ঝট করে চোখ বন্ধ করে ফেললো। স্পন্দন এতোক্ষন দেখছিলো আফরা কিভাবে হা হয়ে তাকিয়ে আছে তার দিকে। আফরার কোন রিয়েকশন না পেয়ে ফুঁ দিতেই আফরা চোখ পিটপিট করে তাকিয়ে রইলো।
– আ,,আ,,আপনি??
– জ্বী,, আ,,আ,,আমি ম্যাম।
আফরা ঘাড় ঘুড়িয়ে একবার সবার দিকে তাকালো। সুন্দরী আফরার কাছেই স্পন্দনকে থামতে দেখে ছেলেরা আহত। আর মেয়েরা স্পন্দনের সাথে এই মেয়েকে সহ্য করতে রাজি না। দুই ছেলে ও মেয়ে সকলেই ভ্যাম্পায়ারের মতো চোখ করে তাকিয়ে আছে আফরার দিকে। আফরা শুকনো এক ঢোক গিলে বললো,,
– কিছু বলবেন??
– লাভ ইউ!!
আফরার ঠিক কানের কাছে,, বিশাল জায়গা জুড়ে মাঠে,, ঠিক মাঝখানে বজ্রপাত হলো। আফরা হা করে তাকিয়ে রইলো স্পন্দনের দিকে।
– কি??
বোকার মতো প্রশ্নও করে বসলো আফরা। স্পন্দন জানতো এমন কিছুই হবে। নিজের হাঁটুর ভরে মেঝেতে বসে হাতে থাকা ফুলের ব্যুকে উঁচিয়ে আফরার কাছে দিয়ে বললো,,
– ম্যারি মি আফরা,,, আমার হয়ে যাও।
এই ছোট্ট বাক্যের কথাটা বিশ্বাস হতে চাইছে না আফরার। নিজের হাত দুটো পিছনে নিয়ে,, নিজেরই ধারালো নখ দিয়ে আঁচড় কাটলো আফরা। ব্যাথা অনুভব করবার পর জ্বালা অনুভব করতেই জল টলমল চোখে তাকিয়ে রইলো স্পন্দনের দিকে। বিষ্ময় ভাব কাটছে না এখনো।
– আপনার স,,স্ত,,স্ত্রী??
তুতলিয়ে জানতে চাইলো আফরা। স্পন্দনের ভ্রু কুঁচকে এলো। মেয়েটা এতো গাধা আন্দাজ করতে পারেনি সে। স্পন্দন বিরক্তি নিয়েই উঠে দাঁড়ালো। তাচ্ছিল্য ভরে হাসলো আফরা। সে ভেবেছিলো স্পন্দন বিবাহিত। কিন্তু এখন মনে হচ্ছে সত্যিই বিবাহিত সে। নিউজটা মিথ্যা ছিলো না।
স্পন্দন আফরার বিষয়টা বুঝতে পেরে আফরার দিকে পিঠ দিয়ে ভীরের দিকে মুখ করে দাঁড়ালো।
– হেই গার্লস!! তোমরা বলো,,, আমি কি সিংগেল নাকি ম্যারিড??
সব মেয়েরা ” সিংগেল ” বলে চিৎকার করে উঠলো। স্পন্দন আফরার দিকে তাকাতেই দেখলো আফরা ভীরের দিকে তাকিয়ে আছে। আফরা কোনমতে চোখের জল চেঁপে স্পন্দনের দিকে তাকিয়ে বললো,,
– আর ঐ নিউজ??
– তোমাকে বাঁচিয়েছে দি স্পন্দন আজাদ মাঝরাস্তায়। মানুষ নিউজ করার সুযোগ ছাড়তে চায়নি।
স্পন্দন দাঁতে দাঁত ঘষে রাগ নিয়ে কথাটা বলেই হাঁটা শুরু করলো গাড়ির উদ্দেশ্যে। শুধু শুধু আগপিছ না ভেবে ইজ্জতের ফালুদা করে নিজেকেই নিজে গালাগাল দিচ্ছে স্পন্দন। আফরার চোখে জল। সে কতোটা গাধা তা সে আজকেই জেনেছে। স্পন্দনকে চলে যেতে দেখে বুক কেঁপে উঠলো আফরার। কল্পনায় কমবার এই মানুষকে তো চায়নি সে,,, প্রতিবার নতুন স্বপ্ন বেঁধেছে এই মানুষকে নিয়ে। এখন কি তাহলে স্পন্দন দূর হয়ে যাবে তার থেকে কাছে এসেও?? ভীরের থেকে মেয়েরা স্পন্দনকে রিজেক্ট করেছে বলে গালাগাল করছে আফরাকে। আর কেও কেও স্পন্দনকে ভালোবাসার জানান দিচ্ছে। স্পন্দন সবে গাড়ির কাছে পৌছেছে তখনই এক দৌড়ে আফরা স্পন্দনকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো। চিৎকার করে বললো,,
– আই লাভ ইউ মিস্টার স্পন্দন!! আই লাভ ইউ!!
স্পন্দন অবাক হলো। এই মেয়েকে কম সময় কল্পনা করেনি সে রাতে নিজের মিষ্টি স্বপ্নগুলোতে। এতো মানুষের সামনে এতোটা জোড় গলায় যে এই মেয়েটা ভালোবাসার জানান দেবে তা ভাবেনি স্পন্দন।
.
.
চোখ বন্ধ করে এতোক্ষন মাঠের মাঝে দাঁড়িয়েই কল্পনা করছিলো স্পন্দন সবটা। ভীর ভাট্টা সব একই আছে। কিন্তু আফরা এখনো দূরে দাঁড়িয়ে। স্পন্দনের দিকে মলিন মুখে দেখে আছে। বুক কেঁপে উঠলো স্পন্দনের। আফরার রিজেক্ট করতে পারার কথা ভাবেইনি সে। না!! রিস্ক নেওয়া যাবে না। স্পন্দন কোন প্রকার ভণিতা ছাড়াই কামালের দিকে ইশারা করে কাছে ডাকলো। কামাল এগিয়ে গেলো। কামালের কানে কানে কিছু একটা বললো স্পন্দন। কামাল দ্রুত দৌরে গেলো ভার্সিটির ভিতর। আফরা শেষ একবার স্পন্দনকে দেখে নিজেকে শাসিয়ে নিলো। তারপর অন্যদিকে পা বাড়ালো। তখনই কানে ভেসে এলো স্পন্দনের স্বর।
– হ্যালো গাইজ!! আজকে আমি অনেক খুশী। কেননা আজকে আমি আমার কুইনকে বলতে এসেছি ভালোবাসার কথা।
আফরার পা দুটো জমে গেলো। স্পন্দনের ভাগ্যবতী স্ত্রী যে এই ভার্সিটিতেই পড়ে তা জানা ছিলো না তার। চোখের কার্নিশে জমলো জল।
– মেয়েটাকে আমি দেখেছি শুধু কিছু সেকেন্ডের জন্য। রাস্তায় এক্সিডেন্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছি আমি।
আফরা হা হয়ে গেলো। তাকেও তো স্পন্দন বাঁচিয়েছে এক্সিডেন্ট থেকে। আফরা ফিরে তাকালো স্পন্দনের দিকে। স্পন্দন আফরার দিকে পিঠ দিয়ে কথা বলছে ভীরের দিকে তাকিয়ে।
– এরপর কেটে গেছে অনেক অনেক দিন। অথচ মেয়েটাকে আমি ভুলিনি। মেয়েটার জন্য খোঁজ খবর নিয়েছি। মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখেছি,, কল্পনা সাজিয়েছি। এখন গাইজ তোমরা বলো,,, মেয়েটাকে কি জানিয়ে দেবো আমার এতো সব স্বপ্ন,, কল্পনার কথা?? ভালোবাসার কথা??
ভীর চিৎকার করে উঠলো ” হ্যাঁ ” শব্দে। আফরার মুখে হাসি,, চোখে জল। লজ্জায় মাথা নিচু করে রেখেছে। বুক কাঁপছে কাঙ্ক্ষিত কিছু শুনবার আশায়। কিন্তু পরক্ষনেই মন বলছে ” পারবি তো শুনবার পর হ্যাঁ জানাতে,, উত্তর দিতে ভালোবাসার?? “।
– গাইজ,,, আমি জানি আমার স্বপ্নের পরী আমার সব শুনে হয়তো লজ্জায় লাল হচ্ছে। এতোগুলো দিনে আমরা কেও কারোর সাথে কথা বলিনি। তবে নীরবে একে অপরের সোশ্যাল প্রোফাইল ঘেটে ছবি দেখেছি। এতোদিন আমরা কেও কাওকে সামনে থেকে দেখিনি আর দ্বিতীয়বার। অথচ কল্পনা করেছি একদম কাছ থেকে। মাই কুইন,, মাই লাভ,,, তোমার জন্য আজকে তোমার প্রিয় ফুলের ব্যুকে এনেছি। কবিতার কিছু লাইন বলে কিভাবে মন জয় করে নিতে হয় আমার জানা নেই। শুধু জানি ভালোবেসে ফেলেছি তোমাকে। অনেকটা ভালোবাসি তোমাকে। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে সকালে তোমার মিষ্টি মুখ দেখে ঘুম থেকে জেগে উঠবার?? তোমার ছোট বড় সব আবদার পূরন করবার?? তোমার নামের সাথে আমার নাম মিশিয়ে নেবার?? ভালোবাসি আফরা আহসান,,, তুমি কি আমার শুধুমাত্রই আমার হবে??
আফরা হেসে ফেললো মুখ চেপে। সবাই হাত তালি দিয়ে উঠলো। আফরার ক্লাসমেট সবাই আফরাকে আগিয়ে যেতে বললো স্পন্দনের দিকে। আফরা চোখের জল মুছে একদৌড়ে ছুটে এসে পিছন থেকে জড়িয়ে ধরলো স্পন্দনকে। স্পন্দনের চিন্তিত মুখে ফুঁটে উঠলো হাসি। সবাই হাত তালি দিয়ে উঠলো। স্পন্দন আফরার হাত টেনে সামনে আনলো। আফরার হাতে নিজের ফুলের ব্যুকে তুলে দিয়ে আফরার কানে ফিসফিসিয়ে বললো,,
– ভালোবাসি আফরা,,, প্লিজ আমার মিসেস আহসান হয়ে যাও।
আফরা লজ্জায় মাথা নামিয়ে স্পন্দনের বুকে মুখ লুকালো। সবটা যেন স্বপ্ন মনে হচ্ছে তার কাছে। এতোদিন কল্পনায় যেমন স্বর,, ব্যবহার,, ভাষার ধরন,, ঠিক যেমনিটা কল্পনা করেছিলো আফরা স্পন্দনকে। আজকে তার সবটাই তেমনই ছিলো। এখন তো আফরার মনে হচ্ছে ওটা কল্পনা ছিলো না। মনের সাথে মনের অদ্ভুত এক সম্পর্ক ছিলো। কল্পনার ছদ্মবেশে লুকানো ভালোবাসা ছিলো।

আফরা আর স্পন্দন সেট হয়ে গেলো। এখন বাকি (তাহজিব + রুহি) এবং ( আফিম + ইনায়াত)। ওরাও হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের একটা কথা বুঝলাম না। রুহিকে তাহজিবের সাথে মেনে নিতে পারছেন না কারণ তাহজিব রুহিকে নয় ইনায়াতকে ভালোবাসে। আবার ইনায়াতকে তাহজিবের সাথে চাইছেন যার মনে তাহজিবের জন্য কিছুই নেই। এটা কেমন সমীকরণ?? যাই হোক!! পাশে থাকবেন,, ভালো থাকবেন। আজকে থেকে আর টানা দুই তিনদিন পর্যন্ত সকালে একটা আর রাতে একটা পার্ট দিবো গল্পের। যেহেতু শেষের পথে,, সেহেতু বোনাস পার্ট।

চলবে,,,