#ছদ্মবেশে_লুকানো_ভালোবাসা
#মৌমি_দত্ত
#পর্ব_৩২
মেয়েরা চুপিসারে আফিমদের বাড়িতে এসে ঢুকলো। ছেলেরা এখন এক রুমে থাকে আর মেয়েরা সবাই এক রুমে। ক্লান্ত মেয়েরা সোজা চলে গেলো রুমে। রিপোর্টগুলো রুহি আলমারিতে লকারে ভরে রাখলো। ইনায়াত আর আফরা ফ্রেশ হয়ে নিয়েছে এর মধ্যেই। রুহি খাটের উপর বসে অনবরত আনমনা হয়ে পা দোলাচ্ছে দেখে ভ্রু কুঁচকে বললো ইনায়াত,,
– কিরে ঘুমাবি না??
– হুম ঘুমাবো আপি। আর শুনো কাল সকালেই আমরা থানায় যাবো। আর কাল দুপুরের দিকে আমার পরিচিত লোকটার কাছে সব ডকুমেন্টস জমা দিয়ে আসবো। ওকে??
আফরা আর ইনায়াত ও সম্মতি জানালো।রুহিও ফ্রেশ হয়ে এলো। এরপর তিনজনই খাটে পাশাপাশি ঘুমিয়ে পড়লো। সকাল হবার অপেক্ষা ও উত্তেজনার থেকেও তাদের মাঝে বিষাদ ও ক্লান্তিটাই বেশি।
.
.
ভোর বেলা ঘুম ভেঙ্গে গেছে তিনজন মেয়েরই। সবাই একসাথে নামাজ আদায় করে নিলো। আলমারিতে জায়নামাজ ঢুকিয়ে রাখতে গিয়ে থমকে গেলো আফরা। আচমকা না চাইতেও মন চাইছে শাড়ি পড়ে একটু বৌ বৌ সাজতে। পরক্ষনেই তাচ্ছিল্য হাসলো আফরা। স্পর্শ ইদানীং তার দিকে তাকায়ই না। শাড়ি পড়ে রমনী সাজবে কার জন্য। হতাশ মুখে আলমারি বেঁধে পিছনে ফিরতেই চমকে উঠলো আফরা। দাঁত কেলিয়ে কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রুহি আর ইনায়াত। দুজনের চোখে মুখে দুষ্টুমি স্পষ্ট। আফরা হালকা ঢোক গিলে বললো,,
– কি হলো তোদের আবার??
মেয়েরা কিছুই বললো না। আফরাকে টেনে এনে খাটে বসিয়ে দিলো তারা। রুহি গিয়ে আলমারি খুলে একটা নীল জমিনে সাদা পার,, একটা লাল জমিনের কালো পার আর একটা কালো জমিনের সোনালী পারের শাড়ি বের করলো। ইনায়াত ড্রেসিং টেবিলের বক্স থেকে সেফটিপিন,, কানের,, টিপ,, চুড়ি বের করছে ম্যাচ করে। আফরা বুঝলো এই দুই মেয়ের মাথায় পাগলামী চেপেছে। মুচকি হাসলো সে শুধু সম্মতিসূচক।
প্রায় আধা ঘন্টা পর তিন মেয়ের শাড়ি পড়া হলো।
রুহি পড়েছে নীল ব্লাউজ কনুইয়ের একটু নিচ পর্যন্ত,, নীল শাড়ি সাদা পার,, হাতে সাদা কাঁচের চুড়ি,, কানের ছোট ঝুমকো। জলকুমারি লাগছে তাকে।
আফরা পড়েছে লাল শাড়ি কালো পাড়,, লাল ব্লাউজ রুহির মতোই কনুইয়ের নিচ পর্যন্ত,, হাতে লাল চুড়ি,, কানে ছোট্ট ঝুমকো।জলন্ত আগুনের মতোই দেখতে লাগছে তাকে।
আর ইনায়াত পড়েছে কালো শাড়ি সোনালী পার,,কালো ব্লাউজ,, হাতে কালো চুড়ি,, কানে ঝুমকো।মায়াবিনী যাদুকরীর মতোই লাগছে ইনায়াতকে।
তিনজনই চুল হাত খোঁপা করেছে আর কপালে কালো টিপ। মুখে বা চোখে কোনো সাজ নেই। এখন তাদের তিনজনকে লাগছে পরিপূর্ণ রমনী। অসময়ে যেন বসন্ত এসে হানা দিয়েছে ঐ ছোট্ট রুম জুড়ে। তিন রমনীর হাসির খিলখিল ধ্বনি পুরো রুমে সৃষ্টি করেছে অদ্ভুত এক আবহাওয়া,,,যাতে নেশা ধরানোর ক্ষমতা আছে।
.
.
সকাল সাতটার দিকে ঘুম ভাঙ্গলো স্পন্দনের। মাথা চেপে ধরে উঠে বসলো। মাথা কিছুটা পরিষ্কার হয়ে আসতে অবাক হলো স্পন্দন। সে রুমে এলো কিভাবে সে প্রশ্ন মাথার ব্যাথা দ্বিগুন বাড়িয়ে দিলো। দুই পাশে মরার মতো পড়ে ঘুমিয়ে আছে তাহজিব আর আফিম। স্পন্দন দুজনকে ধাক্কা দিয়ে তুললো। দুজনেরও মাথা ব্যাথা। অবশ্য হবে না-ই বা কেন?? তিন জন কাল রাতে কম তো গিলেনি বারে। পরক্ষনেই তিন ছেলে যেন নিজ জায়গায় জমে গেলো মাথায় একটা প্রশ্ন আসতেই। ” তারা বাসায় কিভাবে এসছে?? মেয়েরা তাদের অমন অবস্থায় দেখেছে?? ”
দ্রুত ফ্রেশ হয়ে ৮ টার কাছাকাছি নিচে নামলো তিন ছেলে পাশাপাশি হেঁটে সিড়ি বেয়ে। তিনজনেরই কেমন যেন গা শিউরে উঠছে ভবিষ্যত ভাবনা নিয়ে ব্যাকুল হয়ে। কিন্তু শেষ সিড়ির কাছে এসেই থমকে গেলো তিনজনের পা। টেবিলে তিনটা চেয়ারে বসে আড্ডা দিচ্ছে রুহি,, ইনায়াত আর আফরা। তিনজনেই হেসে উঠছে একসাথে কিংবা পালা করে। কি মধুর লাগছে দেখতে। যেন বিয়ে করা বৌ।
হঠাৎই ইনায়াতের চোখ গেলো সিড়িতে দাঁড়িয়ে থাকা ছেলেদের দিকে। ইনায়াত চোখের ইশারায় রুহি আর আফরাকে তাকাতে বললো। রুহি আর আফরাও তাকালো ছেলেদের দিকে। মেয়েরা উঠে দাঁড়ালো।
– কি হলো?? আসুন মহারাজারা!! আপনাদের আসন গ্রহন করুন।
ব্যঙ্গ করে বললো রুহি। তার চোখ তাহজিবের দিকে জ্বলন্ত লাভার মতো তাকিয়ে আছে। তাহজিব মাথা নিচু করে ফেললো।
– হ্যাঁ,, হ্যাঁ আসুন। কাল তো অনেক কষ্ট হয়েছে আপনাদের। তাই না??
ব্যঙ্গ করে বলে উঠলো আফরা। ছেলেরা ধীর পায়ে মাথা নিচু করে এসেই বসলো।
– দোস্ত মনে তো হচ্ছে,, মেয়েরা ক্ষেপ্পা হয়ে আছে।
ফিসফিসিয়ে বললো তাহজিব। স্পন্দন শুকনো ঢোক গিলে ফিসফিসিয়ে বললো,,
– হবে না!! কাল কে জানে কতোটা মাতলামি করেছি।
আফিম চুপ হয়ে তাকিয়েই আছে ইনায়াতের দিকে। তবে বাকি দুইজনের কথা তার কানে এসেছে। নিজের তাকিয়ে থাকা জারি রেখে ফিসফিসিয়ে বললো আফিম,,
– কি আর করবে বল?? দোষটা আমাদের তা তো মানিস তোরা। বড়জোড় একটু কথা শুনাবে। তোরা এতোকিছু দেখলি এটা ভেবে দেখলি না যে মেয়েরা আজকে কতো সুন্দর করে শাড়ি পড়েছে। তিনজনকেই আজ সত্যিই আমাদের বিয়ে করা বৌ লাগছে।
স্পন্দন আর তাহজিবও সব ভয় ভুলে তাকিয়ে রইলো নিজ নিজ প্রেমিকার দিকে। মেয়ে তিনজন ছেলেদের এভাবে তাকিয়ে থাকা দেখে লজ্জা পেলো। সব রাগ ভুলে তিনজন মিলে আফিম,, স্পন্দন ও তাহজিবকে ব্রেকফাস্ট বেড়ে দিতে লাগলো। এতোকিছুর মধ্যে আফিমই মুখ খুললো সবার প্রথমে,,
– আই এম সরি গার্লস,,, আমাদের কাল অতোটা ড্রাংক হয়ে বাড়ি ফেরা উচিত হয়নি।
কথাটা আফিম সব মেয়েদের উদ্দেশ্যে বললেও তাকিয়ে ছিলো ইনায়াতের দিকে। ইনায়াতের হার্টবিট যেন দ্বিগুন হয়ে গেছে আফিমের এতো নেশা চাহনিতে। ইনায়াত তাই অস্থির ভাবে এদিক ওদিক তাকাতে লাগলো। তখনই তাহজিব বললো,,
– হ্যাঁ,, আমাদের মনে রাখা উচিত ছিলো যে তোমরাও আছো। এমন সময় এসব একপ্রকারের অশালীনতা।
তাহজিব এক হাতে কান ধরে ইশারায় কিউট মুখ করে সরি বললো রুহির দিকে তাকিয়ে। রুহি মুচকি হেসে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলো।
– তাই আমরা সত্যিই সরি জানাচ্ছি মন থেকে। নেক্সট টাইম,,, আসলে নেক্সট টাইম না। আর কখনোই আমরা এমন কাজ করবো না। প্রমিজ।
আফরার দিকে আড়চোখে তাকিয়ে বললো স্পন্দন। তাকালে যেন চোখই সড়তে চাইছে না। তাই সরাসরি তাকাতেও পারছে না স্পন্দন। আফরার মুখটা মলিন হয়ে গেলো। বুঝতে কষ্ট হলো না স্পন্দন তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কারণটা কি তা না বলে এই এড়িয়ে চলার কি দরকার??
.
.
আজকে সব রান্নার দায়িত্ব নিয়েছে ইনায়াত। সে এক কথায় জানিয়ে দিয়েছে রান্নাঘরে আফরা বা রুহির আসার দরকার নেই কোনো। ইনায়াতের জেদের কাছে হার মানলো আফরা আর রুহি। রুহি ভাবলো ছাদটা একটু পরিষ্কার করে সাজিয়ে নেবে। সে জানেনা ক’দিন বাকি তাদের হারিয়ে যাওয়ার। এই ক’টা দিন একসাথে থাকতে চায় সে। এটা তিনজন মেয়েরই ভাবনা। শেষের ফলাফল কি হবে জানা নেই মেয়েদের। তবে কিছু সুখময় স্মৃতি মনের সিন্দুকে জমা করে নিতে কোনো সমস্যা নেই। ছেলেরাও জানিয়ে দিয়েছে আজ মেয়েদের সাথে সময় কাটাবে। তাই তারা বের হচ্ছে না। আর আফরা আজকে বাগানে সময় কাটাবে ভেবে নিয়েছে। রুহি ইতোমধ্যে কল করে রেখেছে তার পরিচিত এক মানুষকে। সে একটু বাদেই ডেলিভারি ম্যানের রুপ ধরে আসবে। তখন তার হাতে সব কিছু তুলে দেবে। সে নিজ দায়িত্বে সব করে নেবে।
ছেলেরা নিজেদের রুমে বসে আছে। তিনজনই খুব চিন্তায় আছে।
– আমরা কি ভুল করছি নিজেদের ওদের থেকে দূরে রেখে?? আই মিন,,, ওরা ভুল ভেবে বসে থাকবে না তো??
তাহজিব প্রশ্ন করলো জানলার পাশে বুকের কাছে হাত ভাঁজ করে হেলান দিয়ে দাঁড়িয়ে। পুশ আপ করছে স্পন্দন। এই কথা শুনে সে মেঝেতেই ঘর্মাক্ত গা এলিয়ে দিলো। আফিম একটা ছোট্ট বল ক্রমশ দেওয়ালে ছুড়ে দিচ্ছে আর ক্যাচ করছে,, আবারও ছুড়ে দিচ্ছে।
– আমরা ঠিক করছি না।
আফিম নিজের কাজ করতে করতে বললো। তাহজিব আর স্পন্দন তাকালো আফিমের দিকে। স্পন্দন তখন বললো,,
– মানে??
– তুই একজন মাফিয়া,, তাহজিবও মাফিয়া,, আমি একজন ব্যবসায়ী। আমাদের ফিল্ডে আমাদের কম শত্রু নেই। কে জানে কখন আমাদের কার কি হয়ে যায়। আর কোনো কিছু না হলেও কাল সম্পর্কে আমরা কেও কিছু জানিনা। কোনো ভরসা নেই কাল কি হবে। আমরা আজকের সময়টা কেন নষ্ট করছি??
তাহজিব প্রশ্ন করলো। তিন যুবকই নীরব তাকিয়ে রইলো একে অপরের দিকে। এরপর তাহজিব বের হয়ে এলো মুক্ত বাতাসের জন্য। পা চালালো ছাদের দিকে। স্পন্দন নিজের ঘাম মুছতে মুছতে ওয়ার্ক আউট করবে বলে নেমে এলো বাগানে। আফিমও আর কি করবে?? বের হয়ে এলো রুম থেকে। নেমে এলো সিড়ি বেয়ে নিচে। তখনই চোখ আটকে গেলো রান্নাঘরের দিকে। বেহায়া মন আর অবাধ্য পা জোড়া এগিয়ে চললো ইনায়াতের দিকে। ইনায়াত তখন আঁচল কোমড়ে গুঁজে সবজি কাটছে বোর্ডের উপর রেখে। হঠাৎই দুটো হাত কোমড় আঁকড়ে ধরলো তার। শিউরে চমকে উঠলো ইনায়াত। কিন্তু বুঝতে অসুবিধা হলো না এটা আফিমের স্পর্শ। হালকা কাঁপুনি শুরু হয়ে গেছে ইনায়াতের। আফিম ইনায়াতের ঘর্মাক্ত কাঁধে নাক ঘষলো কয়েকবার।
– কি করছেন আফিম?? এটা রান্নাঘর।
আফিমের ঠোঁটের কোণে হাসি ফুঁটলো। ইনায়াত তাকে মেনে নিয়েছে বুঝতে কষ্ট হলো না। নাহয় না দেখেই স্পর্শ চিনে নেওয়া,, নাম ধরে ডাকা এসব হতো না। ইনায়াতের ঘাড় থেকে মুখ উঠিয়ে কানের লতিতে ঠেকালো আফিম ঠোঁট। ইনায়াত আরেক দফা কেঁপে উঠলো। হাত থেকে ছুড়ি ইতোমধ্যেই পড়ে গেছে তার। ইনায়াতের খালি হাত নিজের কোমড়ে পেঁচিয়ে থাকা আফিমের হাত দুটো খামচে ধরলো আবেশে।
– ছাড়ুন আফিম।
কাঁপা স্বরে বললো ইনায়াত কোনো ভাবে।
– উহু!! এভাবেই থাকো। বেশ বৌ বৌ লাগছে। আমার বৌ লাগছে।
ধীর কন্ঠে ফিসফিসিয়ে বললো আফিম ইনায়াতের কানের কাছে। এরপর আলতো করে কামড়ে দিলো ঘাড়ে। এরপর কানের লতিতে। ইনায়াত সহ্য করতে না পেরে ঝট করে ফিরে মুখ লুকালো আফিমের বুকে। আফিমও পরম আবেশে জড়িয়ে নিলো প্রিয়তমাকে বুকে।
.
.
স্পন্দন বাগানের দিকে আসছিলো। তখনই।আফরার কন্ঠে মৃদু চিৎকার আর ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনলো। চমকে উঠলো স্পন্দন। চোখ ঘুড়িয়ে সব দিকে দেখে বুঝলো ঝোঁপের আড়ালে কিছু একটা আছে। এগিয়ে গেলো ঝোঁপের ভিতর। দেখলো কাঁদায় পড়ে আছে আফরা। বারবার উঠে বসার চেষ্টা করলেও হাত পিছলে কাঁদায় পড়ে যাচ্ছে সে। তা দেখে হেসে ফেললো স্পন্দন। বুকের কাছে হাত ভাঁজ করে এটিট্যুড নিয়ে বললো,,
– আফরামনি?? কাঁদা কম পড়েছে?? এইটুকুনি কাঁদায় মাখামাখি করে মন ভরবে তো??
স্পন্দনের টিপ্পনি বেশ বুঝতে পারলো আফরা। রাগে কটমট করে তাকালো স্পন্দনের দিকে। কিন্তু মুখে কিছু বললো না। গত কয়েকদিন ধরে এভাবে পার্সোনালি কথা তাদের হয়নি। আর বাদ বাকিদের সামনে যা হয়েছে তাও না হওয়ার সমান। আফরা নিজে নিজেই উঠতে চেষ্টা করলো। স্পন্দন মুচকি হেসে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিলো আফরার দিকে। আফরা দেখেও পাত্তা দিলো না। নিজের মতোই উঠতে চাইলো। ইতোমধ্যে পুরো শাড়ি,, সারা শরীর,, কাঁদায় মাখামাখি। ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করলো স্পন্দন।
– কি ব্যাপার?? হাত দাও।
আফরা তাও কিছু বললো না। কোনমতে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে পড়লো আফরা। কোমড়ে,, হাতে সব জায়গায় কাঁদার ছড়াছড়ি। আফরা বাসার দিকে পা বাড়াচ্ছিলো। তখনই স্পন্দন আচমকা আফরাকে কোলে তুলে নিলো কথাবার্তা ছাড়াই। মুখে তার রাগ আর জেদ স্পষ্ট।
– কথা বলবে না???প্রতিজ্ঞা করেছো নাকি আমাকে এড়িয়ে চলার ??
স্পন্দন জিজ্ঞেস করলো। আফরার চোখে অভিমানেরা ভীর করেছে জলের রূপে। আফরা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। স্পন্দন আরো শক্ত করে জড়িয়ে নিলো আফরাকে নিজের সাথে।
– ঠিক আছে। আমিও দেখি কথা কিভাবে না বলে থাকো।
এই বলেই স্পন্দন পা বাড়ালো বাড়ির দিকে। কোনভাবে পা টিপে ঘরে ঢুকে উঁকি মেরে দেখে নিলো আফরাদের রুমে কেও আছে নাকি। এরপর রুম খালি দেখে দ্রুত ঢুকে পড়লো মেয়েদের রুমে। দরজা পা দিয়ে ঠেলে লাগিয়ে দিলো। আফরা এখনো মোচড়ামুচড়ি করছে। স্পন্দন আফরার দিকে কটমট করে তাকাতেই ভেঙ্গচি কেটে আফরা অন্যদিকে মুখ ঘুরালো। চোখের পানি গড়িয়ে পড়া স্পষ্ট। স্পন্দন আফরাকে নিয়ে ঢুকে পড়লো ওয়াসরুমে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়লো স্পন্দন। নামিয়ে দিলো ধীর গতিতে আফরাকে। আফরা স্পন্দনের দিকে একবার তাকিয়ে চলে আসতে চাইলো। কিন্তু স্পন্দন আফরার হাত ধরে এক টান দিলো। আফরা এসে পড়লো স্পন্দনের বুকে। স্পন্দন শাওয়ার অন করে দিলো আফরার দিকে তাকিয়েই। হঠাৎ চোখে মুখে পানি পড়তেই চমকে উঠলো আফরা। সড়ে আসার চেষ্টা করেও লাভ হলো না। স্পন্দন আফরাকে দেওয়ালের সাথে চেপে ধরে দুইদিকে হাত দিয়ে দাঁড়ালো। পানির স্রোত স্পন্দনের শরীর বেয়ে পড়ছে আফরার শরীরে। স্পন্দনের চোখে রাগ স্পষ্ট।
– কেন এড়িয়ে যাচ্ছো আমাকে?? কি সমস্যা?? কথা বলো।
আফরা অন্যদিকে মুখ ঘুড়িয়ে নিলো।
– আফরা আমাকে ভুল কিছু বলতে বা শোনাতে বাধ্য করো না।
আফরা তাচ্ছিল্য ভরে হাসলো।
– আর কি কি ভুল করতে পারো তুমি??? একটু বলবে স্পন্দন???
রাগ কেটে গিয়ে বিষ্ময় ফুটে উঠলো স্পন্দনের মুখে।অবাক হয়ে বললো,,
– মানে!! কি বলতে চাইছো তুমি!!
আফরা মৃদু হেসে বললো,,
– কি আর বলতে চাইবো?? বলো??? তোমার হাতের গুটি ছাড়া,,,আমি আর কিছুই না।
স্পন্দন এক প্রকার হুঙ্কার ছেড়ে বললো,,,
– শাট আপ আফরা।যাষ্ট শাট ইওর ননসেন্স।
– ননসেন্স?? ভালোই বলেছো।ননসেন্স-ই বটে।তুমি অসাধারণ হতে পারো।তবে,,আমি অসাধারণ নই।আমি সাধারণ একটি মেয়ে।আর পাঁচ,, দশটা সাধারণ মেয়ের মতোই আমারো ইচ্ছে করে,,, আমার ভালোবাসার মানুষটি আমার প্রশংসা করুক।আমার সাথে কিছু সময় কাটাক।আমার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকুক।কিন্তু???তুমি???এর একটা ও কি তুমি করেছো??? না।করোনি তুমি।বাকি সব বাদ দাও।তুমি তো আমার দিকে তাকাতেও চাও না।আড় চোখে পর পুরুষের মতো তাকাও।এমন মনে হয়,,,,যেনো আমরা একজন আরেকজন কে চিনি না।সম্পূর্ণ অপরিচিত। আমার মাঝে খামতি টা কোথায় স্পন্দন??? নাকি অজান্তেই কিছু ভুল করেছি আমি। আমার খামতি,,, আমার ভুলগুলো আমায় বলে তো দিতে পারো স্পন্দন!! আমি নয় আমার খামতি গুলো পূরণ করে নিবো।
যদিও এতে আমার ভালোবাসার অপমান হবে।তবুও,,, কি আর করবো বলো??? তোমাকে ভালোবেসে,,,আমি আমার আত্মসম্মানবোধ,,,আত্মঅহংকার,, লাজ,, লজ্জা,,, সবই বিসর্জন দিয়ে দিয়েছি।বেহায়া মেয়ের মতো কি,,কি – ই না করছি।
এসব শুনে স্পন্দন চিৎকার করে উঠলো।
– চুপ করো আফরা। দয়া করে চুপ করো।
এটুকু বলেই স্পন্দন আফরার দিকে পিঠ দিয়ে দাঁড়ালো।
-আমি মানছি আমার ভুল আছে।তবে তুমি যেটা ভাবছো সেটা আমার ভুল না।সেটা সম্পূর্ণ তোমার ভাবনার ভুল। আমি তো তোমাকে কখনো বলিনি,,যে,,তোমার মাঝে কমতি আছে বলে আমি তোমায় এড়িয়ে চলছি। আমি তোমাকে এড়িয়ে চলছি,, কারণ আমার মাঝে অস্বস্তি কাজ করছিলো। অপরাধবোধ হচ্ছিলো আমার।তোমার সম্মতি ছাড়াই,,তোমাকে জোর করে কাছে টেনে নিয়েছিলাম।যেটা অবশ্যই আমার ভুল।আমার মনে হচ্ছিলো,,, তুমি আমায় ভুল বুঝেছো,,,তুমি আমায় ভুল বুঝবে।
স্পন্দন আরো কিছু বলতে চাইছিলো।কিন্তু ততক্ষণে আফরা হালকা পা উঁচু করে দাঁড়িয়ে স্পন্দন এর কলার টেনে,,,তাকে নিজের দিকে ফিরিয়ে নিলো। আচমকা এমন হওয়াতে স্পন্দন কিছু বলতে চাইছিলো।কিন্তু আফরা সে সুযোগটুকু দিলো না।তার আগেই নিজের ঠোঁটজোড়া মিলিয়ে দিলো স্পন্দনের ঠোঁটের মাঝে।
.
.
পুরো ছাদটা নিজের মতো করে সাজিয়ে,,, রুহি তার চুলের খোঁপা খুলে রেলিং ধরে দাঁড়িয়ে আছে,, চোখ বন্ধ করে। চোখ বন্ধ থাকলেও রুহির বুঝতে অসুবিধা হলো না যে তাহজিব এসে দাঁড়িয়েছে তার পাশে।
চোখ বন্ধ রেখেই রুহি বললো,,,
– কিছু লাগবে তোমার??
তাহজিব প্রচন্ডরকম অবাক হলো। মনে মনে ভাবলো,,, মেয়েটা চোখ বন্ধ রেখেও আমার অস্তিত্ব বুঝতে পারে না কি???
রুহি চোখ খুলে তাহজিবের দিকে তাকালো।
তাহজিব গম্ভীর মুখেই প্রশ্ন করলো,,
– আমার থেকে পালিয়ে বেড়াচ্ছিলে কেন??
– জানো??ইনু আপির না ভীষণ জ্বর কাউকেই জানায়নি। তা নিয়েই বেশ চিন্তায় আছি।
এ কথা শুনে আঁতকে উঠলো তাহজিব।রুহিকে সে নিঃসন্দেহে ভালোবাসে।তবে মানুষ প্রথম ভালোবাসার মায়া সম্পূর্ণভাবে কখনোই কাটিয়ে উঠতে পারে না।তা অসম্ভব। তাহজিব এর ক্ষেত্রেও তাই।কিছুটা মায়ার টান,,রয়েই গেছে।অস্থির গলায় তাহজিব বললো,,,
– কি বলছো তুমি?? ও ওষুধ খেয়েছে?? দাঁড়াও সবাইকে জানিয়ে দিই।
এ বলে হন্তদন্ত হয়ে তাহজিব ছাদের দরজার দিকে পা বাড়াচ্ছিলো।তখন-ই রুহি তাচ্ছিল্য ভরে হেসে বলে উঠলো,,,
– ইনুপ্পির কোনো জ্বর নেই।আমি তোমায় মিথ্যে বলেছি।
এ কথা শুনে থেমে গেলো তাহজিব এর পা।ভ্রু কুঁচকে বিরক্তি নিয়েই ঘুরে তাকালো সে রুহির দিকে। গম্ভীর স্বরেই বললো,,
– এমন ঠাট্টার মানে কি রুহি???
রুহি ধীর গতিতে হেঁটে তাহজিব এর কাছে এসে দাঁড়ালো। মুচকি হেসে তাহজিব এর চুল ঠিক করতে করতে বললো,,
– তোমাকে এড়িয়ে চলার অভিমান আর অভিযোগ,,, মুহূর্তেই চাপা পড়ে গেছে ইনুপ্পির চিন্তায়।তাই না তাহজিব??
তাহজিব থমকে গেলো। এ প্রশ্নের উত্তর তার কাছে নেই। তা জানা আছে ভালোই।
রুহি আবারও মুচকি হেসে বললো,,
– আগে,, তোমাকে না পেয়েও,, ভালোবেসে সন্তুষ্ট ছিলো যে মন,,এখন তুমি তার হবে জেনেও,,,সে মন ভালোবেসে কেন তুষ্ট হতে পারছে না??
তাহজিব এর কাছে এ প্রশ্নের ও কোনো উত্তর নেই।রুহি ছাদের দরজার দিকে এগিয়ে যেতে যেতে গলার স্বর উঁচিয়ে বললো,,,
– আজ তোমার কাছে উত্তর নেই বলেই,,তোমায় এড়িয়ে চলছি। যেদিন তোমার কাছে উত্তর থাকবে,, সেদিন আমি চাইলেও তোমাকে এড়িয়ে যেতে পারবো না।হোক সে উত্তর আমার পক্ষে,, কিংবা বিপক্ষে।
আপনারা মনে হয় গল্পটা ভালো মতো পড়েন না।কারণ পড়লে বুঝতে পারতেন,,আমি বলেই দিয়েছি আগের পর্বে,, যে,,রুহি চিকিৎসার জন্যেই বিদেশ যাবে।তাই দয়া করে ❝চিকিৎসা না করিয়ে,, অসুস্থ মানুষ ফাতরামি করছে,,,রুহি ন্যাকামো করছে,,❞ এসব বলবেন না।আমার মা’ কে ক্যান্সার এর জন্যেই মারা যেতে দেখেছি।তাই আমার নূন্যতম হলেও ধারণা আছে এ রোগ নিয়ে।
চলবে….