দুষ্ট ছাত্রীর রোমান্টিক প্যারা পর্ব-০৫

0
631

গল্প : দুষ্ট ছাত্রীর রোমান্টিক প্যারা
পর্ব : ৫
লেখক : দুষ্ট ছেলে

তানিয়াঃ আগেই তো বললাম আম্মু বলছে,,,তুমি নাকি বলছো।

নিরবের আম্মুঃ তুই কি করে শুনলি তকে কি বলছে এই কথা ।

তানিয়াঃ আরো এক বছর আগে শুনছি আম্মু আর আব্বু একদিন বলছিলো রাতে খাবার খেতে বসে তখন একটু শুনেছি।

নিরবের আম্মুঃ তাহলে তুই ভুল শুনছিস এক বছর আগে আমি বলছিলাম তর কথা তর আম্মুকে কিন্তু তর বয়স কম বলে তর আম্মু নিজে না বলে দিয়েছে এমনি কি তর আব্বু সহ আর তখন আমি এসে আমার বান্ধবীর মেয়ে সুলতানা কে পছন্দ করে রাখছি কিছুদিন পর বিয়ের কথা বলতে যাবো সুলতানাদের বাসায় আজ মনে হয় তারা আসবে আমার বাসায়।

এটা শুনে তানিয়ার প্রচন্ড মন খারাপ হয়ে গেলো তবুও নিজেকে শক্ত করে বললো।

তানিয়াঃ ও আচ্ছা আমি যানতাম না আন্টি এই কথা এখন তাহলে আমি যাই ।

নিরবের আম্মুঃ ঠিক আছে কিন্তু হঠাত এমন কথা বললি কারন কি বলতো।

তানিয়াঃ কিছুনা এমনি জিজ্ঞেস করলাম।

নিরবের আম্মুঃ সত্যি কথা বল কি হয়েছে।

তানিয়াঃ সত্যি কথা বলবো কারনটা কি।

নিরবের আম্মুঃ হুম বল কি কারন।

তানিয়াঃ আমি নিরব কে,,,,,,,

এতটুকু বলার পর আর বলতে পারলো না তার আগেই কেউ নিরব এর আম্মু কে দরজার কাছ থেকে ডাকলো তখন নিরব এর আম্মু দেখে বললো।

নিরবের আম্মুঃ আরে বান্ধবী তুই এসে গিয়েছিস ।

এইবলে দৌড়ে নিরবের আম্মু তার বান্ধবীর কাছে গেলো তখন নিরব এর আম্মু বললো।

নিরবের আম্মুঃ কেমন আছিস বান্ধবী তুই ।

সুলতানার আম্মুঃ এই তো ভালো আছি তুই কেমন আছিস।

নিরবের আম্মুঃ আমিও ভালো আছি আয় ভিতরে আয় তর কথাই বলছিলাম এতখন আয় বসে কথা বলি।

সুলতানার আম্মুঃ দাড়া আমার মেয়েটা আসুক।

নিরবের আম্মুঃ সুলতানা আসছে সাথে৷।

সুলতানার আম্মুঃ হুম কিরে কোথায় তুই সুলতানা আয় ।

তখন সুলতানা ভিতরে আসতে আসতে বললো।

সুলতানাঃ এইতো আসছি আম্মু।

তখন সুলতানা এসে নিরব এর আম্মুর পায়ে দরে সালাম করে তখন নিরব এর আম্মু সুলতানা কে উঠিয়ে বলে ।

নিরবের আম্মুঃ উঠ মা কত লক্ষি মেয়ে

সুলতানাঃ কেমন আছো।

নিরবের আম্মুঃ ভালো আছি তুই কেমন আছিস মা।

সুলতানাঃ ভালো আছি।

তখন সুলতানার আম্মু বলে।

সুলতানার আম্মুঃ তা তর হাসব্যান্ড কোথায়।

নিরবের আম্মুঃ অফিসে আছে ।

সুলতানার আম্মুঃ তর মেয়ে কোথায় আর নিরব কোথায়।

নিরবের আম্মুঃ মেয়েটা একটু বাহিরে গেছে নিরব ঘরে আছে। দাড়িয়ে কথা বলবি নাকি বসে।

তখন সবাই মিলে বসে পড়লো সোপাসিটে তখন সুলতানা বললো।

সুলতানাঃ এই মেয়েটা কে।

তানিয়া কে দেখিয়ে বললো তানিয়া এতখন দাঁড়িয়ে দাড়িয়ে দেখছিলো তখন নিরব এর আম্মু বললো।

নিরবের আম্মুঃ এর নাম তানিয়া আমাদের পাশের বাসায় থাকে নিরব এর কাছে পড়ে৷।

সুলতানার আম্মুঃ ও আচ্ছা তানিয়া তুমি এদিকে আসো তো।

তখন তানিয়া গিয়ে সালাম দিলো সালাম এর উওর নিয়ে বললো।

সুলতানার আম্মুঃ তুমি দাড়িয়ে আছো কেন বসো।

তানিয়াঃ না আন্টি আমায় বাসায় যেতে হবে।

সুলতানার আম্মুঃ ঠিক আছে তাহলে যাও।

এইবলে তানিয়া চলে যাবে তখনি নিরব এসে দেখে সুলতানার আম্মু বসে আছে সাথে সুলতানা তখন নিরব গিয়ে সালাম দিলো তখন সুলতানার আম্মু কে তখন সুলতানার আম্মু বললো।

সুলতানার আম্মুঃ কেমন আছো বাবা তুমি।

নিরবঃ এইতো ভালো আছি আপনি কেমন আছেন।

সুলতানার আম্মুঃ ভালো আছি বাবা।

তখন নিরব সুলতানাকে বললো।

নিরবঃ কেমন আছো।

সুলতানাঃ ভালো তুমি কেমন আছো।

নিরবঃ ভালোই আছি।

তখন নিরব তার আম্মু কে বললো

নিরবঃ আম্মু আমি একটু বাহিরে যাচ্ছি কাজ আছে আসতে রাত হবে।

নিরবের আম্মুঃ ঠিক আছে তারাতাড়ি চলে আসিস।

এইবলে নিরব বাহিরে চলে আসলো সাথে তানিয়া আসলো নিরব চলে যাচ্ছিল তখন তানিয়া বললো।

তানিয়াঃ অই দাড়াও শুনো।

তখন নিরব দাড়িয়ে গেলো তখন তানিয়া গিয়ে বললো।

তানিয়াঃ অই মেয়ের দিকে এমন করে তাকিয়ে ছিলে কেন হুম।

নিরবঃ আরে এরা আমাদের মেহমান তাদের সাথে একটু ভালো করে তাকিয়ে কথা না বললে বলবে তাদেরকে অপমানিত করছি।

তানিয়াঃ আচ্ছা ঠিক আছে কিন্তু আর তাকাবে না।

নিরবঃ আচ্ছা কি বলবে তারাতাড়ি বলো।

তানিয়াঃ কোথায় যাবে এখন তুমি।

নিরবঃ বন্ধু ফোন করছে বললো তারাতাড়ি যেতে কাজ আছে গিয়ে দেখি কি হয়। আরো কিছু বলবে।

তানিয়াঃ হুম শুনো রাতে ছাদে আসবে আমাদের বাসার একটু প্লিজ প্লিজ না করো না।

নিরবঃ ঠিক আছে কিন্তু কিসের জন্য।

তানিয়াঃ সেটা তুমি আসলে যানতে পারবে।

নিরবঃ ঠিক আছে আরো কিছু বলবে।

তানিয়াঃ শুনো তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না আর ভুলেও কথা বলবে না কোনো মেয়ের সঙ্গে। আর পান সিগারেট খাবে না কারন আমার কিস করতে কষ্ট হবে। দেখে শুনে যাও রাস্তা দেখে পার হবে তারাতাড়ি আমাদের বাসার ছাদে আসবে আমি অপেক্ষায় থাকবো তোমার জন্য ।

নিরবঃ বাবাহ এত কেয়ার ঠিক আছে আমি আসবো যাও।

তখন তানিয়া চলে গেলো আর নিরব সেখান থেকে চলে আসলো।

তানিয়া বাসায় গিয়ে তার আম্মুর সাথে ভালো ব্যাবহার করলো কিন্তু তার ভিতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তার প্রিয় মানুষটি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে।
রাতে খাবার খেয়ে তানিয়া গিয়ে ছাদে বসে কান্না করতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো নিরব এর জন্য রাত ১০ টা বেজে গেছে তবুও নিরব আসছে না তানিয়ার আম্মু আব্বু সবাই ঘুমিয়ে পড়ছে ছাদে একটা খাট ছিলে ছোট্ট সেখানে মাঝে মধ্যে কেউ শুয়ে থাকতো কিন্তু এখন আর কেউ শুয়ে থাকে তখন তানিয়া গিয়ে শুয়ে চাঁদ দেখতে লাগলো কিছুখন পর মনে হলো কেউ ছাদে আসছে তখন তানিয়া দেখলো নিরব আসছে তখন নিরব কে বললো।

তানিয়াঃ এদিকে আসো আমি এখানে।

নিরবঃ সরি লেট হলো আসতে।

তখন নিরব কাছে গেলো আর তানিয়া বললো।

তানিয়াঃ বসো এই খাটে বসো।

নিরবঃ হুম বলো কি বলবে।

বানান গুলো ভুল হলে ক্ষমা করে দিবেন।

চলবে,,,,,,,,,,,,,,,,