#নরপিচাশ_ফুফি
#পর্ব_৪
#লেখক_আরিয়ান
।
।
।
~~~~~~~অন্তরা তখন বলল কেন তামান্না তুমি কি ঘুমিয়ে যাবে নাকি?
তামান্না বললো ভাবি আমি একটু দেরি করে ঘুমাবো।
আমি একটা জিনিস বুঝি না তুমি মোবাইল এত ঘাটাঘাটি করো কেন?
তোমার কি পড়াশোনা কিছুই নাই?
তোমার যত বান্ধবী আছে তাদের সব সময় দেখি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে।
আর তোমাকে যখনই দেখি তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো।
তোমার ভাইয়া বলেছে এবার যদি পরীক্ষার রেজাল্ট ভালো না হয় তোমাকে কিন্তু বিয়ে দিয়ে দেবে।
তাই মোবাইল না টিপে পড়াশোনায় মনোযোগ হও। আমার কথাটা শুনে কিছুটা ঘাবড়ে গেল তামান্না। মনে মনে তামান্না ভাবতে লাগলো তনু কিছু বলেছে কিনা ভাবিকে। তামান্না নিশ্চুপ হয়ে গেলো।
তামান্না বললো -তোমরা টেনশন করো না দেখবে আমি ভালো রেজাল্ট করব।আমি মনে মনে ভাবতে লাগলাম তুমি আমার এই ছোট্ট মেয়েটার সাথে এই ধরনের আচরণটা কিভাবে করতে পারো। এর শেষ অবশ্যই আমি তোমাকে দেখে নেব।
!
!
!
কিছুক্ষণ পরেই তামান্না বলল ভাবী আর কিছু বলবেন? আমি বললাম না আমি আম্মার জন্য পানের বাটা খুজতে এসেছিলাম। পানের বাটা পেয়ে গেছি এখন আমি দিতে যাব।আর তুমি অপেক্ষা করো তনু এখনই আসবে তোমার সাথে ঘুমাতে।
তুমি আবার এসব শিখাইও না যে মোবাইলে সারাক্ষণ ভিডিও দেখো তামান্না। আরে না ভাবি ওকে তো আমি সবসময় ভালো কিছু বলি যে তুমি ভালো করে পড়াশোনা করো।
আর আমাদের মেয়ে তনু অনেক লক্ষী একটা মেয়ে। আমার প্রত্যেকটা কথাই শুনে। এই বলে আমি শাশুড়ি আম্মা কে পানের বাটা দিয়ে যখনই আমার রুমের দিকে যাব।
তখনই শাশুড়ি আম্মা বলে তোমার মনটা আজকে খুবই খারাপ লাগতেছে কেন কিছু হয়েছে বৌমা?
আমি শাশুড়ি আম্মাকে আবার বললাম না আম্মা তেমন কিছু হয় নাই।
লেখক মিঃ আরিয়ান এর রিয়েল পেজে সব পর্ব পাবেন ফলো করুন 👉 নিস্তব্ধ শহর
শাশুড়ি আম্মা বলতে লাগলেন আমার বৌমা এত সুন্দর একটা মিষ্টি সে সবসময় হাসিখুশি থাকে আর আজকে দেখো মনটা কেমন দেখাচ্ছে। আচ্ছা বৌমা তামান্না কি ঘুমিয়ে গিয়েছে।
মেয়েটা কোন সময় বই নিয়ে বসে না তোমরাও কিছু বলতে পারো না। আমি তখন শাসনে আমাকে বললাম কি আর বলব আপনার মেয়ে আপনি ভালো জানেন আম্মা। কিন্তু সব সময় দেখি মোবাইল নিয়ে পড়ে থাকি কি এমন আছে ওই মোবাইলের ভিতরে আল্লাহ পাকই ভালো জানেন।
শাশুড়ি আম্মা তখন বললেন হ্যাঁ বৌমা তুমি ঠিকই বলেছো মেয়েটা সব সময় মোবাইলে পড়ে থাকে। আমি এখন মুরুব্বী হয়ে গেছি আর কি বলবো বলো। এদিকে তোমার শ্বশুর কিছু বলে না। এই সময় যদি শাসন না করা হয় মেয়েটা কিন্তু কারো খারাপ হয়ে যাবে।
শাশুড়ি আম্মা বললেন বৌমা তুমি শাসন করবে এটা আমার আদেশ।
মেয়েটা সারাক্ষণ কি করে বেড়ায় কিছু বুঝিনা।
বৌমা যদি তামান্না কোন কিছু অঘটন ঘটে ফেলে মান সম্মান কিন্তু আমাদের সবারই যাবে। তাই তুমি অবশ্যই ওকে দেখে শুনে রাখবে আর যদি কোন খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে অবশ্যই শাসন করবে।
যাইহোক শাশুড়ি আম্মা যে কথাটা বলেছেন অনেক সুন্দর একটা কথা বলেছেন। আমিও এ কথাটা শোনার অপেক্ষায় ছিলাম।
তারপরে বললাম আম্মা আমি তাহলে রুমে চলে যায়। আচ্ছা ঠিক আছে বোমা তুমি রুমে যাও কিন্তু আরিয়ানের সাথে আর কোন গ্যাঞ্জাম করো না। যদি কোন সমস্যা হয় আমাকে ডাক দিও।
আচ্ছা ঠিক আছে আম্মা আপনি কোন টেনশন করবেন না আপনি পান খেয়ে ঘুমিয়ে পড়বেন।
আচ্ছা ঠিক আছে আমার লক্ষী বউমা।
তবে চাই বলেন আমার সাথে অনেক একটা ভালো মানুষ।
তারই পেটে এমন নরপিচাশ মেয়ে কিভাবে জন্ম নিল সেটা ভাবার বিষয়।
রুমে যেতে না যেতেই ওদিকে তনু ব্যথায় ছটফট করতেছে। আমি তখন বললাম তনু তোমার কি হয়েছে বলোতো আম্মু। তো তখন বলল আম্মু আমার হিসু করার জায়গায় প্রচুর পরিমাণে ব্যথা করতেছে আমি আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে আমি এখানেই মা*রা যায়।
এই বলে মেয়েটার ছটফট করতে করতে ফ্লোরে পড়ে যায়। আমি বললাম আম্মু তুমি কোন টেনশন করো না। ভয় পেয়ো না আমি দেখছি বিষয়টা। আচ্ছা তনু চলো ওয়াশরুম তোমার তকোথায় প্রচুর ব্যথা হচ্ছে। তনু হাঁটতে পারছে না আমি তনুকে নিয়ে ওয়াশরুমে গেলাম।
এটা আমি কি দেখলাম আল্লাহ তুমি আমার এই ছোট্ট মেয়ে তনু কে বাঁচাও।
এর আগে আমার মেয়ে তনু শুধু মুখে বলেছিল। কখনো আমি দেখতে চাইনি কিন্তু আজকে দেখে আমার মন এতটা খারাপ লাগতে লাগলো সেটা বলে বোঝাতে পারবো না।
জায়গাটা একদম ইনফেকশন হয়ে গেছে আর ব্লাড পড়তে আছেই। আমি এখন কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। আমার মেয়ে এদিকে কান্নায় ছটফট করতেই আছে। আর বলতেছে আম্মু আমাকে বাঁচাও তুমি। আমি যে ব্যাথা সহ্য করতে পারছি না। আম্মু ফুপি একটা পঁচা। সে আমাকে রোজ রাতে এভাবে ব্যথা দিতো এই হিসু করার জায়গায় আমি অনেকবার বলেছি ফুপি এই জায়গায় আমাকে আর ব্যথা দেবেন না ।
ফুফি শুধু বলতেন আম্মু ভালো লাগবে তুমি চুপ করে থাকো। আর ওই সময় প্রচন্ড গা*লি দিত।
আর আমাকে ভয় দেখা তো এ কথা কাউকে বলবা না।
আমি এই ছোট্ট মেয়ের এসব কথা সহ্য না করতে পেরে আমার স্বামী আরিয়ানকে ডাক দিলাম। কিন্তু আমার স্বামী আমার ডাকে সাড়া দিল না। কারণ অলরেডি রাত হয়ে গেছে তার সকালে ডিউটি আছে। এজন্য এসে ঘুমিয়ে পড়েছে। অনেকগুলো ডাকার পরে সে সাড়া দিল। তখন আরিয়ান বলল কি হয়েছে তনুর আম্মু?
#চলবে ( কপি সম্পূর্ণ নিষেধ )