বাবার_ভালোবাসা।
পর্ব:২৪
লেখা:রাইসার_আব্বু।
ডাক্তার কণা ঘড়ির দিকে তাকিয়ে দেখে লেট হয়ে যাচ্ছে। তাড়াহুড়া করে অপারেশন থিয়েটারে ঢুকে যায়। ভেতরে গিয়ে দেখে নির্মম ভাবে পিটিয়েছে। বিশেষ করে মাথায় ক্ষতটা বড়। অপারেশন করে ডাক্তার কণা বের হতেই দেখে এখনো রাইসা দাড়িয়ে আছে। রাইসাকে কি বলবে ভেবে পাচ্ছে না রাজের অবস্থা বেশি ভালো না। অনেক ব্লাড গেছে। বাঁচার সম্ভাবনা কম। ছোট্ট মেয়েটাকে বিভাবে বুঝাবে। আর ভাবতে পারছে না কণা, মানুষ মানুষকে এভাবে পেটাতে পারে?
.
রাইসা ডাক্তারকে দেখেই বলল’ম্যাডাম বাবার অবস্থা কেমন? আমার বাবা আমার সাথে কথা বলবে তো?
.
হুম মামনি বলবে, তবে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। তিনি সব পারেন।
রাইসা ডাক্তারের কথা শুনে বুঝতে পারে তার বাবার অবস্থা বেশি ভালো না। রাইসা ডাক্তারকে বলল ‘ ম্যাডাম আমি বাবাই এর কাছে যেতে পারি?
:মামনী এখন তো অপারেশন হলো, বেডে নিয়ে আসলে যেয়ো!
:আচ্ছা ম্যাডাম।
: আচ্ছা মামনি তোমার বাবার সাথে আর কেই আসেনি?
:না আমিই এসেছি।
:ওহ্ আচ্ছা। তোমার মা নেই?
:হ্যাঁ। আছে তো।
:কোথায় তাহলে?
: আমার মা তো হসপিটালে। যাকে অপারেশন করলেন তিনিই আমার বাবাই তিনিই আমার মা। জানেন আমার বাবাই আমাকে অনেক অনেক ভালোবাসে। বাবাইকে তারা অনেক মেরেছে। আচ্ছা ম্যাডাম আমার বাবাই কথা বলবে তো আমার সাথে?
:ডাক্তার কণা কি বলবে ভেবে পাচ্ছে না। বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীন। আর একটি লেট করে নিয়ে আসলে হয়তো পথেই মারা যেত। আর এ ছোট বাচ্চাকেই কিভাবে বলে এসব। কণার মাথায় কাজ করছে না। এ ছাড়া চিকিৎসাও তো অনেক ব্যয়বহুল। এতো টাকা কে দিবে? হসপিটাল কতৃপক্ষ তো একদম বিনামূল্যে চিকিৎসা করাবে না।
কি হলো ম্যাডাম বলছেন না কেন আমার বাবাই তো বাঁচবে?
:হুম তোমার বাবাই এর কিছু হবে না।
:ধন্যবাদ ম্যাডাম। আপনি একটু বসবেন?
: হুম বসলাম।
: উম্মা এটা তোমার ফিস।
:কণা মুচকি হেসে তার রুমে চলে গেল।
বিকেল বেলা কণা যখন লাঞ্চ করবে এমন সময় রাইসার কথা মনে পড়ল। মেয়েটা কি খেয়েছে? আর খাবেই বা কেমন করে? এসব ভাবতে ভাবতে একজন নার্সকে পাঠালো রাইসার কাছে। নার্স যেন গিয়ে বলে, ম্যাডাম ডাকছে। নার্স গিয়ে দেখে রাইসা বেঞ্চ বসে আছে।
: এই যে বাবু তোমাকে ম্যাডাম ডাকছে।
: আচ্ছা আন্টি আপনি যান। আমি আসছি। নার্স চলে গেলে রাইসা গুটিগুটি পায়ে কনার রুমে গিয়ে সালাম দিল।
কণা সালামের উওর দিয়ে বললো’ তুমি খেয়েছো মামনি?
: না খায়নি।
:খাবে না?
:বাবার সাথে খাবো। আপনি জানেন না আমার বাবা আমাকে ছাড়া খায় না। কাল সন্ধ্যায় বাবা খেয়েছে। তারপর আর খায়নি। আমার বাবাইকে ওরা অনেক মেরেছে। অনেক।
কণা খেয়াল করল, মেয়েটা ঠিকমতো ক্ষুধায় কথা বলতে পারছে না। আর খেতেও চাচ্ছে না। আচ্ছা মামনি তুমি খেয়ে নাও। তোমার তো ক্ষুধা লাগছে ।
– আমার বাবারো ক্ষুধা লাগছে ডাক্তার ম্যাম।
– তুমি যদি না খাও তাহলে তোমার বাবার চিকিৎসা করবো না।
– না না আমি খাবো। কিন্তু আমার বাবাইতো খায়নি।
– তুমি খাও মামনি, তোমার বাবাইকে স্যালাইন দেওয়া হয়েছে। খাওয়া লাগবে না তোমার বাবার।
:সত্যি তো?
:হ্যাঁ সত্যি।
: আচ্ছা তাহলে দেন। আমি খাচ্ছি।
রাইসা খাবার খাচ্ছে। কণা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা ছোট্ট মেয়ে এতটা বাবা প্রিয় হতে পারে তার অজানা ছিল।
: ডাক্তার ম্যাডাম আপনি খাবেন না?
: হ্যাঁ খাবো তো।
: তো খাচ্ছেন না কেন?
: খেতে মন চাচ্ছে না।
:আমি খাইয়ে দেয়?
: হু!
: আচ্ছা হা করেন।
কণা হা করে খাবার খাচ্ছে তারর কাছে মনে হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা। যে ভালোবাসা স্বগীয়। হয়তো এ ভালোবাসাকেও স্বগীয় বলা হয় যেখানে থাকে না কোন চাহিদা বা নোংরামী। খাওয়ানো শেষ করেই রাইসা আবারো বেঞ্চে গিয়ে বসলো। নার্সেরা রাজকে কেবিনে দিয়ে গেছে। রাইসা কেবিনে তার বাবার পাশে মৃদু মৃদু সুরে বলছে ‘বাবাই আমরা এ শহর ছেড়ে চলে যাবো। যেখানে কেউ থাকবে না তুমি আর আমি থাকবো। কেউ আর তোমাকে মারবে না বকবে না। তুমি সুস্থ হয়ে যাবে বাবাই। আচ্ছা বাবাই সরি তোমাকে রেখে খেয়ে ফেললাম। তুমি রাগ করো না কেমন। আচ্ছা বাবা তুমি থাকো আমি পানি খেয়ে আসছি। রাইসা যখন পানি খেতে যাবে যখন, তখন ডাক্তার কণার রুমে তার বাবাইকে নিয়ে একটা ডাক্তার কি যেন বলছে। রাইসা জানালার পর্দা সরিয়ে শুনতে চাইল কি বলে।
রাইসা স্পষ্ট শুনতে পেল একটা ডাক্তার,কণাকে বলছে’ মিস কণা অযথা চিকিৎসা করা হচ্ছে। লোকটা একে তো বাঁচবে না। যে ক্রিটিক্যাল অবস্থা তার উপর আবার ছোট্ট একটা বাচ্চা মেয়ে সাথে। আর পরিবারের কেউ নেই হসপিটালের বিলটা কে মিটাবে? আমরা চাচ্ছিলাম এম্বুলেন্সে করে আমাদের পাশের হসপিটালে পাঠিয়ে দিতে।
– কিন্তু মি: সিফাত।
: কোন কিন্তু না। হসপিটালের কথাও তো ভাবতে হবে। আর বাঁচার সম্ভাবনা থাকলেও একটা কথা ছিল। একদম সিরিয়াস অবস্থা। চব্বিশ ঘন্টা বাঁচে কি না সন্দেহ।
: তাই বলে আমাদের চেষ্টাটা তো করতে পারি।
:আপনি ও না। বাদ দেন তো এসব। বাসায় কখন যাবেন?
চলেন আপনাকে ড্রপ করে দিচ্ছি।
: ধন্যবাদ। আপনার তাড়া থাকলে আপনি যান। আমি একটু পর বের হচ্ছি।
: তাহলে আমিও একটু পর যায়।
: আমার জন্য আপনি কেন অপেক্ষা করবেন?
: আপনি চাইলে সারাজীবন অপেক্ষা করতে পারি।
: তাই বুঝি? আচ্ছা শুনেন এটা হসপিটাল। পার্ক নয়। আপনি আসেন। আমার একটু কাজ আছে। আর হ্যাঁ ধন্যবাদ আপনাকে।
: ওয়েলকাম দিলাম না। পাওনা রেখে দিলাম। পাওনা রেখে দিলে নাকি মানুষের মনে থাকে।
: তাই বুঝি?
:হ্যাঁ তাই। আচ্ছা আসি এবার। এই বলে ডা:সিফাত চলে যায়।
ডাক্তার সিফাতের কথা শুনে রাইসা চোখের পানি ধরে রাখতে পারে না। তার বাবা নাকি বাঁচবে না। তাদেরক নাকি হসপিটাল থেকে বের করে দিবে। রাইসা কি করবে কিছু বুঝতে পারছে না। তার যে বাবাকে বাঁচাতেই হবে। তাই দৌড়ে গিয়ে ডাক্তার কণার দু’পা ঝাপটে ধরল।
রাইসার এমন কান্ড দেখে কণা অবাক হয়ে যায়। কণা অবাক হয়ে বলে, কি হয়েছে মামনি পা ধরলে কেন? পা ছাড়ো। আর কি হয়েছে বলো তো।
– ম্যাডাম আপনার পা আমি ছাড়বো না। জানেন ম্যাডাম বাবাই ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। বাবাই এর কিছু হলে আমি বাঁচবো না। বাবাই আমার অক্সিজেন ম্যাডাম। বাবাইকে হসপিটাল থেকে বের করে দিবেন না। আমি আপনাকে সব টাকা দিয়ে দিবো। আমি রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে বাবার ওষুধের টাকা দিবো। তবুও বাবাইকে হসপিটার থেকে বের করে দিবেন না।
– কণা একটি রাইসার বুদ্ধি যাইয়ের জন্য বললো’ মামনি পা ছাড়ো। আর হ্যাঁ তুমি কি জানো তোমার বাবার চিকিৎসা করাতে প্রায় তিন লক্ষ টাকা লাগবে। এতো টাকা তুমি ফুল বিক্রি করে দিবে ক্যামনে।
– আচ্ছা শুনেছি কিডনী অনেক দাম। আর আমার তো কিডনী দু’টা একটা বাবার জন্য দিবো। তবুও আমার বাবাইকে চিকিৎসা করান। আমি বাবাইকে ছাড়া বাঁচবো না। আমার নিঃশ্বাস আমার বাবা। জানেন সবাই শুধু আমার বাবাইকে কষ্টই দিছে। আমার মা আমাকে আর আমার অসুস্থ বাবাইকে রেখে এক পঁচা আঙ্কেলের কাছে চলে গেছে। আমার বাবাই এখনো মায়ের ছবি বুকে নিয়ে কাঁদে। আমার বাবাকে আমি সুখী করতে গিয়ে বাবাইকে মেরে ফেলতে নিয়ে গিয়েছিলাম। ওরা অনেক মারছে বাবাইকে। ম্যাডাম আমার বাবাইকে কোথাও পাঠাবেন না। বলেন। কথা দেন।, আমার বাবাইকে সুস্থ করে তুলবেন। টাকা আমি দিবো। দরকার হলে আমার কিডনী নিয়ে নিবেন। কি করবো বাবাই মরে গেলে। আমি তো এমনিতেই মরে যাবো।
– কণা বাকরুদ্ধ হয়ে গেছে। মুখ দিয়ে কোন কথা আসছে না। পা থেকে রাইসাকে তুলে বুকের সাথে শক্ত করে ঝাপটে ধরে বলে ‘মারে তোর বাবাইকে সুস্থ করার দায়িত্ব নিচ্ছি। আল্লাহ যদি রহম করে। প্লিজ তুই আর কাঁদিস না। ফিস দিবি বলছিলি না? তাহলে আমার দু’গালে পাপ্পি দি এতেই হবে।
:সত্যি বলছো? আমার বাবাই ভালো হবে? আর তোমরা আমার বাবার চিকিৎসা করাবে?
:হুম। আল্লাহ চাইলে তোমার বাবা সুস্থ হয়ে যাবে ।
:এই নাও, উম্মাহ।
:হয়নি এবার হাসো।
:কণার কথা শুনে রাইসা হেসে দেয়। মনে হচ্ছে ছোট্ট মেয়েটা বুকে সমগ্র কষ্ট চাঁপা দিয়ে ভূবন ভুলানো হাসি দিল। হাসিটা ঠিক, মেঘের কুলে রোদের মতো লাগছে। মনে হচ্ছে, চোখের ভেতর থেকে যে হিরার কণাগুলো ঝরে পড়েছে,সে গুলো ঝিলিক দিচ্ছে।
-এদিকে, ডাক্তার কণা রাত্রে আর বাসায় না গিয়ে বারবার রাজের পালর্স ঠিকআছে কিনা। স্যালাইন পুশ হচ্ছে কি না এসব দেখছে। এদিকে প্রায় ১৪ ঘন্টা চলে গেছে রাজের জ্ঞান ফিরছে না। ডাক্তারি সাইন্স বলছে, বাঁচার সম্ভাবনা ১০০/২০। ছোট্ট মেয়েটাকে এ কথা কিভাবে বলবে? চব্বিশ ঘন্টার মাঝে জ্ঞান না ফিরলে আর কোনদিন জ্ঞান ফিরবে না। সময় অতিবাহিত হচ্ছে রাজের বাঁচার আশা ক্ষীণ হয়ে আসছে। দেখতে দেখতে ২৩ ঘন্টা অভার হয়ে যাচ্ছে। অবস্থা একদম খারাপ স্যালাইন ঠিকমতো পুশ হচ্ছে না। আশা ছেড়ে দেওয়া ছাড়া কোন উপায় নেই। ছোট্ট রাইসা বাবার মায়ের কাছে বসে কাঁদছে। রাইসাকে কি বলবে, ভেবে পাচ্ছে না কণা।
এমন সময় ডাক্তার সিফাত এসে বললো ‘ ডাক্তার কণা আপনাকে না বলছিলাম বৃথা চেষ্টা করছেন। টাকাগুলো অযথা নষ্ট হলো। আমার এ সব বিষয়ে অনেক আগে থেকে এক্সপিয়েরেন্স আছে। আপনি দেইখেন, ফেরার চান্স ০ পারসেন্ট।
– মিঃ সিফাত আপনি যান তো।
:হুম যাচ্ছি। তবে আপনার দরদ রোগীর প্রতি বেশি দেখে ভয় লাগছে। কারণ আপনি তো আমার।
:চুপ করেন তো।
:আচ্ছা মামনি বাবাই কি সত্যি বাঁচবে না?
কণা কোন কথা বলতে পারছে না। কণার চোখের কার্ণিশ বেয়ে যখনি একফোটা অশ্রু গড়িয়ে পড়ল। তখন রাইসার বুঝতে বাকি রইল না কি হচ্ছে। আচ্ছা ম্যাডাম হসপিটালে কোন খালি রুম আছে?
– হ্যাঁ আছে।
– রাইসা কিছু না বলে, ওর বাবার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। সুন্দর করে ওযু করে এসে দেখল একটা কমন রুম। সেখানে একটু পরিষ্কার করে। শীতের মাঝেই ঠান্ডা ফ্লরে দাঁড়িয়ে দু’রাকাত নামায পড়ল। ছোটবেলা থেকেই রাজ রাইসাকে নামাযের নিয়ম-কানন শিখিয়েছে। রাইসা দু’রাকাত নফল নামায শেষ করে মোনাজাতে বসার আগে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তিনটা ছুঁই ছুঁই! রাইসা ছোট্ট দু’খানা হাত উপরের দিকে তুলে বলতে লাগলো’ ইয়া রহমান -ইয়া রাহিমতোমার কাছে ফকিরে যেমন ভিক্ষা চাই তেমন ভাবে দু’খানা হাত তুলেছি। তুমি কি ফিরিয়ে দিতে পারবে? যার কেউ নেই তার তো তুমি আছো। আমার না কেউ নেই। জানো আমার মা নেই। বাবা ছিল তাকে তুমি নিতে চাচ্ছো। ও আল্লাহ আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার রাসুলকেও অনেক ভালোবাসি। তারপর আমার বাবাকে। ও আল্লাহ বাবাকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা তুমি কি শুনতে পাচ্ছো? দেখ আমি কাঁদছি। তুমি না তোমার বান্দীকে অনেক ভালোবাসো । তুমি না তোমার বান্দাদের কথা শুনার জন্য ঘুমাও না। ও আল্লাহ রহম করো। ছোট্ট মানুষ বলে, কেউ আমার কথা শুনে না তুমিও কি শুনবে না? আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। বাবাই বলেছে, বাবাই যতটা আমাকে ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটিগুণ বেশি তুমি নাকি আমায় ভালোবাসো। ও আল্লাহ আমার বাবাই আমার কান্না দেখে কেঁদে ফেলে। আমাকে বুকে জড়িয়ে নেয়। তুমি তো বাবাই এর চেয়ে বেশি ভালোবাসো। তাহলে আমার বাবাইকে সুস্থ করে দাও। বাবাইকে ছাড়া আমি বাঁচবো না। ও আল্লাহ দেখো এখন অনেকেই ঘুমাচ্ছে। কিন্তু আমি ঘুমায়নি। জানো আল্লাহ আমি দুনিয়ার কারো কাছে ভিক্ষা চায়নি। আমি জানি তুমি দিতে পারবে। আমার বাবার প্রাণভিক্ষা দাও। নয়তো বাবার সাথে আমাকেও নিয়ে নাও। নিবে আমাকে? আমি কি খুব পঁচা? জানো সবাই আমাকে মারে। দেখ গালটা এখনো ফুলে আছে। বাবাই ছাড়া কেউ আমাকে আদর করে না। তুমি বাবাইকে নিয়ো না কেমন? আমি কিন্তু দেখ কাঁদছি। তুমি ভিক্ষা দিবে না? ও আল্লাহ আমার বাবাইকে ভিক্ষা চাই। এসব বলে রাইসা কান্না করতে লাগে। চোখের পানি গাল বেয়ে ফ্লরে টপটপ করে পড়ছে। মোনাজাত শেষ করে রাইসা যখন পিছন দিকে তাকায় তখন দেখতে পায় ডাক্তার কণা, কাঁদছে। কি হলো মামনি কাঁদছো কেন?
– তোমার কান্না শুনে মা। তোমার মতো ফেরেশতার ডাক আল্লাহ কবুল না করে পারে। তোমার বাবার জ্ঞান ফিরেছে। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
-রাইসা। আলহামদুলিল্লাহ্ বলে দৌড়ে চলে যায় রাজের কাছে। রাজকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। চোখের পানিতে রাজের বুক ভেসে যায়। রাজের চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। কণা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়ের কেমেস্টি দেখছে। এমন সময় মৌ দৌড়ে রুমে এসে বলে ‘ আমার রাজের তো কিছু হয়নি? ও ডাক্তার আমার রাজের কি হয়েছিল।
– রাইসা মৌকে দেখেই বলতে লাগল’ কি চান? আমরা বেঁচে আছি না মরে আছি দেখতে আসছেন? আপনি চলে যান। আপনার মুখটা দেখতে চাই না। আপনি প্রতারক। এই যে ডাক্তার আন্টি উনাকে বের করে দেন। বাবা উনাকে দেখলে আরো অসুস্থ হয়ে যাবে।
চলবে”””’
#বাবার_ভালোবাসা।
পর্ব:২৫
লেখা:রাইসার_আব্বু।
-রাইসা। আলহামদুলিল্লাহ্ বলে দৌড়ে চলে যায় রাজের কাছে। রাজকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। চোখের পানিতে রাজের বুক ভেসে যায়। রাজের চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। কণা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়ের কেমেস্টি দেখছে। এমন সময় মৌ দৌড়ে রুমে এসে বলে ‘ আমার রাজের তো কিছু হয়নি? ও ডাক্তার আমার রাজের কি হয়েছিল।
– রাইসা মৌকে দেখেই বলতে লাগল’ কি চান? আমরা বেঁচে আছি না মরে আছি দেখতে আসছেন? আপনি চলে যান। আপনার মুখটা দেখতে চাই না। আপনি প্রতারক। এই যে ডাক্তার আন্টি উনাকে বের করে দেন। বাবা উনাকে দেখলে আরো অসুস্থ হয়ে যাবে।
.
মৌ কিছু বলছে না। চুপচাপ দাঁড়িয়ে আছে। রাইসা একের পর এক কথা বলেই যাচ্ছে।
.
ডাক্তার ম্যাডাম রাজের অবস্থা কেমন?
এখন মোটামুটি বিপদ মুক্ত। আর আপনি রোগীর কি হোন?
-আমি রাজের স্ত্রী।
– ডাক্তার কণা কিছু না বলে চলে গেল। সারারাত ঘুম হয়নি। যাওয়ার আগে রাইসাকে বললো’ মামনি তুমি আমার ফিসটা কিন্তু এখনো দাওনি।
– রাইসা কণার দু’গালে পাপ্পি দিয়ে বলে’ লাভিউ ডাক্তার ম্যাম।’ আপনার জন্য আল্লাহর রহমতে বাবাইকে আবারো ফিরে পেয়েছি। ধন্যবাদ।
-স্বাগতম মামনি। আর হ্যাঁ মি:রাজ আপনি সত্যিই ভাগ্যবতী। সোনার টুকরা একটা মেয়ে পেয়েছেন।
-আমি রাইসার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম।
– ডাক্তার চলে যেতেই, মৌ আমার মাথায় কাছে এসে বসল।
– আমি মৌ এর দিকে তাকাতেই মৌ মাথাটা নিচু করে ফেলল!
– কিছু বলবে?
– হুম, তুমি তো রাগ করবে না?
– রাগ করার কি আছে?
– বলো কি বলবে?
– রাজ আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে ছেড়ে যেয়ো না। দরকার হলে সারাজীবন তোমার পায়ের কাছে পড়ে থাকব।
– আশ্চর্য! আর কি চান?ভালোবাসা কি বুঝেন? ভালোবাসলে আপনি আমাকে মৃত্যুর মুখে রেখে আসতে পারতেন না। আমি মরে গেলে কোন অাফসোস ছিল না। আমি তো সেদিনই মরে গিয়েছিলাম। যেদিন আপনি আমাকে ছেড়ে আপনার বসকে বিয়ে করেন। সেদিনই আমার মনের মৃত্যু হয়। আর কি চান? আমার মৃত্যু?
– প্লিজ চুপ করো রাজ। তুমি মরে গেলে আমি কার জন্য বাঁচবো? আমি যে ধম বন্ধ হয়ে মারা যাবো।
– বাহ মিস মৌ বাহ! আপনার অভিনয়ের তারিফ করতে হয়। আচ্ছা বলুনতো সেদিন সুসাইডের কথা বলে আপনার বাসায় আমাকে ডেকে নিয়ে কি করেছিলেন? যার জন্য আমি ঘুমিয়ে যায়?
– আর যে ভিডিও বের হয়েছে, সেটা কিভাবে?
– রাজ প্লিজ ক্ষমা করে দাও। কিভাবে সেটা বলতে পারবো না। আমি শুধু জানি তুমি আমার শুধু আমার। তোমাকে হারালে আমি বাঁচবো না।
– প্লিজ তুমি এখন যাবে?
– আর কিছু বলতে পারলাম না। মাথাটা কেমন যেন ধরে আসছে।
– পাশেয় রাইসা বসে আছে। রাইসা দেখে রাজ সেন্সলেন্স হয়ে গেছে। রাইসা বারবার বাবাই বাবাই করে ডাকছে কিন্তু কোন কথা বলছে না। রাইসা কান্না করে করে বলতে লাগল। বাবাই কি হয়েছ, কথা বলো বাবাই। তুমি কথা বলবে না।
– পাশে বসে থাকা মৌও বলছে কি হলো তোমার। কথা বলো প্লিজ। মৌ যখন রাজের হাতটা ধরতে যাবে এমন সময়, রাইসা চিৎকার দিয়ে বললো’ আপনি পঁচা আপনি বাবাই এর হাত ধরবেন না। আপনি চলে যান। আপনার জন্য বাবাই কথা বলছে না। প্লিজ চলে যান।
– মামনি, আমি তোমাদের নিতে এসেছি। আর তোমার বাবাকে ছেড়ে কোথাও যাবো না।
– প্লিজ চলে যান। আপনি চলে যাচ্ছেন না কেন? ডাক্তার ও ডাক্তার আমার বাবা কথা বলছে না ।
– ডাক্তার এসে দেখল রাজ জ্ঞান হারিয়েছে। বাট তেমন কিছু না। শুধু বলল দু’একদিন সেন্সলেন্স হবেই।
– কি হলো আপনি যাচ্ছেন না কেন?
– আর কি চান?
– মামনি তুমি রাগ করো না। বুকে আসো। তোমাকে কতদিন বুকে নেয় না। আমি না তোমার মম হয়।
-ছি:আপনি আমার মম হন ! কি বলছেন এসব। আমার মম নেই আমার বাবাই আমার সব। আপনি চলে যান প্লিজ আপনাকে দেখতে মন চাচ্ছে না। আপনি যাবেন না?
.
রাইসা মা আমার আর রাগ করে থেকো না।
– যাবেন আপনি। এই যে নার্স আন্টি দেখেন না, মহিলাটা ডিস্টাব করছে বাবাইকে। যেতে বলেন তো।
– মৌ আর কিছু না বলে চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে চলে গেল।
– রাইসা রাজের পাশে শুয়ে আছে। ক্ষুধাও লাগছে। কিন্তু ক্ষুধার কথা কাকে বলবে? তার বাবা যে অসুস্থ। রাইসা ভাবল একটু পানি খেয়ে আসলে ভালোই হয়। হসপিটালের ট্যাপ ছেড়ে যখন গ্লাস ভরে পানি মুখের কাছে নিবে এমন সময় মনে পড়ল বাবাই কি খেয়েছে? বাবাইকে ছাড়া খায় ক্যামনে। রাইসা পানি না খেয়ে রাজের কাছে চলে যায়। রাইসা দেখে তার বাবা এখনো ঘুমাচ্ছে। তার বাবাকে দেখলেই রাইসার মন ভরে যায়। আচ্ছা বাবাই সজাগ পেলে যদি খেতে চায়, তাহলে কি দিবো? বাবাইয়ের মনে হয় খুব ক্ষুধা পেয়েছে। পরশু থেকে বাবাই কিছুই খায়নি। রাইসা রাজের কপালে একটা পাপ্পি দিয়ে রাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়।
– কণা বাসায় যেতেই, তার মা বললো’ মারে আজ এতো দেরী করলি কেন?
– আর বলো না মা, আজ জীবনে অবাক করা কিছু দৃশ্য দেখলাম। দেখলাম কিছু ভালোবাসার নির্দশন।
– তাই বুঝি। বলতো শুনি।
– জানো মা, একটা ছেলেকে মারপিঠ করে হসপিটালে এডমিট করে। ছেলেটার অবস্থা এতটাই খারাপ ছিল, যে বাঁচার সম্ভাবনাছিল না বললেই চলে। কিন্তু অলৌকিক ভাবে ছেলেটা বেঁচে যায়। জানো, ছেলেটার ছোট্ট একটা মেয়ে আছে। আর মেয়েটার আল্লাহর প্রতি বিশ্বাস -ভালোবাসা দেখে, সাথে তার বাবার প্রতি ভালোবাসা দেখে চোখের পানি আঁটকিয়ে রাখতে পারিনি। বাবাকে ছোট্ট একটা মেয়ে এতটা ভালোবাসতে পারে তা কোনদিন কল্পনাও করতে পারিনি। জানো মা ছোট্ট মেয়েটা যখন মোনাজাতে প্রার্থনা করছে। আমার কাছে মনে হচ্ছিল, মেয়েটা স্বয়ং আল্লাহর সাথে কথা বলছে। এরকম মেয়ে লাখেও পাওয়া যায় না। বর্তমানে মা-বাবারা ছেলে মেয়ে জন্মের পরপরই নাচ গান শেখায় কিন্তু সে লোকটা মেয়েকে আল্লাহর পথের দিশারী বানিয়েছে। নামায পড়া শিখিয়েছে। তবে দু:খের বিষয় মেয়েটার মা এতটাই হতভাগী এতো সুন্দর মেয়ে আর স্বামীকে রেখে নাকি চলে গিয়েছে।
– কিরে মা তুই কাঁদছিস কেন?ডাক্তারদের কাঁদতে হয় না। আচ্ছা বলতো বিয়ে কবে করবি?
– মা তুমিও না, আচ্ছা মা আমি কি তোমার শত্রু হয়ে গেছি। যার কারণে তাড়াতে চাচ্ছো আমায়?
-ধূর! কি বলছিস। তবে জানিস কি মা, মেয়ে বড় হলে মা-বাবার দায়িত্ব। ছেলে-মেয়েকে বিয়ে দেওয়া। আর আমি কবে না কবে মারা যায়। আর তোর তো বাবাও নেই।
– মা এসব বলবা না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না।
– হুম বুঝলাম। সেজন্যই ভাবছি একটা ঘর জামাই দেখবো।
– মা আবারো। খেতে দাও তো। ক্ষুধা লাগছে।
-আচ্ছা। তুই ফ্রেশ হয়ে নে আমি খাবার নিয়ে আসছি।
– কণা যখন খেতে বসেছে, এমন সময় রাইসার কথা মনে পড়ল। ছোট্ট মেয়েটা কি খেয়েছে? আর মেয়েটার তো কেউ নেই। কণা আর খেতে পারলো না।
– কি হলো মা খাওয়া বাদ দিয়ে আবার কোথায় যাচ্ছিস?
– হসপিটালে মা।
– এখনিতো আসলি আবার কেন যাবি?
– মা কাজ আছে।
– আচ্ছা যা ভালো কথা টিফিন টা তো নিয়ে যা ।
– ওকে আমার সুইর্ট হার্ট। বাই।
– হইছে, যা।
– কণা খাবার টিফিন বক্সে করে নিয়ে হসপিটালে রওয়ানা দেয়।
.
কথা এদিকে রাজ আর মৌ এর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখছে। আর চোখের পানি ফেলছে। রাজের একটা ছবি নিয়ে বুকের উপর রেখে বলছে, আমি তো তোমাকে বিশ্বাস করতাম রাজ। কেনো করলে তুমি এসব? আমার কি অপরাধ ছিল? আমি তোমাকে ভালোবাসতাম এটা কি আমার অপরাধ ছিল? নাকি রাইসাকে নিজের মেয়ে ভেবে আপন করে নেওয়া অপরাধ ছিল? কেন করলে আমার সাথে এমন আমি কি নিয়ে বাঁচবো। জানো রাজ আমার খুব কষ্ট হচ্ছে খুব। তোমাকে দেওয়া প্রতিটি আঘাতই আমার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। প্রায় বিশ থেকে তিরিশটা ছবি রাজ আর মৌ এর। প্রতিটা ছবিই রোমান্টিক। যখন দেখল রাজের আর মৌ এর গায়ে কাপড় নেই। দু’জনই অশালীন কাজ করছে। কথা আর সহ্য করতে পারে না। মন চাচ্ছে রাজকে গিয়ে খুন করি। কিন্তু না, রাজ আমার না। ওকে দেখলে আমার আরো কষ্ট হবে। মৌ এর কথায় ঠিক। মৌকে ব্ল্যাকমেল করে টিস্যুর মতো ব্যবহার করছে। সত্যি মৌ আপুর জন্য কষ্ট হয়েছে। রাজ সবকিছু করেছে আমার সম্পত্তির জন্য। আচ্ছা রাজ একবার বলতো এতো নোংরামির কি আছে! আমি আমার সম্পত্তি দিয়ে দিতাম। জীবনটাই তো ওর জন্য দিয়ে দিতে পারতাম। কিন্তু ও আমার সাথে এতো প্রতারণা করবে। আর রাইসাকে দিয়ে নাটক সাজাবে। কথার খুব কান্না পাচ্ছে। বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আল্লাহ কেন তার সাথে এমন করল। ও তো প্রতিওয়াক্তে নামাযের শেষে রাজকে চাইতো। মাঝরাতে ওঠে নফল নামায পড়তো। হঠাৎ কথার ফোনটা বেজে ওঠে।
– ফোনটা বের করতেই দেখে নিলয়ের নাম্বার। তাই কেটে দেয়। এভাবে কয়েকবার কেটে দেওয়ার পর নিলয় আবার ফোন দিলে। কথা ফোনটা রিসিভ করেই বলে’ কেন ফোন দিয়েছো?
– কথা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে যা করেছি সব ভুল করেছি। অন্যায় করেছি। আমাকে একটাবার সুযোগ দাও।
– এই কুত্তা তোর কি মনে হয়? আরেকবার যদি আমাকে ফোন দিস তাহলে খবর আছে। ফোনটা কেটে দিয়ে আবারো রাজের ছবিটা বুকে নিয়ে বলতে লাগল ‘রাজ আমি যে তোমাকে সত্যিই ভালোবাসি। ‘কিন্তু কেন করলে এমনটা? এখন আমি কি করবো? কাকে নিয়ে বাঁচবো।
.
এদিকে রাজের সেন্স ফিরতেই দেখে রাইসা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।
– রাজ রাইসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ রাইসার ঘুম ভাঙতেই দেখে তার বাবাই তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
– বাবাই তুমি কেমন আছো?
– মা খুব ভালো। আমার মা টার মুখ শুকনা কেন?
– আমার মা’টা খায়নি?
– রাইসা কোন কথা বলছে না।
– কি হলো মা কিছু খেয়েছ?
– রাইসা মাথা নাড়িয়ে জবাব দিল খায়নি।
– রাইসার দিকে তাকাতে পারছি না। রাইসার মুখটা শুকিয়ে গেছে।
– মা খাবে না তুমি?
– বাবাই তুমিওতো খাওনি। তোমাকে ছাড়া আমি কিভাবে খায়?
– অামি কিছু বলতে পারছি না। চোখ থেকে এমনিতেই পানি পড়ছে। পকেটেও একটা টাকা নেই। এ শহরে আপন বলতে কলিজার টুকরাটাই। রাইসার দিকে তাকাতেও পারছি না। বুঝতে পারছি রাইসা ক্ষুধার কথা বলতেও পারছে না।
– কি হলো বাবাই কাঁদছো কেন?
– বাবা তুমি থাকো আমি এখনি আসছি।
-রাইসা বুঝতে পারল তার বাবাই এর ক্ষুধা লাগছে। কিন্তু এক টাকাও তো নেই ছোট মানুষ টাকা কোথায় পাবে। হঠাৎ খেয়াল করলো ‘ তার বাবার দেওয়া সোনার মালা। ঠিক করলো এটা বিক্রি
করে দিবে। রাইসা যখন হসপিটাল থেকে নেমে একটা জুয়েলারির দোকানে গিয়ে মালাটা দেখিয়ে বললো ‘ আঙ্কেল মালাটা বিক্রি করে দিবো। ‘
– দোকানে থাকা একটা ছেলে বললো’ বস মালাটা মনে হয় চুরি করে আনছে। কিছু টাকা হাত ধরিয়ে বিদায় করে দেন।
– মামনি মালা দাও তো দেখি। মালাটা নিয়েই বললো ‘ এই পুলিশকে ফোন দাও তো। বাচ্চাটা কার জানি মালা চুরি করে নিয়ে আসছে।
– ছি:আমার বাবার দেওয়া মালা। চুরি কেন করবো। আপনি মালাটা নিয়ে টাকা দেন বাবাইয়ের জন্য খাবার নিবো। আমার বাবার ক্ষুধা লাগছে। দেন না আঙ্কেল?আর পুলিশ ডাকবেন না। আমার বাবাই খুব অসুস্থ। প্লিজ দয়া করেন আঙ্কেল।
চলবে””’