ভুলি কি করে তোকে পর্ব-০২

0
8

#ভুলি_কি_করে_তোকে

(গল্প #ভুলি_কি_করে_তোকে

(এ প্রথম লেখা লেখি করছি জানি না কেমন লাগবে ভুলক্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন)

(কাজিন রিলেটেড + রোমাঞ্চকর+থ্রিলার)

লেখক : #নুরজাহান_আক্তার_স্নিগ্ধা……

📌কপি সম্পুর্ন নিষিদ্ধ

#পর্ব_২
নিশিতা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাচের ক্লাসের জন্য রেডি হয়ে নিচ্ছিলো ছোট থেকেই নাচের প্রতি ও দুর্বল.. গানের শব্দ কানে আসলেই ওর শরীর নাচতে শুরু করে.গানের সাথে সাথে খুব সুন্দর ভাবে নাচতে পারে ও..আজ তার নাচের ক্লাস আছে শুক্রবার সকালে ক্লাস থাকে তার সাথে আরোহী আর মিলি। কালো রঙের গোল ফ্রক আর সাথে লাল রং এর চুরি পাজামা আর জরজেট ওড়না হাতে ঘড়ি কানে ছোট টপ চুল গুলো হাটু ওবদি থ্রি লেয়ার কার্ট করা চুল গুলো হালকা করে বেনি করে নিল ঠোঁটে লিপ গ্লস দিয়ে। আরোহী র রুমে গেল। যেয়ে দেখে ও মাএ ফ্রেশ হয়ে বের হল..

-আরুররররর বাচ্ছা তুই এখন ও রেডি হস নি.. আজকে লেট হলে তোর খবর আছে(নিশিতা বলল)

আরু নিশিতার দিকে ফিরে ই ওর চোখ বড় বড় হয়ে মুখ হা হয়ে.. এটা কি ছিল নিশুপু ইউ আর লুকিং সো হট ছেলেদের মারবে নাকি হুমমমমমম রুপ দিয়ে.

-ছেলেদের মারবো নাকি জানি না তোকে ঠিক ই মারবো

-উফফ নিশুপু এক তো এত সকালে ওঠতে হচ্ছে যা আমার একদম ভালো লাগে না.আর মধ্যে তুমি কথা শুনাচ্চো. তুমি তো নাচ বলতে পাগল আমি তো না.

-কথা কম বলে রেডি হ তারাতাড়ি

-নিশু পু তোমাকে তো হেভি লাগছে ছেলে রা তো আজ তোমাকে দেখে শেষ (সন্দিহান চোখে) কেউ কে আবার প্রেমে পড়া তে চাচ্ছো নাকি হুমমমম..যাই বলো কর্রা জিনিস তুমি একটা…

-হুহ যাকে প্রেমে পরতে চাই তার দেখা তো মাসে ও মিলে না রে..( বিরবির করে)

-কি বল্লে

-কিছু না নিচে আয় তারাতারি

বলেই নিশিতা নাদিফ এর রুমে দৌড় দিল তার বড় কাজ হচ্ছে তারা দেওয়া কারণ সে নাচ এর ক্লাস মিস দিবে না..
যেয়ে দেখে ওঠে নি নাদিফ কান এর সামনে জোরে চিৎকার দিল..

-ভাইইইইইইইই উঠো আমার ক্লাস আছে

নাদিফ ঘুমের মধ্যে কানের এত জোরে চিৎকার শুনে দরফরিয়ে ওঠে যায় ডানেবামে তাকিয়ে বুঝার চেষ্টা করচ্ছে ব্যাপার টা কি হল.বামে তাকিয়ে দেখে নিশিতা দারিয়ে আছে রেডি হয়ে এখন আর তার বুঝতে বাকি রইলো না কে করেছে আর কেন করেছে। নাদিফের রাগে কারণে কাপাল কুচকে কপালে তিন চারটা বাঝ পরে যায় রেগে বলে উঠলো…

-তুই জীবনে বড় হবি না ঘুমন্ত মানুষ কে কেউ এভাবে তুলে.এখন যদি আমার কিছু হয়ে যেত যদি হার্ট অ্যাটাক করতাম তখন। তোর কি আমার প্রতি মায়া হয় না.

নিশিতা ভাবলো সত্যি তো এবাবে কাউকে ডাকা উচিত না.যদি এ বয়সে ওর ভাইটা অ্যাটাক ফ্যাট্যাক করে পরে থাকে তখন কি হবে ওর ভবিষ্যত ভাবির কি হবে..

-সরি ভাই আর ২৫ মিনিট আছে তুমি এখন ও ঘুম তাই তো এমন টা করলাম না। তুমি তো জানতে আজ আমার ক্লাস আছে. তাহলে উঠ না কেননননন

-তুই আজ শুক্রবার টা ও শান্তি দিস না আমাকে।তোর মাথায় নাচ ছাড়া কিছু আছে.

-কেন থাকবে না. এই যে তুমি যে কাল ছাদে সিগারেট ধরিয়েছো টা তো আছে। (ভ্রু নাচিয়ে) কি বলো বলবো বাসায়

এই কথা শুনে নাদিফ চোখ বড়ো করে ফেলে

-তুই কিভাবে জানলি!.. কাউকে বলিস না.. কেউ জানলে আমি শেষ(অসহায় চোখে)
তারপর ৫০০ টাকা বের করে নিশিতার হাতে দিল কেউ কে না বলার জন্য

নিশিতা টাকা নিয়ে যেতে নিয়ে কিছু একটা ভেবে আবার নাদিফ উদ্দেশ্য করে বলল

-ভাইয়া আজ আমরা মিলি কে পিক করে সাথে নিয়ে যাব।

-আচ্ছা যা এখন ১০ মিনিট এ আসছি আমি রেডি হয়ে আসছি

বড় আব্বুর আদেশ প্রতি শুক্রবার নিশিতা দের ড্রপ আর পিক করতে হবে তাই সে বাধ্য চাইলে ও না করার ওপশন নেই তার। তাই নাদিফ আর কথা বাড়ায়নি আর সে জানে তার বোন কে না বলে লাভ নেই।

নিশিতা রুম থেকে বের হয়ে ই মিলি কে কল দিয়ে বলে ওরা ওকে পিক করবে রেডি থাকতে

নিশিতা লাফাতে লাফাতে নিচে চলে যায়.. এসে দেখে কেউ তেমন উঠে নি বড় আম্মু ,ছোট আম্মু রান্না ঘরে. ও এসে বসতে সামিয়া বেগম রান্নার ঘরের থেকেই উকি দিয়ে বলল.

-আরে নিশি তুই দেখি রেডি এসে পড়েছিস। মাশাল্লাহ আমাদের মেয়ে টাকে কি সুন্দর লাগছে তাই না বড় ভাবি..

রাহেলা বেগম রান্না ঘর থেকে ই বলল.

-থু থু থু কারো নজর না লাগুক আমার চার মেয়েই মাশাল্লাহ….

সামিয়া বেগম খাবার নিয়ে এসে টেবিল রাখল..

নিশিতা খাবার নিতে নিতে বলল

-আমাকে বেশি সুন্দর লাগছে নাকি ছোট মা ছেলে রা পটবে..(হাসি দিয়ে ) আমাকে দেখে.. কি বলো ২/৩টা প্রোপোজ পেয়েই যাবো মানে হয়

সামিয়া বেগম চোখ রাঙিয়ে তাকাতেই দুই জন হেসে দেই
তারপর আরোহী আর নাদিফ এসে বসে নাস্তা করার জন্য…নাদিফ নিশিতার কথা শুনে বলে..
-যাদের রুচিতে সমস্যা আছে তারা ই তকে পছন্দ করবে.. তার বোনরা যত ই সুন্দর হোক না কেন সে প্রশংসা করবেই না.

-তুমি কি বলছো তোমার চোখের ডক্টর দেখানো উচিত
ভাইয়া বয়স বাড়ার সাথে চোখের গতি ও কমছে তোমার (আরোহী)

-কি বলতে চাচ্ছিস তুই.. আমি বুড়ো(রেগে)

-ও বাবা আমি এটা কখন বললাম কিন্তু তুমি এটা মনে করলে আমি কিছু মনে করবো না..
এভাবে খুনসুটি করে নাস্তা শেষ করে তার বের হয়…

চলবে…..