মনশহরে তোমার নিমন্ত্রণ পর্ব-৩৫+৩৬

0
37

#মনশহরে_তোমার_নিমন্ত্রণ
#৩৫তম_পর্ব

“আর একবার আমার হবু শ্বশুরের সাথে বেয়াদবি করলে একেবারে পুলিশে দিব”

নীলাদ্রির কন্ঠ হিম ধরানো। তার দৃষ্টি অত্যন্ত শীতল। হাতের আঙ্গুলগুলোয় ব্যাথা অনুভূত হচ্ছে। কিন্তু নীলাদ্রির ঠোঁটের কোনে বিচিত্র হাসি। যেনো তার অন্তর পৈশাচিক এক আনন্দে নিমজ্জিত হয়েছে। আকরাম সাহেব বেশ চমকে গেলেন। কারণ নীলাদ্রি ছেলেটাকে তার আলাভোলা লেগেছিলো। শান্তশিষ্ট, ঠান্ডা প্রকৃতির, কিঞ্চিত বলদও বটে। যে পৃথিবীর নিয়মকে ভিন্নভাবে দেখে, ভিন্নভাবে ব্যক্ত করে। অথচ ছেলেটার সেই রুপের আড়ালে যে এমন কোনো রুপ থাকবে সেটা তার প্রৌঢ় মস্তিষ বুঝতে পারে নি বোধ হয়। হতভম্ব স্বরে শুধালেন,
“বাবা তুমি এখানে কি করছো?”

নীলাদ্রি তার দিকে তাকিয়ে বললেন,
“আমি আমার শকুনতলাকে মর্নিং ওয়াক করাতে বেরিয়েছিলাম আংকেল। এর মধ্যেই দেখলাম এই ছেলেগুলো আপনার সাথে অভদ্রতা করছে। এরা কারা আংকেল?”

আকরাম সাহেব পাশে তাকাতেই ছোট একটি কুকুর দেখলেন। নেড়ি কুকুর আর পমেরিয়ানের মিশ্রণ কুকুরটি। আকার অত্যন্ত ছোট, লেজটা নেড়ি কুকুরের মত হলেও গায়ের পশম পুরো পমেরিয়ান। নীলাদ্রি আবার শুধালো,
“ছেলেগুলো কে আংকেল?”

আকরাম সাহেব উত্তর দিতে পারলেন না। একটু লজ্জা করছে। এদিকে নীলাদ্রির আচারণের বিস্ময় এখনো কাটিয়ে উঠতে পারি নি মাটিতে পড়ে থাকা ছেলেটি। তার দৃষ্টি তীক্ষ্ণ হলো। নীলাদ্রির সগৌরব মুখশ্রীটা তার রগে রগে অগ্নিসংযোগ করছে। আশেপাশের সাঙ্গপাঙ্গগুলো ভ্যাবাছেকা খেল যেন। তাই তাকে টেনে তোলার কথাও তাদের মনে আসছে না। আশেপাশের অচেনা মানুষগুলো একটিবার হলেও পেছনে ফিরে দেখছে তাদের। সেই দৃষ্টিগুলোকে ছেলেটি হাতের উল্টোপাশ দিয়ে ঠোঁটে গলগলে রক্ত মুছলো। ঘুষিটা বেশ জোরেই লেগেছে। ঠোঁটটা কেটে গেছে। উঠে দাঁড়ালো সে, খুব অলস ভঙ্গিতে প্যান্টের ধুলো ঝাড়লো। তারপর নীলাদ্রির পোলো শার্টের কলারটা ঠিক করতে করতে বললো,
“ভাইজান কি মুরুব্বির হবু জামাই নাকি? আমার সম্পর্কে বোধ হয় জানেন কম। যাক সমস্যা নেই, প্রথম ভুল তো সবাই ক্ষমা করে। কিন্তু এক ভুল বারবার করবেন না কিন্তু। আমি মানুষটা খুব ভালো নই”
“কি করবে তুমি?”

ছেলেটি ঘাড় কাত করে আকরাম সাহেবের উদ্দেশ্যে বললো,
“কি মুরুব্বি? জামাই দেখি কিছুই জানে”

আকরাম সাহেব অবস্থা দেখে ঘাবড়ালেন কিঞ্চিত। ছেলেটির চোখের ভাষাটি অস্বাভাবিক ঠেকলো যেন। ছেলেটি হিসহিসিয়ে বললো,
“দেখুন জামাই মশাই। উত্তেজিত হবেন না। মুরুব্বি আর আমাদের ছোট একটা ডিল, ডিল না মানলে আপনার বউ আমার”

নীলাদ্রির চোখ মুখ কঠিন হয়ে গেলো। ছেলেটার কলার টেনে চোয়াল শক্ত করে বললো,
“পিউকে নিয়ে বাজে কথা বললে থাপড়ে দাঁত ফেলে দিবো। কথা কানে যায় নি না? পুলিশ ফোন দিবো? ”

ছেলেটিও ছেড়ে দেবার পাত্র নয়। সাথে সাথে নীলাদ্রির গলা চেপে ধরলো, তীক্ষ্ণ কন্ঠে বললো,
“বেশি কথা বলিস না জামাই, টুটি চাপতে এই মাহাবের সময় লাগবে না। চুপ আছি বলে লাফাস না”

কিন্তু নীলাদ্রির ভাবান্তর হলো না। আকরাম সাহেব অবস্থার বেগতিক দেখে কোনো মতে হন্তদন্ত হয়ে বললেন,
“বাবা নীলাদ্রি, ছেড়ে দাও। ঝামেলা পাকিও না”

কোনোমতে ছাড়ালেন দুজনকে। মাহাব ছেলেটি রাগী স্বরে বললো,
“মুরুব্বী, নিজের জামাইকে সামলে নিয়েন। এতো বাড়াও ভালো না। একটামাত্র মেয়ে, জামাইটাও তো হবু; বিয়ে হয় নি। সাবধান মুরুব্বি”

বলেই এক মুহূর্ত অপেক্ষা করলো না সে। দলবল নিয়ে প্রস্থান করলো তারা। আকরাম সাহেবের মুখখানা পাংশুটে বর্ণ ধারণ করলো। মেয়েকে নিয়ে চিন্তাটা দাপিয়ে উঠলো মস্তিষ্কজুড়ে। ধপ করে কাঠের বেঞ্চিতে বসলেন। তরতর করে ঘামছেন। পাশের এক ফেরিওয়ালা ছোকরার থেকে পনেরো টাকা দিয়ে একটা হাফ লিটার পানির বোতল কিনে আনলো নীলাদ্রি। আকরামের সাহেবের দিকে এগিয়ে দিল। আকরাম সাহেব এক নিঃশ্বাসে অর্ধেকটা পানি খেলেন। তারপর খানিকটা খেঁকিয়ে উঠলেন,
“ওকে মারতে গেলো কেনো নীলাদ্রি? ওরা কেমন মানুষ জানো? সন্ত্রাসী সব কটা। কেনো ঝামেলা করতে গেলে?”
“কারন তারা আপনার সাথে অভদ্রতা করছে”

স্পষ্ট, জড়তাহীন উত্তর। নীলাদ্রির উত্তরে ফোঁশ করে দীর্ঘশ্বাস ছাড়লেন আকরাম সাহেব। সেদিনের আত্মসম্মানের দাপটে পর্বতের মতো অটল মানুষটাকে কেমন টলমলে লাগলো। হতাশ স্বরে বললেন,
“মেয়ের বাবা আমি, কত চিন্তা জানো? আমাকে নিয়ে চিন্তা তো করি না। মেয়েটাকে নিয়েই চিন্তা। যদি কিছু হয়ে যায়? পুলিশে তো খবর দেওয়াই যায়। কিন্তু ছেলেগুলো ভালো না। সেদিন থানায় গেলাম দেখি খু’নির লিস্টে ছেলেটার নাম। এমন ছেলেদের আইনের ভয় দিবো কি করে? তুমি তাদের আরোও ক্ষেপিয়ে দিয়েছো। এখন আমার মেয়েটির উপর কু নজর দিলে কি করবো আমি?”

নীলাদ্রি তার হাতটা ধরে বললো,
“আমি জানি আপনি আমাকে ভরসা করেন না, কিন্তু আংকেল আমি আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে পারি। আমি পিওকে আগলে রাখবো”

আকরাম সাহেবের চোখে কৃতজ্ঞতা প্রকাশ পেলো যেন। দৃষ্টি আরোও নরম হলো। নীলাদ্রি তার পাশেই বসে রইলো। সকালের রোদের তাপ বাড়লো। শুকুনতলা গুটি মেরে ঝিমাচ্ছে। নীলাদ্রি তার হবু শ্বশুরকে একটা ডিমটোস্ট কিনে দিল। হাতে দিয়ে বললো,
“নিন, এবার চিন্তা ছেড়ে খেয়ে নিন। আমার একটু পর কোচিং আছে। আপনাকে বাড়ি পৌছে কোচিং এ যাব”
“এই বয়সে কোচিং?”
“সেদিন না বললেন পিউয়ের জামাই বিসিএস ক্যাডার হতে হবে”
“তাই বলে তুমি সত্যি সত্যি বিসিএস দিবে?”
“মিথ্যে মিথ্যে বিসিএস দেওয়া যায় বলে তো জানা ছিলো না”

আকরাম সাহেব আর কথা বললেন না। খাবারটা তড়িৎ গতিতে গলধঃকরণ করতে লাগলেন। অজানা কারণেই তার চোখ টলমল হলো। গড়িয়ে পড়লো অশ্রু কনা। বুকটা খুব ভার লাগছে। কিন্তু ব্যক্ত করলেন না।

****

আড়াই হাজার টাকার মেকাপ তুলতে অভ্রের আড়াই ঘন্টার উপর লাগলো। ঠোঁট থেকে এখনো রক্তরস বের হচ্ছে। ব্যাথায় ঝুলে গেছে। নাড়াতে পারছে না। নীলাদ্রি যে অভিনয়ের নামে তার উপর কোনো সুপ্ত রাগ জাহির করেছে তাতে সন্দেহ নেই। কোন কুক্ষণে যে গুন্ডা সাজার নাটক করতে গিয়েছিলো। আজকের দুনিয়ায় ভালোমানুষীর দাম নেই। তরুনের ভাষায় “হিউম্যানিটি হুয়ার?”। তুলো চেপে রেখেছে অভ্র। পরচুলা খুলতেই ঘামে ভিজে চ্যাটচ্যাটে চুলগুলো কপালের উপর আছড়ে পড়লো। মেকাপ আর্টিস্টটাকে বিল্লাল সকাল সকাল ধরে এনেছিলো। এখন তাকে কড়কড়া পাঁচশত টাকার পাঁচটে নোট ধরিয়ে দিতে হবে। অভ্র হিসেব চুক্তা করে রওনা দিল তাদের ঠিক করা গন্তব্যে। ওখানে পিউ এবং ঐন্দ্রিলা অপেক্ষা করছে। নাটকের দর্শক অর্থাৎ আকরাম সাহেবের মনোবস্থা জানতে তারা উৎসুক হয়ে আছে। নাটকের শেষ পর্দা তোলা হবে আজ বিকেলে। শেষ হুমকি ফোনটা আজ রাতে করতে হবে। এতো কিছু করছে অথচ মারটাও খেতে হলো। অভ্র চাইলেই ঘুষির বদলে তিনটে চ’ড় বসিয়ে দিতে পারতো। কিন্তু তাতে বউ রাগ করতে পারে। তাই আগ্নেয়গিরি সমান রাগটা সমুদ্রের ঢেউয়ের মত শান্ত করতে হলো।

গন্তব্যে পৌছে ঐন্দ্রিলার কাছে যেতেই সে তার গাল ধরে বসলো। কন্ঠে উৎকুন্ঠা,
“তোর ঠোঁটে কি হয়েছে?”

ঐন্দ্রিলার এমন আচারণে কিছুটা অবাক হলো অভ্র। তার জন্য মেয়েটি চিন্তিত। এমন দৃশ্য দেখবার জন্য হাজারবার মার খেতেও আফসোস নেই তার। অভ্র মেকি হতাশ স্বরে বললো,
“কি হবে তোর ভাই মেরেছে!”

ঠিক তখন ই আগমন ঘটলো নীলাদ্রির। ঐন্দ্রিলা প্রায় তেড়ে গেলো নীলাদ্রির কাছে। রাগী স্বরে শুধালো,
“তুমি অভ্রকে মেরেছো ভাই?”

ঐন্দ্রিলার এমন জেরায় হতচকিত হলো নীলাদ্রি। নিজেকে সামলে বললো,
“নাটকের অংশ ছিলো। তোর বরই তো বলেছে সে গুন্ডার অভিনয় করবে আর আমি তাকে মারবো”
“তাই বলে এতো ভয়ংকরভাবে? ওর ঠোঁট ফুলে গেছে”
“যতই হোক নাটকেও একটা বাস্তবতা থাকতে হয়। ধরা পড়ে গেলে তো সব ই গেলো তাই না?”

আসলে কথাটা সত্য নয়। অভ্রকে প্রহার করার ইচ্ছে অনেক পূর্বের। কিন্তু নীলাদ্রি কখনো জোরপূর্বক পুরুষত্ব দেখায় না। অহেতুক তো কাউকে ঘুষি মারা যায় না। পৈশাচিক আনন্দও যদি বা মেলে সেটাও সামাজিক চোখে অপরাধ। তাই আজকের সুযোগটা হাতছাড়া করার ইচ্ছে ছিলো না। ঘুষিটা একটু জোরেই হয়ে গেলো। তাতে কি, অভ্রর বোঝা উচিত নীলাদ্রি দুর্বল কেউ নয়। সে সঠিক জায়গায় শক্তি প্রয়োগ করতে জানে।

পিউ নীলাদ্রির পক্ষ নিলো। ঐন্দ্রিলাকে উল্টো বলল,
“এখানে তো নীলাদ্রি ভাইয়ের দোষ নেই। তোর বরের পরিকল্পনাই সে বাস্তবায়ন করেছে”

ফলে ঐন্দ্রিলা আরোও চটে উঠলো। অবশেষে তাকে অভ্রর ঠান্ডা করতে হলো। মাথায় বুলিয়ে বললো,
“থাক আমার ডলি বিন্দ্রা। আর ঝগড়া করিস না। চল, আইসক্রিম খাবি”

****

পৃথিবীতে আকস্মিক ঘটনাগুলো বিনা শোরগোলেই হয়, এই যেমন হুট করেই নীলাদ্রির বিয়ে ঠিক হয়ে গেলো মজুমদার বাড়ির কেউ জানতে পারলো না। নাটকের শেষ পর্দা পড়ার অপেক্ষা করতে হলো না। আকরাম সাহেব নিজেই সা্লাম সাহেবের সাথে কথা বললেন। তার মেয়েকে সে নীলাদ্রির হাতে তুলে দিবেন। সালাম সাহেব বুঝে উঠতে পারলেন না হবু বেয়াইয়ের এমন মন পরিবর্তন হলো কি করে। অভ্র সংবাদ শুনে নীলাদ্রিকে ফোন করে বললো,
“ভাইজান, ঘুষিটা তুলে রাখলাম। আপনার কখনো মেয়ে হলে কিন্তু সুদে আসলে শোধ নিব”

নীলাদ্রি ভৎসনা করে বললো,
“আমি যদিও আকাশকুসুম চিন্তা করি না। যার উপর আমাদের হাত নেই সেই নিয়ে জল্পনাকল্পনা করা বোকার কাজ তবুও বলছি আমার মেয়ে হলে এমন ঘুষি আরোও চার পাঁচটে খাবে”
“দেখা যাক”

*****

নীলাদ্রির আজ আকদ। তুলে নেওয়া হবে একমাস পর। পিউ এবং ঐন্দ্রিলার সামনের মাসে পরীক্ষা। তাই অনুষ্ঠান একমাস পড়েই হবে। মজুমদার ভবনে আজ উৎসবের মৌসুম। খাসির রেজালা রান্না হচ্ছে। সালাম সাহেবের ছাগলজোড়াকে ধার নেওয়া হয়েছে। শিক্ষিত ছাগল বলেই হয়তো স্বাদটা একটু বেশী। সকাল থেকে ঐন্দ্রিলার হয়েছে যত জ্বালা। বান্ধবীকে সাজানো থেকে শুরু করে সব কিছুই এক হাতেই করছে। ভাইয়ের ব্যাপারগুলোতেই তাকে টিপ্পনী কাটতে হচ্ছে। সকাল বেলায় নীলাদ্রি বাহানা করলো, সে পাঞ্জাবী পড়বে না। বিয়ে তো কবুল পড়াতেই শেষ, এতো সাজের কি আছে। ঐন্দ্রিলা একটুর জন্য তার মাথা ফাটায় নি। পিউকে তৈরি করে এসে যেই নিজে তৈরি হবে অমনি দেখলো অভ্র খাটে উপুড় হয়ে শুয়ে আছে। আহা! কি শান্তি! জামাই মানুষ। কাজ একটাই রান্নার দেখাশোনা। যা তার চ্যালাজোড়াই করছে। সে শুধু খাচ্ছে। রাগে গা জ্বললো ঐন্দ্রিলার। হিনহিনে স্বরে বললো,
“বের হ, আমি জামা বদলাবো!”

ঐন্দ্রিলার স্বর শুনতেই চোখ তুলে চাইলো অভ্র। কিন্তু খুব একটা ভাবান্তর হলো না। ঐন্দ্রিলা আবারোও বললো,
“কথা কানে যায় না? বের হ”

অভ্র তখন নির্ভার গলায় বললো,
“ভাবটা এমন করছিস যেনো আমার অদেখা কিছু আছে, নেকুপিসি”

বলেই আবার চোখ বুঝলো। লজ্জায় মুখখানা লাল হয়ে গেলো ঐন্দ্রিলার। এই বেহালাজ পুরুষের চুল টেনে ছিড়ে ফেলতে ইচ্ছে হলো। ঐন্দ্রিলা কঠিন স্বরে বলল,
“বাজারে লজ্জার বড়ি পাওয়া গেলে আমি তোকে কিনে খাওয়াতাম”
“তাহলে তুই ফকির হয়ে যেতি বাবু। ব্রেকিং নিউজ হত, স্বামীর জন্য লজ্জার বড়ি কিনতে কিনতে স্ত্রী দেউলিয়া”

বলেই উঠে বসলো অভ্র। ঐন্দ্রিলার হাত ধরে টেনে কোলে বসালো। মুখখানা গুজলো তার গলায়। নাক ঘষে আদুরে গলায় বললো,
“তোর বরটা অনেক টায়ার্ড, একটু তো যত্ন করতে পারিস। একটু আদর করে বলতে পারিস, “চা খাবে?”
“তারপর”
“তারপর আর কি? আমি উত্তর দিবো “আমার তোমাকে প্রয়োজন। চায়ের ক্যাফেইনে আমার ক্লান্তি যাবে না””
“কোথা থেকে ছাপিয়েছিস ডায়ালগ?”
“আমার অরিজিনাল”
“ইশ!”
“সিনেমা থেকে”
“ভাগ্যিস”

এর মাঝেই ডাক পড়লো অভ্রর। বিল্লাল চেচাচ্ছে,
“এই পেয়াজ লাগবে অভ্র। তাড়াতাড়ি আয়”

অভ্র দীর্ঘশ্বাস ফেলে মাথা ঠেকালো ঐন্দ্রিলার কাঁধে। ঐন্দ্রিলা হাসতে হাসতে বললো,
“যা, ডাক পড়েছে”
“তোর ভাইয়ের বিয়ের কামলা দেওয়ার জন্য আমার একটা আবদার আছে”
“কি আবদার?”

অভ্র ফিঁচেল হাসলো। ঐন্দ্রিলার কানে মুখ লাগিয়ে বললো,
“তুইতে মত্ত আরেকটি রাত”…………………

চলবে

#মনশহরে_তোমার_নিমন্ত্রণ
#৩৬তম_পর্ব

“তোর ভাইয়ের বিয়ের কামলা দেওয়ার জন্য আমার একটা আবদার আছে”
“কি আবদার?”

অভ্র ফিঁচেল হাসলো। ঐন্দ্রিলার কানে মুখ লাগিয়ে বললো,
“তুইতে মত্ত আরেকটি রাত”

বড়ই নির্লজ্জ আবদার। বাজে ছেলে বাজে আবদার। তার গাঢ় চোখে উঁকি দিচ্ছে দুষ্টুমির লহর। সেই সাথে মিশে আছে তীব্র আকাঙ্খা। এমন দৃষ্টি খুব ভয়ংকর। জলদগম্ভীর আঁখিতে মারাত্মক নেশা থাকে। সেই নেশার খরা তাপে গলে যায় হৃদয়ের কঠিন পাহাড়। দূরত্বের দেওয়াল খসে যায়। কালবৈশাখী ঝড়ের মতো উত্তাল হয়ে উঠে সদ্য প্রেমের জোয়ারে ভাসা হৃদয়। থরথর করে কাঁপে শরীর। তখন হৃদয়ও সম্মোহনী স্বরে বলে,
“একটু বেপরোয়া হলে কি ক্ষতি”

নিজের হৃদয়ের এমন নির্লজ্জ যুক্তিতে অবাক হলো ঐন্দ্রিলা। নির্লজ্জ আবদারকে কি চমৎকার যুক্তিতে বাঁধছে হৃদয়। আজকাল হৃদয়টা বড্ড বেশি নির্লজ্জ হয়ে গেছে। এটা হতে পারে এই বেলেহাজ পুরুষের সাথে থাকার সাইড ইফেক্ট। তাই তো বারে বারে এই পুরুষটার অসভ্যতাকেও মিষ্টি বলে আখ্যা দিতেও লজ্জা করে না। হৃদয় শিহরিত হয় তার স্পর্শ পেতে। বুভুক্ষু হয়ে থাকে তার আদুরে প্রলাপ শুনতে। ঐন্দ্রিলার মস্তিষ্ক মাঝে মাঝে চায় কঠিন মামলা ঠুকে এই বেয়াদব হৃদয়টাকে শাস্তি দিতে। কিন্তু আজকাল তার যুক্তির ধারে জং ধরেছে। যখন অভ্র তাকে পরম যত্নে আগলে রাখে তখন পৃথিবীটাকেও ঠুংকো মনে হয়। এই অনুভূতিটা খুব বিচিত্র কিন্তু স্নিগ্ধ। তার চোখের গভীরতায় হারিয়ে গেলেও আফসোস হয় না। মন চিৎকার করে গায় “আজ আমার হারিয়ে যাবার নেই মানা”।

বিল্লালের চিৎকার আবার শোনা গেলো। ছেলেটা বেশ খিটখিটে মেজাজের হয়ে গেছে। এতোটা খিটখিটে আগে ছিলো না। পৃথিবীর মানব সভ্যতার উপর তার বিতৃষ্ণা। এই বিতৃষ্ণার ঝাল পোহাতে হয় অভ্রকে। মেনে নিতে হবে কিছু করার নেই। বন্ধুত্ব তো একপাক্ষিক নয়। অভ্র যখন জ্বলন্ত আগ্নেয়গিরির হয়ে লাভা উদগীরণ করে তখন এই ব্যাক্তি লোহার ডান্ডা হাতে সেই লাভা গুলোকে শীতল পানিতে চুবিয়ে আগ্নেয় শিলা জমা করে। দীর্ঘশ্বাস ফেলে ঐন্দ্রিলার ঠোঁটে চট করে চুমু খেয়ে নিজেকে চাঙ্গা করলো অভ্র। যাবার সময় বললো,
“আমার আবদার ভুলবি না। আজকে তাড়াতাড়ি ঘুমালে খবর আছে। ঠান্ডা পানিতে চুবানি দিবো”

হুমকিসংশ্লিষ্ট আদেশ। ঐন্দ্রিলার হাসি পাচ্ছে। শত্রুটাকে আজকাল এতো ভালো লাগে! ব্যাপারটি মোটেই ভালো নয়।

***

সালাম সাহেব পায়চারী করছেন। তিনি চিন্তিত। নিজের গাধা মানব ছেলের আজ বিয়ে। এটা তো স্বপ্নতীত। নীলাদ্রিকে শুধু গাধা ভাবেন না তিনি। সে নিম্নমানের গাধা। গাধাদের সমাজের সে কলঙ্ক। অথচ আজ সে বিয়ে করছে। তার যে কোনোদিন বিয়ে হবে সেটা কস্মিনকালেও ভাবেন নি সালাম সাহেব। বিয়েটাও নাটকীয় ভাবে। পিউকে সে ভালোবাসে না বলে দাবী করে। অথচ ভাবসাব বলে উলটো কথা। নীলাদ্রিকে দেখলে যে কেউ সাদা খাতায় লিখে দিতে পারে সে পিউকে শুধু ভালোবাসেই না, পিউয়ের হাতে নিতান্ত রশি ধরিয়ে রেখে সে। বাবা হিসেবে সালাম সাহেবের উচিত এই বিশেষ দিনে ছেলেকে কিছু বলা। জীবন থেকে ধারণ করা কোনো উপদেশ বাক্য অথবা সুন্দর করে শুভকামনা। কিন্তু নীলাদ্রিকে ঠিক কি বলা যায় ঠাহর করতে পারছেন না সালাম সাহেব। ছোটবেলা থেকেই ছেলেটির স্বভাব ব্যতিক্রম। তাদের সম্পর্কটাও ব্যতিক্রম। তাই এমন বিচিত্র সম্পর্কে মিঠা কথা মুখে আসে না। আর এই শুভদিনে তিক্ত কথাও বলতে চান না। আজকাল একাবিংশ শতাব্দীতে এসে সব কিছুর সমাধান পাওয়া যায় ইন্টারনেটে। সালাম সাহেবও সেই সমাধান খুজলেন। লিখলেন “How to appreciate my idiot son?” সমাধান এলো। একটা ছয় পয়েন্টের সমাধান। পয়েন্টগুলো পড়লেন। কিন্তু পছন্দ হলো না মোটেই। তবুও একটা সাদা কাগজে টুকলেন। সবচেয়ে সহজ যেটা মনে হলো সেটা হলো “হাসা”। নীলাদ্রিকে দেখে তার এমনেই হাসি পায়। কিন্তু এই হাসি বিদ্রুপের নয় বরং আনন্দের, কৃতজ্ঞতার। এবার সালাম সাহেব আয়নার সামনে হাসির অনুশীলন শুরু করলেন। সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলো সাবেরা। আয়নার সামনে স্বামীকে এমন অদ্ভুত ভঙ্গিতে হাসতে দেখে শুধালেন,
” কি হয়েছে তোমার? পাগলের মতো হাসছো কেন?”

সাবেরার প্রশ্নে ভড়কে গেলেন সালাম সাহেব। অপ্রস্তুত স্বরে বললেন,
“তুমি কি করছো?”
“রেডি হতে এসেছি। তুমি রেডি না হয়ে আয়নার সামনে পাগলের মত হাসছো কেনো? আমাদের তো যেতে হবে পিউয়ের বাসায়। সময় তো হয়ে এলো”
“হাসছি না। আমি তোমার গাধা ছেলেকে বিয়েতে শুভকামনা দেবার প্রাকটিস করছি। বাবা হিসেবে এটা তো আমার দায়িত্ব”
“হঠাৎ পশ্চিম দিকে সূর্যের উদয় কেনো?”

সালাম সাহেব উত্তর দিলেন না। সাবেরা শাড়ি বের করতে করতে মুচকি হেসে বললো,
“সালাম সাহেব, আমার গাধা পুত্র আপনাকে বাজিমাত করে দিয়েছে বলে কি আপনি লজ্জিত?”
“এখানে লজ্জার কি আছে?”
“এই যে সে প্রেম না করেও, তোমার সাহায্য ছাড়াই তার প্রিয়তমাকে নিজের করে নিয়েছে। তোমার মতে তো তার দ্বারা কিছুই সম্ভব নয়। । ইশ! ছেলেটা মুখে ঝামা ঘষে দিলো”
“বেশি হেসো না বুঝলে! ভুলে যেও না তোমার ছেড়া নোট কিন্তু গুছিয়ে সংসার করছে। খুব তো বলছিলে আমার মেয়ের দ্বারা কিছুই সম্ভব নয়”

সাবেরা হাসলো। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা বাছাই করতে করতে বললো,
“আমি কিন্তু খুব খুশি। হেরে যাওয়ায় এতো আনন্দ আগে জানতাম না বুঝলে। তোমার আনন্দ হচ্ছে না?”

অস্বীকার করাটা অন্যায় হবে, সালাম সাহেব সত্যি ই আনন্দিত। পিউয়ের মত একটি মেয়ে তার গাধা পুত্রের জীবনে আসবে এটা সত্যিই আনন্দের ব্যাপার। তবুও স্ত্রীর কাছে স্বীকার করলেন না। কারণ মান সম্মানের ব্যাপার৷

****

পিউয়ের বাসায় লোক গিজগিজ করছে। যথারীতি সন্ধ্যা সাতটায় বরপক্ষ তার দলবল দিয়ে এসেছে। গাড়ি নিয়ে বিশাল কান্ড ঘটেছে। ভুলে গাড়ি সাজানো হয়েছে গোলাপ দিয়ে। অন্যদিকে গোলাপের গন্ধে এলার্জি নীলাদ্রির। গাড়িতে উঠেই হাচি দিতে দিতে অবস্থা বিতিকিচ্ছিরি। পড়ে সমাধান বের করা হলো বর আসবে ইজি বাইকে করে। তাই হলো, বর ইজি বাইকে করে আসলো। ব্যাপারটা তার নাটকীয় বিয়েতে বেশ “চেরি অন টপ” এর মতো কাজ কার করলো। পিউয়ের মা নিতুল তাকে বরন করতে ব্যাস্ত, তখন আকরাম সাহেবের দৃষ্টি শুধু অভ্রতেই আটকে থাকছে। ছেলেটার মুখটা অতীব পরিচিত লাগছে। কিন্তু কোথায় দেখেছে মোটেই মনে করতে পারছে না। বয়সের এই একটা বাজে দিক। স্মরণ থাকে না কিছুই। আকরাম সাহেবের অবস্থা হয়েছে তেমন। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অভ্রর দিকে। তার দৃষ্টি এমন যে অভ্রও সেটা খেয়াল করেছে। এখন বেশ বিব্রতবোধ হচ্ছে তার। সে যতই এড়িয়ে যেতে চাচ্ছে, নাছোড়বান্দা তার দিকেই চেয়ে আছে। অবশেষে না পেড়ে বললো,
“কিছু বলবেন আংকেল?”
“তোমাকে আমার চেনা চেনা কেনো লাগছে বাবা?”

আকরাম সাহেবের এমন বাক্যে অভ্র দাঁত কপাটি বের করে বললো,
” আসলে আমি অনেক সুন্দর তো, মাশআল্লাহ মডেলের মতো চেহারা আল্লাহ দিয়েছেন। তাই সবার আমাকে চেনা চেনা লাগে। ব্যাপার না আংকেল উত্তেজিত হবেন না প্লিজ”

অভ্রর উত্তরে তিনি আরোও দ্বিধায় পড়ে গেলো। কিন্তু অভ্র বুঝলো যতই আড়াই হাজার টাকার মেকাপ করুক বুড়ো তাকে সন্দেহ করছে। এখন কেটে পড়াই ভালো। নয়তো এতো সুন্দর গুছানো বিয়েটা ঘেটে ঘ হয়ে যাবার সমূহ সম্ভবনা রয়েছে।

*******

নিজের টেবিলে বসে আছে পিউ। পরণে লাল বেনারসি। বিয়ের সাজ, গহনা, খোপায় মালা, মাথায় ওড়না। দুধে আলতা মেয়েটির রুপ আজ ঠিকরে পড়ছে। নীলাদ্রির কঠিন হৃদয়ে দোলা দেবার সর্বস্ব প্রচেষ্টা। মেয়েদের বিয়ে হলে তাদের দুঃখ পেতে হয়। এটা ন্যাচারস ল। মানতেই হবে। নিজ রাজত্ব, সম্ভার, অস্তিত্ব ত্যাগ করে অন্যের আঙ্গিনা যাওয়ার সময় অশ্রু আপনাআপনি হৃদয়কে ভারী করে। মন ডুবে যায় বিস্তীর্ণ বিষন্নতায়। কিন্তু পিউয়ের ঠোঁট থেকে সরছে না হাসি। ঠোঁটের কোনায় আঠার মতো লেগে আছে৷ কারণ তার হৃদয়ে শংকা নেই, ভয় নেই। যে মানুষটার কাছে সে যাচ্ছে সে তার বহুসাধনার পুরুষ, তার হৃদয়ে লালিত করেছে সে। নীলাদ্রিকে কখনো বলা হয় নি বটে কিন্তু সে তাকে যে বহু বসন্ত জুড়ে ভালোবাসে। সেই ভালোবাসার বহিঃপ্রকাশে একটি চিঠিও লিখেছে সে। বাসর রাতে নীলাদ্রিকে দিবে এই প্রেম গলানো পত্র। নীলাদ্রির অবস্থা তখন কেমন হবে? জানার ইচ্ছে হচ্ছে খুব। এর মাঝেই ঐন্দ্রিলা প্রবেশ করলো ঘরে। একটা নীল কাতান পড়েছে সে। সাধারণ সাজেও মেয়েটিকে মায়াবতী তকমায় অলংকৃত করা যায়। ছুটে এসে বান্ধবীর সামনে বসলো,
“কি গো ভাবীসাব, ভাইজান তো চলে এসেছে। তৈরি তো?”

বান্ধবীর ঠাট্টায় লজ্জায় মুখখানা রক্তিম হলো। বান্ধবী এখন শুধু বান্ধবী নয়, তার ননদিনী রায়বাঘিনী। ঐন্দ্রিলা নিজের স্থান পরিষ্কার করতে বললো,
“আমি কিন্তু যে সে ননদ নই। বুঝে শুনে চলবে কিন্তু”
“যথাআজ্ঞা ননদিনী”
“আমার ভাইকে বুঝি পত্র লিখছিলি! আর লিখে কাজ নেই, তোর বর এখন উতলা হয়ে তোর প্রতীক্ষায় আছে”

পিউ চিঠিটা ভাঁজ করলো। বিদ্রুপ টেনে বললো,
“এমন করছিস কেনো রে! বিয়ে তো হয়েই যাচ্ছে। প্রেম করার ভাগ্য তো হলো না, তাই বলে কি প্রেমপত্রও লিখতে দিবি না”
“বিয়েই তো হয়ে যাচ্ছে এখন প্রেমপত্রের কি কাজ?”
“তাই বলে ভালোবাসি বলবো না? তুইও বলিস নি অভ্রকে?”

ঐন্দ্রিলা চুপ করে গেলো। কিছুসময় চুপ থেকে মিনমিনিয়ে বললো,
“প্রেমপত্রের বহুত উপরে চলে গেছে আমাদের সম্পর্ক। এখন আর প্রেমপত্র দিয়ে ফিয়ে কাজ নেই”
“তাই বলে জানাবিও না ওকে?”
“জানানো লাগবে?”
“আলবাত লাগবে। তুই তো তার প্রেমে পড়েছিস তাই না?”

হ্যা, ঐন্দ্রিলা প্রেমে পড়েছে। একেবারে হুমকি খেয়ে হাটু গেড়ে পড়েছে। অসভ্য, নির্লজ্জ, বেয়াদব পুরুষটা বিশ্রীভাবে তার হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই আধিপত্যকে অস্বীকার করার জো নেই। ঐন্দ্রিলা একটু একটু করে তার মাঝে ডুবেছে। অজান্তেই সে ভালোবেসে ফেলেছে নিজের শত্রুকে। কিন্তু সেই কথা মুখে আনতেই লজ্জায় কুকড়ে উঠে। পিউ হেসে বললো,
“মুখে আনতে না পারলে লিখে জানা! প্রেমপত্র যে মেয়েরা দিতে পারবে না সেই নিয়ম তো নেই”

******

কাজী এসেছে। কবুল পর্ব শুরু হলো। তিন বার কবুলের মাধ্যমে নীলাদ্রি এবং পিউ একে অপরের জীবনের সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে গেলো। খুরমা বিতরণ হলো। সবার মাঝে আনন্দ। বরপক্ষের খাবার ব্যাবস্থা করলেন আকরাম সাহেব। ঐন্দ্রিলা অভ্রকে খুজতে লাগলো। আসার পর থেকে ছেলেটি লুকিয়ে লুকিয়ে আছে। হঠাৎ চোখ পড়লো শামিয়ানার এক পাশে এক ঝাঁক মেয়ের সাথে দাঁড়িয়ে আছে সে। মেয়েগুলো পিউয়ের কাজিন। ছোট ছোট ইঁচড়েপাকা মেয়ে। এর মাঝে পদ্মফুল সেজেছে যেনো অভ্র। কি প্রয়োজন ছিলো কালো পাঞ্জাবীটা পড়ার। এমনিই তার সুবিশাল দেহ আর সুউচ্চ গড়ণে সকলের নজরে প্রথমেই পড়ে সে। তারপর উপর নায়ক সেজে আসার কি হেতু? মেয়েগুলো তার সাথে কথা বলছে হেসে হেসে। হাসতে হাসতে তারা প্রায় অভ্রের উপর পড়ে যাচ্ছে। দৃশ্যটি একটুও সহ্য করার মতো নয়। ফলে হনহন করে মেয়েগুলো হাসিতে ব্যাঘাত ঘটাতে সেখানে উপস্থিত হলো। মুখে হাসি এঁটে কঠিন বললো,
“বাবু, খাবে না?”

ঐন্দ্রিলাকে দেখে দীর্ঘশ্বাস ফেললো সে। প্রায় ছুটে এসে তার পেছনে দাঁড়ালো। ঐন্দ্রিলার কাঁধে দুহাত রেখে বললো,
“এই যে তোমাদের ভাবী এসে গেছে। তোমরা বরং তোমাদের দুলাভাইয়ের মাথা খাও”
“দুলাভাইয়ের মাথায় মজা নেই অভ্র ভাইয়া। আমরা আপনার মাথা খেতে চাই”

বলেই নির্লজ্জের মতো হাসলো মেয়েগুলো। ঐন্দ্রিলা তখন দাঁতে দাঁত চেপে বললো,
“আসলে ও তো দুপুরের পর থেকে অভুক্ত, ওর মাথায় গ্যাস হয়েছে। ওর মাথা খেলে তোমাদের পেট খারাপ হবে। সুন্দর করে সেজে বাথরুমে ছুটতে কি ভালোলাগবে বলো?”

মেয়েগুলোর হাসি উবে গেলো। ঐন্দ্রিলা একপ্রকার টেনে অভ্রকে নিয়ে এলো মেয়েদের মাঝ থেকে। একটা খালি জায়গায় এসে কড়া স্বরে শুধালো,
“কি হচ্ছিলো?”
“বিশ্বাস কর, আমার দোষ নেই”
“তো নায়ক সেজে কে আসতে বলেছিলো”
“শালার বিয়ে, সাজবো না? হাতে আংটি থাকতেও যদি কেউ না বুঝে আমি বিবাহিত এখানে আমার কি দোষ। এখন গলায় তো সাইনবোর্ড ঝুলিয়ে ঘুরতে পারি না ”

ঐন্দ্রিলা কটকট করে চাইলো। তার চোখ থেকে আগুন ঝরছে যেনো। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে শান্ত স্বরে বললো,
“নিচু হ”
“হ্যা?”
“বললাম মাথা নিচু কর”

অভ্র স্ত্রী আজ্ঞা পালনে মাথা নোয়ালো। ঐন্দ্রিলা পায়ের পাতার উপর দাঁড়িয়ে দুহাতে ধরলো অভ্রের মুখবিবর। অভ্রর বিস্ময়কে সপ্তম আকাশে উঠিয়ে হঠাৎ তার ঠোঁটে কামড় বসিয়ে দিলো সে। সাথে সাথে “হিসসস” করে উঠলো অভ্র। তীক্ষ্ণভাবে জ্বলছে জায়গাটা। কিন্তু সেই মৃদু ব্যাথাকে মোটেই অনুভব করতে পারলো না সে ঐন্দ্রিলার এমন কাজের বিস্ময়ে। ঐন্দ্রিলার তার স্তম্ভিত দৃষ্টিতে দুপয়সার দাম না দিয়ে বললো,
“সাইনবোর্ড লাগবে না। আমি আমার স্টাম্প মেরে দিয়েছি”

******

বিয়ের পর্ব শেষে নীলাদ্রির বাড়ির সকলে চলে গেলো। থেকে গেলো শুধু নীলাদ্রি। বিয়ে করেই বউ ফেলিয়ে ছুট দেওয়াটা শোভা পায় না। পিউয়ের ফুপুরা একবার বলাতেই নীলাদ্রিকে রেখে দিলেন সবাই। নীলাদ্রি কিঞ্চিত চিন্তিত। প্রচুর স্ট্রেস লাগছে। এর উপরে ইঁচড়েপাকা শালী গুলো তো আরোও একধাপ এগিয়ে। তারা ঘরে ঢুকতে দিবে না। চাঁদা চায়। নীলাদ্রি তার পকেট থেকে দুটো পাঁচশ টাকার নোট দিয়েছে। কিন্তু তারা তাও ছাড়বে না। একটা সময় নীলাদ্রি যখন বললো,
“ঠিক আছে, তোমরাই থাকো। আমি বসার ঘরে ঘুমাবো”

তারা মুখ চাওয়াচাওয়ি করে গেট ছেড়ে দিলো। ঘরে একেবারে ঘোমটা দিয়ে বসে আছে পিউ। পিউকে আজ ঐশ্বরিক সৌন্দর্যের দেবী লাগছে। গ্রীক দেবী এফ্রিদিতিও এতো সুন্দর কিনা সন্দেহ। নীলাদ্রি তার ঘোমটা তুললো। পিউ চোখ নামিয়ে রেখেছে। লজ্জায় তার মুখখানা রক্তিম হয়ে আছে। চোখের পাতা তিরতির করে কাঁপছে। লাল লিপ্সটিকে রাঙ্গানো ঠোঁটজোড়াও কাঁপছে ক্ষীন। দৃশ্যটি কামুক। তাই বিনা ভনীতায় বললো,
“গবেষণায় বলে চুমু খেলে নাকি ছয় ক্যালোরি বার্ন হয়। ” ফিল গুড” হরমোন নিঃসরণ হয় বলে মেদ গলে। যত আন্তরিকতার সাথে চুমু খাওয়া হয় তত ভালো ফলাফল। দাঁতের জন্যও চুমু বেশ উপকারী। আমার যদিও দাঁতের সমস্যা নেই, তবে বিয়েতে খাওয়াটা বোধ হয় বেশি হয়ে গেছে। হুট করে বিবাহে আমার স্ট্রেসও বেড়ে গেছে। তাই আমি কি তোমাকে চুমু খেতে পারি?”………….

চলবে