#মন_তুমি_ছুঁয়ে_দেখো_না
#সাদিয়া_জাহান_উম্মি
#পর্বঃ৩১+৩২
রুদ্রিক,ইহান,সাফাত,নীল,অনিক ওরা আড্ডা দিতে ব্যস্ত ভার্সিটির মাঠে।এমন সময় সেখানে আসে জেনি,সিয়া,মারিয়া।জেনি এখন আর আগের মতো নেই।সেদিনের পর থেকে রুদ্রিকের ভয়েই হোক।শান্ত হয়ে গিয়েছে।রুদ্রিকের আশেপাশেও যায় না।আর অথৈয়ের কাছে তো ভুলেও না।এদিকে সিয়া সোজা হেটে গিয়ে দাঁড়ায় অনিকের সামনে।শান্ত চোখে অনিকের দিকে তাকিয়ে বলে উঠে,’ একটু আমার সাথে আসুন।আপনার সাথে জরুরি কথা আছে।’
হঠাৎ সিয়া নিজ থেকে এসে অনিকের সাথে কথা বলায় অনিক একটু না।অনেকটাই অবাক হয়েছে।তবে সেটা কাউকে বুঝতে দিলো না।প্রতিত্তুরে বলল,’ তুই আবার আপনি আপনি বলা শুরু করেছিস?আমি না বলেছি আগের মতো করেই আমাকে ডাকবি।’
সিয়া যেন তাচ্ছিল্য হাসল।
‘ আগের মতো ডাকতে বললেই কি ডাকা যায়? তখন আমাদের মাঝে যেই সম্পর্কটা ছিলো। আজ তার ছিটেফোঁটাও নেই।তাই আগের সিয়ার মতো আমার মাঝে কিছুই পাবেন না আপনি।’
অনিকের তীব্র একটা কষ্ট লাগল সিয়ার এহেন কথায়।তবুও নিজেকে সামলে নিয়ে বলে,’ এইভাবে বলছিস কেন?একবার সুযোগ দে।প্রমিস আর কখনও অভিযোগ করার সুযোগ দিবো না।’
সিয়া কথাটা এড়িয়ে গেল।এখন এখানে বন্ধুদের মাঝে সে আর কোনো সিনক্রিয়েট করতে চায় না।অনিককে একান্তভাবে সবটা বুঝাতে হবে।না সে আগের সিয়া আছে।আর না সে অনিকের কাছে আর ফিরে যাবে।একবার কষ্ট পেয়ে অনেক কষ্টে নিজেকে সামলিয়েছে সিয়া।দ্বিতীয়বার আর একই কষ্ট সে নিতে পারবে না।তাহলে এইবার মরন ছাড়া আর তার কোনো গতি থাকবে না।অনিকের ভালোবাসায় মত্ত হয়ে সে নিজের সবটা প্রায় খুয়েই ফেলেছিল।ভাগ্যের জোড়ে সবটা আবার ফেরত পেতে সক্ষম হয়েছে।আবার সেই পিছুটানের দিকে ছুটতে গিয়ে নিজের বাবা মায়ের স্বপ্নগুলো সে বিসর্জন দিতে পারবে না।আর পারবে না সিয়া। সিয়া নির্লিপ্ত কণ্ঠে সুধালো,’ আপনি আসবেন কিনা আমার সাথে সেটা বলুন।নাহলে আমি চলে যাচ্ছি।’
অনিক বাইকের উপর বসা থেকে নেমে দাঁড়ালো।একপলক বন্ধুদের দিকে তাকিয়ে বলল, ‘ চল।’
সিয়া সোজা হাটা ধরল।অনিকও ওর পিছু চলে গেল।ওরা যেতেই ইহান চিন্তিত স্বরে বলে,’ তোদের কি মনে হয়?কি এমন কথা বলবে সিয়া?আর সিয়া কি কখনও অনিককে ক্ষমা করে ওর কাছে ফিরে আসবে?’
রুদ্রিক ইহানের কথায় সুদূর আকাশের দিকে তাকালো।বলল,’ আমার মনে হয় না সিয়া কখনও অনিককে মেনে নিবে।হ্যা,ক্ষমা করে দিতে পারে।আসলে ভালোবাসে তো।তাই ক্ষমা করে দিবে। হয়তো ক্ষমা করেও দিয়েছে।কিন্তু ওর কাছে কখনও ফিরে আসবে না।জানিস মেয়েদের অনেক রূপ থাকে।তারা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নিজেদের সামলাতে পারে।কখনও কোমল,নরম একেবারে তুলোর মতো।আবার সেই মানুষটায় একসময় শক্ত পাথরের থেকেও কঠিন হয়ে পরে।তাদের ভাঙা যে সবার সাধ্যের বাহিরে।এই জন্যেই সময় থাকতে নিজের শখের নারিকে আগলে রাখো। আগলে রাখতে না পারলে তারা এতোটাই দূরে চলে যাবে যে তাদের ছোঁয়ার সাধ্য তুমি শতো চেষ্টা করেও পাবে না।’
রুদ্রিকের বলা প্রতিটা কথা যেন ইহানের প্রতিটি নিউরনে ছড়িয়ে ছিটিয়ে গেল।রুদ্রিকের প্রতিটি কথাই সত্যি।না,সে আর দেরি করবে না।যতো দ্রুত সম্ভব রিধিকে ওর মনের কথা বলে দিতে হবে।ও নিজেও বুঝতে পেরেছে রিধিও ওকে ভালোবাসে।তাই তো কারনে অকারনে ওদের বাসায় আসতো আর তা যে ওকে দেখার জন্যে। সেটা বোকা ও কখনই বুঝতে পারেনি।এখন সে ভালোবাসে রিধির ভালোবাসা বুঝতে পারছে।
এদিকে রুদ্রিকের কথাগুলো শুনে সাফাত দীর্ঘশ্বাস ফেলল।কণ্ঠে তার কাতরতা স্পষ্ট,’ আমি বোধহয় সেই মানুষটার একজন।তোর কথাগুলো সাথে পুরোটা তবে আংশিক মিল আছে। কারন আমি যে একতরফা ভালোবেসেছিলাম।ও না সরি।ভালোবেসেছিলাম না এখনও ভালোবাসি।তবে এখন আর তাকে পাওয়ার আশা করি না।শুধু দূর থেকে চাইবো সে যেন সুখে থাকে।কারন সে সুখে থাকলেই আমি সুখি।’
সাফাতের কথায় যেন রুদ্রিকের মনে হলো।কেউ যেন ওর বুকে বাজেভাবে জখম করে দিয়েছে। নিজেকে কেমম যেন অপরাধী মনে হচ্ছে।ও যদি আগেই অথৈয়ের সম্পর্কে ওর বন্ধুদের বলে দিত।তাহলে আজ এমনটা হতো না।ওর বন্ধু এতো কষ্ট পেতো না।আচ্ছা,সে কি আসলেই বড্ড স্বার্থপর হয়ে গিয়েছে?নাকি?না,না সে এসব কি ভাবছে?এটা যে হবার নয়।ও অথৈকে ভালোবাসে।ভীষণ ভালোবাসে।অথৈকে ছাড়া যে ও বাঁচতে পারবে না।অথৈ বিহীন জীবন যে ওর চাই না।এসব ভাবলেই তো ওর নিশ্বাস আটকে আসে।রুদ্রিক দুহাতে ওর মুখ ঢেকে নিলো।কি করবে ও?ঠিক কি করলে সবটা ঠিক হয়ে যাবে।কিভাবে সাফাতের কষ্ট কমাবে।হঠাৎ কাধে কারও হাতের স্পর্শ পেয়ে রুদ্রিক ওর মুখশ্রী থেকে হাত সরিয়ে ফেলে।তাকিয়ে দেখে ইহান।রুদ্রিক ওই লাল চোখজোড়া দেখে ইহান ব্যস্ত হয়ে বলে,’ তুই কি ঠিক আছিস রুদ্রিক?’
রুদ্রিক আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে কোনরকম বলল,’ হু! আ’ইম ফাইন।’
‘ সিয়র?’
‘ ইয়াহ!’
_______________
নীল অসহায় চোখে মারিয়ার দিকে তাকিয়ে আছে।আজ তিনদিন যাবত মেয়েটা ওর সাথে কথা তো দূরে থাক।ওর দিকেও তাকাচ্ছে না।মারিয়া যে নিজেও ভালো নেই। তা মীল খুব ভালোভাবেই জানে।মারিয়ার মলিন চেহারাই সবটা বলে দিচ্ছে ওকে।চোখের নিচে কালি পরেছে।চোখজোড়া ওর লাল হয়ে আছে।নীল শুকনো ঢোক গিলল।ধীর পায়ে এগিয়ে গেল মারিয়ার কাছে।গলা ধরে আসছে ওর।বহু কষ্টে বলে উঠল,’ মা..মারিয়া।একবার আমার কথাটা শু….’
আর বলতে পারল না নীল।কারন তার আগেই মারিয়া বলে উঠে,’ জেনি তুই কি যাবি আমার সাথে?আমি ক্লাসে যাচ্ছি।কিছু নোটস করব।’
‘ হ্যা চল।’
জেনি সম্মতি দিতেই মারিয়ায় নীলের বিন্দুমাত্র তোয়াক্কা না করে চলে গেল।নীল অসহায় চোখে মারিয়ার যাওয়ার পানে তাকিয়ে আছে।কি করবে ও? এদিকে ওদের দুজনের মাঝে এমন দুরুত্ব দেখে।রুদ্রিক এগিয়ে গেল নীলের কাছে।গম্ভীর স্বরে নীলের উদ্দেশ্যে বলল,’ তোদের মাঝে আবার কি হয়েছে?দু তিনদিন যাবত দেখছি আমি।মারিয়া তোর আশেপাশেও আসছে না।এমনকি তুই ওর কাছে গেলেও ও তোর থেকে দূরে চলে যায়। সমস্যাটা কি তোদের?’
রুদ্রিকের কথায় নীল রুদ্রিককে হুট করে জড়িয়ে ধরল।নীলের প্রচুর কান্না আসছে।নীল ভেজা কণ্ঠে বলে,’ আমি কি করব দোস্ত?মারিয়া যে আমার হবে না।ওকে আমার কাছে এনে দে।ওকে ছাড়া আমি থাকতে পারব না।’
রুদ্রিক দুহাতে নীলকে জড়িয়ে ধরল।ভ্রু-কুচকে প্রশ্ন করে,’ কিন্তু মারিয়া তো তোরই।তাহলে এসব বলছিস কেন?’
‘ কারন ওর বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে।সামনের সপ্তাহেই না-কি আকঁদ করিয়ে রাখবে।’
নীলের এহেন কথায় ইহান আর সাফাতও দ্রুত পায়ে ওদের কাছে আসল।ইহান অবাক হয়ে বলে,’ মানে?কি বলছিস এসব?আর তুই আমাদের জানালি না কেন?আর তাছাড়া তুই কিছু করিস নি?’
নীল রুদ্রিককে ছেড়ে দিলো।চোখের কোণের জলটুক মুছে বলে,’ আমি কি করব বল ইহান।কোনো মেয়ের বাবা কি চাইবে আমার মতো বেকার ছেলের কাছে তার মেয়েকে তুলে দিতে?’
‘ কিন্তু তুই তো একেবারেই ফেলনা নাহ।আমরা অনার্স ফাইনাল ইয়ার এক্সাম দিবো বেশিদিন নেই।তারপর আর এক বছর মাস্টার্স করলেই তো তুই ভালো একটা চাকরি করতে পারবি।তাছাড়া তোর বাবার নিজেরও তো ব্যবসা আছে।তুই চাইলে সেখানেও জয়েন হতে পারিস।তোদের ফ্যামিলি ওয়েল স্টেবলিশড ফ্যামিলি।’ রুদ্রিক বলে উঠল।
নীল করুণ গলায় বলে,’ সেটা ওর বাবা মানলে তো?ওর বাবা উচ্চবিত্ত এক ফ্যামিলির ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে নিয়েছে।এখন মারিয়া আমায় বলছে ওর বাবার সাথে কথা বলতে।তোরাই বল আমি কিভাবে যাবো ওর বাবার কাছে?ওর বাবা ওমন বড়োলোক ফ্যামিলির ছেলের কাছে মেয়ে বিয়ে না দিয়ে কি আমার কাছে দিবে?’
নীলের কথায় শুনে রুদ্রিক রেগে গেল।রাগি গলায় বলে,’ তুই এসব মারিয়াকে বলেছিস আর সেইজন্যেই ও রেগে আছে?’
নীল কোনো জবাব দিলো না।মাথা নিচু করে নিলো।আর নীলের নীরবতাকেই সম্মতি হিসেবে ধরে নিলো রুদ্রিক।রুদ্রিক তেড়ে গিয়ে নীলের শার্টের কলার চেপে ধরল।আগুন ঝরা চোখে তাকিয়ে বলে,’ তোর মতো ভীতুদের কখনও ভালোবাসতে নেই।যখন ভালোবাসার মানুষটিকে আপন করে নেওয়ার জন্যে।পরিস্থিতির সাথে মোকাবিলাই যদি না করতে পারিস।তাহলে ভালোবাসতে যাস কেন?কেন একটা মেয়েকে মিথ্যে আশা দিয়ে দিনের পর দিন ধোকা দিয়ে রাখিস।যখন ভালোবেসে ভালোবাসার মর্যাদা দিতে পারিস না।তখন ভালোবাসার দাবি নিয়ে কেন গেলি?বল কেন গেলি?’
ইহান আর সাফাত টেনে সরিয়ে আনল রুদ্রিক।রুদ্রিক বড়ো বড়ো শ্বাস নিচ্ছে রাগে।ইহান বলল,’ মাথা ঠান্ডা কর রুদ্রিক।রাগলে চলবে না।’
রুদ্রিক দাঁত খিচিয়ে বলে,’ তুই বলছিস আমায় রাগতে না? ও মারিয়ার বাবার কাছে মারিয়ার হাত চাওয়ার সাহসটুকু করতে পারছে না।তাহলে ও কেন মারিয়াকে ভালোবাসল।’
নীল অসহায় গলায় বলে,’ ভালোবাসা কোন কারন নিয়ে হয় না রুদ্রিক।এমনিই হয়ে যায় ভালোবাসা।আর সেটা হয় মন থেকে।’
রুদ্রিক চিৎকার করে বলে,’ ও তুই এখন আমাকে জ্ঞান দিবি?ভালোবাসলে কখনও ভীতু হতে নেই।ভালোবাসলে বুকে সাহস রাখতে হয়।যা তোর নেই।তার মানে তুই মারিয়াকে কখনও ভালোবাসিসই নেই।’
‘ রুদ্রিক।’
‘ কি রুদ্রিক?চিল্লাবি না।যদি সত্যিই মারিয়াকে ভালোবাসিস।তাহলে এই মুহূর্তে আমার সাথে যাবি মারিয়ার বাড়িতে।আর গিয়ে ওর বাবাকে বলবি তুই মারিয়াকে ভালোবাসিস।আর ওকে বিয়ে করতে চাস।কি পারবি?যদি এটা পারিস বলতে।আমি নিজে যে করেই হোক তোর সাথে মারিয়ার বিয়ে দিবো।তুই শুধু এটুকু বল।’
তেজি কণ্ঠে রুদ্রিকের বলা প্রতিটা কথায় যেন নীল সাহস পেলো।দৃঢ় গলায় বলে,’ হ্যা পারব।’
‘ তাহলে চল।’
সাফাত বলে,’ অনিককে ফোন করে আসতে বলি।’
রুদ্রিক দুহাতে চুল পিছনের দিকে ঠেলে দিয়ে বলে,’ অনিককে বলার দরকার নেই। ও সিয়ার সাথে আছে।ওদের একান্তে ছেড়ে দে।ওদের ব্যাপারটাও সিরিয়াস।এইভাবে ডিস্টার্ব করা ঠিক হবে না।আমরা পরে এসে ওকে বুঝিয়ে বলব।’
‘ কিন্তু মারিয়াকে তো দরকার।ওর বাবা যদি জিজ্ঞেস করে মারিয়াও নীলকে ভালোবাসে কিনা তাহলে কি জবাব দিবো?তখন তো মারিয়াকে লাগবে।’
ইহানের কথায় যুক্তি খুঁজে পেয়ে রুদ্রিক বিনাবাক্যে মারিয়াকে ফোন লাগায়।দুবার রিং বাঁজতেই মারিয়া কল রিসিভ করে।ও রিসিভ করতেই রুদ্রিক বলে উঠে,’ মারিয়া?যেখানেই আছিস।দ্রুত ভার্সিটির গেটের কাছে আয়।’
রুদ্রিকের এহেন কথায় মারিয়া ঘাবড়ে গেল।বলল,’ কেন রুদ্রিক কি হয়েছে?’
‘ কিছু হয়নি তুই জলদি আয়। ডোন্ট ওয়েস্ট আ সেকেন্ড।’
বলেই ফোন রেখে দিলো।মিনিট দশের বাদেই দূর থেকে দেখা গেল মারিয়া দৌড়ে আসছে।রুদ্রিকদের সামনে এসে থামল।হাঁপাতে হাঁপাতে বলে,’ কি হয়েছে?এইভাবে আমাকে ডাকলি কেন?’
রুদ্রিক বাইকে উঠে বসল।নীলকে ইশারা করে বলে,’ দ্রুত নীলের বাইকে উঠে পর। আর হ্যা কোনো কুয়েশ্চেন করিস না আপাততো। উল্টাপাল্টা জেদ ধরলে এখনই আমার হাতের চড় খাবি।তাই যা বলছি তাই কর।’
রুদ্রিকের কথায় মারিয়া ভয় পেয়ে গেল।তাই না চাইতেও দ্রুত বাইকে উঠে বসল।ইহান আর সাফাতও নিজেদের বাইকে উঠে বসে।সবাই একসাথে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। পুরো রাস্তায় মারিয়া একটা কথাও বলল না।চুপচাপ বসে রয়েছিলো।নীলও ওকে বেশি ঘাটায়নি।বাইক এসে মারিয়াদের বাড়ির সামনে থামতেই মারিয়া অবাক হয়ে যায়।ও বাইক থেকে নেমে অবাক কন্ঠে বলে,’ রুদ্রিক?তোরা আমার বাসায় আসলি কেন?’
রুদ্রিক বাইক পার্ক করে গম্ভীর গলায় বলে,’ কেন?তোর বাসায় বুঝি আমাদের আসতে মানা?’
‘ না তেমনটা বলিনি।কিন্তু…’
‘ কোনো কিন্তু না।চল আমার সাথে।আর হ্যা তোর মন যা চায় তাই করবি।সেটাই বলবি। বাকিটা আমি সামলে নিবো।’
মারিয়া বোকার মতো তাকিয়ে রইলো রুদ্রিকের দিকে।তারপর বাড়ির দিকে পা বাড়ালো।বাড়ির কলিং বেল বাজাতেই।মারিয়ার মা এসে দরজা খুলে দিলেন।সবাই উনাকে সালাম জানালো।তিনি সালামের জবাব দিয়ে হাসি মুখে বলেন,’ আরেহ রুদ্রিক,ইহান,সাফাত,নীল তোমরা।অনেক দিন পর আসলে।আমার তো মনে হয়েছিলো আমার এই ছেলেগুলো আমাকে ভুলেই গিয়েছে।’
ইহান প্রতিত্তুরে বলে,’ না আন্টি ভুলিনি।এইজন্যেই তো এসে পরলাম।’
‘ হ্যা হ্যা এসো।তা অনিক কোথায়?’
‘ অনিক একটু জরুরি কাজে আটকে গিয়েছে।তাই আসতে পারেনি।’
‘ ওহ! দেখেছ আমি তোমাদের বাহিরে দাঁড় করিয়ে রেখেছি।ভেতরে এসো তোমরা।’
মারিয়ার মা ওদের ভীতরে আসতে বলে দ্রুত রান্নাঘরে চলে গেলেন।মারিয়া ওদের নিয়ে বসার ঘরে চলে গেল।গিয়েই দেখেন মারিয়ার বাবা সেখানে আগে থেকেই বসে আছেন।আর তিনি চা পাণ করছেন।রুদ্রিকরা উনার সামনে গিয়ে দাঁড়াল।সবাই একসাথে সালাম জানালো।আচমকা এইভাবে এতোগুলো মানুষের একসাথে কণ্ঠ শুনে তিনি ঘাবড়ে গেলেন। রুদ্রিকদের দেখে সময় নিয়ে শান্ত হলেন।সালামের জবাব দিয়ে তিনি বলেন,’ কেমন আছ তোমরা?অনেকদিন পর আসলে আমার বাড়ি।’
‘ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আংকেল।আপনি ভালো আছেন?’ বলল ওরা।
‘ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।এখন তো আরও দ্বিগুন ভালো আছি।’
রুদ্রিক প্রশ্ন করল,’ কেন আংকেল?’
‘ ওহ দেখেছ।তোমরা তো জানো না।মারিয়ার বিয়ে ঠিক করেছি আমি। এই তো আর দু একদিনের ভীতরে তোমাদের বাড়ি যাবো দাওয়াত দিয়ে আসার জন্যে।আঁকদ করিয়ে রাখব।ওর স্টাডি শেষ হলে তবেই তুলে দিব। ‘
রুদ্রিক মারিয়ার দিকে তাকিয়ে বলে,’ কিরে মারিয়া?আমাদের দেখি এই বিষয়ে কিছু জানালি না?’
মারিয়া নীলের দিকে আঁড়চোখে তাকালো।পরক্ষণে তাচ্ছিল্য হেসে বলে,’ যাকে জানানোর তাকে তো জানিয়েছিলাম।কিন্তু তার ভীতরে তো কোনো হেলদোলই নেই।তাই আর তোদের জানাই নি।’
নীল মারিয়ায় কথায় ওর দিকে করুণ চোখে তাকালো।
এদিকে রুদ্রিক মারিয়ার বাবাকে প্রশ্ন করে,’ তা আংকেল আপনি তো খুশি এই বিয়েতে বুঝলাম।কিন্তু যার বিয়ে সে খুশি তো?’
মারিয়ার বাবা হেসে বলেন,’ অবশ্যই আমার মেয়ে খুশি।কেন খুশি হবে না?আমি ওর বাবা।আর বাবা মা সন্তানদের জন্যে সবসময় সেরাটাই দেয়।’
রুদ্রিক শীতল কণ্ঠে বলে,’ কখনও কখনও দামি বা সেরা কোনো কিছুতে আমরা এতোটা খুশি হইনা।যতোটা আমাদের মনের মতো পছন্দের জিনিস পেয়ে হই।হোক না তা কম দামি।তবুও তাদের মূল্য আমাদের কাছে আকাশসম থাকে।কারন তা আমাদের পছন্দের, খুব চাওয়ার কিছু।’
মারিয়ার বাবা ভ্রু-কুচকে তাকালেন।বললেন,’ তুমি কি বলতে চাইছ রুদ্রিক। সাফ সাফ বলো।’
রুদ্রিক সটান হয়ে দাঁড়ালো।পকেটে হাত গুজে নির্লিপ্ত কণ্ঠে ডেকে উঠে,’ নীল।’
রুদ্রিকের ডাক শুনে নীল ওর দিকে তাকালো।তারপর মারিয়ার দিকে একপলক তাকিয়ে সোজা হেটে গিয়ে দাঁড়ালো মারিয়ার বাবার কাছে। বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলে ফেলল,’ আংকেল।আমি মারিয়াকে ভালোবাসি।আর মারিয়াও আমাকে ভালোবাসে।আমি মারিয়াকে বিয়ে করতে চাই।’
নীলের মুখে এমন কথা শুনে মারিয়ার হেঁচকি উঠে গেল।সাফাত মুচঁকি হেসে একগ্লাস পানি এগিয়ে দিলো মারিয়ার দিকে। মারিয়া দ্রুত গটগট করে খেয়ে নিলো।এদিকে নীলের মুখে এমন সোজাসাপ্টা ভালোবাসার কথা শুনে মারিয়ার বাবা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন।অবিশ্বাস্য স্বরে চেঁচিয়ে উঠেন,’ কি?কি বলছ এসব তুমি?’
ইহান এগিয়ে এসে বলে,’ হ্যা আংকেল। নীল ঠিক বলছে।নীল আর মারিয়া দুজন দুজনকে ভালোবাসে।তাই আপনি এই বিয়েটা ভেঙে দিন।কারন এই বিয়েতে মারিয়া কখনও সুখি হবে না।’
মারিয়ার বাবা রাগি চোখে মারিয়ার দিকে তাকালো।মারিয়া এতে ভয় পেয়ে গেল।সাফাত ওর কাধে হাত রেখে বলে,’ ভালোবাসলে ভয় পেতে নেই মারিয়া।ভয় পেলে যে ভালোবাসা হয় না।’
মারিয়া সাফাতের কথায় ভরসা পেলো।চোখ বন্ধ করে নিশ্বাস টেনে নিলো।তারপর হেটে গিয়ে ওর বাবার মুখোমুখি দাঁড়ালো।সাহসী গলায় বলে,’ হ্যা বাবা নীল যা বলছে ঠিক বলছে।আমি আর নীল একে অপরকে ভালোবাসি।তাই আমি এই বিয়েটা করতে চাইনা বাবা।’
মারিয়ার বাবা সজোড়ে চ’ড় মেরে দিলেন মেয়ের গালে।চড় খেয়ে মারিয়া স্তব্ধ হয়ে গেল। ওর বাবা ওর এতো বছরের জীবনে কখনও ওকে একটা ফুলের টোকাও দেয়নি।আর আজ ওর সেই বাবা ওকে এইভাবে সবার সামনে মারল।কষ্টে মারিয়ার চোখ বেয়ে অঝোরে অশ্রু গড়িয়ে পরতে লাগল। মারিয়া ফুপিয়ে উঠল।মারিয়ার বাবা চিৎকার করে উঠলেন,’ লজ্জা করেনা এসব বলতে তোমার?আজ বাদে কাল তোমার বিয়ে।আর সেই তুমি কিনা আজ তোমার প্রেমিককে নিয়ে এসে বলছ তুমি এই বিয়ে করতে পারবে না।’
মারিয়া বাবার কথায় দুহাতে চোখ মুছে নিলো।দৃঢ় গলায় বলে,’ হ্যা,পারব না।কারন আমি নীলকে ভালোবাসি।’
মারিয়ার বাবা আবার মারিয়ার দিকে তেড়ে আসতে গেলে নীল এসে উনার সামনে দাঁড়ায়।মারিয়ার বাবা নীলের দিকে রাগি চোখে তাকালেন।নীল এতে দমল না বিন্দুমাত্র।
‘ আংকেল ওকে মারবেন না প্লিজ।আমরা একে অপরকে ভালোবাসি।এতে দোষের কি আংকেল?’
মারিয়ার বাবা রাগি গলায় বলে,’ এখানে দোষের কিছু না।আর না মারিয়া তোমাকে ভালোবাসে এই কারনে আমি ওকে চড় মেরেছি।’
উনার কথায় সবাই অবাক হয়ে গেল। রুদ্রিক ভ্রু-কুচকে বলে,’ মানে আংকেল বুঝলাম না।’
রুদ্রিকের কথায় মারিয়ার বাবা বলে উঠেন,’ আমি এই কষ্টে ওকে চড় মেরেছি যে।আমি ওর বাবা হয়ে এটুকু বিশ্বাস অর্জন করতে পারলাম না।যেই কারনে আমার মেয়ে আমার কাছে তার ভালোবাসার কথা বলতে পারল না।এই এতো বছরে ও আমায় এই চিনল?আমি কি সেইসব বাবার মতো যে মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে ওকে জোড় করব কোনো কিছু নিয়ে?আমি তো তেমন বাবা নই।ও কি সেটা জানে না?তাও কেন আমার থেকে সবটা লুকাল।আরেহ আমার মেয়ে যদি আমায় বিশ্বাস ভরসাই করতে না পারে।তাহলে আমি আর কি করব?তাহলে তো আমার এটাই বুঝে নিতে হয়।বাবা হিসেবে হয়তো আমি ব্যর্থ।’
মারিয়ার বাবার এহেন কথায় সবার মাথায় যেন আকাশ ভেঙে পরল।ওরা সবাই অবিশ্বাস চাহনী নিয়ে তাকিয়ে আছে মারিয়ার বাবার দিকে।ওদের এখনও বিশ্বাস হচ্ছে না।আসলে কষ্ট হচ্ছে উনার কথাগুলো হজম করতে।
#চলবে_____________
#মন_তুমি_ছুঁয়ে_দেখো_না
#সাদিয়া_জাহান_উম্মি
#পর্বঃ৩৩
চারদিকে নিস্তব্ধতা বিদ্যমান।সেই নিস্তব্ধতা কাটলো মারিয়ার ফুঁপিয়ে কান্নার শব্দে।মারিয়া নিজের বাবার দিকে তাকাতে পারছে না।ও নিজের বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে।এতোটাই কষ্ট দিয়েছে যে ওর জন্যে আজ ওর বাবার চোখে পানি। যে বাবাকে মারিয়া ওর বোঝার বয়সের পর থেকে কখনই কাঁদতে দেখে নি।কি বলবে মারিয়া তাকে?ঠিক কি দিয়ে কি বোঝাবে?মারিয়া তো জানতো ওর বাবা ওকে ঠিক কতোটা ভালোবাসে।কখনও উচ্চ শব্দে একটা ধমকও কোনোদিন দেয়নি।ওর মা ওকে যেদিন বকা দিত।তা জানতে পারলে ওর বাবা ওর মাকে ধমকে ধামকে রাখত না।ঠিক এই কারনেই কি সে কেন তার মেয়েকে বকা দিলো।আর মারিয়া কিনা তাকে তার মনের কথাগুলো বলতে পারেনি।একবার বাবাকে বিশ্বাস করে মুখ ফুটে মনের কথা বলতে পারেনি।মারিয়া ফোঁপাতে ফোঁপাতে ঢেকে উঠল,’ বাবা! বাবা!’
মারিয়ার বাবা ভেজা কণ্ঠে বলেন,’ ডাকিস না আমায় বাবা।আমার মনে হচ্ছে এই বাবা ডাকের যোগ্য বোধহয় আমি হতে পারেনি।নাহলে নিজের মেয়ের মনের কথা।কেন আমায় অন্য একজনের থেকে শুনতে হবে?’
মারিয়া ধুকরে কেঁদে উঠে বলে,’ নাহ বাবা।এভাবে বলো না।তুমি এইভাবে বললে আমি বেঁচে থাকতেই মরে যাবো বাবা।তুমি আমার বাবা।আমার জীবনে সবথেকে বেশি আপন মানুষটা তো তুমিই।সেই তুমি আমায় এভাবে বললে আমি কিভাবে ঠিক থাকবো বাবা।আমি তো তোমার মেয়ে বাবা।আমায় ক্ষমা করে দেও বাবা।আমি বুঝতে পারিনি।তুমি এতোটা কষ্ট পাবে।আমি ভয় পেতাম তোমায় নীলের কথা বলতে।তুমি কষ্ট পাবে এটা ভেবে।আর তুমি তো জানো তোমার মেয়ে আর সব মানতে পারে।কিন্তু তার বাবাকে কখনও কষ্ট দিতে পারে না।কিন্তু দেখো শতো চেষ্টা করেও।হয়তো মনের অজান্তেই কিন্তু তোমায় কষ্ট দিয়ে ফেললাম।আ’ইম সরি বাবা।’
মারিয়া দু হাতে মুখ ঢেকে ফেলল।তার ভীষণ কষ্ট হচ্ছে।মারিয়ার বাবা আর নিজেকে ধরে রাখতে পারলেন না।মেয়েটা তার বড়ো আদরের।আর সেই আদরের মেয়েকে এইভাবে তিনি মারলেন। উনার ভীতরটা হুঁ হুঁ করে উঠল।তিনি দ্রুত গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন।মারিয়া বাবার সান্নিধ্য পেয়ে যেন নিজেকে আরও গুটিয়ে নিলো ওর বাবার বুকে।কাঁদতে কাঁদতে বলছে,’ আই’ম সরি বাবা।আই’ম সরি।রেয়েলি ভেরি সরি।’
‘হুঁশ! কাঁদে না আর।তুই তো আমার কলিজা।আমার সোনা মা।বাবাকে ক্ষমা করে দিস।বাবা তোকে এইভাবে জোড়ে মেরে ফেলেছি।’
‘ উঁহু বাবা।ক্ষমা কেন চাইছ?আমি তোমার সন্তান আর বাবা-মা তাদের সন্তানদের শাষণ করতেই পারে।’
বাবা মেয়ে নিজেদের মান অভিমান মেটাতে ব্যস্ত।আর তাদের দেখে সবাই মুগ্ধ।সত্যি বাবা মেয়ের মতো মধুর সম্পর্ক আর হয় না।এভাবে কিছুক্ষণ সময় কাটল।মারিয়ার কান্না থেমে আসতেই মারিয়া সরে আসল বাবার বুক থেকে।মারিয়া বাবাকে মেয়েকে নিজের সাথে আগলে নিয়েই এগিয়ে যায় নীলের দিকে।নীল উনাকে দেখেই কাচুমাচু হয়ে দাঁড়ালো।মারিয়ার বাবা গম্ভীর মুখে হঠাৎই হেসে উঠলেন।নীলের মাথায় আদুরে হাত বুলিয়ে দিলেন।নীল অবাক হয়ে তাকালো উনার দিকে।তিনি হেসে সুধান,’ আগামী শুক্রবার তোমার ফ্যামিলির সবাইকে নিয়ে এসো।আর বাদ বাকি যা বলার তাদের সামনেই নাহয় বলব।’
নীল ফ্যালফ্যাল চোখে তাকিয়ে বোকার মতো প্রশ্ন করল,’ তার মানে কি আংকেল আপনি আমার শশুড় আব্বা হতে রাজি?’
নীলের এহেন কান্ডে সবাই উচ্চস্বরে হেসে উঠে।নীল থতমত খেয়ে গেল।সে একটু আগে কি বলেছে তা বুঝতে পেরেই লজ্জা পেলো।ইহান নীলের পিঠে চাপড় মেরে হেসে বলে,’ হ্যা রে রাম ছাগল সে রাজি। এইবার তোর শশুড় আব্বাকে সালাম কর জলদি।’
‘ হ..হ্যা করছি।’
নীল উবু হয়ে উনাকে সালাম করতে নিতেই তিনি নীলকে ধরে থামালেন।তারপর নীলকে বুকে জড়িয়ে নিলেন।নীল ও মুচঁকি হেসে উনাকে জড়িয়ে ধরলেন।তারপর সরে আসল দুজনে।
রুদ্রিক এইবার গম্ভীর স্বরে বলে,’ তো আমাদের এখন যেতে হবে আংকেল।ইম্পোর্ট্যান্ট ক্লাস আছে আমাদের।আসলে সামনেই ইয়ার ফাইনাল এক্সাম তো তাই।’
মারিয়ার বাবা বলেন,’ হ্যা তা জানি। তাই আমিও আর তোমাদের আটকাবো না।তবে সময় করে সবাই মিলে এসে বেড়িয়ে যেও আমার বাড়ি থেকে।এটা নিজেদের বাড়ির মতোই মনে করবে।’
তারপর মারিয়ার দিকে ফিরে বলেন,’ তবে যা।আর হ্যা সাবধানে যাবি।পৌছে আমায় ফোন করিস।’
‘ আচ্ছা বাবা।’
নীল এগিয়ে এসে মারিয়ার হাত আকঁড়ে ধরল ওর হাতের মুঠোয়। মারিয়া অবাক হয়ে গেল নীলের কান্ডে।বাবার সামনে এসব কি করছে নীল।সে হাত মোচড়ামুচড়ি শুরু করে দিলো।কিন্তু নীল সেদিকে পাত্তা না দিয়ে বলে,’ আপনার মেয়েটাকে যেহেতু আমায় দিয়ে দিয়েছেন আংকেল।তবে ওয়াদা করলাম।এইযে হাতটা ধরেছি।মৃত্যুর আগ পর্যন্ত।ওকে নিজের সবটা দিয়ে আগলে রাখব।কখনও কষ্ট পেতো না দিবো না।এটা প্রমিস করলাম আমি আপনার কাছে।’
মারিয়ার বাবা মুগ্ধ হলেন নীলের কথায়।তিনি বলেন,’ তোমরা সুখে থাকলেই আমি সুখি।আর একজন মেয়ের বাবা এর থেকে আর বেশি কিছু চায় না।’
‘ তবে আসি আংকেল।’
‘ এসো।আর সাবধানে যাবে সবাই।’
মারিয়ার বাবা আর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সবাই আবার ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো।একজোড়ার সিটিং তো হয়ে গেল।এখন সিয়া আর অনিকের জন্যে টেনশন হচ্ছে ওদের।সিয়া না জানি কি বলবে অনিককে।সবাই বাইকের স্পীড বাড়িয়ে দিলো।যতো দ্রুত সম্ভব ভার্সিটি পৌছাতে হবে।
_______________
অনিক সিয়া মুখোমুখি দাঁড়িয়ে আছে।সিয়া আজ একটা কালো রঙের কামিজ পরেছে। খোলা চুল,মুখে নেই কোনো ভারি প্রসাধনীর ছোঁয়া।মেয়েটাকে এতেই যেন মায়াবী লাগছে ভীষণ।অনিক চোখ ফেরাতে পারছে না সিয়ার উপর থেকে।প্রকৃতির নির্মল বাতাস এসে ক্ষণে ক্ষণে সিয়ার খোলা চুলগুলো উড়িয়ে দিচ্ছে।অনিক মুগ্ধ হয়ে তা দেখছে।আগেরকার সময় হলে অনিকের এই মুগ্ধ দৃষ্টি দেখে লজ্জায় লাল হয়ে যেতো সিয়া।তবে আজ তার ছিঁটেফোটাও ওর মধ্যে নেই।অনিকের জন্যে যেই ভালোবাসা ওর মনে ছিলো।তা অনিকের কাছ থেকে শতো অপমান,লাঞ্চনা পেতে পেতে চাপা পড়ে গিয়েছে।আর সিয়া সেই ভালোবাসাকে আর কখনও বাহিরে প্রকাশ করতেও চায় না।হ্যা, তার কষ্ট হয় অনেক নিজেকে সামলাতে।কিন্তু সে সামলে নিতে পারবে।যেমনটা এতোদিন যাবত করে এসেছে।সিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে,’ দেখেন আমি আপনাকে এখন যা বলব তা মন দিয়ে শুনবেন।বিষয়টা বোঝার চেষ্টা করবেন আশা করি।’
অনিক সরল গলায় বলল,’ আমার মন তোর কাছেই।তুই শুধু বলতে থাক।’
অনিকের এসব কথায় সিয়ার এখন ভালোলাগে না।বিরঞ্চ সে বিরক্তবোধ করে।এতোদিন তো তাকে দিব্যি সে অপমান করে বসতো।আর হঠাৎই অনিকের এহেন ভালোবাসা তার সহ্য হয় না।সিয়া নিজেকে সামলে নিলো।ধীরে স্বরে বলল,’আপনি আমাকে সত্যিই ভালোবাসেন কিনা জানিনা আমি অনিক।কিন্তু বিশ্বাস করুন। আমি যদি আগের সিয়া হতাম আপনার এইসব কথায় আমি অনেক খুশি হতাম।আমার থেকে হয়তো সুখী কেউই হতো না।কিন্তু এখন আমি আপনার এসব কথায় আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না।বরঞ্চ বিরক্ত লাগে।’
অনিক অবাক হয়ে গেল সিয়ার কথায়।সে ভাবতে পারেনি সিয়া এমন একটা কথা বলে ফেলবে এইভাবে নির্দ্বিধায়।অনিক কণ্ঠে অবাকের রেশ বিদ্যমান।
‘ সিয়া তুই কি বলছিস এসব?’
সিয়া শক্ত কণ্ঠে বলে,’ যা বলছি ঠিক বলছি।কেন কষ্ট হচ্ছে আপনার?হুম,আমারও হয়েছিলো সেদিন।যেদিন সবার সামনে আপনি আমাকে বাজেভাবে অপমান করে আমার সাথে ব্রেকাপ করে নিয়েছিলেন।’
অনিক শুকনো ঢোক গিলল।বুকের বাপাশটায় ব্যথা হচ্ছে সিয়ার এসব কথা শুনে।অনিক জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে,’ সিয়া দেখ।আমি মানছি আমার ভুল হয়েছে।আমি তার জন্যে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।প্লিজ এইভাবে বলিস না।তুই এখন থেকে যা বলবি আমি তাই করব।তবুও আমাকে এসব বলে কষ্ট দিস না।আমি সহ্য করতে পারি নাহ। ‘
সিয়া হাসল।তার হাসিতে তাচ্ছিল্যতা বিদ্যমান।সিয়া বলে,’ আমি তো কোনো একসময় সহ্য করেছিলাম।এর থেকেও বেশি কঠিন সব কথা বলেছিলেন আপনি আমায়।তবে আজ কেন আমার সামান্য কথায় আপনার এতো কষ্ট হচ্ছে?আমি তো দিব্যি আপনার সেই অপমান সহ্য করে এই পর্যন্ত এসেছি। আপনি পারবেন না কেন?’
অনিক অসহায় গলায় বলে,’ সিয়া তুই তো আমার ভালোবাসিস।’
সিয়া চিৎকার করে উঠে,’ হ্যা ভালোবাসি আপনাকে।অনেক ভালোবাসি।তবে সেই ভালোবাসাকে আমি মাটিচাপা দিয়ে রেখেছি। আর তা আর কখনই আমি প্রকাশ করতে চাই না।অনেক সহ্য করেছি।আর পারব না আমি।বড্ড ক্লান্ত আমি অনিক।তোমাকে ভালোবেসে আমি কষ্ট ছাড়া কিছুই পায়নি।এতোই যদি আমাকে ভালোবাসেন তবে কেন সেদিন আমাকে রেখে অন্য মেয়ের কাছে গিয়েছিলেন?কেন সেই মেয়ের কথায় আমাকে পুরো ভার্সিটির মানুষদের সামনে অপনান করেছিলেন।’
অনিক বোঝাতে চেষ্টা করল,’ দেখ সিয়া মানুষ মাত্রই তো ভুল।আর তাছাড়া তো তুই জানতি আমি এমনই।তা জেনেই তো আমায় ভালোবেসেছিস।’
সিয়া উচ্চস্বরে হেসে উঠে।হাসি থামিয়ে বলে,’ সেটাই তো আমার জীবনের সবথেকে বড়ো ভুল।আমি তোমার মতো একটা মানুষকে ভালোবেসেছি।আমি মনে করেছি আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে সঠিক পথে নিয়ে আসতে পারব।কিন্তু আমি ব্যর্থ।এই জন্যে আমি দুঃখিত।আপনি আমাকে ক্ষমা করে দিন।কিন্তু অনেক হয়েছে আমি আবার সেই কষ্ট সহ্য করতে চাই না।আমার বাবা মা অনেক আশা নিয়ে আছেন আমায় নিয়ে।আমি তাদের আশা পূরণ করতে চাই।পড়ালেখা করে ভালো একটা পজিশনে যেতে চাই।যা আবারও আপনার কাছে ফিরলে সম্ভব হবে না।তাই আমি সিদ্ধান্ত নিয়েছি।আজ থেকে আপনার আর আমার মাঝে কিছু নেই।কিছু নেই মানে নেই।আপনি আমাকে ভুলে যান। দয়া করে আমার পিছনে আর পরে থাকবেন না।আমি দোয়া করব আপনি আমার থেকে বেটার কাউকে পেয়ে যাবেন।তবুও আমায় রেহাই দিন।আর কখনও এই ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে আসবেন না।’
এক নিশ্বাসে কথাগুলো বলে সিয়া হাটা ধরল। ও চলে যাচ্ছে।তার সহ্য হচ্ছে না অনিককে।পুরনো আঘাতটা আবারও তড়তাজা হয়ে গিয়েছে।সিয়ার চোখজোড়া লাল হয়ে গিয়েছে।কান্না না করতে পারার কারনে।কিন্তু সিয়া কান্না করতে চায় না।কাঁদতে চায় না সে অনিকের কারনে।অনেক তো কেঁদেছে।সে আর ক্ষয় করতে চায় না তার চোখের মূল্যবান জলগুলো।সিয়া চলে গেল।আর অনিক স্তব্ধ হয়ে দেখে গেলো শুধু সিয়াকে। তার সিয়া তো এতো পাষাণ ছিলো।তবে এ কোন সিয়াকে সে দেখছে।এই সিয়া এতো শক্ত কণ্ঠে তাকে এতোগুলো কথা শুনিয়ে গেলো।অনিকের সহ্য হচ্ছে না।আজ মনে প্রাণে তার শূন্যতা বিরাজ করছে।তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলছে সে।বিষাদতায় ছেঁয়ে যাচ্ছে হৃদয়।অনিক সহ্য করতে পারল না।দপ করে বসে পরল মাটির উপর।এইভাবে কতোক্ষণ রইলো জানে না সে।হঠাৎ কাঁধে কারো হাতের ছোঁয়া পেতেই ধ্যান ফিরে অনিকের।অশ্রুঘেরা চোখজোড়া নিয়ে পিছনে ফিরে তাকাতেই দেখে রুদ্রিক দাঁড়িয়ে আছে।পিছনে নীল,সাফাত আর ইহান।মারিয়াকে রুদ্রিক সিয়ার কাছে পাঠিয়েছে।সে জানে সিয়াও ভেঙে পরেছে।রুদ্রিক আর ইহান অনিককে ধরে দাঁড় করালো।অনিক উঠে দাঁড়াতেই সে রুদ্রিককে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল।রুদ্রিক অনিকের কাঁধে হাত রাখল।অনিক কাঁদতে কাঁদতে বলে,’ ও আর আমার কাছে ফিরবে না রুদ্রিক।ফিরবে না।আমায় আজ চিরতরে নিঃশেষ করে দিয়ে গেলো ও।আমি সহ্য করতে পারছি না দোস্ত।আমি কি করব বল?ঠিক কি করলে ও আমার কাছে ফিরে আসবে?’
রুদ্রিক দূর আকাশের দিকে তাকিয়ে আছে।সেদিকে তাকিয়ে নিষ্প্রভ কণ্ঠে বলল,’ তুই চেষ্টা করতে থাক।চেষ্টা করতে তো মানা নেই।তবে যেদিন মনে করবি।না আর যতো কিছুই তুই করিস না কেন?সিয়া তোর কাছে ফিরবে না।তবে সেদিন বুঝে নিবি সিয়া আর কোনোদিন হবে না।আর দোস্ত আর যাই হোক।ভালোবাসা কখনও জোড় করে হয় না।ভালোবাসা তো হয় মন থেকে।আর সিয়াও তোকে ভালোবেসেছিলো।আর তুই নিজ হাতে সিয়ার সেই ভালোবাসাকে মেরে ফেলেছিলি।তার পরিবর্তে সিয়া তো তোকে কিছুই করিনি। তুই যেই কষ্ট দিয়েছিলি ওকে।’
অনিক কিছুই বলল না।সে চুপচাপ রুদ্রিককে জড়িয়ে ধরে রইলো।কি আর বলবে। বলার তো কোনো ভাষাই সে পাচ্ছে না।শুধু সহ্য করা ছাড়া।আর অনিক তাই করছে।
#চলবে_________
ভুলত্রুটি ক্ষমা করবেন।