মন তুমি ছুঁয়ে দেখো না পর্ব-৪৪+৪৫+৪৬

0
349

#মন_তুমি_ছুঁয়ে_দেখো_না
#সাদিয়া_জাহান_উম্মি
#পর্বঃ৪৪
সবাই হাপাচ্ছে।এতোগুলো সিড়ি।তার উপর আবার বৃষ্টি নেমেছে।ফলে সিড়িগুলো বেশ পিচ্ছিল হয়ে আছে।সবাই বেশ সাবধানে পা ফেলছে।রুদ্রিক শক্ত করে অথৈয়ের হাত ধরে আছে।ওর মনটা বেশ ছটফট করছে।কিন্তু অথৈয়ের হাসি মুখখানা দেখে কিছু বলার সাহস পাচ্ছে না।অথৈ চারপাশ দেখছে।আবার হাত দিয়ে রুদ্রিককে এটা সেটা দেখাচ্ছে।সেখানে কিছুদূর পর পর কয়েকটা বাড়ি ঘর দেখা যাচ্ছে।বাড়িঘর গুলো বেশ সুন্দর।এই গ্রামটা অনেক নিরিবিলি।আর পরিষ্কার পরিচ্ছন্ন।সবারই বেশ ভালো লাগছে।প্রাকৃতির মাঝ দিয়ে হাটবে তাও আবার প্রিয় মানুষগুলোর সাথে।আবার এর মাঝে বৃষ্টি হচ্ছে।অবশ্য সবাই জানতো বৃষ্টি হবে।এইজন্যে সবাই নিজেদের জন্যে রেইনকোট ক্যারি করে এনেছিলো।বৃষ্টি শুরু হবার সাথে সাথেই তা গায়ে জড়িয়ে নিয়েছে।রুদ্রিক ওর ভাড়া করা লোকটাকে জিজ্ঞেস করল আর কতোক্ষন লাগবে?লোকটা জানালো এইতো বেশি না আর শখানেক সিড়ি আছে।সব শুনে মারিয়া স্তব্ধ হয়ে হা করে রইলো।ওকে এমন থেমে যেতে দেখে নীল বলে,’ কি হলো?থামলে কেন?’

মারিয়া অবাক হওয়া অবস্থাতেই বলে,’ এই লোক বলে কিনা আরও শ’খানেক সিড়ি আছে।মানে সিরিয়াসলি?নামার সময়েই এতোটা কষ্ট হচ্ছে।তাহলে আবার উপরে উঠার সময় তো মনে হয় জীবন বের হয়ে যাবে।তার উপর আবার বৃষ্টি।সিড়িগুলো যেই পিচ্ছিল হয়ে আছে।’

নীল মারিয়ার হাত ধরে বলে,’ টেন্সন করছ কেন জান?আমি আছি না?তুমি ক্লান্ত হয়ে গেলে আমি তোমাকে কোলে তুলে নিবো ঠিক আছে?’

মারিয়া ঝটকা মেরে নীলের হাত সরিয়ে বলে,’ ফাউ কথা আমার সাথে একদম বলবে না।তুমি আমাকে কোলে তুলবে।মানে কতো সহজ তাই নাহ?এই বৃষ্টির মধ্যে, পিচ্ছিল সিড়িগুলো বেয়ে তুমি আমাকে কোলে নিয়ে উপরে উঠবে কিভাবে?’

নীল আবারও মারিয়ার হাত ধরল,’ আরে চলো তো তুমি।আমি পারব।ওতো টেন্সন করো না।’

এই বলে যেই না নীল এককদম সিড়িতে দিলো।ওমনি স্লিপ কেটে পরে যেতে নিলো।মারিয়া সাথে সাথে দুহাতে নীলকে আঁকড়ে ধরে।সাফাতও হ্যাল্প করে ওকে।নাহলে নীলের মতো ওমন হৃষ্টপুষ্ট ছেলেকে কি মারিয়া একা সামলাতে পারতো।সবাই বেশ ভয় পেয়ে গিয়েছিলো।সাফাত ধরে নীলকে সোজা করে দাঁড় করালো।নীল সবার দিকে তাকিয়ে বোকার মতো হাসি দিলো।বলে,’ আরে চিন্তা করার কিছু নেই।আমি ঠিক আছি।’

মারিয়া রাগে চিরবিরিয়ে বলে,’ নিজেই নিজেকে সামলাতে পারছে না।আবার বলে কিনা আমাকে কোলে নিয়ে এই সিড়ি পার হবে।ধান্ধাবাজ কোথাকার।’

মারিয়া একাই হনহন করে সিড়ি দিয়ে নেমে যেতে লাগল।নীল নিজেকে সামলে নিয়ে মারিয়ার পিছন পিছন যেতে লাগল।এদিকে এই দুটোর কান্ড দেখে সবাই হেসে কুটিকুটি।রুদ্রিক অথৈয়ের হাত ধরে আছে।ইহান রিধির হাত ধরে আছে।নীল গিয়ে মারিয়ার হাত আগলে নিয়েছে।প্রিয়ান পিহুর হাত ধরে রেখেছে।একা আছে শুধু আহি,সাফাত,সিয়া আর অনিক।আহিদ তো কষ্টে শেষ।আজ যদি মাইশা এখানে থাকতো।তাহলে ও-ওতো এইভাবে মাইশার হাত ধরে এই দূর্গম রাস্তা পারি দিতো।ইশ,মেয়েটাকে বড্ড মিস করছে।ওই মায়া মায়া মুখটা,সুন্দর কোমড় অব্দি কোকড়ানো চুলগুলো।ওই ডাগর ডাগর আঁখিজোড়া।স্নিগ্ধ হাসি ছড়ানো গোলাপি ঠোঁটজোড়া।সব সবকিছু আহিদ বড্ড মিস করছে।মেয়েটার সাথে দু তিনদিন যাবত কথা হচ্ছে না।আচ্ছা? ও যেভাবে মাইশাকে মিস করছে।মাইশাও কি সেভাবে ওকে মিস করছে?নিজের ভাবনায় নিজেই অবাক হলো আহিদ।ও তো মাইশাকে ভালোবাসে।তাই মাইশাকে মিস করছে।কিন্তু মাইশা তো আর ওকে ভালোবাসে।তাহলে মিস করবে কিভাবে?কিন্তু ও তো মেয়েটার সাথে বন্ধুত্ব করেছিলো।তবে কেন একটাবারও খোঁজ নিলো না ওর?হঠাৎ আহিদের খেয়াল হলো।আরে মাইশার ফোন নাম্বার তো নিয়েছিলো।কিন্তু ওর ফোন নাম্বার মাইশাকে দেয়নি।তাহলে মেয়েটা ওকে ফোন দিবে কিভাবে?নিজের মাথায় নিজেই চাপড় মারল আহিদ।না এখান থেকে কটেজে ফিরতেই মাইশাকে একবার ফোন দিবে।মেয়েটার সাথে কথা না বলে আর থাকা যাবে না।মেয়েটার ওই মিষ্টি কণ্ঠটা শুনতে পেলে তবেই না এই অস্থির হৃদয়টা শান্ত হবে।আহিদ নিজের মনে এসব ভেবে মুচঁকি হাসল।

সিয়া একা একাই এই সিড়িগুলো অতিক্রম করছে।একটু সমস্যা হচ্ছে।কিন্তু ওতোটাও খারাপ না।অনিক মন চাইছে গিয়ে সিয়ার হাতটা শক্ত করে ধরতে।ওকে আঁকড়ে ধরে নিজের মাঝে আগলে নিয়ে এই সিড়িগুলো অতিক্রম করতে।কিন্তু ও চেয়েও তা পারছে না।পারছে না গিয়ে মেয়েটাকে বলতে,’ এই সিয়া নেহ।আমার হাতটা শক্ত করে ধর তো।’

ওর কারনেই তো আজ ওদের মাঝে এতো দুরূত্ব।আর পাঁচটা ভালোবাসার মানুষদের মতো ওরা এই প্রকৃতিকে অনুভব করতে পারছে না।অনিকের বুকে তীব্র দহন হচ্ছে।অসহনীয় দহন।এই দহনের জ্বালা যে ও আর সহ্য কর‍তে পারছে না।কবে মিটবে ওদের এই দুরূত্ব।কবে আবার আগের মতো… এখানে ভাবতেই থেমে যায় অনিক।অনিক বিরবির করল,’ আগের মতো?নাহ নাহ,আগের মতো আর কিছুই হবে না।আমাদের ভালোবাসা হবে।কিন্তু আগের মতো না।আগে তো ভালোবাসতো না।ওটা তো শুধু অভিনয় ছিলো।কিন্তু এখন! এখন আমি সিয়াকে অনেক ভালোবাসি।আমাদের মাঝে সবকিছু নতুনভাবে শুরু করব আমি।নতুন নতুন ভালোবাসাময় স্মৃতি তৈরি করবো।সেই স্মৃতিগুলো এতোটাই মধুর হবে যে। তুই আমার দেওয়া পুরনো কষ্টগুলো সব ভুলে যাবি।’

কিন্তু মন তো বলছে অন্যকিছু।আদৌ কি ওদের সম্পর্কটা ঠিক হবে?কোনোদিন কি অনিক পাবে সিয়ার মন জয় করতে?সিয়া কি পারবে সব ভুলে গিয়ে আবার অনিকের হয়ে যেতে?উত্তর আসল,অনিক আর হবে না এসব।সব শেষ।তুই নিজ হাতে সব শেষ করেছিস।আর কিছু ঠিক হবে না।কিছুই ঠিক হবে না।অনিকের চোখ জ্বালা করছে।কান্না পাচ্ছে প্রচুর।কিন্তু ছেলে মানুষ যে চাইলেও কাঁদতে পারে নাহ।

এদিকে সিয়া আনমনা হয়ে হাটছে।সবাই কি সুন্দর একে-অপরের হাত ধরে হাটছে।কিন্তু ওর হাতটা আঁকড়ে ধরার মতো কেউ নেই।কেউ-ই নেই।দীর্ঘশ্বাস ফেলল সিয়া।দরকার নেই ওর কারো।চায়না সে কারো হাতের ভড়সা।যেই হাত ওকে আগলে রাখার ভড়সা দিয়েও মাঝ পথে ছেড়ে চলে যায়।ও একাই পারবে ওর জীবনের সকল দূর্গম পথ পারি দিতে।দেখিয়ে দিবে যে জীবনের চলার পথে ওর কাউকে প্রয়োজন নেই।এসব এসব ভাবনায় এতোটাই বিভোর ছিলো সিয়া।সে অসাবধানতা বশত সিড়িতে এমনভাবে পা ফেলে যে ও পিছলে পরে যেতে নেয়। সিয়া ভয়ে মৃদ্যু চিৎকার করে উঠে।অনিকও আঁতকে উঠে।সিয়াকে যে ও গিয়ে ধরবে সেই সময়টুকুও নেই।এদিকে সিয়া ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে।হঠাৎ একটা শক্তপোক্ত হাত এসে ওর নরম হাতটা শক্ত করে আঁকড়ে ধরে।ওকে পরে যাওয়া থেকে বাচিয়ে নেয়।সিয়া পিটপিট নজরে তাকায় চোখ মেলে তাকায়।মূলত ব্যক্তিটি ওর পিছনে।আর সিয়া ছিলো ওর সামনে।সিয়া পরে যেতে নিতেই ওই ব্যক্তিটি সেইভাবেই ওর হাত ধরে ফেলে।সিয়া সামনের দিকেই উবু হয়ে আছে।চোখ মেলতেই শুকনো ঢোক গিললো সিয়া।আজ এখান থেকে স্লিপ কেটে পরলে নির্ঘাত হাড্ডি-গুড্ডি আস্ত থাকতো নাহ।আকস্মিক সিয়া হাতে টান অনুভব করে।এক ঝটকায় টান দিয়ে সিয়াকে সেই ব্যক্তিটি ওকে দাঁড় করিয়ে দেয়।সিয়া এতে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলো।যখন অনুভব করল সব ঠিক আছে।তখন চোখ মেলে সামনে তাকায়।তাকাতেই দেখতে পায় ওর সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে।গায়ে লম্বা কালো রেইন কোট জড়ানো,চোখে সানগ্লাস পরা,সেই সাথে মুখে মাস্ক লাগানো।এই বৃষ্টির মধ্যে চোখে সানগ্লাস লাগায় কে?আজব ব্যাপার-স্যাপার।এমন অদ্ভূত লোক সিয়া ওর লাইফে দেখেনি।এদিকে লোকটা সিয়ার হাত ছেড়ে দিলো।গলা খাকারি দিয়ে কথা বলল।কণ্ঠে তার স্পষ্ট বিরক্তি,’ মেয়ে মানুষ মানেই ঝামেলা।এমন দূর্গম পথে হাটতে পারবে না জেনেও সেখানে নেচে-কুঁদে চলে আসে।জাস্ট ডিসগাস্টিং।’

সিয়া হা হয়ে গেলো কথাটা শুনে।লোকটা মাস্ক পরে আছে।আর সিয়া লোকটার অনেকটাই কাছে।তাই কথাটা সিয়াই শুনতে পেয়েছে।আর কেউ শোনেনি।লোকটা ওকে ডিসগাস্টিং বলল? এদিকে হা করে থাকা সিয়াকে রেখে লোকটা গমগম করতে করতে চলে গেলো।অনিক দ্রুত পায়ে এসে দাঁড়িয়েছে সিয়ার কাছে।অস্থির হয়ে জিজ্ঞেস করে,’ আর ইউ ওকে সিয়া?ব্যথা পেয়েছিস কোথাও?’

অনিক সিয়াকে ধরার জন্যে হাত বাড়াতে নিতেই সিয়া পিছিয়ে যায়।অনিকের এমন ব্যবহার সিয়ার সহ্য হয় না।একদম হয় না।এতো আদিক্ষেতা ওর ভালো লাগে না।এদিকে সিয়ার এমন পিছানো দেখে অনিকের মনটা যেন ভেঙ্গে খান খান হয়ে গেলো।মেয়েটা এখন ওকে এতোটাই ঘৃনা করে যে।এখন ওর ছোঁয়াটুকুও সহ্য কর‍তে পারছে নাহ?অনিকের চোখে থেকে একফোঁটা জল গড়িয়ে পরল।আর তা বৃষ্টির পানির ফোঁটার সাথেই মিশে গেলো।অনিকও সামনের দিকে পা বাড়ালো।বুকের এই তীব্র যন্ত্রণা সে এখন কিভাবে সইবে? এদিকে সবাই এসে সিয়াকে জিজ্ঞেস করল সিয়া ঠিক আছে কিনা।সিয়া জানালো সে ঠিক আছে।সাফাত বলে উঠল,’ সিয়া তুই আমার হাত ধর।আবার যদি কোনো কিছু হয়ে যায়।ভাগ্য ভালো লোকটা তোকে ধরে ফেলেছে।নাহলে আজ কি যে হতো।’

সাফাত হাত এগিয়ে দিতেই সিয়া সাফাতের হাত ধরে।এদিকে সিয়া মনে মনে ভাবছে।আসলেই তো সেই লোকটা যদি ওর হাত না ধরতো।আজ ওর সাথে অনেক বড়ো একটা দূর্ঘটনা ঘটে যেতো।লোকটা ওর এতো বড়ো উপকার করল।আর ও কিনা অকৃতজ্ঞ মানুষদের মতো একটা ধন্যবাদও দিলো না।না লোকটাকে খুঁজে বের করতে হবে।একটা ধন্যবাদ তো সে প্রাপ্য।

এদিকে আরহা দূর থেকে সিয়া আর সাফাতের দিকে তাকিয়ে আছে।তার কেন যেন অনেক খারাপ লাগছে।সাফাতের হাতে সিয়ার হাত দেখে।সাফাত কেনো ওর হাতটা ধরলো না।কষ্টে আরহার বুক ভাড় হয়ে আসল।মনকে বার বার বোঝালো।তারা বন্ধু।আর বন্ধু বন্ধুর হাত ধরতেই পারে।এতে এমন কষ্ট পাবার কি আছে?এটা তো সাধারণ একটা বিষয়।কিন্তু বলে না ভালোবাসার ক্ষেত্রে মন বড়ো বেহায়া হয়ে যায়।সিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে

#চলবে__________

#মন_তুমি_ছুঁয়ে_দেখো_না
#সাদিয়া_জাহান_উম্মি
#পর্বঃ৪৫
রুটব্রিজটা দেখতে এতো মোহনীয় ছিলো যে সবাই বিমুগ্ধ হয়ে গিয়েছিলো।ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা নদীটাও সবার দৃষ্টি কেরে নিয়েছিলো।রুটব্রিজ দেখা শেষ করে ওরা আবার ফিরে আসে।সবারই অবস্থা বেহাল।নামার সময় না যেতোটা কষ্ট হয়েছিলো। তার থেকে বেশি এখন হয়েছে।সবার পা গুলো প্রায় অবশ।ওরা আধাঘন্টার মতো বিশ্রাম করে নিলো।সবার বিশ্রাম নেওয়ার পালা শেষ হলে।রুদ্রিক সবার উদ্দেশ্যে বলে উঠে,’ এখন কি তোরা সবাই আবার ঘুরতে যাবি?না-কি বিশ্রাম নিবি?’

অথৈ লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে,’ না না ঘুরবো।আমরা এখন ঠিক আছি।কি বলো সবাই?আমি ঠিক বলছি না?’

রুদ্রিক অথৈয়ের উচ্ছ্বাস মৃদ্যু হাসলো।মেয়েটা যে ঘুরাঘুরি বেশ পছন্দ করে তা আর বলতে নেই।সাফাত পকেটে দু হাত গুজে দাঁড়িয়ে ছিলো।সে শান্ত কণ্ঠে বলে,’ আমরা এখন ওয়ারী ছড়া যাবো।তাহলে এখন সবাই গাড়িতে উঠে বসো।তাড়াতাড়ি রওনা হই।’

সবাই সাফাতের কথামতো গাড়িতে উঠে বসল।তারপর গাড়ি চলল গন্তব্যের উদ্দেশ্যে।এদিকে ওদের যাওয়ার পথের দিকে চারজোড়া চোখ হিংস্রভাবে তাকিয়ে আছে।তার মধ্যে থেকে একজন রাগি গলায় বলে উঠল,’ ভাই?তোমার হয়েছিলোটা কি?তুমি এমন একটা মোক্ষম সুযোগ কিভাবে হাতছাড়া করে দিলে?’

অপর ব্যক্তিটি বিরক্ত চোখে তাকালো।বলল,’ তুই এতো অধৈর্য কেন জেনি?একটা কাজ কি মুখে বললেই হয়ে যায়?’

জেনি অধৈর্য কণ্ঠে বলে,’ আমি জানি না রিয়ান ভাই।যেভাবেই হোক ওই অথৈকে পথ থেকে সরিয়ে দেও।আমি জানি না।আমার জাস্ট রুদ্রিককে লাগবেই।’

রিয়ান বোনের কথায় বাঁকা হাসলো।তীর্জক স্বরে বলে,’ আর আমি যদি অথৈকে না মেরে।রুদ্রিককে মেরি ফেলি?’

জেনি যেন আকাশ থেকে পরলো।রিয়ানের কাছ থেকে এমন একটা কথা সে শোনার জন্যে প্রস্তুত ছিলো না।জেনি আশ্চর্য হয়ে বলে,’ কিসব বলছ ভাই?তুমি রুদ্রিককে কেনো মারবে ভাই?তুমি তো জানো আমি রুদ্রিককে কতো ভালোবাসি।তুমি ওই অথৈকে যেভাবেই হোক শেষ করে দেও।আর তুমি তখন সিড়ি থেকে ওকে ধাক্কা দিলে না কেন?ওখান থেকে পরলে আর বাঁচার চান্স ছিলো না।’

রিয়ান রাগি চোখে বোনের দিকে তাকালো।ধারালো গলায় বলে,’ তোর মাথাটা পুরো নষ্ট হয়ে গিয়েছে বুঝেছিস?আর কিসের ভালোবাসার কথা বলছিস?এটা জাস্ট তোর সাময়িক মোহ।রুদ্রিককে টপকে দিলেই সেই মোহও কেটে যাবে।’

‘ ভাই নাহ।’
‘ জাস্ট সাট আপ জেনি। চুপচাপ কটেজে ফিরে যা।আমার যা মন চায় আমি তাই করবো।আর একটা কথাও তোর মুখ থেকে আমি শুনতে চাই নাহ।’ এটা বলেই রিয়ান চলে গেলো।আর জেনি বিরবির করল,’ তোমাকে দিয়ে কিছু হবে না ভাই।আমারই যা করার করা লাগবে।আমি রুদ্রিককে যেকোনো মূল্যে আমার করেই ছাড়বো।’
————–
ওয়ারী ছড়া মেঘালয় রাজ্যের দক্ষিণ গারো পাহাড়ে পারমেগ্রে নামক একটি ছোট গ্রামে অবস্থিত একটি রিভার ক্যানিয়ন যা তুরা শহর থেকে ৮৭ কিলোমিটার দূরে অবস্থিত। ওয়ারী ছড়া শব্দের ওয়ারি মানে গভীর নদী। এই জায়গাটি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে তবে এটি ইতিমধ্যে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। এই ওয়ারী ছড়া প্রায় ৪৫ ফুট গভীর এবং ১ কিমি দীর্ঘ ট্রেইল। এটি বাংলাদেশ থেকে মাত্র ৩০ কিমি দূরে।

ওয়ারি নদীতে ক্যাসকেডিং ছাড়াও রয়েছে রে-নাং এবং চিবোক ডেয়ার নামে দুটি প্রধান জলপ্রপাত রয়েছে। এই দুই জলপ্রপাতে পৌঁছাতে চাইলে হাইকিং করে পৌঁছাতে হবে। তাই আপনি যদি একটি মুগ্ধকর দৃশ্য দেখতে ইচ্ছুক হন তবে এটির জন্য যান। কারন এই জলপ্রপাতগুলিতে পৌঁছানোর পথটি খুব কঠিন। ঝর্ণাগুলি চমৎকার স্বচ্ছ পানির জলপ্রপাত যা আপনার চোখে আরামের অনুভূতি দিবে এবং মনের প্রশান্তির জন্য ভালো কাজে দিবে। এই দুই জলপ্রপাত ছাড়াও অগ্নিমা ওয়ারী মৎস্য অভয়ারণ্য নামে একটি মৎস্য অভয়ারণ্যও রয়েছে, তবে এটিতে যাওয়ার পথটিও কঠিন।
এখানকার আশপাশের এলাকা ঘন বন ও পাহাড়ে ঘেরা। তাই ওয়ারী ছড়া পরিদর্শনের সর্বোত্তম সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে যখন তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকে এবং খুব একটা বৃষ্টিপাত হয় না। বৃষ্টি এখানকার ভ্রমণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় আপনি স্বচ্ছ নীলাভ জল দেখতে পারবেন না।যদিও ওয়ারী ছড়া একটি নতুন আবিষ্কৃত পর্যটন গন্তব্য তবুও এরই মধ্যে এখানে অনেক এক্টিভিটি করার মতো সুবিধা গড়ে উঠেছে। পর্যটন অবকাঠামো ধীরে ধীরে বিকশিত হচ্ছে, কিন্তু স্থানীয়রা আপনার ভ্রমণকে যতটা সম্ভব স্মরণীয় করে তুলছে।এই শান্ত নদীতে রিভার র‍্যাফটিং আপনার অভিজ্ঞতার সেরা জিনিসগুলির মধ্যে একটি। নদীর পানি আসলে নীল। যদিও সেখানে বিভিন্ন গুহা রয়েছে, তাই এটি একটু কঠিন হতে পারে। তাদের বোটিং সুবিধাও বিকল্প হিসেবে রয়েছে তবে বেশিরভাগ মানুষ রিভার রাফটিংটাই পছন্দ করেন। এখানকার জলের শব্দ, জলপ্রপাত, সবুজ বনভূমি এবং পরম নিস্তব্ধতা এটিকে ভ্রমণের জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে গড়ে তুলেছে।

পারমেগ্রে গ্রামে পৌছাতেই ওরা সবাই গাড়ি থেকে নেমে পরলো।গাড়ি আর সামনে যাবে না।এইবার হেটেই যেতে হবে।সবাই যার যার ব্যাগপত্র নিয়ে হাটা শুরু করে দিলো।আরহা সামনে এগোতে এগোতে বলে,’ এই পাহাড়ে এলে এই সমস্যা।শুধু পাহাড় বেয়ে বেয়ে নিচে নামো।নয়তো উপরে উঠো।’

আরহার কথায় সাফাত তাচ্ছিল্য স্বরে বলে,’ তো এতো সমস্যা হলে এসেছো কেন?যারা হাইকিং করতে পারে না।তাদের না আসাটাই বেটার।’

আরহা একটুও ক্ষেপলো না।শান্ত কণ্ঠে বলে,’ হাইকিং করতে পারি না।কিন্তু তাই বলে কি পৃথিবী ঘুরে দেখবো নাহ?’

সাফাত চোখ উল্টিয়ে ফেলল।এই মেয়ের সাথে অহেতুক কথা বাড়িয়ে লাভ নেই।ওরা সবাই ওয়ারী ছড়া যাওয়ার জন্যে হাটতে লাগল।আরও অনেক অনেক পর্যটক দেখা যাচ্ছে।তারাও ওয়ারী ছড়া যাবে।ভীষণ দূর্গম পথ।পাহাড় গা ঘেষে ঘেষে নামতে হয়।সবচেয়ে বেশি কষ্ট হয়েছে একজন একজন করে পাহাড়ের রাস্তায় মই দেওয়া সেগুলো পার হতে।কারন পাহাড়ের গা কেটে যে সিড়িগুলো তৈরি করা হয়েছিলো। সেগুলো নষ্ট হয়ে গিয়েছে।তাই সেখানে বাঁশের তৈরি মই দিয়ে রাখা।সবাই বেশ কষ্টে নিচে নেমে আসল।কাঙ্ক্ষিত স্থানটায় আসতেই সবার চোখ জুড়িয়ে গেলো।এইযে কষ্ট করে কতোটা পথ পারি দিয়ে এখানে এসেছে।তা যেন একমুহূর্তেই বিলীন হয়ে গেলো।প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে।বিশাল বড়ো বড়ো পাহাড়।সেই পাহাড়ের ফাঁক ফোঁকড় দিয়ে এলোমেলোভাবে বয়ে চলেছে ওয়ারি নদী।অথৈ যেন এই সৌন্দর্য্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে।সবুজ ঘণ অরণ্য তার মাধ্যে বয়ে চলা নদীর জল নীল রঙের।সবাই নদীতে নেমে পরল।হাটু সমান পানি রয়েছে।ওখানে গিয়ে সবাই আনন্দে মেতে উঠল।অথৈ রুদ্রিককে দাঁড়িয়ে থাকতে দেখে।ওর কাছে আসল।এসেই হাসি হাসি মুখে বলে,’ আপনি আসছেন না কেন?’
রুদ্রিক অথৈয়ের হালকা ভিজে যাওয়া চুলগুলো কানের পিঠে গুজে দিলো।বলল,’ ওখানে যদি যাই।তাহলে তো তোমাকে সেইভাবে দেখতে পারবো না।’

অথৈ রুদ্রিকের কথাটার মানে পুরোপুরি বুঝতে পারলো না।তাই বলে,’ মানে?সেইভাবে মানে কপি ভাবে দেখতে পারবেন না?’

রুদ্রিক ঝুকে আসল অথৈয়ের কাছে।ওর গরম নিশ্বাসগুলো অথৈয়ের কানে এসে বারি খাচ্ছে।অথৈ চোখ বন্ধ করে নিলো।পর পর শুনতে পেলো রুদ্রিকের ফিসফিসানো কণ্ঠস্বর,’ তুমি পানির মধ্যে নেমে উল্লাস করছে।দুহাতে পানি নিয়ে দূরে ছুড়ে মারছ।হিমেল হাওয়া এসে ক্ষণে ক্ষণে তোমার গা ছুঁয়ে গেলে।তুমি আবেশে চোখ বন্ধ করে ফেলো।পর পর তোমার ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসির রেখা দেখা যায়।তোমার এলোমেলো কেশগুলো আরও এলোমেলো হয়ে যায়।এইযে হালকা ভিজে যাওয়া কাপড়চোপড় তোমার।সব মিলিয়ে আমি তোমাকে আমি ঠিক কি বলে তোমার প্রসংশা করবো তা ভেবে পাই না।কিন্তু তোমাকে এই রূপে দেখে আমার হৃদপিন্ডটা যে আমার আয়ত্তে থাকে না।জোড়ালো শব্দ তুলে বাঁজতে থাকে।মনটা চরমভাবে বেহায়া হয়ে পরে।ইচ্ছে করে তোমার এই স্নিগ্ধ,কোমল, ভেজা দেহটা খুব করে ছুঁয়ে দিতে।খুব গভীরভাবে।এতোটা গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করে যতোটা করলে তুমি আমার মাঝে পুরোপুরি বিলীন হয়ে যাবে।আর আমি তোমার মাঝে।আমাদের মাঝে ইঞ্চিখানেকও যেন দূরুত্ব না থাকে।’

অথৈ সারা শরীর থরথর করে কাঁপছে।এই লোকটার বলা প্রতিটা বাক্য ওর হৃদয়ের গভীরে গিয়ে গেঁথে যায়।এই যে এখন যা যা লাগামহীন কথাগুলো বলল লোকটা।ওই কথাগুলো দিয়েই যেন মনে হচ্ছে লোকটা ওকে ছুঁয়ে দিচ্ছে।রুদ্রিক অথৈয়ের অবস্থা দেখে সরে আসল।ঠোঁটের কোণে ওর হাসি বিদ্যমান।রুদ্রিক এইবার ওর হাতদুটো অথৈয়ের কোমড়ে রেখে ওকে নিজের আরেকটু কাছে নিয়ে আসল।অথৈ হকচকিয়ে গেলো।চট করে রুদ্রিকের দিকে তাকালো।অথৈ ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলে,’ কি করছেন?ওরা সবাই এখানে তো! সবাই দেখলে কি ভাববে?’

রুদ্রিক যেন অথৈয়ের কথাটায় ভ্রু-ক্ষেপ করলো না।চট করে অথৈকে কোলে তুলে নিলো।এতে যেন অথৈ আরও ঘাবড়ে গেলো।জলদি আশেপাশে নজর দিলো।না এদিকে কেউ তাকিয়ে নেই।সবাই যার যার মতো ব্যস্ত।তাও বলা তো যায় না।কেউ যদি দেখে ফেলে?অথৈ দুহাতে রুদ্রিকের গলা জড়িয়ে ধরল।তার নিজেরও ইচ্ছে করে না রুদ্রিকের সান্নিধ্যে থেকে যেতে।কিন্তু লজ্জা করে তো?অথৈ মিনমিন করে বলে,’ সবাই দেখে ফেলবে তো।কি করছেন?’

রুদ্রিক অথৈয়ের কপালে চুমু দিলো।অথৈ আবেশে চোখ বন্ধ নিলো।রুদ্রিকের দেওয়া প্রতিটি ছোঁয়ায় ওর শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায়।রুদ্রিকের ঠোঁটজোড়া অথৈয়ের কপাল থেকে সরে আসতেই।অথৈ আস্তে আস্তে চোখ মেলে তাকালো।রুদ্রিক অথৈয়ের চোখে চোখ রেখে গাঢ় স্বরে বলে,’ দেখুক!আমি আমার বউকে কোলে নিয়েছি।’

অথৈ ওর হাতের বাঁধন আরও দৃঢ় করল।তারপর মাথাটা রুদ্রিকের বুকে এলিয়ে দিয়ে বলে,’ ওদিকটায় চলুন না।ওরা দেখলে আমি ভীষণ লজ্জা পাবো।’

রুদ্রিক হেসে দিলো অথৈয়ের কথায়।রুদ্রিক এখন নিজেই নিজের কাজে অবাক হয়।আগে ও কি ছিলো।আর এখন কি হয়ে গিয়েছে।এই মেয়েটা ওকে সম্পূর্ণ বদলে দিয়েছে।আগে বিনা কারনে কখনই হাসতো না ও।হাসলেও তা মৃদু হাসতো।আর এখন এই মেয়েটা ওর কাছে থাকলে,পাশে থাকলে। কারনে অকারনেই ঠোঁটে হাসি ফুটে উঠে।এই যে মেয়েটাকে বুকে জড়িয়ে রেখেছে।কি যে শান্তি লাগে এতে।সকাল থেকে যেই নাম না জানা চিন্তারা হানা দিয়ে বেড়াচ্ছিলো এই মেয়েটা ওর বুকে মাথা রাখতেই যেন সব গায়েব হয়ে গিয়েছে।রুদ্রিক এখন অথৈকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারে না।এই মেয়েটাকে সর্বদা মুখের মধ্যে লুকিয়ে রাখতে মন চায়।খুব করে তো বলেছিলো ওর মাস্টার্স শেষ করে। অফিসে জয়েন করবে।তারপর কিছুদিন পর অথৈকে ওর কাছে একেবারে নিয়ে আসবে।কিন্তু এখন মনে হচ্ছে এটা বলে বড্ড ভুল করে ফেলেছে।এখন যেন অথৈকে ছাড়া একদন্ডও থাকতে পারে না রুদ্রিক।এইযে মেয়েটাকে ছাড়া নিসঙ্গ রাতগুলো কাটায়।তা যে কতোটা কষ্ট কাটায় ও জানে।এই মেয়েটাকে ওর পাশে চায় ও খুব করে।এতোটা কাছে চায় যতোটা কাছে আসলে ওদের আর কখনও কেউ আলাদা করতে পারবে না।রুদ্রিক একপা একপা করে এগিয়ে যাচ্ছে।অথৈ চুপটি করে রুদ্রিকের বুকে লেপ্টে আছে।রুদ্রিক হাটতে হাটতে কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল,’ ওরা দেখলে তুমি লজ্জা পাবে।আর যদি আমি তোমার সব দেখে ফেলি?তখন লজ্জা পাবে নাহ?’

রুদ্রিকের এমন লাগামছাড়া কথা শুনে অথৈয়ের কান গরম হয়ে গেলো।গালগুলো ভারি হয়ে আসল।লজ্জায় ঠিক কি বলবে ভেবে পেলো না।অথৈকে চুপ থাকতে দেখে রুদ্রিক ভ্রু নাচিয়ে ফের বলে,’ কি বলো?আমি দেখলে লজ্জা পাবে?’

অথৈ চট জলদি রুদ্রিকের ঠোঁটে হাত রেখে ওর মুখ বন্ধ করে দিলো।লজ্জায় হাশফাশ করতে করতে বলে উঠে,’ এমন কেন আপনি?শুধু শুধু আমাকে এতো লজ্জা দেন কেন?’

রুদ্রিক চোখে হাসে। ওর ঠোঁটে রাখা অথৈয়ের হাতে চট করে চুমু দিয়ে বসে। অথৈ শিউরে উঠে হাত সরিয়ে ফেলে।রুদ্রিক শান্ত কণ্ঠে বলে,’ তোমাকে লজ্জা দিবো না তো কি?আমার পাশের বাড়ির আন্টির মেয়েকে লজ্জা দিবো?’

অথৈয়ের ভ্রু-জোড়া কুচকে আসে।কি থেকে কি বলল এই লোক?আর লোকটার পাশের বাড়িতে মেয়েও আছে?অথৈ চোখ ছোটো ছোটো করে তাকিয়ে বলল,’ আপনার পাশের বাড়ির মেয়েকে বুঝি এর আগে কিছু বলে লজ্জা দিয়েছিলেন বুঝি?’

রুদ্রিক বুঝতে পারছে।অথৈ ক্ষ্যাপে যাচ্ছে।তাই অথৈকে একটু বাজিয়ে দেখার জন্যে রুদ্রিক বলল,’ হ্যা দিয়েছিলাম তো।মেয়েটা না ভারি মিষ্টি জানো।ও তো পুরো আমার জন্যে পাগল।আমারও ওকে অনেক ভালো লাগে।’

রুদ্রিকের মুখে এমন কথা শুনে।রাগে ওর সারা শরীর রি রি করছে।নাক ফুলিয়ে বলে,’ তো?এতোই যখন ভালোলাগে।আমাকে তাহলে বিয়ে করলেন কেন?ওই মেয়েকেই বিয়ে করতেন।’

রুদ্রিক মনে মনে বেশ মজা পাচ্ছে।তবে তা বাহিরে প্রকাশ করল না।মুখটাকে দুঃখী দুঃখী করে বলে,’ আর বলো না।ও না আমার থেকে বয়সে অনেক ছোটো হয়ে যায়।আর দাদুর ওকে পছন্দ না।তার তো তোমাকে পছন্দ হয়ে গিয়েছিলো।তাই তো দাদুর জন্যেই তোমাকে বিয়ে করতে হলো।এখন আর কি করবো বলো?বিয়ে তো আমার হয়েই গিয়েছে।’

অথৈয়ের ভীষণ কষ্ট লাগল।এটা স্বাভাবিক নিজের স্বামী মুখে এমন কথা শুনলে প্রতিটি স্ত্রীই কষ্ট পাবে।অথৈ চোখ ভরে আসল।নিজেকে সামলাতে না পেরে।ঠোঁট ভেঙ্গে কেঁদে উঠে।অথৈকে এমনভাবে কাঁদতে দেখে রুদ্রিক হতভম্ব হয়ে পরল।ও ভাবেনি অথৈ যে এইভাবে কেঁদে দিবে।রুদ্রিক অস্থির হয়ে বলে উঠে,’ হেই, হেই কাঁদছ কেন?কাঁদে না।এই মেয়ে?অথৈ?আমি মজা করেছি।মজাও বুঝো না?কান্না থামাও।’

রুদ্রিকের কথা শেষ হতে দেরি।অথৈয়ের রাগ করতে দেরি নেই।ও রাগে রুদ্রিকের বুকে ঘুষি দিতে লাগল।ফোঁপাতে ফোঁপাতে বলে,’ আপনি একটা খারাপ লোক।আমার সাথে এমন করলেন কেন?অসভ্য লোক।নামান আমাকে কোল থেকে।নামিয়ে দিন।আমাকে ধরবেন না।’

রুদ্রিক হাসছে। প্রাণখোলা হাসি।রুদ্রিকের এহেন হাসি দেখে অথৈয়ের হাতজোড়া আঘাত করা থামিয়ে দিলো।কান্নাভেজা চোখে এসে ভড় করে একরাশ মুগ্ধতা।এই লোকটা হাসলে এতো সুন্দর লাগে।যে অথৈয়ের আশেপাশে কি হচ্ছে সব ভুলে যায়।শুধু ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে।অথৈয়ের কান্নাও থেমে গিয়েছে।রুদ্রিক অথৈয়ের কোন নড়চড় না দেখে হাসি থামালো।তবুও ওর ঠোঁটের কোণে এখনও হাসির ছোঁয়া লেগে আছে।রুদ্রিক ভ্রু বাকিয়ে তাকিয়ে বলে,’ কি কান্না শেষ?’

অথৈ কিছুই বলল না।ও এখনও রুদ্রিককে দেখছে।রুদ্রিক নরম সুরে বলে উঠে,’ কি দেখছ ওমন করে?’

অথৈ কোনোরকম ভণিতা ছাড়াই অকপটে বলে,’ আপনাকে দেখি।আপনি এভাবে হাসলে না আপনাকে অনেক সুন্দর লাগে।আমি চোখ সরাতে পারি না।আপনার ওই হাসিতে আমার বুক ব্যথা করে।’

রুদ্রিক দুষ্টুমি স্বরে বলে,’ তাহলে তো সর্বনাষ।আমার হাসিতে বুক ব্যথা করলে তো আর আমার হাসা যাবে না।’

অথৈ দুদিকে মাথা নাড়িয়ে না ইঙ্গিত দেখিয়ে বলে,’ এই না না হাসবেন না কেন?একশবার হাসবেন।আমার যে এই ব্যথা ভীষণ ভালো লাগে।মিষ্টি ব্যথা।’

রুদ্রিকের মনটা যেন জুড়িয়ে গেলো অথৈয়ের কথায়।ও আর কিছু বলল না।অথৈকে নিয়ে চুপচাপ হেটে নদীর অন্য বাঁকে চলে গেলো।একটু সাইডে জায়গাটা।এখানে কেউ নেই।আর ওপারপাশ থাকে এদিকটা দেখাও যায় না।রুদ্রিক অথৈকে নিয়ে পাহাড়ের গা ঘেষে দাঁড় করিয়ে দিলো।রুদ্রিকের চোখে ঘোর লেগে আছে।অথৈ সেই চোখের ভাষা স্পষ্টই বুঝতে পারছে।অথৈ মাথা নিচু করে নিলো।ওর হৃদস্পন্দন হু হু করে বেড়ে গিয়েছে।অথৈ জোড়ে জোড়ে শ্বাস নিয়ে বলে উঠে,’ এভাবে তাকাবেন না।এভাবে তাকালে আমার যেনো কেমন কেমন লাগে।’

রুদ্রিক টু শব্দও করল না।একটা হাত রাখল অথৈয়ের কোমড়ে।আরেক হাত অথৈয়ের গালে স্পর্শ করল।অথৈয়ের গালগুলো গরম হয়ে আছে।রুদ্রিকের ঠান্ডা হাতের স্পর্শ লাগতেই।অথৈ কেঁপে উঠে।শিরশির করে উঠে সর্বাঙ্গ।রুদ্রিক মাথা নুইয়ে আলতো করে চুমু খেলো অথৈয়ের ঠোঁটে। পর পর গভীরভাবে ডুবে গেলো ওষ্ঠচুম্বনে।অথৈও হাত বাড়িয়ে খামছে ধরল রুদ্রিকের পিঠ।রুদ্রিকের ভালোবাসাময় স্পর্শে নিজেকে হারিয়ে ফেলল।এদিকে রুদ্রিক মনে মনে ভাবছে,
‘ আমি আর তোমার থেকে দূরে থাকতে পারব না অথৈ। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবো না।আমার সাধ্যে যে আর কিছু নেই।তোমাকে সম্পূর্ণ রূপে নিজের করে পাওয়ার জন্যে যে আমার বুকের ভীতরটা তীব্র দহনে জ্বলেপুড়ে যাচ্ছে।আমি তোমার থেকে একমুহূর্তও দূরে থাকতে পারবো না।তুমি আমার অথৈ। তোমাকে পুরোটাই আমার আমার করে চাই।তীব্রভাবে চাই।’

#চলবে_____________

#মন_তুমি_ছুঁয়ে_দেখো_না
#সাদিয়া_জাহান_উম্মি
#পর্বঃ৪৬
ওয়ারী ছড়াতে ওরা বেশ এঞ্জয় করল।রিভার রাফটিংও করেছে ওরা।আবার সেখানে নাম করা দুটো ঝর্না আছে রে-নাং এবং চিবোক ডেয়ার সেগুলোও দেখেছে।সবাই যেন হারিয়ে গিয়েছিলো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য।এখানে গুহাও আছে অনেকগুলো।সেখানের একটাতে গিয়ে সবাই জামা-কাপড় চেঞ্জ করে নিয়েছে।ঠান্ডায় সবার অবস্থাই খারাপ।নদীর পানি ভীষণ শীতল তো তাই।এখন সবার ফিরার পালা তাই ব্যাগপত্র নিয়ে রওনা হলো।পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে উঠতে একেকজনের অবস্থা পুরো কাহিল।তাই আজ আর কেউ কোনো জায়গায় ঘুরতে যাবে না।সোজা রিসোর্টে চলে যাবে।আর বিশ্রাম নিবে।এদিকে আরহার তো প্রায় জ্বর চলেই এসেছে।ওর অবস্থা নাজেহাল।তারপরেও মেয়েটা টু শব্দ অব্দি করেনি।চুপচাপ হেটে যাচ্ছে।মেয়েটা যে কি কষ্ট পাহাড় বেয়ে উপরে উঠেছে সেই জানে।কিন্তু কিছু করার নেই।এমন দূর্গম রাস্তায় কি আর কেউ কাউকে সাহায্য করতে পারে?সবারই কষ্ট হচ্ছিলো।আরহা হাটটে নিয়ে হঠাৎ করে পরে যেতে নেয়।ভয়ে চোখ বন্ধ করে ফেলে আরহা।কিন্তু না পরেনি।কারো শক্ত,নিরেট হাতখানা ওর হাত পেছন থেকে চেপে ধরে রেখেছে।যার ফলে ও পরে যায়নি।এদিকে সাফাত আরহা পরে যেতে নিতে দেখেই ওর হাত দ্রুত ধরে ফেলে।আরহার হাতটা স্পর্শ করতেই বুঝতে পারে মেয়েটার প্রচন্ড জ্বর এসেছে।গা ভীষণ গরম।সাফাত একটান দিয়ে আরহাকে সোজা করে দাঁড় করিয়ে দেয়।আরহা একেবারে সাফাতের মুখোমুখি হয়ে দাঁড়ায়। আরহা নিভু নিভু চোখে সাফাতের দিকে তাকিয়ে আছে।শরীরের তাপমাত্রা এতোটাই বারছে যে ওর চোখজোড়াও মনে হচ্ছে ধাউ ধাউ করে জ্বলছে।ঠিকভাবে তাকাতে পারছে না ও।এদিকে সাফাত একধ্যানে তাকিয়ে আছে আরহার দিকে জ্বর আসার কারনে আরহা ফর্সা মুখশ্রীটা রক্তিম আকার ধারন করেছে।আধভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে।কপালে পরে আছে কয়েকটা বেবি হেয়ার।মেয়েটার বোধহয় ঠান্ডা লাগছে।তাই কেমন একটু পর পর কেঁপে কেঁপে উঠছে।ঠোঁটজোড়া ফ্যাকাশে হয়ে আছে।যা ঠান্ডা লাগার কারনে কাঁপছে।আরহাকে কেন যেন এই বেশে সাফাতের একটা কথাই মাথায় আসল মেয়েটা অনেক কিউট।সাথে মেয়েটার মনটাও অনেক ভালো।একমুহূর্তেই কিভাবে ওদের বন্ধুদের সাথে মিশে গিয়েছে।ভীষণ মিশুক।আর মেয়েটা চঞ্চলও বটে।সাফাতের অজান্তেই সাফাতের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।আর তা দেখে আরহা হা করে তাকিয়ে থাকলো।ও বোধহয় স্বপ্ন দেখছে।নাহলে যে লোক ওকে দেখলেই সবসময় মুখটা গম্ভীর,শক্ত করে রাখে।আর আজ সেই লোক কিনা ওর দিকে তাকিয়ে হাসছে।এটা আদৌ হবার?তবে যা হচ্ছে, হচ্ছে।আরহা চায় এই স্বপ্ন যেন কোনোদিন না ভাঙ্গুন।সাফাত এইভাবে হাসতে থাকুক ওর দিকে তাকিয়ে।আরহাও হাসল।আরহা হাসতে দেখে সাফাত থতমত খেয়ে গেল।সে কি করছিল?কি হয়ে গিয়েছিল ওর?আর আরহার দিকে তাকিয়ে ও হাসছিলই বা কেন?আশ্চর্য কারবার।সাফাত দ্রুত নিজেকে সামলে নিলো।মুখটা গম্ভীর করে ফেলল চটজলদি।বলল,’ তুমি এতো সেন্সেটিভ একটা পারসোন।এটা জেনেও কেন এসেছ এখানে?এখন জ্বর বাঁধিয়ে বসে আছ।তোমার মা বাবা এখানে নেই যে দিনরাত তোমাকে সেবা করবে।এখন তুমি কি করবে?’

আরহা মলিন হাসল।তার তো মা নেই।আর বাবা থেকেও না থাকারই মতো।আরহার কণ্ঠে বিষাদের ছায়া নেমে এলো।বলল,’ আমার মা নেই।আর বাবা থেকেও না থাকার মতো।তাই মা বাবার সেবা আমি আগেও কোনোদিন পায়নি।আর এখনও পাবো না।’

সাফাতের বুকটা ধ্বক করে উঠল।অজান্তেই এমন একটা কথা বলে ফেলেছে ও।কিন্তু ওর তো দোষ নেই। ও আর জানতো না যে আরহার মা নেই।আর বাবা কথা যেটা বলল সেটা নাহয় আপাতত থাক।সাফাত জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে,’ আই এম সরি।আমি জানতাম নাহ।’

আরহা মলিন হেসে বলে,’ ইটস ওকে।আপনার সরি বলতে হবে না।আপনি তো আর আমার লাইফের ব্যাপারে কিছু জানেন না।তাই এটা স্বাভাবিক।’

সাফাত চিন্তিত কণ্ঠে বলে,’ আর ইউ ওকে আরহা?ইজ দ্যেয়ার এনিথিং রং?’

আরহাকে বেশি একটা সুবিধার মনে হচ্ছে না।মেয়েটা কেমন টলছে।জ্বরটা কি খুব বেশিই বেড়ে গেলো?সাফাত হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে দিলো আরহার।আরহা সাথে সাথে কেঁপে উঠল।সর্বাঙ্গে যেন ঝংকার দিয়ে উঠল।ওর উত্তপ্ত শরীরে সাফাতের ঠান্ডা হাতের স্পর্শ যেন ওর শরীরকে কাঁপিয়ে তুলেছে।আরহা চোখ বন্ধ করে নিয়েছে।এদিকে সাফাতের চেহারায় চিন্তার ছাপ।মেয়েটার শরীর ক্রমশ গরম হয়ে উঠছে।আরহার কপাল থেকে হাত সরিয়ে নিলো সাফাত।বলল,’ ভীষণ জ্বর তোমার।জলদি কটেজে ফিরতে হবে।আরহা শুনছ তুমি?’

আরহা পিটপিট নয়নে তাকায়।সাফাত আরহার হাত চেপে ধরল।সহসা কণ্ঠে বলে উঠে,’ আমার হাতটা শক্ত করে ধরে চলো।বলা তো যায়না কখন পরে যাও।আর তোমার বন্ধুরাই বা কেমন?তোমার এই অবস্থা কারও নজরে আসল নাহ?সবগুলো তোমাকে ফেলে আগে আগে চলে গিয়েছে।’

আরহা সাফাত আর ওর হাতের দিকে তাকিয়েছিলো।যা এখন একে অপরের সাথে পেঁচিয়ে আছে।সাফাতের কথা শুনে ওর দিকে তাকালো। তাচ্ছিল্য স্বরে বলে,’ আমার আর বন্ধু?হাসালেন আমাকে।ওরা তো আমার সাথে বন্ধুত্ব করেনি।করেছে আমার টাকা পয়সার সাথে।’

সাফাত বারে বারে আরহার প্রতিটি কথায় চমকাচ্ছে ভীষণভাবে।সাফাত বুঝল জ্বরের ঘোরে এই মেয়ে মনের সব কথা উগলে দিচ্ছে।সাফাত কি করবে ভেবে পাচ্ছে না।তবে সাফাত আর বেশি আরহাকে ঘাটলো না।আরহার কথা আপাততো পরেও শোনা যাবে।এখন মেয়েটাকে নিয়ে রিসোর্টে ফিরতে হবে দ্রুত।নাহলে অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আর সাফাত তাই করল দ্রুত আরহাকে নিয়ে সাবধানে গাড়ির কাছে আসল।আরহার কথা শুনে যেটুকু মনে করল ওর ফ্রেন্ডরা ওর টাকা পয়সা দেখে ওর সাথে বন্ধুত্ব করেছে।আ হলোও তাই।ওরা আরহাকে না নিয়েই গাড়ি নিয়ে রিসোর্টে চলে গিয়েছে।এটা জানতে পেরেই সাফাতের রাগে যেন সারা শরীর জ্বলে যাচ্ছে।পারলে এক্ষুনি গিয়ে সবগুলোকে পিটিয়ে পিঠের ছাল তুলে দিতে।রাগটা মনের মাঝেই পুষে রাখল সাফাত।আরহাকে নিজেদের সাথে করে নিয়েই গাড়িতে উঠে বসল।অথৈ দ্রুত আরহাকে দুহাতের মাঝে আগলে নেয়। মেয়েটা প্রায় আধমরা।জ্বরের কারনে কাঁপছে।অথৈ আতঁকে উঠে বলে,’ ওর তো ভীষণ জ্বর সাফাত ভাইয়া।’

সাফাত মাথা দুলিয়ে বলে,’ হ্যা ওয়ারী ছড়া পানিটা দেখেছিলে কি ঠান্ডা? সেখানে গিয়ে সবার থেকে ওই বেশি লাফালাফি করেছে পানির মধ্যে।তো জ্বর আসবে না আবার?’

অথৈ হঠাৎ নাক মুখ কুচকে বলে উঠে,’ ওর ফ্রেন্ডগুলাও কেমন?ওকে এই অবস্থায় একা ফেলে চলে গেলো?আমি তো ভেবেছিলাম আরহাও বুঝি ওর ফ্রেন্ডদের সাথে চলে গিয়েছে।পরে দেখি না আপনি ওকে নিয়ে আসছেন।’

সাফাতের চোয়াল শক্ত হয়ে আসল।হাত দুটো পুষ্টিবদ্ধ করে নিয়ে বলে,’ ওইগুলোকে বন্ধু বলে বন্ধু শব্দের অপমান করো না অথৈ। ‘

সবাই সাফাতের আচমকা রাগ দেখে অবাক হলো।তবে কেউ কিছু জিজ্ঞেস করল না।
রুদ্রিক সাফাতের দিকে একপলক তাকিয়ে আবার আরহার দিকে তাকালো।পর পর চোখ বন্ধ করে নিলো।তার মন বলছে।এই দুটোর মাঝে কিছু হতে চলেছে।ও যেটা ভাবছে সেটাই যেন হয়।সাফাতকে কেউ যেন খুব করে ভালোবাসুক।এতোটাই ভালোবাসুক ওকে যেন সাফাতের সেই ভালোবাসার তীব্রতায় নিজের ভালোবাসা হারানোর ব্যথা ভুলে যায়। নতুন করে আবার সবকিছু যেন শুরু করে।

রিসোর্টে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে আসল।আরহার শরীরের দূর্বলতার কারনে ও অথৈয়ের কোলেই ঘুমিয়ে গিয়েছিলো।উপায় না পেয়ে বাধ্য হয়ে সাফাত আরহাকে কোলে তুলে নেয়।সাথে যায় রুদ্রিক।যাওয়ার আগে অথৈকে রুমে গিয়ে গরম পানি দিয়ে গোসলও নিতে বলে গিয়েছে।এদিকে আরহাদের বুকিং করা কটেজটায় এসে দাঁড়ালও সাফাত।রুদ্রিক বার দুয়েক দরজায় টোকা দিলো।কিন্তু না দরজা খুলছে না।পর পর চোখ যায় দরজায় তালা ঝোলানো।এটা দেখে সাফাত আর রুদ্রিক দুজনেই বেশ অবাক হয়।এভাবে তালা ঝুলছে কেন?আরহার ফ্রেন্ডরা তো অনেক আগেই চলে এসেছিলো।ওদের তো এখানেই থাকার কথা।আর বাহিরে যাবে সেটাও হবে না সম্ভবত।কারন এতো দূর থেকে জার্নি করে এসে।সবাই নিশ্চয়ই বিশ্রাম বাদ দিয়ে বাহিরে ঘুরঘুর করবে নাহ?রুদ্রিক এইবার সাফাতকে উদ্দেশ্য করে বলে,’ তুই আরহাকে নিয়ে মারিয়া আর সিয়ার কটেজে যাহ।আমি ম্যানেজারের সাথে কথা বলে আসছি।বিষয়টা বুঝতে হবে তো।এখানে কি হয়েছে।’

সাফাত সম্মতি দিতেই রুদ্রিক চলে গেলো।সাফাত আরহাকে নিয়ে মারিয়া আর সিয়ার কটেজে চলে আসল।বাহির থেকে বার কয়েক সিয়া আর মারিয়াকে ডাকতেই সিয়া এসে দরজা খুলে দিলো।আরহাকে কোলে নিয়ে ওদের কটেজের সামনে এইভাবে সাফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয় সিয়া।ভ্রু-কুচকে বলে,’ তুই আরহাকে কোলে নিয়ে আমাদের রুমের সামনে এমনে সং সেজে দাঁড়িয়ে আছিস কেন?’

সাফাত বিরক্ত হলো সিয়ার কথায়।বলে,’ তুই আপাততো সামনে থেকে সর।ওকে অনেকক্ষণ যাবত কোলে নিয়ে আছি।আর সামলাতে পারছি না।’

সিয়া এই কথা শুনে দ্রুত সরে দাঁড়ালো।সাফাত আরহাকে বিছানায় সুইয়ে দিয়ে। গায়ে কম্বল টেনে দিলো।এর মধ্যে মারিয়াও ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে।সাফাতকে ওদের রুমে দেখে প্রশ্ন করে,’ সাফাত?কোনো সমস্যা হয়েছে?তুই এখানে?’

সাফাত কিছু না বলে শুধু চোখের ইশারায় বিছানায় শুয়ে থাকা আরহাকে দেখালো।তা দেখেই মারিয়ার ভ্রু-কুচকে এলো।ফের বলে,’ ওকে এখানে এনেছিস কেন?’

সাফাতের আর কিছু বলতে হলো না।এর মধ্যে রুদ্রিক চলে এসেছে।রুদ্রিক বলে উঠে,’ আরহার ফ্রেন্ডরা ওকে রেখেই দেশে চলে গিয়েছে।’

চমকে উঠল ওরা সবাই।সাথে সাফাতও।সাফাত এটা আশা করেনি।যে ওরা এইভাবে আরহাকে একা ফেলে আচমকা চলে যাবে।তাও এমন অসুস্থ মেয়েটাকে একা ফেলে? সাফাত চেচিয়ে উঠে,’ হোয়াট?মাথা ঠিক আছে তোর?কিসব বলছিস?এটা কিভাবে হবে?দেখ আশেপাশেই হয়তো আছে।’

রুদ্রিক পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো।শান্ত কণ্ঠে বলল,’ আমি ঠিকই শুনেছি।মাত্র ম্যানেজারের সাথে কথা বললাম।আর ওর বন্ধুরা ম্যানেজারের কাছে এই চিঠিটাও দিয়ে গিয়েছে।’

রুদ্রিক পকেট থেকে একটা চিঠি বের করে সামনে এনে ধরল।তারপর আবার বলে,’ অন্যের ব্যক্তিগত জিনিস ধরা বা পড়া ঠিক না।তবে এখন যেহেতু পরিস্থিতি ভিন্ন তাই এই চিঠিটা না পড়েও পারি নি।’

সাফাতের অধৈর্য কণ্ঠস্বর,’ কি লিখা আছে এখানে?’
‘ এখানে লিখা ওদের সবার নাকি বিশেষ জরুরি তলব পরে গিয়েছে।তাই ওদের দ্রুত দেশে ফিরতে হয়েছে।এইজন্যে আরহাকে একা ফেলে চলে গিয়েছে।আর আরহা যেন কষ্ট করে দেশে এসে পরে। এটাই লিখা।’

সিয়া নাক মুখ কুচকে বলে উঠে,’ ছিহ! এইগুলা বন্ধু নাকি অন্যকিছু। এইভাবে মেয়েটাকে একা ফেলে চলে গেলো?একটাবার মেয়েটার সাথে দেখা করেও গেলো না?’

সাফাত আরহার মুখের দিকে তাকালো।আরহার ফ্যাকাসে দূর্বল মুখশ্রীটা দেখে বড্ড মায়া লাগলো।মেয়েটার চেহারা অনেক মায়া মায়া।কেউ কিভাবে ওর সাথে এমন করতে পারে?ভাবলেই সাফাতের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে।সাফাত চোখ বন্ধ করে জোড়ে শ্বাস ফেলল।সবার উদ্দেশ্যে বলে উঠে,’ আপাততো এই টপিক বাদ দে।আরহা সুস্থ হোক।তারপর নাহয় ওর থেকেই সবকিছু ভালোভাবে জেনে নিবো।’

একটু থেমে আবার বলে,’ মারিয়া,সিয়া আরহা এখন একা।ওর সাথে কেউ নেই।এখানে আমরাই এখন ধরতে গেলে ওর পরিচিত।আমাদের সাথে মেয়ে আছে পাঁচজন মেয়ে আছে।তাদের মধ্যে তোরা দুজনেই সবচেয়ে বড়।আর বুঝদার বেশি।তাই তোদের কাছেই ওকে রেখে গেলাম।মেয়েটাকে দেখে রাখিস।ওর শরীরে অনেক জ্বর।আমি এখনই যাচ্ছি মেডিসিন আনতে।তোরা একটু ওকে পানিপট্টি কর।’

মারিয়া আলতো হেসে বলে,’ চিন্তা করিস না।আমরা দুজন ওকে দেখে রাখব।ও তো এখন আমাদের ছোটো বোনের মতোই।মেয়েটা অনেক মিশুক।’

সাফাত সন্তুষ্টির হাসি দিয়ে বেরিয়ে গেলো মেডিসিন আনতে।রুদ্রিক শান্ত স্বরে বলে,’ তিনজন থাকতে তোদের সমস্যা হবে না তো?’

সিয়া বলে,’ আরে কিসের সমস্যা হবে?এমনিতেই এখানে প্রচুর ঠান্ডা পরেছে।তিনজন এক বিছানায় মিলেমিশে থাকব।এতে আরও মজা হবে।তুই চিন্তা করিস না।’

সিয়া আর মারিয়ার ভড়সা পেয়ে রুদ্রিক রুম থেকে বেরিয়ে আসল।বাহিরে সাফাত দাঁড়িয়ে আছে।রুদ্রিক সাফাতের কাছে গিয়ে বলে,’ চল মেডিসিন নিয়ে আসি।’

সাফাত বলে উঠল,’ তোর যাওয়া লাগবে না।তুই রুমে যা। ফ্রেস হয়ে নেহ।আমি এই যাবো আর আসব।’
‘ কিন্তু…’
‘ কোনো কিন্তু না। আমি পারব বললাম তো।’
‘ আচ্ছা।কোনো সমস্যা হলে ফোন করিস। ‘
‘ আচ্ছা।’

রুদ্রিক নিজের রুমের দিকে হাটা ধরল।সাফাত চাপা শ্বাস ফেলে চলল মেডিসিন আনার জন্যে।
————–
অথৈ ড্রেসিংটেবিলের সামনে দাঁড়িয়ে ওর ভেজা চুলগুলো মুছছিলো।এমন সময় রুমে আসে রুদ্রিক।রুদ্রিক দেখেই চুল মুছতে মুছতে অথৈ বলে,’ এতোক্ষণ কোথায় ছিলেন?’

রুদ্রিক দরজা আটকে অথৈয়ের কাছে এসে দাঁড়ালো।মৃদ্যু হেসে বলে,’ ক্যান?মিস করছিলে বুঝি আমায়?নাকি তখনকার চুমুটা মিস করছিলে?’

অথৈ লজ্জায় হতভম্ব হয়ে গেলো।এই লোক কিসের মধ্যে কি বলছে?ও কতো একটা ভালো কথা বলল।আর এই লোক কিনা সেটা ঘুরিয়ে প্যাঁচিয়ে ত্যানাত্যানা করে ফেলে।অথৈ মুখ ফুলিয়ে বলে,’ উফ, আপনি চরম অসভ্য একটা লোক।সরুন তো আপনি।সরুন!’

রুদ্রিক শব্দ করে হেসে দিলো।রুদ্রিকের সেই হাসি ঝংকারে পর পর অথৈয়ের ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল।ও মিষ্টি করে হেসে মাথা আচঁড়াতে লাগল।রুদ্রিক সময় নিয়ে হাসি থামায়। রুদ্রিককে থামতে দেখে অথৈ বলে,’ প্লিজ বলুন না।কোথায় ছিলেন?দেরি হলো যে?আরহার শরীর কি খুব বেশি খারাপ?’

রুদ্রিক এইবার সিরিয়াস হয়ে গেলো। মুখটাকে মূহুর্তেই গম্ভীর করে নিলো।তারপর আস্তে আস্তে অথৈ সবটা খুলে বলল।সব শুনে অথৈ ভেজা কণ্ঠে বলে,’ এতো খারাপ আরহার ফ্রেন্ডগুলো।এইভাবে অসুস্থ মেয়েটাকে একা ফেলে চলে গেলো কিভাবে?একবার মেয়েটার সাথে দেখা করেও গেলো না।মেয়েটা হুঁশে আসলে না জানি কতোটা কষ্ট পায়।’

রুদ্রিক অথৈয়ের মাথায় হাত বুলিয়ে দিলো।দীর্ঘশ্বাস ফেলে বলে,’ মন খারাপ করো না।আল্লাহ্ যা করেন ভালোর জন্যেই করেন।আরহার জন্যে এটা ভালো হয়েছে না বলো?যে মেয়েটা ওর ওই মিথ্যে বন্ধুগুলোর আসল মুখোশটা চিন্তে পারবে।বুঝতে পারবে যে বিপদের সময় যারা একজন মানুষকে এইভাবে ফেলে চলে যায়।তারা কোনোদিন কারো বন্ধু হতে পারে না।’

অথৈ চোখ মুছে নিলো।তারপর দুহাতে গিয়ে রুদ্রিককে জড়িয়ে ধরে।রুদ্রিকও আগলে নেয় প্রিয়তমাকে।অথৈ রুদ্রিকের বুকে মুখ গুজে দিয়ে বলে,’ এদিক দিয়ে আপনি আমি দুজনেই খুব লাকি জানেন।আমরা জীবনে সবচেয়ে মূল্যবান কিছু পেয়ে থাকলে তা আমাদের বন্ধুদের পেয়েছি।যারা আমাদের জন্যে বিপদের সময় সর্বদা ঝাপিয়ে পরার জন্যে প্রস্তুত থাকে।’

রুদ্রিক সন্তুষ্টির হাসি দিয়ে বলে,’ হ্যা এটা একদম ঠিক বলেছ।এদিক দিয়ে আমরা পৃথিবীতে বোধহয় সবচেয়ে সুখী কাতারের মানুষদের মধ্যে পরি।উপরওয়ালার কাছে লাখ লাখ শুকরিয়া তার জন্যে।’

অথৈ এইবার সরে আসল।তারপর রুদ্রিকের হাতে একটা তোয়ালে ধরিয়ে দিয়ে বলে,’ অনেকক্ষণ হয়েছে। বাকি কথা পরে হবে।এখন ফ্রেস হয়ে আসুন।’

রুদ্রিক ঠোঁট কামড়ে হাসল।মাথা নামিয়ে ফিসফিস করে বলে,’ ফ্রেস হয়ে আসলে তো কোনো কথা হবে না ম্যাডাম।ভালোবাসাবাসি হবে।’

অথৈ লজ্জামিশ্রিত হাসি উপহার দিলো রুদ্রিককে। তারপর রুদ্রিককে ঠেলতে ঠেলতে ওয়াশরুমের দিকে পাঠালো।ফিরে আসতে নিতেই রুদ্রিকের কণ্ঠ, ‘ আমার জামা কাপড় বের করে রেখো।’

অথৈ পাজোড়া থামিয়ে ফেলে।ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকিয়ে প্রশ্ন করে,’ কি পরবেন আপনি?’

প্রতিত্তুরে রুদ্রিক বলে,’ স্বামীটা যেহেতু তোমার।তাই সে কি পরবে না পরবে সেটা নাহয় তুমিই ডিসাইড করে দেও।’

এই বলে রুদ্রিক ওয়াশরুমে চলে গেলো।আর অথৈয়ের ঝলমলে মুখে মিষ্টি হাসি।সে দ্রুত গিয়ে রুদ্রিকের জন্যে ধূসর রঙের একটা টি-শার্ট। আর কালো রঙের ট্রাউজার বের করে বিছানায় রেখে দিলো।তার কেমন যেন লাগছে।মনে হচ্ছে সে সত্যি সত্যি রুদ্রিকের সাথে সংসার করছে।এইযে রুদ্রিকের ছোটো খাটো সবকিছু এখন সে নিজ হাতে করছে।রুদ্রিকও ওকে এটা সেটা ছোটো খাটো হুকুম দেয়। এসব সে বেশ এঞ্জয় করছে।ওর বেশ ভালো লাগছে ব্যাপারগুলো।আচ্ছা,সে যখন সত্যি রুদ্রিকের বউ হয়ে রুদ্রিকের বাড়িতে যাবে।ঠিক এখন যেভাবে রুদ্রিকের সবকিছু ও নিজ হাতে করছে।আগলে রাখছে।ও বাড়িতেও এমনভাবেই সব করবে।ইনফেক্ট আরও ভালোভাবে করবে।তখন কেমন লাগবে?ওর তো অনেক ভালো লাগবে।এইযে এসব কল্পনা করতে গিয়েও কেমন খুশিতে ওর বুক কাঁপছে।এইভাবে কি রুদ্রিকও খুশি হবে?আচ্ছা ও যেভাবে রুদ্রিককে নিয়ে সংসার করার স্বপ্ন দেখে।রুদ্রিকও কি এভাবে ওর সাথে সংসার করার কল্পনা করে?
ও কি একবার লোকটার থেকে জিজ্ঞেস করবে একবার?কিন্তু কিভাবে করবে?এইটা জিজ্ঞেস করার আগেই ও লজ্জায় মরে যাবে।
______________
সিয়া কটেজ থেকে বের হয়ে এসেছে।এখান আসার পর সে কটেজের পাশেই একটা তুলসীগাছ দেখেছিলো। সেখান থেকে পাতা আনতে যাচ্ছে।আরহার বেশ কাশি হচ্ছে।তুলসীপাতার রস খাওয়ালে যদি একটু নিস্তার পায় মেয়েটা।কয়েকপা এগুতেই হঠাৎ সিয়া থমকে গেলো।সে কি ভুল দেখছে?চোখ কচলে নিয়ে আবারও ভালোভাবে তাকায় সিয়া।নাহ,ও ভুল দেখছে না।সত্যিই এটা সেদিনকারই লোক।সিয়া বেজায় খুশি হলো।এই লোকটাকে সকালে কতো খুঁজেছিলো। কিন্তু সিয়া পায়নি।ওকে অতো বড়ো একটা বিপদ থেকে বাঁচিয়েছে লোকটা।আর ও একটা ধন্যবাদও দেয়নি।সিয়া দ্রুত পায়ে এগিয়ে গেলো লোকটার কাছে।কাছে গিয়েই হাসি মুখে বলে উঠল,’ এক্সকিউজ মি।এইযে মি. শুনছেন?’

#চলবে_____________

ভুলত্রুটি ক্ষমা করবেন।