মেঘ বসন্তের মায়া পর্ব-১৩

0
573

#মেঘ_বসন্তের_মায়া💛
#লেখিকা:#তানজিল_মীম💛
— পর্বঃ১৩

হৃদের চেম্বারে বসে আছে সাথী আর ওর সামনেই বসে আছে হৃদ। হৃদ কিছুক্ষন সাথীর দিকে তাকিয়ে থেকে বললো,

‘ হুম বলো কি বলতে এসেছো তুমি আমার চেম্বারে?’

হৃদের কথা শুনে সাথী নীরবেই বলে উঠল,

‘ আসলে ডক্টর মা বাসায় যাওয়ার জন্য অনেক উতলা হয়ে পড়েছে এখন কবে মাকে ছাড়বেন?’

‘ ওহ এই ব্যাপার,দেখ চাইলে তো কালই ছাড়া যায় কিন্তু…

হৃদের কথা শুনে সাথী কিছুটা সিরিয়াসভাবে বলে উঠল,

‘ কিন্তু কি ডক্টর?’

সাথীর কথা শুনে হৃদ কিছুটা এগোলো সাথীর দিকে তারপর ওর মুখের দিকে তাকিয়ে বললো,

‘ আসলে…

হৃদের কথা শুনে কিছুটা ঘাবড়ে যায় সাথী সেও হৃদের দিকে হাল্কা এগিয়ে এসে বললো,

‘ আসলে কি ডক্টর?’

‘ না মানে…

‘ কোনো সিরিয়াস কিছু?’

‘ আসলেনতোমার মাকে যদি ছেড়ে দেই তাহলে তো তোমায় আর দেখতে পাবো না।’

হৃদের কথা শুনে সাথী বিস্ময় নিয়ে বললো,

‘ কি?’

বলেই হেঁসে উঠলো সে। তারপর বললো,

‘ আপনি আমার সাথে এতক্ষণ ফ্লাট করছিলেন আর আমি কি কি না ভেবেছিলাম,আপনিও না ডক্টর।’

বলেই হাসতে লাগলো সাথী। সাথীর হাসি দেখে হৃদও হেঁসে উঠল কেন যেন এই মেয়েটার হাসি মাখা মুখ দেখলেই হৃদের মনটা ভালো হয়ে যায়। যেদিন থেকে মেয়েটাকে দেখেছে সেদিন থেকেই হৃদ আলাদা কিছু ফিল করে সাথীকে দেখলে। আনমনেই হেঁসে উঠল সে।’

____

দুপুরের কড়া রোদ্দুরে ঘিরে ধরেছে আকাশদের বাড়িটা। চারদিকে বসন্তের মৌসুমের বাতাস ছড়িয়েছে। গাছের পাতারা সেই বাতাসের ছোঁয়ায় দুলছে এদিকে থেকে ওদিকে। বাড়ির চারপাশে ঘিরে থাকা রঙিন পর্দাগুলোও উড়ছে খুব। যেন কিছু নতুন্তের গন্ধ পেয়েছে তাঁরা।

এসবের মাঝদিয়েই রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে আকাশ আর তিথি। কারন তাদের উদ্দেশ্য হলো গ্র্যান্ডমার জন্য নিজ হাতে কিছু তৈরি করে খাওয়ানো। আকাশ কিছুটা বিচলিত হয়ে তাকিয়ে আছে তার সামনে থাকা শাকসবজি আর মাছ মাংসের দিকে। সেই ভাবে কোনোদিন রান্নাঘরে তেমন একটা পা রাখেনি আকাশ। সেই ছোট্ট বেলায় একবার রান্না ঘরে পা রেখেছিল আর সেদিন যে কান্ড হয়েছিল ভাবলে এখন টেনশন হচ্ছে তাঁর। আজ কি থেকে কি করবে কিছুই বুঝতে পারছে না আকাশ। আকাশকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল তিথি,

‘ কি হলো তুমি ওভাবে দাঁড়িয়ে আছো কেন?’

তিথির তুমি ডাক শুনে অবাক চোখে তাকালো আকাশ তিথির দিকে তারপর বললো,

‘ না মানে কি থেকে কি করবো কিছুই তো বুঝতে পারছি না।’

‘ আরে চাপ নিও না আমি তো আছি।’

বলেই এগিয়ে গেল তিথি সামনে। তিথিকে এগোতে দেখে আকাশও এগিয়ে গেল তিথির পিছন পিছন। তারপর প্রথমে সবজি কাটা দিয়ে শুরু করলো তিথি। হাতে একটা আলু নিয়ে চাকু দিয়ে কাটতে শুরু করলো তিথি। আর আকাশকে বললো,

‘ তো রেডি জামাই।’

এবারের কথা শুনে তো আকাশের কাশি উঠে গেল। আকাশকে কাশতে দেখে তিথি চটজলদি একগ্লাস পানি এনে দিল আকাশকে। আকাশও ঢকঢক করে পুরো পানিটা খেয়ে নিলো। আকাশ পানিটা খেয়ে বলে উঠল,

‘ একটু বাড়াবাড়ি হচ্ছে না তিথি।’

‘ আরে বাড়াবাড়ি কিসের জামাই আপনি আমার জামাই আর আমি আপনার বউ সো প্যারা নাই জাস্ট চিল বেবি..

‘😳😳😳

আকাশের রিয়েকশন দেখে হেঁসে উঠলো তিথি। তিথির হাসির দেখে কিছু বললো না আকাশ। আপাতত আকাশ আর তিথির কথায় নজর না দিয়ে কাজে নজর দিলো। তারপর শুরু হলো আকাশ তিথির কুকিং।’

পাক্কা দু’ঘন্টা রান্না করে অনেক কিছু তৈরি করেছে আকাশ তিথি। এখন শুধু পায়েস তৈরি করা বাকি। আকাশ তো পুরোই ক্লান্ত হয়ে গেছে রান্না করতে করতে ঘেমে একাকার অবস্থা তাঁর। আকাশের অবস্থা দেখে হেঁসে উঠলো তিথি। তিথিকে হাসতে দেখে অবাক হয়ে বলে উঠল আকাশ,

‘ কি হলো তুমি হাসছো কেন?’

‘ হাসবো না তো কি করবো জামাই জীবনে মনে হয় আজই রান্না ঘরে ঢুকেছো তাই না..

‘ কি বলতে চাইছো বলে তো..

‘ না মানে এভাবে আর আর দু’দিন রান্না ঘরে আসলে তোমাকে তো আর খুঁজে পাওয়াই যাবে না।’

‘ খুঁজে পাওয়া যাবে না কেন? এই রকম বড় বড় রান্না করা কোনো ব্যাপার নাকি..

‘ হুম তা তো দেখতেই পাচ্ছি, পুরো ফ্রিজে রাখা তরমুজের মতো দেখাচ্ছে তোমাকে?’

‘ কি বললে তুমি?’

‘ না কিছু বলি নি।’

বলেই তাড়াতাড়ি রান্নার দিকে মনোযোগ দিলো তিথি। হয়তো এবার একটু বেশি বাড়াবাড়ি করছে সে।’

তিথিকে চুপ হতে দেখে আকাশও আর বেশি কিছু বললো না একটা শসা হাতে নিয়ে চাকু দিয়ে কাটা শুরু করতে লাগলো সে। হঠাৎই শসা কাটতে গিয়ে আঙুল কেটে গেল আকাশের। সাথে সাথে মুখ থেকে বেরিয়ে আসলো তাঁর,

‘ আহ্।’

আকাশের মুখে হুট করে এমন শব্দ শুনে চমকে উঠলো তিথি। সামনেই আকাশের আঙুল দিয়ে রক্ত পড়তে দেখে দৌড়ে গেল সে। কিছুটা হতভম্ব কন্ঠ নিয়ে বললো সে,

‘ আপনি ঠিক আছেন স্যার?’

‘ হুম ওই একটু কেটে গেছে কি?’

‘ কই দেখি কতখানি কেটেছে?’

‘ না আমি ঠিক আছি।’

‘ হাতটা তো দেখান।’

বলেই জোর করে আকাশের হাতটা নিজের দিকে এগিয়ে নিল তিথি। অনেকখানি কেটে গেছে হাতটা। তিথি হাল্কা ঘাবড়ানো ফেস নিয়ে বললো,

‘ আপনিও না একটু সাবধানে কাটবেন না?’

‘ না মানে।’

‘ হইছে রাখুন আপনার না মানে।’

বলেই চটজলদি গ্যাসের চুলা অফ করে পায়েস ঢেকে দিল তিথি। তারপর আকাশের হাত ধরে চললো সে উপরে। রান্না তাদের প্রায় শেষ।’

___

বিছানায় বসে আছে আকাশ আর ওর পাশেই তুলোর মধ্যে স্যাভলন লাগাচ্ছে তিথি। তিথির কাজে আকাশ বলে উঠল,

‘ তিথি এগুলো কিছু করতে হবে না আমি ঠিক আছি।’

‘ আপনি না বড্ড বেশি কথা বলেন। কই দেখি আপনার হাত?’

এবার আর কিছু বললো না আকাশ নিশ্চুপেই নিজের হাতটা এগিয়ে দিল সে তিথির দিকে। আর তিথিও আকাশের হাতটা ধরে আস্তে আস্তে স্যাভলন দিয়ে ক্ষতের জায়গাটা পরিষ্কার করতে লাগলো। হাতে স্যাভলন লাগতেই চমকে উঠলো আকাশ। আকাশের কাজ দেখে তিথিও বেশি কিছু না ভেবে ফুঁ দিতে লাগলো আকাশের আঙুলে।

আর আকাশ তাকিয়ে রইলো তিথির মুখের দিকে। একরাশ মুগ্ধতা এসে করলো তাঁকে। আনমনেই মুচকি হাসলো সে।’

____

ডাইনিং টেবিলে বসে আছে গ্র্যান্ডমা পাশেই দাঁড়িয়ে আছে আকাশ তিথি। ওদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললো গ্র্যান্ডমা,

‘ কি হলো তোমরা দাঁড়িয়ে আছো কেন?’

গ্র্যান্ডমার কথা শুনে আকাশ উৎসাহের সাথে বলে উঠল,

‘ গ্র্যান্ডমা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে?’

আকাশের কথা শুনে গ্র্যান্ডমা অবাক হয়ে বললো,

‘ সেটা কি?’

গ্র্যান্ডমার কথা শুনে আকাশ এগিয়ে আসলো ডাইনিং টেবিলের কাছে তারপর ঢেকে রাখা খাবারগুলোর ঢাকনা উঠিয়ে দিয়ে বললো,

‘ গ্র্যান্ডমা এই সব খাবারগুলো আমি আর তিথি মিলে বানিয়েছি।’

আকাশের কথা শুনে গ্র্যান্ডমার অবাকের চরম সীমানায় পৌঁছে গিয়ে বললো,

‘ সত্যি তুমি আমার জন্য রান্না করেছো আকাশ?’

‘ হুম এই দেখো কত কিছু রান্না করেছি তোমার জন্য সব তোমার ফেভারিট খাবার।’

‘ আর রান্না করতে গিয়েই হাতটা কেটে ফেলেছো তাই না?’

গ্র্যান্ডমার কথা শুনে আকাশ মাথা চুলকিয়ে বললো,

‘ ওই আর কি ওসব বাদ দেও। আগে দেখ তোমার জন্য কি কি রান্না করেছি?’

আকাশের কাজ দেখে প্রচন্ড খুশি হয়ে বললো গ্র্যান্ডমা,

‘ আমার তো বলে বিশ্বাসই হচ্ছে না আকাশ তুমি আমার জন্য।’

‘ কেন বিশ্বাস হচ্ছে না শুনি আমি কি রান্না করতে পারি না গ্র্যান্ডমা।’

‘ না তা হবে কেন? মনে আছে ওই যে ছোট বেলায়?’

‘ তুমিও না গ্র্যান্ডমা ওসব বাদ দেও..

গ্র্যান্ডমাকে চুপ করাতে দেখে বললো তিথি,

‘ ছোট বেলায় কি হয়েছিল গ্র্যান্ডমা?’

‘ না কিছু হয় নি (আকাশ)

‘ গ্র্যান্ডমা তুমি বলো ছোট বেলায় কি হয়েছিল?’

‘ আসলে ছোট বেলায় একদিন রান্না করতে গিয়ে পুরো রান্না ঘর মাখিয়ে ফেলেছিল আকাশ সাথে নিজেকেও হলুদ দিয়ে ভূত বানিয়েছিল আর রান্নার কথা তো বাদই দেও খাবার পুড়িয়ে কালো বানিয়ে ফেলেছিল।’

গ্র্যান্ডমার কথা শুনে তিথি উচ্চ স্বরে হেঁসে উঠল। তিথিকে হাসতে দেখে বললো আকাশ,

‘ হুম এখন হাসা শেষ হলে খাবার খাওয়া শুরু করা যাক…

“আকাশের কথা শুনে গ্র্যান্ডমাও বলে উঠল,

‘ হুম।’

‘তাহলে এখন তাড়াতাড়ি খাওয়া শুরু করো গ্র্যান্ডমা।’

বলেই আকাশ নিজেই খাবার সার্ভ করতে ব্যস্ত হয়ে পড়লো। গ্র্যান্ডমা খেতে নিলেই আকাশ বলে উঠল,

‘ ওয়েট গ্র্যান্ডমা আজ তোমায় আমি খাইয়ে দিবো।’

বলে আকাশ চেয়ারে বসে খাইয়ে দিতে লাগলে গ্র্যান্ডমাকে আকাশের কাজে আরো খুশি হলো গ্র্যান্ডমা। গ্র্যান্ডমার মুখে এক চামচ খাবার মুখে দিয়েই বললো আকাশ,

‘ খাবার কেমন হয়েছে গ্র্যান্ডমা?’

আকাশের কথা শুনে তিথিও তাকালো গ্র্যান্ডমার দিকে। কিছুটা অস্থিরতা ফিল হচ্ছে দুজনের। দুজনের অবস্থা বুঝতে পেরে গ্র্যান্ডমা হেঁসে বলে উঠল,

‘ হুম খাবার খুব ভালো হয়েছে আমার নাতি যে এত সুন্দর রান্না করতে পারে আগে জানতাম না তো।’

গ্র্যান্ডমার কথা শুনে আকাশ তিথি দুজনেই খুশি হলো। আকাশ তো একটু ভাব নিয়েই বলে উঠল,

‘ দেখতে হবে না কে বানিয়েছে।’

আকাশের কথা শুনে হেঁসে উঠলো গ্র্যান্ডমা সাথে আকাশও। তারপর দাদি-নাতি মিলে খুব হাসিখুশি ভাবে খাবার খেতে লাগলো।’

অন্যদিকে তিথি শুধু তাকিয়ে রইলো আকাশ আর গ্র্যান্ডমার মুখের দিকে এক অদ্ভুত ভালো লাগা এসে গ্রাস করেছে তাকে। হঠাৎই তিথি বলে উঠল,

‘ এটা কিন্তু ঠিক না দুই দাদি নাতি একসাথে হয়ে আমায় তো ভুলেই গেছে।’

তিথির কথা শুনে আকাশ বলে উঠল,

‘ দেখছো গ্র্যান্ডমা একটু তোমায় খাইয়ে দিচ্ছি ওমনি তোমার নাতবউর হিংসে হতে শুরু হয়েছে।’

আকাশের কথা শুনে তিথি কোমড়ে হাত দিয়ে বললো,

‘ কি বললে তুমি।’

‘ না কিছুই বলি নি।

তিথি আর আকাশের কান্ড দেখে হেঁসে উঠল গ্র্যান্ডমা। তারপর খুশি মনে বললেন উনি,

‘ আরে ভুলবো কেন আয় এখানে।’

গ্র্যান্ডমার কথা শুনে তিথি আকাশকে একটা ভেংচি কেটে বসে পড়লো আকাশের সামনে থাকা চেয়ারে তারপর তিথিও বললো,

‘ আমিও তোমায় খাইয়ে দিবো গ্র্যান্ডমা?’

তিথির কথা শুনে গ্র্যান্ডমাও খুশি হয়ে বললো,

‘ ঠিক আছে।’

আর আকাশ বলে উঠল,

‘ দেখেছো গ্র্যান্ডমা বলেছিলাম না হিংসে হচ্ছিল তোমায় নাতবউর।’

আকাশের কথা শুনে তিথি বলে উঠল,

‘ এটা কিন্তু ঠিক না গ্র্যান্ডমা তোমার নাতি আমায় হিংসুটে বলছে।’

‘ হুম তুমি সেটাই…

‘ গ্র্যান্ডমা।’

তিথির কথা শুনে গ্র্যান্ডমাও বলে উঠল,

‘ ওর কথা বাদ দেও তো তিথি তুমি আমায় খাইয়ে দেও।’

গ্র্যান্ডমার কথা শুনে খুশি হয় তিথি। তারপর সেও গ্র্যান্ডমাকে খাইয়ে দিতে লাগলো। এরপর আকাশ তিথি দুজন মিলেই খুশি মনে লাঞ্চ করিয়ে দিল গ্র্যান্ডমাকে। হঠাৎই গ্র্যান্ডমা বলে উঠল,

‘ এবার তবে তোমরা দুজন দুজনকে খাইয়ে দেও আকাশ তিথি।’

গ্র্যান্ডমার কথা শুনে আকাশ তিথি দুজনেই একে অপরের দিকে তাকিয়ে বললো,

‘ কি?’
!
!
!
!
!
!
!
#চলবে…..

[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!’আর গল্প কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে]

#TanjiL_Mim♥️