রোদেলা বেলার রোদ্দুর পর্ব-০৩

0
240

#রোদেলা_বেলার_রোদ্দুর
লেখিকা:Sabrin Jahan
পার্ট: ০৩

ক্লাস শেষ না করেই এক প্রকার পালিয়ে বের হলো রোদ্দুর,মাহির, ইমন আর আভা

রোদেলা:আরে রোদ্দুর দাড়াও

রোদ্দুর: উফ এই মাইয়া তো জঘন্য

ইমন:এই মাইয়ার লেইগাই তো এত বছরের রেকর্ড ভাঙছে(মাহিরের কানে ফিস ফিস করে)

মাহির:একদম,,, নাইলে যারে সবাই জমের মত ভয় পায় ,সেই একটা মেয়ের থেইকা পালাইতাছে ভাবা যায়(দ্বিগুণ ফিস ফিস করে)
আভা:তোরা যা কইতাছস আমি কিন্তু সব শুনছি

রোদেলা রোদ্দুরের সামনে দাড়ালো

রোদেলা:আরে এতো avoid কেনো করো মহারাজ

আভা,মাহির, ইমন (একসাথে): মহারাজ??

রোদ্দুর নিজেও আনমনে বললো:মহারাজ

তখনই কিছু স্মৃতি ভাসতে লাগলো,,,,,কিন্তু পরমুহূর্তেই তা মাথা থেকে ঝেড়ে ফেললো

রোদেলা: হুমম ,,আমার মহারাজ

রোদ্দুর:এই মেয়ে শোন

রোদেলা:আরে কি খালি এই মেয়ে এই মেয়ে করো ।।আমার সুন্দর একটা নাম আছে,, রো,,,দে,,,,, লা । রোদেলা!!!বুঝলে,,,

রোদ্দুর:তোমার উটকো নাম নিয়ে আমার মাথা ব্যাথা নেই

রোদেলা:কি আমার নাম উটকো

রোদ্দুর: obviously

রোদেলা:,,রোদেলা নাম টা কত্ত কিউট তুমি জানো

রোদ্দুর:জানিনা,,,,(রোদেলার এক বাহু চেপে ধরে) আর জানতে চাই ও না,, শুনো মেয়ে ফার দার আমার সামনে আসবে না আসলে প্রচুর খারাপ হবে।
এই বলে হাত ঝাড়া মেরে ফেলে চলে গেলো তার বন্ধুগন নিয়ে…

রোদেলা:সে তুমি যাই বলো তোমায় আমি ছাড়ছি না

ওই মেয়ে

পিছন থেকে মেয়েলি কণ্ঠ পেয়ে ঘুরে তাকালো রোদেলা,,,রোদেলার ক্লাস এর ই ইতি নামক মেয়েটি তাকে ডাকছে

ইতি:তোমার সাহস তো কম না ,,তুমি আমার রোদ্দুর এর কাছে যাওয়ার,,,He is only mine,,,just stay away him

রোদেলা: উফ এমনি ওকে পটাইতে এত কষ্ট ,,,তার মধ্যে ভিলেন এসে হাজির

ইতি: এই তুমি কি বললে

রোদেলা:First of all,my name is Rodela ,,, so don’t call me ei meye,,,, secondly Roddur is not your personal property,,,,,thirdly he is not yours,, he is mine,,,,and lastly stay away from my Roddur

ইতি:you…

রোদেলা: just out

ইতি রাগ দেখিয়ে চলে গেলো,,

,,,Wow কী দিলে আপু
আবারো কোনো মিষ্টি কণ্ঠ শুনে তাকালো রোদেলা ,,,,,সম্ভবত তার জুনিয়র

রোদেলা: মানে

মেয়েটি:আরে ওই আপুর এত ভাব ,,,তুমি মুখের উপর জবাব দিয়ে দিয়েছো

রোদেলা মিষ্টি হাসলো,,,

রোদেলা: নাম কি তোমার

মেয়েটি: সারা

রোদেলা: ভারী মিষ্টি,,,,,কোন year

সারা: আমি তোমাদের ভার্সিটির সাথের কলেজের second year এ পড়ি

রোদেলা: ও
হুট করেই প্রকান্ড এক থাপ্পর পড়লো রোদেলার পিঠে

নীরা:কেমন আছিস দোস্ত

রোদেলা:শাকচুন্নি দিলি তো পিঠ টা তামা তামা কইরা

নীরা:আরে ওইসব বাদ দে ,,তোর মহারাজ কই ,,,

রোদেলা:চলে গেছে,,তুই এত লেট কেনো

নীরা:আরে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে,,,কিন্তু ক্লাস তো এখনও বাকি ,,এত তাড়াতড়ি গেলো কেনো

রোদেলা: আমার জ্বালায় থাকতে পারেনি,, হি হি,,

সারা:আচ্ছা রোদ্দুর ভাইয়া আর তোমার কাহিনী কি গো

রোদেলা:ভালোবাসি তাকে

সারা: কিন্তু সে তো বাসে না

রোদেলা :সে অনেক কাহিনী ,,,তুমি ক্লাস এ যাও,,পড়ে এক সময় বলবো

সারা ক্লাস এ চলে গেলো

নীরা:তুই তো রোদ্দুর কে বলেই দিতে পরিস ,,,রোদ্দুরের সেই ছোট বেলার পুচকি তুই,,,তার মহারানী তুই ,,,,

রোদেলা:পারি কিন্তু আমি জানতে চাই রোদ্দুর কি আমাকে ভালোবেসে মনে রেখেছে নাকি ফ্রেন্ড হিসেবে,,।

নীরা: যদি ফ্রেন্ড হিসেবে হয়,,,

রোদেলা:তাহলে এই #রোদেলা_বেলার_রোদ্দুরের গল্পের সমাপ্তি ঘটবে

দীর্ঘশ্বাস ফেলে

❤️❤️❤️❤️❤️❤️❤️

মিস্টার সম্রাট,,,

বলুন টেস

টেস::অনেক তো হলো ,,আপনার মেয়েও অ্যাডাল্ট ,,এবার তো কিছু করুন

সম্রাট:আমি আগেও বলেছি এখনও বলছি ,,, ও ছোট বেলা থেকেই কাওকে ভালোবাসে,,,,এখন ওর কাছে সেই ব্যাক্তিকে মৃত প্রমাণের আগে আমি কিছুই বলতে পারছি না

টেস:তাহলে উপায়

সম্রাট:আপনি চিন্তা করবেন না ,, যা করার আমিই করব,,,,,

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

মা মা

মা:কি হইছে

রোদ্দুর:ঠান্ডা পানি দেও

মা:আজকে আবার কার সাথে লাগছিশ

রোদ্দুর:এক পাগলের সাথে

মা:শেষ মেষ পাগল,,,আগে তো মানুষের সাথে লাগটি এখন পাগলের সাথে লাগিশ

রোদ্দুর:উফ ,,পানি দেও তো,,,

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

রোদেলা:দিম্মা জানো

দিম্মা :কি হইছে আমার রাজকন্যার

রোদেলা:আমি পেয়ে গেছি

দিম্মা:করে পাইছিস

রোদেলা:আমার মহারাজকে

দিমমা: হাসা পাইছস??

রোদেলা:হুমম

দিম্মা:তাইলে তোর বাপরে ক

রোদেলা:এখন না,,আগে ওকে নিজের করে নেই তারপর☺️☺️

দিমমা: ওরে আমার রাজকন্যা লজ্জা পাচ্ছে

রোদেলা: যা…

চলবে…..