#রোদেলা_বেলার_রোদ্দুর
লেখিকা:Sabrin Jahan
পার্ট:০৪
শীতকালের কোনো এক পড়ন্ত বিকেলে বছর ৮ এর এক ছেলে ও মেয়ে নিজেদের বন্ধুত্বের বিদায় দিচ্ছে,,,মেয়েটার বাবার বাড়ি সেখানকার জমিদার রা দখল করে নিয়েছে বিধায় তাকে যেতে হচ্ছে শহরে কিন্তু তার খেলার সাথী যে এখানেই রয়ে গেলো
মেয়েটি:প্লীজ , তুমি রাগ করো না,, আমদের আবার দেখা হবে
ছেলেটি:সত্যি তো
মেয়েটি:সত্যি, তুমি অপেক্ষা করবে আমার জন্য?
ছেলেটি: অবশ্যই,,
মেয়েটি: প্রমিজ
ছেলেটি: প্রমিজ,,তুমিও করো
মেয়েটি :প্রমিজ
তখনই মেয়েটির বাবা ডাক দিল
মামনি জলদি করো
মেয়েটি ইচ্ছে না থাকা সত্ত্বেও ছেলেটির হাত ছেড়ে চলে গেলো,,,চোখে তার জল বিদ্যমান,,,
মেয়েটি চলে যাওয়ার পর ছেলেটি চারপাশ অন্ধকার দেখতে লাগলো,,,তার দম বন্ধ হয়ে আসছে,,,
রোদ্দুর: রোদ পাখি(চিৎকার করে ওঠে)
আশেপাশে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে থাকে,,,,স্বপ্ন ছিল,,,,
বালিশের পাশে থেকে ৮ বছরের সেই মেয়ের হাসি খুশি একটা ছবির বের করলো
রোদ্দুর :কবে তুমি তোমার প্রমিজ পূরণ করবে,,,,আর যে পারছি না,,,,তোমার অপেক্ষায় দিন দিন গুমরে গুমরে মরছি,,,মনে হয় এখনই তুমি আসবে,,,,প্লীজ রোদ পাখি চলে আস,,
মুহুর্তে চোখ থেকে জল গড়িয়ে পড়ল,,,,, হবে কি রোদ্দুরের অপেক্ষার অবসান,,,অবশ্য রোদ্দুর জনেও না যার অপেক্ষা সে করছে,,,,সে যে এসে গেছে,,,
❤️❤️❤️❤️❤️❤️❤️
রোদেলা:জানো দিম্মা রোদ্দুর এখনও আমাকে মিস করে
দিন্মা: তাহলে ওকে বলিস না কেন তুই ওর রোদ পাখি
রোদেলা:কিছু প্রশ্নের উত্তর চাই তাই
দিম্মা:কি
রোদেলা:আমার জন্য রোদ্দুরের অনুভূতি কি শুধুই বন্ধুত্ব নাকি ভালোবাসা
দিম্মা:আরে গাঁধী ভালোবাসা
রোদেলা:আমি নিজেও জানি,,কিন্তু ওর মুখ থেকে না শুনলে যে মন মানবে না
দিম্মা মাথায় হাত বুলিয়ে বলল
দিম্মা:আজ না হোক কাল ঠিক জানতে পারবি
রোদেলা:হুমম
দিম্মা:যদি এমনটা হয় যে ওর অনুভূতি শুধু বন্ধুত্বের তখন
রোদেলার বুক মোচড় দিয়ে উঠলো,,সত্যি তো যদি অনুভূতি শুধু বন্ধুত্বের হয় তাহলে কি করবে ও,,,ভুলে যাবে কি নিজের অনুভূতি?
রোদেলা:(মুচকি হেসে) আগে জেনে তো নেই
দিম্মা:পাগল মেয়ে
রোদেলা:একমাত্র রোদ্দুরের
দিম্মা:হায়রে রোদ্দুর রে ,,,দেখিস ও আমার সামনে আসলে ওরে কাইরা নিমু তোর থেকে
রোদেলা:ওকে তোমার সামনে আনব না,,,তুমি যেই সুন্দরী,,যদি তোমার দিকে মন ঘুরে যায়
দুইজনই খিল খিল করে হেসে উঠলো
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ভার্সিটি
মাহির:আজকে মনে হয় আসে নাই,,,দেখ ক্লাস এ নাই
ইমন:হুমম ,,ব্যাপারটা কি
আভা: তুফান আসার পূর্ব লক্ষণ
রোদ্দুর:ওই তোরা আজকে ওই মেয়ের কথা এত ভাবতেছিস কেনো?
আভা:আরে ভাবতে হবে না,,,যেই মেয়ে এতদিন লাভ ইউ, লাভ ইউ বলে মাথা খারাপ করে ফেলছে তার হটাৎ কি হলো
রোদেলা:কিছুই হয় নাই
রোদ্দুর কপাল চাপ্রালো,,
রোদ্দুর: লো নাম লিয়া অর বান্দা হাজির
রোদেলা:এই সর তো (মাহির রোদ্দুরের পাশে বসে ছিল ওকে টেনে দাঁড় করিয়ে নিজে বসে পড়লো)
মাহির:খালি আমাকেই শরায় (কাদ কাদ ফেস করে)
আভা:থাক কাঁদে না,,আয় আমার পাশে বস
রোদ্দুর:তুমি অন্য কোথাও যাবে,,
রোদেলা: নোপ
রোদ্দুর:তাহলে আমি যাচ্ছি (বলে উঠতে যাবে তখনই স্যার এসে পড়লো)
স্যার:so dear students ,,how are you?
মাহির:ঝাক্কাস
আভা:দেখিস স্যার এখন বলবে hey you listen to me
স্যার:Hey you listen to me
রোদেলা:You are my love জানো তুমি(রোদ্দুরের দিকে তাকিয়ে)
রোদেলা মৃদু স্বরে বলেছে বলে কেও শুনতে না পেলেও মাহির,আভা, ইমন আর রোদ্দুর শুনতে পেলো,,,,রোদ্দুর চোখ গরম করে তাকালো আর মাহির আর আভা ঠোঁট চেপে হাসতে লাগলো,,,,কিন্তু বেচারা ইমন জোড়ে হেসে উঠলো
স্যার:Hey you listen to me(ইমন কে উদ্দেশ্য করে)
ইমন:You are my love জানো তুমি (হাসার ছলে বলে ফেললো)
সাথে সাথে হাসির বন্যা বয়ে গেলো
স্যার:কি??
ইমনের এতক্ষণে খেয়াল হলো ও কি বললো
ইমন: হে হে,, স্যার আসলে মিসটেক এর থেকে গালটি হয়ে গেলো,,I mean গালতি সে istake থুড়ি মিসটেক হয়ে গেলো(ভেব্রা মার্কা হাসি দিয়ে)
মুহুর্তে আবারও হাসির বন্যা বয়ে গেলো
স্যার: সাইলেন্স,,,এটা কি classroom পেয়েছ (সবাইকে উদ্দেশ্য করে)
স্যার এর এমন কথায় সবাই বোকা বনে গেলো,,,স্যার নিজেও বোকা বনে গেলো
স্যার:আব ,,I mean এটা মাছের বাজার কোনো classroom না
আরেকদফা হাসির রোল পড়ে গেলো
রোদেলা আর আভা এতক্ষণ অনেক কষ্টে হাসি আটকিয়েছিল কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না,,,,আর রোদ্দুর ,,সে ঠোঁট চেপে বসে আছে
স্যার:I mean এটা classroom কোনো মাছের বাজার না,,,, অ্যাটেনশন টো the class
পিছন থেকে কে যেন বলে উঠলো ওই কাতলা মাছ
ব্যাস আর না
এবার রোদ্দুর,রোদেলা আর আভা সহ ইমন আর মাহিরও ফিক করে হেসে দিল
স্যার:you 5 ,,stand up,,
ওরা দাড়ালো,,কিন্তু হাসি করো থামছে না,,,,
স্যার:খুব হাসি পাচ্ছে তাই না ,, যাও ক্লাসরুম এ দাড়াও,,আব I mean বাইরে দাড়াও
বলতে দেরি কিন্তু ৫ টার বেরোতে দেরি নেই,,,,বের হয়ে ৫ জন উধুম হাসি কারে কয়,,,,
আভা:ভাই seriously আজকের মত জন্মেও হাসি নাই
ইমন:মাইয়া তুমি হেভী জিনিষ
রোদেলা:I know
রোদ্দুর: রিয়েলি তোমার কারণে এতদিন পর মন খুলে হাসলাম,,
সবাই অবাক চোখে তাকালো
রোদেলা:ভূতের মুখে রাম রাম (বিড়বিড় করে)
রোদ্দুর :কিন্তু তুমি যা চাও তা কখনও possible না
রোদেলা:কেনো না
রোদ্দুর :সেটা বলতে পারবো না
বলে চলে গেলো
রোদেলা:বলতে পারবো না মানে ,কি,,,wait চান্দু
Helicopter Eela” soundtrack)
Ruk ruk ruk ruk
Ruk ruk ruk ruk
(Ruk ruk ruk ruk…)(রোদ্দুরের সামনে গিয়ে)
রোদ্দুর অন্য পাশ দিয়ে যেতে নিলে
Ruk ruk ruk arey baba ruk
Oh my darling give me a look
(Ruk ruk ruk ruk…)(রোদ্দুর এর আশেপাশে ঘুরে)
Ruk ruk ruk arey baba ruk
Oh my darling give me a look
Dil mera dhadke tere liye
Dil mera tadpe tere liye
Dil mera dhadke tere liye
Dil mera tadpe tere liye
Gussa tera wallah wallah
Nakhre tere uff uff uff
Aa… so
Love-love love-love love-love
Tumse love hua…
Love-love love-love love-love
Tumse love hua…(রোদ্দুরের আসেপাশে ঘুরে ঘুরে গেলো)
চলবে…..