রোদেলা বেলার রোদ্দুর পর্ব-০৬

0
12

#রোদেলা_বেলার_রোদ্দুর
লেখিকা:Sabrin Jahan
পার্ট:০৬

আশ্রমে নাক ফুলিয়ে বসে আছে রোদ্দুর ,,কারণ এখানে আসার পর থেকে কেও তাকে পাত্তাই দিচ্ছে না ,,,সবাই রোদেলা কে নিয়ে পরে আছে ,,,যেনো কত জন্মের আপন ,,,এমন কি যেই পিচ্ছি গুলা রোদ্দুরের জন্য পাগল ছিল তারাও রোদেলাকে পেয়ে তাকে ভুলে গেছে,,,কপাল কপাল

রোদ্দুরের হটাৎ চোখ যায় রোদেলার দিকে,,, সাদা কুর্তি , ব্লু জিন্স পরা দুধে আলতা গায়ের রঙের মেয়েটাকে অমায়িক সুন্দর লাগছে,,,রোদেলার হাসিতে হটাৎ ই রোদ্দুরের বুক ধক করে উঠল,,,খুব পরিচিত সেই হাসি,,,,একজনের সাথে খুব মিল তার,,,,সেই হাসি,, গালে টোল পড়া,,,গজ দাত সব এক ,,, কিন্তু এ কিভাবে সম্ভব,,,ভাবতেই রোদ্দুর উঠে দাড়ালো

রোদ্দুর:তবে কি ও আমার,,,,,

নাহ আর ভাবতে পারছে না,,,,ওর খুব করে রোদেলা কে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে ,,তুমি কি আমার পিচ্ছি রোদ,,,কিন্তু কোনো অজানা কারনে পারছে না

রোদ্দুর:আচ্ছা আমি কী ভুল ভাবছি না তো,,,মানুষের মিল থাকতেই পারে,,

কিছুক্ষণ ভেবে
রোদ্দুর:তাই বল এত

রোদেলা রোদ্দুরের দিকে তাকিয়ে দেখলো রোদ্দুর তার দিকে তাকিয়ে গভীর ভাবে ভাবছে,,,এতক্ষণ বাচ্চাদের সাথে মত্ত থাকায় রোদ্দুর কে খেয়াল করে নি সে,,,রোদেলা রোদ্দুরের সামনে গেলো

রোদেলা:এহেম এহেম,,আমাকে কি খুব সুন্দর লাগছে

রোদেলার এহেন কথায় ভেবাচেকা খেলো রোদ্দুর

রোদ্দুর : মানে

রোদেলা:না এভাবে তাকিয়ে আছো তো তাই(লজ্জা লজ্জা ভাব করে)

রোদ্দুরের মনে এতক্ষণ যা ছিল সব উবে গেলো,,,,না তার পিচ্ছি রোদ হলে তো অন্য কারো পিছে ঘুরত না

রোদ্দুর:Just ridiculous

রোদেলা: আচ্ছা তোমার মাথায় ফ্যান কবে লাগাবে

রোদ্দুর : মানে

রোদেলা: এইযে মাথা টা সারাদিন হট করে ঘুরে বেড়াও তোমার বিরক্ত লাগে না

রোদ্দুর:এই মেয়ে

রোদেলা:আবার এই মেয়ে,,,এই তোমাকে কত বার বলবো আমার নাম রোদেলা,, রো……দে……লা(চিল্লিয়ে)

রোদ্দুর:উফ কান ঝালাপালা করে ফেললো (কানে হাত দিয়ে)

রোদেলা:huh,,,
হুট করে রোদেলার চোখ পড়ল আশ্রমের বাইরে গেটে,,,,গেটের অপরপ্রান্তে কত গুলো ছেলে বসে আছে ,,,আর তার দিকে কিভাবে যেনো তাকাচ্ছে,,, অত্যন্ত বাজে সেই দৃষ্টি,,,মনে হচ্ছে রোদেলাকে একা পেলে খুবলে খাবে,,,রোদেলা একবার নিজের দিকে তাকালো ,না কোনো দিক দিয়ে তাকে বাজে বা অশ্লীল লাগতিছে না,,,,আসলে একটা মেয়ে যতই শালীনতা বজায় রেখে চলুক,,,even সে পর্দাও করুক কিন্তু যাদের নজর বাজে তারা এমন ভাবেই তাকাবে,,,,
রোদেলার অস্বস্থি লাগছে,,কেমন যেনো ছটপট করছে ,,,রোদেলার হটাৎ অস্বস্থি দেখে রোদ্দুর ভ্রু কুচকালো,,,,

রোদ্দুর :কি হয়েছে

রোদেলা কিছু বললো না,,,আবার গেটের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল,,,রোদ্দুর ও গেটের দিকে তাকালো তখনই নজর পড়লো ওই ছেলেদের নজর,,,, ছি কি বিশ্রী ভাবে তাকাচ্ছে,,,,
রোদ্দুর রোদেলা কে টেনে ভিতরে নিয়ে গেলো,,,কোনো এক অজানা কারণে তার রাগ উঠছে,,,
,,,,,,,
সারাদিন থেকে তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল
এখন বিপত্তি ঘটলো রোদেলা কে নিয়ে ,,,
রোদ্দুর না পারছে একা ছাড়তে আর না পারছে দিয়ে আসতে ,,,
যদি বলে দিয়ে আসি তাহলে উপস্থিত সবাই এটা নিয়ে তামাশা করবে,,রোদেলা নিজেও করবে,,,
আবার যদি একা ছাড়ে মাঝ রাস্তায় বিপদ ঘটতে পারে

ওদিকে ইমন আর মাহির আভাকে নিয়ে চলে গেছে ,,,,
রোদেলা:চলো

রোদ্দুর: কোথায়??

রোদেলা:আরে আমাকে বাসায় পৌছে দিবে না

রোদ্দুর:বয়েই গেছে

রোদেলা:আরে বয়েই যায় নাই

রোদ্দুর অন্য রাস্তায় চলে গেলো,,রোদেলা ভেবেছিল রোদ্দুর অন্তত তাকে বাড়ি পৌঁছে দিবে,,কিন্তু রোদ্দুর করলো না,,অজ্ঞতা তাকেই একা বাড়ির পথ ধরতে হলো

কিন্তু তার মনে হলো কেও তার পিছু আসছে,,সে অতটা পাত্তা দিল না

কিছু দূর যেতেই দেখলো দুপুরের সেই ছেলেগুলো
রোদেলা পড়লো বিপাকে,,,বাড়ি ফেরার জন্য হলেও তাকে এই রাস্তা দিয়ে যেতে হবে,,,আসে পাশে কোনো রিকশা তো দূর মানুষ ও নাই,, অনেক্টা সাহস যুগিয়ে সে আগালো ,,,,,ওদের কে পর করে প্রায় চলেই এসেছিল হটাৎ দেখলো ছেলেগুলো তার পিছে আসছে

তাদের মধ্যে প্রথম ছেলেটা যার চাহনি সবার থেকে জঘন্য সে রোদেলার উদ্দেশ্যে বললো
ছেলেটা:আরে মামনি দাড়াও না,, আমাদের দিকে একটু তাকাও

রোদেলা হাঁটার গতি বাড়িয়ে দিল,,, হার্ট বিট তার ক্রমাগত বেড়েই চলেছে,,,মনে অজানা ভয় হানা দিচ্ছে,,না জানি আজ নিজের সর্বস্ব বিসর্জন দিতে হয়

আরো নানা রকম বিশ্রী ভাষায় রোদেলাকে হেরেস করে যাচ্ছে

রোদেলা হাঁটার গতি আরো বাড়িয়ে দিল,,,তার ভয় হচ্ছে ,,হাজার হোক একা একটা মেয়ে আর এত গুলো লোক,,,,চোখ থেকে জল গড়িয়ে পড়বে এমন ভাব,,,,চোখ খিচে বন্ধ করে দৌড় শুরু করলো,,,ছেলেগুলো ও দৌড় দিল ওর পিছনে,,

ছেলেটা:আরে বেবী আমাদের সময় না দিয়ে কেনো যাচ্ছ,,দাড়াও না,,

রোদেলা দৌড়াতে দৌড়াতে করো সাথে ধাক্কা খেল,,,,চোখ খুলে তাকিয়ে সামনে থাকা ব্যাক্তি টির দিকে তাকিয়ে আত্তা শুকিয়ে গেলো ,, এ সে কাকে দেখছে

সামনে রোদ্দুর দাড়িয়ে আছে,,,বড়ো কথা সেটা না,ওকে দেখে রোদেলার স্বস্তি পাওয়ার কথা ,,,কিন্তু রোদেলা ভয় পাচ্ছে,,কারণ রোদ্দুরের চোখ মুখ অসম্ভব লাল,,, মনে হয় একটা মশা কামড় দিলেই রক্ত গড়িয়ে পড়বে ,,,,,চোখ গুলো টকটকে লাল হয়ে গেছে ,,,,রোদেলা রোদ্দুরের এমন অবস্থা দেখে ওই ছেলেদের কথা ভুলেই গেছে,,,,রোদ্দুরের এত রাগের কারণ কি? আপাতত সেইটা ভাবতে ব্যাস্ত

ঐদিকে রোদ্দুর রোদেলা কে একা ছাড়বে না বলে ওর থেকে দূরত্ব রেখে ওর উপর নজর রাখছিল,তাই ওদের সব কথাই সে শুনতে পায় ,,,কিন্তু তার তো রাগ উঠার কারণ নেই,, হ্যাঁ হয়তো মেয়েদের এভাবে বলায় রাগ উঠেছে ,,তাই বলে এত রাগ,,,রোদ্দুর নিজেই ভাবছে,,,,কিন্তু রাগ তার কমছে না,,,,আসলে ভালবাসার মানুষকে না চিনলেও তার প্রতি একটা অদ্ভুত টান থাকে যেটা মন থেকে যারা ভালোবাসে তারাই বুঝে,,, রোদ্দুর ও রোদেলাকে ভালোবাসে কিন্তু তাকে চিনে না,,,কিন্তু ভালবাসার অদ্ভুত টানের কারণে রোদেলার প্রতি যে কু দৃষ্টি দিয়েছে তা তার সহ্য হচ্ছে না,,,

ছেলেটা: এ আবার কে??

ছেলেটার কথায় দুইজনের ধেন ভাঙলো ,,, রোদেলা ভয়ে রোদ্দুরের পিছনে লুকালো

ছেলেটা:আরে বাবু,,,ঐখানে কই যাও ,, আসো না আমরা তোমাকে অনেক আনন্দ দিব

বলেই বিশ্রী হাসলো

রোদেলা রোদ্দুরের শার্ট খামচে ধরলো,,,সহ্য হচ্ছে না এসব তার,,,হটাৎ এক বিষ্ফোরণ এ চোখ খুলে তাকালো,,,চোখ তার চরগাছে

রোদ্দুর ছেলেটার মুখ বরাবর এমন পাঞ্চ দিছে যে ছেলেটা নাক ধরে কিছুটা দূর বসে আছে,,, মোমেন্ট টা হাস্যকর হলেও রোদেলার হাসি পাচ্ছে না,,

রোদ্দুর সব গুলাকে আলু ভর্তা,শুটকি ভর্তা বানাচ্ছে ,,রাগে তার শরীর কাপছে,,,

আর রোদেলা দেখছে….
কিছুক্ষণ পর সব গুলা জান নিয়ে পালালো

রোদ্দুর:আরে যাচ্ছিস কই,,,,,মেয়ে নিবিনা শালা,

রোদ্দুর রোদেলার দিকে তাকালো মেয়েটা নিরবে চোখের পানি ফেলছে,,,মেয়েটাকে সবসময় হাসতে দেখে এখন কিভাবে কাদছে দেখ,,,রোদ্দুর রোদেলার কাছে গেলো,,

রোদেলা রোদ্দুর কে দেখা মাত্রই ঝাপটে ধরলো,,, ফুফিয়ে কেঁদে ওঠে,,আসলে জীবনে কখনো এমন পরিস্থতিতে পড়ে নি সে,,তাই খুব ভয় পেয়েছিল

রোদ্দুর আলতো করে রোদেলাকে জড়িয়ে ধরলো,,মেয়েটা যে ভয় পেয়েছে টা ভালই বোঝা যাচ্ছে,,,,

রোদ্দুর: চলো বাসায় পৌঁছে দেই তোমায়

রোদেলা ও কিছু না বলে হাঁটতে থাকলো

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

চারদিকে বৃষ্টির মিষ্টি সুগন্ধ,হটাৎ আবহাওয়া পরিবর্তন বর্তমানে নরমাল ব্যাপার,,,,,এই মৌসুমে হেঁটে চলেছে রোদ্দুর আর রোদেলা,,,

রোদ্দুর:মনে হচ্ছে বৃষ্টি হবে

বলতে দেরি হতে দেরি নাই

রোদ্দুর আসে পাশে তাকিয়ে দেখলো একটা মাচা আছে ,, ঐটার নিচে দাড়ালো ,,,,,পিন পিন নিরবতা

রোদেলা:আচ্ছা তুমি ঐখানে কি করছিলে,,

রোদ্দুর রোদেলার প্রশ্নের সত্যি বলে দেয়

রোদেলা:আমাকে তো ভালোবাসো না তাহলে কেনো এলে পিছু পিছু

রোদ্দুর রোদেলার দিকে তাকালো ,,মেয়েটা বড্ড মায়াবী,,, চোখ দেখলেই হারিয়ে যেতে মন চায়,,, রোদ্দুর পরক্ষণেই নিজেকে সামলে নিলো,,,সে কেনো অন্য মেয়েকে এই চোখে দেখবে,,সে তো তার পিচ্ছি রোদ কে ভালোবাসে আর সে তাকে কথা দিয়েছে তার অপেক্ষায় থাকবে

রোদ্দুর: মানবিকতার কারণে

রোদেলা:আমাকে ভালোবাসলে কি খুব ক্ষতি হয়ে যাবে,,,,

রোদ্দুর নিশ্চুপ,,, রোদেলা ও চুপ হয়ে গেলো,,,হটাৎ রোদ্দুর বলে উঠলো

রোদ্দুর: রোদেলা

রোদেলা বিস্ময় নিয়ে তাকালো,,কারণ রোদ্দুর কখনো তাকে নাম ধরে ডাকে নি,always এই মেয়ে বলেই ডাকে

রোদ্দুর:দেখ আমি অন্য কাওকে ভালোবাসি,,,,জানো তাকে পাওয়ার জন্য কোনো মেয়ের দিকেই তাকাই নাই,,,শুধু অপেক্ষা করে গেছি সে আসবে ,,,,সেই ছোটকালে আমরা আলাদা হয়েছি ,,কিন্তু মনের টান আছে,,, ও আমাকে প্রমিজ করেছে ও আমার অপেক্ষায় থাকবে,,আমি কি করে ওকে ঠকাবো,,,নিজের প্রথম ভালোবাসাকে ছাড়তে পারব না,,খুব ভালোবাসি তাকে,,,আমার পিচ্ছি রোদ কে

মুহূর্তেই রোদেলার চোখে হাসির ঝিলিক বয়ে গেলো,,সে ঠিক ছিল,,তার রোদ্দুর তাকেই ভালবাসে

রোদেলা:ওকে কখনও দেখ নি

রোদ্দুর:না

রোদেলা: ও যদি মোটা ,কালো হয়

রোদ্দুর হাসলো

রোদ্দুর: আমাকে দেখে কি মনে হয় রূপ বিচার করে আমি ভালোবাসি,,,আমি ওকে ভালোবাসি ওর রূপ কে নয়,,,তাই যেমনি হোক আমার পিচ্ছি রোদ ই হবে

রোদেলা হাসলো

বৃষ্টি কমার পর রোদ্দুর রোদেলাকে বাড়ি দিয়ে চলে গেলো,,,

রোদেলা: দিম্মা

দিম্মা:কিরে কি হইছে,,আর এত রাত করলি কেন,,জানিস কত টেনশন এ ছিলাম

রোদেলা গিয়ে দিম্মা কে জড়িয়ে ধরলো,,,

রোদেলা: দিম্মা, দিম্মা আজকে আমি খুব খুব খুব খুশি

দিম্মা:কেনো রে??

রোদেলা:রোদ্দুর রোদেলাকে ভালোবাসে

দিম্মা: মানে??

তারপর রোদেলা সব বললো

দিম্মা:আমিতো জানতাম তোর ভালবাসা ঠুনকো নয় তাহলে ওরটা কীভাবে হবে!! যাই হোক তুই ওকে বলছিস তুই ওর রোদেলা ,,,

রোদেলা:বলি নি তবে খুব শীঘ্রই বলবো,,,

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

রোদেলা: হিলু।

নীরা: আমাকে মনে পড়লো

রোদেলা:রাগ করিস না,,জানিস আজকে কি হইছে(সব বললো)

নীরা:ওকে জনাচ্ছিশ কবে যে তুই ওর রোদেলা

রোদেলা:কালকেই।

নীরা: ইস আমি যদি থাকতে পারতাম,,আসলে আম্মু হটাৎ করে অসুস্থ তাই,,,কিন্তু নও টেনশন ৫ দিন পর আসছি,,,

রোদেলা:ওকে রাখি টাটা,,

রোদেলা রেখে দিল,,আর অপেক্ষা করতে লাগলো নতুন সকালের,,কিন্তু পরের সকাল যে তার জন্য ভয়ংকর হবে তার বিন্দু মাত্র ধারণা নেই রোদেলার,,,,

চলবে…..