রোদেলা বেলার রোদ্দুর পর্ব-০৭

0
7

#রোদেলা_বেলার_রোদ্দুর

লেখিকা:Sabrin Jahan

পার্ট:০৭

সত্যি ,,,আমাদের কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখার আগে ভাবা উচিত আদৌ স্বপ্নটা সত্যি হবে তো ,,,রোদেলার ক্ষেত্রেও তাই,,,,আজ সকালেই ওর বাবা সম্রাট খান বাড়ি ফিরেছেন ,,,,রোদেলা তার বাবাকে পেয়ে রোদ্দুর কে জানানোর কথা ভুলে গেছে,,,

রোদেলা:বাবা I missed you এত্তোগুলো

সম্রাট:I missed you too princess

রোদেলা:বাবা তোমাকে কিছু বলার আছে

সম্রাট:আমারও তোমাকে কিছু বলার আছে

রোদেলা: কি বলো??

সম্রাট খান এবার নড়েচড়ে বসলেন,,

সম্রাট:আমার এই কিউট সা প্রিন্সেস এর জন্য একটা কিউট সা প্রিন্স খুঁজেছি

রোদেলা:What?(দাড়িয়ে গিয়ে)

সম্রাট: হ্যাঁ কিন্তু তুমি এত হাইপার হচ্ছো কেনো

রোদেলা:বাবা you know I love roddur

সম্রাট:কিন্তু তুমি তো তাকে পাও নি ,,তাইনা

রোদেলা:পেয়েছি

সম্রাট:What?(দাড়িয়ে গিয়ে)

রোদেলা: হ্যাঁ আমি রোদ্দুর কে পেয়ে গিয়েছি,,,,

সম্রাট খান হাত মুষ্টি করলেন

সম্রাট:পেলেও কিছু করার নাই ,,,আমি জা বলেছি তোমাকে তাই করতে হবে

রোদেলা:বাবা তুমি কি বলছো,,,

সম্রাট: যা শুনছো তাই বলছি

রোদেলা:আমি রোদ্দুর কে ছাড়া কাওকে বিয়ে করবো না

সম্রাট:ভুলে যেও না আমি তোমার বাবা

রোদেলা:বাবা প্লীজ,,,,

সম্রাট:no more words

দিম্মা :সম্রাট মেয়েটা ভালোবাসে রোদ্দুর কে

সম্রাট: অফ,,,তুমি জানো ওই ছেলেটা সামান্য মুদি দোকানদার এর ছেলে ,, ইনফেকট আমার মনেহয় এখনও মুদি দোকানদার এর ছেলেই আছে,

রোদেলা:বাবা

সম্রাট:দেখ রোদেলা মা,,,তুমি যদি আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করো তাহলে তুমি অনেক happy থাকবে,,ওদের টাকার অভাব নেই,,আর মোস্ট ইম্পর্ট্যান্ট তোমার সাথে ওদের ছেলের বিয়ে হলে আমার business এর প্রফিট বাড়বে ,,আমি আমি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো

রোদেলা:ওহ তাহলে এই ব্যাপার,,

সম্রাট: মানে

রোদেলা:টাকার জন্য এসব করতে চাইছ?

সম্রাট:রোদেলা(চিল্লিয়ে)

রোদেলা:ফর ইউর kind information আমি আপনি ধমকানতে ভয় পাই না

সম্রাট:just shut up,,,বিকেলে তারা তোমাকে দেখতে আসছে,,চুপচাপ রেডী হয়ে থাকবে

রোদেলা:তুমি আমার বাবা না,,,আমার বাবা এমন ছিল না,,,,না ছিল টাকার প্রতি লোভ আর না ছিল মানুষকে ছোট করার দৃষ্টি,,,,,you are a cheap minded person

সম্রাট:রোদেলা(মারতে গিয়েও মারলেন না)

রোদেলা:you are changed বাবা you are changed,, তুমি আমার বাবা না,,

রোদেলা কাদতে কাদতে উপরে চলে গেলো

দিম্মা:সম্রাট তুই মেয়েটাকে এভাবে বলতে পারলি

সম্রাট: ও জাস্ট শাট আপ,,

উনি ভিতরে চলে গেলেন

❤️❤️❤️❤️❤️❤️❤️
বিছানায় উবু হয়ে শুয়ে কাদঁছে রোদেলা,,,কালকে কত শত প্ল্যান করলো রোদ্দুর কে বলবে সেই তার রোদেলা কিন্তু সব চুর মার,,,

বিকেলে তারা এলো ,,রোদেলা না চাইতেও তৈরি হলো,,,নিচে নামতেই পাত্র পক্ষ কে দেখে অবাক ,,,ছেলেটা আর কেও নয় ,,সেই ছেলে যে রোদেলার দিকে কু নজর দিয়েছিল,,

সম্রাট: এইযে আমার মেয়ে টেস

টেস: মাশাল্লাহ খুব সুন্দর তাই না রিয়ান

রিয়ান: হ্যাঁ dad (বাজে দৃষ্টিতে তাকিয়ে)

রোদেলা: বাবা এ তুমি কোন লম্পটের সাথে বিয়ে দিতে চাইছো,,

মুহুর্তে টেস আর রিয়ান দাড়িয়ে গেলো

টেস: মিস্টার খান,,এগুলো আপনার মেয়ে কি বলছে

সম্রাট:রোদেলা এসব কি বলছো

রোদেলা:বাবা এই ছেলেটা মাঝ রাস্তায় আমার সাথে অসভ্যতামী করেছে(রোদেলা সব বললো)

সব শুনে টেস বললেন

টেস: মিস্টার খান আপনার মেয়ে আমার ছেলেকে অপমান করছে

সম্রাট:রোদেলা আমি জানি তুমি বিয়েতে রাজি না তাই বলে এভাবে কাওকে ছোট করার মানে কি

রোদেলা: বাবা আমি সত্যি বলছি,,,he is a scoundrel

টেস:মিস্টার খান(চিল্লিয়ে)

সম্রাট রোদেলার গালে চর মারলেন

রোদেলা গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে ,,,,যেই বাবা তাকে সামান্য ফুলের টোকাও লাগতে দেয় নি সেই বাবা তার গায়ে হাত তুলেছে,

রোদেলা:বাবা

সম্রাট:just চুপ,,,তুমি যাই করো এই বিয়ে ভাঙবে না,,,তোমার থেকে এটা আশা করি নি করো সম্বন্ধে মিথ্যে বলবে তুমি

রোদেলা:তুমি আমাকে বিশ্বাস করো না,,

সম্রাট:উনাদের সম্পর্কে আমার ভালই ধারণা আছে,,,,তাই নিসন্দেহে তুমি ভুল,আর শুনে রাখো বিয়েটা তোমাকে করতেই হবে ,,নাহলে আমার মরা মুখ দেখবে

রোদেলা:বাবা 🥺

সম্রাট:choice is yours

রোদেলা অশ্রুসিক্ত নয়নে তাকালো সম্রাটের দিকে ,,,এটা তার বাবা না,,,

রোদেলা: বাবা প্লীজ

সম্রাট:এখন তুমি ওই ছেলের জন্য নিজের বাবার মরা মুখও দেখতে চাও ওয়াহ্ গ্রেট

রোদেলা: বাবা (ধরা গলায়)
কিছুক্ষণ ভেবে

রোদেলা:ওকে মিস্টার খান,, আপনার এই কথা মেনে নিলাম,,,সেই সাথে মেনে নিলাম আমার বাবা নেই

সম্রাট:রোদেলা

রোদেলা:চিৎকার করে লাভ নেই,,,,,আপনার সাথে আমার শুধু একটা বিয়ের সম্পর্ক তারপর আর কোনো সম্পর্ক থাকবে না কোনো না,,,

রোদেলা উপরে চলে গেলো,,সম্রাট এখন ভাবছে মেয়েকে নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিলো না তো,,,কিন্তু টেস তাকে বুঝিয়ে চলে গেলো,,,আগামী ৩ দিন পর বিয়ে,,ঘরোয়া ভাবে
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

রোদেলা :আমি তোমাকে হারিয়ে ফেললাম রোদ্দুর,,আমার কথা আমি রাখতে পারি নি,,,কিন্তু বেচেঁ থাকতে আমি অন্য কারো হবো না ,,আমি শুধুই তোমার,,,রোদেলা শুধুই রোদ্দুরের,,,,,আমার এই রোদেলা বেলার রোদ্দুর শুধুই তুমি শুধুই তুমি,,,

রোদেলা চোখ মুছে বাইরে গেলো,,

ঐদিকে

মাহির:কিরে আজ তুফান মিল আসেননি

ইমন:দেখলাম তো না

আভা:কি হয়েছে তোর রোদ্দুর

রোদ্দুর ধেনে ছিল

রোদ্দুর:কিছু না

রোদ্দুর এর মন বার বার বলছে তোর রোদ আর রোদেলার connection আছে,,,কারণ রোদেলাকে না দেখে ওর ভালো লাগছে না, ভালবাসার টান থেকেই এই অদ্ভুত ভাবনা

রোদেলা ফার্মেসি থেকে বেরিয়ে দেখলো রোদ্দুর আর ওর বন্ধুরা আড্ডা দিচ্ছে,,,,

প্রথমে ভাবলো যাবে না ,,পড়ে কি মনে করে গেলো,,,

রোদেলা:Hi

ইমন:এইতো অভাব পূরণ হয়ে গেলো

রোদেলা মলিন হাসলো,,এদিকে রোদ্দুর এক দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে আছে,রোদেলার চোখ মুখ দেখেই বুঝা যাচ্ছে খুব কান্না করেছে

রোদেলা:তোমার সাথে কিছু কথা ছিল(রোদ্দুর কে)

রোদ্দুর:বলো

রোদেলা:৩ দিন পর আমার বিয়ে

রোদ্দুর সেখানেই স্তব্ধ,,,কেনো যেনো তার খুব কষ্ট হচ্ছে,,মনে হচ্ছে কলিজাটা কেও কেটে নিয়ে যাচ্ছে

রোদ্দুর:দাওয়াত দিতে এসেছো

রোদেলা:না কারণ আমি চাই না তুমি ওখানে এসে আমার মনকে বিচলিত করো,,,খুব ভালবাসি তো তাই,,,,আর sorry আমি আমার কথা রাখতে পারলাম না

রোদ্দুর:কোন কথা

রোদেলা মলিন হেসে বলল,,একদিন জানতে পারবে,,

রোদেলা চলে যেতে নিয়ে আবার ফিরে আসলো

রোদেলা:মাইন্ড না করলে একটা জিনিষ চাইবো দেবে

রোদ্দুর:কি

রোদেলা:তোমায় শেষ বারের মত জড়িয়ে ধরি,,

রোদ্দুর অবাক চোখে তাকালো,,,

রোদেলা:প্লীজ

রোদেলার চোখে জল দেখে আর না করলো না ,,,রোদেলা ও রোদ্দুর কে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে উঠলো,,,তারপর হটাৎ ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেলো,,, রোদ্দুরের কেনো জানি খুব কষ্ট হচ্ছে,,,কিন্তু কারণ অজানা

ইমন:মেয়েটা সত্যি তোকে ভালোবাসে

রোদ্দুর:কিন্তু আমি যে রোদ পাখিকে কথা দিয়েছি

আর কেও কিছু বললো না,,,

রোদেলা বিছানার চাদর খামচে ধরে কাদছে,,,তার দিম্মা ও তাকে শান্ত করতে পারে নি,,, খুবকষ্ট হচ্ছে তার খুব,,,বাইরে একটা সং টিউন বাজছে ,,,,

Oho ho…

Oho ho… o…

Kaash tu mere haq mein hota

Banke yaqeen shaq mein hota

Kaash tu mere haq mein hota

Banke yaqeen shaq mein hota

Par aisa hua nahi

Tu hai meelon door kahi

Tere sang pal do pal ko

Hasna jo chaaha to..

Rula ke gaya ishq tera

Rula ke gaya ishq tera

Ke maane nahi dil ye mera

Kaise chup main karaaun ve

Rula ke gaya ishq tera

Rula ke gaya ishq tera

Ke maane nahi dil ye mera

Kaise chup main karaaun ve

Yaar bichhda mila de koi

Aankhaan raundiyan zaar zaar

Hansa de koi…

Rula ke gaya ishq tera

Rula ke gaya ishq tera

Ke maane nahi dil ye mera

Kaise chup main karaaun ve

Rula ke gaya ishq tera

Rula ke gaya ishq tera

Ke maane nahi dil ye mera

Kaise chup main karaaun ve

হয়তো তারাও জানে আজ এক ভালবাসার বিচ্ছেদ ঘটেছে

চলবে