রোদ্দুরে মেঘের বর্ষন পর্ব-১৬

0
1187

#রোদ্দুরে_মেঘের_বর্ষন
#লেখিকা:#তানজিল_মীম
— পর্বঃ১৬

“বাড়ির দরজার সামনে কান ধরে উঠবস করছে আদি!’আর ওর সামনে রাগী লুক নিয়ে কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তানজু!’প্রচন্ড রেগে গেছে সে!’

“এদিকে…

“আদি তানজুর রাগান্বিত ফেস দেখে বলে উঠলঃ

—“আরে সরি বললাম তো,আসলে এতদিন পর তোকে দেখে এক্সাইটেমেন্টটা ধরে রাখতে পারি নি,তাই তোকে জড়িয়ে ধরে ফেলেছি,

—“তোর সরির গুষ্টি তুষ্টি তোর কাজের জন্য কতটা ঘাবড়ে গেছি আমি জানিস…

—“আশ্চর্য!এতে ঘাবড়ে যাওয়ার কি আছে?’

—“কি আছে মানে বলা নেই কওয়া নেই ঠাস করে জড়িয়ে ধরে কেউ, আমার তো হার্ডএর্টাক হয়ে যেতো এক্ষুনি…

—“সরি পেত্নী…

—“তুই আবার আমায় পেত্নী ডাকছিস তোকে তো আমি….

“এই বলে তানজু এগিয়ে যেতে লাগলো আদির দিকে!’তানজুকে এগিয়ে যেতে দেখে আদিও ঘাবড়ে গিয়ে পিছনে দৌড় দিল!’এমন সময় সেখানে হাজির হলো আদির বাবা মা!’আদি হলো তানজুর কাজিন আর হিয়ামিনির বড় ভাই!’তানজু আর হিয়ামিনির বয়স সেইম আর আদি ওদের চেয়ে একবছরের বড় কিন্তু ছোট বেলা থেকেই তানজু আর আদি একে অপরকে নাম ধরে ডাকে!’

“তানজু আর আদিকে ছুটতে দেখে বলে উঠল আদির মাঃ

—“আরে কি হলো ঢুকতে না ঢুকতেই দুটোতে মারামারি শুরু করে দিলি…

—“তুমি জানো খালামনি তোমার বান্দর ছেলে কি করছে….?’

—“কি করছে?’

—“ওহ আমায়…

“আর কিছু বলার আগেই আদি দৌড়ে গিয়ে তানজুর মুখ চেপে ধরলো!’তারপর বললো তার মাকেঃ

—“তুমিও না মা কার কথা কানে নিচ্ছো ও তো একটা পাগল…

“আদির কথা শুনে তানজু শুধু চোখ বড় বড় করে উম উম করছে!’এদের কান্ড দেখে আদির মা হেঁসে বলে উঠলেনঃ

—“আসলেই তোরা দুটোই পাগল…

“এই বলে আদির মা আর বাবা দুজনেই ওদের থেকে সরে আসলো সামনে!’ওনারা সামনে আসতেই তানজুর মা বাবা বোন সহ আরো অনেকেই হাজির সেখানে, হিয়ামিনি দৌড়ে এসে জড়িয়ে ধরল তার মাকে!’তারপর বললোঃ

—“কেমন আছো মা?’

—“হুম ভালো তুই…

—“হুম ভালো!’

“হিয়ামিনির মা সবার সাথে কথা বলে চলে যায় তাসলিমার সামনে তারপর ওর গাল ধরে বললোঃ

—“কেমন আছিস বিয়ের কনে…?’

“খালামনির কথা শুনে মুচকি হাসলো তাসলিমা!’মুচকি হেঁসেই বললো সেঃ

—“হুম ভালো খালামনি তুমি…

—“হুম ভালো…

“তারপর সবাই মিলে একসাথে সোফায় বসে কথা বলতে শুরু করলো!’সবাই বসতেই আদি তানজুর মুখ ছেড়ে দিয়ে ওর মাথায় একটা চাটি মেরে বললোঃ

—“পাগল তুই কি বলতে চাচ্ছিলি…

—“না মানে সরি মিস্টেক হয়ে যাচ্ছিল,থ্যাংকু…

—“হইছে…
.

“এসবের মাঝে সিঁড়ি ওপর থেকে রিয়াদ, তানজু আর আদির কান্ড দেখে ভিতরে ভিতরে প্রচন্ড রেগে গেছে সে!’আর মটেও তানজুর পাশে আদিকে সহ্য হচ্ছে না!’রিয়াদ আদির মুখ চেপে ধরার মুহূর্ত থেকেই দেখছে, সাথে তানজুর হেঁসে হেঁসে আদির সাথে কথা বলা মটেও সহ্য হচ্ছে না তার!’রিয়াদ কিছুক্ষন দাঁড়িয়ে থেকে রাগ নিয়েই চলে যায় তার রুমের দিকে…

___

“সোফার সামনেই আদি আর তানজু দাঁড়িয়ে আছে!’হঠাৎই আদি বলে উঠলঃ

—“তারপর বল কেমন আছিস তুই?’

—“হুম ভালো…

—“আহ্! আমায় জিজ্ঞেস করবি না আমি কেমন আছি…?”

—“না করমু না….

—“ওমা কেন…

“তানজু পাল্টা কিছু বলবে তার আগেই ফোনটা বেজে উঠল তার!’উপরে রিয়াদের নাম দেখে কিছুটা অবাক হয়ে ফোনটা তুলে বললো তানজুঃ

—“হ্যালো….

“তানজুর হ্যালো শুনে অপর পাশে রিয়াদ কর্কশ কন্ঠে বলে উঠলঃ

—“২ মিনিটের মধ্যে তোমায় আমার রুমে দেখতে চাই তানজু,কাম ফাস্ট….

“বলেই তানজুকে বলার কিছু সুযোগ না দিয়েই ফোন কেটে দেয় রিয়াদ!’রিয়াদের কাজে চমকে উঠলো তানজু,সে বুঝে গেছে কোনো কারনে রিয়াদ খুব রেগে আছে কিন্তু কেনো?’

“ভেবেই কুইকলি তানজু চলে যেতে নেয় রিয়াদের রুমের দিকে!’আদি তানজুকে যেতে দেখে বলে উঠলঃ

—“কই যাচ্ছিস?’

—“আসছি একটু…

_____

“ল্যাপটপে একটা মুভি ছেড়ে রাগী মুড নিয়ে বিছানার উপর বসে আছে রিয়াদ!’রাগে গা জ্বলে যাচ্ছে তার,সে বুঝতে পারছে না এত রাগ কেন হচ্ছে?’কিন্তু অসম্ভবভাবে রেগে গেছে রিয়াদ বার বার শুধু আদি আর তানজুর হাসাহাসির দৃশ্যের কথা মনে পড়ছে তাঁর!’এক্ষুনি তানজুকে সামনে পেলে সে যে কি করবে নিজেও বুঝতে পারছে না,,এমন সময় হতভম্ব হয়ে তানজু দৌড়ে এসে ঢুকে পরলো রিয়াদের রুমে!’তারপর জোরে জোরে শ্বাস ফেলে বললো সেঃ

—“কি হয়েছে স্যার, এনি প্রবলেম?’

“উওরে রিয়াদ কিছু বললো না চুপচাপ তাকিয়ে রইলো সে ল্যাপটপের দিকে!’রিয়াদকে চুপ থাকতে দেখে তানজু রিয়াদের আর একটু কাছে দাঁড়িয়ে বলে উঠলঃ

—“কি হলো স্যার কথা বলছেন না কেন?’

“রিয়াদ চুপ!’

—“কিছু যখন বলবেনই না তাহলে ডাকলেন কেন স্যার,..

“রিয়াদ চুপ!’

“এবার তানজুর একটু বিরক্তিতা ফিল হচ্ছে!’কিন্তু তারপরও নিজের বিরক্তিতা দূরে সরিয়ে রেখে স্বাভাবিক কন্ঠেই বলে উঠল তানজুঃ

—“ঠিক আছে স্যার আপনি মুভি দেখুন আমি যাচ্ছি….

“এতটুকু বলে রুম থেকে বের হতে নেয় তানজু!’তানজু চলে যাচ্ছে এটা বুঝতে পেরে রিয়াদ ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই গম্ভীর কণ্ঠে বলে উঠলঃ

—“নিচের ছেলেটা কে তানজু..?’

“হুট করে রিয়াদের মুখের এমন কথা শুনে তানজু অবাক হয়ে দাঁড়িয়ে পরল!’তারপর রিয়াদের দিকে ঘুরে বললো সেঃ

—“কোন ছেলে স্যার?’

“তানজুর উওর শুনে রিয়াদ ল্যাপটপের মুভি অফ করে তানজুর দিকে তাকিয়ে থেকে বলে উঠলঃ

—“তুমি বুঝতে পারছো না..

—“ওহ আপনি আদির কথা বলছেন,ওহ হলো আমার কাজিন স্যার আর হিয়ামিনির বড় ভাই,আমরা তিনজন একসাথেই বড় হয়েছি,কেন স্যার কি হয়েছে…?’

—“না কিছু হয় নি আমার জন্য কফি নিয়ে আসো…

—“ওহ আপনি কফি খাবেন এটা বলতে এত সময় লাগে স্যার,আমি এক্ষুনি নিয়ে আসছি…

“এতটুকু বলে চলে যায় তানজু!’

“এদিকে….
রিয়াদ প্রচন্ড রেগে আছে ভিতর থেকে,নিজের রাগকে বাহিরে বের করতে পারছে না এতে আরো বেশি রাগ হচ্ছে তার,কিছুতেই বুঝে উঠতে পারছে না রিয়াদ তানজুর পাশে আদিকে সহ্য কেন করতে পারছে না!’একরাশ বিরক্ত নিয়ে ল্যাপটপটা বন্ধ করে ফেললো রিয়াদ!’তারপর নিজেই নিজেকে বলে উঠলঃ

—“Are you jealous Riyad…?’

.

“কিছুক্ষনের মধ্যেই তানজু রিয়াদের জন্য কফি বানিয়ে নিয়ে এসে দেয় রিয়াদের দিকে!’রিয়াদ তানজুর হাত থেকে কফিটা নিয়ে তানজুর দিকে তাকিয়ে থেকেই একচুমুক দেয়!’কফি গরম থাকায় মুখে কফি লাগতেই বিষম খায় রিয়াদ!’রিয়াদের কান্ডে তানজু এগিয়ে গিয়ে বললোঃ

—“আরে স্যার এসব কি করছেন আস্তে খান গরম তো?’

“উওরে রিয়াদ কিছু বললো না!”
সে কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না!’তানজু রিয়াদের হাত থেকে কফিটা নিয়ে টেবিলের উপর রেখে বললোঃ

—“কিছু কি হয়েছে স্যার?’

—“না কি হবে কিছু হয়নি…

—“না মানে তখন ফোনে..

“আর কিছু বলবে তানজু তার আগেই ওদের রুমে নক করলো আদি!’দরজা খুলে বললো সেঃ

—“ভিতরে আসতে পারি কি….

—“হুম…(রিয়াদ)

—“থ্যাংক ইউ…

“বলে ভিতরে ঢুকে পড়ে আদি!’সামনেই রিয়াদকে দেখে কিছুটা শকট হয় সে বিশ্বাসই হচ্ছে না তার বিখ্যাত সেলিব্রেটি তার সামনে দাঁড়িয়ে!’আদি রিয়াদের সামনে গিয়ে খুশি মনে তার হাত এগিয়ে দিয়ে বললোঃ

—“হ্যালো ব্রো,হাউ আর ইউ আমি আদি আর তানজুর কাজিন…

“আদির হাসি দেখে রিয়াদ না চাইতেও তার হাত এগিয়ে দিয়ে হাল্কা হেঁসে বললোঃ

—“হ্যালো, ফাইন ইউ…

—“আমি তো বিন্দাস আছি ব্রো,ট্রাস্ট মি বিশ্বাসই হচ্ছে আমার, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি,আই এম ইউর বিগ ফ্যান ব্রো…

“উওরে হাল্কা হাসলো রিয়াদ!’রিয়াদের হাসি দেখে বলে উঠল আদিঃ

—“ওয়ান অটোগ্রাফ প্লিজ…

“রিয়াদ না চাইতেও মানা করতে পারলো না!’আদির দিকে তাকিয়েই বললো সেঃ

—“শিউর…

“রিয়াদের কথা শুনে খুশি হয়ে যায় আদি!’এক্সাইটেড হয়ে বলে সেঃ

—“আমি এক্ষুনি আসছি….

“বলেই রুম থেকে বেরিয়ে যায় আদি!’আদি যেতেই রিয়াদ কিছুক্ষণ চুপ থেকে টেবিলের উপর থেকে কফির মগটা হাতে নেয়!’তানজু রিয়াদের দিকে তাকিয়ে বলে উঠলঃ

—“আপনি কিছু মনে করবেন না স্যার ও একটু ওই রকমই, কিন্তু এমনিতে খুব ভালো মুহূর্তের মধ্যেই আপনার মতো সবার সাথে মিশে যেতে পারে…

“তানজুর মুখে আদির প্রশংসা শুনতে মটেও ভালো লাগছে না রিয়াদের!’তাই তানজুর কথার মাঝখানে বলে উঠল সেঃ

—“কফিতে চিনি হয় নি তানজু…

“রিয়াদের কথা শুনে তানজু নিজের কথা বন্ধ করে অবাক হয়ে বলে উঠলঃ

—“কি বলেন স্যার আমি তো রোজকারের মতো তিন-চামচ চিনি দিয়েছি…

—“বিশ্বাস না হলে খেয়ে দেখো…

—“না,ঠিক আছে আমি এক্ষুনি চিনি নিয়ে আসছি…

—“তার আর প্রয়োজন নেই,পরের বার থেকে দেখে নিও…

—“ঠিক আছে স্যার…

“এরই মাঝে একটা ডাইরি আর কলম নিয়ে হাজির আদি!’তারপর রিয়াদের দিকে ডাইরি আর কলম এগিয়ে দিল সে!’রিয়াদও বেশি কিছু না ভেবে অটোগ্রাফ দিয়ে দিলো!’এমনটা নয় আদিকে তার ভালো লাগে নি বরং আদির কথা বলার ধরন বেশ লেগেছে তার!’কিন্তু সে কিছুতেই তানজুর পাশে আদিকে মানতে পারছে না…

“অন্যদিকে…

“রিয়াদকে অটোগ্রাফ দিতে দেখে মনে পরে গেল তানজুর আজ থেকে ঠিক দু’দিন আগের ঘটনার কথা….

“সেদিন বিকেলে..

“নিজের রুমে শুয়ে আছে তানজু,এমন সময় হাজির হিয়ামিনি আর তার বন্ধুরা!’এরা সবাই রিয়াদের সাথে দেখা করতে এসেছে!’অবশ্য হিয়ামিনি তো আগেই বলেছিল ওর কিছু বান্ধবীরা আসবে রিয়াদের অটোগ্রাফ আর ছবি তোলার জন্য!”তানজু সবাইকে দেখে শোয়া থেকে উঠে বসলো!’তানজুকে বসতে দেখে হিয়ামিনির বান্ধবীরা তানজুর সামনে এসে বললোঃ

—“কেমন আছো?’

—“হুম ভালো তোমরা…?’

—“হুম ভালো!’

“হিয়ামিনি তানজুর কানের কাছে মুখ নিয়ে বললো তানজু ওরা কিন্তু?’

—“জানি আর বলতে হবে না চল আমার সাথে….

“তানজুর কথা শুনে খুশি হয়ে যায় সবাই!’
তারপর সবাই একসাথে চলে যায় রিয়াদের রুমের দিকে!’
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………

[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!”আর গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু!]

#TanjiL_Mim♥️