#রোদ্দুরে_মেঘের_বর্ষন
#লেখিকা:#তানজিল_মীম
— পর্বঃ১৭
“বিছানার উপর শুয়ে আছে রিয়াদ হাতে মোবাইল দেখছে সে!’পড়নে তার ওয়াইট টিশার্ট আর ব্লাক জিন্স!’এমন সময় তার দরজায় নক করলো তানজু,তানজুর আওয়াজ শুনে রিয়াদ শুয়ে থেকেই বলে উঠলঃ
—“কাম তানজু…
“রিয়াদের কথা শুনে তানজু হিয়ামিনিদের দু’মিনিট দাঁড়াতে বলে ভিতরে ঢুকে যায়!’তারপর রিয়াদের সামনে গিয়ে বলে সেঃ
—“স্যার আপনার সাথে কিছু মেয়েরা মিট করতে এসেছে ওই যে আপনাকে বলেছিলাম না হিয়ামিনির…
—“হুম বুঝতে পেরেছি,ঠিক আছে তুমি ওদের দু’মিনিট দাঁড়াতে বলো,…
—“ওকে স্যার…
“এই বলে বাহিরে চলে যায় তানজু!’তানজু যেতেই রিয়াদ বিছানা ছেড়ে উঠে বসলো!’তারপর একবার মেবাইলে নিজেকে দেখে বলে উঠলঃ
—“চলে আসো ভিতরে…
“রিয়াদের কথা শুনতেই তানজু সবাইকে নিয়ে ভিতরের চলে গেল!’সবাই তো রিয়াদকে দেখেই হা হয়ে গেছে,দু’জনের তো কথা বলাই বন্ধ হয়ে গেছে প্রায়!’রিয়াদ সবার রিয়েকশন দেখে ওদের সামনে গিয়ে মুচকি হেঁসে নিজের হাত এগিয়ে দিয়ে বললোঃ
—“হাই অল,কেমন আছো তোমরা…?’
“রিয়াদের কথা শুনে সবাই খুশি হয়ে নিজেদের মুখ চেপে ধরলো তাদের বিশ্বাসই হচ্ছে না রিয়াদ তাদের সামনে দাঁড়িয়ে!’একটা মেয়ে রিয়াদের হাত ধরে বললোঃ
—“আমরা ভালো আপনি?’
—“ভালো!’ তোমার নাম..?’
—“আমি দৃষ্টি…
“দৃষ্টির কথা শুনে আর একটা মেয়ে বলে উঠলঃ
–“আমি মিতু…
—“আমি মধুমিতা..(অন্য আরেকজন)
“এরপর একে একে সবাই নিজেদের পরিচয় দিতে লাগলো রিয়াদও হাসিমুখে সবার সাথে কথা বলতে লাগলো!’আর তানজু নীরবে দরজার পাশ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো!’এখানে তার কিছু বলার নেই,এই মুহূর্তে সে নিতান্তই একজন নীরব দর্শক!’অবশ্য এটা নতুন কিছু নয়…
“সবার সাথে কথা বলতে বলতে বলে উঠল রিয়াদঃ
—“এখন ছবি কি এখানে বসে তুলবে নাকি অন্য কোথাও?’
—“ছাঁদে যাবেন?'(দৃষ্টি)
—“হুম চলো…
—“তারপর রিয়াদ আর বাকি সবাই মিলে একসাথে বাড়ির ছাঁদে চলে যায়,
“ছাঁদের আলোকিত পরিবেশে দাঁড়িয়ে হিয়ামিনি আর ওর বন্ধুরা সবাই মিলে রিয়াদের সাথে ছবি আর অটোগ্রাফ নিতে লাগলো!’সেদিন বিকেলটা ওভাবেই কেটে গিয়েছিল রিয়াদের!’আর তানজুর ওদের কান্ড দেখতে দেখতে!’
“হঠাৎই মুখের সামনে হাতের তুড়ি বাজাতেই তানজু তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো!’সামনেই আদিকে দেখে বলে উঠল সেঃ
—“হুম হ্যাঁ কি হয়েছে?’
—“কি হয়েছে সেটা তো তুই আমায় বলবি..
—“কি বলবো..
—“এটাই কি ভাবছিস…
“আদির কথা শুনে তানজু একবার আদি আর একবার রিয়াদের দিকে তাকিয়ে বলে উঠলঃ
—“না তেমন কিছু নয় হয়ে গেছে তোর..
—“হুম…
—“চল তাহলে….
—“হুম চল…
“তারপর আদি আর তানজু একসাথে রুম থেকে বের হতে নেয়’!তানজু কিছুদূর এগিয়ে গিয়ে আবার দু’পা পিছিয়ে রিয়াদের দিকে তাকিয়ে বললোঃ
—“আপনার কিছু লাগলে আমায় ডাক দিবেন স্যার…
“উওরে রিয়াদ কিছু বললো না!’রিয়াদ চুপ থাকায় তানজুও পাল্টা কিছু না বলে চলে যায়!’
___
“রাত_৯ঃ০০টা….
“ডিনার টেবিলে বসে রিয়াদ ওর সোজাসুজি তানজু, তানজুর পাশ দিয়েই আদি এরপর হিয়ামিনি,তাসলিমা পাঁচজন একসাথে খাবার খাচ্ছে তাঁরা!’রিয়াদ খাচ্ছে আর কিছুক্ষন পর পর তানজুর আর আদির কাহিনি দেখছে!’বিরক্ত লাগছে তার সাথে রাগও হচ্ছে কারন আদি একটু বেশি কেয়ারিং দেখাচ্ছে তানজুর ওপর!’যে জিনিসগুলো একদমই পছন্দ হচ্ছে না রিয়াদের!’সে কিছু বলবে সেটাও সম্ভব নয় আবার খাবার ছেড়ে উঠে যাবে সেটাও পারছে না!’সবমিলিয়ে একরাশ বিরক্ত নিয়ে বসে আছে রিয়াদ!’চুপচাপ বসে আছে রিয়াদ কিছু খাচ্ছে না,রিয়াদকে খেতে না দেখে বলে উঠল তানজুর মাঃ
—“কি হলো বাবা খাচ্ছো না কেন?’
“তানজুর মায়ের কথা শুনে আদি,তানজু তাসলিমা, হিয়ামিনি সবাই তাকায় রিয়াদের দিকে!’সবার চাহনী দেখে রিয়াদ খাবার মুখে দিতে দিতে বললোঃ
—“হুম এই তো খাচ্ছি..?’
“তানজু তাকিয়ে আছে রিয়াদের দিকে
—“কেমন কেমন যেন লাগছে তার স্যারকে!’কেমন একটু বিহেভ করছে সে শরীর ভালো নেই নাকি!'(মনে মনে)
“তানজুর ভাবনার মাঝে ওর মাথায় চাটি মারলো আদি!’আদির কাজে তানজু অবাক হয়ে বললোঃ
—“এটা কি হলো?’
—“খাচ্ছিস না কেন?’
—“তাই বলে তুই আমায় মারবি?’
“এই বলে তানজুও আদির মাথায় একটা চাটি মারলো!’এরপর শুরু হলো দুজনের মধ্যে মারামারি!’ওদের মারামারির মাঝে আদির মা এসে ওদের মাঝখানে দাঁড়িয়ে বললোঃ
—“তোরা কি শুরু করলি বল তো..
—“তোমার ছেলেরই তো দোষ খালামনি?’
—“আমি কি করছি (আদি)
—“তুই কি করছোস মানে?’
—“হইছি আর বকবক করিস না তোরা এখন খা,দুটোতে সারাদিন শুধু ঝগড়াই করতে থাকে…( আদির মা)
.
“রিয়াদ এবার তার ধৈর্য্যের বাদ ভেঙে ফেললো!’তানজু দিকে তাকিয়ে থেকে খাবার ছেড়ে উঠে যেতে নিতেই ফোনটা বেজে উঠল তাঁর!’রিয়াদ তার হাত ধুয়ে ফোনটা হাতে নিয়ে উপরে চলে গেল!’রিয়াদের কাজে সবাই জাস্ট অবাক হয়ে তাকিয়ে রইলো রিয়াদের যাওয়ার পানে তারা বুঝলো না রিয়াদ রাগ করে উঠে গেল নাকি ফোনটা জরুরি ছিল তার জন্য উঠে গেল!’সবাই দু’মিনিট চুপ থেকে নিজেদের খাওয়ায় মনোযোগ দিলো!’
“এদিকে তানজু ভাবছে “রিয়াদের কি হলো হঠাৎ সেও বুঝলো না রিয়াদ উঠে কেন গেল”…..
___
“জানালার পাশে দাঁড়িয়ে ফোনটা তুলে বলে উঠল রিয়াদঃ
—“হ্যালো..
“রিয়াদের হ্যালো শুনে ওপর পাশে রিয়াদের একজন গার্ড বলে উঠলঃ
—“হ্যালো স্যার আপনি কোথায়?’
—“কেন কি হয়েছে?’
—“আসলে স্যার আপনার নেক্সট ফিল্মের ডিরেক্টর আপনার খোঁজ করছে,আপনার নাম্বারের নাকি অনেকবার কল করেছিল কিন্তু পায় নি তাই বাধ্য হয়ে আমায় কল করে স্যার?’
—“ওহ, আসলে আমি যেখানে আছি সেখানে নেটওয়ার্কে খুব প্রবলেম..
—“কেন কি হয়েছে?’
—“তা তো আমায় বলে নি স্যার..
—“ওহ্!’ আচ্ছা আমি দেখছি…
—“ওকে স্যার…
—“হুম!’
“বলে ফোন কেটে দেয় রিয়াদ!’তারপর কিছু একটা ভাবে সে!’রিয়াদের ভাবনার মাঝে হাতে খাবারের ট্রে নিয়ে বলে উঠল তানজুঃ
—“এনি প্রবলেম স্যার…
“আচমকা কারো কন্ঠ শুনে হাল্কা চমকে উঠলো রিয়াদ! পিছন ফিরে তানজুকে দেখে ওর দিকে তাকায় রিয়াদ!’তারপর তানজুর হাতে খাবারের ট্রে দেখে বলে উঠল সেঃ
—“এগুলো কেন নিয়ে এসেছো?’
—“আপনি তো তেমন কিছু না খেয়েই উপরে চলে আসলেন স্যার তার জন্য?’
—“ওগুলো লাগবে না তুমি নিয়ে যাও তানজু…
—“আপনার কি কিছু হয়েছে স্যার…?’
“তানজুর এবারের কথা শুনে রিয়াদ তার ফোনটা টেবিলের উপর রেখে বলে উঠলঃ
—“না আমার আবার কি হবে?’
—“না মানে বিকেল থেকেই আপনি কেমন একটা বিহেভ করছেন স্যার আপনার শরীর ঠিক আছে তো…?’
“তানজুর কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে কপালে হাত দিয়ে বলে উঠল রিয়াদঃ
—“না তেমন কোনো ব্যাপার নেই তানজু, আসলে আমার মাথাটা একটু ব্যাথা করছে তাই আর কি…?’
“রিয়াদের কথা শুনে তানজু কিছুটা অস্থির হয়ে চটজলদি খাবারের ট্রে টা টেবিলের উপর মোবাইলের পাশে রেখে বলে উঠলঃ
—“আপনার মাথা ব্যাথা করছে আমায় বলবেন না স্যার,আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি এক্ষুনি আপনার জন্য বাম নিয়ে আসছি…
“এই বলে রুম থেকে বেরিয়ে যায় তানজু!’তানজুর কাজে হাল্কা খুশি হয় রিয়াদ!’মুচকি হেঁসে বিছানায় বসে পড়ে রিয়াদ!’এরই মাঝে হাতে বাম নিয়ে হাজির তানজু,রিয়াদকে বিছানায় বসে থাকতে দেখে তাড়াতাড়ি রিয়াদের সামনে দাঁড়িয়ে বলে উঠল সেঃ
—“খুব ব্যাথা করছে স্যার?’
—“ওই একটু..
—“আপনি তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ুন আমি আপনার কপালে বাম লাগিয়ে দিচ্ছি…
—“ঠিক আছে….
“তারপর বিছানায় শুয়ে পড়ে রিয়াদ!’রিয়াদ শুয়ে পড়তেই তানজু রিয়াদের পাশ দিয়ে বসে ওর মাথায় মলম লাগিয়ে দেয়!’তানজুর হাতের স্পর্শ পেতেই রিয়াদ তার চোখ বন্ধ করে ফেললো!’
“তারপর হাজারো কল্পনা জল্পনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো রিয়াদ তা সে নিজেও জানে না!’
“রিয়াদ ঘুমিয়ে পড়েছে এটা বুঝতে পেরে কিছুক্ষন রিয়াদের মুখের দিকে তাকিয়ে থেকে ওর গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে খাবারগুলো হাতে নিয়ে চলে যায় তানজু…..
_____
“পরেরদিন….
“সূর্যের ফুড়ফুড়ে আলোতে ঘুম ভাঙলো রিয়াদের!’হঠাৎই মনে পরলো তার কাল রাতের ডিরেক্টরের কথা!’রিয়াদ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে
ব্রেকফাস্ট সেরে ছাঁদে চলে যায়!’ছাঁদের এক কিনারায় দাঁড়িয়ে আছে রিয়াদ!’এখানে মোটামুটি ভালো নেটওয়ার্ক পাওয়া যায়!’রিয়াদ ছোট্ট একটা শ্বাস ফেলে ফোন করলো ডিক্টেটরকে!’কিন্তু ফোন করতেই নেটওয়ার্ক গায়েব….
.
“এদিকে আরেকজন….
“ছাঁদে উঠে ছোট লম্বা পানির পাইপ হাতে নিয়ে ফুল গাছে পানি দিচ্ছে তানজু!’এই গাছগুলো তানজুর খুব ফেভারিট,নিজের হাতে এগুলো লাগিয়েছে সে!’একরাশ ভালো লাগা নিয়ে ফুলগাছে পানি দিচ্ছে তানজু!’রিয়াদের আগেই এসেছে সে….
.
“রিয়াদ নেটওয়ার্ক আসছে তো যাচ্ছে তাই বিরক্ত হয়ে একবার ছাদের এদিক তো ওদিকে যাচ্ছে এমন করতে করতে রিয়াদের পা এসে থামলো পানির পাইপের ওপর!’এখানে ফুল নেটওয়ার্ক পেতে রিয়াদ দাঁড়িয়ে পরলো সেখানেই!’তারপর আবার কল করলো রিয়াদ!’কল যেতেই কিছুক্ষনের মধ্যেই ফোন ধরে ফেললো ডিরেক্টর!’কিছুটা হতভম্ব হয়ে বললো সেঃ
—“রিয়াদ কোথায় তুমি?’
.
“হঠাৎই পাইপে পানি না আসায় চমকে উঠলো তানজু!’পাইপ ধরে কয়েকবার ঝাকড়ায় সে!’কিন্তু কোনো লাভ না হওয়াতে তানজু এগিয়ে যায় কলের দিকে,রিয়াদ তার পাশেই দাঁড়িয়ে ছিল!’রিয়াদের পাইপের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে এটা খেয়াল করে নি তানজু!’সে গিয়ে কলের পাওয়ার আরো বারিয়ে দিল কিন্তু তাতেও কাজ হলো না!’কাজ না হওয়াতে তানজুর পাইপটাকে নিজের দিকে ঘুরিয়ে দেখতে লাগলো প্রবলেম কোথায়?
.
—“আসলে আমি একটা জায়গায় বেড়াতে এসেছি, কি হয়েছে এত জরুরি কি ব্যাপার আমাদের শুটিং এর তো এখনো এক সপ্তাহের বেশি বাকি তাহলে…(রিয়াদ)
“রিয়াদের কথা শুনে অপর পাশের ডিক্টেটর বলে উঠলঃ
—“তার জন্যই তোমায় ফোন করা রিয়াদ?’
—“মানে…
”বলেই পা সরিয়ে ফেলে রিয়াদ!’পাইপের মুখটা তানজুর মুখের দিকে থাকায় সাথে সাথে পাইপের ভিতর থেকে পানি এসে পরলো তানজুর মুখের সামনে!’ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে তানজু পুরো চমকে উঠলো!’তাড়াতাড়ি মুখ থেকে পানির পাইপ সরিয়ে ফেললো সে!’ভিজে গেছে তানজু….
—“আসলে হয়েছে রিয়াদ (ডিরেক্টর)
“রিয়াদ কিছু শুনবে তার আগেই পিছন থেকে তার গায়ে এসে পানি পরতেই বিষম খায় রিয়াদ!’পিছন ফিরতেই পাইপের পানি এসে পরলো রিয়াদের গায়ে!’হতভম্ব হয়ে বললো সেঃ
—“তানজু এটা কি করছো?’
“হঠাৎই রিয়াদের হতভম্ব হওয়া কথা শুনে সামনে তাকালো তানজু’!সামনেই রিয়াদের ভিজে যাওয়া অবস্থা দেখে চোখ বড় বড় করে তাকায়!’সে যে পাইপটাকে রিয়াদের দিকে ধরে ছিল বুঝতেই পারে নি কিছুটা ঘাবড়ে গিয়ে বলে তানজুঃ
—“হায় রে এটা কি হলো,এখন কি করি…?’
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………
[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!”আর গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু!]
#TanjiL_Mim♥️