রোদ্দুরে মেঘের বর্ষন পর্ব-১৯

0
1089

#রোদ্দুরে_মেঘের_বর্ষন❤️
#লেখিকা:#তানজিল_মীম❤️
— পর্বঃ১৯

“একরাশ বিরক্ত নিয়ে নিজের রুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে তানজু!’কারন তার গলার নেকলেসের হুকের সাথে চুল আঁটকে গেছে!’আর সেটাকেই বেশকিছুক্ষন যাবৎ ছাড়ানোর ট্রাই করছে কিন্তু প্রতিবারই ব্যর্থ সে!’শেষমেশ কোনো উপায় না পেয়ে রুম থেকে বেরিয়ে গেল তানজু!’

“এমন সময় নিজের রুম থেকে বের হলো রিয়াদ!’পরনে তার হলুদ রঙের পাঞ্জাবি, সাদা পাজামা, চুলগুলো বরাবরের মতো সুন্দর করে গোছানো,হাতে ব্লাক ওয়াচ ব্যাস এতটুকু সাজেই বেশ লাগছে রিয়াদকে!’

“তানজু রিয়াদকে দেখেই দরজার পাশে সোজা হয়ে পিছনে হাত রেখে দাঁড়িয়ে পড়লো!’তানজুকে দাঁড়িয়ে পড়তে দেখে রিয়াদও দাঁড়িয়ে বলে উঠলঃ

—“কি হলো দাঁড়িয়ে পরলে যে, যাবে না নিচে?’

“রিয়াদের প্রশ্নে কিছুটা বিস্মিত হয় তানজু!’কিছুটা বিস্মিত কন্ঠ নিয়েই বলে সেঃ

—“হুম যাবো স্যার আপনি যান…

“উওরে কিছু বলে না রিয়াদ, তানজুকে মাথা থেকে পা অবধি স্ক্যান করে সে!’হলুদ রঙের জামদানি শাড়ি, সাথে দু’হাত ভর্তি হলুদ কাঁচের চুড়ি,গলায় হলুদ রঙের পুঁতির নেকলেস, কানে হলুদ রঙের দুল,খোলা চুল,চোখে কাজল সাথে মুখে হাল্কা মেকাপ,ঠোঁটে লাল লিপস্টিক সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে তাকে!’এই প্রথমবার রিয়াদ তানজুকে শাড়িতে দেখছে!’তানজুকে বেশ লাগছে রিয়াদের কাছে!’কিন্তু কোথাও একটা খামতি দেখছে রিয়াদ,সেটা হলো তানজুর মুখ!’যেটা ওর লুকিং এর সাথে একদমই মেচ করছে না!’রিয়াদ বুঝে গেছে তানজু কোনো একটা সমস্যায় পড়েছে!’রিয়াদ তানজুর দিকে তাকিয়ে বললোঃ

—“এনি প্রবলেম তানজু…?’

“রিয়াদের কথা শুনে তানজু মাথা নিচু করে ফেলে!’তানজুর কাজে রিয়াদ কিছুটা অবাক হয়ে বললোঃ

—“কি হয়েছে আমায় বলো…

“তানজু বুঝতে পারছে না এখন তার ঠিক কি করা উচিত,আশেপাশে কাউকেও পাচ্ছে না যে তাকে ডেকে হেল্প চাইবে সবাই বাহিরে গেছে,তারওপর বাহিরে লাউডে মিউজিক বাজছে যার কারনে এখান থেকে কাউকে ডাকলেও কেউ শুনতে পাবে না!’অসহায় ফেস নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তানজু!’তানজুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়াদ আবারো বলে উঠলঃ

—“Can I help you somehow Tanju?'[আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি, তানজু?]

“রিয়াদের প্রশ্নে তানজু কিছু বললো না!’তানজুকে চুপ থাকতে দেখে বলে উঠল রিয়াদঃ

—“ঠিক আছে তুমি দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি…

“এই বলে রিয়াদ অগ্রসর হতে লাগলো সামনের দিকে!’রিয়াদকে যেতে দেখে তানজু আরেকবার আশেপাশে তাকালো, শেষমেশ আর কোনো উপায় না পেয়ে রিয়াদের যাওয়ার পানে তাকিয়ে থেকে বলে উঠলঃ

—“স্যার…

“তানজুর আওয়াজ পেতেই রিয়াদ দাঁড়িয়ে পরলো তারপর আবার তানজুর দিকে এগিয়ে এসে বললোঃ

—“হুম বলো…

“রিয়াদের কথা শুনে মিনমিন কন্ঠে বললো তানজুঃ

—“বলছিলাম কি স্যার?’

“তানজুর কথা শুনে কিছুটা বিরক্ততা ফিল হলো রিয়াদের!’কিছুটা বিরক্ততা নিয়েই বলে উঠল সেঃ

—“হুম বলো, বলছো না কেন তুমি?’…

“রিয়াদের এবারের কথা শুনে তানজু চোখ বন্ধ করে একশ্বাসে বলে উঠলঃ

—“আসলে স্যার আমার গলার নেকলেসের সাথে চুল আঁটকে গেছে আপনি একটু হেল্প করবেন প্লিজ….

“তানজুর কথা শুনে রিয়াদ চোখ বড় বড় করে বললোঃ

—“কি…

____

“আয়নার সামনে দাঁড়িয়ে আছে তানজু আর ওর পিছনেই রিয়াদ!’তানজু তাকিয়ে আছে আয়নার দিকে, এখান থেকেই রিয়াদকে স্পর্শ দেখতে পাচ্ছে সে!’

“অন্যদিকে…

“রিয়াদ তাকিয়ে আছে তানজুর পিছনের চুলের দিকে!’কি থেকে কি করবে কিছুই যেন বুঝতে পারছে না রিয়াদ!’এমনটা নয় এই ধরনের কোনো কাজ সে করেনি ফিল্মের একটিং করার সময় এই ধরনের অভিনয় সে করেছে কিন্তু তখন তেমন কিছু ফিল হয় নি তার কিন্তু এখন কেমন নার্ভাস লাগছে রিয়াদের!’রিয়াদ নিজেও বুঝে উঠতে পারছে না এমন কেন লাগছে তার!’রিয়াদ জোরে শ্বাস ফেলে তানজুর পিছনের চুলগুলো সরিয়ে দিল!’তারপর আস্তে আস্তে নেকলেসের হুকের সাথে আটকানো চুলগুলো ধীরে ধীরে ছাড়াতে লাগলো!’

“রিয়াদের হাতের স্পর্শ পেতেই চোখ বন্ধ করে ফেললো তানজু!’

“কিছুক্ষন পর….

“রিয়াদ তানজুর চুলগুলো ছাড়িয়ে দিয়ে ছোট্ট শ্বাস ফেলে বলে উঠলঃ

—“হয়ে গেছে!’

“কিন্তু কথাটা হয়তো তানজুর কান পর্যন্ত পৌঁছায় নি!’তাই চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে তানজু!’তানজুর কোনো সাড়াশব্দ না পেয়ে রিয়াদ তাকালো আয়নার দিকে!’তানজু তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে!’তানজুর কাজে হাল্কা হাসলো রিয়াদ তারপর তানজুর দিকে হাল্কা ঝুঁকে ওর কানের কাছে তাঁর মুখ নিয়ে বললোঃ

—“হয়ে গেছে তো আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবে প্রিয়সী….

“প্রিয়সী” নামটা শুনতেই চমকে উঠলো তানজু!’সাথে সাথে চোখ খুলে তাকালো সে!’ততক্ষণে রিয়াদ রুম থেকে বেরিয়ে গেছে!’ তানজু কিছু্ক্ষন চুপ করে দাঁড়িয়ে থেকে আয়নায় নিজেকে আর একবার দেখে সেও বেরিয়ে গেল রুম থেকে….

___

“সন্ধ্যার আলোকিত পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে তাসলিমার গায়ে হলুদ!’প্যান্ডেলের চারদিকে জ্বলছে লাইট সাথে ফুল দিয়ে সাজানো স্টেজ!’স্টেজে বসে আছে তাসলিমা আর তার পাশেই হিয়ামিনি!’এরই মাঝে সেখানে উপস্থিত হলো রিয়াদ!’রিয়াদকে দেখে সবাই তাকিয়ে রইলো!’মেয়েরা তো পুরো হা হয়ে গেছে রিয়াদকে দেখে!’ফিল্মের হিরো বলে কথা,কিছু মেয়েরা তো বলে উঠলঃ

—“ওয়াও,হি লুকিং সো কিউট এন্ড হ্যান্ডসাম…

.

“রিয়াদ ভিতরে আসতে না আসতেই কিছু মেয়েরা তাকে ঘিরে ধরলো,আর বললোঃ

—“ওয়ান সেল্ফি প্লিজ!’

“রিয়াদও না করলো না খুুশি মনে সবার সাথে সেল্ফি তুলতে ব্যস্ত হয়ে পড়লো সে!’সেই মুহুর্তেই সেখানে এন্ট্রি নিলো তানজু,শাড়ির কুঁচি ধরে হেঁটে আসছে সে!’

“এদিকে স্টেজে তাসলিমা কিছুটা হতাশা নিয়ে বলে উঠল হিয়ামিনিকেঃ

—“তানজুর কি এখনো হয়নি হিয়ামিনি,গায়ে হলুদ শেষ হলে আসবে ও…

“তাসলিমার কথা শুনে কোনো উওর দিলো না হিয়ামিনি!’হিয়ামিনিকে চুপ থাকতে দেখে তাসলিমা ওর দিকে তাকিয়ে বললোঃ

—“কি হলো কথা বলছিস না কেন?’

“তাসলিমার কথা শুনে হিয়ামিনি সামনের দিকে আঙুল দিয়ে বলে উঠলঃ

—“ওই দেখো তানজুকে কি লাগছে…?’

“হিয়ামিনির কথা শুনে তাসলিমাও তাকালো সামনের দিকে!’তানজুকে দেখে সেও হা হয়ে গেছে!’তানজুকে শাড়িতে তারাও এই প্রথমবার দেখছে!’আদি তো তানজুকে দেখেই ফ্লাট হয়ে গেছে!’

.

“অন্যদিকে বেচারি তানজু শাড়ি নিয়ে এতটাই ব্যস্ত যে তাকে যে সবাই চোখ দিয়ে গিলে খাচ্ছে সেটাই বুঝতে পারে নি!’সে ব্যস্ত তার শাড়ি নিয়ে, শাড়ি পড়ে ঠিক ভাবে হাঁটতেও পারছে না তানজু!’এমন সময় তার কাছে আসলো আদি!’তানজুর মাথায় চাটি মেরে বলে উঠল সেঃ

—“তোকে কি লাগছে রে…

“আদির কাজে তানজু তাকায় আদির দিকে তারপর বলেঃ

—ধুর!’ এসব শাড়ি সামলানো চারটে খানিক কথা আমি তো পড়ে হাঁটতেই পারছি না…

—ওহ…

—“তোর ওহ বলা বাদ দিয়ে আমার হাত ধর আদি…

“তানজুর কথা শুনে আদি কিছুটা চমকে বললোঃ

—“তোর হাত…

—“না পাশের বাড়ির খালাম্মার..

—“তানজু…

—“এতো প্যাক প্যাক কেন করোস তুই হাত দে..

“এরপর তানজু আদির হাত ধরে এগিয়ে যায় স্টেজের দিকে!’

.

“তানজুকে আদির হাত ধরে এগিয়ে যেতে দেখে ভিতরে ভিতরে প্রচন্ড রাগ হয় রিয়াদের!’ রাগী লুক নিয়ে তাকিয়ে থাকে সে তানজুর যাওয়ার পানে!’

.

“স্টেজের ওপর হিয়ামিনি তাকিয়ে আছে তানজু আর রিয়াদের দিকে!’কিছু একটা নটিছ করছে সে!রিয়াদ তানজু দুজনেই হলুদ পড়ে আছে আর দুজনকেই অসম্ভব সুন্দর লাগছে!’হিয়ামিনি বিস্ময় নিয়ে বলে উঠলঃ

—“তাসলিমা আপু তানজু আর রিয়াদ ভাইয়াকে কাপল কাপল মনে হচ্ছে না….

“হিয়ামিনির কথা শুনে তাসলিমা অবাক হয়ে বললোঃ

—“মানে…

—“মানে আবার কি তুমি দেখো না তানজু হলুদ শাড়ি আর রিয়াদ হলুদ পাঞ্জাবি দুজনকে কিন্তু বেশ লাগছে তাই না,রিয়াদ ভাইয়া আমাদের দুলাভাই হলে মন্দ হতো না কিন্তু….

—“তোর কি মাথা খারাপ হয়ে গেছে হিয়ামিনি কোথায় সুপাস্টার রিয়াদ আর কোথায় আমাদের তানজু,ওদের মধ্যে কতটা দূরত্ব বলতো…?’

“তাসলিমার কথা শুনে নিরব কন্ঠে গালে হাত দিয়ে বলে হিয়ামিনিঃ

—“ভাগ্য কি আর দূরত্ব দেখে আপু….

“হিয়ামিনির কথা শুনে স্টেজে ওপর উঠতে উঠতে বলে উঠল তানজুঃ

—“কিসের দূরত্ব?’

“আচমকা পিছন থেকে তানজুর কথা শুনে চমকে উঠলো হিয়ামিনি!’কিছুটা আমতা আমতা করে বললো সেঃ

—“কই কিছুর দূরত্ব নয় তো…

—“না আমি স্পষ্ট শুনলাম তুই আর আপু মিলে কোনো কিছুর দূরত্ব নিয়ে কথা বলছিস…

“তানজুর কথা শুনে হিয়ামিনি আর তাসলিমা একে অপরের দিকে তাকায় তারপর ওদের মাঝখান থেকে তাসলিমা বলে উঠলঃ

—“ওসব বাদ দে, আগে বল তোর এতক্ষণে আসার সময় হলো সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আমি….

“তাসলিমার কথা শুনে তানজু তাসলিমার সামনে থাকা হলুদের বাটি থেকে, হাতে একটুখানি হলুদ নিয়ে, তাসলিমার গালে লাগিয়ে দিয়ে বললোঃ

—“সরি আপু সাজতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর কি?’…

“গান বাজনা, নাচ, হুল্লোড়ের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল তাসলিমার গায়ে হলুদের অনুষ্ঠান!’পুরো সন্ধ্যাটাই খুব আনন্দের সাথে কেটে গেছে তাদের!’

___

“রাত_১১ঃ০০টা….

“শাড়ির কুঁচি ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে তানজু!’ এমন সময় তার হাতের ফোনটা টুং করে উঠলো উপরে রিয়াদের মেসেজ দেখে কিছুটা অবাক হয় তানজু!’তাড়াতাড়ি মেসেজ চেক করতেই দেখলো তানজুঃ

—“ছাঁদে আসো তানজু কিছু কথা আছে ‘কাম ফাস্ট?’

“এতরাতে রিয়াদের এমন মেসেজ দেখে অনেকটাই অবাক হয় তানজু!’অবাক হয়েই বলে সেঃ

—“এত রাতে কি বলবেন আমায় রিয়াদ স্যার?’
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………

[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!’]