#রোদ্দুরে_মেঘের_বর্ষন❤️
#লেখিকা:#তানজিল_মীম❤️
— পর্বঃ২১
“হঠাৎই রিয়াদের হুস আসলো তাড়াতাড়ি সে তানজুর ওপর থেকে চোখ সরিয়ে নিলো!’রিয়াদকে চোখ সরিয়ে ফেলতে দেখে তানজুও অন্যদিকে তাকালো!’এরই মাঝে শোনা গেল বর এসেছে,, বর এসেছে শুনেই তানজু হিয়ামিনিসহ সবাই চললো গেটের কাছে!’
__
“গেটের সামনে ফটোশুট করছে আদি আর ওর পাশেই তানজু হিয়ামিনিসহ আরো কিছু মেয়েরা দাঁড়িয়ে আছে,,গেটের সামনে ফিতা দিয়ে আঁটকে দেওয়া হয়েছে বরের গেট!’বিষয়টা রিয়াদের কাছে বেশ লেগেছে!’সবার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে সবটা দেখছে রিয়াদ,
“এদিকে….
“সামনেই টেবিলের উপর ট্রেসহ কিছু মিষ্টি আর শরবতের গ্লাস রাখলো তানজু!’তারপর মুচকি হেঁসে বরের দিকে তাকিয়ে বললো সেঃ
—“আসসালামু আলাইকুম….
“তানজুর কথা শুনে বর পক্ষরাও বলে উঠলেনঃ
—“ওয়াইকুম আসসালাম!’
“বরপক্ষদের কথা শুনে হিয়ামিনি বলে উঠলঃ
—“আমরা কিন্তু এমনি এমনি আপনাদের ভিতরে ঢুকতে দিবো না…
“হিয়ামিনির কথা শুনে বরের পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলে বলে উঠলঃ
—“তাহলে আপনাদের কি চাই বলুন…
“ছেলেটির কথা শুনে তানজু বলে উঠলঃ
—“হুম ২০,০০০টাকা!’
“তানজুর কথা শুনে ছেলেটির কাশি উঠে যায়!’ছেলেটিকে কাশতে দেখে বলে উঠল তানজুঃ
—“আরে আরে এতটুকু টাকা চাওয়াতেই কাশি উঠে গেল…
—“আপনাদের ডিমান্ড এত কম জানা ছিল না আমার…
“ছেলেটির কথা শুনে তানজু হিয়ামিনি একে অপরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললোঃ
—“এটা কম ছিল!’
—“তা নয় তো কি আমি তো ভেবেছিলাম আপনারা ২৫ – ৩০ চাইবেন?
—“আপনি কি আমাদের সাথে ফ্লাট করছেন?(তানজু)
—“আরে না না আপনাদের মতো এত সুন্দর সুন্দর মানুষের সাথে ফ্লাট করা যায় নাকি..
—“এত না বকে তাড়াতাড়ি টাকা বের করুন মশাই..(হিয়ামিনি)
—“আরে আরে এক্ষুনি চটে যাচ্ছেন নাকি…
—“টাকার কথা শুনে কাশি উঠে গেল আর বলেন টাকা কম চেয়েছি পাগল পেয়েছেন নাকি…(তানজু)
“তানজুর কথা শুনে ছেলেটির পাশে দাঁড়িয়ে থাকা একটা চিকনা-চাকনা ছেলে বলে উঠলঃ
—“ওর না কাশের রোগ আছে…
“সাথে সাথে হেঁসে উঠলো সবাই!’সবার হাসি দেখে ছেলেটি চোখ গরম করে তাকালো চিকনা-চাকনা ছেলেটির দিকে!’তারপর তানজুদের দিকে তাকিয়ে বললোঃ
—“হাসা বন্ধ হয়ে গেলে আমরা ভিতরে যেতে পারি…
—“আরে আরে কি বলে,টাকা না দিলে এক পাও এগোতে দিবো না(হিয়ামিনি)
“এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে গেল হিয়ামিনি আর ছেলেটার মধ্যে!’
“শেষমেশ তর্কাতর্কিতে বরপক্ষরা রাজি হলো টাকা দেওয়ার জন্য!টাকা পেতেই তানজু বরকে মিষ্টি আর শরবত খাইয়ে দিলো!’
“তারপর একে একে সবাই ভিতরে চলে গেল!’
__
“খুনশুঁটি, খাওয়াদাওয়া আর হই হুল্লোড়ের মধ্যে দিয়ে তাসলিমা আর তৌহিদের বিয়ে হয়ে গেল!’
“এরই মাঝে তানজুদের বাড়ির সামনে এসে থামলো বড় বড় কয়েকটা গাড়ি!’গাড়ি থেকে নামলো কিছু লোক!’যাদের সবারই পরনে ব্লাক কোট ব্লাক প্যান্ট,চোখে কালো চশমা,কানে ওয়াইট ব্লুট্রুথ!’
“গাড়ি থেকে নেমেই একে একে সবাই চলতে লাগলো তানজুদের বাড়ির ভিতরে!’হঠাৎই বাড়ির সামনে এত বড় বড় গাড়ি আর এত লোকদের একসাথে দেখে সবাই বেশ অবাক হয়ে তাকিয়ে রইলো সেদিকে!’
“তাসলিমার পাশেই বসে ছিল তানজু এমন সময় তার ফোন বাজতেই ওপরে রিয়াদের নাম দেখে ফোনটা তুলে বললো সেঃ
—“আসছি স্যার…
“তানজুকে যেতে দেখে তাসলিমা বলে উঠলঃ
—“কই যাস,আর এত মানুষ এরা কারা…
—“এক্ষুনি আসছি আপু,আর এরা সবাই রিয়াদ স্যার গার্ড…
—“এতজন..
—“হুম…
“এতটুকু বলে চলে যায় তানজু!’
___
“নিজের রুমে জানালার কাছে দাঁড়িয়ে আছে রিয়াদ,অনেক আগেই নিজের রুমে এসেছে সে!’চুপচাপ দাঁড়িয়ে কিছু ভাবছে রিয়াদ দৃষ্টি তার সেই পুকুরটার দিকে!’আজ ভীষণভাবে রিয়াদের প্রথম দিনের কথা মনে পড়ছে!’
—“সত্যি সময়গুলো যেন খুব তাড়াতাড়ি চলে যায়..
“ভেবেই দীর্ঘশ্বাস ফেললো রিয়াদ!’এরই মাঝে হাজির তানজু কিছুটা বিস্মিত কন্ঠ নিয়ে বললো সেঃ
—“স্যার…
“তানজুর মুখে “স্যার” শুনে পিছন ফিরে তাকায় রিয়াদ!’দু’মিনিট তানজুর দিকে তাকিয়ে থেকে বললো সেঃ
—“তুমি এসেছো..
—“জ্বি স্যার…
—“আমাকে এখন যেতে হবে তানজু আমার লোকেরা চলে এসেছে..
—“হুম স্যার দেখেছি…
“এমন সময় হাতে কিছু বোওম নিয়ে ভিতরে ঢুকলেন তানজুর মা!’উনি জানে রিয়াদ এখন চলে যাবে কারন তানজু তাদের সকালেই বলেছিল!’তানজুর মা রিয়াদের সামনে এসে বললোঃ
—“তুমি চলে যাবে বাবা…?’
“তানজুর মায়ের কথা শুনে ছলছল চোখে তাকায় রিয়াদ তানজুর মায়ের দিকে!’তারপর হাল্কা মন খারাপ করে বলে সেঃ
—“হুম…
—“আর কটাদিন থাকতে পারতে তো?’
—“আসলে..
“রিয়াদ আর কিছু বলার আগেই তানজু বলে উঠলঃ
—“মা তোমায় তো আগেই বলেছি রিয়াদ স্যারের শুটিং আছে…
“তানজুর কথা শুনে তানজুর মা হাল্কা হেঁসে বললেনঃ
—“আমি কি ওতো শতো বুঝি নাকি,তুমি ছিলে খুব ভালো লেগেছিল এতদিন, আবার আসবে কিন্তু বাবা…?’
“তানজুর মায়ের কথা শুনে রিয়াদ মুচকি হেঁসে বললোঃ
—“হুম আবার আসবো আন্টি…
“এরপর তানজুর মা তার হাতের বোওমগুলো রিয়াদের দিকে এগিয়ে দিয়ে বললোঃ
—“এগুলো নেও বাবা এতে কিছু পিঠে আর আচার বানানো আছে,জানি তুমি হয়তো এগুলো খুব একটা খাও না তারপরও একবার খেয়ে দেখো ভালো লাগবে,
“রিয়াদ ওনার কথা শুনে তানজুর মায়ের হাত থেকে বোওমগুলো নিয়ে হেঁসে বললোঃ
—“অবশ্যই,আপনার হাতের রান্নাটা খুব মিস করবো আমি…
“মুচকি হাসলেন তানজুর মা তারপর বললোঃ
—“ভেবেছিলাম আরো কিছু করে খাওয়াবো কিন্তু তুমি এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতে পারি নি,তবে চিন্তা করো না আমি তানজুর কাছে আরো অনেককিছু বানিয়ে পাঠিয়ে দিবো,আর শুনো গিয়ে ফোন করে জানাইবা কিন্তু ঠিকভাবে বাড়ি পৌছাইছো কি না…
“তানজুর মায়ের কথা শুনে রিয়াদের মনটা খুশিতে ভরে উঠলো এই প্রথম কেউ এই কথাটা বললো রিয়াদকে!’রিয়াদ মাথা নাড়িয়ে হ্যাঁ সমর্থন দিয়ে বলেঃ
—“অবশ্যই জানাবো….
—“প্রায় ফোন করবে,গিয়ে আবার আমাদের ভুলে যেও না কিন্তু,,
—“হুম করবো..
—“আর ভালো থেকো বাবা,..
—“আপনারাও ভালো থাকবেন…
“তানজুর মা রিয়াদের দু’গাল চেপে ধরে বললোঃ
—“ভালো ছেলে আমার,মাকে ভুলে যেও না কিন্তু…
“এতটুকু বলে চলে যায় তানজুর মা!’রিয়াদ কিন্তুক্ষন তাকিয়ে থাকে তানজুর মায়ের যাওয়ার পানে,,ওনার কথা শুনে খুব ভালো লাগলো রিয়াদের!’কেমন একটা মা মা গন্ধ পেল সে…
“রিয়াদের ভাবনার মাঝে বলে উঠল তানজুঃ
—“চলুন স্যার…
—“হুম চলো….
“তারপর রিয়াদ আর তানজু বেরিয়ে গেল রুম থেকে!’
____
“বাড়ির হুল্লোড়ের পরিবেশ নিমিষেই নীরবতায় ভর করলো!’রিয়াদ একে একে সবাইকে বিদায় জানিয়ে বসে পরলো গাড়িতে!’রিয়াদ গাড়িতে বসতেই রিয়াদের গার্ডরাও একে একে যে যাদের গাড়িতে বসে পরলো!’রিয়াদের গাড়ির জানালার কাছে দাঁড়িয়ে আছে তানজু,রিয়াদের দিকে তাকিয়ে বললো সেঃ
—“আমি জানি বাড়ি ফিরে আপনার মনটা খারাপ লাগবে, কিন্তু দুঃখ পাবেন না স্যার…
“উওরে হাল্কা হেঁসে বললো রিয়াদঃ
—“তুমি সব জানো তাই না,..
“উওরে তানজু কিছু বলে না!’তানজুকে চুপ থাকতে দেখে রিয়াদ আবারো বলে উঠলঃ
—“ডোন্ট ওয়ারি তানজু, আমি ঠিক আছি তবে হ্যাঁ তোমাদের খুব মিস করবো…
“উওরে হাসে তানজু!’এমন সময় তানজুর গা ঘেঁষে দাঁড়ালো আদি!’হেঁসে বললো সেঃ
—“হেই ব্রো তুমি চলে যাচ্ছো…
“আদির কাজে রিয়াদের রাগ হয় ঠিকই কিন্তু তারপরও মুচকি হেঁসে বলে সঃ
—“হুম ভালো থেকো…
—“অবশ্যই!’ সেইম টু ব্রো…
“বলেই নিজের হাত এগিয়ে দিল আদি!’রিয়াদও হাত মিলালো আদির সাথে!'”এরই মাঝে হিয়ামিনি এসে বলে উঠলঃ
—“আপনাকে খুব মিস করবো সেলিব্রেটি ভাইয়া…
—“আমিও…
“এরপর আর কারো সাথে কোনো কথা হয়নি রিয়াদের!’
“নীরবে বসে রইলো রিয়াদ এরই মধ্যে একে একে চলতে শুরু করলো গাড়ি!’গাড়ি চলতে শুরু করতেই রিয়াদ সবার দিকে তাকিয়ে বাই জানালো!’একটু একটু করে এগিয়ে যেতে লাগলো রিয়াদের গাড়ি!’গাড়ি যতো এগোচ্ছে তানজুদের পরিবার ততই পিছিয়ে যাচ্ছে!’লুকিং গ্লাসে তানজুর মুখটা স্পর্শ দেখা যাচ্ছে!’রিয়াদ তাকিয়ে আছে সেখানেই,কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তার!’টানা দু’বছর পর আজ প্রথম রিয়াদ তানজুকে ছাড়া বাড়ি ফিরছে,বুকের ভিতর খা খা করছে,হুট করেই তানজুর জন্য কিছু একটা ফিল হচ্ছে রিয়াদের!’রিয়াদ জানালার বাহিরের মুখ বের করে তাকালো সবার দিকে!’তারপর হাত নাড়িয়ে বাই জানালো সবাইকে!’রিয়াদকে বাই জানাতে দেখে তানজুর পরিবারও হাত নাড়িয়ে বাই জানালো….
“রিয়াদের দৃষ্টি তানজুর দিকে আর তানজুর রিয়াদের দিকে!’তারও মন খারাপ হচ্ছে সেও তো ছিল টানা দু’বছর রিয়াদের সাথে!’
“দেখতে দেখতে রিয়াদের গাড়ি তানজুদের বাড়ি ছাড়িয়ে অনেকদূর চলে গেল!’
“সবুজ শ্যামলের মাঠ ঘাট পেরিয়ে এগিয়ে চলছে রিয়াদ!’চোখের সামনে তার ভেসে আসছে প্রথম দিনের ভ্যানে করে চলার মুহূর্তটা,ভীষণ ভাবে মিস করছে সে বিষয়টা!’এক এক রাস্তা পেরিয়ে যেতেই রিয়াদের ভেসে আসছে সবকিছু ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা,আজও পাখিরা ডাকছে কিন্তু আজ রিয়াদকে স্বাগতম দেওয়ার জন্য নয় বিদায় দেওয়ার জন্য..
“ছোট্ট দীর্ঘ শ্বাস ফেললো রিয়াদ!’মুহূর্তের মধ্যেই রিয়াদের গাড়ি ইটের রাস্তা পেরিয়ে সুন্দর পিচঢালা রাস্তায় চলে আসলো!’যতই সামনে এগোচ্ছে ততই যেন গ্রামের পরিবেশ রিয়াদকে টানছে!’দুপুরের চিক চিক করা রোদ্দুরদের ভিড়ে এগিয়ে যাচ্ছে সে,…
_______
“অবশেষে রিয়াদকে বিদায় জানিয়ে একে একে সবাই ঢুকে পরলো বাড়ির ভিতরে!’এখনই তাসলিমাকেও বিদায় জানানো হবে!’বিদায় জিনিসটা সত্যি খুব দুঃখজনক!’তাসলিমা তো অলরেডি কেঁদে ফেলেছে!’সবাইকে ছেড়ে যাবে ভাবতেই চোখ বেয়ে আপনাআপনি পানি পড়ছে তার,,,
“বুকের ভিতর তোলপাড় চলছে খুব!’তাসলিমাকে কাঁদতে দেখে তানজু হিয়ামিনিও কেঁদে উঠলো,…
“বিয়ে মানেই হলো হাসি কান্না দু’টোই!’সারাদিন আনন্দ,হুল্লোড়ে কেটে বিদায়ে কান্নায় ভাসিয়ে দেওয়া!’পুরো বাড়ি জুড়েই যেন কান্নার রোল পড়ে গেছে সবার,,
.
.
.
“বাসস্ট্যান্ডের সেই পথ পেরিয়ে এগিয়ে চলছে রিয়াদ আজও সেই আসার সময় বাসটা চোখে পড়লো রিয়াদের!’হয়তো সবেমাত্র স্টেশন থেকে এসেছে এটা!’রিয়াদের আজও চোখে ভাসে তানজু তার কাঁধে মাথা দিয়ে শুয়ে থাকার মুহূর্তটা!’বাতাসে তানজর চুল তার মুখে এসে পড়া,আবার হুট করে হঠাৎ তানজু তার হাত ধরে নিজের কাছে আনানো যাতে গাছের ডালের পাতা তার মাথায় না লাগে,সবকিছুই যেন একে একে বেরিয়ে আসছে রিয়াদের চোখের সামনে!’নিমিষেই চোখ বন্ধ করে নিলো রিয়াদ বের খারাপ লাগছে তার….
___
“তাসলিমাকে বিদায় জানিয়ে একে একে সবাই বাড়ির ভিতরে ঢুকে গেল!’কিছুক্ষন আগেই তাসলিমাদের গাড়ি চলে গেছে!’
“মনটা যেন আজ সবারই বড্ড খারাপ…..
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………
[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!”আর গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু!’]
#TanjiL_Mim♥️